এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • biskut | ০৪ নভেম্বর ২০১০ ২১:৪৬ | 115.187.34.68
  • আর ইয়ে, আমি এটি পান্নালালের গলায় শুনিচি; তবে গাইতে তো যে কেউ পারে; লেখা বোধ হয়্‌কমলাকান্ত বা রামপ্রসাদের... সিওর নই
  • delta | ০৪ নভেম্বর ২০১০ ২১:৪৬ | 151.141.84.194
  • একদম। দারুণ। বিস্কুট গো কৌটা ভরে
    ভরে বিস্কুট হোক আপনার! ঃ-)
  • biskut | ০৪ নভেম্বর ২০১০ ২১:৪৪ | 115.187.34.68
  • আমার তাই তো লাগে ভয়
    প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়
    ওরে যেন ভুলিস না
    তোর দয়াময়ী মা,
    তার রক্তমাখা চরণতলে ঘুচায় কালিমা
    ও মন তাই বলি আয় ঐ রাঙা পা-য় করি আত্মসমর্পণ
    মায়ের পায়ে ... ইত্যাদি

    হল গো ডেল্টা?
  • delta | ০৪ নভেম্বর ২০১০ ২১:৪৩ | 151.141.84.194
  • একদম। আপনি ই বুঝলেন। সম্পদে বিপদে
    দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে
    রাজদ্বারে শ্মশানে চ- বুইলেন না? ঃ-)
    তা শ্যামাগানের হদিশ পাইলেন?
  • Kartuj | ০৪ নভেম্বর ২০১০ ২১:৩৮ | 59.93.202.253
  • ডেল্টাবাবু আপনি আমার সত্যিকারের বন্ধু। সর্বত্র আপনিই কেবল আমাকে স্মরণ করছেন। ঃ-)
  • delta | ০৪ নভেম্বর ২০১০ ২১:৩৫ | 151.141.84.194
  • আরে কেন বুঝিস না ও যে তোর দয়াময়ী মা/ তার রক্তমাখা চরণতলে ঘুচায় কালিমা।

    এই লাইন দুটো কেবল ঘুর্ঘুর করে মনে, কী জ্বালা! এটা কার গাওয়া শ্যামাসঙ্গীত? এই লাইনের আগে পরে কী ছিলো? কেউ কইতে পারেন? আকাজী, কার্তুজ, বা অন্য কেউ?
  • pi | ০৪ নভেম্বর ২০১০ ১৯:৫২ | 72.83.80.136
  • রঞ্জনদা, এক্টু মেইল দেখবেন।
  • aka | ০৪ নভেম্বর ২০১০ ১৮:৪০ | 168.26.215.13
  • হ্যাঁ থাক। আমি তো অনেকদিনই বলি নি।
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৮:১৪ | 61.95.144.122
  • চাইলে বেশ কয়েকটা পয়েন্ট বলতে পারতাম, কিন্তু বলবো না।
  • aka | ০৪ নভেম্বর ২০১০ ১৮:১০ | 168.26.215.13
  • অরিজিত, ব্যপারটা নিয়ে ফালতু জলঘোলা করা আদৌ বয়সোচিত নয়। বিশেষত একসাথে বহুদিন আড্ডা মারার পরে (ভার্চুয়াল হলেও) কিন্তু এই ব্যপারটা বেশ কিছুদিন ধরেই চলছে।

    একটু ধৈর্য্য ধরে পড়লেই বুঝতে NoSQL নিয়ে কোন টেকনিকাল মন্তব্য করি নি। একটা কনসেপ্ট অন্যদিক থেকেও দেখা যায় সেটাই বলতে চেয়েছি।

    আর যদি জানার কথাই বলো তাহলে আমি তো মনে করি public static void main (String args[]) আর public static void main(String[] args) যে একই সেটা না জানলে আমি জাভার ইন্টারভিউ নিতে যাই না, অনেকেই যায়। এসে পাব্লিক ফোরামে অচেনা লোকজনের প্যান্টও খোলে।
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৮:০৭ | 61.95.144.122
  • না, জিগ্গেস একবার করবো। রাজী হবে না জেনেও।
  • stoic | ০৪ নভেম্বর ২০১০ ১৮:০৭ | 160.103.2.224
  • বুইলাম। অ্যাকসেপ্ট করতে পারলাম না, তবে বুঝলাম। কি আর করা যাবে। তবে আমি একবার হলেও জিগেস করে দেখতাম।
    অল দ্য বেস্ট। ডিডিদার রান্না আর কনফারেন্স এনজয় কর।ঃ)
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৮:০২ | 61.95.144.122
  • না। অ্যাফিলিয়েশন এখনকারটাই দিয়েছি। ফুটনোট হিসেবে নিউক্যাসলে থাকার সময়ের কাজ এটা বলা আছে। সেটা সরানোই যায়, কিন্তু যেহেতু এখনকার কাজের সাথে ডিরেক্টলি রিলেটেড নয়, তাই রাজী হবে না।

    নিজেই যাবো। এখানে অ্যাকাডেমিয়াতে ঢুকতে গেলে সংখ্যা বাড়াতে হবে - কাজেই এটাও করতে হবে।

    ফাউ হিসেবে ডিডিদার রান্না খেয়ে আসবো;-)
  • stoic | ০৪ নভেম্বর ২০১০ ১৭:৫৭ | 160.103.2.224
  • তোমার অ্যাফিলিয়েশান কি নিউক্যাসল ইউনি দিয়েছ? তাহলে ঘ্যানঘ্যান করতে পারে। তবে কনভিন্স করার চেষ্টা করে দেখতে পার। পেপার অ্যাকসেপ্ট হবার পর না যেতে পারাটা (খরচের কারণে) বেশ টাফ।
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৭:৫৩ | 61.95.144.122
  • না কোং কেন দেবে? এটা তো আমার নিউক্যাসলে থাকার সময়কার কাজ। কোং দেবে না। মানে কথা বলিনি, তবে সিওর দেবে না। ক্যাপ্টেন এট্টুস কিপ্‌টে আছে। সেদিন বল্লুম যে R&D টিম থেকে লোকজনকে একটু কনফারেন্স ইত্যাদিতে পাঠানো উচিত - তো লম্বা লেক্‌চার দিয়ে দিলো...
  • stoic | ০৪ নভেম্বর ২০১০ ১৭:৫১ | 160.103.2.224
  • তোমায় দিতে হবে নাকি? কোং দেবে না?
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৭:৩৮ | 61.95.144.122
  • অ্যাকাডেমিয়াতে না থাকার কি চাপ। একটা কনফারেন্সে পেপার অ্যাকসেপ্ট করেছে, কিন্তু রেজিস্ট্রেশনের খরচ ২০০০০। অ্যাকাডেমিক স্টাফ হলে সেটা ১০০০০-এ হয়ে যেত ঃ-((
  • Arpan | ০৪ নভেম্বর ২০১০ ১৭:৩৬ | 204.138.240.254
  • মান্দ্রাজ? হেথায় এসে তো পিনাকীবাবু কালচারাল (?) শক পাইসেন।
  • dd | ০৪ নভেম্বর ২০১০ ১৭:২৯ | 122.167.25.228
  • এই জন্যেই বলি, মশাই, মান্দ্রাজে থাকুন। মান্দ্রাজে।

    দিবালিতে দু দিন ছুটি, একুনে পর্পর চাদ্দিন। হা হা হা।

    তা যাগ্গে, আপুনেরা কাজ করুন।
  • Arpan | ০৪ নভেম্বর ২০১০ ১৭:২৪ | 204.138.240.254
  • আমার বেরোতে বেরোতে সাতটা। বাড়ি থেকেও একটা ঘন্টাখানেকের মত কংকলে ফেলবে। ঃ-(
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৭:২৩ | 61.95.144.122
  • তার আগে সমস্ত বিষয়ে একটা ইঙ্গিতপূর্ণ কমেন্ট করার আগে একটু knowledgeable হওয়ার চেষ্টা করলে হয়তো অনেক ভালো হত। গত কয়েকমাস ধরে এই ব্যাপারটা আমাকে যথেষ্ট ইরিটেট করেছে, ফলতঃ অনেক বিষয় নিয়ে কথা বলা বন্ধ করেছি। ইনফ্যাক্ট সাধারণ লেখাও কমিয়েছি। আজ আর চুপ থাকতে পারলাম না। দুঃখিত।
  • aka | ০৪ নভেম্বর ২০১০ ১৭:১৪ | 24.42.203.194
  • অরিজিত, উই মে ডিসএগ্রি উইদাউট বিয়িং ডিসএগ্রিয়েবল। যদি না চাও, যদি কিছু বলার না থাকে বলবে না, ব্যপারটা সেখানেই ইতি করলেই ভালো হয়।
  • Kartuj | ০৪ নভেম্বর ২০১০ ১৭:১১ | 125.20.3.146
  • নাহয় বুঝলাম ফরমালিটি করে বলে, তা বলে বিন্দুমাত্র সত্যি থাকতে নেই তার মধ্যে? Happy টাকে Unhappy করতে যেন তেগে বসে আছে।
  • d | ০৪ নভেম্বর ২০১০ ১৭:১১ | 14.96.173.99
  • *কাটব।

    নাঃ আমার একটাও সাপোর্ট প্রোজেক্ট নয়, কাজেই এখন আর ইশ্যু আসবে না। ঃ) (এইটা একটা মস্ত চওড়া খুশীর হাসি)
  • d | ০৪ নভেম্বর ২০১০ ১৭:০৯ | 14.96.173.99
  • এদিকে ক্লায়েন্টারা Happy diwali বলে মেল করছে এমংকি কংখলেও বলছে। ঃ))

    আমি আর ঘন্টাখানিকের মধ্যে কাতব। তবে বাড়ী থেকে খান দুই কলে ঢুকতে হবে। ঃ(
  • Kartuj | ০৪ নভেম্বর ২০১০ ১৭:০৭ | 125.20.3.146
  • আমাদের লাইফে এই একটা জায়গায় সবার কমা ফুলস্টপ সমেত মিল। আজকের মত আর কিছু না এলে বাঁচি, ভগবান একটু দেখো।
  • Bratin | ০৪ নভেম্বর ২০১০ ১৭:০৭ | 122.248.182.16
  • আমার দিন শেষ। এই বার কাটবো
  • Arpan | ০৪ নভেম্বর ২০১০ ১৭:০৫ | 204.138.240.254
  • তা আর বলতে! এখনো অফিসে। শুক্রবার ছুটি বলে ক্লায়েন্ট ঘানিতে ফেলে পিষছে।
  • Kartuj | ০৪ নভেম্বর ২০১০ ১৭:০২ | 125.20.3.146
  • উফ, ক্ষি চাপ ক্ষি চাপ !! কালীপুজোর আগের দিন জান কয়লা করে দিল। ইস্যু আর ইস্যু, এ ছাড়া যেন আর কিছু নাই ত্রিভুবনে।
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৬:৪৩ | 61.95.144.122
  • শুরু হয়ে গেল। যাক, কাটান দিই।
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৬:৪২ | 61.95.144.122
  • সমস্যাটা ইকনমিক্যাল। হয়তো হয়। কিন্তু যা দেখছি (প্র্যাক্টিক্যাল সিচুয়েশনে - আমাদের প্রোডাক্ট তো এখনো অবধি পুরোপুরি SQL, specifically Oracle-based) ইকনমিক্যাল হয় না। কারণ স্কেল-আপ করার ইকনমিক কস্ট অনেক বেশি (স্কেল-আউটের তুলনায়)।
  • aka | ০৪ নভেম্বর ২০১০ ১৬:৩৯ | 24.42.203.194
  • বোঝো! ডিবিএ ছেড়ে পিএইচডি লাগবে। প্রশ্ন হল কে বেশি সস্তা? আর কে বেশি রিলায়াবল?
  • nyara | ০৪ নভেম্বর ২০১০ ১৬:৩৮ | 122.167.249.219
  • না, লিংক আমার কাছে নেই। Slashdot-এ কদিন আগে দেখলাম, কিন্তু পড়ার সময় পাইনি।
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৬:৩৭ | 61.95.144.122
  • অর‌্যাকল যেমন কলাম স্টোরকে প্রথমে প্রচুর গাল দিলো। মাইক স্টোনব্রেকারের সাথে অর‌্যাকলের গুচ্ছের ডিবেট আছে মার্কেটে। তাপ্পর অর‌্যাকল সুড়সুড় করে রিসেন্ট প্রোডাক্ট ExaData-তে কলাম স্টোরের কনসেপ্ট নিয়ে এসেছে।
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৬:৩৫ | 61.95.144.122
  • না দেখিনি। লিংক আছে?

    তবে এরকম দাবী অর‌্যাকল বহুবার করেছে। কিন্তু "শেয়ারড নাথিং' আর্কিটেকচারে ট্র্যাডিশনাল SQL DB ঝাড় খেয়ে যায়।
  • nyara | ০৪ নভেম্বর ২০১০ ১৬:৩৪ | 122.167.249.219
  • মানে বেসিকালি বলছে NoSQL ছাড়াই একই জিনিস অ্যাচিভ করা সম্ভব।
  • nyara | ০৪ নভেম্বর ২০১০ ১৬:৩২ | 122.167.249.219
  • অরিজিত, ঐ পেপারটা কি দেখেছ - Berkeley থেকে বোধহয়, যেখানে বলেছে MySQL (বা যেকোন SQL DB দিয়ে) Availability, Consistency and Performance একই সঙ্গে পাওয়া যাওয়া সম্ভব।
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৬:৩২ | 61.95.144.122
  • NOSQL মানে Not only SQL - একটা ব্র্যান্ড নিউ কনসেপ্ট। না চাইলেও পড়াশোনা করতে পারো। অসাধারণ।
  • d | ০৪ নভেম্বর ২০১০ ১৬:২৪ | 14.96.173.99
  • সত্যি আমি ডিবিএদের ধ্বংস চাই। নিপাত যাক সমস্ত ডিবিএকুল গর্‌র্‌র্‌র্‌র।

    অজ্জিত, আমার কিসুতেই আপত্তি নাই, যদি বিলেবিলিটি ঠিকঠাক থাকে। ক্লায়েন্ট করলে আমার কি!
    এখানে কিন্তু 'পাপিষ্ঠ' উইন্ডোস নাই।
  • Raj | ০৪ নভেম্বর ২০১০ ১৬:২০ | 202.79.203.59
  • বেথেভাই মুক্তি পেলে?
  • Arijit | ০৪ নভেম্বর ২০১০ ১৬:১০ | 61.95.144.122
  • দমু - NoSQL করবে? ডিবিএ-দের দক্কার নাই;-)
  • Bratin | ০৪ নভেম্বর ২০১০ ১৬:০৯ | 122.248.182.16
  • শুধু দ্রাবিড় কে গালাগালি। তেন্ডুলি ৩৭ বলে ৮।
  • Raj | ০৪ নভেম্বর ২০১০ ১৬:০৯ | 202.79.203.59
  • কি দেশদ্রোহী রে ভাই ! ৩০ টা সেঞ্চুরি করা লোককে এরকম বলে ? নাহয় একটু স্লো খেলছে তা বলে এইরকম ঃO
  • Bratin | ০৪ নভেম্বর ২০১০ ১৬:০৭ | 122.248.182.16
  • ধুর!! ক্ষত্রিয়দের থেকে ডি বি এ দের সংখ্য বেশী ঃ-))
  • Arpan | ০৪ নভেম্বর ২০১০ ১৬:০৫ | 204.138.240.254
  • বাপরে এইবার পরশুরামের মত কুঠার হাতে বেরুবে দুনিয়া ডিবিএশূন্য করতে।
  • Bratin | ০৪ নভেম্বর ২০১০ ১৬:০৪ | 122.248.182.16
  • আনান্দের খবর দ্রাবিড় গেছে!!
  • Lama | ০৪ নভেম্বর ২০১০ ১৬:০৩ | 203.99.212.53
  • কার কটা চাগ্রি? আমার তেরো বছরে তেরোটা (অবশ্য তার মধ্যে কয়েকটা বাকরিও আছে- কনট্রাক্ট জব ইত্যাদি)
  • d | ০৪ নভেম্বর ২০১০ ১৫:৫৯ | 14.96.173.99
  • সমগ্র ডিবিএকুল এবং ব্ল্যাঙ্কিকে আমি ..... আমি ........ @#$%&[*[$@@#$%[%&[
  • stoic | ০৪ নভেম্বর ২০১০ ১৫:৫৪ | 160.103.2.224
  • বীরু আউট হবার পর থেকেই খেলা ঝুলে গেছে পুরো। ধুস।
  • Samik | ০৪ নভেম্বর ২০১০ ১৫:৫৩ | 203.196.143.162
  • দিল্লিতেই। দ্রোণাচার্যের গ্রামে যাবো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত