এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ০৯ নভেম্বর ২০১০ ১১:৩৪ | 59.93.197.41
  • ইসে , একটা কথা ছিলো, আজ মেশিনে কাপড় চোপড় দিয়ে একটু এদিক সেদিক কাজ কচ্ছিলাম , হঠাৎ দেখি তিনি ঘরময় ঘুরে বেড়াচ্ছেন, এমন এর আগে একবার হো চি মিনে হোয়েছিলো, তা বিদেশি মেশিন রা যে একটু সচল হতেই পারে বলে তাকে খুব হালকা বকে ছিলাম, ত্যামন কিছু মনে করিনি, কিন্তু এনাকে কি বলবো ভেবে পাচ্ছি না, একি কেবল আমার মেশিনরাই অবাধ্য , অশান্ত টাইপের নাকি আর কারোর ও এমন হয়।ক্ষী জ্বালাতন!
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ১১:৩৩ | 216.52.215.232
  • আমাদের পাড়াতেও এক ছবি।

    বুড়োদের বুড়োদের মত থাকতে দাও।
  • arindam | ০৯ নভেম্বর ২০১০ ১১:৩০ | 202.56.207.56
  • ভাল হলে দিদির ভাই, খারাপ হলে দাদার...
    ঃ)
    তবে সত্যি ভাল কাজ করেছে ছেলেগুলো। আর দুর্গাপুজো যদি বুড়োগুলো ছাড়ে তাহলেই মঙ্গল...
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ১১:২৩ | 122.172.32.74
  • অরিন্দম, পুজো তো ব্যাপক হবেই, কার ভাই দেখতে হবে তো! ঃ-) ওরা কয়েক রাত্তির ঘুমোয় নি, অফিস/কলেজ থেকে ফিরেই মুখোশ বানাতে বসে যেত। কালই আমাকে ফটো পাঠিয়েছে, দেখলাম ফটোগুলো। বুড়োগুলোর যদি এতেও একটু লজ্জা হয়, দুগ্গাপুজোটা একটু ভালো করে করতে পারে না বুড়োরা?
    আর হ্যাঁ আমি পুজোয় গেছিলাম, দশমীর পরের দিন ফিরেছি।
  • arindam | ০৯ নভেম্বর ২০১০ ১১:১৫ | 202.56.207.56
  • ব্যাঙ
    এবার পূর্বাশার কালীপুজো ব্যাপক হ'ল, বাচ্চা ছেলেগুলো দারুণ কাজ করেছে...
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৫১ | 122.172.32.74
  • শ্রী শ্রী ভূতো, তোমাকে ভার দেওয়া হল। বহন কর।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৪৯ | 122.252.231.10
  • আমাকে ভার দিও না। সোসনময় জীবন। ভুতোকে বলে দাও।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৪৮ | 122.172.32.74
  • তাহলে জোগাড়যন্ত্র করে ফ্যালো।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৪৬ | 122.252.231.10
  • শাস্ত্রে বলেছে অধিকন্তু ন দোষায়!
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৪৩ | 122.172.32.74
  • আমার অবিশ্যি তখন এট্টু চাপ যাবে। আর লুরু ভাট তাড়াতাড়ি না হলে কল্লোলদা বা ভূতোকে আবার উজিয়ে অনেকটা আসতে হবে এই গন্ডগ্রামে, বইগুলো নিয়ে যেতে। তাই বলছিলাম। ডিসেম্বরে নাহয় আরেকটা প্ল্যান করা যাবে। কী বলিস?
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৩৬ | 122.252.231.10
  • ডিসে দ্বিতীয় সপ্তাহ।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৩৫ | 122.172.32.74
  • তিলদা কবে আসছে?
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৩৪ | 122.252.231.10
  • তিলুবাবু আসা অব্দি ওয়েট করবে?
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৩৩ | 122.172.32.74
  • একটা দিন লুরু ভাট হলে ভালো হয়, আমার কাছে বেশ কিছু কাগু আছে, সব্বাই হাতে হাতে নিয়ে নেবে।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০৯:৩০ | 122.252.231.10
  • হয়ে যাক। এইখানে এলে ফোং করে দিও।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৯:২৫ | 122.172.32.74
  • তাহলে হয়ে যাক!
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০৯:২২ | 122.252.231.10
  • এইটা বিদ্যাসাগরীয় বানামরীতি। ঃ)

    সে যাক, নেমোন্তো পাওনি বলে দুক্কু কোরো না। গোলকুন্ডা খুলে গেছে। আমাদের এই গন্ডগ্রামে পা রাখলে খাইয়ে দেবো।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৯:১৯ | 122.172.32.74
  • জানি না বলেই তো জানতে চাইলাম।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০৯:১৭ | 122.252.231.10
  • ও, তাইতো, সেইটার বানাম তুমিই ভালো জানো বলছ? স্বাভাবিক, খুবই স্বাভাবিক। ;-)
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৯:১৩ | 122.172.32.74
  • গাধার স্ত্রীলিঙ্গে কেন ঈকার হবে, একটু বিশদে বলা হোক?
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৯:১১ | 122.172.32.74
  • আহা কি বানাম, মরি মরি ! ঃ-)
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০৯:১০ | 122.252.231.10
  • * ভাইফোঁটার
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০৯:১০ | 122.252.231.10
  • টিম, ভাইফঁটার নেমোন্তো গাধারাই পায়, গাধীরা নয়। ঃ)
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৮:৫৯ | 122.172.32.74
  • অরিন্দম জেগে আছে নাকি?
  • aka | ০৯ নভেম্বর ২০১০ ০৮:২৭ | 24.42.203.194
  • ঃ))
  • Tim | ০৯ নভেম্বর ২০১০ ০৮:২৭ | 173.163.204.9
  • আমার এক বন্ধু ভোরবেলা উঠে চা করে খেয়ে আবার ঘুমিয়ে পড়তো। জিগ্যেস করলে বলতো, চা-বানানোর কাজটাই নাকি ওর ওয়ার্ক আউট। ভোরবেলা অত কষ্ট করে কেন করে জানতে চাইলে বলতো ভোরের চা নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৮:২২ | 122.172.32.74
  • আজ সকালে ঋভু ঘুম থেকে ওঠার পরেই শুধোলাম - বল তো দেখি একটা প্লেন আকাশে উড়ছে যখন সেটা পৃথিবীতে আছে, নাকি পৃথিবীর বাইরে?
    ঘুমে জড়ানো গলায় উল্টে আমাকে জিজ্ঞেস করল - ডেটাইমে উড়ছিল না রাত্তিরবেলায়? (বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশা, সকাল ছটা বাজে)।
    একটু ভেবে বললাম, রাত্তিরে উড়ছিল।
    উত্তর দিল - যেটা স্টারদের নীচ দিয়ে উড়ছে, সেটা কেমন করে পৃথিবীতে থাক্বে, ওটা পৃথিবীর বাইরে দিয়েই উড়ছিল।
    বললাম, যদি দিনের বেলায় উড়ত?
    বলে কি দিনের বেলায় উড়লে সানের সামনে দিয়ে উড়তে হত, তখনও পৃথিবীর বাইরেই থাকত।
    শুধোলাম - তাহলে কখন পৃথিবীর মধ্যে থাকে প্লেন?
    উত্তর দিল - যখন এয়ারপোর্টে থেমে থাকে।

    তারপরেই জলখাবারে ডিমসিদ্ধ খেতে হবে দেখে বেজায় চেঁচামেচি শুরু করে দিল।

    নীতিবাক্য ঃ ওনাদের লজিক সিস্টেম দেশকাল নির্বিশেষে একই হয়ে থাকে।
  • Ninaa | ০৯ নভেম্বর ২০১০ ০৮:১৭ | 68.84.239.41
  • সব্বাইকে গুন্নাইট! চল্লেম ঘুমের দেশে
  • Nina | ০৯ নভেম্বর ২০১০ ০৮:১৫ | 68.84.239.41
  • ধ্যুস! শুধু বানানো চা খাব----কেউ যদি বানিয়ে দেয় --দুনিয়ায় কিছু ভাল লোক এখনও আছে--আহা এক্কাপ চা কি আর দেবেনা
  • aka | ০৯ নভেম্বর ২০১০ ০৮:০৬ | 24.42.203.194
  • চা খাওয়ার পরিশ্রমটাই সবথেকে বেশি।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৮:০৫ | 122.172.32.74
  • হুঃ, অপ্পনের ভয়ে পক্ষপাতিত্বমুলক আচরণের প্রতিবাদটুকুও করতে পাব না নাকি?
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৮:০৩ | 122.172.32.74
  • এই সেরেছে, চা বানানো যে বেজায় পরিশ্রমের কাজ! ঐ ভয়েই তো আমি চা খাই না। গরম জল কর রে, চা ভেজাও রে, কাপে ঢালো রে, চিনি দাও রে, গরম চা খেয়ে জিভ পোড়াও রে, সর্বোপরি যাচ্ছেতাইতম কাজ চায়ের কাপটা ধুয়ে রাখ রে। এই শেষ কাজটা ভাবলেই আমার এম্নি জ্বর আসে, আর চা খাওয়ার ইচ্ছেই হয় না।
  • Nina | ০৯ নভেম্বর ২০১০ ০৭:৫৯ | 68.84.239.41
  • ঃ-)) আমি বেজায় চাতাল--চা পেয়ে মেজাজ খুশ
  • Tim | ০৯ নভেম্বর ২০১০ ০৭:৫৬ | 173.163.204.9
  • গাধা বল্লে ক্যালাবে না ? ঃ-)
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৭:৫৪ | 122.172.32.74
  • নীনাদি, আমি যে তোমাকে এক গামলা চা পাঠালুম, পাও নি? অক্কুট খুলে দেখ।
  • Tim | ০৯ নভেম্বর ২০১০ ০৭:৫৪ | 173.163.204.9
  • হুঁ, দুজনকে বহুদিন দেখাই যায়না। দ্রিদা আর দুদি।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৭:৫৩ | 122.172.32.74
  • মানেটা কী? আমি কুমড়োদির উদ্দেশ্যে চাট্টি মনের দুঃখু প্রকাশ করলে অপ্পন আমাকে ক্যালাবে কেন?
  • Nina | ০৯ নভেম্বর ২০১০ ০৭:৫১ | 68.84.239.41
  • এই যো ব্যাংকুয়ারী আমার নেমোন্তোন্ন পেয়েচো?অক্কুটে?
    তোমার হল শুরু , আমার হল সারা-চন্নু ঘুমোতে----ভাল এক্কাপ কফি আর দুইখান নতুন গুড়ের সন্দেশ দি গেলুম তোমায়
  • aka | ০৯ নভেম্বর ২০১০ ০৭:৫১ | 24.42.203.194
  • দ্রি গেলেন কই? এক্কেরে উধাও।
  • Tim | ০৯ নভেম্বর ২০১০ ০৭:৫০ | 173.163.204.9
  • যাক, অপ্পন এসে এইটা দেখলেই ব্যাঙদিকে ক্যালাবে। ভাগ্যিস এলাকার লোক, নইলে আবার সুপুরির খরচটা বেড়ে যেতো। পড়তায় পোষাতো না। দ্রিসেশনের বাজার।
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০৭:৪০ | 122.172.32.74
  • কুমড়োদি ভালো মানুষ!!! বেছে বেছে শুধু গাধাগুলোকে নেমন্তন্ন করছে, খাবার পাঠাচ্ছে। যারা নেমন্তন্ন পেল না, সেইসব অভাগা মানুষগুলোর নাম মুখেও আনছে না!! মনের আলো না ছাই, চোখে ঠুলি বাঁধা।
  • sana | ০৯ নভেম্বর ২০১০ ০৫:৫৬ | 58.106.156.197
  • জয়ন্তীর মনের অলোয় আজ ভাটের আকাশ ভরা। এই সব ভালো মনের মানুষ দের জন্যই বোধহয় এখনো এতো সুন্দর ভোর হয়।
  • delta | ০৯ নভেম্বর ২০১০ ০৫:৪৭ | 151.141.84.194
  • ওদিকে গ্র্যাভিটি ট্যাভিটি সব ঘেঁটে গেছে????? ঃ-)
    আহারে আজ নিউটন থাকলে!
    ঃ-)
  • Nina | ০৯ নভেম্বর ২০১০ ০১:২৭ | 64.56.33.254
  • যাঃ, ব্যাং চলে গেল? হতভাগা আপিশ বড্ড খাটাচ্ছে আমায় --ব্যাটারা কটা পয়সা দেয় বলে এট্টু গপ্পও কত্তে দিচ্ছেনা---ব্যাং আমি পাঠাচ্ছি অক্কুটে নেমোন্ত, বাড়ী গিয়েই
  • aka | ০৯ নভেম্বর ২০১০ ০১:১৬ | 168.26.215.13
  • আরে সে চাপ ঠিকই আছে। আর এই সোর্সিং কোন কোম্পানি নেবে না। ১ ডলার খরচ করতে হলে চোদ্দজনের পারমিশন নিতে হয়। আমি নিজেই নিজের কাজ বাড়িয়ে নিয়েছি। সে কাজ সোর্সিং তো দুরের কথা। আমি নিজেই কোডার, নিজেই বিজনেস ইউজার, নিজেই সিইও। উফ আর পারিনে। কিন্তু মুশকিল হল এখন ইজ্জত কা সওয়াল। ঃ(
  • Arpan | ০৯ নভেম্বর ২০১০ ০১:০২ | 122.252.231.10
  • চাপ বাড়া তো ভাল। চাপ বেশি বাড়লে সোর্সিং করে দিন। ঃ-)
  • byaang | ০৯ নভেম্বর ২০১০ ০০:৫৯ | 122.172.18.197
  • হাসির কী আছে, অ্যাঁ?
  • Tim | ০৯ নভেম্বর ২০১০ ০০:৫৪ | 198.82.30.250
  • ব্যাঙ গেলা? হ্যা হ্যা হ্যা। ভারি মজা পেলুম।
  • Tim | ০৯ নভেম্বর ২০১০ ০০:৫২ | 198.82.30.250
  • কেউ মানে? কতগুলো নীনাদি আছে? ঃ-)
  • aka | ০৯ নভেম্বর ২০১০ ০০:৪৯ | 168.26.215.13
  • অপ্পন, এইরকম সফটওয়ার কি আর বিনি পয়সায় পাওয়া যাবে? আমি জানি না। খুঁজে দেখতে পারি, কিন্তু জেবনে হঠাৎ করে চাপ বেড়ে গিয়েছে। যা খেতে পারি তার থেকে বেশি মুখে দিয়েছি। এবারে সাপের ব্যাং গেলার অবস্থা। ঃ((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত