এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২৩:২৮ | 122.252.231.10
  • না না, খিল্লি করছি না। সিরিয়াসলি বলছি একটা সাত বছরের বাচ্চা ছুটির দিনে খেলা দেখেছে তাতে কী মহাভারত অশুদ্ধ হয়েছে।
  • pi | ১৭ নভেম্বর ২০১০ ২৩:২৭ | 72.83.86.88
  • আরে! ব্যাঙমাসীর দেকি গোঁপ গজিয়েচে ! তাইলে তো আরো অনেক কিচু ই হওয়া সম্ভব। এই যেমন, মনে মনে পড়েছি ভেবে নিলেই সব পড়া হয়ে যাওয়া, আর তার্পর দিবা রাত্তির টেস্ট খেলা !! ড্রিম নয়, সত্যি !
  • Tim | ১৭ নভেম্বর ২০১০ ২৩:২৭ | 198.82.27.149
  • পড়াশুনো করলে বাকি দিকগুলো শিখবে কিকরে? বোলিং, ফিল্ডিং, টেম্পারামেন্ট, ফিটনেস। বরং ঘুমোবার আগে ক্রিকেটারদের আত্মজীবনী পত্তে বোলো।

    হ্যাঁ শ্যাডোটাতো করতে হবে। হালকা ম্যাচ প্র্যাক্টিসও চাই। অনেক হ্যাপা।
  • tatin | ১৭ নভেম্বর ২০১০ ২৩:২৭ | 130.39.149.32
  • অন্তিম শ্বাস সুন্দর দেখলাম- থিমের সম্ভাবনা ছিল, কিন্তু সিনেমাটায় অদ্ভুত রকম ইনকস্নিস্টেন্সির অভাব- একই গল্পে একই ডিরেক্টর-নায়ক-নায়িকা মিলিয়ে জায়গায় জায়গায় এরকম ভাট আর জায়গায় জায়গায় ঠিকঠাক - এটা কী করে সম্ভব?
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২৩:২৬ | 168.26.215.13
  • মা ভাঙলে যে সারায় সেই সারাবে। অসুবিধা কি?
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২৩:২৫ | 122.172.24.248
  • বোঝো! ঃ-(( ওরে আমার বাড়ি ভর্তি কাঁচের পাল্লা লাগানো আলমারী, সেগুলো ভাঙ্গলে তোরা সারাবি! ঃ-{
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২৩:২১ | 168.26.215.13
  • আঃ খেলা না দেখলে শিখবে কখন? পাঁচদিন না হয় খেলাই দেখুক রাতে একটু শ্যাডো করে নিলেই হবে। ট্রিকটা হল কড়িকাঠ থেকে দড়ি ঝুলিয়ে তাতে একটা বল আটকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে হবে ব্যাটটা ফার্স্ট স্লিপ থেকে নামছে তো? মারার পরে ফলো থ্রু ঠিক হচ্ছে কিনা।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২৩:২১ | 122.172.24.248
  • টিম, ওর আগে তোকে ধরে পেটাবো! দিনের বেলা বাইরে গিয়ে খেলবে আর সন্ধ্যেতে রঞ্জি ম্যাচের রেকর্ডিং দেখবে!!! বদবুদ্ধি দেওয়ার আর লোক পাস নি! তাহলে পড়বে কখন?
  • Tim | ১৭ নভেম্বর ২০১০ ২৩:১৮ | 198.82.27.149
  • সারাদিন খেলা দেখলে খেলবে কখন? না না প্র্যাক্টিস বন্ধ করা ভালো নয়। দিনের বেলাটায় খেলতে বলো। নাহয় সন্ধের পর রেকর্ডিং দেখে নেবে।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২৩:০৪ | 122.172.24.248
  • নীনাদি ঃ-)
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২৩:০৪ | 64.56.33.254
  • আচ্ছ তো হম চলতে হ্যায়----টাটা
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২৩:০৩ | 64.56.33.254
  • আরে ব্যাং, ছেলেটাকে তার মতন থাকতে দে---ব্যাং জুনিয়র কি তার-বাবা জুনিয়র করিসনা---দেখছিস না জুনিয়র গুলো কোনো কম্মের নয়--ওরিজিন্যাল থাকতে দে--
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২৩:০২ | 64.56.33.254
  • আরে টিম্ভাই দুক্কু করিসনা--তেমনি বেবাক ঘাসপাতা খেয়ে আছি তো--ঠ্যাঙ্গ ভেঙ্গে নো ওয়ার্ক আউট --সাঁইসাঁই করে ওজন বাড়ছে (পাইটা কি লাকি) ধ্যুস্‌স্‌স---
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২৩:০০ | 122.172.24.248
  • হ্যাঁ খিল্লি মার তোরা আর আমার ছেলেটার পরকাল ঝরঝরে হয়ে যাক! ঃ-((
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:৫৯ | 122.252.231.10
  • এ তো দেখি খাঁটি লরেন দত্তর মত কতা কইচে! ঃ-)))
  • Tim | ১৭ নভেম্বর ২০১০ ২২:৫৮ | 198.82.27.149
  • দেশে যাওয়া, বিয়েবাড়ি..... এইসব কথাগুলো এখানে না লিখলেই নয়? ঃ-(

    যাই কিছু খেয়ে মনটা হালকা করি।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:৫৭ | 122.172.24.248
  • বাঃ এই না হলে মামাবাড়ির প্রশ্রয়! পরশুদিনে রাস্তায় দেখেছে গরু-ভেড়ার হাট বসেছে রাস্তায় রাস্তায়। আমাকে জিজ্ঞেস করল, ওদের এইভাবে কেন বিক্রী করছে? তো বললাম, বুধবার ঈদ, ঐদিনে লোকে খাবে এদের, তাই তার আগে বিক্রী করছে। তখনকার মত চুপ করে গেল। গতকাল স্কুলে গিয়ে ঐ যেসব ছেলে কপালে তিলক ইত্যদি কেটে আসে, যারা টিফিনে ডিম আনে তাদের পাশে বসে না, তাদেরকে বলে এসেছে "মেনি গড্‌স আর গোয়িং টু ডাই টুমরো"। শুনে খুব রেগে গিয়ে বকলাম কেন এরকম বলেছিস, বললো "ওরাই বা কেন গরুকে গড বলে?"
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:৫৬ | 64.56.33.254
  • যাই, তোরা আড্ডা মার--আমাকে একটু রিপেয়ার শপে যেতে হবে, কাল দেশে যাওয়া, গিয়েই বিয়েবাড়ী--আর পারিনা--কেন যে চুল পাকে----
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:৫১ | 122.252.231.10
  • আমি পরীক্ষক হলে মৈত্রেয়কে দশে বারো দিতাম।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:৫০ | 122.252.231.10
  • একবারই।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:৫০ | 122.172.24.248
  • না গো নীনাদি, এই ছেলেকে আর বকাবকি করারও কিছু নেই মানে করে কোনো লাভ নেই। একদম ক®¾ট্রালের বাইরে চলে গেছে। আজ সারাদিন ধরে ইউপি ভার্সাস বরোদার ম্যাচ দেখেছে, প্রতিটা বল। বিশ্বাস করবে?
  • Tim | ১৭ নভেম্বর ২০১০ ২২:৪৯ | 198.82.27.149
  • ধুর, এইসব ব্যাপারে যুগান্তকারী নাহলে চলেনা। শারুক্কে নিয়ে নাও। সমালোচনার ঝড় বয়ে যাবে, শুধু পাবলিসিটিতেই সিনিমা হিট।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:৪৭ | 122.172.24.248
  • কবার আমীর দেখেছিস?
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:৪৬ | 122.252.231.10
  • আমার দ্বিতীয় পছন্দ শুনে লোকে গালমন্দ করবে জানি। তাও বলে ফেলি।

    রাজীব খান্ডেলওয়াল।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:৪৬ | 64.56.33.254
  • ইপিস্তো , ঠিক বলেছিস, কেকে চলবে!
    ওম্ম ব্যাং, দেখ বাবা মারা টিভি দেকলে বকে--আর বকবে কেউ?? একেবারে ওরিজিন্যাল & কারেক্ট লিখেছে।
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:৪৫ | 168.26.215.13
  • ঃ))
  • mahaapurush | ১৭ নভেম্বর ২০১০ ২২:৪৪ | 198.82.27.149
  • ক্যানো, ভয় কি বিবু... ইয়ে মানিকদা... আমি তো আছি। সূর্য্যবিজ্ঞান আমার হাতের মুঠোয়। ডেকে দেবো?
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:৪৩ | 122.172.24.248
  • হি হি, গান্ধীর কথা বলায় মনে পড়ল। ছেলেদের ক্লাসে সেদিন রচনা লিখতে দিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে। ছেলে যা একখানা রচনা লিখেছে না, সে একবারে রচনার জোকে স্থান পাওয়ার উপযুক্ত।
    তাদের এখনো ইতিহাস পড়ানো শুরু হয় নি, পনেরো ই আগস্ট স্কুলেও যেতে হয় না, তাদেরকে লিখতে দিয়েছে স্বাধীনতা দিবস নিয়ে রচনা। তা তিনি বিভিন্ন সময়ে যেসব টিভি প্রোগ্রাম ইত্যাদি দেখেছেন সেইসব থেকে জ্ঞান নিয়ে নিজের মত করে বুঝেছেন। রচনার ক্লাইম্যাক্স হল - আওয়ার ফ্রীডম ফাইটার্স ওয়ার ফাইটিং উইথ দা ব্রিটিশ রুলারস। গান্ধীজি ওয়াজ নট হ্যাপি উইথ দেয়ার ফাইটিং অ্যান্ড সেড, "নো ভায়োলেন্স"। দেন গান্ধীজি স্টারটেড টু স্টার্ভ অ্যান্ড কন্টিনিউড স্টার্ভিং ফর মেনি ডেজ। দা ব্রিটিশ রুলারস গট স্কেয়ার্ড দ্যাট গান্ধীজি উড ডাই অ্যান্ড ডিসাইডেড টু গিভ ফ্রীডম ।
    অবিশ্বাসীরা নিজেদের ইমেল আইডি দিও স্ক্যান করে পাঠিয়ে দেব সেই খাতার পাতাটা।
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:৪০ | 168.26.215.13
  • আঃ রবি চলে যাবার পরে আর কাকে দিয়েই বা মাস্টারদা করাই। (অনেকটা রায় সাহেবের মতন করে)
  • pi | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩৯ | 72.83.86.88
  • কেকেকেও মানাতো।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩৮ | 64.56.33.254
  • আচ্ছা অনিল কাপুর চলবে? নাহ! ঐ রাজিত কাপুর ই চলবে কোনও মতে--একটা ডেপ্‌থ আছে যেটা খুব দরকার মাষ্টরদার রোলে--আর বাকিগুলো সব রোদের তাতে বালি তাতলে পা রাখা যায়না--সেইরকম তেজি--অসলে সূর্য্য হতে পারবে না
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩৮ | 122.252.231.10
  • মানে? টাইম মেশিনে চড়ে ঐ সময়ে যেতেন নাকি প্ল্যানচেটে ডাকতেন?

    এট্টু কস্ট বেনিফিট অ্যানালিসিস করে জানাবেন। ঃ)
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩৫ | 168.26.215.13
  • এবারে আমার টেক্কাটা ফেলি। আমি ডিরেক্টর হলে অনেক আগে রবি ঘোষকে দিয়ে মাস্টারদা করাতাম। (বড় হয়ে ঋঙ্কিÄক হব)
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩৩ | 64.56.33.254
  • অ! তাই কও! রবিনা ট্যান্ডন ছেল
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩৩ | 168.26.215.13
  • মাইরি? ফ্লপি মানে ফ্লপ নায়িকা?
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩৩ | 122.252.231.10
  • সবাই বাতিল হয়ে গেলে হিমেশদাও আছেন।

    জ্যাকি ঐরকম একটা রোলে ছিল তো - শুভঙ্কর পণ্ডিত। টেমপ্লেটে ফেলে অভিনয় করে দেবে।
  • pi | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩২ | 72.83.86.88
  • উফ্‌ফ, এই দাদা আর ঐ দাদা এক হলো ?
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩১ | 122.252.231.10
  • অ্যাঁ! আমার মেয়ে আর দশ বছর পরে এই প্রশ্নটা করলে বুঝতাম। ঃ o
  • pi | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩০ | 72.83.86.88
  • ফ্লপ নায়িকা।
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:৩০ | 122.172.24.248
  • আকার জন্যে অ্যাকটা সাজেশন। আমাদের জ্যাকিদাদা হলে ক্যামোন হত! টাক আছে, নাক আছে, তেজী আছে, শক্তি আছে, বন্দুকও ছুঁড়তে পারে। আর মহল্লার দাদা তো চিরকালই।
    পাই বোধ হয় আমাকে এবার মেরেই ফেলবে।
  • Nina | ১৭ নভেম্বর ২০১০ ২২:২৯ | 64.56.33.254
  • এই যো বাচ্চালোগ, একটা বোকা পোশ্নো--ফ্লপি কি??
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:২৯ | 122.252.231.10
  • বন্দুকও নেই, দা-ও নেই। ;-)
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:২৮ | 122.252.231.10
  • আরে তুলনা করেছি নাকি! ফেস অফ দেখে মনে হয়েছিল কনসেপ্ট এখান থেকে ঝেড়েছে। কিন্তু টোটাল কপি-পেস্ট নয় বলে একটু শ্রদ্ধা বেড়েছিল।
  • pi | ১৭ নভেম্বর ২০১০ ২২:২৮ | 72.83.86.88
  • অদ্ভুত তো ! এত টাইপো করছি ক্যানো !
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:২৬ | 168.26.215.13
  • গান্ধী আর মাস্টারদার মধ্যে পার্থক্য একটাই বন্দুক আছে না নেই।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:২৬ | 122.252.231.10
  • হ্যাঁ হ্যাঁ, আমিও মানছি না। আর কাউকে মানাবে না।
  • pi | ১৭ নভেম্বর ২০১০ ২২:২৪ | 72.83.86.88
  • না, পাই মোটেও মানবে না।
    ওসিঅব তেজীয়ান শক্তিমান দেখানো চাই বল্লে মিঠুনদা কি রজনীকান্তকে কল্লেই হয় !
    সূর্য সেনের আসলি ব্যাপরটা কি আর বন্দুক হাতে ? উঁহু, ও 'মাস্টারদা' র মধ্যে , এই দা র ব্যাপারটাতে কাপুদ্দা এক্কেরে ফিট।
  • Arpan | ১৭ নভেম্বর ২০১০ ২২:২৩ | 122.252.231.10
  • ফ্লপি মনে নেই। নন্দিতা দাসকে হাঁ করে দেখছিলাম তো।
  • aka | ১৭ নভেম্বর ২০১০ ২২:২২ | 168.26.215.13
  • আমি তো সিনেমাটা দেখিই নাই :D
  • byaang | ১৭ নভেম্বর ২০১০ ২২:২২ | 122.172.24.248
  • অর্পণকে প্রচুর ক্যালাবো। ফেস অফের সাথে অক্সের তুলনা করলে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত