এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০০:৪৮ | 72.83.86.88
  • ববিতার বুঝি দৌড়ের জন্যি প্রসিদ্ধি ছিলো ?
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১০ ০০:৩৮ | 80.221.2.104
  • অবকাশকালে হট্টগোল
  • Tim | ২৫ নভেম্বর ২০১০ ০০:৩৭ | 198.82.17.103
  • খুব আধুকিন ফিউচারিস্টিক নাম চাই? দিন ববিতা। শুঁড়টা নিচে কেতরে পড়ে আছে দেখিয়ে দিন। হুহা দৌড়োবে কাগজ।
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০০:৩২ | 72.83.86.88
  • অবহট্ট মানে কী ?
  • tatin | ২৫ নভেম্বর ২০১০ ০০:০১ | 130.39.149.48
  • কমলাফুলি
    আপনবাপন
    লেবুরপাতা-করমচা
    করুণা নাবী
    অবহট্ট
    সামোদ দামোদর
  • pi | ২৫ নভেম্বর ২০১০ ০০:০০ | 72.83.86.88
  • এইটা বেড়ে নাম ঃ)
  • nyara | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৫৯ | 122.167.253.174
  • "অককা" বা "অক্কা" - অনলাইন কবিতার কাগজ। দ্ব্যর্থবোধকও হবে বটেক।
  • tuta | ২৪ নভেম্বর ২০১০ ২৩:৫০ | 180.234.56.129
  • আইয়া পরলা......। সিরিয়াস একখান নাম চাই। অনলাইন কবিতার কাগজের লাইগগা। কনতো একখান নাম
  • Tim | ২৪ নভেম্বর ২০১০ ২৩:১০ | 198.82.17.103
  • কাত্তুজকে ছুটি দিচ্ছেনা? ম্যাঞ্জার গোলমাল কচ্ছে? কবিতার খাতাটা নিয়ে ওনার পাশে গিয়ে বোসো, এক্ষুনি পেয়ে যাবে। ছুটি।
  • til | ২৪ নভেম্বর ২০১০ ২৩:০৬ | 220.253.185.165
  • Fevidd,
    অনেক ধন্যবাদ। গরীবের ঘোড়ারোগ আর কি, কয়েকটা aboriginal পেন্টিং কিনে এই দুর্দশা। অবশ্য একেবারে নীচের দিকের মাল, ভাল লাগে জলভরা কিনতে পাই ভেলি গুড়!
  • I | ২৪ নভেম্বর ২০১০ ২৩:০১ | 14.96.219.165
  • জানেন ছোটবাবু, আমার ছুটি নাই !
  • Kartuj | ২৪ নভেম্বর ২০১০ ১৮:২৩ | 59.93.203.248
  • সিডি তো দ্যায় নি। দিলে হয়ত হত। চাঁদনি চক থেকে আজই দুপুরে কিনলাম। চলল না বাড়ি এসে, আবার ছুটলাম দোকানে। তারা তো দেখালো চলছে। আমার সারাদিন যা গেল না ছুটি নিয়ে। ওফ !
  • Kartuj | ২৪ নভেম্বর ২০১০ ১৮:২১ | 59.93.203.248
  • এই তো গুগল করেই যাচ্ছি। সব জায়গায় সমস্যা আছে, সমাধান নাই। থাকলেও তাতে কাজ দিচ্চে না। সে ফেরত পাঠাতেই তো গুরুর শরণাপন্ন।

    সার্ভিস প্যাক ২ তো এতে। আরেক জায়গায় অন্য কম্পুতে লাগানোতে ঠিকঠাক চলল। তার তো এক্ষপি ছিল। কিছু কি install করতে হয় পার্টিকুলার এই Transcend Jetflah এর জন্যে?
  • Arpan | ২৪ নভেম্বর ২০১০ ১৮:২০ | 216.52.215.232
  • সাথে সিডি টিডি দিয়েছিল কিছু?
  • aka | ২৪ নভেম্বর ২০১০ ১৮:১৭ | 24.42.203.194
  • কার্তুজ, গুগুল করে না কেন?

    মনে হয় সার্ভিস প্যাকের ভার্সন প্রবলেম।
  • Kartuj | ২৪ নভেম্বর ২০১০ ১৮:১২ | 59.93.203.248
  • Transcend JetFlash USB 2.0 পেনড্রাইভ আমার জানলা XP তে খুলছে না। Install the software এইসব দেখাচ্ছে। এমনিতে USB drive ঠিকই আছে। মোবাইলের ডেটা কেবল, ক্যানোনের ডেটা কেবল সব ঠিকঠাক কাজ করে। কেউ একটু হেল্পাও প্লীজ।
  • dukhe | ২৪ নভেম্বর ২০১০ ১৮:০৬ | 122.160.114.85
  • ল্যাপটপ নিয়ে একটি স্‌ৎ পরামর্শ ।
    মেয়েকে দেখেছি হোমিওপ্যাথি ওষুধের বাক্সকে ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে । ওষুধ রাখার খোপগুলো মিলিয়ে কীবোর্ড ।
    মাউস লাগানো যায় না - এছাড়া কোন অসুবিধে নেই ।
  • jayanti | ২৪ নভেম্বর ২০১০ ১৭:৫৯ | 59.178.55.33
  • বাড়ী যাই,আবার কাল সকালে।

    আই দাদা, লিংটায়(১২২০৯) কাজ হয়নি বোধ হয়।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১০ ১৭:০৪ | 122.248.182.16
  • কোন্নগর বিতর্ক নিয়ে সিঙ্গল ডি বক্তব্য রাখুন।
  • dd | ২৪ নভেম্বর ২০১০ ১৬:৫৬ | 124.247.203.12
  • chemould, পার্ক স্ট্রীটে খোঁজ করুন তিলুবাবু।

    বছর কুরি পঁচিশ আগেও কলকাতার বাইরের আর্টিস্টেরাও ঐ খানে ফ্রেমিং করতেন। expensive

    সস্তায় কোরা কাঠের চাইলে কালীঘাট আর গড়িয়াহাট আছে।
  • Fevi | ২৪ নভেম্বর ২০১০ ১৬:৫২ | 80.219.210.110
  • এসপ্লানেড থেকে লেনিন সরনির দিকে ঢুকলে ডান দিকে পর পর দুটো দোকান পড়ে - জি সি লাহা আর অবিনাশ চন্দ্র দত্ত। ওখানে দেখুন তিল্‌দা। লাহা তে গেলে সত্যেন এর খোজ করুন।

    গড়িয়াহাটেও কিছু দোকান ছিল। এখন আছে কিনা জানি না।
  • til | ২৪ নভেম্বর ২০১০ ১৬:১৯ | 220.253.185.165
  • কলকাতায় ক্যানভাস ফ্রেমিং এর কোন নির্ভরযোগ্য সুলুক সন্ধান দিতে পারবেন কেউ?
    --
    বিগেম,
    কেন যে ল্যাপটপ কেনেন, ওসব ফড়েদের জন্যে, সাথে নিয়ে ঘুরবে; আপনি তো গৃহিণী মানুষ, ফ্ল্যাটে কি জায়গার অভাব পড়িয়াছে?
  • kd | ২৪ নভেম্বর ২০১০ ১৫:৩৭ | 59.93.207.233
  • আমি আবার কী বল্লুম! আমি তো ডিডিকে কোট কল্লুম।

    ডবল ডি যখন কোন্নগর গিয়েচিলেন, তখন সিঙ্গল ডি ওখানকার সী-বীচে নিয়ে গেচিলেন। তাই তো ডিডি ওই বীচের প্রশংসা করতে শুরু করলে আর থামেন না।

    This is my story and I am sticking to it.
  • jayanti | ২৪ নভেম্বর ২০১০ ১৫:২০ | 59.178.43.193
  • মাত্তর কুড়ি-পঁচিশ বছরে বঙ্গোপসাগর এতটা ভেতরে ঢুকে এল!!!ঃ-((
    ডিডিদা,কেডিদা দুজনেই বলচেন,শমীক ভেরিফাই কচ্চে!!
    ক্ষী ক্ষান্ড।
  • Arijit | ২৪ নভেম্বর ২০১০ ১৫:১৫ | 61.95.144.122
  • ডেথলি হ্যালোজ সিনেমাটা হ্যারি পটার সিরিজ পড়া না থাকলে কেউ বুঝতেও পারবে না, এবং ভালোও লাগবে না। কতক্ষণ দেখতে পারবো জানি না, এখুনি হয়তো ফের সোসন শুরু হবে। এখনো অবধি হাফ ব্লাড প্রিন্সের চেয়ে বেটার লাগছে।
  • kc | ২৪ নভেম্বর ২০১০ ১৫:১৪ | 194.126.37.76
  • আর পটলের চপ।
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৫:১০ | 122.162.75.86
  • সে কী! কোন্নগরে সী বিচের কথা জানেন না পটাশম্যাম। এ মা!!
  • jayanti | ২৪ নভেম্বর ২০১০ ১৫:০৩ | 59.178.43.193
  • কেডিদা,হুগলী জেলায় কোন্নগরে বাড়ী ছিল,সে বাড়ী এখন আর নেই।
    তবে ওখানে সীবীচ ছিল বলে তো জানতাম না।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১০ ১৫:০০ | 122.248.182.16
  • কাবলি দা , এখন শরীর কেমন?
  • Bratin | ২৪ নভেম্বর ২০১০ ১৫:০০ | 122.248.182.16
  • ধুর ধুর মানসী একটা জালি ল্যাপি কিনেছে। কিনে থেকে ঝামস ঃ-))
  • jayanti | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৫৭ | 59.178.43.193
  • বারো দিন নির্বাসিত থাকার পর আমার খালি ভাটাতে ইচ্ছে কচ্চে।

    বড়ম,ল্যাপি খুল্লো?
  • Bratin | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৫৭ | 122.248.182.16
  • ভ্যাট!! ওতো ভালো নয় .. টেনে খেলাচ্ছে... ঃ-))
  • kd | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৫৫ | 59.93.207.233
  • কু-প, আপনিও কোন্নগরের? ডিডি তো আপনাদের সী-বীচের প্রশংসায় পঞ্চমুখ। একবার ঘুরে আসবো ভাবছি এই শীতে।
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৫৩ | 122.162.75.86
  • ঃ-)

    বেশি সুখও ভালো নয়। অসুখ ক্রমে আসিতেছে। ঃ)
  • jayanti | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৫১ | 59.178.43.193
  • বা,বা,বা।শমীক দুনিয়ার সবচেয়ে সুখী লোক।
    আমি যদি আইটি হতেম,
    ঐ আপিসে চাগরী খুঁজতাম।
  • M | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৪৯ | 59.93.169.163
  • হ্যারী পটার দেখলুম, ফেমে, ভালো লাগলো না। যদিও ছেলে খুব উত্তেজিত দেখে।

    আর ইসে বই মেলা তো বাইপাস দিয়ে উল্টোডাঙার দিকে যেতে থাকলে সাইন্সসিটির পরের স্টপটা, মানে রাস্তাটা পার হবার পরে যে স্টপটা দেয় আর কি........
  • Bratin | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৪৬ | 122.248.182.16
  • আমার ও দিল্লী টা ঐরকম বা আরো খারাপ ঃ-))
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৪১ | 122.162.75.86
  • কলকাতা বইমেলার এখন লোকেশন মিলনমেলা। সল্লেকে জানি, সল্লেকের চিংড়িঘাটার মোড় থেকে নিক্কোপার্ক পর্যন্ত রাস্তা ছাড়া আর কিছুই চিনি না।

    আমার অফিস গুরগাঁওতে। সেখান থেকে দিল্লি আসা বেশ চাপের ব্যাপার। আমি LFH মানে ল্যাদ ফ্রম হোম। আপিসে কাজ নাই, বসার জায়গা নাই, যদ্দিন না হচ্ছে তদ্দিন আপিস যাবার দরকারও নাই, ঘরে বসে মাইনে পাচ্ছি ঃ) এই হল বেত্তান্ত।

    জয়ন্তীম্যাম, হুঁ একা। বউ তো আপিস গেছে। মেয়ে ইশকুলে। ঘরে বসে বসে বোর হয়ে কী লাভ! ওদের নিয়ে শনিবার আবার যাবো।
  • jayanti | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৩৮ | 59.178.43.193
  • শমীককে একটি নিরীহ পোশ্নো-
    প্রগতি ময়দানে একা?
  • Bratin | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৩৭ | 122.248.182.16
  • তুমি এখন কলকাতা র বইমেলার exact লোকেশান জানো? প্রগতি ময়্‌দান তোমর অফিস কাছে কিন সেটা জানা একটু চাপের না।
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৩৩ | 122.162.75.86
  • জানবার কী আছে? প্রগতি ময়দানে ট্রেড ফেয়ার চলছে। দিল্লির সবচেয়ে বড় মেলা। ঘন্টা চারেক ঘুরে এলাম।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১০ ১৪:৩১ | 122.248.182.16
  • দিল্লী র কিছু ই জানি না ঃ-((
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৪:২৯ | 122.162.75.86
  • না। আমি LFHWFH হলে কি প্রগতি ময়দান বেড়াতে যেতে পারতাম ড্যাঙডেঙিয়ে?
  • Bratin | ২৪ নভেম্বর ২০১০ ১৪:২১ | 122.248.182.16
  • শমীক এখনও WFH নাকি?
  • Samik | ২৪ নভেম্বর ২০১০ ১৪:১৯ | 122.162.75.86
  • আম্মো!
  • jayanti | ২৪ নভেম্বর ২০১০ ১৪:১২ | 59.178.43.193
  • শমীক,আবার মেলিয়েছি।
  • Tim | ২৪ নভেম্বর ২০১০ ১৪:০৭ | 173.163.204.9
  • অ্যাতো কই? মাত্র পৌনে চারটে বাজে, এখনও ঘুমোবোনা? গানের ওপারে দেখে খানিকটা সময় গ্যালো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত