এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • omi | ৩০ নভেম্বর ২০১০ ০২:০৯ | 151.141.84.194
  • আমি এই প্রথম "মেঘে ঢাকা তারা" দেখলাম। গত হপ্তার আগের হপ্তায়। উতুবে ছিলো তাই।
    আহা, মাঝিরে তর নাম জানি না ডাক দিমু কারে-
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০২:০৯ | 14.96.50.165
  • এম্নি করেই রোগ ধরে। প্রথমে হাঁচি, অন্যে রুমাল আগুয়ে দিল; তাপ্পরে কাশি, অত্থাৎ কিনা ইশারা। পরের স্টেপে নাক লাল, লজ্জারুণ। তাপ্পরে চোখ ছলছল, আহা, বিচ্ছেদ। ফাইন্যালি গা বেথা, হাড় মড়মড়ি, গায়ে লাল লাল চাকা চাকা দাগ। তখন আর নিস্তার নাই। মিলনের পাত্রটি পূর্ণ যে ডেঙ্গির বেদনায়। গানের এপারে জীবনদ্যাবতা।
  • Paramita | ৩০ নভেম্বর ২০১০ ০২:০৭ | 202.3.120.9
  • গীতবিতাম কোটেশান দেবার। সেটা না পড়ে হয় না।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০২:০৭ | 198.82.25.92
  • পামিতাদিকে আরেন্টি ফোন করে বকেছেন। তাই পামিতাদি প্রায়শ্চিত্ত কচ্ছে। ঃ-)
  • omi | ৩০ নভেম্বর ২০১০ ০২:০৪ | 151.141.84.194
  • বড়াই, কোন্‌ নামটার কথা কইলেন? ওমি না মনোজবা?
  • omi | ৩০ নভেম্বর ২০১০ ০২:০৩ | 151.141.84.194
  • গীতবিতান কি পড়ার? ও তো গাইবার! ঃ-)
  • omi | ৩০ নভেম্বর ২০১০ ০২:০২ | 151.141.84.194
  • ১৯৩৩ এ ইন্দিরা কত বড়ো ছিলো?
  • Paramita | ৩০ নভেম্বর ২০১০ ০২:০১ | 202.3.120.9
  • আমি গীতবিতান পড়ছি। বহুদিন পর। আমার কি হবে?
  • omi | ৩০ নভেম্বর ২০১০ ০২:০০ | 151.141.84.194
  • তইপিস্তা নামটা কিন্তু জব্বর। কেমন একটা বাদাম পেস্তা ভাব আছে।
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০১:৫৯ | 14.96.50.165
  • ঃ-))
    তবে সে নামও বেটা আর ব্যাভার করে না। বেঁকিয়েচুরিয়ে লেখে টইপিস্তা। সংক্ষেপে ইপিস্তা। বেটার হাবভাবই বেঁকা বেঁকা। বঙ্কিম কি আর সাধে বলে !
  • omi | ৩০ নভেম্বর ২০১০ ০১:৫৮ | 151.141.84.194
  • গড় মান্দারণ জায়গাটা কোথায় কেউ জানেন?
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:৫৬ | 198.82.25.92
  • না লিখেছিলো। আমায় দ্যাখালো। দেখি দশ হাজার উপন্যাশ! বলি করেছো কী? এই দিয়ে কি মেগাসোপ হবে? ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। ঝাড়াইবাছাই করে তিনটে দিলাম। তবে ব্যাটা লোভী ছিলো কিনা, অনেকগুলোই লুকিয়ে লুকিয়ে ছেপে দিয়েছে।
    সেই দোষে তাকে পরের জন্মে টইপিস্ট করে দিলুম।
  • omi | ৩০ নভেম্বর ২০১০ ০১:৫৩ | 151.141.84.194
  • বড়াই, না না ওমি কমল কুমার পড়ে না।
  • omi | ৩০ নভেম্বর ২০১০ ০১:৫১ | 151.141.84.194
  • পরমপিতা ঘুম পাড়ান বুঝি আজকাল? আগের কালে ওটা মায়েরা করতো, আস্তে আস্তে কানেকপালে চাপড় দিয়ে দিয়ে বেশ একটা সিম্পল হারমোনিক ব্যাপার করতো সঙ্গে সঙ্গে গুন গুন সাউন্ড এফেক্ট, তাতে না ঘুমালে রেগে গিয়ে তবে রে দাঁড়া দেখচ্ছি ম্‌জা বলে হারমোনি টারমোনি ভেঙে মারামারি, দুটো পর্যায়ে মাদূর্গা আর মাকালীর সঙ্গে মিল পাওয়া যায়। ঃ-)
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:৫১ | 198.82.25.92
  • ভালো করে ভেবে দেখলে, চাকরি থাকাটাই খারাপ, যাওয়ার ভয় আসে। না থাগলে আর ভয় কি? শেখাবেন তিনি, শেখাবেন। অনেকদিন মর্মপীড়ের দেখা নাই।
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০১:৫০ | 14.96.50.165
  • এই পোদ্দো পড়েই পোমথবাবু ইন্দিরাদেবীরে "চৌধুরাণী' পদে বরণ করেছেলেন। বঙ্কিম সে কথা লিখে যায় নি।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:৪৯ | 198.82.25.92
  • আমাগো প্রেসিডেন্ট এয়েছিলেন সম্প্রতি। স্যাম চাচার দ্যাশে। শুনলাম স্মারক হিসেবে একটা কিউট কুকুরছানা নিয়ে গ্যাছেন।
  • aka | ৩০ নভেম্বর ২০১০ ০১:৪৮ | 168.26.215.13
  • তবে আমার চাকরিটা যাক এটাউ বোধহয় ওনার ইচ্ছে।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:৪৭ | 198.82.25.92
  • পরমপিতার ইচ্ছে, বিহিত আর কি? তিনি ঘুম্পাড়ালে ঘুমোবে, জাগালে ড্যাবড্যাব করে চে থাগবে। সবই অনিত্য।
  • aka | ৩০ নভেম্বর ২০১০ ০১:৪৫ | 168.26.215.13
  • সারা সকাল দিন ঘুম পায় কিন্তু রাত হলেই এনার্জি বাড়ে। এর কোন বিহিত করা যায় না?
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০১:৪২ | 14.96.50.165
  • পোতিভা নিয়ে হাসিঠাট্টা করিস নে। পোতিভা দাঁড়ায়ে থাকে গানের ওপারে/রবিকা বেচারা শুধু কেঁদে কেঁদে মরে।

    মাইরি বলছি। ইন্দিরা দেবী-র নিজের হাতে লেখা। প্রমথ চৌধুরী সম্পাদিত। ১৯৩৩-এর সবুজ পত্রে প্রকাশিত। ২০১০-এ ঋতুপর্ণিত।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:৩৫ | 198.82.25.92
  • বোঝো! গান হলে তো ভালোই হতো। লোকে গোড়া খুঁড়ে মোহর পায়, এ পেলো পোতিভা। এই রাষ্ট্রপতে লইয়া ক্ষি করিবো?
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০১:২৮ | 14.96.50.165
  • দাঁতের গোড়ায় পোঁতা ছিল পোতিভা। যেই হ্যাঁচকা টান দিয়েছে, অমনি প্রপঞ্চময় বিশ্বতরুর মূল এক্কেবারে থত্থর করে কেঁপে উঠেছে। বাকিটা কী করে গান হল জানিনা।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:২৭ | 198.82.25.92
  • সেদিন একজন বল্লো, ভারতে কাস্ট সিস্তেম এখনও চালু, অতএব এই ডেমোক্রেসি ঝুটা হ্যায়। বলে আফ্রিকার গৃহযুদ্ধরত, ডিক্টেতর আছে এরকম দেশগুলোর সাথে তুলনা করে দিলো। আমার তখন একগাল মাছি, থুড়ি, টার্কি।
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০১:২৩ | 14.96.50.165
  • শেক্ষপীর ব্রামভন না।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:২৩ | 198.82.25.92
  • দাঁত তোলার পর থেকেই ইন্দোদার কথাগুলো কেমন ফলেটলে যাচ্ছে। খুবই মুশকিলের ব্যাপার।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:২১ | 198.82.25.92
  • বানামে কি আসে যায়। সেক্ষপীর কয়েছেন।
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০১:২০ | 14.96.50.165
  • ঃ-)
    ব্রাহ্মণের কথা। বলেছি কিনা, বানামে কাঁচা !
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:১৮ | 198.82.25.92
  • স্টান্ট লিখলাম না? দেখি তো আরেকবার।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:১৭ | 198.82.25.92
  • আহ ওটা পাবলিসিটি তান্ট। ভুল বানাম দেখেই লোকে নামটা ভুলতে পারবেনা।
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০১:১৬ | 14.96.50.165
  • টিম্ভাই যে বানামে কী কাঁচা তা কি আর বলবো। আরে ! শূলে নয়, মূলে। দন্তমূলে।
    বিশ্বেস না হয় ব্যাঙ-কে জিগ্গেস করে দেকো।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০১:১৪ | 198.82.25.92
  • ট্রাইধুতুরা ব্যথাতেও কাজ দেবে। বিশেষ করে দন্তশূলে। স্লোগানও তো দিয়া দিছি...
    ট্রাইধুতুরা তুলে
    লাগান দন্তশূলে
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০১:১৩ | 14.96.50.165
  • ছো ঃ ! কী যে বলেন ! স্যাক্রিলেজ। জবার একটা স্যাংটিটি নেই? মায়ের পায়ের জবা বলে কথা! ফস করে নকল চালিয়ে দেবেন? ই কি দুলালের তালমিছরি?
  • Paramita | ৩০ নভেম্বর ২০১০ ০১:০৯ | 202.3.120.9
  • শিউলি ছোপানো কাপড় তো খুব সমস্কিতিসম্পন্ন তালে ডাইজবা কি দোষ কল্ল?
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০১:০৭ | 14.96.50.165
  • ডাইজবা চলবে না। লোকে শুনলেই বুঝবে রংয়ে ছোপানো। টেট্রাচাঁপা থেকেও বড্ড প্লাস্টিক-প্লাস্টিক গন্ধ।

    বরং ট্রাইধুতুরা-র একটা ভবিষ্যত আছে। পরীক্ষায় ফেল-প্রেমে হাফসোল-ব্যর্থ কবি (গুচ'র কϾট্রবিউটার)-দেনাগ্রস্ত চাষীভাই-এদেরকে টার্গেট পপুলেশন ধরা হোক।
  • Tim | ৩০ নভেম্বর ২০১০ ০০:৫৫ | 198.82.25.92
  • ওমি জাহাঙ্গির ভাবা মনে হয়। ঃ-)

    ডাইজবা ট্রাইধুতুরা টেট্রাচাঁপা ইত্যাদি।
  • I | ৩০ নভেম্বর ২০১০ ০০:৪২ | 14.96.50.165
  • ওমি কি হালে কমলকুমার পচ্ছেন? এমন নামখানা যোগাড় কল্লেন ক্যামনে?
  • omi | ৩০ নভেম্বর ২০১০ ০০:০৮ | 151.141.84.194
  • ফুলের বিজে্‌নসের ওনার পরেরজন দের জন্য ডাইজবা ট্রাইজবা ঃ-)
  • Tim | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৫৪ | 198.82.25.92
  • বাস্তবিক, দেশলাইয়ের ব্যবসা থাকলে স্ফুলিঙ্গিনি, রেস্তোরার মালিক হলে বিশ্বরুচি আর ফুলের বিজনেস হলে মনোজবা। সিম্পল।
  • omi | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৫২ | 151.141.84.194
  • আমার ভালো লাগলো মনোজবা স্ফুলিঙ্গিনী আর বিশ্বরুচি। কেউ মেয়ে হয়েছে নাম চাই নাম চাই বলে কাঁদলে দিয়ে দেবেন। ঃ-)
  • Tim | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৫১ | 198.82.25.92
  • চিত্তবাবু বলে আমাদের একজন অঙ্কের স্যার খুব সাহস ছিলো। ফাইভ-সিক্সে ছাত্রবন্ধু এনে খোলাখুলি বোর্ডে অঙ্ক টুকে দিতেন। প্রশ্ন ও উত্তর দুটোই। টানা দুবছর। এইসব মানসচক্ষে দেখেই কবি বলেছেন ""চিত্ত যেথা...."" ইত্যাদি।
  • omi | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৪৯ | 151.141.84.194
  • কালী করালী সুলোহিতা আর কী কী যেন ঃ-)
  • I | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৪৬ | 14.96.50.165
  • লোকের সব কথা শুনতে নাই। তাতে চিত্ত তামসিক হয়া যায়।
  • Tim | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৪৪ | 198.82.25.92
  • সেসবও ব্যাদেয় আছে। সাতটা জিভ হলে আলাদা আলাদা নামও আছে। ডিডিদা থাকলে বলে দিতো।
  • byaang | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৪০ | 122.172.11.177
  • ইন্দোর কটা জিভ? জিভের রঙই বা কী?
    কালো রঙের জিভওয়ালা লোকরা নাকি যা বলে, তাই হয়।
  • Tim | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৩৮ | 198.82.25.92
  • এইজন্যই বলে, লোকে দাঁত থাকতে ইন্দোদার মর্যাদা বোঝেনা।
  • aka | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৩৭ | 168.26.215.13
  • হাতুড়ে ডাক্তারদের কাছে গেলে অমনই হয়।
  • byaang | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৩৫ | 122.172.11.177
  • সে আর বলতে! রাগে দাঁত কিড়মিড়ও করতে পারছি না।
  • I | ২৯ নভেম্বর ২০১০ ২৩:৩২ | 14.96.50.165
  • হুঁ, মনে থাকে যেন ! ব্রহ্মশাপ। হাড়-হিম করা।

    সব্বাইকে বললাম।
  • someone | ২৯ নভেম্বর ২০১০ ২০:৫৯ | 122.162.75.254
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত