এই ডি কী বড় ডি না ছোটো ডি? সেই বুঝে দিক ঠিক হবে, তবে না উত্তর দেবো? ঠাকুরের ইচ্ছে হলে সামনের সপ্তাহেই কলকাতা পৌঁছোনোর প্ল্যান আছে।
a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৮:১৫ | 121.241.214.34
একিরে বাবা! সবাই হাতমুখ ধুয়ে শুতে চলে গেল যে
kumudini | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:৫৫ | 59.178.52.94
সকলে ১২৩৩৭,১১-৪৫এর পোষ্ট দেখে নিয়েন। গুন্নাইট,সবাইকে।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:৪১ | 14.99.70.193
এই দেবযানী, ঝুমার সাথে কখনও দেখা হলে আমার হয়ে 'হাই' বলে দিও তো।
a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:৪০ | 121.241.214.34
একতলাটা আবার কোথায়? (নামটা মাঝে মাঝে ছোট-বড় করে নেব ঠিক্কোরেছি।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:৩৭ | 14.99.70.193
কিন্তু আপনে এত্তব্ড় নাম নিয়ে দোতলায় কেন? নামের ভারে ভেঙে পড়ে যদি!
achintyarup | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:৩০ | 121.241.214.34
বেশ, নিজের নমেই লিখব। এই নাম বিশ্বব্রহ্মাণ্ডে আর কারও নেই এ কথা নিচ্চয় করে বলতে পারি।
kumudini | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:২৯ | 59.178.52.94
ভাটের বদনাম কর্বেন না। অর্জুন,উত্তীয়,বজ্রসেন,মধুসুদন,বিপ্রদাস,মদন,রুইতন, চিঁড়েতন-এর পরেও বলবেন না যে কেউ নাম দিল না।
D | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:২৭ | 14.99.70.193
অভ্যু যেন কবে আসছ এদিকে?
kumudini | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:২৩ | 59.178.52.94
আজকাল দাদুর নায়কদের নামগুলো খুব চলচে,অতীন বা অমিতও ভেবে দেখতে পারেন।
a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:২১ | 121.241.214.34
নাম তো কেউ দিল না। (দীর্ঘশ্বাস)। নিজের নামে লেখার অপশনটা তো রয়েইছে। কিন্তু কজনেরই বা আর নিজের নামটা সব সময় মনে থাকে?
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:২০ | 61.95.144.122
আরে আমার অত দুশ্চিন্তা নাই। এখেনে অত কেউ দ্যাখেও না। আমি শুধু ক্ল্যারিফাই করছিলুম - যে এর'ম কোনো নিয়ম আছে কিনা।
kumudini | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:১৯ | 59.178.52.94
আপনার কি নাম সাব্যস্ত হোলো?বড়া,ছোটা,অলীক-কোনটা? নিজের নামে ল্যাখেন না ক্যান!
a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:১৮ | 121.241.214.34
যাব্বাবা! কেউ কোথ্থাও নেই!
a | ০৩ ডিসেম্বর ২০১০ ১৭:০৬ | 121.241.214.34
আবার a এসেছে ফিরিয়া
dukhe | ০৩ ডিসেম্বর ২০১০ ১৬:৫১ | 122.160.114.85
কিন্তু আমি শুনেছিলাম অ্যাকাডেমিক্সে কার একটা এক লাইনের সিভি ছিল - শুধু লেখা - নোবেল লরিয়েট ।
Abhyu | ০৩ ডিসেম্বর ২০১০ ১৬:৪১ | 97.81.112.37
আমার ওয়েবসাইটে একটা সিভি আছে, সম্ভবতঃ তীর্থদার ওয়েবসাইটেও আছে। আমারটা খুব ভালো নয়, আমি জানি কী কী কারেকশন করা উচিত, কিন্তু ভাটাতেই আমার সব এনার্জি চলে যায় বলে কারেকশনগুলো করা হয়ে ওঠে না!
Abhyu | ০৩ ডিসেম্বর ২০১০ ১৬:৩৮ | 97.81.112.37
অরিজিতদা, অ্যাকাডেমিক্সে এক পাতার সিভি মানে তার কিছুই নেই বলার মতো ঃ) হেসে খেলে ৪-৬ পাতা হয়, ঘ্যাম লোকেদের সিভি ৩০ পাতা হামেশাই হয়ে থাকে (২০০টা পাবলিকেশন হলে সে তো হবেই)।
de | ০৩ ডিসেম্বর ২০১০ ১৫:৩৯ | 59.163.30.3
ফিরে এসে রেসিপি দিয়েন!
Souva | ০৩ ডিসেম্বর ২০১০ ১৫:০৬ | 122.177.177.5
"চেআখ' আর "খেআঁপা'-টা দুদ্দান্ত! কত্থা হবে না।
আমি চললুম দিল্লি হাটে। নাগাল্যান্ডের স্টলে "রাজা মির্চি পর্ক' খেতে।
Snehanshu | ০৩ ডিসেম্বর ২০১০ ১৪:২৬ | 24.162.197.79
অরিজিত-দা,publication list,list of references এগুলো আলাদা।।CV এক পাতার হোলেই ভালো।।আমি তো তাই করি
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:৫৪ | 14.99.67.68
যাই বলো এই চেআখ আর খেআঁপা শব্দদুটো আমার ব্যপক পছন্দ হয়েছে। শব্দগুলোর ইয়ের মধ্যে বেশ একটা ইসে আছে। এদের এনট্রপি বের করে ফেলতে পারলেই বেশ ইয়ে হয়ে যাবে।
বোধহয় মর্মপীড়ের আশীর্বাদ ছাড়া এমন শব্দ সৃষ্টি হয় না।
de | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:৪৮ | 59.163.30.4
চেআখ জলে ভরে গ্যালো -- হাসতে হাসতে ঃ))
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:৩১ | 122.248.183.1
ইয়ে মানে পাঁউরুটি র ঃ-))
saikat | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:২৯ | 202.54.74.119
কে সব কথাবর্তা ! দুদিকে মাখায় !
Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:২৮ | 216.52.215.232
কেউ ভেসলিন বলবে না? ঃ )
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:২৫ | 122.248.183.1
ad দেকোনি ? বউকে নুকিয়ে দু দিকে মাখায় ঃ-))
kd | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:২৫ | 59.93.193.252
এতদিনের চাকরিতে বেশ কিছু CV দেখার সৌভাগ্য/দুর্ভাগ্য হয়েছে, বেশ কিছু রিক্রুটারদের সঙ্গেও কাজ করতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে লিখছি। সবই আমার ব্যক্তিগত মতামত এমপ্লয়ার পার্সপেক্টিভে।
কভার লেটার এক পাতা - দশ-বারো লাইনের বেশী নয়। রেজিউমে এক পাতা - বেসিক স্ট্রাকচার, অ্যাকাডেমিক আর ওয়ার্ক এক্সপিরিএন্স রিভার্স ক্রোনো-অর্ডারে - পার এন্টিটি দু'লাইন ম্যাক্স (তবে পাতা ভরাতে লাইন বেশী হ'লে ক্ষতি নেই)। অ্যাকাডেমিক ডিটেল্স (যদি লাগে) - যত পাতা লাগে। ওয়ার্ক ডিটেল্স (যদি লাগে) - যত পাতা লাগে।
ডিটেল্সের লেখা প্রয়োজনে টেকনিকাল হ'লে ঠিক আছে, মানে হওয়াই উচিত কিন্তু কভার লেটার আর রেসিউমে যেন পুরো বিজনেস ল্যাঙ্গোয়েজ হয়।
কোন পাতার ফন্ট কোনমতেই যেন ছোট না হয় - তার থেকে (রেজিউমে পাতার কেসে) একটু ওভারফ্লো হওয়া অ্যাক্সেপ্টেব্ল।
বানান আর সেন্টেন্স কনষ্ট্রাকশনের ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত। যে এমপ্লয়ার কেয়ার করে না, সেখানে ক্ষতি নেই, কিন্তু যারা করে, তারা খুব বেশীভাবেই করে।
এখানে আমার ভায়রাভাইএর জন্যে কয়েকটি রেজিউমে দেখেছি - স্যাম্পল-সাইজ খুবই ছোট - তবে যা দেখেছি, বেশীর ভাগই বেশ টায়ারিং আর কেয়ারলেস মিস্টেকে ভরা। ছেলেমেয়েগুলির কোয়লিটি বেশ ভালো, কিন্তু তা জানতে খাটতে হয়। আর ফেস-টু-ফেস ইন্টারভিউতে তো মুখ খুলতেই চায় না - ইনিশিয়াল সংকোচটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর তার ফলে কিছু রত্নও পেয়েছি - ভায়রা হ্যাপি।
একপাতায় ডিটেল সিভি হবে না -- বড়জোর কিছু হাইলাইটেড ওয়ার্কের জিস্ট থাকতে পারে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন,কারেন্ট অ্যাফিলিয়েশন, ভিজিটিং পোজিশন, অ্যাওয়ার্ডস আর টোটাল নাম্বার অব পাবলিকেশান্স ইন জার্নাল্স আর সেমিনার পেপারস -- এইভাবে দুটো ক্যাটিগরি করা যায়। আমি দুয়েকবার এইরকম সিভি দিয়েছি, একবার ভিসার জন্য আর অন্যক্ষেত্রে কিছু প্রোজেক্ট অ্যাপ্লিকেশন্সে -- অবশ্য দ্বিতীয় ক্ষেত্রে প্রাইমারী সিলেকশনের পর ডিটেল সিভি দিতে হয়েছিলো।
saikat | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:১০ | 202.54.74.119
"কেআমলতা' কী প্রজাতির লতা?
অর্পণ এল বলে।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:০৭ | 14.96.223.120
চেআখ
saikat | ০৩ ডিসেম্বর ২০১০ ১৩:০০ | 202.54.74.119
খেআঁপা
kumudini | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:৩২ | 59.178.61.206
পাব্লিকেশনের লিস্ট অনেকেই খুব খুঁটিয়ে পড়েন,এমনকি জার্নালের নামে বা অন্য বানান ভুল থাকলে চটে ওঠেন।
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:৩২ | 61.95.144.122
অ্যাকাডেমিক্সে পাব্লিকেশন লিস্টি দিতে হয় - সেখানা বেজায় লম্বা হয়, এক যদি না সিলেক্টেড লিস্ট দেয়। বড় বড় লোকেরা মনে হয় তাই দেয়।
নতুন কোনটা? লেকলাইট? চলেব্ল।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:২৬ | 14.96.223.120
হ্যাঁ অ্যাকাডেমিকসের কথা জানিনা কিন্তুক।
এই অজ্জিত, টেকনোর কাছে একটা নতুন রেস্টু খুলেছে। খেয়েছো? খেয়ে এসে একটু রিপোর্ট দাও না।
lcm | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:২৩ | 69.236.163.206
মানে, ডিপেন্ড করছে অডিয়েন্স-এর ওপর।
lcm | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:২২ | 69.236.163.206
কিন্তু অ্যাকাডেমিক্স রিলেটেড হলে .... অনেকে কিন্তু মন দিয়ে পড়েন পাবলিকেশন ডিটেইল্স্।
Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:২০ | 216.52.215.232
৩-৪ পাতা ঠিক আছে।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:২০ | 14.96.223.120
ধুস ডাক্তারী মেলা আবার মেলা হল নাকি?? মিঠু খুব করে 'কারিগরের হাট' রেকো করল। আমি সময় বের করে যেতে যেতে সেটা ফুরিয়েই গেল। ঃ( ঃ(
lcm | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:২০ | 69.236.163.206
এক পাতা হলে খুব ছোট্ট ফন্ট।
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:২০ | 122.248.183.1
অরিজিত, এক পাতায় চাপ। তবে অনেক সিনিয়ার লোকের ১০/১২+ তারা মূল exp তা প্রথম পাতায় লেখে। আর ২/৩ পাতায় যে যে প্রোজেক্টে কাজ করেছে আর থেকে গুরুত্বপুর্ণ কিছু প্রোজেক্ট বেছে নিয়ে লেখে। cv টা দাঁড়ায় ৩/৪ পাতা।
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:১৯ | 61.95.144.122
আগে তো তাই শুনেছিলুম। লম্বা সিভি হলে নাকি লোকে বোর হয়ে যায়!
Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:১৯ | 216.52.215.232
সল্লেকে একপিস ডাকতার আবাসন আছে। ইংরেজিতে গালভরা নাম পোস্টাল এন টেলিকম্যুনিকেশন।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:১৮ | 14.96.223.120
ভ্যাট! একপাতা নিয়ে কোন শক্তপোক্ত নিয়ম নেই। মোটামুটি সংক্ষেপে মোদ্দাকথা বলে যতটুকু বড় হবে ততটুকুই রাখো। কেউ কেউ যেমন ১২-১৫ পাতার সিভি বানায় ঐটা বড্ড ইয়ে।
saikat | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:১৮ | 202.54.74.119
হচ্ছে তো । ডাকতারদের কী একটা মেলা হচ্ছে। ইন্দো জানবে নিশ্চয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন