এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:২৮ | 168.26.215.13
  • সামরানদি মনে হয় বিজ্ঞাপন উদ্দেশ্যে খুলেছে কিন্তু লোকে হুলিয়ে পদ্য লিখছে। মাঝে মাঝে গুরুচণ্ডালি কলিকাল দু একটা টইয়ের লিং দিয়ে কয়, এখানে লিখুন না। পরের দুই মিনিটে ২০ টা পদ্য। হেব্বি মজার। ১ ঘন্টায় মনে হয় ১৪৩ টা পোস্ট পড়ল।
  • a | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:২৭ | 121.241.214.34
  • কি গ্রুপ? কি গ্রুপ?
  • I | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:২৭ | 14.96.203.255
  • এদিকে শহরে বন্যা, নদীতে পচে ওঠা গরুর পেটফোলা লাশ, কারফিউ জারি, মেয়রের দাঁতের ব্যথা একটু কম, ওদিকে 'অন্ধকারে হারিয়েছি যাকে/সে আমায় নিত্য পিছু ডাকে", আর মাঝখান দিয়ে "বেঁধেছি এমন ঘর'। কী রাতখানাই খুলেছে !
  • aka | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:২৫ | 168.26.215.13
  • ফেসবুকে সামরানদি একটা গ্রুপ খুলেছে সেটা হেবি মজার হয়েছে। তাল রাখতে পারলাম না কারণ অভ্রয় আমার স্পীড কম। অনেকদিন বাদে দিব্যি মজা পেলাম।
  • Tim | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:২১ | 198.82.29.171
  • জোয়ারের মত কবিতা। রক্তবীজের মত কবিতা।
  • aka | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:২০ | 168.26.215.13
  • কি কাঁচাই ঢপ মারে লোকে কি বলব।
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:২০ | 122.252.231.10
  • বিনয় ঈশ্বরের থাকে। বিনয়ের থাকেন ঈশ্বরী।
  • Tim | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১৮ | 198.82.29.171
  • হ্যাঁ হ্যাঁ কোনটা ঢপ? উতুবে লিং থাকলে এখেনেই কয়ে যেও কেউ।
  • a | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১৮ | 121.241.214.34
  • সব্বোনাশ! সে ছোট a আমি নই, আমি নই...
  • aka | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১৮ | 168.26.215.13
  • টক অফ দা ডেভিল অ্যান্ড ঈশ্বর রূপে লামা কা আবির্ভাব। অতএব ডেভিল = ঈশ্বর।
  • I | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১৬ | 14.96.203.255
  • ছোট এ নামেও কে যেন একটা ছিল না? আপ্নি কি সে? আপ্নি কি সে?
  • Lama | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১৬ | 117.194.229.58
  • এসেছিনু, তবু আসি নাই।

    জানায়ে গেলাম১
  • I | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১৫ | 14.96.203.255
  • আকা'র কী বিনয় ! এমনি বিনয় ঈশ্বরের থাকে। আর থাকত মজুমদারের। যে, ব্রহ্মান্ডের সব জানি, তবু বসে বসে মিটিমিটি হাসি। মরুক গে ব্যাটারা তর্ক করে।
  • a | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১৫ | 121.241.214.34
  • ঢপ? কোনটে?
  • a | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১৪ | 121.241.214.34
  • নামটা বড় অ থেকে ছোট অ করে নিলুম। বড়ার থেকে ছোটা শব্দটা আমার বেশি পছন্দের। শুনলে (বা পড়লে) পরে বেশ ছোটা ব্রিস্টলের কথা মনে পড়ে যায়।
  • I | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১২ | 14.96.203.255
  • বড় "এ' নামে ওম্মিতাও লিখে থাকে। যদিও সে ইদিক পানে বড় একটা আসে না। আপনেরা কেউ একজন নাম পাল্টালে লোকের সুবিধে হত। নইলে উদো'জ পিন্ডি বুধো'জ ঘাড়ে চলে গেলে দোষ দিতে পারবেন্না।
  • I | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:১০ | 14.96.203.255
  • আরে, খালি লিং খোঁজে ! উতুবে দেখো গিয়ে, পাও নাকি।
  • A | ০৩ ডিসেম্বর ২০১০ ০০:০৭ | 121.241.214.34
  • এতক্ষণে অবশেষে কাবলিদার বেল্কাম মেসেজ দেখার সুযোগ হল। ধন্যবাদ, ধন্যবাদ।
    অমি বাবু কি চাকর ঠিক এখোনো বুঝতে পরিনি, তবে বিবি নই এ কথা লিচ্চয় করে বলতে পারি।
    ঠিক এই ধরণেরই এক বাংলা সফ্‌টওয়্যার ব্যবহারের দীর্ঘ অভ্যাস থাকায় লিখতে বিশেষ অসুবিধে হচ্ছে না। আর আমিও আপনার বর্তমান শহরেই থাকি, রেতে দিনে মশামাছি নিয়ে।
  • hu | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:৫১ | 12.34.246.72
  • গানের লিং কই?
  • I | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:৪৯ | 14.96.203.255
  • সবাই এমং চুপচাপ হয়েং গেল কেন?
  • I | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:২৩ | 14.96.203.255
  • শুনিলে প্রাণ চমকে ওঠে। কিন্তু পাওলি'র লিপে মানাচ্ছে না। একতারা হাতে নেচে নেচে গাইছে, লাগছে যেন কমললতা'র সুচিত্রা। অতি দিব্য। কিন্তু হা, যৌবনের দিকে চোখ চলে যাচ্ছে, কুবৃক্ষে সুফল ফলছে না। এই দুঃখের দোসর মিলল না।
  • I | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:১৮ | 14.96.203.255
  • মনের মানুষের প্রোমো ট্রেলার দেখাচ্ছে। গানগুলি অসাধারণ, অ ন্যাড়াদা ! ফরিদা পারভিন-ও গেয়েছেন। গোলাম ফকির গেয়েছেন; দোহার-এর প্রোগ্রামে ওঁকে দেখি। সৌজন্য সামরানদি। সামরানদি'র আরেক বন্ধু সৌরভ(সৌরভই তো?)অভিনয় করেছেন, গানও গেয়েছেন শুনলাম।
    এই যে ,এখন ফরিদা পারভিন গাইছেন-যেখানে সাঁই'র বারামখানা। আহা , মরে যাই। ঐ গলা !
  • aka | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:১৫ | 168.26.215.13
  • পাগল, সেই সময়ে দু চারটে কবিতা লিখলে আজ স্টার জলসায় আমাকে নিয়ে ধোঁয়ার ওপারে হত। শুধু পেন আর খাতাটা খুঁজে পেলেই হত।
  • Tim | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:১৩ | 198.82.29.171
  • আহারে, ক্ষি ক্ষরুন অবস্তা আকাদার। রিদয় ভারাক্রান্ত হয়।
  • aka | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:১২ | 168.26.215.13
  • ব্যাথা কই হে, শুধু একরাশ ধোঁয়া ভরা অতীত, সুন্দরী, বয়স ৬৫ না ১৮, ইয়ে মানে ছেলে না মেয়ে কিসুই যায় আসে না। শুধুই ধোঁয়া।
  • aka | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:০৮ | 168.26.215.13
  • মতান্তরে নেশাও বলা যায়। ;)

    আহা অ্যামনেশিয়ার গুলিটা হেব্বি।
  • Tim | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:০৮ | 198.82.29.171
  • রিমিদি,
    ঃ-)

    যার যার এন্ডোস্কোপি করার আছে আকাদাকে আউটসোর্স করে দিলেই হয়। আকাদা পুরো নীলকঞ্‌ঠ, থুড়ি নীলপেট হয়ে সবার ব্যথা ধারণ করবে।
  • I | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:০৫ | 14.96.203.255
  • আকাদা কি ঘুরে ঘুরে এন্ডোস্কোপিত হয়? উহাই কি তাহার হবি?
  • pipi | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:০২ | 78.52.239.115
  • ইঞ্জেকশন!!!! উরে বাবা!!! এখানে একটা লিক্যুইড ওষুধ দেয়, ব্যস, তারপরেই ঘুমুঘুমু। চুকে বুকে গেলে অবশ্য একটু মাথাটা টাল খায়। ঐজন্য আগে থেকে বলে দেয় গাড়ি ড্রাইভ করে না আসতে আর সঙ্গে কোন সঙ্গী আনতে। দেশে চিকিৎসা ব্যবস্থার এত উন্নতি হয়েছে শুনতে পাই, এণ্ডোস্কোপি তবে কেন দুয়োরাণীর ট্রিটমেন্ট পায়?
  • aka | ০২ ডিসেম্বর ২০১০ ২৩:০১ | 168.26.215.13
  • কিন্তু সবথেকে খারাপ টেস্ট হল এমারাই। উফফফ।
  • aka | ০২ ডিসেম্বর ২০১০ ২২:৫৮ | 168.26.215.13
  • নাইটিঙ্গেলে ভালো করে

    পিয়ারলেসে কোনার করলে একটু বেশিক্ষণ ধরে করে

    পিয়ারলেসে অন্য কেউ করলে অত সময় লাগে না কিন্তু মোটামুটি আধমরা হতে হয়

    এখানে অ্যামনেশিয়ার গুলি খাওয়ায়। ব্যপক অনুভুতি, জেগে আছি, কিন্তু নেই, যেই ঘোর কাটল সব স্মৃতি গায়েব, শুধু থেকে যায় কিছু ধোঁয়া ভরা অতীত মুহূর্ত। অপেক্ষায় আছি আবার কবে এন্ডোস্কপি হবে।
  • rimi | ০২ ডিসেম্বর ২০১০ ২২:৫২ | 168.26.215.135
  • উঁহু, দেশে মানে নাইটিঙ্গেলে অন্তত এন্ডোস্কোপি করে হাফ জ্ঞানে। আমার হয়েছিল সেই সুদূর ৯৯ সালে। ইঞ্জেকশন দিয়ে শুধু বুক থেকে কোমর অবধি অবশ করা হয়েছিল। দিব্বি আরামই লাগছিল নল ঢোকানোয়, কোনো খোঁচা টের পাই নি। চারিদিক আলো করে এক সুপুরুষ যুবক ডাক্তার দাঁড়িয়েছিলেন। আমি হাঁ করে (নইলে নলটা ঢোকানো যেতো না) তাকে দেখলাম। মোদ্দা কথা সময়টা ভালই কাটল।
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ২২:৪৭ | 151.141.84.194
  • এইসব এন্ডোস্কোপি মোপির থেকে ভালুকের পিঠে চাপা বেটার। চাইলে এক পাক ঘুরেও আসা যাবে মাঠ চক্কর দিয়ে। ঃ-)
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ২২:৪৬ | 151.141.84.194
  • নির্গুণ ব্রহ্মলাভের উপায় দেখাতে চায়, সেখানে সজ্ঞান অজ্ঞান সব সমান। ঃ-)
  • pipi | ০২ ডিসেম্বর ২০১০ ২২:৩৭ | 78.52.239.115
  • এণ্ডোস্কোপি আবার সজ্ঞানে কেউ করে নাকি??? কি কাণ্ড!!!! এখানে তো পুরো আউট করে দেয় প্রথমেই, জ্ঞান ফিরলে ছবি ছাবা দেওয়া রিপোর্ট হাতে ধরিয়ে ডাক্তার লেকচার দিতে শুরু করে। ওরে বাবা! দেশে যেন আমায় কক্ষনো এণ্ডোস্কোপি না করাতে হয়!
  • a x | ০২ ডিসেম্বর ২০১০ ২২:৩৫ | 99.50.241.18
  • থেন্‌কু। আগেও লিখলাম কই গেল কেজানে!
  • kc | ০২ ডিসেম্বর ২০১০ ২২:৩২ | 89.203.49.18
  • তার মানে হল, ব্যাঙদেবী দু একটা জিনিষ ঠিকই জানেন।
    ওমি, না তো আমার কোনও মেয়েই নাই। ঃ-(
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ২২:২৭ | 117.194.98.69
  • হ্যাঁ । মোরাম লাল রঙের সুরকি টাইপের জিনিস। গ্রামের রাস্তায় বেশী দেখা যায়
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ২২:২১ | 151.141.84.194
  • হ্যাঁ লাল কাঁকড় বিছানো রাস্তা। মোরামের।
    তুমি যে গিয়াছ কাঁকড় বিছানো পথে। ঃ-)
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ২২:১৯ | 122.172.35.33
  • আমি যদ্দূর জানি, লাল কাঁকর বিছানো রাস্তাকে মোরামের রাস্তা বলে। তবে আমি দেখেছি যা কিছু আমি জানি, বেশির ভাগই ভুল জানি।
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ২২:১৮ | 59.93.212.9
  • মোরাম লাল দেখেতে, কদাপি কালো নহে।
  • a x | ০২ ডিসেম্বর ২০১০ ২২:১৮ | 99.50.241.18
  • শিগ্গির শিগ্গির বল কেউ।
  • M | ০২ ডিসেম্বর ২০১০ ২২:১৭ | 59.93.212.9
  • হুঁ, না জানা টেষ্ট করতে কম্পিত নয় আমার রিদয়, তবে কিনা আমারো একবার এন্ডোস্কপি, আরেকবার ছানা হবার সময় আমার প্রতিগ্গে, এই দুটো জিনিস আর কস্মিন কালেও নয়।

    এই জন্যই ডাক্তারদের ডরাই, যে হারে আবার জন্তন্না পাচ্ছি গেলেই আবার বলবে.......

    যাকগে আমার বাড়ীর নিচে এক হোমিও ডাক্তার আছে, পঁচিশ টাকায় ওষুধ সমেত সব হয়ে যায়, সেখানেই যাই।

    তবে ইদানিং আমায় পেটু জ্বালা আর ইনজেকশনের হ্যাপা নিতে হয় না, কেবল ভয়ঙ্কর মাথা যন্ত্রনা, আর চোখে ব্যাথা আর ওয়াক হচ্ছে, কেবল মাথা যন্ত্রনাটা কমিয়ে দিলেই চলবে।বাকিগুলো নিয়ে অত চাপ নেই।
  • a x | ০২ ডিসেম্বর ২০১০ ২২:১৬ | 99.50.241.18
  • মোরাম মানে কি stone chips? মোরামের রাস্তা বলতে কি বোঝায়?
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ২২:১৫ | 151.141.84.194
  • পাইয়াছি রে পাইয়াছি। ঃ-)
    কেসি বেঁচে থাকুন সুখে থাকুন ধনেজনেকন্যায়পুত্রে লক্ষ্মীলাভ করুন।
    দিয়া কি আপনার মেয়ে?
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ২২:১০ | 151.141.84.194
  • যাহ, বড়াই যে কি বলে! এটা ওমির গল্প না, ওমি এ গপ্পো গুল্পবাজের কাছে শুনেছে। ঃ-)
  • omi | ০২ ডিসেম্বর ২০১০ ২২:০৯ | 151.141.84.194
  • কেডি, ঃ-)
  • I | ০২ ডিসেম্বর ২০১০ ২২:০৮ | 14.96.203.255
  • ওমি'র এই ভাল্লুকের গল্পটা বেশ ভালো। ঃ-)
  • byaang | ০২ ডিসেম্বর ২০১০ ২২:০৬ | 122.172.35.33
  • কেসির সোনার কীবোর্ড হোক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত