এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৪৭ | 24.42.203.194
  • ম্যাজিক দেখেন সবাই, মন ভালো হবে।

  • I | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৪৬ | 14.96.120.125
  • হুঁ, কিরকম যেন একটা অবস্কিওর প্রকাশক।
    কয়েকদিন আগে আনন্দবাজারে দেখলাম রিভিউ লিখেছে। সেই ক্কবে বেরিয়েছে !
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৪৪ | 122.172.157.126
  • ঃ-(((((
  • I | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৪৩ | 14.96.120.125
  • আরে, পড়াশুনা এক্কেবারে করে না। বল্লাম যে বহুদিন বাদে বাজার হল ! তার মানে কী? আবার বহুদিন বাদে হবে। এখন আর সুনীলদা'র দোকানের সামনে দিয়েও যাওয়া হয় না।
    সেখেন দিয়ে গেলে যদি পাই, অবিশ্যি কিনব। তবে কিনা, যমদত্ত সুলভ নয়।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৪২ | 122.172.157.126
  • আগের বার কলেজ স্ট্রিট গিয়ে যমদত্তর খোঁজ করায় সব্বাই হাঁ করে তাকিয়ে থাকল। এখন আপনিই ভরসা।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৪০ | 122.172.157.126
  • অ, আগেই লিখে দেছেন! ছরি।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৩৯ | 122.172.157.126
  • তা কী কী বই বাজার করলেন? আপনি আমার জন্য অ্যাকখান যমদত্ত কিনে রাখতে পারেন?
  • I | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৩৯ | 14.96.120.125
  • চাট্টে মার্কেজ, তিনটে কোয়েটজি, একটা করে ভার্গাস লোসা/হোসা, জেরি ডারেল আর নাগিব মেহফুজ কিনেছি। আলমারিতে সাজিয়ে রাখবো। লোকে ভালো বলবে।
  • I | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৩৭ | 14.96.120.125
  • আমি বহু-বহুদ্দিন বাদে কলেজ ইস্টিটে গিয়ে সেদিন মনোসুখে বইবাজার করেছি। তাও সনঝেবেলা গেলাম বলে দোকান-ফোকানের ঝাঁপ ফেলে দিল। ইউনিভার্সিটি ইনস্টিটুটের উল্টোদিকে অ্যাভিড নামে একটা ইনজিরি বইয়ের ঝুপড়ি আছে, কী ভালো, কী ভালো ! রেকো কল্লাম। আমায় পঁচিশ পাস্‌সেন্ট অফ দেছে।
    শুধু একটাই পবলেম, বই দেখা যায় না। নাম বলতে হয়-বইয়ের কিম্বা লেখকের। আর এট্টু পুশ সেল কত্তে চায়। আমারে হবসবাম দেছেলো। এই অ্যাত্তো বড়ো করে "ন্না'! কয়ে এসেছি। শেষে জিঞ্জিরিয়া হয়ে মরি আর কী !
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২৩:৩১ | 122.172.157.126
  • তালে বরং ন্যাড়া পিয়ানো বাজাক, পামিতা বই পড়ুক।
  • nyara | ২৮ নভেম্বর ২০১০ ২৩:২৯ | 122.172.45.27
  • বইয়ের দোকান নো-নো। আমি এখন অনেক ভেবেচিন্তে নমাসে-ছমাসে একখানা বই কিনতে পাই। এ বছরের বই কেনার কোটা কমপ্লিট হয়ে গেছে।
  • Paramita | ২৮ নভেম্বর ২০১০ ২৩:২৯ | 202.3.120.9
  • হ্যাঁ, এইটা একটা পেরেন্টাল ফোরামে আরো কজন মা-ও সাজেস্ট করেছে। ও পাড়া দিয়ে যাবার সময় মনে পড়ে। দেখি আসছে হপ্তায় সময় পেলে ..
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২৩:২৬ | 122.172.157.126
  • আমি একটা বুদ্ধি দিই? মানে যেসব রবিবারে আমার কোনোকাজ থাকে না, লীলা হোটেলে যাই, ওখানে একটা অক্সফোর্ড আছে, সেখানে প্রচুর বাংলা বই, ওখানে খানিকক্ষণ কাটিয়ে , পছন্দমত বইগুলো কিনে নিয়ে গ্রাউন্ড ফ্লোরে এসে লনের পাশে প্রচুর সোফা, চেয়ার ইত্যাদি রাখা সেখানে বসে পিয়ানো শুনতে শুনতে বই পড়া, আর লনে পুচকেগুলো খেলে বেড়ায়, পায়রা তাড়ায়, কাঠবেড়ালি তাড়ায় ইত্যাদি, প্রভৃতি। তারপরেই ঝুপ করে বিকেল হয়ে যায়, সময় কোথা দিয়ে কেটে যায়, টের পাই না।
  • nyara | ২৮ নভেম্বর ২০১০ ২৩:২৫ | 122.172.45.27
  • আমি ঐ Punj Ab-এ খেয়েছি। লুঞ্চের বাফে। ৩০০ টাকা। মন্দ নয়। অ্যাকচুয়ালি RMZ গেলেই আপিশের লোকজন Indy Joe-তে ঢুকে পড়ে। আম বরং Punj Ab-এ যেতে বেশি উৎসাহী।
  • Paramita | ২৮ নভেম্বর ২০১০ ২৩:১৮ | 202.3.120.9
  • হপ্তা কয়েকের মধ্যেই..
  • Paramita | ২৮ নভেম্বর ২০১০ ২৩:১৭ | 202.3.120.9
  • সে বইটা তো ল্যান্ড করার হপ্তা কয়েক আগেই স্বপ্নায় গিয়ে কিনে এনিচি। উঁহু..
  • Paramita | ২৮ নভেম্বর ২০১০ ২৩:০৫ | 122.172.45.27
  • দুই নং ঃ রান্না, বাসন মাজা, ভ্যাকুয়াম, বাচ্চাদের ড্রপ/পিক আপ কিছুই করতে হয় না - ওদেশের তুলনায় অফুরন্ত সময় হবে না? তবে বড্ড হোমওয়ার্ক আর হাবিজাবি প্রজেক্ট আর অ্যাকটিভিটি করাতে হয় - ঐভাবে কম্পেনসেট হয়ে যায়। ওখানে হলে সব ইশকুল সামলে দিতো।
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ২৩:০৪ | 122.252.231.10
  • আমার নলেজে আর কিছু নাই। লুরুর উইকেন্ড গেটঅ্যাওয়ে বইটা কিনে খোঁজা শুরু কর।

    আমাদের বারান্দায় দুটো ডেকচেয়ার আছে। সামনের টিলা আর ইউক্যালিপটাসের জঙ্গল আর টেলিগ্রাফের তারে বসা ঘুঘু এইসব দেখে বেশ সময় কেটে যায়।
  • Paramita | ২৮ নভেম্বর ২০১০ ২৩:০০ | 122.172.45.27
  • তিন নং দিয়ে শুরু করি ঃ কাবন পার্ক, লালবাগ - বছরে চারপাঁচবার তো দেখা হয়েই যায় ভিজিটিং গেস্টদের দেখানোর জন্য। ওখানকার কোটা ঐভাবেই শেষ। তারপর কি কইলে? ওয়াটার পার্ক? নঠ আওয়ার খাপ অফ টি মিস্টার। এনিথিং টু ডু উইথ রোদ্দুর, তার হাত বহুত লম্বা। বাড়ি ফিরে বাপ আর মেয়ে মাথা যন্ত্রণা নিয়ে শুয়ে পড়বেন। ব্রিগেড রোডে ফুটপাথ নেই, ভিড়ে হাঁটা পোষায় না, প্লাস সেই তো দোকান দেখা। ওখানে আছেটা কি? ইসকন যে সেই একবার ছোটবেলায় মায়াপুর ট্রিপে মেরে দিয়েছি, তারপর আর ইচ্ছে করে নি। তাছাড়া এ সমস্ত জায়গায় যাওয়া মানে অন্তহীন গাড়ির শোভাযাত্রায় যোগ দেওয়া। নতুন কিছু ছাড়ো।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২২:৫৮ | 122.172.157.126
  • হ্যঁ, তুলে দিয়েছিল, তারপর আর চালাতে পারছিল না, কেই বা আর রোব্বার দুপুরে একশো টাকার সাদা ভাত আর আড়াইশো টাকার দুই পিস রুই খেতে যাবে! তাই আবার চালু করেছে, আলাকার্টের দামও কমিয়ে দিয়েছে অনেক ।
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ২২:৪২ | 122.252.231.10
  • বাহ, এসপ্ল্যানেড যেতে হবে দেখছি। মাঝখানে শুনেছিলাম বাফে তুলে দিয়েছিল।
  • aka | ২৮ নভেম্বর ২০১০ ২২:৩১ | 24.42.203.194
  • সেকি? আমি ভুলে গেলাম নাকি? মেইনল্যান্ড চায়নায় ২০০২ সনে বাফে ছিল ৫০০ (সাথে শ্যাম্পেন দিত)
  • kc | ২৮ নভেম্বর ২০১০ ২২:২৮ | 89.203.49.18
  • ৫৫০ বড্ড বেশী। কলকাতায় ৬ বালিগঞ্জ প্লেসের বুফেটা খুব ভাল। উইকডেতে ৩০০ টাকা।
  • aka | ২৮ নভেম্বর ২০১০ ২২:২৬ | 24.42.203.194
  • অ্যাঁ! কি শস্তা।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২২:২৪ | 122.172.157.126
  • ৩৯৯ ইনক্লুডিং ট্যাক্সো
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ২২:২৩ | 122.252.231.10
  • নাঃ, মনে হয় ৫৫০। ৭০০ বেশি হয়ে গেল। বাকিনেকে বেঞ্চমার্ক ধরলে।
  • aka | ২৮ নভেম্বর ২০১০ ২২:২১ | 24.42.203.194
  • লেম্মি গেজ, ৭০০ টাকা মাথা পিছু।
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ২২:১৯ | 122.252.231.10
  • এসপ্ল্যানেডের উইকেন্ড বাফের দক্ষিণা কত?
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ২২:১৬ | 122.252.231.10
  • আমাদের বাড়ির কাছেই তো এসেছিলে। একবার ঢুঁ মারলে না কেন?

    আর দ্বিতীয় কথা, তোমরা উইকেন্ডে এত সময় পাও কী করে? আমাদের তো সারা হপ্তার পেন্ডিং কাজ সামলে সামলে একপেগ স্মার্নফ সাজিয়ে বসেই দেখি উইকেন্ড ফুরুৎ।

    তৃতীয়ত, মল ছাড়াও তো প্রচুর ঘোরার জায়গা আছে। কাব্বন পার্ক যাও। কোন একটা ওয়াটার পার্ক আছে সেখানে যাও। না হলে লালবাগ যাও। নয় ব্রিগেড রোডে খানিকটা হাঁটো। নাহলে ইস্কন মন্দিরের ভোগ খেয়ে এসো। না হলে প্যালেস গ্রাউন্ডে কোন না কোন একটা অনুষ্ঠান হতেই থাকে দেখে এসো। হাতে সময় থাকলে অপশনের কী অভাব?
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ২২:১১ | 122.252.231.10
  • আমরাও সেই। ভ-মা তেই স্টিক করে আছি।
  • aka | ২৮ নভেম্বর ২০১০ ২২:১১ | 24.42.203.194
  • আমি তো মার্কেট দেখছিলাম। ঃ)) ভালো বিজনেস প্ল্যান - টার্গেট অডিয়েন্স হল লেজি পার্সনস (টু বি পলিটিকালি রাইট) ; }
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২২:০৮ | 122.172.157.126
  • তাহলে, ভরসন্ধ্যেবেলা দুঃখী মানুষকে এমনি করে লোভ দেখালি কেন!
  • aka | ২৮ নভেম্বর ২০১০ ২২:০৭ | 24.42.203.194
  • আনফরচুনেটলি এটা বাজারে আসে নি, ট্রেড শো অবধি গিয়েছিল।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২২:০৫ | 122.172.157.126
  • রাঁধুনি রোবোটগুলোর দাম কত করে? একটু জেনে বলিস তো? সিরিয়াসলি, মাক্কালী।
  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২২:০১ | 122.172.157.126
  • বল্লুম যে এসপ্ল্যানেড
  • aka | ২৮ নভেম্বর ২০১০ ২১:৫৪ | 24.42.203.194
  • ভজহরি মান্না না কলকাতা কিচেন?

    ব্যাঙের জন্য এইটা সাজেস্ট করলাম।

  • byaang | ২৮ নভেম্বর ২০১০ ২১:৫১ | 122.172.157.126
  • আর আমি যে অ্যাত্তো করে কোরামঙ্গলার এসপ্ল্যানেদের বুফেটা রেকো করলুম, কেউ সাহস করলো না! আজকের মেনু শোনো, মোচার চপ, ফুলকপির বড়া, চিংড়ির কাটলেট, মৌরলাভাজা, সাদা ভাত, মুগের ডাল, ধোকার ডালনা, আলুঝিঙেপোস্ত, ইলিশপাতুরি, ভেটকির ঝাল, রুইকালিয়া, দইমুর্গি, কষামাংস, কড়াইশুটির কচুরি, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, সন্দেশ, রসগোল্লা, বোঁদে।
  • aka | ২৮ নভেম্বর ২০১০ ২১:৪৩ | 24.42.203.194
  • "When he was a kid Rajnikanth was once asked to do a homework. That is now known as Wikipedia." - আমার এক বন্ধু লিখেছে ফেসবুকে।
  • Paramita | ২৮ নভেম্বর ২০১০ ২১:২৫ | 122.172.45.27
  • নোপ। আগে কেউ গিনিপিগ হয়ে ফিডব্যাক দিক্‌। আপাততঃ লুরুর পরীক্ষিত বাঙালি রেস্টু বলতে ভ-মা-তেই স্টিক করে আছি।
    আজ দক্ষিণ পূব ব্যাঙ্গালোরের জঙ্গলময় রাস্তা দিয়ে অনেকটা চলে গিয়েছিলাম। তারপর উজিয়ে ফিরে উউউইদিকে সারজাপুর গিয়ে ভুট্টাপোড়া খেলাম। ফেরার সময় ভারথুর হোয়াইটফিল্ড রাস্তা ধরে উত্তরে গিয়ে ভারথুর লেক টেক দেখে কেসিদাসের দই মিষ্টি কিনে ফিরলাম। মনটা একটু শান্ত হল। ব্যাঙ্গালোরে যে ছুটির দিনে মলে যাওয়া ছাড়া আর কি করা যায় যায় বুঝে উঠতে পারছি না। তবে রাস্তায় বসা ভার্থুর ডাউনটাইনের বাজারটা দিব্যি ছিল। ঐরকম রাস্তার ওপরে জমজমাট বাজার ব্যাঙ্গালোরে আর একটাও দেখি নি। বেলান্দুর, হ্যাল মার্কেট, হেচ এস আর - সবগুলোর চেয়ে ভালো।
  • Arpan | ২৮ নভেম্বর ২০১০ ২০:৫৮ | 122.252.231.10
  • লুরুতে কেউ ট্রাই করেছে এটা?

    http://www.kolkatakitchen.com/
  • M | ২৮ নভেম্বর ২০১০ ২০:৫৭ | 59.93.200.8
  • ও! ফোনে শিবাংশুদা ও ছিলেন।
  • M | ২৮ নভেম্বর ২০১০ ২০:৫৫ | 59.93.200.8
  • ও শুভ বলে আরো একজন বন্ধু ছিলো।
  • M | ২৮ নভেম্বর ২০১০ ২০:৫৪ | 59.93.200.8
  • অ! স্টার্টারে সুমেরুর বানানো ফিস পকোরা, আহা!!!!

    বাকি আরো আছে, কিন্তু আর জ্বালাবোনা:P
  • M | ২৮ নভেম্বর ২০১০ ২০:৫০ | 59.93.200.8
  • আর তুষ্টু.......

    আর সে যা খাওয়া হলো, সামুর হাতের ভুনা খিচরি, আর মাটনের সেটার নাম কি যেন।সে টেষ্ট যাতে মুখে লেগে থাকে তাই রাতের খাওয়া স্কিপ করবো। আর যা কিছু কাল হবেক।
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ২০:১৩ | 122.162.184.132
  • বিস্তারিত বিবরণ লিখ/লিখুন
  • Bratin | ২৮ নভেম্বর ২০১০ ২০:১০ | 117.194.100.230
  • জমাটি ভাট। সুমেরু,সামরান,আমি,সায়ন,সুকন্যা,সরভাজা,লামা,নীনা দি,অমিত দা,জেমস দা,জেমস বৌদি,মানসী,রঞ্জন দা এবং বলাবাহুল্য কাবলি দা
  • pi | ২৮ নভেম্বর ২০১০ ১৯:৫০ | 72.83.86.88
  • বিভীষণের ভীষণ দশা ... হুতো কি একটা সিরিজ নামাবে ? ঃ)
  • kumudini | ২৮ নভেম্বর ২০১০ ১৬:৫৭ | 122.162.184.132
  • কলকাতার ভাটেরা সবাই কানে চন্দ্রমল্লিকা গুঁজে বিরিয়ানি,কোর্মা, পটলের দোর্মা/চপ খাচ্চে।এগবার ভাটিয়ালি খুলে দেকবে অন্য শহরগুলোতে কে কেমন আচে,তা নয়।
    ওদিকে ব্যাংদিদি বিভীষণদাদার কি অবোস্তা করে রেখেচে।
  • kumidini | ২৮ নভেম্বর ২০১০ ১৫:২৭ | 122.162.184.132
  • কুমড়ো,কুমড়ো,কুমড়ো--- আর সহ্য হয় না।সেই যে র‌্যাটসদাদা এক্‌খান টই খুলেচিলেন,রোগা হওয়ার উপায়, সেইটে পড়তে গেলুম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত