আমার ল্যাপির ইথারনেট পোর্টটা গ্যাসে। মাঝে মাঝে ওয়ারলেস রাউটারটাও গড়বড় করে (চাইনিজ জিনিস হলে যা হয়)। বাধ্য হয়ে একপিস ইউএসবি ইথারনেট অ্যাডাপ্টার কিনে নিয়েছি।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:১৫ | 14.96.223.120
আচ্ছা মিলনমেলায় এখন কোন মেলা হচ্ছে না?
kumudini | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:১৫ | 59.178.61.206
ব্যাং,আছো তো?ইম্মিডিয়েট এক্টা মাটির ভাঁড় কেনো আর পহা ফেলা শুরু করো।২০২২ তে তুমি আমি খেলা দেখতে যাবো।
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:১৪ | 61.95.144.122
একটা কোশ্চেন -
সবাই বলে সিভি নাকি এক পাতার হওয়া উচিত। কিন্তু এক পাতার সিভিতে এক্ষপিরিয়েন্সের ডিটেইল্স ক্যামনে দেয়?
তার উপর অ্যাকাডেমিক সিভিতে সব পাবলিকেশনের লিস্টি দিতে হয়, এক পাতায় ক্যামনে হবে সেটা?
তাইলে কি ওই এক পাতার গাইডলাইনটা বকোয়াস্?
lcm | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:১২ | 69.236.163.206
ইয়ে মানে, একটা ইউএসবি হাব লাগিয়ে নিলেই তো অনেক ডিভাইস... এক যদি না...
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:১২ | 122.248.183.1
এই প্রসঙ্গ ছাত্র শিক্ষক র কথোপকথন মনে এল
শিক্ষক ঃ বলো বুবুন কাগজের কল কোথায় আছে?
বুবুন ঃ ( যারপরনাই বিস্মিত হয়ে) সে কি স্যার কাগজের কল কি করে হবে,জল পড়লেই তো ছিঁড়ে যাবে।
lcm | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:০৯ | 69.236.163.206
আরে দাঁড়াও না, ২০২২... এখনো ১২ বছর.... কত রকমের ঘাস, ছাদ, স্টেডিয়াম .... কত কি হতে পারে...
একটা ইউএসবি আর তিনটে ইউএসবি-র মধ্যে সংখ্যা ছাড়া তফাতটা কোথায়? মানে যদি সিকিউরিটি ইস্যু হয় তাইলেও তো একটা খোলাই রইলো!
Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:০৭ | 204.138.240.254
ফোল্ডিং স্টেডিয়াম করে আর কী ছেঁড়া গেছিল। বিষ্টিফিষ্টি এসে পুরো তেরোটা বাজিয়ে গেছিল।
lcm | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:০৬ | 69.236.163.206
আরে ব্রতীন, থ্যাংকু।
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:০৫ | 61.95.144.122
মাথা-ঢাকা স্টেডিয়াম হবে নাকি?
kc | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:০৩ | 89.203.49.18
আরে স্টেডিয়ামতো অবশ্যই এসি হবে। দেশটার মধ্যে কিছু জায়গা ফুটবল ফ্যান জোন বলে বানাবে। সেখানে ২৬ ডিগ্রি টেম্পারেচার মেন্টেন করবে। সেখানে মদ খাওয়া থেকে স্বল্পবসন / না, সমস্তরকমেরই গুষ্টিসুখের পারমিশন থাকবে। পুরো টোটাল ব্যাপার। আর স্টেডিয়াম খোলাপাড়া করা এখন খুব কমন ব্যাপার। বার্বাডোজের যে স্টেডিয়ামে ক্রিকেটের ফাইনাল হয়েছিল, সেটা অর্ধেকটা ওরকম ফোল্ডিং ছিল।
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:০৩ | 122.248.183.1
ঘোড়ার ডাক ।
kumudini | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:০৩ | 59.178.61.206
কেসিদা,বিচিত্রবীর্য্য কি মেলিয়ে দিলেন সবাইকে?খুব অসুবিধে না হলে সময়-সুযোগমত আমাকেও যদি-----। dr-জয়ন্তীঅধিকারীঅ্যাটরেডিফমেল। কোন তাড়া নেই,আপ্নার সুবিধেমত দিলেই চলবে।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:০২ | 14.96.223.120
আরে আমাদের কোম্পানি পলিসি অনুযায়ী একটামাত্র ইউএসবি পোর্ট রেখে বাকিগুলোকে ডিসেবল করার কথা। তা এই ল্যাপীটা দেওয়ার আগে সেটা করে নি।। পরে এক ছোকরা এসেছে করতে। সে এক যাচ্ছেতাই কান্ড। সমস্ত খুলেটুলে কিছুতেই পারে না। আমি তো বসে বসে মজা দেখছি। তারপর বোর হয়ে বললাম বাপু আমি এখন এট্টু না কাজালে পোচ্চুর এসক্যালেশান হবে কিন্তু। তখন আমি তোমাদের কথা কয়ে দেব। তাতে ভয় পেয়ে আমাকে বল্লো আমি যেন একটা কল লগ করে দি দুটো পোর্ট ডিসেবল করতে বলে, তা'লে কেউ না কেউ এসে করে দিয়ে যাবে (বোধহয় আশায় ছিল যে ওকে আর অ্যাসাইন করা হবে না)
মাইরী আর কি!!!
আমার ৩টে পোর্টই দিব্বি চলে।
lcm | ০৩ ডিসেম্বর ২০১০ ১২:০২ | 69.236.163.206
অপ্পন কই গেল। সৈকত আর এক পিস কবিতা দিয়েছে, আর, আমি যথারীতি হোঁচট .... হ্রেষা - মানে কি?
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫৯ | 122.248.183.1
আর ভারতবর্ষ তো ১৪২ মনে হয়
lcm | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫৯ | 69.236.163.206
চাপঘরে?
Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫৯ | 204.138.240.254
নাচার, তাই নাছোড় চেষ্টা করে?
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫৬ | 122.248.183.1
আরে আরে ডান্স প্রোগামে শুধু নারী রা নাচবে ভেবেছো নাকি? পুরুষ রাও এখন রীতিমতো নাছর চেষ্টা করে...
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫৫ | 61.95.144.122
১১৩
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫৪ | 61.95.144.122
মে-জুন মাসের গরমে মরুভূমিতে ফুটবল খেলবে কি করে? এসি মাঠ বানাবে? তাপ্পর বলেছে নাকি বিশ্বকাপের পর সব স্টেডিয়ামগুলোকে খুলে অন্য কোথায় কোথায় পাঠানো হবে!
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫৪ | 122.248.183.1
চাপ নিয়ে জনগন এক পিস বই লিখে ফেললো ' চানঘরে গান ' .....
Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫৩ | 204.138.240.254
কাতারের ফুটবল র্যাঙ্কিং কত?
kc | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫৩ | 89.203.49.18
কাতার দেশটা যা শুরু করেছে তাতে আর দশ বছরের মধ্যে ওখানে খালি মাটি দেখতে পাওয়া যাবেনা। হয় কনক্রিট নয়ত কালচারড ঘাসে ঢেকে যাবে।
Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫২ | 204.138.240.254
* কি
lcm | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫২ | 69.236.163.206
এত সেন্সিটিভ ট্র্যাকপ্যাড! জোরে নিঃশ্বাস ফেলাও তো যাবে না।
অপ্পন কবিতার মানে বলে দিয়েছে, অর্থাৎ, d-এর অফিসে হ্লাদিনীদের ভিড়।
Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫২ | 204.138.240.254
@ব্রতীন,
যাঃ, আমি, তুমি ও সে। এতবিধ সত্তা থাকা সঙ্কেÄও চানঘরে হুতো একা। এ কী কম কথা? সাঙ্কিÄক পুরুষ। ঃ-)
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৫১ | 122.248.183.1
আহা চটো কেন। জানো ই তো কবতে আমি তেমন বুঝি না ঃ-))
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৪৭ | 61.95.144.122
হওয়ার কথাও নয়। আমাকে যা খুশি একটা বলে দিয়েছিলো - সাপোর্টের লোকজন তাই করে থাকে;-)
তাই যদি হবে তাইলে ডেল বা সোনির অন্য মডেলগুলোতে হয় না কেন?
সেদিন কোনো কারণে ল্যাপি থেকে নেট আসছিলো না, অথচ ডেস্কটপ থেকে আসছিলো। ল্যাপি ওয়্যারলেসে, ডেস্কটপ ল্যানে। ওদের জানালুম, তো কিছু খুঁজে না পেয়ে দাবি করলো আমার ল্যাপিটা ম্যাক তো, তাই ওর'ম হচ্ছে - কারণ অন্য সব মেশিন থেকে দিব্যি ওয়্যারলেস অ্যাকসেস হচ্ছে। তাপ্পর নিজেই খুঁজে বের করলুম যে আমি কোনো সময় একটা অল্টারনেটিভ মেশিনকে ডিএনএস হিসেবে রেখেছিলুম (মাঝে মাঝেই আমাদের ওয়েবেলের নেট ডাউন হয়ে যেত বলে আরেকটা আইএসপি-র একটা কানেকশন ছিলো), সেটা সেদিনই বন্ধ করা হয়েছে...
kumudini | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৪৫ | 59.178.61.206
যন্ত্রণাদায়ক এন্ডোস্কোপি পদ্ধতি ক্যানো? ভারতীয় চিকিৎসক সমাজের পক্ষে ইন্দোডাক্তার জবাব দাও,জবাব চাই।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৪১ | 14.96.223.120
হুতো, টিমি, খি খি
নাঃ আমি ভাল্ল করে নিজের হাতটা ঘুরিয়েফিরিয়ে দেখলাম। নাঃ ওসব নয়।
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৩৬ | 61.95.144.122
আমাকে বলেছিলো কব্জির কাছের লোমগুলো ট্র্যাকপ্যাডে লেগে নাকি ওর'ম হয় - এত সেনজিটিভ। আনডু করে সবসময় হত না - হয়তো খেয়ালই করিনি দুটো প্যারা আগে ডিলিট হয়ে গেছে, তারপর আমি ফের কিছু লিখেছি...শেষে আমি একটা কাগজ সেঁটে দিয়েছিলুম।
Tim | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৩৫ | 173.163.204.9
এরে ক্যালানো উচিত। :P গুন্নাইট।
Tim | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৩৩ | 173.163.204.9
নাহ্ এট্টু তারাশঙ্কর পড়ে মনটা শান্ত করি।
r.h | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৩৩ | 203.99.210.20
নাহ, থাক
ঃP
Tim | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৩২ | 173.163.204.9
কি বেরসিক রে ভাই! দ্যোতনাটা ধত্তেই পাল্লোনা!
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:৩০ | 122.248.183.1
ইয়ে একা চান করে যেন কেমন কেমন।একাই তো চান করবে এ আর বলার কি আছে??
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:২৯ | 14.96.223.120
হুঁ লেনোভো। আমারও ঐটা হয়। আমি অবশ্য ctrl+z মেরে ফেরত নিয়ে আসি।
Arpan | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:২৬ | 204.138.240.254
হ্লাদিনী - আহ্লাদযুক্তা। মস্তিকামী।
Tim | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:২০ | 173.163.204.9
তামসিক হুতো ঢোকে কলঘরে আলাপনরত একা চান করে
তামসিক হুতো পীড়ের দেয়ালা কবিতার ক্ষত ছন্দপেয়ালা
তামসিক হুতো দিন যায় যায় পীড় আশাহত কেইবা সহায়
তামসিক হুতো রাজসিক ছবি পায়নিকো ছুতো সাঙ্কিÄক কবি।
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:১৫ | 122.248.183.1
হ্যাঁ। TP এখন লেনোভো
Bratin | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:১৪ | 122.248.183.1
আমার মেসিন টা ৫ বছরের পুরোনো হওয়াতে আগের সপ্তাহে একট নতুন TP পেয়েছি
Arijit | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:১৩ | 61.95.144.122
আইবিএম না লেনোভো? মানে আইবিএমের ল্যাপিই তো লেনোভো হয়ে গেসলো। আর সিরিজ শুনে লেনোভোই মনে হচ্ছে। আমাকেও একটা দিয়েছিলো আপিস থেকে - সেটারও ওই ট্র্যাকপ্যাডে কি গড়বড় ছিলো - কার্সরটা মাঝে মাঝে নিজে নিজেই জায়গা বদলে ফেলতো। বেশ দু চার প্যারা লিখে ফেলেছি, হঠাৎ কি করে একটা গোটা প্যারা সিলেক্ট হয়ে গেলো, পরের কী-স্ট্রোক যেই দিলাম পুরো গায়েব। বল্লুম ওটাকে ডিসেবল করে দিতে - করলো না, নাকি পারলো না - কে জানে। কিছুদিন আলাদা মাউস ব্যাভার করে শেষে বোর হয়ে ফেরৎ দিয়ে নিজের ল্যাপিতে কাজ শুরু করলুম।
Tim | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:১১ | 173.163.204.9
এইজন্যই লোকজন আইবিএম কিন্তে বলে। অ্যাদ্দিন বুঝতে পারিনি।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:১০ | 14.96.223.120
*কাজ করতে হবে না।
d | ০৩ ডিসেম্বর ২০১০ ১১:০৯ | 14.96.223.120
অপিসের ল্যাপীটা প্রায় নতুন। এই মে মাসে পেলাম, আইবিএমের R400। কালকে তার টাচপ্যাড দেহ রেখেছে। ওদিকে আমার তোশিবার ল্যাপীটার টাচপ্যাডে গত ৬ বছর ১০ মাসে কিচ্ছুটি সমস্যা হয় নি। যাই হোক এই আনন্দে বা দুঃখে আমাকে আজ সম্ভবতঃ কোন কাজ করতে হব
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন