এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৭ ডিসেম্বর ২০১০ ০৭:৫৫ | 122.172.3.153
  • কিন্তু যেকথা বলতে এসেছিলাম, হিন্দি সূর্য্য সেন দেখার পর থেকে মনটা খারাপ হয়ে, আছে, শুক্র-শনি দুইদিনই দেখলাম, একদিন আইনক্সে, আরেকদিন পিভিআরে, দুইদিনই দুটো হলই ফাঁকা, আদ্ধেকও ভরে নি হলের। তার উপর আমার পরের রোয়ে বসে চারটে ছোঁড়াছুঁড়ি পোচ্চুর হাসাহাসি করছিল, মানে যখন কল্পনা দত্ত বললো, আমার গুলি শেষ হয়ে গেছে, একটা ছোঁড়া বললো - আভি চুপচাপ সো জা। সূর্য্য সেনের ফাঁসির আগে ইংরেজ সাহেব হাতুড়ি মেরে সূর্য্য সেনের দাঁত ভেঙ্গে দিলো, অরেকজন বললো - আভি বোলেগা বাড্ডেমাডরম। আমিও ক্ষেপে গিয়ে দু-চার কথা শুনিয়ে দিয়েছি তাদের, শোয়ের পর এক বয়ষ্ক ভদ্রলোক এসে আমাকে যা বললেন, তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় , ""তুমি বাঙালী বলে তোমার রক্ত এত গরম হচ্ছে এদের হাসাহাসিতে। আসলে তোমাদের বাঙালীদের রক্ত দিয়ে কিনতে হয়েছে স্বাধীনতা, আর এখনকার ভারতবর্ষের অধিকাংশ রাজ্যের জন্য এই স্বাধীনতা বিনামূল্যে এসেছে, এরা তো মজা করবেই!! এমনকী আমি তোমার পরিবারের সম্বন্ধে না জেনেই বলে দিতে পারি, খুব সম্ভবত তোমার পারিবার বাংলাদেশ থেকে এদেশে আসতে বাধ্য হয়েছে।'' অদ্ভুত লাগলো ভদ্রলোকের কথা শুনে, তখন থেকেই মাথায় ঘুরছে স্বাধীনতার মূল্য কি সত্যিই একেক রাজ্যের মানুষের কাছে একেকরকম?
  • byaang | ০৭ ডিসেম্বর ২০১০ ০৭:৩৯ | 122.172.3.153
  • বোঝো, এরা কিনা নির্জন সৈকতে ও দেখেনি। এই জন্যই বলি ডিডি বাংলা দেখ, ওয়ার্ল্ড মুভিজ না দেখে। নির্জন সৈকতে বছরে একবার অন্তত ডিডিতে দেয়ই। রাষ্ট্রপতি পুরষ্কার পাওয়া সিনিমা তো! অনিল চ্যাটার্জী ছিলেন, ছায়াদেবী, ভারতী দেবী, রুমা গুহঠাকুরতা, শর্মিলা ঠাকুরও তো ছিলেন। খুব ভালো সিনেমা। পার্ক স্ট্রীটের মিউজিক ওয়ার্ল্ডে সিডিও পাওয়া যায়।
  • amit | ০৭ ডিসেম্বর ২০১০ ০৬:২৯ | 128.103.93.236
  • তা তো বটেই, রেলমন্ত্রক রেল ছাড়া অন্য সব বিষয়েই র‌্যালা নেয়।
  • omicron | ০৭ ডিসেম্বর ২০১০ ০৬:২৩ | 151.141.84.194
  • ট্রেনে খুব চেপেচুপে বসতে হয়, নইলে ছিটকে পড়ে যায়। ঃ-)
  • tatin | ০৭ ডিসেম্বর ২০১০ ০৫:২৭ | 130.39.149.32
  • রেলের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক অতীব ঘনিষ্ঠ। আপনারা কি জানেন যে, ট্রেনে বসেই রবীন্দ্রনাথ কতগুলি গান আর কবিতা লিখেছিলেন? ইতিমধ্যেই রেলমন্ত্রক এ ব্যাপারে গবেষণার কাজ শেষ করেছে।

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=7desh2.htm
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ০৩:৫৯ | 59.93.246.197
  • সকলেই বাড়ি চলে গেছে মনে হচ্ছে। (সশব্দে বিজৃম্ভন)
  • achintyarup | ০৭ ডিসেম্বর ২০১০ ০৩:১৫ | 59.93.245.239
  • এসেছি, দু-এক প্যারা নটবর লিখেই ফিরব।

    নির্জন সৈকতে ছবিটি আমার খুব প্রিয়। রিসেণ্টলি dvd বেরিয়েছে, যোগাড় করতে পারলে দেখে নিয়েন।

    @ বৈজয়ন্তঃ আমি-ই মরিচঝাঁপি বিষয়ে সেই বিশাল লেখাটি কাগজে লিখেছিলুম বটে
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:২৬ | 151.141.84.194
  • তোমার ডাক শুনে সাঁই চলতে না পাই রুইখা দাঁড়ায় গুরুতে মুরশেদে--এইটা কোন গান? পুরোটা দিতে পারেন কেউ? অক্ষ? বড়াই?
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:১৯ | 151.141.84.194
  • অচিন্ত্য আজ আসেন নি?
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:১৫ | 151.141.84.194
  • আরে আমার তো রবীন্দ্রসঙ্গীতেও ঘুম পায়।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:১৩ | 168.26.215.13
  • ও তো যখন চালাবে তখনই ঘুম পায়।
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:১২ | 151.141.84.194
  • আহা, ঘুম পেলে তো শ্যামাসঙ্গীত চালাবে!
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:১১ | 168.26.215.13
  • পিথিবীতে দেখব না বলে কিছুই রাখতে নেই। নইলে ভালো-মন্দের তফাত বোঝা যায় নাকি।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:১০ | 168.26.215.13
  • দুর যেগুলো বোঝা যায় না সেগুলো বাদ দিতে হয় তো। বেস্ট হল ঠিক ঘুম পাবার আগে সিনেমা চালাবে, যেটা দেখতে দেখতে আবার জেগে উঠবে সেটা ভালো সিনেমা, আর যেটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে সেটা বাজে।
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:১০ | 151.141.84.194
  • ছি ছি আকাই,এমন কথা কইলেন! টার্টল ক্যান ফ্লাই দেখলাম, চিল্ড্রেন অব হেভেন দেখলাম! ঃ-)
  • Blank | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:০৮ | 59.93.207.227
  • তাহলে almodovar দেখো। এত রঙীন সিনেম কম দেখেছি
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:০৭ | 198.82.23.114
  • আরে বার্গম্যানের কিছু কিছু সিনিমা খুব সোজা না। আমি নেহাত ভালো বুঝিনা, নইলে গুছিয়ে লিখে দিতাম।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:০৫ | 168.26.215.13
  • যাক ওমি এদ্দিনে বড় হচ্ছে। ঃ)
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:০৩ | 198.82.23.114
  • হ্যাঁ ওমি এখন প্রস্তর যুগে আছে। দেখতে রহো।

    অক্ষদার অতি অবশ্য বার্গম্যান ভাল্লাগে। লাগে না? তালে আর কঠিন সিনিমার বাকি কি রইলো?
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:০৩ | 168.26.215.13
  • আমার ভালো লাগে বার্গম্যান, কুরোসাওয়া, মাজিদ মাজিদি এদের সিনেমা বেশ বোঝা যায়, দেখতেও সুন্দর। বিশেষত মাজিদ মাজিদি তো খুব সুন্দর।
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০২:০১ | 151.141.84.194
  • ভাবা যায় আমি দুদিন আগে আমীর খানের "দিল" সিনেমার প্রায় অর্ধেকটা দেখে ফেল্লাম!!!
    এবারে আমি বখে যাবো মনে লয়। ঃ-)
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৫৭ | 99.50.241.18
  • গোদার, বুনুয়েল, এরা হলেন খচ্চর প্রজাতির লোক। বুনুয়েল তো বটেই। কিন্তু ব্রেসন? ওরে বাবা! ফিলিম স্কুলের প্রথম পাঠ ব্রেসন আর আমার ঘুম পেয়ে যায় ঃ-(
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৫৬ | 168.26.215.13
  • আরে সে তো বুঝলাম, আমার যা ভালো লাগে না আঁতেলদের তাই ভালো লাগে। সেই সূত্রে এটা আঁতেল (ভালো) সিনেমা অবশ্যই কিন্তু ঐ রঙ চঙ ঢঙ বাপরে। কি কঠিন কঠিন।
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৫৬ | 151.141.84.194
  • লুচি খান, মাঝে মাঝে গদার বাড়ি খান। ঃ-)
  • I | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৫৪ | 14.96.154.78
  • ক্যানো ক্যানো ! অক্ষদার তো গদারও ভাল্লাগে। লাগে না, সইত্য কইর‌্যা কও !
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৫৪ | 99.50.241.18
  • কই, আজ তো ওয়াক্সিং করি নাই?
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৫৩ | 168.26.215.13
  • জুলিয়ান অ্যাসেঞ্জ লোকটিকে একটা পেন্নাম করার ইচ্ছে আছে, কোনদিন দেখা পেলে।

    খুব ফ্লুইড অর্গানাইজেশন। যেকোন প্রোজেক্টে কাজ করার জন্য কিছু টেম্পোরারি ভলান্টিয়ার যোগড় করে। হেবি কনসেপ্ট। হিলা দিয়া।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৫৩ | 198.82.23.114
  • দাড়ি খসে গ্যাছে অক্ষদার। ঃ-)
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৫১ | 99.50.241.18
  • এহ্‌ এটা একটা অসাধারণ ভালো সিনেমা! বার্তোলুচি এর ধারে কাছে আর বানাতে পারেনি পরে!
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৫০ | 151.141.84.194
  • এই সিনেমাতেই কি নায়ক জানালার তাকে বসে ঝিমায় আর থেকে থেকে লালনীলবাদামী দাগ পড়তে থাকে চারপাশে? ঃ-)
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪৯ | 168.26.215.13
  • এই যে পেয়েছি। এরপর ভেবেছিলাম সিনেমা দেখাই ছেড়ে দেব, তখন তো আর উইকি ছিল না।
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪৮ | 151.141.84.194
  • এরা প্রীতিলতারে দিয়া নিমু আমি আসছি করাইলো!
    তবু ভালো, আমি তো ভাবলাম সূর্য সেনের সঙ্গে প্রীতিলতার নাচগান সহযোগে (হিন্দি সিনেমায় যেমন হয় দিল খো গয়া টাইপ নাচ )ফেরেম ফিরিতি দেখাইলো বুঝি। ঃ-)
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪৭ | 99.50.241.18
  • মঞ্জুশ্রী চাকি সরকার নাচেন। খুব কঠিন নাচ। আমার ভালো লাগে, মানে নরম নরম নাচ না, বেশ গমগমে নাচ। তার মেয়ে রঞ্জাবতী চাকী সরকারকে আরো ভালো লাগত। অকালে মারলেন নিজেকে।
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪৬ | 168.26.215.13
  • দাঁড়ান দেই একটা আঁতেল সিনেমা। এই সিনেমার কোন অংশ কেউ বুইতে পারলে কইবেন, একটুকরো ছবি নিয়ে রেখে দেব নে।
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪৫ | 151.141.84.194
  • চাকী না চাকি?
    চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে চাকী পদবীর কেউ কি ছিলেন?
    মঞ্জুশ্রী চাকী কে ? কোথায় থাকতেন? কবেকার লোক?

    হায় নোটবই পড়ি নাই আমি।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪৪ | 99.50.241.18
  • আঁতেল সিনেমা ওরকমই হয় আকা, উহার পরতে পরতে প্যাঁচ। আঁতেল ব্যারোমিটার অনুযায়ী সেই প্যাঁচ খোলে।
  • Blank | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪৪ | 59.93.207.227
  • The sopranos , খুব ভালো টিভি সিরিজ। রেফার কল্লুম গা-ও র দর্শকদের (Decalogue এর দর্শকরা বা berlin alexanderplatz দর্শকদের জন্য নয়, তবে দেখতেও পারেন ঃ) )
  • I | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪২ | 14.96.154.78
  • অক্ষদা কাজের কাজ করসে ! সুধীর চক্কোত্তি, লীনা চাকি কেও ই আমারে বারামখানার মানে কয় নাই। অক্ষদা কইল। পিসীমা যুগ যুগ জিও।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪২ | 99.50.241.18
  • আর প্রাণঘাতী হলে? ;-)
  • omi | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪১ | 151.141.84.194
  • বালামখানা বলেও একটা কথা আছে। বালাপোষ গায়ে দিয়ে বিশ্রাম কত্তে হয় সেখানে। ঃ-)
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪১ | 168.26.215.13
  • গাধা নামক সিনিমাটা তো দেখি নি, কিন্তু প্রথম সিনটা দেখেই মনে হল খুব সুন্দর। মানে এই সিনেমাটা আঁতেল হবে কেন? মানে হতেই পারে, কিন্তু এখনও অবধি কোনো ইন্ডিকেশন নেই।
  • I | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৪০ | 14.96.154.78
  • হালকাপলকা ছোতখাতো(আমার ছেলের বানামে) হলে তির। আবার রুদ্রতেজা প্রানঘাতী হলে "তীর'।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৩৯ | 99.50.241.18
  • পাইসি। বারামখানা মানে বিশ্রামঘর। এই বাংলায় সার্চ করতে শিখে থেকে আমারে আর কেউ দাবায়ে রাখাতে পারেনা!
  • I | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৩৭ | 14.96.154.78
  • আমি মোট্টে কিছু পাব্লিকপ্রেমী না। আমার সামনের পাব্লিক সারাক্ষণ ঝুঁকে পড়ে তাঁর পাব্লিকনীর সঙ্গে গুজুরগুজুর করে যাচ্ছিল; ফ্রি-তে সাবটাইটল/ইন্টারপ্রিটেশন মনে হচ্ছিল-লালন ফকির খুব কঠিন বই তো ! আমার পাশের পাব্লিকের মুখ থেকে ভক ভক করে বদগন্ধ বেরোচ্ছিল। মদ না,হ্যালিটোসিস। পেছনে এক শালার পাব্লিক খালি মোবাইল ফোনে বকবক করে যাচ্ছিল। কাছেই একটা পাব্লিকের বাচ্চা চ্যাঁ-ভ্যাঁ করে গলা সাধছিল। শেষটায় তিতিবিরক্ত হয়ে আমি ইন্টারমিশনের পর সামনের একটা চাদ্দিক ফাঁকা সিটে গিয়ে দেখলাম।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৩৫ | 99.50.241.18
  • তবেই বোঝো, গাল খাই আমি, আর ক্যানোনিকাল আঁতেল সিনিমা দেখে টিম আর ইন্দো!
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৩৩ | 198.82.23.114
  • গাধা অতি ভালো সিনিমা। গাধারে গাল দিওনি। আমাহেন পাপারো ভালো লেগেছে।
  • a x | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৩৩ | 99.50.241.18
  • এগুলোকে -


  • kc | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৩০ | 89.203.49.18
  • 'তীর' বানামটা অক্ষদা আর ইন্দো আলাদারকম লিখেছে। কার বানামটা ঠিক?
  • I | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:৩০ | 14.96.154.78
  • ঃ-)
    বালথাজারের গাধা বড় মনোরম "বই' ;-)
  • aka | ০৭ ডিসেম্বর ২০১০ ০১:২৯ | 168.26.215.13
  • বোঝো!! কঠিন সিনেমা কাকে বলে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত