omi, তুমিই 'ধম্মিলা'? তোমাকে তো চিনি - তুমিই তো আমায় পেরথম 'গুরু'বোন - কলকাতায় এসে আমার সঙ্গে দেখা করেছিলে। Thank you for coming back and joining us again. And I mean it।
তুমি কি এখন ডাক্তার? এখন কোথায় আছো? একটা ইমেল ছেড়ে দাও না গো।
যদি intrusion মনে হয়, সরি। এই পোস্টটাকে ইগনোর কোরো।
omi | ০২ ডিসেম্বর ২০১০ ২১:৫৮ | 151.141.84.194
ভালুকের জ্বরের ব্যাপারটা কি কেউ কনফার্ম করে দেখেছেন? মানে সত্যি কি জ্বর হয়? থার্মো দিয়ে বোঝা যায়? চিড়িয়াখানায় পরীক্ষা করে দেখেছে কর্তৃপক্ষের কেউ?
omi | ০২ ডিসেম্বর ২০১০ ২১:৫৬ | 151.141.84.194
আহা কুমুদিনিকে ভালুকটা নিজের মেয়ে মনে করে নিয়ে চলে যাচ্ছিলো নাকি? ঃ-) ভালুক মা বাপেরা নাকি খুব স্নেহময়, একবার একটা বাচ্চা ভালুক আটকে পড়েছিলো এক বাড়ীতে, রাতে বড় বড় দুই ভালুক এসে বাইরে দাঁড়িয়ে ডাকে আর ভিতর থেকে বাচ্চাটা ওদের ভাষায় নানাবিধ কথা কয়, নির্ঘাৎ নানা অভিযোগ জানায়। বাড়ীর বাসিন্দারা ভয়ে কাঠ, দরজা খুল্বে কোন ভরোসায়? বড় ভালুক দুটো যদি মারে? এদিকে বাচ্চাটাকে ফেরৎ দিতে হবে তো! তখন একজন বুদ্ধি করে উপ্রের ঘুলঘুলিটাইপ জানালা দিয়ে বাচ্চাটাকে ঠেলে বার করে দিলো। বাবা ভালুক লুফে নিলো। বাচ্চা ফিরে পেয়ে পেয়ে ভালুক বাবা মায়ের কী খুশী! সবাই জানালা দিয়ে দেখলো চাঁদের আলোয় খাড়া হয়ে দুই ভালুক যাচ্ছে আর বাচ্চাটা বলের মতন গড়াতে গড়াতে পাশে পাশে যাচ্ছে খলবল করতে করতে। ঃ-)
kd | ০২ ডিসেম্বর ২০১০ ২১:৫৩ | 59.93.165.237
বড় অ বা সংক্ষেপে বড়া (এরপর আপনাকে 'বড়া' বলতে পারি কি?), আপুনি বাবা না বিবি? না, মানে, এমন কিছু প্রয়োজন নাই, তবে মাঝে মধ্যে হি/সি জাতীয় সমস্যা হয় হ'লেও হ'তে পারে, এই আর কি।
প্রথমেই জানাই বেল্কাম, পুরোনো পাপীদের হয়ে। যদিও এখানে এইসব লাগে না, জাস্ট বলা, দাদা একটু ডাইনে খিস্কে আর সেই ছোট্টো ফাঁকে নিজের পশ্চাতদেশ ঢুকিয়ে সেট হয়ে যাওয়া। আর আপনি তো অনেক অ্যাডভান্সড, বাংলা লিখতে কোনো অসুবিধেই হচ্ছে না।
'টইপত্তর'এ গেছেন? সোনার খনি মশাই, সোনার খনি। আপনি এখানে লিখুন, টইগুলোতেও আপনার সুচিন্তিত বা অচিন্তিত মতবাদ জানান।
ও হ্যাঁ, 'কাগুজে গুরু' দেখেছেন? পড়েছেন? কিনেছেন? না! সে কি? সেই যে রামায়ন, মহাভারত, ইলিয়াড, শেক্ষপীয়র, গীতাঞ্জলি, কৃত্তিবাস - তার পরেই কিন্তু এই 'গুরুচন্ডা৯' - যুগান্তকারী ব্যাপার-স্যাপার (অনেকটা ওই খাঁসাহেবদের পর চন্দ্রবিন্দু)।
এই রে! আমি কে? আমি কেডি, ওরফে কাবলি, কাবলিদা, কাবলে বুড়ো। আপনি লেফ্ট কোস্টে থাকেন, আমি রাইট কোস্টে থাকতুম, এখন কলকাতায়।
ইস্স্, একটু চড়ে গেছে মনে হয়।
omi | ০২ ডিসেম্বর ২০১০ ২১:৪৫ | 151.141.84.194
ওমি পেয়ে যাবে dhammilla অ্যাট ইয়াহু ডট কম এ পাঠালে। শুক্রিয়া। শুক্রিয়া। শুক্রিয়া।
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ২১:৪৫ | 122.172.35.33
ইপিস্তাবক্সের কোনো খবর জানা আছে কারুর?
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ২১:৪৩ | 122.172.35.33
শুধু ওমিক্রণকেই পাঠালেই চলবে? আমরা কি বানের জলে ভেসে গেছি! কেসির পক্ষপাতদুষ্ট আচরণ মানছি না, মানবো না।
kc | ০২ ডিসেম্বর ২০১০ ২১:২৯ | 89.203.49.18
দুরাকাঙ্খটা খুঁজছি, অন্যটা এখনই পাঠাতে পারি। কিন্তু কী বলে পাঠাই? মেইলে ঠিকানার জায়গাতে ওমিক্রণ বা জিজিমেগা বা ওমেগা বা জুজু বা জু বা ট্যান, থিটা কিছু একটা তো লিখতে হব্বে নাকি?
বড়ম, মহাস্থবির জাতক খুব ভালো বই, আমি হেন খুতখুতুনি টাইপ ও ও বই প্রায়ই পড়ি এখনো। স্থির স্থবির আর অস্থির। আর ওদের বাপের উপরে খুব রাগ হয়, লোকটা একদিকে বেম্ম কিন্তু বাচ্চাদের মাঝে মাঝে পেটাতো, এমন পেটাতো যে প্রায় হসপিটালে নেবার অবস্থা। আমার অবাক লাগে সফি সফি বেম্মসমাজ এসব ব্যাপারে কিছু কেন বলতো না। মা মহিলার উপরেও রাগ হয়, এমন স্বামীকে মেনে নেওয়া কীসের জন্য! ধমকে টমকে সামলালেই পারতো না হলে ওয়াক আউট করতো ছেলেপিলে নিয়ে, বেম্মসমাজের লেখাপড়া জানা মহিলা, চাকরির অভাব হবার কথা তো নয়! তা না বেটী ঐ বরের ঘর করলো দশটা ছেলেপুলে হলো, বুঝি না বাপু এদের মতিগতি। মাঝখান থেকে স্থির বাড়ী ছেড়ে চলে গেল চিরকালের জন্য, স্থবির মাঝে মাঝেই পালিয়ে পালিয়ে বেনারস দিল্লি ভরতপুর এসবে চলে যেতো আর অস্থির অল্পবয়সে মারা গেলো।
প্রেমাংকুর আতর্থীর এই একটি বই ই পড়েছি, এইটিই নাকি ওনার শ্রেষ্ঠ বই। মেগাসোপ হবার দারুণ চান্স আছে নানাকিছুর পাঞ্চ দিতে হবে অবশ্য। ঃ-)
omicron | ০২ ডিসেম্বর ২০১০ ২০:৪২ | 151.141.84.100
ভাল্লুকের পিঠে চড়লে অ্যাজ্মা সারে? আমি ভল্লুকের পিঠে চড়িনি, তাই বারো বচ্ছর অবধি অ্যাজ্মায় ভুগলাম। ঃ-( যাক যা হয়ে গেছে তা হয়ে গেছে। তারপরে বাবা ভল্লুকনাথজী হয়তো কৃপা করে স্বপ্নে কোনো ভল্লুকের পিঠে চাপিয়ে দিলেন! ঃ-)
aka | ০২ ডিসেম্বর ২০১০ ১৯:৫৩ | 168.26.215.13
নাসা আজ ২ টোর সময় প্রেস কনফারেন্স ডেকেছে - "to discuss an astrobiology finding that will impact the search for evidence of extraterrestrial life"
একটু সাবধানে ডাকাডাকি করবেন। শেষে না আবার গেছোবাবার কেস হয়
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৮:২৫ | 122.172.35.33
হে বাবা মর্মর্পীড়, কিছু একটা কর বাবা, জানুয়ারির শেষ হপ্তাটা আমাকে যে করেই হোক কোলকাতায় থাকার ব্যস্থা করে দাও বাবা, আর যে সহ্য হয় না। ভক্তের ডাকের সাড়া দাও বাবা।
চা না কফি?চিনি ক চামচ?আরে ঐ তো কটা মাত্র মিষ্টি!আপ্নাদের বয়েসে আমরা------।
বসেন,ভাটান মনের সুখে।নিজের বাড়ী মনে কর্বেন। আপনাকে আগে দেখেছি বোধায়,না?
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৮:০০ | 122.172.35.33
লোকের খেয়েদেয়ে কাজ নেই কিনা, তাই ওনাকে অনুমতি দেওয়ার জন্য ব্রাহ্মমুহুর্তে জেগে থাকতে হবে!! তাহলে ভোরের স্বপ্নগুলো দেখা হবে কখন?
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৫৮ | 122.172.35.33
কাল রাত্তিরে বাথরুমে সাবানজল করে পা পিছলে পড়ে যেও, তাহলেই আর পেপার পড়তে হবে না। (আমি শয্যাশায়ী হওয়ার লোভে বছর দুই যাবৎ পা ধোয়ার সময় খানিকটা করে শ্যাম্পু টাইলের উপর ফেলে সেটায় পা ঘষে ঘষে ধুই, কিন্তু তাতেও আজ অব্দি পা মচ্কালো না, কারুর সেবা পাওয়াও হল না ঃ-(( আমার মত দুঃখী আর কেই বা আছে!)
A | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৫৩ | 121.241.214.34
এই যে আমি, নতুন লোক, ভোর সাড়ে চাট্টার সময় মনে মনে বিস্তর গলা খাঁকারি দিয়ে ভাটিয়লি আড্ডায় যোগ দেওয়ার অনুমতি চাইলুম, কেউ পাত্তাই দেলে না ! এ কি রকম ভব্যতা!
kumudini | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৫২ | 59.178.46.252
ভোজনেশয়নে বাদ্দাও।যেটা লিখলাম ঐটা ইনক্লুডাও
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৫২ | 122.172.35.33
আর এই লুরুর বিয়ের নেমন্তন্নগুলোয় অ্যাত্তো অখাদ্যি খাওয়ায়, কি বলবো! কারিপাতা দেওয়া ভেজ বিরিয়ানি, তার সঙ্গে কার্ডরাইস, অন্নে নুচ্চি, পুদিনাপাতাবাটা দিয়ে ফুচকা, ........ কোলকাতা কোলাকাতা করে প্রাণ কাঁদছে, কিন্তু যেতে পারছি না, এ কি শাস্তি রে বাবা!
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৪৮ | 122.172.35.33
কুমু, ওটা যে সিলেবাসে বাইরে হল! আমি তো সাজেশন কেটে ছেঁটে ছোট করে এনেছিলাম, দেখছ না রণেবনেজঙ্গলে বাদ দিয়ে দিয়েছি।
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৪৬ | 122.172.35.33
আজ আমার মাসতুতো ভাইয়ের বিয়ে, অথচ আমি যেতে পারলাম না। ঃ-(( ১০ তারিখে ছোটোমামির বোনের বিয়ে সেটাতেও যেতে পারবো না। ঃ-((( ভগবানের এ কেমন বিচার! নিজের বিয়ের পরে কোলকাতায় শুধু আর দুটো বিয়ের নেমন্তন্ন খেতে পেরেছি। ঃ-( ১৫তারিখে আরেক মাসতুতো বোনের বিয়ে, ওটা কোনো ছাড়াছাড়ি নেই, এয়ারপোর্ট থেকে সোজা বিয়েবাড়ি।
kumudini | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৪৪ | 59.178.46.252
ব্যাং,সেমিনারেপেপারে-টা যোগ করবে পিলিজ?
পরশু যে পেপারটা পড়তে হবে, সেটার পিপি ভাটের লোকেদের জন্য এখনো তৈরী হোলো না।
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৩২ | 122.172.35.33
কুমুবহেন, বিপদেআপদেভোজনেশয়নে আমাকে স্মরিও।
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৩০ | 122.172.35.33
১৫ য়ে আগমন
kumudini | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:৩০ | 59.178.46.252
আপিশ থেকে বেরিয়ে একটা জায়গায় যাচ্ছি। আইদাদাকে বলে গেলুম- হাঃ হাঃ আইবাবু,কি দ্যাখাও ভয়? ওতে কভু কাঁপে না হে বীরের হৃদয়।
আর আমি ব্যাংএর তেমজ বহিন।
Arpan | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:১১ | 204.138.240.254
বেশ, আধলা।
kd | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:১১ | 59.93.165.237
সোমনাথ বললো ছন্দ মেলাতে আধুলি চলবে না, আধলা বলো। বা গামলি।
Arijit | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:০৮ | 61.95.144.122
না, মানে বলতে চাইলাম যে ওই রেসিপির বিরিয়ানি কেউ যদি মাস প্রোডাকশন করতে পারে তাইলে করিম্স বা আমিনিয়া বা সিরাজ - সব লাটে উঠবে।
kd | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:০৮ | 59.93.165.237
১৫ কী? ডি না জা?
না ১৫ কিলো? না গামলার সাইজ ১৫?
Arpan | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:০৭ | 204.138.240.254
ব্যাঙের আধুলির সাইজটা জানা থাকলে গামলাটা এক্সট্রাপোলেট করে বের করা যাবে।
kd | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:০৫ | 59.93.165.237
মাস প্রোডাকশন লাগবে কী? ব্যাং তো গামলার সাইজ বলে নি।
@কুমুদিনী, হ্যাঁ তাই। বম্মাকেও জানিয়ে দিও তো - ওর তো এটা পড়ে এন্ডোস্কোপির কথা মনে পড়লো ঃ(
ঔরঙ্গাবাদে(১৯৬৪) একটি গেস্টহাউসে দেখেছিলুম একই টয়লেটে পাশাপাশি দু'টি পটি - মানে হাত ধরাধরি করে..। কে জানে বাবা, ও'দেশে হনিমুন-কাপ্লরা হয়তো এক মুহূর্তের জন্যেও ছাড়াছাড়ি হ'তে চায় না। সম্ভব, সবই সম্ভব।
Arijit | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:০১ | 61.95.144.122
মানে ওই বিরিয়ানির মাস-প্রোডাকশন কি করে করা সম্ভব জানি না।
Arpan | ০২ ডিসেম্বর ২০১০ ১৭:০০ | 204.138.240.254
ইয়ে ১৫ ক্যা হ্যায়?
Arijit | ০২ ডিসেম্বর ২০১০ ১৬:৫৯ | 61.95.144.122
সামরানের দেওয়া রেসিপির বিরিয়ানি দিয়ে দুনিয়ার সব বিখ্যাত বিরিয়ানি-বানানেওয়ালা রেস্তোরাঁগুলোকে অনায়াসে চ্যালেঞ্জ জানানো যায়। হাতে গরম অভিজ্ঞতা। করিম্স দুই নম্বরে আসতে পারে। কস্টিংটাই যা ঝামেলা - মানে করিম্স বা আমিনিয়া ওতেই মেরে দেয়।
byaang | ০২ ডিসেম্বর ২০১০ ১৬:৫৭ | 122.172.35.33
১৫। নোট কিয়া যায়ে।
Arpan | ০২ ডিসেম্বর ২০১০ ১৬:৫৩ | 204.138.240.254
ফোগলা ব্যাঙ। বিরিয়ানি উইদাউট মাংসের পিস দিলেই হবে।
kd | ০২ ডিসেম্বর ২০১০ ১৬:৫৩ | 59.93.165.237
চুপ করে ভাবছি তোমরা বিরিয়ানি খাওয়ার যোগ্য কি না। মানে ওই অখাদ্য 'সিরাজ'এর বিরিয়ানি খেতে চাইছো (অবিস্যি 'চাইছো' লিখেছো,- 'খেতে চাইছো' কোথাও বলো নি)। যেখানে 'সামরান' নামক দ্রৌপদী আছেন (মহাভারতে দ্রৌপদীর বিরিয়ানি রান্নার কোন উল্লেখ আছে কিনা জানি না -ডিডি, কনফার্ম প্লীজ), সেখানে অন্যের হাতে বিরিয়ানি, ছ্যা!
কবে আসছো বলো, আমি হোস্ট করবো, মানে উপযোগী চাল, অস্থিবিহীন ষন্ডমাংস আর যা যা লাগে সাপ্লাই করার দায়িত্ব আমার।
kumudini | ০২ ডিসেম্বর ২০১০ ১৬:০২ | 59.178.34.26
কেডিদা,অ্যা=অ্যানিভার্সারি তো? নাম উহম্যান,অথচ প্রাণে এত দয়া(কেডি/বিশ্বজনের প্রতি)।ক্ষি কান্ড!!
Bratin | ০২ ডিসেম্বর ২০১০ ১৬:০০ | 122.248.183.1
হ্যাঁ কাবলি দা, বিরিয়নী র কি হল? ব্যাঙ পেলে নিশ্চয়ই আমাদের ও দেবে । কাবলি দার হৃদয় কি এত কঠিন হবে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন