এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০১০ ২১:০৮ | 184.194.187.192
  • ডিডিদা, চাগরি যাবার ব্যাপারটা এইখানে।

    http://www.nytimes.com/2010/12/05/world/05restrict.html?src=me

    আর এরা তো ঠিক ততটা মোটাভাবে হুমকি দেয় না। অনেক সূক্ষ্মভাবে কাজ সারে। আমাজনকে কি কেউ বলেছিল তোমাদের জেলে দেব? না তো। শুধু জো লিবারম্যান একবার ফোং করে খোঁজ করছিল - তোমরা কি তোমাদের সার্ভারে উইকিলীক হোস্ট করছ? তাতেই তো আমাজন পেন্টুল নষ্ট করে দিল। পেপ্যালের বেলাতেও তাই, আর উইকিলীকের আম্রিকান ডোমেন নেম সার্ভারের বেলাতেও তাই।

    এর মধ্যে Restrepo দেকতে গেছিলুম। এক ভদ্রলোক আফগানিস্তানে এক আর্মি ইউনিটের সাথে কিছুদিন থেকে তাদের লাইফ নিয়ে মুভি বান্যেছেন। তো শো-র পরে সবাই ডিরেক্টরকে পোশ্নো করছে। চাদ্দিকে ফ্রী-স্পীচের জয়-জয়কার হচ্চে। ডিরেক্টর মহাই জানালেন মহান পেন্টাগন নাকি ওনার স্বাধীনতায় এক্কেরে হস্তক্ষেপ করে নাই। তা আমার স্কচে জল বেশী হবায় মেজাজ খিঁচড়ে ছিল। আমি সুধোলুম - পেন্টাগন কিচু কয়নি, সে তো ভাল কতা, কিন্তু মহায় আপনে (লাইক আদার আম্রিকান মিডিয়া) সেল্ফ-সেন্সরশিপ কতটা করেচেন? তকন ডিরেক্টর সাহেব জানালেন যে তা তিনি কিচু করেচেন। কেন? না পেন্টাগন ভদ্রতা করে পারমিশন দিয়েচে। তার মর্য্যাদা রাকতে হবে তো। সেই অ্যাকসেসের গপ্পো। যে জার্নালিস্টকে এদের পচোন্দো হয় না, তাকে যাস্ট ঢুকতে দেয় না। যে জার্নালিস্ট ঢুকতে পায় না (তাই খবর যোগাড় করতে পারে না) তার পেটের ভাতে টান পড়ে। সেই ভয়ে জার্নালিস্টরা (উইথ ফিউ অনারেবল এক্সেপশনস) পচোন্দোসই কতা বলে। সেই ভয়ে রেস্ট্রেপোর ডিরেক্টর আফগান সিভিলিয়ানদের খুন করার ব্যাপার-স্যাপার খুব একটা দেকান নি।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১০ ২০:৫১ | 24.42.203.194
  • যারা ঝাণ্ডা হাতে বসছে তারা ফেসবুক থেকে একধাপ এগিয়েছে। এই আমার মতন যারা তামসিক, চাগ্রী বাগ্রী করে, কেরিয়ার টেরিয়ার করছে, তাদের জন্য "য পলায়তি ..." ইত্যদি। নিজের কথা কয়েছি অন্যের কথা কইব কেন? ফেসবুকে আমি খুব ডিফেন্সিভ। গুরুতে মাঝে মাঝে স্লিপ অফ টঙ্গু হয়, সেটাও রুখে ফেলব, আর কটা দিন।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১০ ২০:৪১ | 24.42.203.194
  • আমি কাউকে জ্ঞান দেবার চেষ্টা করি নি তো, নিজে যা মনে করি তাই বলেছি।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১০ ২০:২৮ | 99.50.241.18
  • আকা, ছোট করে জ্ঞান দেবার চেষ্টা না করলে, আমিও আওয়াজ দিতাম না ঃ-) আর আমজনতাই তো ঝান্ডা হাতে ডিসি, নিউইয়র্ক, দিল্লী, বেঙ্গালুরুতে বসছে - দেখনি?

    এবার গুগল সার্চ করে দুটোই পড় -

    why the revolution will not be tweeted

    আর

    the revolution has begun - and it will be digitized ;-)
  • dd | ০৫ ডিসেম্বর ২০১০ ২০:০৪ | 122.167.25.59
  • ওহ, আর NDTV সাইটে গিয়ে দেখলাম উইকিলিকে পোস্ট কল্লে চাগরী যাবে এমত হুমকি কেউ দেয় নি।

    কলম্বিয়া ইউনিভার্সিটিতে , শুদুমাত্র তাদের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স যারা পড়েন ,তাদেরকে সতর্ক করেছে - সেটাও ঐ ইউনির কেরিয়ার সার্ভিস অফিস।

    বাকীটা নিজেরাই পড়ে নিন।
  • achintyarup | ০৫ ডিসেম্বর ২০১০ ১৯:৫৯ | 121.241.214.34
  • ঃ-)
  • dd | ০৫ ডিসেম্বর ২০১০ ১৯:২৩ | 122.167.25.59
  • অচিন্ত্যরুপ যে লিং টা দিলেন, সেটা ক্ষী অসাধারন ভালো।
    ওঃ এইটা নিয়ে মান্দ্রাজে আমার অনেক সময় কেটে যাবে।

    বা,বা,বা।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১০ ১৮:৩৭ | 24.42.203.194
  • আমাকে আবাজ দিয়ে আর হবেটা কি? ধক থাকলে দিল্লি কিংবা ওয়াশিংটন ডিসিতে ঝাণ্ডা হাতে বসতে হয়। কিন্তু আমজনতার বিপ্লব তো ফেসবুক আর অর্কূটে আটকে পড়েছে টিনএজারদের প্রেমের মতন। ঃ)
  • Ishan | ০৫ ডিসেম্বর ২০১০ ১৪:২৮ | 14.96.3.226
  • উইকিলিকসের ধারাবিবরণীটা দেশে বসে ভালো পাচ্ছিনা। আমার আবার এখন টিভি ইন্টার্নেট কিছুই নাই। কেউ একটু লিখবে/বেন?
  • Samik | ০৫ ডিসেম্বর ২০১০ ১৪:০৮ | 203.88.8.2
  • be`nche aachhi. pRithibeer baaire chennaai naamak ekaTaa ganDagraame rayechhi. jipiaaraese bhaaTiyaali khule konaorakame ei Tuku likhe gelaam.
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১০ ১৩:৪২ | 173.163.204.9
  • নো স্যার। ঃ-)
  • Bratin | ০৫ ডিসেম্বর ২০১০ ১৩:৩৩ | 117.194.99.121
  • টিম, তুমি এ বছর দেশে আসছো না?
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১০ ১৩:২৯ | 173.163.204.9
  • ঃ-)
  • a x | ০৫ ডিসেম্বর ২০১০ ১৩:০৭ | 99.50.241.18
  • কাশ্মীর নিয়ে বলবেন না, আপনি দেশদ্রোহী, লালগড় নিয়ে বলবেন না, আপনি মাওবাদী। উইকিলিকস্‌ নিয়ে বলবেন না, চাকরি যাবে। যখন কিছুই যাবেনা, তখনই শুধু একটু মাঝে মাঝে ক'পাতা টাইপ করবেন, আর ফ্রিডম অফ স্পিচ এর পতাকা বইবেন ঃ-)
  • aka | ০৫ ডিসেম্বর ২০১০ ১১:৩১ | 24.42.203.194
  • আরে না, আমি সত্যি মনে করি। এই ইন্টারনেটের বাড়বাড়ন্ত খুব ভালো লাগে না।
  • d | ০৫ ডিসেম্বর ২০১০ ১১:২২ | 14.96.162.82
  • আকা কি অক্ষকে চমকাচ্ছে?

    লন্ডনে যখন পাবলিক প্লেসে ক্যামেরা বসিয়ে আপামর জনগণকে লনিটর করার কথা হল, আমার বন্ধু গোপাল তখন বলেছিল মানুষের উচিৎ প্রতি তিনমাসে হেয়ার স্টাইল হাঁটার ধরণ, পোষাকের স্টাইল ইত্যাদি বদলানো উচিৎ। নিজে সত্যি সত্যি করতও দেখতাম। এখন চেন্নাইয়ে পাকাপাকি বসবাস শুরু করার পর থেকে ওসব ছেড়েছে।
  • kc | ০৫ ডিসেম্বর ২০১০ ১১:১৩ | 194.126.37.76
  • এটা কিন্তু খুব সত্যি কথা। আপনি কতখানি গান শুনলেন, কতটা জ্বালাময়ী বিপ্লবের পটকথা পড়লেন, কতটাই বা ভুলভাল সিনেমা দেখলেন, আপনার পার্টনার নাও জানতে পারেন, কিন্তু গুগল কাকু সব জানে, সব হিসেবে রেখেছেন। ইন্টারনেটই হল আসলে সেই ভগবান, আর গুগলকাকু হলেন তাঁর 'চিত্রগুপ্ত'।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১০ ১১:০৩ | 24.42.203.194
  • বিদ্রোহী, বিপ্লবী সবই ঠিকাছে কিন্তু চাগরি নিয়ে ভেবে দেকেন। ফেসবুক ডেঞ্জারাস। ঃ(

    মনে রাখবেন, আপনি ইন্টারনেটে উলঙ্গ।
  • kc | ০৫ ডিসেম্বর ২০১০ ১০:৫০ | 194.126.37.76
  • আমাদের দোকানে উইকিলিকসই ব্লক করে দেছে।
  • aka | ০৫ ডিসেম্বর ২০১০ ১০:২৬ | 24.42.203.194
  • তবে চাকরির ক্ষেত্রে অনলাইন পার্সোনা ম্যাটার করে।
  • d | ০৫ ডিসেম্বর ২০১০ ১০:১৫ | 14.96.162.82
  • ভারতের কিছু কিছু কোম্পানির এইচ আর-এর লোকজন অর্কুট, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে কর্মীদের সাথে বন্ধু পাতিয়ে তাদের কার্য্যকলাপের ওপর নজর রাখে --- এমনি একটা খবর বছর দুই আগে বেরিয়েছিল। লোকজন চালাক হয়ে যাওয়ার পর নাকি আর নিজেদের নামে অ্যাকাউন্ট না খুলে বিভিন্ন নিকে অ্যাকাউন্ট খুলে বন্ধু করে।

    এই শেষের অংশটা আমার পুরো বিশ্বাস হয় নি। কারণ আমার দেখা এইচ আরের লোকজন একটু, মানে ইয়ে, .... যাগ্গে।
  • Tim | ০৫ ডিসেম্বর ২০১০ ০৯:৫৩ | 173.163.204.9
  • উইকিলিক এখন হট্টপিক। শুধু উইকিলিক কেন, এমনি ফেসবুকে টুইটারে ব্লগে যা লেখা হচ্ছে তাই নাকি চাকরি পাওয়ার সময় ম্যাগনিফাইং গ্লাসের নিচে রাখা হবে। ঃ-)
  • a x | ০৫ ডিসেম্বর ২০১০ ০৯:৩৭ | 99.50.241.18
  • http://www.huffingtonpost.com/2010/12/04/state-department-to-colum_n_792059.html

    ফেসবুকে উইকিলিংক পোস্ট করলে চাকরি যাবে। চীনে না, ল্যান্ড অফ ফ্রীডমে। হুড়কো পড়লে সবার বাপ বেরোয়।
  • tatin | ০৫ ডিসেম্বর ২০১০ ০৫:০৩ | 70.177.55.6
  • omiবাবু এভাবে আওয়াজ দিলেন :(
  • achintyarup | ০৫ ডিসেম্বর ২০১০ ০৩:৫৭ | 59.93.241.40
  • থ্যাংকু ওমিক্রন। কিন্তু সে ভদ্দরলোকের নামে বোধয় রূপটা ছিল না।
  • omicron | ০৫ ডিসেম্বর ২০১০ ০৩:২২ | 151.141.84.194
  • অচিন্ত্যরূপ ভারী সুন্দর নাম। আপনাকে অচিন্ত্যদা ডাকা যাবে। ঃ-) দিকশূন্যপুরে আপনার এক নেমসেক আছেন, তিনি আগে ছিলেন ম্যাজিশিয়ান, এখন সন্ন্যাসী। ঃ-)
  • aka | ০৫ ডিসেম্বর ২০১০ ০২:২৩ | 24.42.203.194
  • omi | ০৫ ডিসেম্বর ২০১০ ০২:০০ | 151.141.84.194
  • পর্বে পর্বে কবিতা ২য়ের টইটার জাত মারা যাচ্ছে, কেউ রুখুন। ভালো ভালো কবিতা পোস্ট করে আনুপাতিক ব্যাপারটা রাখুন, সামান্য ছাইপাঁশ মিলিয়ে যাবে।
  • omi | ০৫ ডিসেম্বর ২০১০ ০১:৫৮ | 151.141.84.194
  • বিবিকে পাওয়া গেছে, পাওয়া গেছে! নীরব কেন বিবি??????
    বিবি, শ্যামল কোথায় জানেন?

    কিন্তু দ্রি কোথায়? তাঁকে দেখি না তো! দ্রি কি এখন সারে জাহাঁসে আচ্ছায়?
  • omicron | ০৫ ডিসেম্বর ২০১০ ০১:৫৪ | 151.141.84.194
  • ম্যয় হুঁ ঃ-)
  • Lama | ০৫ ডিসেম্বর ২০১০ ০১:৫২ | 117.194.237.203
  • কৈ হ্যায়?
  • bel tola | ০৪ ডিসেম্বর ২০১০ ২১:৫১ | 180.234.60.137
  • ওরে বাবা এ আবার হুতোর গুতো
  • r.h dwital | ০৪ ডিসেম্বর ২০১০ ২০:৩৩ | 117.194.233.206
  • কে লইবে মোর কার্য? কহে সন্ধ্যা হুতো
    পরস্ব অপহরে। তারা মাসতুতো।
  • Biplob Rahman | ০৪ ডিসেম্বর ২০১০ ২০:৩১ | 202.164.213.4
  • *সংশোধনী: বেলা তলা= বেল তলা। :)
  • Biplob Rahman | ০৪ ডিসেম্বর ২০১০ ২০:১৮ | 202.164.213.4
  • ঘুমাতে যাই, রাত হলো, @ বেলা তলা, টা টা, বাই বাই। (হাই তোলার ইমো)
  • bal tola | ০৪ ডিসেম্বর ২০১০ ১৯:৫৭ | 180.234.60.137
  • ছিলিপের ঠ্যাং...। ডাকে কোলা ব্যাঙ... হেসে মারে ল্যাং...।অ। চ্যাং চুং চ্যাং
  • Biplob Rahman | ০৪ ডিসেম্বর ২০১০ ১৯:৪৬ | 202.164.213.4
  • ইশশি রে...ছিলিপ অব টাং (টাংকি না কৈলাম), অনেকটা ছিঃ/ছীঃ র মতো (কলিকাল ইমো)
  • bal tola | ০৪ ডিসেম্বর ২০১০ ১৯:৩২ | 180.234.60.137
  • ছিঃ ছীঃ আবার লজ্জা...।অমুই বেলাতলা নহই মুই বেলতলা...।অযাইনা দুইবার হেলাফেলা
  • Biplob Rahman | ০৪ ডিসেম্বর ২০১০ ১৯:০৩ | 202.164.213.4
  • ওরে বেলা তলা, আপ্নে কী নো-বেল? (খাইছে ইমো)
  • bel tola | ০৪ ডিসেম্বর ২০১০ ১৮:৪৬ | 180.234.60.137
  • গালে হাত দিয়ে ছিঃ কি কয় লজ্জা.........নষ্ট হবে কষ্ট পারে নেবে ভূমিসজ্জা
  • achintyarup | ০৪ ডিসেম্বর ২০১০ ১৮:৩৯ | 121.241.214.34
  • নিচ্চয়
  • bb | ০৪ ডিসেম্বর ২০১০ ১৮:৩৫ | 74.95.113.10
  • @omni আমি আছি নীরবে,হাত্তুলে উপস্থিতি জানিয়ে গেলাম। খোঁজনেবার জন্য ধন্যবাদ।
  • Biplob Rahman | ০৪ ডিসেম্বর ২০১০ ১৮:৩২ | 202.164.213.4
  • @ অরূপ, সুস্বাগতম। কয়েকটি কাগুজে গুরু (সেখানে আমার দু-একটি লেখা আছে) বগলদাবা করে চলে আসুন। আমার ফোন নম্বর তো রইলৈ। :)
  • achintyarup | ০৪ ডিসেম্বর ২০১০ ১৮:১০ | 121.241.214.34
  • @বিপ্লবঃ আমি কলকাতায় থাকি। আপিস থেকে বলেছে ক'দিনের জন্যে বাংলাদেশ বেড়িয়ে আসতে। ট্রেনে করে যেতে হবে। ভিসার অপেক্ষায় আছি।
  • Biplob Rahman | ০৪ ডিসেম্বর ২০১০ ১৭:২২ | 202.164.213.4
  • কেউ কী কলকাতা থেকে ঢাকা আসছেন? বিশেষ অনুগ্রহ করে সাম্প্রতিক কয়েকটি কাগুজে গুরু বয়ে নিয়ে আসলে খুবই উপকৃত হতাম। বিনিময়ে এই অধমের একখানা বই 'প্রেস জোকস' দেবো (দেবে আর নেবে/মিলাইলে মিলিবে ইমো)। সম্ভাব্যরা ইমেইল biplobr@gmail.com বা এসএমএস-এ আওয়াজ দিন: +৮৮ ০১৭৩ ২৭৬ ১৬৯৬ (গালে হাত দিয়ে অপেক্ষার ইমো)
  • mita | ০৪ ডিসেম্বর ২০১০ ০৯:৫৯ | 173.73.20.133
  • Hu,
    পেয়েছি গো, থ্যান্‌কু!
  • aka | ০৪ ডিসেম্বর ২০১০ ০৯:২৮ | 24.42.203.194
  • বউ মাস্টার হলে কত লাভ টের পেলুম। ছাত্তরের রেঁস্তোরায় খেতে গেলুম, জমিয়ে বিভিন্ন অসামান্য কেবাব খেলুম, ছ্যাঁদা বাঁধলুম, তারপরে বল্লে পয়সা নেবে না। আঃ। শুধু যদি আগে বলত তাইলে আর একটা প্লেট বেশি নিতাম।
  • byaang | ০৪ ডিসেম্বর ২০১০ ০৯:০১ | 122.172.8.65
  • তবে যেটা লাভ হল আমার, সেটা হল ছেলে বাড়ি এসে সূর্য্য সেনের অমর চিত্র কথা পড়তে বসলো। (তবে ইংরাজীতে ঃ-) )
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত