এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৪০ | 99.65.17.193
  • আরে এই ভদ্রলোককে দেখেছি আমি (আমি যে কত বিখ্যাত লোককে সেই ছোটবেলা থেকে চিনি, তাও কোনো অহংকার নেই), আমার পূর্বতন কার্যক্ষেত্রে ছিলেন।
  • aka | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৪০ | 168.26.215.13
  • বাব্বাই, এবারে চললুম, কাল বাড়ি ইয়াআআঅহু।
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩৯ | 99.65.17.193
  • টিম, নামধাম সব বদলে নেব ঃ-( হুজুর মাই বাপ!
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩৭ | 198.82.21.78
  • এবার কেউ এসে ঠিক নষ্ট লজিক নিয়ে আবাজ দেবে।
  • achintya | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩৭ | 59.93.242.41
  • সে ভারতীয় না বাংলাদেশী তাই নিয়ে বিস্তর সংশয়। বোধয় খানিকটা ভারতীয়, মাথার কাছটা বাংলাদেশী এরম কিছু একটা ব্যাপার
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩৬ | 198.82.21.78
  • আমরা নানারকম রোমহর্ষক পরিকল্পনা করতাম সেই সময়টা। বিষতীরে কি লাগানো হবে, পরের ম্যাচটা কোন পাড়ার সাথে এই ধরণের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো তখনই হতো।
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩৪ | 99.65.17.193
  • তার সাথে বাংলাদেশীদের কি সম্পর্ক?
  • achintya | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩২ | 59.93.242.41
  • যে ঐ নকল কিডনি বানিয়েছে
  • aka | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩১ | 168.26.215.13
  • কাঁচড়াপাড়ার স্কুলে পড়ান। কেন?
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩১ | 99.65.17.193
  • শুভ রায় কে?
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩০ | 59.93.242.41
  • আমরাও অনেকে মিলে মাঠে গিয়ে বস্তাম। আড্ডা এবং খেলাধুলো...

    হ্যাঁ। আম্মো রাতেই জাগি দিনে ঘুমৈ
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:৩০ | 198.82.21.78
  • সত্যি বলতে কি, সাড়ে সাতটা নাগাদ যেন কারেন যায়, এরকম একটা প্রার্থণা করা হতো। মোটামুটি ফলেও যেত। আমাদের দেখেই ডাব্লু ডাব্লু ডাব্লু ডাব্লু তৈরী হয়েছে পরে।
  • aka | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:২৯ | 168.26.215.13
  • একবার টিপ প্র্যাকটিস করছিলাম (ল্যাম্পপোস্টে) তো যথারীতি সেই ঢিল মিস করে একজনের বাড়িতে গিয়ে পড়ল। মুশকিল হল একসাথে চার পাঁচটা পড়েছিল। হেবি হুল্লোড় হয়েছিল। ওনারা বলেছিলেন আমরা থান ইঁট ছুঁড়ে ওনাদের মেরে ফেলার চক্রান্ত করছিলাম। তাই শুনে আর একজন কাকু বলেছিলেন থান ইঁট ছুঁড়ছে মিস্ত্রি নাকি? ইত্যাদি ইত্যাদি হেবি মস্তি।
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:২৬ | 198.82.21.78
  • আমরাও পাড়া বেড়াতাম। এমনকি টুকটাক খেলাধুলোও চলতো।
  • aka | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:২৫ | 168.26.215.13
  • আগে আমাদের মফস্বলে লোডশেডিং হলে অনেক সময়েই পাড়া বেড়াতে বেরতাম, বিশেষত গরম কালে। তখন মাঝে মাঝেই আমরা আয় আয় আয় করে ডাকতাম।
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:২৫ | 99.65.17.193
  • আর আমাদের পাড়ায় শোনা যেত "জোতিবাবু আ গয়াআআআআ!"
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:২৩ | 198.82.21.78
  • অচিন্ত্যদাও তো দেখতাসি রাতচরা। ভালো ভালো। আরেকজন হলো কেলাবে। ঃ-)
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:২০ | 59.93.242.41
  • থা হবে বোদ্দয়
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:১১ | 198.82.21.78
  • যার কোনো জিলা নাই সে গড জিলা। সিনিমায় যেমন হয়।
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:০১ | 59.93.242.41
  • আর আমার কোনো জিলা আছে কিনা সন্দ
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০৩:০০ | 198.82.21.78
  • আমি কলকাত্তাই নই। আমার জিলা দঃ চঃ ;-)
  • hu | ১০ ডিসেম্বর ২০১০ ০২:৫৮ | 12.34.246.72
  • গুরুতে যে মফস্বলীরাই সংখ্যাগুরু, আর কলকাতা কোনঠেসা তা আগেই জান্তাম। তা'বলে কলকাত্তাইরা যে লোডশেডিং-এও প্রাইজ নেওয়ার জন্য বায়না শুরু করবে এতটা ভাবি নাই ;-)
  • amit | ১০ ডিসেম্বর ২০১০ ০২:৫৮ | 128.103.93.236
  • হ্যাঁ, দেখেছিলাম তো। কি আর করা! এখন পাই যবে এদিকপানে আসবে তবে ঠিক হবে!
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০২:৫৫ | 59.93.242.41
  • হ্যাঁ, আমারও একটা পোস্নো ছিল ফোটোগ্রাফি টইতে
  • amit | ১০ ডিসেম্বর ২০১০ ০২:৪৭ | 128.103.93.236
  • দিন ২/৩ আগে মার্কেজ কে নিয়ে টই টা তে জনগণ কে অনুরোধ জানালাম যেন এই টই টা বন্ধ না হয় আর ইন্দোদা কে বল্লুম সময় পেলে কুন্দেরা কে নিয়ে এট্টু লিখতে। আর ফটোগ্রাফির টই টা তে একটা প্রশ্ন করলুম। তার পরেই দুটো টই ই পুরো ভ্যানিশ হয়ে গেল!! কি কাণ্ড!!
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০২:৪৪ | 198.82.21.78
  • হ্যাঁ হ্যাঁ মফস্বলই কি সব পেরাইজ নিয়ে যাবে নাকি? কলকেতায় লোডশেডিঙের চাষ হতো। এখনও কোনো কোনো ঐতিহ্যশালী পাড়ায় হয়।
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০২:৪০ | 59.93.193.47
  • শহর কোলকেতাতেও সেই জিনিসটে হত। ছেলেবেলায় পার্কসার্কাসে বহুবার শুনেছি। এমন কি কোনো ফেলুদার গল্পেও এ কথা ছিল বলে মনে পড়ছে
  • achintyarup | ১০ ডিসেম্বর ২০১০ ০২:৩৬ | 59.93.193.47
  • ক্কীঃ আর ব্বোলবোঃ হেঁ হেঁ, মানে সব্বাইকে হেঁ হেঁ

    ওমি খুবই পাজি লোক দেখতে পাচ্ছি। দিব্যি তালে ছিলুম ওপাতা থেকে ক®¾ট্রাল সি করে এ পাতায় ক®¸ট্রাল ভি করে দেব... যাগগে, কি আর করা যাবে (ফোঁস করে দীর্ঘশ্বাস)

    তারপর সেই রাইয়ের কি হল? কানের দুল সে পেলে কি পেল না?
  • hu | ১০ ডিসেম্বর ২০১০ ০২:৩৫ | 12.34.246.72
  • আমাদের মফস্বলী পাড়ায় লোডশেডিং-এর পর আলো এলে সারা পাড়া জুড়ে 'এসেছেএএএ' বলে একটা তরঙ্গ বয়ে যেত। আজ গুরুর পাতায় বার বার লোডশেডিং দেখে সেদিনের কথা মনে পড়ছে।
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০২:২৯ | 198.82.21.78
  • কাব্লিদাকে ডিট্টো। অন্যপাতার অভাব-অভিযোগ এ'পাতায় কেন?
  • kd | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৫৮ | 59.93.162.77
  • ও'পাতার ব্যাপারস্যাপার নিয়ে এ'পাতায় আলোচনা কি না করলেই নয়?
  • omi | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৫২ | 151.141.84.194
  • নিনা, ওটা দোকানই হয়ে যাবে মনে হয়। পত্রপত্রিকা আর কোনাকানাচে যা সাহিত্য টাইপ জিনিস থাকতো কিসুই তো আপডেট হয় না। কেবল আড্ডা জুড়ে ছাগু আর কাগুদের কলরব। কাঁঠালপাতা সাপ্লাই দেওয়া দরকার।
  • Nina | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৪১ | 68.84.239.41
  • *নীল্কলমা!
    ডানদিকে বাংলা আসেনা ক্যান--আজ যে কি সব হচ্ছে
  • omi | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৪১ | 151.141.84.194
  • হুচি, না না ধন্যবাদ অভিনন্দন সব লেখকের। আসলে পুরানো গপ্পো পড়বো বলে লেখক আর্কাইভে গেছিলাম, তো সমাপতন। চেনা নামটি চোখে পড়তে কিলিক করে দেখি সেই রতন। ঃ-)
    কাক উড়লো তাল পড়লো, মাঝখান থেকে ওমিকান্ত নেপোর মতন দই মেরে দিলো। ঃ-)
  • hu | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৪০ | 12.34.246.72
  • এগোলো তো কাল। আবার হবে সপ্তাহান্তে।
  • Nina | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৩৯ | 68.84.239.41
  • নাহ! আর পাতা দেখি এহন খালি দোকান সাজাতে ব্যাস্ত! এই কিনুন ঐ কিনুন ধ্যুস্‌স্‌স! ণিলকলমা মাঝে মাঝে অনন্দে একটু নেচে নেন পাতায় উমকি নামে
  • Nina | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৩৭ | 68.84.239.41
  • হুচে, পেরু এগোয় না ক্যান??
  • omi | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৩৭ | 151.141.84.194
  • পুরানোটিকে রাখতে পাল্লেন না গো কর্তৃপক্ষকে কষে চেপেচুপে ধরে?
  • Nina | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৩৬ | 68.84.239.41
  • আর বোলোনা দুক্কুর কতা! নীলকলমা চলে গিয়ে পাতা এখন ল্যাতপ্যাত করছে---নতুনটির হাল-হদিস কিস্যুই জানিনে---তক্তাটার খোঁজ কচ্চিতো তাই দিত একটা পেরেক ঠুকে তো একটু সামাল হত ঃ-(
  • hu | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৩৫ | 12.34.246.72
  • ও ওমি, তোমারও থ্যাংকু প্রাপ্য। অচিন্ত্যদার লেখাটার কথা তুমিই মনে করিয়ে দিলে না? ভালো লেখা পড়িয়েছ একটা।
  • omi | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৩২ | 151.141.84.194
  • আরে নিনা, ঋতর খবর আম্মো কিছু পাই না। সম্ভবত ছুটিতে আছে।
    কিন্তু তোমাদের লেখালিখির খপর কী? ওখানে শুনছি নাকি আগের নীলকলমাকে কুলোর বাতাস দিয়ে বিল্বিপাতা শুঁকিয়ে দিয়েছে? নতুন নীলকল্মাটি কে? সে কেমন চালাচ্ছে?
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০১:৩০ | 198.82.21.78
  • অক্ষদা ক্ষি পালিয়ে পার পাবে? কোটি কোটি পোস্ট আছে গুচতে। বোমার মত চাঞ্চল্যকর বৈপ্লবিক কথোপকথন।
  • omicron | ১০ ডিসেম্বর ২০১০ ০১:২৮ | 151.141.84.194
  • অথচ দেখুন অচিন্ত্যনীয়, লেখাটা খোলা আকাশেই ছিলো এতকাল। লোকে ওপাড়ায় গিয়ে দাশরথি পন্ঠকের ঘন্টাবাদ্যই কেবল শোনে, ভালো জিনিস আর খুঁজে পায় না। ঃ-(

    ওখানে ভালো লেখা দেওয়া মানে বেনাবনে মুক্তা ছড়ানো। সে অবশ্য সব জায়্‌গাই এক। শেষ অবধি সব জায়গার সবাই একই জায়গায় গিয়ে পৌঁছাবেন, হাশরের ময়দান। ঃ-)

    এদিকে শুভ রায়ের ডিস্কভারির প্রচার নিয়ে ভারতীয় মিডিয়ার লাফালাফি দেখে বাংলাদেশিরা ক্ষেপে লাল। ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে।

    বলি নটবর আপডেটাবেন কখন?
  • kc | ১০ ডিসেম্বর ২০১০ ০১:২৭ | 89.203.49.18
  • ভাল চান তো কেটে পড়ুন আজকের মতন। আপনার আই পি কিন্তু নোট করছে। অক্ষদি আমি পালালাম কিন্তু।
  • aka | ১০ ডিসেম্বর ২০১০ ০১:২৬ | 168.26.215.13
  • আর আমার ক্ষী বুদ্ধি?
  • Nina | ১০ ডিসেম্বর ২০১০ ০১:২৫ | 68.84.239.41
  • ও ওমি এট্টা কতা জিগাই? ঋতর কোনও সাড়াশব্দ পাইনা ক্যান?
  • Tim | ১০ ডিসেম্বর ২০১০ ০১:২৪ | 198.82.21.78
  • নাও, আসাঞ্জেকে নিয়ে এত তক্কো করার ফল। আগেই জানতাম। ঐ টইতে হামারা কৈ পোস্ট নেহি হ্যায়। আমার ক্ষি বুদ্ধি!
  • omi | ১০ ডিসেম্বর ২০১০ ০১:২২ | 151.141.84.194
  • আমি সামলে চলবো না চলবো না ওদের মারের মুখের উপর দিয়ে তোমার জন্য কানের দুল কিনে আনবো রাই---বিপ্রদাস বলছে। ঃ-)
    যোগাযোগের বিপ্রদাসের সঙ্গে ঐশ্বর্য রাইকে জুড়ে এরকম একটা ভার্সন করার চেষ্টা কারা জানি করছিলো। ঃ-)
  • Nina | ১০ ডিসেম্বর ২০১০ ০১:২১ | 68.84.239.41
  • মাথা খারাপ! সেঁট্টে বসে থাকব, কিছুতেই লগ অফ নয়----lunch হজম হবেনা তো
  • a x | ১০ ডিসেম্বর ২০১০ ০১:১৮ | 99.65.17.193
  • আহ্‌ ওহ্‌ নিন এবার সামলান! ঃ-( আমি বাবা লগ অফ্‌ করলাম। গেরস্থ মানুষ আমি, সব দিক সামলে চলতে হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত