এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৪০ | 14.96.161.130
  • ছি, চিত্ত তামসিক কত্তে নেই।
    কিন্তু আকাকে বলেই বা কি হবে, তার তো বৈষ্ণব লিনিয়েজ নেই। কূলদেবতা হলেন তারা। ঘোর ( না কি অঘোর?)তান্ত্রিক।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৯ | 117.194.99.169
  • আচ্ছা ঃ-))

    আমি এবার কাটি। না হলে কালকে ওঠতে চাপ হয়ে যাবে। গুড নাইট/গুড ডে
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৯ | 121.241.214.34
  • লিকতে চায় না কে বল্লো? ঠিকমত লেকা বেরুচ্চে না। একটু ইসবগুল খেয়ে দেখব, ডগদারবাবু?
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৮ | 117.194.4.178
  • না না ওসব ড্রাই জিনিষে মাথা না ঘামানৈ ভালো। জলপথে থাকুন উহা জলপুলুশের আণ্ডারে।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৮ | 198.82.23.14
  • হ্যাঁ হ্যাঁ চাঁদা তোলা হোক। সুপুরি হোক। ব্যাঙদিকে পাঠিয়ে দাও, এক ডজনের কমে ফিরবে না।
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৭ | 117.194.4.178
  • দাঁত পড়ে যাকের মধ্যে কোনো পুরুষকার নাই, ফেলে দেওয়া হোক।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৬ | 117.194.99.169
  • আমার সেই বন্ধু আবার সিদ্ধি টাকে স্ট্রং করার জন্যে তামার পয়সা ঘষতো!!
  • I | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৬ | 14.96.161.130
  • নটবর গল্পে নটবর পোস্টো করেছে কুল্লে ছ'বার। আর সর্বমোট পোস্ট ৫৪। একটা গল্প লেখার জন্য নটবর যা এনকোর-অনুরোধ-আব্দার পেয়েছে, গুরুতে তার খুব বেশী উদা নেই। তা-ও নটবর লিখতে চায় না। নটবরের সিদ্ধি হোক। নাহলে নটবরের দাঁত পড়ে যাক।
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৫ | 64.56.33.254
  • আর তার নমাস পর কি বেরোল ;-)
    ব্যাঙ সরি মুখ ফস্কে বেইরে গেল গিয়া
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৫ | 117.194.99.169
  • আমি জীবনে গাঁজা খাইনি ঃ-((
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৪ | 122.172.42.198
  • আমি আজ একটু ইয়েমতোন হয়ে আছি তো, কেউ কিছু মনে কব্বেন না প্লিজ। তবে মামু এসে গেলেই চিত্তির, আমাকে কান ধরে বার করে দিতে পারে, অসুব্য অসুব্য কথা লেখার জন্যি।
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩৪ | 117.194.4.178
  • আমি জীবনে একবারই সিদ্ধি খেয়েছি, উরে ত্তারা ও জিনিষ আর খাওয়ার ইচ্ছে নাই।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩২ | 122.172.42.198
  • আম্মো এক দম্পতিকে জানি, যারা দোলের রাত্তিরে সিদ্ধি খেয়ে ফিরে ভদ্রলোক বৌয়ের পেটিকোট পরেছিলেন আর ওনার বৌ, ওনার লুঙ্গি পরেছিলেন। তারপর সারারাত দুজনে মিলে গীতবিতান পড়েছিলেন।
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩২ | 117.194.4.178
  • গাঁজার ফর্মুলা

    একটানেতে যেমন তেমন
    দুইটানেতে রুগী
    তিন টানেতে রাজা ঊজীর
    চার টানেতে সুখী

    তার বেশি হলে ডাস্টবিন
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩২ | 117.194.99.169
  • সবই তাঁর ইচ্ছে!! ঃ-))
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:৩১ | 64.56.33.254
  • ঃ-))) বাপরে সিদ্ধি খাওয়া ক্ষী চাপের--তাচ্চেয়ে ভদকা ভাল---বড় জোর টেবিলের তলায় শুয়ে থাকব বড় জোর
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৯ | 122.252.231.10
  • ভৌমিক কিন্তু সাফল্যের সাথে দুটো ক্লাবকে এর আগে আই লিগে রেলিগেট করিয়েছে। শুভেচ্ছা রইল।;-)
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৯ | 117.194.99.169
  • দ্বিতীয় বার , আমাকে আমার বন্ধু ( তার বাড়িতে ই সিদ্ধি খেয়েছি, ও র নৈতিক দায়িত্ব ) এনে বিছানায় শুইয়ে দেবার পরে আমি মনে মনে বেজায় হাসছি( কেন কেউ জানে না)। তার মধ্যে শুনলাম নকাকা আমার বোন কে বলছে "অপুকে ও ঘরে শুতে বল"। বোন বলছে 'কামড়ে দেবে নাতো"!!
  • I | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৯ | 14.96.161.130
  • আমার এক পাড়াতুতো কাকু ডিমের ঝোল খেতে বসে হাপুস নয়নে কাঁদছিল, সিদ্ধিজনিত। সবাই তাকে মাথা চাপড়ে, জলের ছিটে দিয়ে ঠিক করে জিগালো-কী হলো? কাঁদিস ক্যান? সে আবার তারস্বরে ডুকরে উঠে বল্লো- এই অ্যাত্তোবড়ো ডিম আমি গিলবো কী করে?

    আর এক পাড়াতুতো কাকা (বয়স আনুমানিক ৩৫) মন্ডপ থেকে নাচতে নাচতে বাড়ি ফিরে এসে তার তিন বছরের ভাইঝি'র জামা গায়ে গলিয়ে আবার নাচতে নাচতে বাড়ি ফিরে গেসলো।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৯ | 122.172.42.198
  • গাঁজা কিস্যুটি হয় না। আমি সাক্ষী আছি হুজুর। কেন যে লোকে খায়, কোনো টেস্ট নাই।
    তবে কেউ সিদ্ধি খেয়ে এলে তাকে খুব করে হাসাতে হায়, ননস্টপ হাসাতে হয়।
  • kc | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৮ | 89.203.49.18
  • কে জানে কেন, আমার সিদ্ধি খেয়ে কিছুই হয়নি। দুবার খেয়েছি আর খাইনি। নিশ্চয়ই জালি জিনিষ ছিল। ওর থেকে অন্যগুলো ভাল। নেশা হয়।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৮ | 198.82.23.14
  • একিরে সবাই একসাথে আউট হয়ে গ্যালো? ক্ষি অবস্তা।
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৮ | 121.241.214.34
  • কিংফিশার ব্লু-টা ট্রাই কইরা দেখতে পারেন
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৮ | 117.194.4.178
  • {)
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৬ | 198.82.23.14
  • আজ্জোদা পুরো আবগারি দপ্তরের লোক। যাথার্থ কয়েছে। ঃ-)
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৫ | 122.172.42.198
  • আমি যদিও চেয়ারে গ্যাঁট হয়ে বসে আছি, কিন্তু মাথাটা একটা ইয়াব্বড় গ্যাসবেলুন হয়ে গ্যাছে। দিব্যি টের পাচ্ছি, মাথাটা মাঝে মাঝেই বাকি শরীরটাকে ছেড়ে উপরের দিকে উঠে যাচ্ছে, হাওয়ায় এদিক, ওদিক দুলছে, আবার নেমে আসছে।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৪ | 198.82.23.14
  • হ্যাঁ সে আমিও জানি। এইত্তো গুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে। কপালটাই খারাপ আমার। ;-)
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৪ | 117.194.4.178
  • গাঁজায় অমন হ্যালু হয়।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২৩ | 122.172.42.198
  • টিমের বন্ধুগুলো ই ওরম, কোনো একটা ইয়ে নাই, ইসে নাই। আর টিমকেও বলিহারি, বেছে বেছে ঐগুলোকেই বন্ধু করে!
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২২ | 198.82.23.14
  • দাবী না, কি করছে বুইতে পারছিলোনা। পুউরো হ্যালু। বলছিলো পাগুলো মোটা হয়ে গ্যাছে, চটি ঢুকছেনা ইত্যাদি। আরো নানার কিস্যা।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২১ | 117.194.99.169
  • M, ঃ-))
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২১ | 117.194.99.169
  • সে কী কেন? তার দাবি কী ছিল? ঃ-))
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২১ | 117.194.4.178
  • দুর কিংফিশারে যা মাথা ধরে তার ধারে কাছে কিছু নই। সেই সকালে গোটা তিনেকে খেয়েছি, এখনো মথাটা টিপটিপ করছে। উফ্‌ফ আর যদি কোনোদিন খেয়েছি। বিয়ার হল হাই কার্ব লো ইউটিলিটি।
  • M | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২০ | 59.93.217.60
  • না এবার কাটি,নইলে সকালে উঠতে পারবোনা, এদিকে ছেলের পরীক্ষা, একবার এমন পরীক্ষার দিনে নিজেও ঘুমিয়েছি, আর ছেলে যতবার ওঠবার চেষ্টা চালিয়েছে ওকেও পিঠ চাপরে ঘুম পারিয়ে দিয়েছি, তারপর কি উত্তাল ঝাম।
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২০ | 121.241.214.34
  • আমাদের আপিসে শিবরাত্রির দিন সিদ্ধি পাওয়া যায় পোচুর। সময় করে চলে এলে আপ্নের সিদ্ধিলাভের ব্যবস্তা হয়ে যাবে
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:২০ | 198.82.23.14
  • আমার এক বন্ধু রাজাবাজারের ডাস্টবিনের প্রায় ভেতরেই বসে ছিলো ঘন্টা দুয়েক। ভর দুপুরবেলা।
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৯ | 64.56.33.254
  • উফ! লোভ দেখাসনি রে কিকি, হাতে শুদু আপিশ আর কাজ--তা না হয়ে যদি হত হাতে বোর্দো আহ!
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৯ | 122.172.42.198
  • সিরাপটার নাম চেরিকফ, র‌্যানবক্সীমশায়ের কম্পানি।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৮ | 198.82.23.14
  • ঃ-)))
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৮ | 117.194.99.169
  • আর আমি বিজয়ার সময় এক বাড়ি লোকের মধ্যে ফার্স্ট ব্যাচে বসে আর উঠি নি। কেউ উঠতে বললেই বলছি ' এই উঠছি'। তারপরে গ্যাঁট হয়ে বসে আছি।
  • byaang | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৮ | 122.172.42.198
  • দোলের আগে বিধানসরণীতে শরবতের দোকানগুলোতে সিদ্ধি পাওয়া যেত। আমি আর অপরাজিতাদি দুজনে একবার গেলাম সিদ্ধি খেতে শিবাশ্রমে। ওমা লোকটা আমদের হাঁকিয়ে দিল! বলে কিন ""মেয়েছেলেদের আমি ভাং বেচি না''। সেই যে আমার সিদ্ধি খাওয়া হল নি, এ জীবনেও আর হল নি সিদ্ধি খাওয়ার অভিজ্ঞতা। ঃ-((
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৮ | 198.82.23.14
  • নাহ লাঞ্চ খেতে কেমন ল্যাদ লাগছে। বিশ্রী ঠান্ডা, তার চেও বিশ্রী হাওয়া। ঃ-(
  • achintyarup | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৭ | 121.241.214.34
  • ঠিকাছে
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৬ | 64.56.33.254
  • কি গো টিম্ভাই, ঠান্ডা কেয়ং? লাঞ্চ খাওয় হয়েছে?
  • M | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৬ | 59.93.217.60
  • অথবা, বোর্দো।
    স্কচ আর হুইস্কিতে মাথা জন্তনা ছাড়া আর কিছু হয় না কখন ও, কিম্বা রামে।বিচ্ছিরি গন্ধ।

    ডিডিদাদা নিশ্চয় ধারে কাছে নেই।

    ও হ্যাঁ বোর্দো যে ফরাসীদের একটা গ্রামের নাম সেটাও এই সেদিন জানলাম।এবার আমায় না গুরু থেকে তাড়িয়ে দেয়। কিছুই জানিনা।ক্ষী ক্ষেলো!
  • omi | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৬ | 151.141.84.194
  • আরে সেই নেকড়েটা। আমি এবারে কাটলুম। ঃ-)
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৫ | 117.194.99.169
  • kc না না ৩৫০০ র মধ্যে ভাড়া।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৫ | 198.82.23.14
  • ব্যাংদি আস্তে আস্তে ছোত হয়ে যাচ্ছে। আপাতত একটা এ গায়েব। কি কম্পানির সিরাপ?
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৫ | 64.56.33.254
  • ন্নাআ--ঝুলছে কই? একটু দোলে যদি দুলুকনা--চলুক চলুক
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ২৩:১৫ | 117.194.99.169
  • দেখা যাক তোমাদের ঘরের ছেলে আমাদের জন্যে কী করে ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত