এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৪:৪৭ | 122.248.183.1
  • কুমু দি পাঁচ দিনে কোথায় যাওয়া যায়, একটা প্ল্যান দাও।
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৪:৪০ | 59.178.144.120
  • বন্ধুরা সব আমায় দেখিয়ে দেখিয়ে হাস্যবদনে বেড়াতে গেল।মনের দুঃখে এট্টু ভাটে এলাম,এখানেও সবাই---
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৪:২৭ | 122.248.183.1
  • ১৭th আমাদের ছুটি ছিল। ১৬th ছুটি নিয়ে ৪ দিনের জয়ে পুরী ঘুরে আসবো বলে টিকিট কাটলাম। আমার ম্যানেজার বললো এখন ছুটি নেওয়া যাবে না তারপরে ১৭th ও আসতে হবে ইউটিলাইজেসনের চক্করে। ঃ-((
    শুধু আমার না সব্বার জন্যে নাকি এটা প্রযোজ্য।

    এখন ২৪,২৫ জানু ছুটি নিয়েছি। পাঁচ দিনের ছুটি তে ঘুরতে যাবার প্ল্যান করছি।
  • dd | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:৪১ | 124.247.203.12
  • কিন্তু আমি এখানে (আন্না নগরে) নিতান্ত রাস্তার ধারের রেস্তোরাতে খে' খুব খুসী। আদৌ মান্দ্রাজী নয়, বিলকুল ফাসক্লাস ইন্দো চাইনীজ, মোগলাই,তন্দুরী। সস্তাও।

    আমাদের ফ্যাক্টরীর ক্যান্টিনে ভেজু কিন্তু ভদ্র খাবার থাকে। পাশের একটা বড়ো এম এন্সি ফ্যাকটরীর ক্যান্টিনেও খেয়ে তুষ্টি লাভ করেছি।

    কিন্তু তুমি আইটি কোংএর মতম চপ কাটলিস ফিস ফ্রাই পুটিন কোথে্‌থকে পাবে ?
  • arijit | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:৩৬ | 80.239.242.212
  • পোশাক, টিপ, তিলক এসব কিছু নিয়ে বলার নেই - এগুলো জাতি টু জাতি আলাদা। ভাষাও তাই। কিন্তু এমন ইউনিফর্ম english ব্যবহারের মানে সম্ভবত এদের ওভাবেই শেখানো হয় - যে we have না বলে সব সময় we are having বলবে।

    এদিকে english নিয়ে খুব একটা বিক্ষোভ হয় না বোধ হয়?
  • Samik | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:৩৪ | 115.248.4.217
  • আচার সর্বস্ব। তা বটে। কেবল যদি আচারগুলো একটু খাদ্যযোগ্য হত। কী টক!! হাতরুটি বানালে সেটাও টক লাগে। আর কারিপাতা এখনে কমন জিনিস, ডালে ঝোলে অম্বলে। কখনও কখনও রুটিতেও। আটা মাখা হয় কারিপাতার সাথে।
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:৩২ | 59.178.144.120
  • সরি,অন্য আলোচনা হচ্ছিল।আমি বোধহয় একদম অন্য একটা লাইনে লিখে ফেলে ব্যাঘাত করলাম।
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:২৭ | 59.178.144.120
  • সবাই জানেন,তবু একটা কথা এক্টু মনে করিয়ে দিই।যেকোন প্যাক করা খাবার খোলার আগে best before/expiry dateভাল করে দেখে নেবেন।খাবার safe period-এর মধ্যে থাকলেও,খোলার পরেও দেখবেন কোন unusual flavour/coloured spot ইঃ দেখা যাচ্ছে কিনা,যেমন পাঁউরুটির প্যাকের শেষ রুটিটা দেখতে পার্লে ভাল।
  • dd | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:২৭ | 124.247.203.12
  • কালো ড্রেস আর খালি পা ইজ সীজনাল। সর্বদা নয়।
    সবরীমালাইতে যারা তীর্থ যাত্রা করেন তারা চল্লিশ দিন অমন পোষাক পরেন। এই মাস দুয়েক এই সীজন চলে্‌স্‌ছ।

    আমাদের সিটি অফিসের মধ্যেই একটা কুলুংগীতে কিছু ঠাকুর দেবতা আছেন। সেটা খু আনকমন নয় কিন্তু এখানে শুক্রবারে কাঁসর ঘন্টা বাজিয়ে তুমুল হট্টোগোলের সাথে মিনিট দশ পনেরো পুজো হয়। প্রথম দিন আমি ভেবেছিলাম বুঝি কোনো শুটিং ফুটিং হচ্ছে। আর ঐ পুজোর যায়গায় প্রায় সব কর্মচারী ভীড় করে চোখ বুঁজে দাঁড়িয়ে থাকেন।

    খুবই আচার সর্বস্ব জীবন।
  • Samik | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:২৪ | 115.248.4.217
  • ওকে ওকে, মানে আমাদের তার্কেশ্বর পার্টির মত কেস???
  • Samik | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:২৩ | 115.248.4.217
  • নাম দেখে বোঝার জাস্ট কোনও উপায় নেই যে সিনেমাটা চলছে সেটা আদতে তামিল সিনেমা, নাকি হিন্দি। এখানে হিন্দিগুলোকেও ধরে ধরে তামিল করে দেয়, খুব অল্প দু একটা হল্‌এ হিন্দি মুভি চলে। ইংলিশ মুভি অবশ্য ইংলিশেই চলে।

    এমন অবস্থা হয়ে গেছে, এখন রাস্তায় বেরোলে ভুল করে কখনও কোথাও দু একটা হিন্দি অক্ষর চোখে পড়লে (স্টেট ব্যাঙ্কের হোর্ডিং,সরকারি আপিসের নোটিসবোর্ড ইত্যাদি) বেশ অ্যাট হোম ফীল করছি। কারণ তার আগে পিছে পরে সবই তো ঐ... বিভিন্ন স্টাইলে লেখা এয়ারটেলের নতুন লোগো।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:২০ | 122.248.183.1
  • শমীক ওরা শবরীমালাই যাবে বলে এক মাস ধরে ঐ রকম ভাবে জীবন জাপন করে।
  • Samik | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:২০ | 115.248.4.217
  • আর ঐ আইডিয়া ফোনের অ্যাডে যেমন দেখিয়েছিল, ঠিক সেই রকম। সব বিশেষ্যপদের শেষে একটা স্পষ্ট "আ'। মুগাপ্পায়েরা ওয়েস্টা। ওয়ানা হান্ড্রেডা অনলি। বাসস্ট্যান্ডা। বেঙ্গালুরা। হাতির মাথা। ব্যাঙের ছাতা!!
  • Samik | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:১৭ | 115.248.4.217
  • অরিজিৎ @ ১০ঃ২৫ am

    সব কেন-র উত্তর হয় না বিন্ধ্য পর্বতের এপারে ঃ-) চব্বিশ-ছাব্বিশ বছরের সো-কল্‌ড যুবতী মেয়েরা যে কেন এখানে ধম্মের নামে ন্যাড়ামুন্ডী হয়ে যায়, তাও জানি না।

    সো-কল্‌ড বললাম, কারণ চেন্নাইতে কমবয়েসী ছেলেমেয়ের বড়ই অভাব, সম্ভবত এদের মুখের জিওগ্রাফিটাই এমন, দেখলেই মনে হয় বেশিবয়স্ক, প্লাস মাঝবয়েসী বুড়োবুড়ির তো অভাব নেই একেবারেই। মণিরত্নমের ছবিগুলোর মর্ম এবার উদ্ধার করতে পারছি।

    প্রায় সকলের কপালে ডিজাইনার তিলক, সাদা, হলুদ আর লাল রঙের বিভিন্ন রকমের কম্বিনেশন। কেবলই মনে হচ্ছে একদঙ্গল করসেবকের মধ্যে বসে আছি, এক্ষুনি বোধ হয় এরা বাবরি মসজিদ ভাঙতে বেরোবে।

    এদের মধ্যে আবার এক প্রকারের সম্প্রদায় আছে, তারা কালো জামা, কালো লুঙ্গি পরে, গায়ের রঙ আর চুলের রঙের সাথে ভালোই মিশ খেয়ে যায়, আর এরা জুতো পরে না, খালিপায়ে ঘোরে সর্বদা। খালিপায়ে মোটরসাইকেলও চালায়। আপিসেও আসে খালিপায়ে। কেবল আপিসে এলে লুঙ্গির বদলে কালো প্যান্ট পরে নেয়।

    লুরু থেকে ঘুরে আসার পরে আরও বিমর্ষ বোধ করছি। আজ ফোং করে ম্যানেজারকে খুব ঝাড়লাম, সে বলল শুক্কুরবারে এসে আমার গ্রিভান্স শুনে যাবে।
  • arijit | ১৪ ডিসেম্বর ২০১০ ১৩:১৭ | 80.239.242.181
  • we are having...
    you are having...
    we are having...


    সব সেন্টেন্সের মধ্যে এই ফ্রেজগুলো শুনে শুনে এবার আমার মুদ্রাদোষ ধরে যাবে।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১২:২৮ | 122.248.183.1
  • ধুর রঞ্জন দা, আপনার আবার বয়েস বাড়ছে নাকি? আপনি তো চির যুবক।
  • ranjan roy | ১৪ ডিসেম্বর ২০১০ ১২:২৩ | 122.175.130.83
  • হ্যাঁ, শ্রাবণী, সীপতের প্ল্যান্টের পরই বছর দুই আগে রায়গড়ের কোলকাতা বেসড্‌ থাপারের পাওয়ার প্ল্যান্টে ও জি এম হয়ে যোগ দিয়েছে। ওর দাদা অতুলের বিয়ের সময় ভিলাইয়ে বরযাত্রী গিয়েছিলাম। তখন অজিত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। বরাতে ও এক-দো-তিন গানের সঙ্গে নেচেছিল, মনে আছে।
    সময় গিয়াছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার।
  • kumudini | ১৪ ডিসেম্বর ২০১০ ১২:০৯ | 59.178.144.120
  • অর্পণ,মেল দেখো।
    আশা করি,সুকন্যা সুস্থ হয়ে উঠছে।
  • arijit | ১৪ ডিসেম্বর ২০১০ ১১:০১ | 80.239.242.202
  • 3 day conference
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১০:৫৯ | 122.248.183.1
  • অর্পন,দে, নিতাই এবং অন্যান্য দের জন্যে এক পিস ধাঁধা দিয়েছি।
  • Bratin | ১৪ ডিসেম্বর ২০১০ ১০:৫৭ | 122.248.183.1
  • অরিজিত, চেন্নাই তে কত দিনের জন্যে?
  • arijit | ১৪ ডিসেম্বর ২০১০ ১০:৫১ | 80.239.243.73
  • আমি mit তে। না না, আম্রিকা নয়, চেন্নাই। ওয়্যারলেস্‌স নাই, মোবাইল থেকে দেখছি। আর তাছাড়া কম্পু-রিলেটেদ কোনোকিছুতে আমার কোনো বক্তব্য নাই।
  • amit | ১৪ ডিসেম্বর ২০১০ ১০:৪০ | 66.30.193.213
  • ফায়ারফক্স এ খুললে ক্লিক করা সংক্রান্ত কোন প্রবলেম হয় না/হচ্ছে না, কিন্তু বাংলা আসে না সহজে। ইন্টারনেট এক্সপ্লোরার এ আমার অন্য ল্যাপি টাতে দিব্বি খোলে সবকিছু, এটা তে কেন খুলতে পারছি ন বুঝতে পারছি না। ফায়ারফক্স এ বাংলা আনব কিভাবে?
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১০ ১০:৩২ | 122.252.231.10
  • * অমিত
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১০ ১০:৩২ | 122.252.231.10
  • আমিত, আইই দিয়ে খুললে ওই অবস্থাই হবে। ফাফ + আই-ই ট্যাব ইউজ করে দেখো। আবাপ হলে আবাপ-র ইউনিকোড সাইট ট্রাই মাডি।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১০ ১০:৩১ | 122.252.231.10
  • ঃ-)
  • amit | ১৪ ডিসেম্বর ২০১০ ১০:৩০ | 66.30.193.213
  • একি, কেউ কিছু বলে না কেন?ও অজ্জিত দা!
  • arijit | ১৪ ডিসেম্বর ২০১০ ১০:২৫ | 80.239.243.50
  • দক্ষিণ ভারতীয়রা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যাভার না করে সব সময় প্রেজেন্ট কন্টিন্যুয়াস ব্যাভার করে কেন?
  • amit | ১৪ ডিসেম্বর ২০১০ ০৯:৫৪ | 66.30.193.213
  • আনন্দবাজার, বর্তমান ইত্যাদি অনলাইন খুলে কোন নিউজ (বিশদে পড়ার জন্য) ক্লিক করলে ইন্টারনেট ক্লোজ হয়ে যাচ্ছে। কি উপায়??
  • Samik | ১৪ ডিসেম্বর ২০১০ ০৯:৪৯ | 115.248.4.217
  • এলুম এবং গেলুম।
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ০৯:০৮ | 59.93.245.7
  • প্রবল ভাবে।
  • a x | ১৪ ডিসেম্বর ২০১০ ০৮:১৮ | 99.69.152.240
  • তুমি কি কোলে পৌঁছে গেছ নাকি?
  • aka | ১৪ ডিসেম্বর ২০১০ ০৬:১৭ | 117.194.2.198
  • পৃথিবীতে এত কুকুর কেন? আর তারা ভোর ছটার সময় চেঁচায় কেন?
  • a x | ১৪ ডিসেম্বর ২০১০ ০৪:৩১ | 99.69.152.240
  • নাহ। মেমরি ইন্টেগ্রিটি হারিয়েছে। চরিত্রহীন।
  • achintya | ১৪ ডিসেম্বর ২০১০ ০৪:১২ | 59.93.241.171
  • কেউ হ্যাক করে নাই তো?
  • Sibu | ১৪ ডিসেম্বর ২০১০ ০৩:৫৮ | 66.102.14.1
  • ডিস্ক গেছে?
  • a x | ১৪ ডিসেম্বর ২০১০ ০৩:৫৭ | 99.69.152.240
  • আমার কম্পুর অ্যামনেশিয়া হইসে ঃ-( স্মৃতিভ্রষ্ট তিনি।
  • Sibu | ১৪ ডিসেম্বর ২০১০ ০৩:৫৭ | 66.102.14.1
  • তাহলে আছি।
  • achintya | ১৪ ডিসেম্বর ২০১০ ০৩:৪২ | 59.93.241.171
  • নাঃ, মারামারির মধ্যে আমি নেই
  • Sibu | ১৪ ডিসেম্বর ২০১০ ০৩:০৫ | 66.102.14.1
  • ডিপেন্ডস। মারধোর করতে চাইলে নেই।
  • achintya | ১৪ ডিসেম্বর ২০১০ ০২:৪৯ | 59.93.247.53
  • কেউ কি আছে ভাটে এখনো?
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ০২:১০ | 64.56.33.254
  • গল্পটা কিন্তুক হেব্বি ভাল ছিল যতক্ষণ জমাটিতে আসছিল--ঝুল্ল কেয়ং করে
    ঃ-( কাটপিসগুলি কি বাজারে পাওয়া যাবে?
  • omi | ১৪ ডিসেম্বর ২০১০ ০২:০৬ | 151.141.84.194
  • কিন্তু কেসি কে? তিনি সচলায়তন এর কথা জানলেন কীভাবে? কেসি সেখানে কোন্‌ নামে আসেন যান?
  • achintya | ১৪ ডিসেম্বর ২০১০ ০২:০৪ | 59.93.247.53
  • ঃ)
  • omi | ১৪ ডিসেম্বর ২০১০ ০২:০২ | 151.141.84.194
  • পোত্তুষা নিজেই তারপরে নিরুদ্দেশ, গল্পটাও। ঃ-(
    সে বলেছিলো গল্পটা নাকি শেষে দাঁড়ায় নি, ঝুলে গেছিলো। সে ওটা ঘষেমেজে কেটেকুটে নতুন তিন চাট্টে পিস করবে।ঃ-)
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ০২:০১ | 198.82.25.214
  • সেকেনটা দীর্ঘই।
  • Tim | ১৪ ডিসেম্বর ২০১০ ০২:০০ | 198.82.25.214
  • অচিন্দা,
    আমার কি আর কী র হাত খুব খারাপ। খ্যালই হয়না। ঢেঁকি সগ্গে গেলেও, ইত্যাদি। মস্করা কল্লাম।
  • achintya | ১৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৮ | 59.93.247.53
  • @ Tim: গবিনি "কি' বলেছিলুম, "কী" বলিনি। মানে ঠিক বানানটাতে দুটো-ই হ্রস্ব-ই কিনা ভাবছিলুম। আর মনে হচ্ছিল ইন্দো ডাগদার কিনা, তাই বানানটা মনে থাকলেও থাকতি পারে
  • Nina | ১৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৮ | 64.56.33.254
  • কিন্তু সেই পোত্তুষার গপ্পখানার কি হইল? সেটা যে দারুণ হচ্ছিল?! সেটার সবটুকু পড়তে বড় সাধ জাগে----
  • omi | ১৪ ডিসেম্বর ২০১০ ০১:৫৫ | 151.141.84.194
  • নিনা, সেই জমিয়ে আড্ডার আর কোনো খবর পাই নাই। ব্ল্যাংকও কিছু বলতে পারলো না মটরের কী হলো। তখন শুনেছিলাম নাকি অসুস্থ ছিলো। তারপরে হয়তো নানা কাজে ব্যস্ত হয়ে এসব ভুলে গেছে। দুদিনের মায়াখেলা সব নিনাদি, কী হবে ভেবে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত