এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:১০ | 122.252.231.10
  • আমার অফিসে খোলে না। চেষ্টাচরিত্র করে একভাবে খুলে পড়ি। কিন্তু তাতে আবার লেখা যায় না।

    কিছু কায়দা করে খুল্লে নাকি?
  • Lama | ১৭ ডিসেম্বর ২০১০ ১০:০৭ | 203.132.214.11
  • খুলেচে খুলেচে অফিসের কম্পুতে গুরু খুলেচে
  • tatin | ১৭ ডিসেম্বর ২০১০ ০৯:৫০ | 70.177.55.6
  • আমার সেসব জানা নাই, অমি সিরিয়াস্লি বল্লুম, আর উইকেন্ডও এসে গ্যালো প্রায়!
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ০৯:৩৪ | 155.136.80.174
  • তাতিন, প্লিজ ছাড়ান দাও। বিশ্ব ইতিহাসের পরিপ্রেক্ষিতের থেকে এখানে ভাটিয়ালির ইতিহাস পর্যালোচনা বেশি গুরুত্বপূর্ণ, সেটা জানা থাকলে বুঝতে পেরে যেতে কথাগুলো ঠিক কোথা থেকে উঠেছে ... সেটা আমরা সবাই সযত্নে এড়িয়ে চলি, সে ইতিহাসের পুনরাবৃত্তির প্রয়োজন নেই।

    আমার ব্যক্তিগত অনুরোধ, বাদ্দাও। মজা করেই বলেছিলাম, সে যাক, নিজের সপক্ষে সাফাই দেবার আলাদা করে কোনও প্রয়োজন মনে করছি না।
  • tatinr | ১৭ ডিসেম্বর ২০১০ ০৯:২৫ | 70.177.55.6
  • ওমিদি দেখলুম উপমহাদেশকে হেভি গাল পাড়লেন তার রেসিজ্‌ম নিয়ে, কিন্তু এইটুকু রেসিজ্‌ম দেখিয়েও উপমহাদেশই সম্ভবতঃ একমাত্র জায়গা যেখানে রেসিজ্‌ম নিয়ে দীর্ঘেমেয়াদি যুদ্ধ, খুনোখুনি প্রায় হয়ইনি (বিক্ষিপ্ত কয়েকটা বাদ দিলে) একমাত্র সিরিয়াস রেসিয়াল কিলিঙ্গ মুক্তিযুদ্ধ- সেটা বাদ দিয়ে পারস্পরিক বৈরিতা নিয়েও জাঠ-মারাঠি-পাঞ্জাবি-রাজপুত-তেঁতুল০ভোটচিনে-বাঙালি-মগ যেভাবে হাজার বছর ধরে শান্তিপূর্ণ ভাবে বাস কোরে গ্যাছে, সে ইতিহাস ইউরোপ আরব আফ্রিকা জাপান-রাশিয়ার কাছে আজ শিক্ষণীয়!
  • Samik | ১৭ ডিসেম্বর ২০১০ ০৯:০৩ | 155.136.80.174
  • দাদুই বাঁচাক, দাদুকেই কোট করি ঃ)=

    আরো কিছু আছে নাকি?
    আছে বাকি
    শেষ বজ্রপাত?
  • Paramita | ১৭ ডিসেম্বর ২০১০ ০৯:০১ | 202.3.120.9
  • বি হ্যা বা ব্যাঙ। কাল মিস করে গেছিলাম। খাওয়া দাওয়ার পাট সেরে উঠে দেখার জন্য দুটো মনকাড়া বাঙলা সিরিয়াল উপহার দিলাম।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১০ ০৭:৫৭ | 128.231.22.87
  • আর ব্যাঙদির জন্মদিনে কাঁচকলা দিলাম। সেদ্ধ করে খাবার জন্য।
    এটা নিয়ে আবার চেঁচামেচি কোরো না য্যানো, কাল সবাইকে শুনিয়ে শুনিয়ে এখানে যা লিখেছো, তার পর আমার এই উপহার ই যে সবচে প্রয়োজনের জিনিস হবে, সেই কৃতজ্ঞতাটুকুনি অন্তত স্বীকার কোরো বাপু।
  • pi | ১৭ ডিসেম্বর ২০১০ ০৭:৪৮ | 128.231.22.87
  • যাক, আকাদার শুক্কুরবারের রাম টা কনস্ট্যান্ট আছে। পদ্যওয়ালা রাম গয়া তো কচুরির রাম আয়া। ঃ)
    অবিশ্যি রাম ঠিকঠাক হলে, রামের কচুরি খেয়েও পদ্য পেতে পারে। অদ্য রাত্রেই রামের অ্যাসিড টেস্ট ঃ)
  • Nina | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৫৯ | 68.84.239.41
  • রোজ কেমন বুনটুলিতে আপলোডায়, দেখি আর আজ যে কেন করেনি ভাল্লাগেনা ঃ-((

    আর ঠিকই বলেছ--আমরা তো চিরকালই ও খোট্টা , সে উঋহে, ও পাঁইয়া ইত্যাদি--সবাই কে নিয়ে হাসা আমাদের রোগ!
  • aka | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৫২ | 59.94.2.200
  • নীনা দি, গতকাল দেখা হয় নি, রাত বারটায় ফিরেছি। আজ মায়ের থেকে গল্পটা শুনে আপডেট দিয়ে দেব। ঃ)
  • aka | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৫২ | 59.94.2.200
  • কয়েক পাতা উল্টে দেখলুম রেসিজম নিয়ে কথা হচ্ছিল। হাতে গরম এক্ষপেরিয়েন্স কই। দুইজনের মধ্যে কথা হচ্ছে -

    আপনারাও এখানে নিয়েছেন?

    হ্যাঁ

    যাক বাবা সব মারোয়াড়ীতে ভরে গিয়েছিল

    হ্যাঁ, আমার ভাইকে বলছিলাম সব তো মারোয়াড়ী রে

    হ্যাঁ সকালে বেরলেই দেখা যায়। উফ

    অথচ তার ঠিক পাশে দুইজন অতিভদ্র অমায়িক নন-বেঙ্গলি বসে ছিলেন।

    বাঙালীর মধ্যে বেসিক শিষ্টাচারই নেই, তো অন্য কিছু পরের কথা।
  • Nina | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৪৮ | 68.84.239.41
  • ও আকা প্লিজ বলে যাও গানের ওপারের ১৬ তারিখে কিছু দেখাল? আমি খুঁজে পেলুমনা
  • aka | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৪৪ | 59.94.2.200
  • হ্যাঁ কলকাতায় প্রবল ভাবে। আজগের পোগ্যাম হল গিয়ে রামের কচূরী বা দাদা বৌদির বিরিয়ানি। দেখি বিকেলে কোনটা ভালো লাগে। আপাতত একটু লুচি আর রসগোল্লা খাব। যাই। ;D}
  • Nina | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৪১ | 68.84.239.41
  • আকা বুঝি কলকেতায় এখন?? গুচ্ছ হিংসে দিলুম
  • aka | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৩৮ | 59.94.2.200
  • কাল বার-বি-কিউ তে খেলাম, ওল্ড অ্যাণ্ড ফেইথফুল। ছেলের একটু পৈটিক গোলযোগ দেখা দিয়েছে, কিন্তু টেস্ট সেই একই রকম। আহা বড় ভালো লাগল।
  • Nina | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৩৩ | 68.84.239.41
  • হা হা হা, আকা, চোখ ওদের ঠিক আছে, তবে ফুল গাছ খেয়ে খেয়ে fool হয়ে গেছে
  • Nina | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৩১ | 68.84.239.41
  • কাব্লিদা, ঠিক বলেছেন। ণিপাদি মৈত্র ছিলেন, অমিতাভ চৌধুরির সঙ্গে বিয়ের আগে। এখানে শান্তনু (বিল্কু) মৈত্র আর রচনা কে চিনতেন? শান্তনুর দিদি নীপাদি। বিল্কুরা গ্ল্যাডুইনে থাকে।
  • aka | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:৩০ | 59.94.2.200
  • আমি তো হরিংদের রোজ দেখি। তবে হরিংদের চোখ খুব খারাপ, আমাকে তো ছাড়, বড় বড় গাড়িও দেখতে পায় না।
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ০৬:২৯ | 173.163.204.9
  • হ্যাঁ কিছু কিছু ফোং বদের একশেষ।
  • Sibu | ১৭ ডিসেম্বর ২০১০ ০৪:২০ | 66.102.14.1
  • উপ্‌প্‌স্‌, এতক্ষণে নতুন ফোনের সেটিং শেষ হল। এমনি জানলে নতুন ফোং কে নিত?

    ব্যাঙে ব্যাঙের ঠ্যাং খায় কি না জানা নেই। তবে ছাগলদের যদিও বদনাম আছে তারা সবকিছু খায় বলে, ছাগলেরা কিম্‌তু ব্যাঙের ঠ্যাং বা আরশোলা খায়না।
  • achintyarup | ১৭ ডিসেম্বর ২০১০ ০৩:৩৫ | 59.93.243.120
  • এখনও কিছু বাকি রয়ে গেছে কিনা জানি না
  • lcm | ১৭ ডিসেম্বর ২০১০ ০৩:৩২ | 128.48.44.141
  • অচিন্ত্য, সে তো আমি রোজই দেখতে পাই।
  • achintyarup | ১৭ ডিসেম্বর ২০১০ ০৩:০৩ | 59.93.243.120
  • জগতে অনেক কিছুই অজানা ছিল দেখতে পাচ্ছি আমিও। যাগগে, বিহ্যাবা ব্যাঙদিদি।
  • hu | ১৭ ডিসেম্বর ২০১০ ০২:২১ | 12.34.246.72
  • আরে এ ব্যাঙ কি সে ব্যাঙ নাকি! এ হল ব্যাংকুঁয়ারী। খোলস ছাড়লে ব্যাঙ্গমা পক্ষী। ব্যাঙ্কক থেকে ব্যাঙ্কোয়েট হল - সর্বত্র বিরাজমান। স্বয়ং বিভুদা যাঁর ভয়ে বাঙ্কে উঠে কাঁথামুড়ি দিয়ে ঘুমোন তাঁর কাছে গুটিকয় হালকা-পুলকা ব্যাঙের ঠ্যাঙ ভাজা খাওয়া কি এমন ব্যাপার!
  • Paramita | ১৭ ডিসেম্বর ২০১০ ০২:১৩ | 202.3.120.9
  • বেঁচে থাক্‌ রাতপরীদের গান
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:৫৫ | 173.163.204.9
  • শিবুদা, ব্যাঙ কি ব্যাঙের মাংস খায়? কতকিছুই জানিনা।
  • Tim | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:৫৪ | 173.163.204.9
  • হরিং গুলোও আসলে ওমি। সাদা ওমি, কালো ওমি। ঃ-)

    এখন বরফ পোস্কার কত্তে হবে, ভাবলেই ঘুম ঘুম পাচ্ছে। ঃ-(
  • Nina | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:৩০ | 64.56.33.254
  • সন্তাক্লসের গাড়ি টানছে আর ইতিউতি ঘুরুঘুরু কচ্চে হরিণেরা
  • hu | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:২৫ | 12.34.246.72
  • ওমি, আমার বাড়িতেও কাল হরিং এসেছিল। আমি তখন দেখি নাই। আজ সকালে বরফের ওপর পায়ের ছাপ দেখলাম।
  • hu | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:২৪ | 12.34.246.72
  • ব্যাঙদিকে হ্যাবাডি আর এক বাটি ক্রিসপি ব্যাঙের ঠ্যাঙ ভাজা।
  • Nina | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:২১ | 64.56.33.254
  • শুয়া চান পাখী--আমি খুঁজে খুঁজে শুনে নিলুম গানটা---আপিশ বলে আস্তে আস্তে, বাড়ী গিয়ে জোরে শুনব---বরফ পড়ছে তাই চটপট কাটব
  • Sibu | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:১১ | 66.102.14.1
  • শুয়া চান পাখি তো উকিল মুন্সীর গান।
  • omi | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:০৯ | 151.141.84.194
  • কালকে রাতে দুইটা হরিণ দেখলাম। ভালো দেখা গেলো, তুষারপাত শুরু হয়ে গেছিলো বলে কেমন একটা আলো-আলো হয়ে গিয়ে তেমন অন্ধকার ছিলো না তো! দুজনে দৌড়ে দৌড়ে উঠছিলো টিলায়।
    এখন বড়াই কী বলবে? সেদিন কইলো পাঁচটা হরিণ দেখেছ? ও হলো পঞ্চেন্দ্রিয়! কিন্তু এখন যে কেবল দুইটা!!!
    ঃ-)
  • omi | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:০৬ | 151.141.84.194
  • একেবারে ক্রিস্টাল অরণ্যের মত হয়ে গেছে গাছপালা। সারা রাত বরফ, সকাল থেকে তেড়ে বৃষ্টি। গাছের বরফ গলে গলে কাচের গাছের মতন হয়ে গেছে। কিন্তু আলো নাই, ছবি ভালো আসবে না।
  • omi | ১৭ ডিসেম্বর ২০১০ ০১:০২ | 151.141.84.194
  • শুনশান ময়দানে একা জেগে বসে
    টকঝাল আচার দিয়ে লুচি খাই কষে।
    সামনেই বারকোষে আছে বালুসাই
    একটু পরেই দেখবে কিছু আর নাই।
    তারপরে ঢকঢক দুই ঘটি জল
    তারপরে রাম বলো বলো হরিবোল।
    ঃ-)
  • M | ১৭ ডিসেম্বর ২০১০ ০০:৫১ | 59.93.254.116
  • আজ আমি জেগে আর ময়দান শুনশান।
  • M | ১৭ ডিসেম্বর ২০১০ ০০:১৫ | 59.93.194.48
  • আমি এখন বেজায় রেগে কানে হেড ফোন গুঁজে মুখ তোম্বা করে বসে আছি, লোকজন ঘুমুতে না পারলে এভাবে ডেকে তোলে কেন?

    এদিকে নিজের কুকর্মের অনুতাপে কিনা কেজানে আমি দেখছি খুব ভালো ভালো বিশেষনের খোঁজ পাচ্ছি আমার সম্পর্কে,আর তাতে বিরক্ত হয়ে আমি এখন গুরু পড়ছি।
  • kc | ১৭ ডিসেম্বর ২০১০ ০০:০৪ | 89.203.49.18
  • ইন্দো
  • samaantoraal | ১৭ ডিসেম্বর ২০১০ ০০:০২ | 14.96.188.216
  • kc | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:৩৯ | 89.203.49.18
  • আমাদের কথা জানিনা, তবে আমি সত্যি সত্যি লঙ্কা খাইনা। আমার বউ প্রচুর লঙ্কা খায়। দুজনেই পাক্কা ঘটি। আসলে ব্যাং বলতে কী চাইছে? ""অবশ্য ব্যাঙে কিনা বলে!""
    ঐ গানটার লিরিক দিতে পারলামনা। তাই বলে কি আপনি উত্তরটা দেবেন না?
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:৩১ | 151.141.84.194
  • কেসি দেখুন আপনারা নাকি লংকা খান না, ব্যাঙ বলছে। ঃ-)
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:৩০ | 151.141.84.194
  • কেসিদাদা, আগে "তোমার ডাক শুনে সাঁই চলতে না পাই" এর লিরিক দ্যান, তবে উত্তর। ঃ-)
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:২৮ | 151.141.84.194
  • এটা কি সেই সুনন্দা বৌদি সোহাগ আর ছোট্টো বিদ্যুৎ-এদের গল্পটা?
  • kc | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:২৮ | 89.203.49.18
  • ওমিদি কে লিখেছেন গানটা? আমি এতদিন ভেবে এসেছি যে ওটা হূআরই। প্রিয় লেখক কিনা!! বারি সিদ্দিকি নয় বলেই মনে হয়।
  • kk | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:২৭ | 68.47.236.79
  • হয়েছে তো। 'বিষের ধোঁয়া' থেকে 'ভাবী'।
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:২৭ | 151.141.84.194
  • হু আ য়ের বানানো "শ্রাবণ মেঘের দিন" সিনেমায় এই গানটার এক লাইন ব্যবহার করেছেন উনি। কিন্তু এ গান ওঁর না। ঃ-)
  • omi | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:২৫ | 151.141.84.194
  • শরদিন্দু বন্দ্যো খুব পুরানো আমলে সিনেমার স্ক্রিপ্ট লিখতেন। তখন কি ওনার নিজের কোনো গল্প থেকে সিনেমা হয় নি? অমিতাভ, বিষকন্যা, চুয়াচন্দন, মৃৎপ্রদীপ---কত ভালো ভালো গল্প ছিলো!
  • byaang | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:২৪ | 59.93.240.126
  • ঘটিরা মরিচ খায় না। কেননা ঘটিরা বিশ্বাস করে মরিচ খেলেই নাকি তারা আর ন উচ্চারণ করতে পারবে না, মুখ দিয়ে নাকি ন য়ের বদলে ল বেরোবে, লুচি, লংকা, লেবু, লাথি .........
  • kc | ১৬ ডিসেম্বর ২০১০ ২৩:২৩ | 89.203.49.18
  • কার লেখা?
    এ গানটা কিন্তু হূআর একটা সিনেমাতে ব্যবহার করা হয়েছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত