এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ২৬ নভেম্বর ২০১০ ১১:১২ | 59.178.58.70
  • সব্বাইকে গুড মর্ণিং।
    বলছিলাম যে আমার মোটেই খয়ের,সুপুরি কিচ্ছুটি চাই না।
    সবাই মিলে অ্যাতো লে-পু করার পরেও আইদাদা চটেনা ক্যানো?
  • Arpan | ২৬ নভেম্বর ২০১০ ০৯:৩৩ | 112.133.206.24
  • অবশ্যই। অবশ্যই। কবে নাগাদ পায়ের ধুলো দিচ্ছেন?
  • Binary | ২৬ নভেম্বর ২০১০ ০৮:২৩ | 70.64.19.80
  • বা অপু-র মত নাকি ? খয়ের ভেজা কালি ? অপু যখন মহাকাব্য লিখতো ?
  • i | ২৬ নভেম্বর ২০১০ ০৬:৪৪ | 137.157.8.253
  • সত্যি কি কসুর বোঝা গেল না। কেসির কেন এত রাগ অধমের ওপর!
    সে যা হোক, কুমুদিনীর মত আমারও খয়ের চাই। কালির দোয়াতে দেব।
  • til | ২৬ নভেম্বর ২০১০ ০৫:৪৫ | 220.253.185.165
  • লুরু ভাট কবে?
    ভুতো ও ব্যাঙদিকে ইমেল করেছি। ব্যাঙদি নাকি ভীষণ রাগী, antidote কি? কি নাম জপ করবো? ১৯শের নামতায় কাজ দেবে?
    ভাই অর্পণ, দর্শন দানে কৃতার্থ করিয়ো।
  • kd | ২৬ নভেম্বর ২০১০ ০২:৫৪ | 59.93.203.86
  • আহা কী দেখিলাম! জ্জিও প্যাট্‌স!
    HAPPY THANKSGIVING EVERYBODY!
  • aka | ২৬ নভেম্বর ২০১০ ০০:৫০ | 24.42.203.194
  • জ্বর আসিবার মুহূর্তে পানা পুকুরে কোমর ডুবিয়ে বসে সূর্য্যের দিকে তাকিয়ে ইষ্টনাম জপ করিলে বিশেষ ফল লাভ হয়। অন্তত দিলীপ নামক এক পঞ্চদশীয় বালক সম্পূর্ণ সুস্থ হইয়া গিয়াছিল।
  • kc | ২৬ নভেম্বর ২০১০ ০০:৩২ | 89.203.49.18
  • ঃ))
    একটা বুবুভা হতে পারে। এই সিরিয়াস বাজারে দরকার আছে।
  • aka | ২৬ নভেম্বর ২০১০ ০০:২৩ | 24.42.203.194
  • যাদের জিকে ভালো তাদের ফোন করে বাড়িতে জিজ্ঞেস করতে হয় না। ডিস্কোজ্বরের অপর নাম ঝিনঝিনিয়া।
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ২৩:১৫ | 122.172.26.191
  • * হাসছি
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ২৩:০০ | 122.172.26.191
  • হ্যাঁ, ভালো কথা। যারা কোলকাতায় থাকে না, তাদের সাবধান করে দিয়ে যাই। কেসি আর দমুর ফাঁদে পা দিয়ে খবরদার যেন কেউ কোলকাতার বাড়িতে ফোন করে ডিস্কোজ্বর কাকে বলে এটা জিজ্ঞেস করতে যেও না।
    তবে অসুখের উপসর্গ শুনে আমিও এখন বম্মার মত খ্যাঁক খ্যাঁক করে আসছি।
  • I | ২৫ নভেম্বর ২০১০ ২২:৫০ | 14.96.112.22
  • আজ এক দৃশ্য দেখে মন ভালো হয়ে গেল। কলেজ স্ট্রীট কফি হৌসে ঢোকার মুখেই গুরুচন্ডালী-র অ্যাব্বড় হোর্ডিং।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১০ ২২:৩৭ | 80.221.2.104
  • তিলদা, এতো কম দিন? দেখি হয় কি না। চান্স কম ঃ(
  • N | ২৫ নভেম্বর ২০১০ ২০:০৯ | 115.241.130.106
  • দেবব্রতবাবুর গলায় "দাঁডিয়ে আছ তুমি আমার গানের ওপারে" গানটার কোন mp3 ডাউনলোড লিঙ্ক দিতে পারেন কেউ?
  • de | ২৫ নভেম্বর ২০১০ ১৭:২৫ | 59.163.30.2
  • সুপুরির চাইতে খয়েরের দাম তো বেশী বোধায় ঃ০) --

    দমদি -- ঃ)), অপেক্ষা করে রইলুম কথা রাখার ছুটিজ্জন্য!
  • kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৭:১৫ | 59.178.136.30
  • ইয়ে,ছোটাইয়ের কি কসুর?
    জেনে রাখি,বলা যায় না,কোনদিন আমার নামেও সুপারি না হোক, খয়ের!অবশ্য আমি সামান্য লোক, পড়তায় পোষাবে না।
  • kc | ২৫ নভেম্বর ২০১০ ১৭:০৭ | 194.126.37.76
  • ছোটাই আপনার কথা মনে ছিলনা। থাকলে লিখতাম ই দিয়ে দুজনের নামের সুপারি।
  • til | ২৫ নভেম্বর ২০১০ ১৭:০৩ | 220.253.185.165
  • অভ্যু স্যার,
    ফেব্রুয়ারীর ৭ তারিখে পৌঁছুবো। আট তারিখ ফ্রী, নো কাজ। বি-স্কুলে চার দিনের কেলাশ! আমার আবার লেকচার শুনলে ঘুম পায়, সে স্বয়ং মহাদেবী ক্যাট্রিনা দিলেও! ঝামেলা আর কাকে বলে।
    আপনার সময় হবে?
  • d | ২৫ নভেম্বর ২০১০ ১৬:৫৯ | 14.96.66.105
  • *৫-ই জানু
  • d | ২৫ নভেম্বর ২০১০ ১৬:৫৮ | 14.96.66.105
  • দেবযানীর কি ডাকনাম ভবি নাকি?
    আমাদের ক্লায়েন্টকুলের ১৩ ডিসে থেকে ৫ইজানি পর্যন্ত ছুটি (এইটা জোরে জোরে অপ্পনকে শোনালাম)। তখন যা যা কথা দিয়েছি (নিজেকে এবং অন্যকে) সব রেখে ফেলব।

    অজ্জিত, আমার পুরানো ল্যাপীটা কদিন বাদে দিতে পারি। ওটারে নিয়ে যা খুশী করতে পারো।

    ব্রতীনবাবু, না।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১০ ১৬:৪৬ | 80.221.2.104
  • তিলদা আসছেন? ব্রেশ ব্রেশ? ক দিন/মাস/বছরের জন্যে?
    ডিঃ আমি দূরে থাকি - তবে দেখা হতেও পারে।
  • til | ২৫ নভেম্বর ২০১০ ১৬:৪১ | 220.253.185.165
  • রাবণদা? কে তিনি? আহা, গু-চ জিন্দাবাদ। গুগলের কি বা প্রয়োজন! ফেব্রুয়ারীতে আসছি, পড়াশুনা (?) করতে। সত্বর যোগাযোগের আশায়
    ইতি
    বিনীত
  • kd | ২৫ নভেম্বর ২০১০ ১৬:৩৮ | 59.93.162.11
  • সে কী? আমাদের রাবন্দাই তো ওখানে। চার্লসের ধারে মেমোরিয়াল ড্রাইভের ওপর একটা সুন্দর হাইরাইজে। নদীর ওপারেই বি-স্কুল আর লাভ-স্টোরি খ্যাত হা-স্টে।
  • til | ২৫ নভেম্বর ২০১০ ১৬:২৮ | 220.253.185.165
  • জয়ন্তী দিদিমণি ওরফে কুমুদিনী দিদি ওরফে ....
    ইমেল করেছি, দেখুন। অবশ্য আমার নামে তিলমাত্র তিল খুঁজে পাবেন না।
    --
    কেউ কি হার্ভার্ড এ থাকেন বা কাছাকছি? একটা দিন ফ্রী আছি, আড্ডার লোক পেলে মন্দ লাগবে না।
  • Kartuj | ২৫ নভেম্বর ২০১০ ১৬:২৭ | 125.20.3.146
  • সুভুদিদি, কি আর কই? টাকলা আছে তো বেশ ভালো-ই। আর ও ব্যাটার ডেঙ্গি হলেই বা আমার ক্ষি। এক যদি কেউ বরিশালের সুপুরির ব্যবস্থা করে দিতে পারত ওর টাকে সদ্ব্যবহার করার জন্যে, তাহলে আমি নিজে তাকে সুপুরি দিতাম। আইদের জন্যে সুপুরি না দিয়ে এর কেউ একটা বন্দোবস্ত করো তো দিকি। [এখেনে কিন্তু সুপুরি দ্ব্যর্থবোধক]।
  • i | ২৫ নভেম্বর ২০১০ ১৫:৫২ | 124.149.171.216
  • ই দিয়ে যাদের নাম, তারা কি দোষ করেছে, কেসি? সুপুরি ক্যানো?
  • kc | ২৫ নভেম্বর ২০১০ ১৫:৩৪ | 194.126.37.76
  • স্যানের মতন একটু ট্রেডমিলে দৌড়ে এস। স্যনিণিও আসেনা। কেউ তার খপর জানে?
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৫:২০ | 122.248.182.16
  • যাই কিছু পেঁয়াজি,আলুর চপ ইত্যাদি সাঁটিয়ে আসি।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১০ ১৫:১৫ | 204.138.240.254
  • ক্যারম নেই। টিটি আর স্নুকার আছে। কিন্তু সেসব ব্রিজ-টিজ পেরিয়ে অনেক হাঙ্গাম করে যেতে হয়।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৫:১৪ | 122.248.182.16
  • আমাদের ক্যারাম আর দাবা আছে। টিটি নেই ঃ-((
  • kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৫:১৪ | 59.178.152.49
  • নিশ্চয়ই,কেবল কুমড়োটা বাদ।
    কার্তুজের টাকলার কি খবর?
  • Raj | ২৫ নভেম্বর ২০১০ ১৫:১৩ | 202.79.203.43
  • খেলার ব্যবস্থা আছে টি টি -ক্যারাম ইত্যদি ? না থাকলে আমাদের দোকানে এসে খেলে যাও ;-)
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৫:১১ | 122.248.182.16
  • অফিসে বসে আন-অফিসিয়ালি ঝিমোতে পারো । চাপ নেই।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১০ ১৫:০৯ | 204.138.240.254
  • অনসাইটে ছুটি। দুদিন তেমন কোন কাজ নাই। এদিকে অফিসে ঘুমুনোও যায় না। ক্ষী কেলো!
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৫:০৯ | 122.248.182.16
  • আমি সুভু দি বলবো। ঠিক আছে তো?
  • Kartuj | ২৫ নভেম্বর ২০১০ ১৫:০৭ | 125.20.3.146
  • আর সুভুদিদি, পটাশদিদি এগুলো?
  • kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৫:০১ | 59.178.152.49
  • ছোট্ট ছোট্ট ভাইরা,
    চলবে,জয়ন্তী,জয়ন্তীদি, কুমু,কুমুদি -সমস্ত চলবে।
    শুধু কুমড়ো/কুমড়োদি চলবে না।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৫:০১ | 122.248.182.16
  • ২০০১ এ যখন ইডেনে ভারত অস্টেলিয়া কে হারাল আমি তখন ইংল্যান্ড। অফিসেই ম্যাচ দেখা হচ্ছিল। আমাদের থেকে ব্রিটিশ দের বেশী আনন্দ ঃ-))
  • Raj | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৫৬ | 202.79.203.43
  • কুমুদি চলিবে?
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৫৬ | 80.221.2.104
  • omg, ঘন্টা ৬-৮ মতো অন্তত ছিল, তারপর জানি না। এখানে অল্প দেখা গিয়েছিল - সারা আকাশ জুড়ে না। (আমার জন্যে সান্ত্বনা পুরষ্কার।)
  • Raj | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৫৫ | 202.79.203.43
  • হুম সবটাই আপেক্ষিক ঃ-)

    আমাদের আপিসের দুই ব্রিটিশ জনতা কদিন ধরে খুব তড়পাচ্ছিল অ্যাসেজ অ্যাসেজ করে... আজকে একটু চুপ হয়েছে !
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৫৫ | 122.248.182.16
  • এই রে ছড়িয়েছি। আজ থেকে জয়ন্তী দি
  • Arijit | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৫০ | 61.95.144.122
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স একটা স্পেয়ার কম্পু যদি পেতাম...

    http://spins.fedoraproject.org/games/#games
  • kumudini | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৪৮ | 59.178.152.49
  • রাজ,আমার থেকে তো ব্রতীনের বয়স অনে-এ ক কম,সেটাই বলছিলুম।
  • Raj | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৪৩ | 202.79.203.43
  • ব্রতীনদার বয়স কম কে বলল ? আমার থেকেও তো বেশী ;-) তাইলে....
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৩৯ | 122.248.182.16
  • এই দ্যাকো ইন্দো দা, কাবলি দা তোমাকে কৌশলে আওয়াজ দিচ্ছে!! ঃ-))
  • kd | ২৫ নভেম্বর ২০১০ ১৪:৩৭ | 59.94.2.184
  • আরে ডাগদার মানুস, কল না দিলে বিজিট করবেন ক্যানো?

    আর অন্য কিসব জায়গায় গেলে যে ফ্রিজ, ব্ল্যাকবেরি এসব দ্যায়, সেসব কি আমরা পার্বো?
  • Bratin | ২৫ নভেম্বর ২০১০ ১৪:২৮ | 122.248.182.16
  • দম দি , রবিবার আসছো তো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত