শমীক, ঐ পাতাটা নোংরা করতে ইচ্ছে করলনা। তাই এখানেই জিগাই, আন্দামানে 'ইসের' মানে ডিডির কওয়া 'ইসের' দাম কিরকম?
jayanti | ২৬ অক্টোবর ২০১০ ১৪:১৬ | 59.178.136.210
হ্যাঁ, ঠিকই।বলেছো কার্তুজ। ভাটানোর মাঝে মাঝে আপিসের দুএকটা কাজ কর্তে হয় বলে এই ভুলগুলো হয়ে যায়।
Arpan | ২৬ অক্টোবর ২০১০ ১৪:১৪ | 216.52.215.232
মানে বলতে চাইছি বেসিকালি এটা একটা স্টিমুলাস প্যাকেজ।
Arpan | ২৬ অক্টোবর ২০১০ ১৪:১৩ | 216.52.215.232
সরকার অতিরিক্ত টাকাটা তুলল কীভাবে? ট্যাক্সো বসিয়েই তো?
Kartuj | ২৬ অক্টোবর ২০১০ ১৪:১০ | 125.20.3.146
মোটেই ধরা যেত না, যদি ঐ নামটাই প্রতিটা পোস্টে রেখে যেতেন। স্বনামে আবির্ভূতা হয়েই কুমড়োপটাশের ছদ্মবেশ ফটাশ হয়ে গেল। ;-)
kumropatash | ২৬ অক্টোবর ২০১০ ১৪:০৭ | 59.178.136.210
কার্তুজ,কুমড়োপটাশের ছবিটা আমার বরাবরই গভীর পছন্দ,তর ওপর আমার বর্তমান চেহারার সাথে ঐ ছবিটার ভীষণ মিল।তাই এই নামটা নিলাম। আইপি দেখে সবাই ধরে ফেলবে এটাও জানতাম,তবে এক্কেবারে তক্খুনি? আরেকটু দেরী করলে হত না?
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৫৯ | 121.242.177.19
ও হ্যাঁ, ডিফেন্সের একটা বড় লোভনীয় জিনিস হল ডিফেন্স ক্যান্টিন। অনেকেই এখান থেকে শস্তায় পেটি পেটি জিনিস কিনে নিয়ে গিয়ে পাড়ার দোকানে বেচে টু-পাইস কামান। আমার কাছে যে কত অনুরোধ এসেছে আমার অফিস থেকে, ডিউটি ফ্রি মদ এনে দেবার জন্য ... আমি এখন আর কাউকে কিছু বলি না ঃ-X
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৫৭ | 121.242.177.19
অর্পণ, জনগণের টাকা কোথায়? এ তো সরকারেরই টাকা! আমার কয়েকদিনের ইন্টারেস্টটা শুধু গেল। মূলধন তো সরকারের ঘর থেকে ফেরৎ এসেই গেল!
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৫৬ | 121.242.177.19
দিল্লি তো অসৎ লোকেদের জায়গা, এখানে অনেক রকমের অন্যায় চলে। ডিফেন্স মিনিস্ট্রির স্টিকার আমার গাড়িতে লাগানো আছে, এরকম অনেক লোকের গাড়িতেই লাগানো আছে যারা ডিফেন্সে কাজ করেন, তাদের অনেকেই ঐ স্টিকারের জোরে টোল ব্রিজে বা টোল এক্সপ্রেসওয়েতে টোল না দিয়ে বেরিয়ে যান। যেটা ভীষণ ভীষণ অন্যায়।
মিনিস্ট্রির ভেতরের আরও অনেক, অনেক কেচ্ছা আছে, সে-সব পরে শোনানো যাবে কখনও। ঐ একটি মিনিস্ট্রি তো আমজনতার আউট অফ বাউন্ডস, কোনও রিপোর্টারও ঢুকতে পারে না, ফলে ওখানকার অনেক গল্প লোকে জানে না, যা আমি জানি ঃ-)
খুব ঠিক কথা, তিল। ঠিক সেই কারণেই আমরা আর্মির সাহায্য নিই নি। প্রাইভেসির ব্যাপারটা তো ছিলই, তার চেয়েও বড় ব্যাপার, একজন সিভিলিয়ানের মাথায় ছাতা ধরা বা তার গাড়ির দরজা খুলে দেওয়াটা একজন জওয়ানের ডিউটির মধ্যে পড়ে না। সেটা তাকে দিয়ে করিয়ে নেওয়া হয় ওপরতলা থেকে চাপ দিয়ে। আমরা এনটাইটেল্ড নই এসবের জন্য, কিন্তু ঐ মিথোজীবী জীবনযাপনের জন্য এসব চলে আসে। মিনিস্ট্রির সেকশন অফিসারকে খুশি রাখতে পারলে ভবিষ্যতে ভালো পোস্টিং পাওয়াযেতে পারে, ফাইল বেশিদিন আটকে থাকে না। সেই তদ্বিরগুলোও তো মিনিস্ট্রির অফিসে বসে সামলাতে হয় প্রতিদিন। সেগুলোও ৯৯ শতাংশই অন্যায় আবদার। কিন্তু কনসিডারেশন আর হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড কখন কোথায় খেটে যয় কেউ তো বলতে পারে না ...
বুইলেন কিনা?
জয়ন্তী, সরি হবার কিছু নেই, তিন অক্ষরের যুক্তাক্ষর গুরুতে ছাপা যায় না। ওটা জ+জ+ব-ই হবে। কিন্তু লিখতে গেলে হয়ে যায় উঙ্কÄল।
til | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৪২ | 220.253.185.165
ঐ যে, যেখানে লিখলেন আপনার মিসেস ডিফেন্স মিনিস্ট্রির প্রভাব খাটাননি , নতুবা .....। তাহলে ফার্ষ্ট হাজব্যান্ডের হেলিকপ্টারের জন্যে বম্বে এয়ারপোর্ট কিছুক্ষণের জন্যে আউট অফ বাউন্ডস হলে তার প্রতিবাদ করি কেন? অন্যায় সুবিধে কেন নেব। ভাবুন তো যারা লিখতে পড়তে পারে না, তারা কিরকম অসহায় বোধ করে? সেই অর্থ আমরা তো এমনিতেই প্রিভিলেজড, জানি বুঝি, বুঝতে পারি।
jayanti | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৪০ | 59.178.136.210
ডবল সরি,
উজ্জল
jayanti | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৩৯ | 59.178.136.210
সরি,উঙ্কÄল।
jayanti | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৩৮ | 59.178.136.210
শমীকের লেখা পড়েই আমি উঙ্কÄল ছবির মত আন্দামান-পরিষ্কার দেখতে পাচ্ছি।এতো হিসেবটিসেব কিচ্ছু দরকার নাই আমার।
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৩৭ | 121.242.177.19
লেখা কিন্তু এখনও শেষ হয় নি। স্পেশালি দুখের জন্য, এবং অন্যান্য খাদ্যরসিকদের জন্য এখনও চমক অপেক্ষা করছে।
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৩৬ | 121.242.177.19
কোন্টা? কোন্টা?
til | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৩৫ | 220.253.185.165
এয়্যার ইন্ডিয়াকে এমনি করে ভর্তুকী দেয়া হচ্ছে, প্যাটেল সাহেবের কি বুদ্ধি। -- শমীকের লেখাটার জবাব নেই, তবে শুধু একটা জায়গায় খারাপ লাগলো, যদিও সেটা ০.০০০০০০০১ %
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৩:৩১ | 121.242.177.19
তিল, দুজন নয়, তিনজন। আমার মেয়ের সাথে পাঁচ বছর বয়েস। তার ফুল টিকিটই লেগেছে প্লেনে।
আর বললাম তো ওটা এলটিসি ফেয়ার ছিল। এমনি ফেয়ার দিল্লি-কলকাতা-পোর্ট ব্লেয়ার-কলকাতা-দিল্লি পারহেড সতেরো থেকে কুড়ি হাজার মত। তিনজনকার পঞ্চাশ থেকে ষাটহাজার টাকায় হয়ে যেত।
til | ২৬ অক্টোবর ২০১০ ১৩:২৪ | 220.253.185.165
তা বটে, আজকাল দুজনের সিঙ্গাপুর এয়ারলাইন্সের রিটার্ন সিডনী কলকাতা- রু৯৮০০০। দিল্লী আন্দামান তার চেয়ে বেশী! অ্যান্ড সো ইজ খাওয়া। বলি ও ভুতো বাবাজী ও ব্ল্যাঙ্কি? কবে পধারিবে শুনি?
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৩:২৩ | 121.242.177.19
অর্পণ, ক্যামেরা ঠিক হয়েছে। ক্রমশ প্রকাশ্য।
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১৩:২২ | 121.242.177.19
শ্রাবণী, ধৈর্যং ধরং। আমি সমস্ত ডিটেল্ দিয়ে দেব ভবিষ্যতের যাত্রীদের জন্য।
ঐ এজেন্টকে হোটেল থেকে কনট্যাক্ট করে দিয়েছিল।
কেসি, তা কেন? আমরা তো রিইমবার্শমেন্টের চক্করে ঐসব খরচা করেছি। যাতায়াতের খরচা আর কি। নইলে যে হোটেল রুমে ছিলাম, সেটা এসি, যদিও এসি কোনওদিন চালাতে হয় নি, দৈনিক ভাড়া ১৩০০ টাকা। এমনিতে দৈনিক ৪০০ টাকাতেও ভালো হোটেল পাবে।
আমরা প্রচুর পড়াশোনা করে গেছিলাম, কিন্তু ইন্টারনেটের কোথাও আন্দামানের জন্য এত ডিটেইল্ড ট্র্যাভেলগ নেই, তাই একটু এদিক ওদিক ঠেকতে হয়েছিল। বাকিদের যাতে তা-ও না ঠেকতে হয়, সেই জন্যেই তো এত সব লিখে দিচ্ছি। আমিই প্রথম। ঃ)
kc | ২৬ অক্টোবর ২০১০ ১৩:১১ | 194.126.37.76
শমীকের লেখাটায় যা খরচার ডিটেল দিচ্ছে তাতে মনে হচ্ছে ওর থেকে কম টাকায় মরিশাস হয়ে যাবে।
Arpan | ২৬ অক্টোবর ২০১০ ১৩:০০ | 204.138.240.254
ক্যামেরাটা ঠিক হল? (ক্ষী সাসপেন্স)
shrabani | ২৬ অক্টোবর ২০১০ ১২:৫৭ | 124.124.86.38
শমীক, তোমার ট্র্যাভেল এজেন্ট কি লোক্যাল ছিল? কি ভাবে কনট্যাক্ট করেছিলে? পোর্ট ব্লেয়ারের কোন হোটেল লোকেশন ওয়াইস সবচেয়ে ভালো (লোকেশন মানে ঘিঞ্জি হবেনা)?
Ishan | ২৬ অক্টোবর ২০১০ ১২:৪৫ | 122.248.182.16
এছড়াও আজ মঙ্গলবার। পাড়ার জঙ্গল সাফ করার দিন।
kumropatash | ২৬ অক্টোবর ২০১০ ১২:৪৫ | 59.178.136.210
সরি,কড়োয়া চৌথ।
kumropatash | ২৬ অক্টোবর ২০১০ ১২:৪১ | 59.178.136.210
আজ কড়েয়া চৌথ। সব গিন্নীরা উপোস করে কর্ত্তাদের মঙ্গল কামনা কচ্চে(চাঁদ দেখা পয্যন্ত)ঃ-)
Ishan | ২৬ অক্টোবর ২০১০ ১২:১২ | 122.248.182.16
আমারও নামছেনা।
বিঃদ্রঃ আমি কোনোদিনই নামানোর চেষ্টা করি নাই।
tatin | ২৬ অক্টোবর ২০১০ ১২:০১ | 130.39.149.32
আমারও নামছেনা!
Arpan | ২৬ অক্টোবর ২০১০ ১১:০৮ | 216.52.215.232
ফাফ এক্সটেনশন দিয়ে নামাই তো। তবে ইদানীং কিছু নামাইনি।
Samik | ২৬ অক্টোবর ২০১০ ১০:১৭ | 122.162.75.126
রিয়েলপ্লেয়ার ভিডিও ডাউনলোডার কাজ করছে না কোনও ব্রাউজারেই। ফাফ, আইই, ক্রোম। অথচ প্রত্যেকটাতেই এটা এনেবলড আছে।
আর কারুর কি প্রবলেম হচ্ছে? কোনও সল্যুশন?
til | ২৬ অক্টোবর ২০১০ ১০:০৭ | 220.253.185.165
১৯৯৩ র কেনা হুভার ওয়াশিং মেশিন হাত দিলো এবার। গুগল দেখে ভাবলাম রিপেয়ার করি, উরেব্বাস access ই নেই তলার দিক ছাড়া, কি আপদ রে বাবা; ভাবলাম বেল্ট গেছে। যাকগে ফেলে দেয়াই সাব্যস্ত করলাম।
debu | ২৬ অক্টোবর ২০১০ ০৭:৪৪ | 72.130.151.116
কমপক্ষে ২০০০ sqft এর ফ্ল্যট ভাড়া চাই আমার Animation এর কাজের জন্য।
দম্দম থেকে গড়িআ এরিয়া র মধ্যে চাই। এখন যেখানে কাজ হচ্চে সেখানে space খুব কম। dev@animvision.com
sana | ২৬ অক্টোবর ২০১০ ০৬:৫২ | 110.32.33.101
অর্পন,বোয়াল মাছের চচ্চড়া-র সুনীল গাঙ্গুলীর রেসিপি টা ঠিক-ই হবে। স্বাতী গাঙ্গুলী কে এটার রেসিপি দিতে দেখেছি টিভি তে by chance। বলছিলেন এটা 'সুনীলের মা'র' রেসিপি। তবে আর সব এই রকম-ই ছিলো পুরো মনে পড়ছে,কিন্তু,মুলো টা দিয়েছিলেন কিনা একদম ভুলে গেছি। ঐ কাঁচা তেলে মাছ ছাড়া,তারপর মাছ ভেঙ্গে গেলে কাঁটা তুলে নেওয়া,শেষে কাঁচা তেল সব মনে আছে,শুধু মুলো টা ভুলে গেছি। খেতে নাকি,খুব ভালো হয়, বলছিলেন।
Tim | ২৬ অক্টোবর ২০১০ ০২:৫০ | 198.82.23.228
চিকেন দিয়ে ইলিশের ঝোল? ইলিশ কি এবার খুব শস্তা যাচ্ছে?
kc | ২৬ অক্টোবর ২০১০ ০১:০৮ | 89.203.49.18
অল্প একটু চিকেন আর কালোজিরে দিয়ে ইলিশের ঝোল আর ভাত, শেষপাতে একটু দই। ডিনারটা হাল্কার উপরেই রাখলাম। কখন কি যে হয়ে যাবে বলা যায়না। ঘটি বলে কথা। ব্যাঙদেবী ................ গুন্নাইট।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন