এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ০৩ মার্চ ২০১১ ২২:৪৭ | 198.169.6.50
  • হতাশা পুষে রেখো না টিম্ভাই, এট্টা দিয়ে সুরু, পরের কথা কে বলতে পারে ?
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২২:৪৫ | 198.82.29.167
  • মাত্র এট্টা? বড়ো হতাশ হইলাম।
  • kumudini | ০৩ মার্চ ২০১১ ২২:৪২ | 122.162.247.205
  • সকলে মিলে দেখেশুনে টিমের এট্টা বে দেয়া হোক।
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২২:৪১ | 198.82.29.167
  • হে কবি অপ্পন, এইটা কি দীর্ঘশ্বাস? ঃ-)
  • Arpan | ০৩ মার্চ ২০১১ ২২:৩৬ | 122.252.231.10
  • * হয়ত
  • Arpan | ০৩ মার্চ ২০১১ ২২:৩৬ | 122.252.231.10
  • টিমের তো বউই হয়নি। হলে না হয় রিকোয়েস্ট আসত। যেমতি আমি ও বোতিন।
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২২:৩৫ | 198.82.29.167
  • তাবলে আমি আদর্শচ্যুত হইনি। সত্যের খাতিরে বলতেই হবে, এক সেকেন্ডও দেখিনাই নিজে। বোতিনদা দেখে এলে গল্পটা শুনে নেবো।
  • kumudini | ০৩ মার্চ ২০১১ ২২:৩২ | 122.162.247.205
  • যারা কুমুদি/কুমুকে এত ভালবাসলেন,তাদের সকলকে অনেক ভালোবাসা,যতখানি আমার বুকে ধরে।

    মেঘকে অনেক আদর,একটা মজার মাথা নাড়া পুতুল আর ক্যালাইডোস্কোপ।

    ব্রতীন,তুমি ঐ টিমের কথায়,ঐ পচা সিনেমাটা---নাঃ,ভাবা যায় না।
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২২:২৬ | 198.82.29.167
  • স্যান্টা ফর্মে ফিরছে, যদিও ক্রিসমাস আবভি দূর হ্যায়। ;-)
  • hu | ০৩ মার্চ ২০১১ ২২:২৫ | 12.34.246.72
  • প্রতি খুনের পর প্রিয়াঙ্কা চোপড়া একটা ভারী ঘন্টা ধরে ঝোলে। আমি ভাবছিলাম পরের বরগুলো কি গাধা! ঘন্টা বাজছে দেখেও পালালো না! ব্রতীনদা দেখে এসে এই মিস্ট্রিটা সলভ করে দিও।
  • san | ০৩ মার্চ ২০১১ ২২:২৪ | 14.99.254.108
  • অক্ষদি , বিন্দাস ঃ-)

    টিমকে কার কম্পুতে ইন্সটল করা হবে?
  • Bratin | ০৩ মার্চ ২০১১ ২২:২১ | 117.194.97.24
  • না না চিন্তার আর কী আছে? কলেজ জীবনে সপ্তাহে অন্ততঃ ৩ টে সিনেমা দেখতাম।চাকরী তে জয়েন করে সে সব কবেই ছবি হয়ে গেছে।তাই বৌ র অনুরোধে...
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২২:২১ | 198.82.29.167
  • স্মার্ট সফটওয়্যার তো! ইন্সটল কত্তে হবে ওরম আমাকেও।
  • Arpan | ০৩ মার্চ ২০১১ ২২:১৮ | 112.133.206.18
  • চিন্তার কী আছে, বোতিন? পিকচার খারাপ হলে না হয় আট নং খুনটা হবে! ;-)
  • hu | ০৩ মার্চ ২০১১ ২২:১৩ | 12.34.246.72
  • আমি সাত খুনের প্রথম দুটো দেখেছি। তিন নম্বরে এসে ভিডিও আটকে গেল।
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২২:১১ | 198.82.29.167
  • লিখলাম তো কাল্কেই। আর কেউ লেখেনা বলেই টইটা তুল্লাম।
    ব্যস্ত মানে, এট্টু ঘোরাঘুরি বেড়েছে। একে সোসন, তায় দৌড়ঝাঁপ। আকবা ঃ-(
  • Nina | ০৩ মার্চ ২০১১ ২২:০৬ | 64.56.33.254
  • ও কুমু, কালকেও বলে গেছি--আজ ও বলতে এলাম গো--বড্ড মন ছুঁয়ে গেছে তোমার কবিতাখানি, ওগো কুমুদিনী --আরও লেখ আরও পড়ি!

    ঈশান ও মিঠুকে মিঠে অভিনন্দন, এই মিঠে দিন বারবার আসুক ফিরে নতুন নতুন মিঠাই নিয়ে !

    মেঘবরণীর (এই রে কি বানান) মিত্তি লাইনগুলো খুউব মিত্তি--রচয়িতা কে?

    নতুন আপিশ বড্ড কটিন--কোনও ভাল কাজ করা মানা, যেমন ভাটানো ঃ-(( খুব দুক্কে দিন কাটাচ্ছি--আমারে ভুলে যেওনা বন্ধুরা ---টাটা
  • Bratin | ০৩ মার্চ ২০১১ ২২:০৫ | 117.194.97.24
  • টিম, দেখি আজকাল একদম কবিতা লেখো না। খুব ব্যস্ত নাকি?
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২২:০৩ | 198.82.29.167
  • যাক, মিশন সাকসেসফুল! ;-)
    দেখে এসে বোলো ক্যামন হয়েছে। ঃ-))
  • Bratin | ০৩ মার্চ ২০১১ ২২:০২ | 117.194.97.24
  • যাই হোক লোকজনের কথায় বার খেয়ে আমি 'সাত খুন মাফ' র টিকেট কেটে আনলাম।শনি বার যাবো।
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২১:৫৯ | 198.82.29.167
  • এইজন্যেই কবি বলেচেন, মেলাবেন্তিনিমেলাবেন!
  • Bratin | ০৩ মার্চ ২০১১ ২১:৫৮ | 117.194.97.24
  • নিজেদের মধ্যে মেলামেলি করেই ক্ষান্ত নয় আমাদের কেও জানাবে!! ঃ-)
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২১:৫৫ | 198.82.29.167
  • ক্ষি দিঙ্কাল! ;-)
  • Arpan | ০৩ মার্চ ২০১১ ২১:৪৮ | 122.252.231.10
  • আবার ভেজেছি
  • byaang | ০৩ মার্চ ২০১১ ২১:৩৪ | 122.172.3.185
  • হুঁ, আমিও উত্তর দিয়েছি।
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২১:৩৩ | 198.82.29.167
  • নাহ্‌ ছড়িয়ে ফেলবো। এম্নিতেই বাংলা দেখতে পাচ্ছিনা।
  • Arpan | ০৩ মার্চ ২০১১ ২১:২৭ | 122.252.231.10
  • রিপ্লায়েছি।
  • hu | ০৩ মার্চ ২০১১ ২১:২৭ | 12.34.246.72
  • ইউনিকোডে গিয়ে কপি করা যায় তো!
  • Tim | ০৩ মার্চ ২০১১ ২১:২৬ | 198.82.29.167
  • মেঘের পোস্টটা একটুও না পাল্টে শিশুটকে দেওয়া যায়না? আমি জানিনা কিভাবে ভাট থেকে পোস্ট কপি করা যায়, নইলে করে দিতাম।
    মেঘকে আমার তরফ থেকেও অনেক আদর।
  • hu | ০৩ মার্চ ২০১১ ২১:২৫ | 12.34.246.72
  • হীরকনগরের আশেপাশে? সেখানে কারা যেন কাঁদে আর সেই জল ঝিনুকের পেটে গেলে মুক্তো হয়? ঃ-)
  • byaang | ০৩ মার্চ ২০১১ ২১:২২ | 122.172.3.185
  • আকাশের কাছাকাছি। (হুচিকে বল্লাম)

    অর্পণ , সময় পেলে একটু জিমেল চেক করিস।
  • hu | ০৩ মার্চ ২০১১ ২১:২১ | 12.34.246.72
  • মিঠুদি-ঈশানদাকে শুভেচ্ছা।
  • hu | ০৩ মার্চ ২০১১ ২১:২০ | 12.34.246.72
  • মেঘের বাড়ি কই? আমি যাব ঃ-)
  • Arpan | ০৩ মার্চ ২০১১ ২১:১৯ | 112.133.206.18
  • মামু আর মামীকে হার্দিক শুভকামনা। বাৎসরিক এই দিনটিতে তোমাদের গৃহে আবার কাক-চিল ইত্যাদি পক্ষী ফিরিয়া আসুক।

    (ডিঃ লাস্ট লাইনটা নেহাতই মঃ)
  • Arpan | ০৩ মার্চ ২০১১ ২১:১৬ | 122.252.231.10
  • সান্দা, আজ অবপ্যাঁ দেখলাম। আরএমজি ইনফিনিটিতে। ওল্ড মাদ্রাস রোডে।
  • byaang | ০৩ মার্চ ২০১১ ২১:১৪ | 122.172.3.185
  • পামিতা, কালকেই বিকেলে তোমাদের বাড়ির সামনে দিয়ে আমরা মারাথাহাল্লি যাচ্ছিলাম। আমি প্রথমে খেয়াল করি নি, ঋভুই ফ্লাইওভারের উপর থেকে তোমাদের পাড়াটা দেখিয়ে বললো, এইখানেই মেঘদের বাড়ি।
  • Paramita | ০৩ মার্চ ২০১১ ২১:১২ | 202.3.120.9
  • "ঐ অত দূরে দেখি.."
  • Arpan | ০৩ মার্চ ২০১১ ২১:১১ | 122.252.231.10
  • ঘরে ঘরে এক হি কহানি।
  • Paramita | ০৩ মার্চ ২০১১ ২১:১১ | 202.3.120.9
  • মেঘ রচয়িতা নয় কিন্তু।
  • hu | ০৩ মার্চ ২০১১ ২১:১০ | 12.34.246.72
  • বাহ! মেঘ তো ভারী সুন্দর লেখে!

    আমি একবার লিখে দিই?

    ঝিকমিক ঝিকমিক, ওগো ছোট তারা
    বসে বসে ভাবি শুধু তোমরা যে কারা
    ঐ ওঠো দূরে দেখি তোমাদের বাড়ি
    আকাশের গায়ে যেন হিরে সারি সারি

    পামিতাদি, মেঘকে আমার হয়ে একটু আদর করে দাও।
  • byaang | ০৩ মার্চ ২০১১ ২১:০৮ | 122.172.3.185
  • বাঃ, মেঘসোনার জন্য অনেক আদর রইলো। খুব সুন্দর হয়েছে।
  • Paramita | ০৩ মার্চ ২০১১ ২১:০৫ | 202.3.120.9
  • কাকু মাসিদের জন্য রইলো। কিছুতেই ছাড়লো না, সে নাকি পোস্ট করবেই।
  • Megh | ০৩ মার্চ ২০১১ ২১:০৪ | 202.3.120.9
  • ঝিক্মিক,ঝিক্মিক ওগো ছোতো তর।
    বোশে,বোশে ভবি শুদু তোম্র জে কর।
    ঐ ওথো দুরে দেখি তোমদের বরি
    অকশের গয়ে জেনো হিরে সরি সরি
  • Chaitali | ০৩ মার্চ ২০১১ ২০:২৯ | 218.248.64.203
  • র‌্যাঞ্চো আমার বড়ো ভালো ছেলে, শুধু জুলজুল করে চেয়ে থাকে, চেখে দেখে না অবধি।
    কাবাব গুলি খেতে ভারি ভালো, কিন্তু ...
  • a x | ০৩ মার্চ ২০১১ ২০:১৫ | 99.188.84.89
  • আরে স্যান এসেছে! কেমন আছ?
  • a x | ০৩ মার্চ ২০১১ ২০:১৩ | 99.188.84.89
  • রান্নাঘরে ঢোকার পূর্ব মুহূর্তে ছবি তুলবে ও ডেকে দেখাবে এই রান্নাঘরে ঢুকছ, বেরোনোর সময় এই ভাবেই যেন থাকে। তারপর একটা চিলড বীয়ার নিয়ে গা-ও দেখতে বসে পর আর ফোন করে একটা পিৎজা ডেলিভারি কল করে দাও। মানে নিজের পেটে সে রাতে কিছু পড়ুক না পড়ুক, ছেলেকে তো খেতে হবে।
  • M | ০৩ মার্চ ২০১১ ১৯:২৪ | 59.93.245.135
  • বলবোনাই ভাবছিলুম, চৈতালী ই উস্কে দিলো, আমার দোষ নাই, যাকগে কুমুকে এট্টা হাম্পি দিলুম,মিত্তি কবিতার জন্য।কাল রাত্তে আমাদের মুরগীর ঠ্যাং গ্রিল করা হলো, মানে পরের ছেলে বানালো, আর আমার ছেলে তার বাবাকে চুপি চুপি বলছিলো, এটা তুমি ভালো বানাও, মা পারেনা, তো বলছিলাম কি তিনি বানালেন, আমি কিছুই করিনি, আমি মাত্র জিজি পেষ্টটা বানালাম, দই ঢেলে দিলাম,কোন ফাঁকে তন্দুরী মশালা লুকিয়ে ছিলো , তা বের করলাম,একের পর এক বাসন টেনে টেনে বার করা হচ্ছে চেয়ে চেয়ে দেখলাম,সেগুলো আমায় ই পরিস্কার করতে হবে কিনা , খাওয়ার পর গুচ্ছ বাসন মেজে অ্যাডিশনাল কাজ হিসাবে হদ্দ নোংরা ওভেন পরিস্কারে লাগলাম।কিছুই করিনি কিনা তাই শেষে কাজ কি ভাবে করতে হয়, মাঝে মাঝে কিসব রান্না করে ছেলেটাকে ভালোমন্দ খাওয়াতে হয়, আর তাতে ক্যামন মন ভালো থাকে এসব ফিরিতে শুনলাম।
  • d | ০৩ মার্চ ২০১১ ১৯:১০ | 14.99.127.21
  • র‌্যাঞ্চোকে ট্রেনিং দিলেই তো হয়। ;-)
  • Chaitali | ০৩ মার্চ ২০১১ ১৯:০৮ | 218.248.64.201
  • ব্রতীন,
    হয়তো ঐ "শিক' থাকার জন্যই, এরা, অন্তত এদের একজন, শিক কাবাব বানাতে এবং খেতে বড়ই ভালবাসে।
    কিন্তু শুধু ঐ বানাবেই! জোগাড় আর ফাই-ফরমায়েশের চোটে বাড়িসুদ্ধ লোক নাজেহাল। ওফ!
  • Tim | ০৩ মার্চ ২০১১ ১৯:০৬ | 173.163.204.9
  • আশাকরি কুমুদির বেগনী ভাবটা এখন কমে এসেছে। এবার বলা যেতেই পারে।
    তোমার কবিতাটা কালকেই পড়েছি। ভালো হয়েছে খুব। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত