এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ০৮ মার্চ ২০১১ ১৮:০১ | 59.178.158.196
  • এইরে,উইকেন্ডের পর তো ডিডিদার সাড়াশব্দ পাওয়া যায় নি!!!!!!!!!!
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ১৭:৫৯ | 112.133.206.18
  • লামা ঃ-))))
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ১৭:৫৮ | 122.252.231.10
  • নামাবার আগে একটু গরমমশলার গুঁড়ো ছড়িয়ে দিন। ডিডিদা খুশি হবেন, আপনিও।
  • kumudini | ০৮ মার্চ ২০১১ ১৭:৫৭ | 59.178.158.196
  • "আমার ঠোঁট তোমার ঠোঁট ছুঁলো,
    আর যা কিছু অকিঞ্চিৎকর।"
    কার লেখা?
  • Lama | ০৮ মার্চ ২০১১ ১৭:৫৫ | 203.132.214.11
  • কুমুদি, উহা সম্ভবতঃ ডিম রন্ধনের প্রণালী।

    তিলদা, ডিম বানানোর পদ্ধতি মুরগীরা ছাড়া কেউ জানে না বলেই আমার বিশ্বাস
  • kumu | ০৮ মার্চ ২০১১ ১৭:৫৩ | 59.178.158.196
  • তিলস্যার,প্যানে তেল দিন,গরম হলে পেঁয়াজ,লংকাকুচি,আর যা মন্‌চায় দিন,ডিম ভেঙে দিয়ে দিন,নুন দিন,প্রাণপণ নাড়ুন,নামিয়ে খান।
  • Lama | ০৮ মার্চ ২০১১ ১৭:৫২ | 203.132.214.11
  • ব্রতীন, থুপিয়ে?
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১৭:৪০ | 122.248.183.1
  • আমি কাটলাম
  • san | ০৮ মার্চ ২০১১ ১৭:৩৩ | 14.99.127.220
  • একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিন।
  • til | ০৮ মার্চ ২০১১ ১৭:৩০ | 220.253.71.144
  • বমি হবে যে!
  • san | ০৮ মার্চ ২০১১ ১৭:১৩ | 14.99.127.220
  • ডিম ফেটিয়ে দুধে গুলে খেয়ে ফেলুন। স্বাস্থ্যের উপকার হবে।
  • til | ০৮ মার্চ ২০১১ ১৭:০৮ | 220.253.71.144
  • ডিম বানাবার সবচেয়ে কুইক রেসিপি কেউ দেবেন?
  • san | ০৮ মার্চ ২০১১ ১৭:০৫ | 14.99.127.220
  • আমার রান্না করতে তত প্রবলেম হয়না , সেই রান্না লোককে খেতে দিতে একটু প্রবলেম হয়। মানে ভয় করে ঃ-)
  • shrabani | ০৮ মার্চ ২০১১ ১৭:০০ | 124.124.86.85
  • ডাল বানাতে জানলে আর ডালকে গোলমেলে বলিস! আবার দেখলাম বলে নাকি মুইঠ্যা বানায়।
    আমি রান্না করি করতে ভালোবাসি বলে, যখন ইচ্ছে হয়। রোজের রান্না করতে আমার ইচ্ছেও হয়না, করিওনা।
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১৬:৫৯ | 122.248.183.1
  • আটা মাখা সহজ। সিমেন্ট মাখা দেখেছো? অনেক টা ঐ রকম। জল বেশী হলে আটা দাও, আর আটা বেশী হল জল দাও; যতক্ষণ না আঁট আঁট ব্যাপার আসছে একটা!!
  • siki | ০৮ মার্চ ২০১১ ১৬:৫৬ | 123.242.248.130
  • স্যানের মতই কেস আমারো। গোল নিয়ে চাপ নাই। আটাটা ঠিকমত মাখতেই পারি না। বেলতেও প্রবলেম হয়। আফ্রিকার ম্যাপও হয় না, চৌকোও হয় না।
  • quark | ০৮ মার্চ ২০১১ ১৬:৫৫ | 202.141.148.99
  • শমীক খিচুড়ি বানাতে পারে, আর সিকি চা!
  • Lama | ০৮ মার্চ ২০১১ ১৬:৪৫ | 203.132.214.11
  • ডাল বানাতে আমি জানি না? অ্যাঁ? আমি জানি না ডাল বানাতে? এ তো একদম হুতোর মত কথাবার্তা
  • san | ০৮ মার্চ ২০১১ ১৬:৪৩ | 14.99.127.220
  • রুটি আমিও বানাতে পারিনা। গোলটোল পরের কথা বেলতে গেলেই ছিঁড়ে যায়। চা-ও ঠিক পারিনা , কেননা নিজে খাইনা, কক্ষনও বুঝিনা ঠিকভুল কি হল, কোনটা বেশিকম হত বা হবে ইত্যাদি। সোজাসোজা রান্না হলে মোটামুটি পারি, খেতে বিশেষ ভাল হয়না , তবে পারি।
  • siki | ০৮ মার্চ ২০১১ ১৬:৩৬ | 123.242.248.130
  • আমি চা ভালো বানাতে পারি। সকালের্টা বউ বানায়, সন্ধ্যেরটা আমি বানাই।
  • Samik | ০৮ মার্চ ২০১১ ১৬:৩৫ | 123.242.248.130
  • চেষ্টা করেও পারি নি। আমি খিচুড়ি বানাতে পারি, কিন্তু মুসুড্ডাল মুগেড্ডাল বানাতে বললেই ঘেঁটে যাই।
  • shrabani | ০৮ মার্চ ২০১১ ১৬:৩৩ | 124.124.86.85
  • এই লামা কোনো রান্নাই জানেনা।
    ডালে অনেক এক্সপেরিমেন্ট করা যায় ইচ্ছেমত, বেশ ক্রিয়েটিভ চ্যালেঞ্জ আছে ডালকে কতটা স্বাদিষ্ট করা যায় এর মধ্যে।
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ১৬:২৯ | 122.252.231.10
  • সম্ভার দিতে শিখে নিলে ডাল বানানো কোন ব্যপার না। বরং চা বানানো হেভি টাফ। কতক্ষণ চাপাতা ভিজলে তবে লিকার আর ফ্লেভার ঠিকমত আসবে, খেয়ে মেজাজ তর হয়ে যাবে কিন্তু চা তেতো হবে না, বহুত প্রিসিশনের ব্যপার।
  • Lama | ০৮ মার্চ ২০১১ ১৬:২৮ | 203.132.214.11
  • আসলে, রুটির গোলটা মেলানো কঠিন। আর ডাল বানানো ব্যাপারটাই গোলমেলে
  • shrabani | ০৮ মার্চ ২০১১ ১৬:২৫ | 124.124.86.85
  • আচ্ছা শমীক রুটি বানাতে পারেনা ঠিক আছে, রুটি অনেকেই বানাতে পারেনা গোলের ব্যাপারটার জন্য কিন্তু ডাল কেন বানাতে পারেনা? সেটা তো শিখে নিলেই পারো।
  • Arijit | ০৮ মার্চ ২০১১ ১৬:১১ | 61.95.144.122
  • বহুকাল পর সেই বিক্কলেজের ইউনিক্স ল্যাবের কথা মনে পড়ে যাচ্ছে। সেই যখন কম্যান্ড লাইনে কম্যান্ড টাইপ করে বসে থাকতুম কখন সেটা স্ক্রীনে দেখাবে...

    ভিপিএন দিয়ে Netezza-র হোস্টে কানেক্ট করে এই অবস্থা। আরো বেশি জ্বলছে যখন ওর মধ্যে ফাইল এডিট করে সেটা চালিয়ে দেখে ফের এডিট করতে হচ্ছে...
  • siki | ০৮ মার্চ ২০১১ ১৫:৩৭ | 123.242.248.130
  • সবাই কি মামীর ভয়ে পলাইল নাকি?
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১৪:৪৬ | 122.248.183.1
  • ও ই দেখো মিঠু আবার কেমন আক্রমত্মাক হয়ে উঠছে!!
  • m | ০৮ মার্চ ২০১১ ১৪:২৭ | 117.194.41.118
  • কেসির কান কাটিয়া লওয়া হউক।
  • siki | ০৮ মার্চ ২০১১ ১৩:৩৭ | 123.242.248.130
  • হুঁ, সহজেই অ্যাকোমোডেট করে যাই থিন লাইনে। কী বলো? সাধে কি কবি বলেছেন, প্রভু, পাতলা হয়ে যাই।
  • h | ০৮ মার্চ ২০১১ ১৩:৩৫ | 203.99.212.54
  • উৎপল দত্তীয় অবলোকন কাম আর সুনীল গাঙ্গুলীয় পেম পেম এর মধ্যে লাইনটা থিন। কারণ শমিক রোগা।
  • san | ০৮ মার্চ ২০১১ ১৩:৩২ | 14.99.127.220
  • এই সব দিবস টিবস আসলেই কী হতাশ লাগে ।
  • siki | ০৮ মার্চ ২০১১ ১৩:১৭ | 123.242.248.130
  • ভোঁদাফোন বটে, তবে থ্রিজি নাই।

    আর মেয়েদের মুখ চিনতে সময় লাগে নাকি?
  • kumudini | ০৮ মার্চ ২০১১ ১৩:০৬ | 59.178.128.171
  • ব্রতীন ঃ-))
  • quark | ০৮ মার্চ ২০১১ ১২:৫৭ | 202.141.148.99
  • এর উত্তর হ'ল সিকি ভোডাফোনের 3G ব্যবহার কচ্ছে। স্মার্টার, ফাস্টার, বেটার ....
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১২:৫২ | 122.248.183.1
  • তার পরের প্রশ্ন । সিকি এই তো নতুন দোকানে গেল। এর মধ্যে সব মেয়ে গুলো চেনা হল কী করে?? ঃ-))
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১২:৪৯ | 122.248.183.1
  • ঠিক ঠিক। আমার ও এক ই প্রশ্ন!!
  • quark | ০৮ মার্চ ২০১১ ১২:৩৮ | 202.141.148.99
  • কবি এখানে কার বয়সের কথা বল্লেন? যে পরেছে না যে দেখছে?
  • siki | ০৮ মার্চ ২০১১ ১২:৩২ | 123.242.248.130
  • শাড়ি পরলেই চেনা মেয়েগুলো কীরকম অচেনা হয়ে যায়। এই বয়েসেও ঃ)
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১২:২৯ | 122.248.183.1
  • সালওয়ার কামিজ ফেটে গেছে?? চাপ তো!! যাই হোক বেশী ও দিকে দেখো না!!
  • siki | ০৮ মার্চ ২০১১ ১২:২৭ | 123.242.248.130
  • আমাদের দোকানে নারীরা আজ কী সব ঝ্যাকাস ঝ্যাকাস শাড়ি টাড়ি পরে এসেছে। কেউ কেউ ফাটাফাটি সালোয়ার কামিজও পরে এসেছে। দেখে চোখ সরানোই যাচ্ছে না।
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১২:২০ | 122.248.183.1
  • আর্য্য, নারী-দিবসে নারী দের বেশী না ঘাঁটানো ই ভালো। ' উহারা হল শরতের মেঘে র মতো, এই ঝকঝকে, এই বৃষ্টি'....
  • Arya | ০৮ মার্চ ২০১১ ১২:১৭ | 125.16.82.195
  • ধুস, আলোচনাটা কোন দিকে চলে গেল।
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১১:৫৫ | 122.248.183.1
  • আবার উল্টো টাও ঘটে । আমার অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু (মুসলিম) তার ছাত্রী কে বিয়ে করে। বিয়ের সময় অনেক ঝামেলা হয়েছিল। কিন্তু ক দিন আগে তার মেয়ের মুখেভাতে গিয়েছিলাম । এখন শ্বশুর বাড়ি র কাছে আমার বন্ধু খুব কাছের লোক। খুব ভালো লাগলো। কারণ আমি আমার বন্ধুর এই নিয়ে মানসিক টানাপোড়েন খুব কাছ থেকে দেখেছি।
  • d | ০৮ মার্চ ২০১১ ১১:৪১ | 14.96.17.117
  • একগাদা টাইপ করেও মুছে দিলাম
  • kc | ০৮ মার্চ ২০১১ ১১:২৭ | 194.126.37.76
  • এইরকমের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। অন্য রাজ্যে যাওয়ার দরকার নেই। আমাদের বঙ্গদেশেই, মুর্শিদাবাদে এক হিন্দু ছেলে এক মুসলমান মেয়েকে বিয়ে করে। মেয়ের গ্রামের লোক মেনে নেয়নি। গারামের লোকেরা ঠিক করে ছেলেটাকে জবাই করে নিজেদের বাড়িতেই গোর দিয়ে রেখে দ্যায়। একবছর আগে।
    এইসব ঘটনাগুলো আমাদের বিভিন্ন লেভেলে স্ট্রেস্‌ড করে, ভেন্ট করার কোনও জায়গা নেই। কলিগদের সঙ্গে বললে তারা বলে আঁতেল। শুনে স্ট্রেস আরও বেড়ে যায়।
  • a x | ০৮ মার্চ ২০১১ ১১:০৭ | 99.188.84.89
  • আচ্ছা, ভানওয়ারি দেবী? উনি ঝগরুটে? মানে ১ বছরের বাচ্চার বিয়ে হচ্ছে, তো তোর কি, তুই কেন বাগড়া দিতে যাস! আমাদের এরকমই নিয়ম! তারপর আবার একঘরে করেও শিক্ষে নেই, অন্যলোক হলে গ্রাম ছেড়ে চলে যেত লজায়! এ মহিলা একেবারে নির্লজ্জ! ধর বুড়িটাকে, উচিৎ শিক্ষা দে পাঁচজন মিলে, একে নীচু জাত, আবার মেয়ে, আজ বুঝবে! পুলিশ? পুলিশের কাছে যাবি? রেপ করেছে? তাইলে ঐ লেহেঙ্গাটা খুলে রেখে যেতে হয়, ওটা তো এভিডেন্স। দেখ দেখ - কি নোংরা মেয়ে, তাতেও অসুবিধে নেই, বরের ধুতি পরে, লেহেঙ্গা জমা দিয়ে গেল! আরে ঠিক আছে, কিছু টাকা-পয়সা দে বুড়িয়াকে ম্যানেজ হয়ে যাবে। তাতেও ভাঙ্গেনা? এমনকি টাকা নিয়ে মিটিয়ে নিতে বলছে আত্মীয় স্বজন মায় বরটা তাদের কথাও গ্রাহ্যি করেনা? ভেবেছে কি, লাথি মেরে বার করে দে বিরাদর থেকে! হা হা হা, আরে বাবা আইন কানুনের কল তো আছে আমাদের হাতে, বছরের পর বছর ধরে ঘোরাবো আদালতের চাকা। আর তারপর রায় তো আমরাই দেব - আরে বুড়ি মাগী, লজ্জা নেই রেপের চার্জ এনেছিস! এরা কত উঁচু ঘরের মানুষ জানিস! তোর ঐ বুড়ি চেহারা, তায় ছোট জাত! তোকে রেপ করেছে এরা, মিথ্যে বলার জায়গা পাসনা, ভাগ শালী কুত্তি!
  • kc | ০৮ মার্চ ২০১১ ১১:০৪ | 194.126.37.76
  • কেউ পড়া করেনা।
  • Lama | ০৮ মার্চ ২০১১ ১১:০২ | 203.132.214.11
  • কাটে তো কুপিয়ে
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১১:০০ | 122.248.183.1
  • ইয়ে,থুপিয়ে থুপিয়ে তো কাচে!! কাটেও নাকি??
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত