এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৫ মে ২০১১ ২১:০১ | 89.203.49.18
  • জিএমডি গুরুর বৈতালিক সঙ্গীত হওয়ার দাবী রাখলাম।
  • nk | ০৫ মে ২০১১ ২০:৫৮ | 151.141.84.191
  • মধ্যবাবুর তো অনেক পয়সা! প্রযোজনা করা তো চাট্টিখানি কথা নয়!
    ঃ-)
  • Tim | ০৫ মে ২০১১ ২০:৫১ | 198.82.19.242
  • কচুবনে আমাদেরো বাল্যকালে ছিলো। ওটা তো প্রায় ঐতিহ্য হয়ে গ্যাছে। ঃ-)

    র-দা, ঃ-)
  • madhyapadalopee karmadhaaray | ০৫ মে ২০১১ ২০:৪৫ | 58.137.132.4
  • ইয়েস। ঃ-)
  • aka | ০৫ মে ২০১১ ২০:৪৪ | 168.26.215.13
  • আমাদের বাইল্যকালে কচুবনে ছিল এখন জিএমডা
  • Tim | ০৫ মে ২০১১ ২০:৪৩ | 198.82.19.242
  • অনেকদিন আগে একটা অসম্ভব শিল্পমন্ডিত, ওয়েল একজিকিউটেড কিন্তু সামান্য ইয়ে টাইপের একটা গান শুনে ফিদা হয়ে গেছিলাম। কোডনেমঃ জি এম ডি। অন্য কেউ শুনেছো।
  • Tim | ০৫ মে ২০১১ ২০:৩৮ | 198.82.19.242
  • আমার ধারণা তুমি এই ভিডিওগুলো প্রযোজনা করো। ঃ-)
  • madhyapadalopee karmadhaaray | ০৫ মে ২০১১ ২০:৩০ | 58.137.132.4
  • ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ লুঙ্গি।

  • pi | ০৫ মে ২০১১ ২০:২৭ | 72.83.97.171
  • আকাদা, অর্পণ মেইল দেখো।
  • nyara | ০৫ মে ২০১১ ২০:২৫ | 122.167.255.49
  • কি পরেন মর্মপীড়?
    লুঙ্গি নকি চর্মচীর?
  • r.h | ০৫ মে ২০১১ ২০:২৪ | 198.175.62.19
  • এইরে, টই ঘেঁটেছে, আপডেট হচ্ছেনা।
  • pi | ০৫ মে ২০১১ ২০:২৪ | 72.83.97.171
  • হুতো , প্রতিটা পর্বের হেডারের জন্য একটা করে ছবি অন্তত হয়ে যাক। পেজমেকিং এর কাজটা এগিয়ে থাকে। না হলেও অন্ততঃ কভারটা।
  • r.h | ০৫ মে ২০১১ ২০:২০ | 198.175.62.19
  • আমি ভাবছি এই দশক লুঙ্গী দশক এইরকম কিছু একটা ঘোষনা করবো।
    মানে আমি আর ঘোষনা করার কে, তিনি ঘোষনা করবেন, আমি প্রচার করবো আরকি।
  • nyara | ০৫ মে ২০১১ ২০:১৭ | 122.167.255.49
  • লুঙ্গিসপ্তাহ কবে শেষ হচ্ছে?
  • r.h | ০৫ মে ২০১১ ২০:১৩ | 198.175.62.19
  • নাক খুঁটতে বাধা কিসের, নাকে তো আর প্যান্ট পরেনি।
  • M | ০৫ মে ২০১১ ১৯:৫৭ | 59.93.201.250
  • আমাদের পোড়াঅশ্বত্থতলায় ডায়মন্ড হারবার রোডের উপর দেখলাম এক সোয়াজেনগারের মতো চ্যায়রার পনিটেল বাঁধা স্টাইলিশ এক ফুচকাওয়ালা এসেচে, না বিশ্বেস হয় নিজেরায় দেখে যাও না কেন! দিব্যি আঁটসাট টাইপের, কোনো গামছাও নেই, রাত্তে নিশ্চয় বন্ধুক চালায়(উঃ ভাবলেই ক্যামন ফিদা হয়ে যাচ্ছি)একটা কালো টিশার্ট পরেছিলো,আর একটা বেশ সুন্দর ফিটিংস ট্রাউজার আর সেগুলো বেশ পরিচ্ছন্ন। হাতা ছোট,সেটা ভেদ করে বাইসেপস দেখা যাচ্ছে। এ নিগ্‌ঘাত মগে হিসু করবে না, নাক খুঁটবে না।এতদিনে একটা হিল্লে হলো।
  • sayan | ০৫ মে ২০১১ ১৯:০৪ | 115.241.3.90
  • লুঙ্গিলুঙ্গিলুঙ্গিলুঙ্গি'র দ্বিতীয় অঙ্কে অবশম্ভাবীভাবে আসবেই জুলু-জুলু-টিল-ডেথ'এর হৃদয়বিদারক যন্ত্রণা।
  • r.h | ০৫ মে ২০১১ ১৮:৪৮ | 198.175.62.19
  • প্রতিজ্ঞা মেন্টেন করা বীরের ধর্ম... সত্যি, কুমুদি যে কি মজাটাই না করতে পারেন, হাহাপগে

    (নেপথ্যে মশালের ম্লান আলো কেঁপে উঠছে দ্রিমি দ্রিমি ডঙ্কার ঘোষনায়, লুঙ্গীলুঙ্গীলুঙ্গীলুঙ্গীলুঙ্গীলুঙ্গী তালে)
  • kumu | ০৫ মে ২০১১ ১৮:৩৯ | 59.178.156.96
  • সায়ন কলিতে?সবাই কলি যায়,আমি ছাড়া।দুঃখে গালে হাত দিয়ে বসার ইমো।
    সায়ন,আমার নাম করে দুটি বই পোড়ো,সে আমারি পড়া হবে।
  • kumu | ০৫ মে ২০১১ ১৮:৩৬ | 59.178.156.96
  • মিঠু,এখন কিন্তু বেজায় গরম,ঘঢ়ম বল্লে ঠিক হয়,বেড়াতে কষ্ট হতে পারে।
    তবে তোমরা এলে এট্টা ভাট হবে নিশ্চয়ই।
  • sayan | ০৫ মে ২০১১ ১৮:৩৫ | 115.241.3.90
  • মার্কেট ফাঁকা নাকি? ব্রতীন্দা বাড়ি চলে গেছ?

    ওমু, খুব কম টাইমলাইন দিলি। আমি কাল সারাদিন দৌড়োবো। ইন্দ্রজাল দিতে পারি সামনের সোমবার। তুই কি তদ্দিন আছিস?
  • m | ০৫ মে ২০১১ ১৮:২০ | 117.194.33.184
  • কুমু দিল্লি বেড়াতে যাব ভাবছি- এখন কি ভালো সময়ঃ)
  • kumudini | ০৫ মে ২০১১ ১৮:০১ | 59.178.156.96
  • মোটামুটি শান্ত হয়ে এসেচিল,আমি আবার খুঁচিয়ে ফেল্লাম।
  • m | ০৫ মে ২০১১ ১৭:৫৯ | 117.194.33.184
  • এখনো চলছে!!
  • kumu | ০৫ মে ২০১১ ১৭:৫৫ | 59.178.156.96
  • বাঙালীর বীরধর্ম লুঙ্গিতে আসিয়া ঠেকিল?
    বীরনারীরাই এখন ভরসা।
  • kc | ০৫ মে ২০১১ ১৭:৫৩ | 194.126.37.78
  • শিখের শির = বাঙালের ??
    শিবুদা?
  • Sibu | ০৫ মে ২০১১ ১৭:৪৮ | 68.27.130.43
  • ওহে কুমুদিনী, কি প্রকারে তুমি লুঙ্গীকে সামান্য বলিলে? যে লুঙ্গীর পক্ষে-বিপক্ষে গুরুতে এরূপ ঝড় বহিল, যে লুঙ্গী লইয়া শত শত ভাটকাব্য রচিত হইল, যে লুঙ্গী লইয়া স্বয়ং মহান ডিডি একাধিকবার ডিঃ দিলেন, তাহা কি প্রকারে সামান্য হইল? আর বাঙালীর বীরধর্ম হইল লুঙ্গী পরিধানের পবিত্র অধিকার ডিফেন্ড করা। শিখেরা যেমন শিরাবরণ দিবার পূর্বে শির দিতে প্রস্তুত থাকে, বাঙালীর পক্ষে লুঙ্গীও তদ্রূপ। সেই বীরধর্ম পালনের জন্য ছলপূর্বক দু'চারিটি সামোসা-লাড্ডু সংগ্রহ করাই জায়েজ।
  • kumudini | ০৫ মে ২০১১ ১৭:৩৮ | 59.178.156.96
  • শিবু,এমন অন্যায্য,অনৈতিক চিন্তা আপনার মাথায় আসিল কি প্রকারে?আপনি না গুরুর মহান ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক?
    প্রতিজ্ঞা করিলে তাহা মেনটেন করাই বীরের ধর্ম।সামান্য লুঙ্গির জন্য তাহাকে ধূলায় লুটাইতে দিবেন্না।
  • Sibu | ০৫ মে ২০১১ ১৭:২৪ | 68.27.130.43
  • এই চিরতরে ব্যাপারটা কিলিয়ার হল নি।

    সামোসা-লাড্ডু খাইবার পর আবার লুঙ্গি পরিলে কি কৌশলে সামোসা-লাড্ডু রিট্রীভ করা হইবে?
  • kumudini | ০৫ মে ২০১১ ১৭:২১ | 59.178.156.96
  • আর পারা যায় না।
    লুঙ্গি চিরতরে(বোল্ড,আন্ডারলাইন) ত্যাগ করিয়া পাজামা পরার অভ্যাস ধরিতে হইবে।
  • Rajdeep | ০৫ মে ২০১১ ১৭:১৭ | 115.111.126.179
  • শিবুদা ঃ-)))
  • Sibu | ০৫ মে ২০১১ ১৭:১৬ | 68.27.130.43
  • যত বার লুঙ্গি ছাড়ব ততবার সামোসা-লাড্ডু পাওয়া যাবে?
  • kumudini | ০৫ মে ২০১১ ১৭:১৩ | 59.178.156.96
  • যাক,রণাঙ্গন এতক্ষণে শান্ত।
    যে বা যাহারা লুঙ্গি ত্যাগ করিয়া পাজামা /ট্র্যাক স্যুট/ধুতি পরা শুরু করিলেন,তাঁ/তাহাদের হার্দিক অভিনন্দন,একটি সামোসা ও একটি লাড্ডু সহ।
  • Sibu | ০৫ মে ২০১১ ১৭:১৩ | 68.27.130.43
  • এক জনতাকে চিনি যে এটি করেছে, মানে US -> Canada লাফালাফি। মেলাও, তার কনট্যাক্ট দে দেবখনে।
  • sinfaut | ০৫ মে ২০১১ ১৭:০৮ | 203.91.201.57
  • আপিসের এক পাব্লিক জানতে চাইছে, US যাওয়ার পর, CanadaVisa পাওয়ার প্রসেস কী? কেউ জানে? মালটা মনে হয় USonsite গিয়ে Canadaর কোনো কোম্পানিতে জাম্প করতে চাইছে।
  • Somnath | ০৫ মে ২০১১ ১৪:৫৯ | 117.194.205.148
  • আমি ৯৮৩৬৪৭৩১৮৮। সায়ন কল করিস। কাল সকাল অবধি অছি। ফেরার সময় মনে করে তোর ইন্দ্রজাল কমিকস গুলো নিয়ে যাস। এই লিস্টটা হেল্পফুল হবে।

    http://www.4shared.com/document/_S0ATVKY/List_of_Indrajal_Comics_in_Ben.html
  • kumu | ০৫ মে ২০১১ ১৪:৩৫ | 59.178.137.40
  • ওঃ,ভাগ্যিস শিবুর লুঙ্গি পরাতে পোতিবাদ কল্লাম/করছি,তাই এত লম্বা ভাট হচ্চে।তবে খুব সরি,এত ভাট পড়ার আজ সময় নাই।গতকাল ৬-০০ পি এম অব্দি পড়েছি।পরে পড়ছি।
    শুদু ডিডিদার পোস্তো গুলো পড়লাম-দাদা,ঐ ডাক্তার,মোক্তার ইঃ লিষ্টিতে ছায়েন্টিস্ট দেরো জুইড়্যা দ্যান।
  • Arijit | ০৫ মে ২০১১ ১৪:৩৩ | 115.249.42.177
  • কাল অফিসে কেউ পিজ্জা অর্ডার করেছিলো। দুপুরে ঠিক আমার সীটের সামনে দিয়ে নিয়ে গেলো - ভুরভুর করে গন্ধ। সেই থেকে মেজাজ খিঁচড়ে ছিলো। আজ পিতিশোধ নিয়ে এলুম। চিকেন উইঙ্গস, চীজি গার্লিক ব্রেড, পিজ্জা, চকো-টফি-ব্যানানা ফাজ। হেউ।
  • sinfaut | ০৫ মে ২০১১ ১৪:২৯ | 203.91.201.57
  • হ্যাঁ, ঠিক ঠিক, ব্র্যাকেটের আগে $ টা এখানে লিখতে ভুলে গেছিলাম। ঃ-)
  • Bratin | ০৫ মে ২০১১ ১৩:৩৬ | 122.248.183.1
  • নাম্বার কত? ব্যাটে বলে হওয়া যায়?
  • sayan | ০৫ মে ২০১১ ১৩:৩৩ | 115.184.26.225
  • কলকাতা ঃ-)
  • lcm | ০৫ মে ২০১১ ১৩:১০ | 69.236.179.251
  • যাক্‌, হয়ে গেছে। আমার কেমন মনে হল একটা $ সাইন মিসিং ব্রাকেটের আগে।
  • sinfaut | ০৫ মে ২০১১ ১৩:০৫ | 203.91.201.57
  • যাচ্চলে,


    POS=1
    tmp_path="{tmp_path:$POS}"


    করতে হয়ে গেল।
  • sinfaut | ০৫ মে ২০১১ ১২:৫৯ | 203.91.201.57
  • কম্পু হেল্প
    -------------

    bashstring strip করতে গেলে {string:position} করতে হয় জানি। কিন্তু একটা sh file এর মধ্যে যখন লিখচিঃ


    tmp_path={tmp_path:1}


    বলছে command not found। ঃ((

    এ মালকে বাগে আনা যায় কী করে?
  • saikat | ০৫ মে ২০১১ ১২:৪০ | 202.54.74.119
  • ডিডিদা কি বইএর ব্যাপারটা আমাকে বল্লেন?
    এই বইটাই আমি দিন কয়েক আগে কালেজ স্ট্রীটে পেলাম।
    দেখতে হবে সেটাতে আপনার নাম লেখা আছে কিনা । ঃ-)
  • lcm | ০৫ মে ২০১১ ১২:২৮ | 69.236.179.251
  • সিঁফো-র দেওয়া লেংটি সাহেবের কবিতাটিও খাসা - আন্ডারওয়্যার , আমেরিকা, গান্ধী, ম্যাকবেথ.....
  • dd | ০৫ মে ২০১১ ১২:২৬ | 124.247.203.12
  • হ্যাঁ, ছিঁ ফোঁ।

    ও রকমই একটা পাতলা দুবলা বই ছিলো। মনে আছে তখন বিপ্লব ছিলো উর্দ্ধগামী, অমন টাইপের আম্রিগান অপসংস্কৃতি ভালো লাগার প্রশ্নই নেই, পড়ার ও কথা নয়।
    শাস্ত্রের বিধান।

    কিন্তু আমি এবং কয়েকজন আইন মানি নি। খুব মজার লেগেছিলো এবং চমৎকৃত হয়েছিলাম, তাজ্জন্নে সালটা মনে আছে আর সেই লাস' লাইন। কবির নাম মনে নেই।

    হতে পারে গুগুলে অংশ তুলে দিয়েছে।
  • sinfaut | ০৫ মে ২০১১ ১২:২১ | 203.91.201.57
  • নাহ্‌ ওটা এখানে দেওয়া যাবেনা। ওর জন্য কাউচ লাগবে, তাতে হেলান দিয়ে শুতে হবে, তারপর শুনতে হবে।
  • M | ০৫ মে ২০১১ ১২:১২ | 59.93.206.70
  • আর সিঁফো কাল সাহানার যে ব্যাখ্যাটা দিতে পাচ্ছিলো না, আজ সেটা দিয়ে ফেললে পারে, কৌতুহল বড় প্রবল হয়ে উঠছে, কিন্তু কাল তো লুঙ্গী দিবস ছিলো, আজ ও কি, মানে এই সপ্তাহ কি লুঙ্গী সপ্তাহ?
  • M | ০৫ মে ২০১১ ১২:০৯ | 59.93.206.70
  • লুঙ্গী পরা হয়ে গেলে না কেচে সেটা ভাতের হোটেলে ফ্যান গালতে দিতে হয়।(ব্যাঙ জানে, আমি এর মধ্যে নেই।)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত