এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১০ মে ২০১১ ১৪:২৯ | 122.248.183.1
  • নিতাই , তুমি তো জলু র? কোন সাল? ৯৩-৯৭ এ আমার ভাই পড়েছে।
  • Netai | ১০ মে ২০১১ ১৪:২৬ | 121.241.98.225
  • কেসিদা, L&T না আমি Areva তে, যা এখন Alstom Grid। রাজদীপ, ঐ তল্লাটের বেশিকিছু জানিনা। শুধু দুপুরের খাওয়া খেয়ে ফিদা হয়ে গেছিলাম একেবারে।
  • Arijit | ১০ মে ২০১১ ১৪:২২ | 115.249.42.177
  • ফস্টার হুইলার ব্যাঙ্গল আবার ফস্টার হুইলার আম্রিগার দোস্ত। ক্ষীঃ ক্ষাণ্ড।
  • madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৪:২১ | 202.12.118.61
  • আঁতলামি সম্পক্কে কেসির ধ্যানধারণার আরও একটু প্রসার দরকার।
  • Arijit | ১০ মে ২০১১ ১৪:২১ | 115.249.42.177
  • ফস্টার হুইলার ইন্ডিয়া? যেটা কিনা ফস্টার হুইলার ইউকে-র দোস্ত আছিল?

    আমার বউ আছে ফস্টার হুইলার ব্যাঙ্গলে...
  • Netai | ১০ মে ২০১১ ১৪:২০ | 121.241.98.225
  • আমার অবশ্য কলকাতার অপিসে যেতে হয়না। একবার ই গেছিলাম। ডিগবয় থেকে সাইটভিজিট সেরে দিল্লী ফেরার বদলে বসকে বলে কয়ে ঐ অফিসে দুদিন রিপোর্ট করে ছুটিতে গেছিলাম।
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৪:১৮ | 115.111.126.179
  • ল্লেঃ অ্যাদ্দিনে লাইনের লোকেরা দ্যাখা দিতাছে - নিতাই আমার কলকাতায় আপিস ছিল Areva র উপরে Tower C ১৪ তলায়

    ফস্টার হুইলারে ছিলুম ... কেসিদাও কি EPC লাইনের ?
  • Bratin | ১০ মে ২০১১ ১৪:১৬ | 122.248.183.1
  • না না । আমি কলকাতা ইউনি থেকে মাস্টার করেছি স্ট্যাটে। তারপরে ISI তে Mtech। ওখানেই চেস টুর্নামেন্টে মৃদুলের সাথে ব্যাটে বলে হয়েছিল।
  • kc | ১০ মে ২০১১ ১৪:১৫ | 194.126.37.78
  • নেতাই এল অ্যান্ড টির কোন গ্রুপে? আমার লাইফের আদ্ধেক এনার্জি চুষে খাওয়া কোম্পানির নাম হল এল অ্যান্ড টি।
  • Netai | ১০ মে ২০১১ ১৪:১২ | 121.241.98.225
  • তুমি শিবপুরের ইলেকট্রিকাল তো? তোমার সাথে ISI এর কি সম্পর্ক? মৃদুলদার সাথে কেমন করে ব্যাটেবলে হয়েছিল?
  • Bratin | ১০ মে ২০১১ ১৪:১০ | 122.248.183.1
  • ওখানে বেশ সিনিয়ার পজিশনে আমার এক বিদ্যামন্দিরের বন্ধু আছে। ও অবশ্য বরোদা বেসড। মাঝে মাঝে মিটিং মিছিল করতে এখানে আসে।
  • Netai | ১০ মে ২০১১ ১৪:০৭ | 121.241.98.225
  • আমাদের ৮ তলায়। Areva ঃ-)
  • Bratin | ১০ মে ২০১১ ১৪:০৫ | 122.248.183.1
  • কি কান্ড!! আমি টাওয়ার C তেই বসি। ৪ তলায়। তুমি L & T তে আছো?
  • Netai | ১০ মে ২০১১ ১৪:০০ | 121.241.98.225
  • তোমাদের যদি টাওয়ার C হয় আমাদের দোকানের একটা শাখা তার দোতালা উপরেই আছে। আমার এক সিনিয়রও রয়েচেন IBM এ। অনুপম মুখুজ্জে।
    ঃ)
  • Bratin | ১০ মে ২০১১ ১৩:৫০ | 122.248.183.1
  • নেতাই, হ্যাঁ। ওখানেই বসি তো। এবারে এলে খুঁচিও এক বার।
  • Netai | ১০ মে ২০১১ ১৩:৪৮ | 121.241.98.225
  • ব্রতীনদা কি IBM, DLF IT Park ?
    ঐ তল্লাটে একবার গেছিলাম। দুপুরে সামনের ঝুপড়িগুলোতে সেকি হুল্লাট খাওয়াদাওয়া। দেদার মস্তি।
  • kc | ১০ মে ২০১১ ১৩:৪৪ | 194.126.37.78
  • বোতীন, আশায় বাঁচে চাষা। আর চাষাভুষো মানেই হল গরীব মেহনতি লোক, মানে লাল রঙ, মানে কাস্তে, মানে মাঝরাত্তির, মানে চাঁদ, ধারালো হওয়া। অর্থাৎ ৮৪র লোকসভা ভোটের পরে যুগান্তরে বের হওয়া সেই কবতেখান,

    আস্তে,
    গলায় এসেছে বসে কাস্তে,
    হাতুরী উঠেছে গিয়ে হাতে।
    চোখের সামনে ঘোরে 'তারা',
    বুকে ফিরে আয় সর্বহারা।
  • Kaju | ১০ মে ২০১১ ১৩:৩১ | 121.244.209.245
  • টই সার্চ কত্তে গেলে ঝাড় হচ্ছে আই ই-তে। ইহা কী সগ্গলেরি?
  • Arijit | ১০ মে ২০১১ ১৩:১২ | 115.249.42.177
  • ওপেন সোর্সের কে-কি-কেন ইত্যাদি, যাতে আম-আদমিকে এগুলো নিয়ে সচেতন করা যায়, এবং আস্তে আস্তে এগুলোকে ছড়িয়ে দেওয়া যায় - স্কুল, সরকারি অফিস ইত্যাদি জায়গায়। লিনাক্স আর অ্যাসোসিয়েটেড টুল্‌স নিয়েই প্রধাণতঃ কাজ হয়েছে। বিজ্ঞান মঞ্চের তরফে রোড শো হয়েছে, ছোট ছোট সেমিনার হয়েছে। ফ্রী সফটওয়্যার মঞ্চএর তরফেও হয়েছে। বহু বহু সাক্‌সেস স্টোরিও আছে।

    IOTA হল আমব্রেলা বডি যাকে বলে।
  • quark | ১০ মে ২০১১ ১৩:০৩ | 202.141.148.99
  • অজ্জিৎ, এই "ইনিশিয়েটিভ"টা কী? মানে একটু খুলে বলবে? হয়তো মিস ক'রে গেছি।
  • Arijit | ১০ মে ২০১১ ১২:৫৪ | 115.249.42.177
  • ঃ-))

    পরিবত্তোন এলে IOTA আর এই ওপেন সোর্স ইনিশিয়েটিভটা হয়তো জলে যাবে। অনেকটা এগোনো হয়েছিলো...
  • shrabani | ১০ মে ২০১১ ১২:৫০ | 124.124.244.110
  • ঃ)), হ্যাঁ সেটাও বলেছিল যে ঐ একমাত্র মহিলা অডিয়েন্সে ছিল, আর ও নাকি কোনোদিন যা করেনা তাই করেছিল, লেকচারের পরে গিয়ে বক্তার সঙ্গে কথা বলেছিল, কারণ এত ভালো হয়েছিল আর এত কম শ্রোতা ছিল বলে ওর খুব খারাপ লেগেছিল!
  • Arijit | ১০ মে ২০১১ ১২:৪৮ | 115.249.42.177
  • ল্লেপচা। একজনই মহিলা ছিলেন - ওই কলেজেরই অন্য কোনো ডিপার্টমেন্টের। সেমিনারের পর ওঁর সাথে অল্প দুচার কথা হয়েছিলো। নামটা অবিশ্যি জানা হয়নি।
  • quark | ১০ মে ২০১১ ১২:৪৬ | 202.141.148.99
  • থ্যাঙ্কু! বের ক'রে পরের বার আবার ঢোকাতে দিব্যি দেখাচ্ছে।
  • shrabani | ১০ মে ২০১১ ১২:৪৬ | 124.124.244.110
  • অরিজিতের লিলুয়াতে লিনাক্সের বক্তৃতা শুনে আমার এক বন্ধু বহুত ইমপ্রেসড। খুব প্রশংসা করল আর রাগ করল সেরম অডিয়েন্স ছিলনা বলে, অরগানাইজার রা ঠিকমত প্রচার করেনি। রেগেমেগে ও সিট চেঞ্জ করে সামনের দিকে উঠে বসতে গিয়ে ওর শাড়ী ছিঁড়ে গিয়েছিল বলে দুঃখও করল!
    অবশ্য আমি কিভাবে অরিজিতের নাম জানি সেটা বোঝাতে খুবই অসুবিধে হচ্ছিল আমার দেখলাম!ঃ(
  • Arijit | ১০ মে ২০১১ ১২:৪৬ | 115.249.42.177
  • ডেটা ছিলো অথচ ঘুরিয়ে পেঁচিয়ে ফাঁস করেনি?
  • stoic | ১০ মে ২০১১ ১২:৩১ | 160.103.2.224
  • তিলুবাবু, আপনার পাঠানো সব গান পেইচি। মেনি থ্যাংক্স। প্রাণ ভরে শুনচি।
  • Arijit | ১০ মে ২০১১ ১২:২৯ | 115.249.42.177
  • এগ্‌জিট পোলটা হবে কি করে? আগের ফেজগুলোর সময় তো ব্যান ছিলো, মানে ডেটা নেই কোনো।
  • Arijit | ১০ মে ২০১১ ১২:২৮ | 115.249.42.177
  • (১) বুট করার সময় ইজেক্ট বাটন টিপে রাখলে বেরিয়ে আসতে পারে
    (২) বা বুট করার সময় মাউস প্রেস করে রাখলে
    (৩) ডিস্ক ইউটিলিটিতে যদি দেখায় তাহলে সেটা দিয়ে

    কোনোটাই না হওয়া মানে সুপারড্রাইভটি গেছে। সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।
  • quark | ১০ মে ২০১১ ১২:১৯ | 202.141.148.99
  • ইয়ে ডিসক্লেইমার - আমি ম্যাকরাজ্যে নতুন।
  • quark | ১০ মে ২০১১ ১২:১৮ | 202.141.148.99
  • টেকি হেল্প চাই। ম্যাকবুকে একখানি সিডি ড্রাইভের ভেতরে ঢুকে আছে - ইদিকে কোথাও তাকে দেখাচ্ছে না। ক্যায়সে নিকালা যায়ে?
  • dd | ১০ মে ২০১১ ১১:৫৮ | 124.247.203.12
  • আমার পোশ্নো আবার করছি।
    ক্ষী মুশকিল, কেউ ই উত্তর দ্যায় না।

    ১। ছিপিএম হারলে তিনি দুষবেন সাম্রাজ্যবাদ,বাজারী পত্রিকা,বৃহৎ পুঁজি ইত্যাদিকে। চেনা বয়ান।

    মমতা হারলে কারে দুষবেন? সায়েন্টিফিক রিগিং, ব্যালোট বক্সে ভুত,হার্মাদের অত্যাচার?

    আপুনেরা জানান।

    ২। মনে করুন মমতা জিতেছে, একেবারে ল্যান্ডস্লাইড। কিন্তু বে এরিয়াতে জিতলেন ছিপিয়েম, তাইলে বে এরিয়াতে বিজয় মিছিল কে বার করবেন? না দুজনেতেই রাস্তায় ঢাক ঢোল পিটিয়ে নাচবেন ? আলাদা আলাদা।

    ৩। সাধু সাবধান। তেরো তারিখে ধাঁ করে ইসের দোকান বন্ধ থাকতে পারে। আগে ভাগে গুছিয়ে রাখুন (না এটা কোনো প্রশ্চেন নয়, নেহাৎই জনস্বার্থে প্রচারিত)।
  • Bratin | ১০ মে ২০১১ ১১:৫৩ | 122.248.183.1
  • kc এখনো আশা করছো নাকি? ঃ-))
  • kc | ১০ মে ২০১১ ১১:৫০ | 194.126.37.78
  • আর এই বাংলাবাজারে যদি বামফ্রন্ট জিতে যায়, তাইলে গুচর সার্ভারে ক®¾ট্রাল্ড ইমপ্লোশোন করার ব্যবস্থা করা হয়েছে। মন দিয়ে দেখে চলুন, সঙ্গে থাকুন।
  • saikat | ১০ মে ২০১১ ১১:৪৭ | 202.54.74.119
  • ও বাব্বাঃ।
    আজ বিকেল থেকে তো হেব্বি মজা।
    এক্সিট পোলের রেজাল্ট বেরোবে চ্যানেলে চ্যানেলে।
  • dukhe | ১০ মে ২০১১ ১১:২৩ | 117.194.237.170
  • গুচ-র বার্থডে লিস্টিতে নেই ?
  • shrabani | ১০ মে ২০১১ ১১:১৩ | 124.124.244.110
  • আমাদের আপিসের ছুটির ক্যালেন্ডারে থাকে "গুরু রবীন্দ্রনাথ টেগোর'স বার্থডে", গুরু নানক, গুরু তেগ বাহাদুর, গুরু রবিদাস, গুরু গোবিন্দ সিং ---- এদের মতই, রেস্ট্রীকটেড হলিডে লিস্টে!ঃ)
  • dukhe | ১০ মে ২০১১ ১০:৫৮ | 117.194.237.170
  • পুরন্দর ভাটের গায়ে শেষে কিনা আঁতলামোর তকমা ! মদনের কানে গেলে কানের গোড়ায় ঠাটিয়ে একটি -
  • Arijit | ১০ মে ২০১১ ১০:৫৬ | 115.249.42.177
  • হুঁ ঠিকই। তবে যীশুদার জন্মদিন বলে নয়, আমার ওই সান্তা ক্লজের কনসেপ্টটা ভালো লাগে।
  • Bratin | ১০ মে ২০১১ ১০:৫৬ | 122.248.183.1
  • অর্পন না। ঃ-))

    তবে আমি যে কবিতা ট লিখলাম তার একটা লাইন ছিল এইরকম ....

    ' তোমার রচনাবলী গুলো কিনে রেখেছি, ন্যাপথলিন দেবো নিশ্চয় ন্যাপথলিন দেবো'
  • dd | ১০ মে ২০১১ ১০:৫৩ | 124.247.203.12
  • জন্মোদিন নিয়ে ঘ্যানর প্যানর আমার ও ভাল্লাগে না। কেক কাটা ও তারস্বরে চেঁচিয়ে হেপি বাথডে টু উ উ ইউ উ উ "আমাকে বল্লে আমি শিউড়ে শিউড়ে উঠি।

    কেউ ফোনে উইশ কল্লে নার্ভাস হয়ে সেম টু ইউ,সেম টু ইউ কয়ে দি। মোটামুটি এক আতংকের দিন,অথচ জন্মোদিন তো কম প্র্যাকটিস হোলো না।

    তবে যীশুর জন্মোদিনটা ভালো লাগে। সীজন ও চমৎকার। আর কেনো জানি বোতোলের সাথে ঐ দিনের একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তার সাথে নানান আমিষ খাওয়া।

    অমন জন্মোদিন আরো কিছু চাই।
  • Arijit | ১০ মে ২০১১ ১০:৪২ | 115.249.42.177
  • কোনো জন্মদিন নিয়েই হইচইটা আমার যথেষ্ট বোর লাগে - সে দাড়িদাদুই হোন, বা আইনস্টাইন, বা উলিয়ানভ। অবিশ্যি আমার কথা কেউ শোনে না।
  • Bratin | ১০ মে ২০১১ ১০:৩৮ | 122.248.183.1
  • ছোটবেলায় এদিন স্টেজ বেঁধে গান/নাচ/আবৃত্তি/নাটক ইত্যাদি। বাড়ি বাড়ি চাঁদা তোলা। তার আগে এক মাস ধরে রিহার্সাল। খুব মজা হত।

    তবে IBM এ রবীন্দ্র জয়ন্তী দেখে খুব ভালো লাগলো। জয় গোস্বামী এসে গুছিয়ে ভাষণ দিচ্ছিল।
  • Arpan | ১০ মে ২০১১ ১০:৩৪ | 112.133.206.18
  • কেন, ব্রতীন এইটা পড়নি?

    "তিন জোড়া লাথির ঘায়ে রবীন্দ্র-রচনাবলী লুটোয় পাপোশে'
  • Arijit | ১০ মে ২০১১ ১০:৩০ | 115.249.42.177
  • প্রোব্যাবলি।
  • Ariijt | ১০ মে ২০১১ ১০:৩০ | 115.249.42.177
  • তবে এই রবীন্দ্রজয়ন্তীতে গোটাদিন ধরে গঙ্গাজলে গঙ্গাপুজো ব্যাপারটা আমার একটু বোরই লাগে। তো পাড়ায় একবার এরকম একটা অনুষ্ঠানে সুকান্তের ওই কবিতাটা আবৃত্তি করাতে লোকজন বেশ অসন্তুষ্ট হয়েছিলো...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত