মোট ২৯৪, তার মানে হাফ, অর্থাৎ ১৯৭ টা পেলেই ... তাই তো?
mita | ১২ মে ২০১১ ২২:৫৮ | 71.191.42.195
ন্যাড়া কি আছো নাকি ? কৌশিকের খবরটা একটু আগে পেলাম।
Arpan | ১২ মে ২০১১ ২২:৫৭ | 122.252.231.10
মোট আসন ২৯৪।
সেকন্ড প্রশ্নটা তো রিডান্ড্যান্ট। ঃ)
lcm | ১২ মে ২০১১ ২২:৫৫ | 128.48.121.145
মোট কটা আসন? কটা আসন পেলে মেজরিটি? ... এসব নিয়ে ফান্ডা দাও... গুরু থাকতে গুগলে, বা, আবাপ-এ যাবার কি প্রয়োজন....
aka | ১২ মে ২০১১ ২২:৫৪ | 168.26.215.13
আমার মনে হয় আম্রিগায় বেটিং সাইট যেভাবে কাজ করে কলকাতার সাট্টার বাজারটা ঠিক একরকম নয়। মানে কোন এভিডেন্স নাই, যাস্ট মনে হচ্ছে, ইন্টারনেটে যেভাবে এটা কাজ করবে, সাট্টার বাজারে সেইভাবে কাজ করবে না। ইন্টারনেটে এগ্রিগেট ইনফরমেশন অনেক বেশি। সাট্টার ইনফরমেশন অনেক লোকালাইজড।
Arpan | ১২ মে ২০১১ ২২:৫২ | 112.133.206.18
আরে না, তারানন্দ আর আবাপ আলাদা বলবে নাকি! ঐটা বোতিন আমাকে সাপোট করেছে। ঃ)
lcm | ১২ মে ২০১১ ২২:৫১ | 128.48.121.145
ভোটের খবর কখন বেরোবে?
Arpan | ১২ মে ২০১১ ২২:৫০ | 112.133.206.18
পেয়েছি। আবাপতে আজকের রাজ্য পাতায় প্রথম খবরে আছে।
"কিন্তু আবহাওয়া থেকে ক্রিকেট সূর্যালোকের নীচে যে কোনও ঘটনায় যাকে অন্যতম হাওয়া-মোরগ ধরা হয়, সেই বুকিদের বাজারও এ বার ফ্রন্টের বিপক্ষে! বুধবার পর্যন্ত বড়বাজারে বাজির দর এই রকম: তৃণমূল জোটের সরকার শুধুই সংখ্যাগরিষ্ঠতা পেলে ১ টাকায় মিলবে মাত্র ৩৫ পয়সা! জোট ২০০ আসন পেলে ৮০ পয়সা। জোটের আসন ২২৫ ছুঁলে তবেই দেড় থেকে দুটাকা! অন্য দিকে, বামফ্রন্ট ১০০ আসন পেলে ১ টাকায় ১ টাকা ২৫ পয়সা পাওয়া যাবে! সিপিএম একা ১০০ আসন পেলে ১ টাকায় মিলবে ৫ টাকা! "
dri | ১২ মে ২০১১ ২২:৫০ | 117.194.233.181
ওকে, তার মানে একমাস আগে বুকিরা মমতাকে ফেভার করছিল। এবং দুজনের স্মৃতি বলছে যে রিসেন্টলিও তাই।
কিন্তু স্টার আনন্দ অন্য কথা বলছে?
aka | ১২ মে ২০১১ ২২:৪৮ | 168.26.215.13
কলকাতায় কোন বেটিং সাইট খুঁজে পাই নাই। অনেকদিন খুঁজেছি। কোন একটা রিপোর্টে দেখেছি, মনে হচ্ছে আবাপতে।
M | ১২ মে ২০১১ ২২:৪৭ | 59.93.216.11
কে আবার বলবে? আমি ই বলেছি।
আমার ভোট রাজনীতি ভাল্লাগেনা।আর আমি ভোটও অমন দি। সেক্ষেত্রে আমি নিরপেক্ষ।
বুঝলানা? বুঝতে ক্ষে মাথার দিব্যি দেছে?
ব্রতীন :X
আমারতো মাঝে মাঝে মনে হয়,ঐ কোনো এক ব্যবস্থা করে যারা ভালোভাবে দেশ চালাতে পারে তাদের অ্যাপো দিয়ে কাজে বহাল করে দিলেই হয়। এত কুটক্যাচাল মেটে।
এখন বলবে তা হয়না, কেন হবে না? কিছু দেশে তো সিলেকসন ও হয়। নীতিটাও পলিটিক্সের গবেষকরা ঠিক করে দিক না কেন।এত সাধারন লোক তা নিয়ে মাথা খারাপ করে ফেললো, এ একে সে তাকে চাট্টি গাল দিয়ে দিলো,গুচ্ছ লোক মারপিট করে মরে গেলো। কী দরকার?
সব থেকে ভালো হয়, এত এত মানুষ না থাকলে,সারা পৃথিবীতে মানুষের সংখ্যাটা বেঁধে দেওয়া হোক।পিলপিলে মানুষ আর রাজ্যের ঝামেলা।
তার মানে সিপিএমের জেতার অড্স কম। কোনো বেটিং সাইটে দেখলেন, না রিপোর্টে পড়লেন?
aka | ১২ মে ২০১১ ২২:৪৩ | 168.26.215.13
না না, আমি যে দেখলাম সিপিএম জিতলে বেশি রিটার্ণ পাওয়া যাবে।
aka | ১২ মে ২০১১ ২২:৪২ | 168.26.215.13
আব্বে আমি কোট করেছি মাত্র। ঐ শব্দ আমি বলি নাই। অন্য একজন কয়েছে। গেস করুন, নকুলদানা জিতুন।
যদিও মানেটা জানতাম এমন দাবী করি না। ঃ)
dri | ১২ মে ২০১১ ২২:৪২ | 117.194.233.181
ইন্টারেস্টিং!
Bratin | ১২ মে ২০১১ ২২:৩৯ | 117.194.102.50
dri হ্যাঁ। স্টারানন্দে দেখাচ্ছিল ও ইরকম
Arpan | ১২ মে ২০১১ ২২:৩৮ | 112.133.206.18
না, আমি তো উল্টোটা পড়লাম। দাঁড়ান, লিং খুঁজে পাই কিনা।
Tim | ১২ মে ২০১১ ২২:৩৭ | 198.82.20.182
বুদ্ধবাবু কি দল বদলাতে পারবেন? এই বয়সে? নাহ্
Bratin | ১২ মে ২০১১ ২২:৩৭ | 117.194.102.50
হ্যাঁ । চেক করে দেখলাম ৮ পিস পাখা। ঃ-))
dri | ১২ মে ২০১১ ২২:৩৬ | 117.194.233.181
একটা কথা শুনলাম -- জাস্ট শুনলাম -- যে বেটিং মহল নাকি বুদ্ধদেবের মুখ্যমন্ত্রী হওয়ার অড্স বেশী দিয়েছে মমতার থেকে? কারো কাছে কোন ইনফো আছে?
Arpan | ১২ মে ২০১১ ২২:৩৫ | 112.133.206.18
না না, আমি নিষ্পক্ষ বোলো না। অর্কুটে আমার ক'জন ফ্যান ছিল।
Tim | ১২ মে ২০১১ ২২:৩৪ | 198.82.20.182
ভেবে দেখলে কিন্তু মানে বেরোয়। নিষ্পক্ষ মানে কিনা, যার ডানা নেই। ধরো যার একটা ডানা, ডাদি্নকে কান্নিক। সে তাইলে কি হবে? না, তিনোমুল। আবার যার বাঁ ডানা আছে, সে বাঁফঁ (এইটাই ফিউচারিস্টিক বানাম)। সেই হিসেবে অপ্পন নিষ্পক্ষ।
এরপরেও যদি বামফ্রন্ট জেতে, তাহলে বাংলার রাজনীতি সম্পর্কে আর কোনো খবর রাখাই বন্ধ করে দেবো, আর কোথাও সে নিয়ে কোনো মন্তব্যও করব না। আর তারপরে আর পঃবঃ তে কোনোদিন ফেরবার কোনো প্ল্যানও বানাচ্ছি না।
Arpan | ১২ মে ২০১১ ২২:২৯ | 112.133.206.18
বিবিসিও কাল্টিভেট করছে নাকি?
Tim | ১২ মে ২০১১ ২২:২৮ | 198.82.20.182
নিষ্পক্ষ হবেনা ক্যানো? দিব্যি হয়। ঐ যাদের ডানাটানা নেই, তাদের বলে নিষ্পক্ষ। অপ্পনের ডানা নেই?
nyara | ১২ মে ২০১১ ২২:২৩ | 209.131.62.115
BBC শুনলাম নাকি বামফ্রন্টকে প্রথমে ১৫৬ দিয়েছিল, তারপরে ১৭২ দিয়েছে। কেউ জানেন?
Arpan | ১২ মে ২০১১ ২২:২২ | 112.133.206.18
নিষ্পক্ষ শব্দটা কি বাংলায় হয়?
aka | ১২ মে ২০১১ ২২:১৯ | 168.26.215.13
যাত্তারি এই সেদিন কে জানি কইল তুমি নিষ্পক্ষ।
Bratin | ১২ মে ২০১১ ২২:১৭ | 117.194.102.50
হি হি, ম যদি জলহস্তী হয় তবে বলতে হয় ওমন রোগা জলহস্তী আমি জীবনে দেখি নি। ঃ-))
M | ১২ মে ২০১১ ২২:১০ | 59.93.216.11
লাষ্ট কথাটা বলে কেটে যাবো, যদিও আমি বাইরের জ্ঞানহীন।তবুও যতটুকু বুঝি তাতে বলতে বাধ্য হচ্ছি এবারেও যদি বামফ্রন্ট জেতে তবে ভাবতেই হবে পশ্চিমবঙ্গের আর কিছু হবার নেই।শেষ। যদিও আমি মনেপ্রানে বামপন্থী,আর দিদিকে খুব বড় একজন বিপ্লবী ছাড়া আর কিছু ভাবতেও পারিনা,আর জীবনে যে কজন খাঁটি আর দৃঢ় চরিত্রের মানুষ দেখেছি তার সিংহভাগই বামপন্থী মনে প্রানে।তাও অন্তর থেকে চাইছি এবার হারুক তারা।
Arpan | ১২ মে ২০১১ ২২:০৯ | 112.133.206.18
আরে শোননি পরিবর্তন একটি কন্টিনিউয়াস জার্নি? ;-)
Rajdeep | ১২ মে ২০১১ ২২:০৬ | 14.98.14.129
কিন্তু কাল থেকে কারা পকাবু? ঃ)
নিজেদের স্থিকাবু ভাবা ও বলা প্র্যাকটিস করুন !
Arpan | ১২ মে ২০১১ ২২:০৩ | 112.133.206.18
এইতো, পকাবুরা সব সব একে উঁকি দিচ্ছেন। বলভরসা পাচ্ছি।
তবে সিপিয়েমের কী আত্মবিশ্বাস এখনো। নিটোল। হারুক জিতুক শুধু এই কারণেই ফ্যান হওয়া যায়। ঃ)
Ishan | ১২ মে ২০১১ ২২:০০ | 117.194.33.16
আজকে কলকাতায় বিষ্টি হয়েছে। কাল হবে লন্ডনে। ঃ)
M | ১২ মে ২০১১ ২১:৫৯ | 59.93.216.11
কোন শহর? কলকাতায় তো কাল ও বৃষ্টি হলো সন্ধেবেলায় আর আমি আর ঋভু ভিজলাম।
saikat | ১২ মে ২০১১ ২১:৫৩ | 180.215.43.163
আগামী ২৪ ঘন্টায় শহরে বৃষ্টির সম্ভাবনা। কমবে তাপমাত্রাও।
M | ১২ মে ২০১১ ২১:৪৯ | 59.93.216.11
ক্ষী বোরিং।
যাক কাল থেকে ছেলে সাঁতার কাটতে আর আমি শিখতে যাবো। লেকে।তবে আমি সম্ভবতঃ জলহস্তির মতো জলে নাক ডুবিয়ে বসে থাকবো।আর আগামী কদিন এপাড়ায় ঘেষবো না।তবে বাড়ীর পাড়ায় ও নানারকম কান্ড থাকবে।ক্ষীচু বৈচিত্র জেবনে।
ও হ্যাঁ, আজ পাড়া , বেহালা সব কেমন নিঝুম মতন।একটু আগেই ফিরলাম।ঝড়ের আগের মত।
madhyapadalopee karmadhraay | ১২ মে ২০১১ ২১:৩৪ | 58.137.132.4
গুগলিয়ে কি আর ফাইভ এইচ টি টির মহিমা বোঝা যায় রে ফাগল! বাংলা কাগজ পড়ো। নেক্সট ফাইভ মানেই ফাইভ এইচ টি টি।
Ishan | ১২ মে ২০১১ ২১:৩৪ | 117.194.33.16
ড়োড়ি না, থোড়ি। ঃ)
Ishan | ১২ মে ২০১১ ২১:৩৩ | 117.194.33.16
শক্ত তো বটেই। আমিড়োড়ি অঙ্ক কষতে গেছি।
আমার যুক্তিটা ঐতিহাসিক। পশ্চিমবঙ্গে বিরোধীরা ৭৭ থেকে চিরকাল ৪০% মতো ভোট পেয়ে এসেছে। বামরা ৪৮% থেকে ৫১% শতাংশ। পার্থক্যটা ৮% হলে মোটামুটি এইরকম রেজাল্ট হয়। ঐতিহাসিকভাবে। ৭৭ সালে পার্থক্যটা এবারের তারানন্দের প্রেডিকশনের মতো ছিল। সেবার কংগেস ২০ তে নেমে গিয়েছিল।
ঈশানের অংকটা বুইলাম না। ভোটের পার্সেন্টেজ দিয়ে সিটের হিসেব করা খুব শক্ত তো নাকি?
aka | ১২ মে ২০১১ ২১:২৪ | 168.26.215.13
মাইরি এই ৫ এইচটিটি টা কি বুইতে পারছি না। গুগুলে দিলে কিছু একটা বেরবে কিন্তু কি লাভ। সব মায়া।
আরে সিপিএম তৃণ ই হল জীবনের এক্সাইটমেন্ট। মোবা-ইবে র সেই দিনকাল থাকলে কি আর এই নিয়ে মাথা ঘামাতাম। আর হল অল্টারনেট প্রফেশন। আমাদের এরিয়ায় সিরিয়াসলি মন্ত্রী সান্ত্রী হবার চান্স আছে।
Ishan | ১২ মে ২০১১ ২১:২১ | 117.194.33.16
২৪ ঘন্টা কেন জালি সে তো কিলিয়ার। কোনো শতাংশের হিসেব নেই। আদৌ সার্ভে করেছে কিন সন্দেহ।
আর তারানন্দ হিসেবে গলতা করেছে। তৃণমূল ৪৯%, আর বামফ্রন্ট ৩৭% ভোট পেলে, যদি সত্যিই পায়, তাহলে ২২৫-৬৫ এই সমীকরণ হতেই পারেনা। ভোটের পার্সেন্টেজ এই হলে হিসেবটা ২৫০-৪০ হবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন