এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১৪ মে ২০১১ ০১:১৭ | 168.26.215.13
  • প্ল্যানে কোন চেঞ্জ নাই।
  • Tim | ১৪ মে ২০১১ ০১:১৬ | 198.82.21.111
  • মানে এখন কিছু বলার থাগলে আর কি, নইলে রাতেই ফোনিও।
  • byaang | ১৪ মে ২০১১ ০১:১৬ | 122.172.242.78
  • বেলকাম। ঃ-)
    তবে কিনা আগের হপ্তান্তে অপ্পনকে নেমন্তন্ন করে নিজেই সেটা ভুলে মেরেছি। অপ্পন বেচারিও আমার নির্লজ্জতায় লজ্জা পেয়ে আমাকে ফোন করে মনে করায় নি। ঃ-((
  • SS | ১৪ মে ২০১১ ০১:১৬ | 131.193.196.214
  • দুটো তো মাত্র টার্গেট, ব্যাঙের আর সায়নের বাড়ি। দুটোতেই নাহয় যাবো।
  • Tim | ১৪ মে ২০১১ ০১:১৬ | 198.82.21.111
  • হ্যাঁ হ্যাঁ কোরো। প্ল্যানে কুনো চেঞ্জ হলে মেইল করে দিও বরম।
  • aka | ১৪ মে ২০১১ ০১:১৫ | 168.26.215.13
  • আমার একটা হেলিকপ্টার লাগবে। আমি রোদ চশমা খুলে গিয়ে তাতে উঠব।
  • aka | ১৪ মে ২০১১ ০১:১৪ | 168.26.215.13
  • টিম বাউ তোমারে রাতে ফোন করছি। ব্যাটারি গেছে।
  • sayan | ১৪ মে ২০১১ ০১:১৪ | 115.241.126.206
  • হানা দেবো তো। এরকম বলে কয়ে যেতে থোড়াই ভালো লাগে ;-)

    পরিবর্তন এসেছে কী আসেনি এদিকে এসেস হেলিকপ্টার নামিয়ে দিয়েছে। ঃ-)
  • aka | ১৪ মে ২০১১ ০১:১৩ | 168.26.215.13
  • বুনান বাবুর সাথে দেখা হলে ১৮০ র হিসেব টা নেওয়ার ইচ্ছে ছিল।
  • byaang | ১৪ মে ২০১১ ০১:১৩ | 122.172.242.78
  • আগে তো ছিনতাইয়ের মাল কোথায় রাখা হবে, সেটা ঠিক হোক! তবে না হেলিকপ্টার বা ব্যাটমোবাইল!
  • byaang | ১৪ মে ২০১১ ০১:১১ | 122.172.242.78
  • না না ব্যাঙদির বাড়িতেও গুচ্ছের অকাজের বই আর গোটাকতক বাংলা নভেল। তা চলে আয় না, কবে আসবি?
  • Tim | ১৪ মে ২০১১ ০১:১০ | 198.82.21.111
  • আরেজ্জিও, শিখে গেছি তো। এ আমার ৫% এর দিকে এক প্রবল পদক্ষেপ।
  • SS | ১৪ মে ২০১১ ০১:১০ | 131.193.196.214
  • একটা হেলিকপ্টারও চাই, যেটা সাধারণত ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হবে আর ভোটের সময় প্রচারের কাজে ভাড়া খাটানো হবে।
  • SS | ১৪ মে ২০১১ ০১:০৭ | 131.193.196.214
  • হ্যাঁ, গুরুরও একটা সীল টিমের দরকার আছে।
  • sayan | ১৪ মে ২০১১ ০১:০৭ | 115.241.126.206
  • * অকাজের
  • sayan | ১৪ মে ২০১১ ০১:০৭ | 115.241.126.206
  • হেঃ হেঃ টিম, অমন কাজ করলে খালি খানিক গুচ্ছের অজাজের বই পাবি। হানা দিতে হয় তো ব্যাঙদির বাড়ি। শুনিচি পুরো নাকি ট্রেজার আইল্যান্ড। সুখদুঃখের বইপত্তরে ভত্তি।
  • Tim | ১৪ মে ২০১১ ০১:০৫ | 198.82.21.111
  • হ্যাঁ একদিন হঠাৎ সান্দার বাড়িতে হুড়মুড় করে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সমস্ত বই কেড়েকুড়ে আনা হলো এরম হলে বেশ হয়।
  • byaang | ১৪ মে ২০১১ ০১:০৪ | 122.172.242.78
  • এদিকে আমার স্ক্যানার দেহ রেখেছেন, তাই নোলেদার জন্যে হুতোবাবুর হাহুতাশ আরো কিছুদিন চলবে।
  • byaang | ১৪ মে ২০১১ ০১:০২ | 122.172.242.78
  • এরকম সেধে দিলে কি আর নেওয়ার আনন্দ থাকে? কেড়ে নিতে পারলে তবেই না মজা!! তবে স্ক্যানিয়ে রাখাটা জনস্বার্থে অতি জরুরি। তুই নাহয় আগে স্ক্যানিয়ে নে, তারপর দেখা যাবে।
  • sayan | ১৪ মে ২০১১ ০১:০১ | 115.241.126.206
  • ঃ-)) অ, এই কতা! নাহ্‌। কেজিদরে আমার রাশি রাশি বই নির্দ্বিধায় বেচে দিল আর এই কটাকে সিন্দুকে তুললে ডিম থোড়াই পাড়বে। ঃ-((
  • Tim | ১৪ মে ২০১১ ০১:০১ | 198.82.21.111
  • তাই, দেখি তো!
  • sayan | ১৪ মে ২০১১ ০১:০০ | 115.241.126.206
  • বই নিয়ে আসবো। কোথায় মিট করবে বলো। আমি ভাবছিলাম স্ক্যানিয়েও রাখবো। এর মাঝে একবার মান্দ্রাজ যেতে হবে। হতভাগাদের কেন যে লুরুতে একটা কনসুলেট নেই!
  • pi | ১৪ মে ২০১১ ০০:৫৯ | 128.231.22.150
  • খুব সোজা। ভাটের ইউনিকোডে গিয়ে কপি করে টইএর ইউনিকোড ভার্শনে পেস্ট ঃ)
  • byaang | ১৪ মে ২০১১ ০০:৫৮ | 122.172.242.78
  • অরণ্যদেবের ইন্দ্রজালগুলো সিন্দুকে তুলে রাখতে গেছিলি বুঝি!
  • sayan | ১৪ মে ২০১১ ০০:৫৬ | 115.241.126.206
  • খামোখা ভয় পেতে যাবো কেন!!
  • Tim | ১৪ মে ২০১১ ০০:৫৩ | 198.82.21.111
  • ভাট থেকে টইতে আমি এখনও কপি পেস্ট করতে পারিনা, নইলে হুতোদা আর আমার পোস্টদুটো তুলে দিতাম। সেদিন এইজন্য আমি রেলগাড়ির লেখাগুলোও টুকতে পারিনাই। ক্ষি হ্যাঙ্গাম। ঃ-(
  • byaang | ১৪ মে ২০১১ ০০:৫২ | 122.172.242.78
  • খিক খিক।
    (তিমি দেখেছিস? সান্দা ভয় পেয়েছে!)
  • pi | ১৪ মে ২০১১ ০০:৪৫ | 128.231.22.150
  • যাওবা একজন পদ্য লিখলেন, তাও বেপাড়ায়।
  • byaang | ১৪ মে ২০১১ ০০:৪৪ | 122.172.242.78
  • অ ফিরে এয়েচিস। তা বেশ তা বেশ! ঐ মায়াকানন রূপকথার মায়াপুরী দুটো ই আছে, ওগুলো চাই না। অরণ্যদেবগুলো হলেই হয়ে যাবে। আমার বেশি লোভ নেই।
  • Tim | ১৪ মে ২০১১ ০০:৪২ | 198.82.21.111
  • ইন্দ্রজালগুলো নেওয়ার যন্যই একবার লুরু যাবো। বা অন্য যেথায় দরকার হবে।
  • sayan | ১৪ মে ২০১১ ০০:৪১ | 115.241.126.206
  • যাচ্চলে লুরুতেই তো আছি। নাকি! দাঁড়াও বাইরেটা দেখে আসি একবার।

    ইন্দ্রজাল কমিক্স মানে অরণ্যদেব ক'খানি বাঁধানো পেলাম। আর কিছু ম্যানড্রেক ইংরিজিতে। এছাড়া পেলাম বাঘ-শিয়ালের মেলা, মায়াকানন আর রূপকথার মায়াপুরী। বেশ ঝুরঝুরে হয়ে গেছে তবে আস্ত আছে এখনও।
  • Tim | ১৪ মে ২০১১ ০০:৪১ | 198.82.21.111
  • ঃ-)))
  • byaang | ১৪ মে ২০১১ ০০:৩৮ | 122.172.242.78
  • সান্দা লুরু ফিরলে জানাস। মানে তোকে অন্তত একবারের জন্য ফিরতেই হবে, ইন্দ্রজালগুলো জমা দিয়ে আবার যেখানে খুশি চলে যাস, তোর ছুটি।
  • sayan | ১৪ মে ২০১১ ০০:৩৫ | 115.241.126.206
  • ধুস আদ্ধেক পৃথিবী কী, গোটাটাই জানে।
    তবে তোকে কিনা জ্যাক ডসন ভেবেছিলাম, আর কিছু না ;-)
  • byaang | ১৪ মে ২০১১ ০০:২৯ | 122.172.242.78
  • ইয়ে, বলছিলাম কি, বচ্ছরকার দিনটায় আমার মনটা কেমন ফুরফুরে মত হয়ে গেল, তাই ছেলের হাত ধরে একটা সিনিমা দেখে ফেললাম। স্ট্যানলি কা ডাব্বা। সেই তারে জমিন পরের অমল গুপ্তের সিনিমা, উনি নিজেই অভিনয় করেছেন আর ওনার ছেলে স্ট্যানলির ভূমিকায়। খুব সুন্দর সিনেমা, দেখে ফেলাটা অতি জরুরি।
  • ranjan roy | ১৪ মে ২০১১ ০০:২৮ | 122.168.224.132
  • ন্যাড়াবাবু,শান্তনু এবং দুখে,
    ভোট বাজারে এসব কথা কার সনে কই!
    আমার মতে সমগ্র ভারতের শ্রেষ্ঠ দুই মৌলিক নাট্যকার হলেন--বাদল সরকার ও বিজয় তেন্ডুলকর।
    স্টুডেন্‌ট্‌স হল ও সিন্ধি ভবনে দেখা মিছিল, ভোমা, খাট্‌-মাট্‌-ক্রিং! অনন্য অনুভব।আগের নাটকগুলো? বাকি ইতিহাস,কবিকাহিনী, রাম-শ্যাম-যদু?

    আর নাট্যনির্দেশক বাদলবাবু?
    ""স্পার্টাকাস"" দেখার পর স্টেটস্‌ম্যানে ধরণী বসু লিখেছিলেন--- স্টেজের ওপর ভায়োলেন্স কেমন করে দেখাতে হয় সে নিয়ে বাদলবাবুর উচিৎ অন্যদের ক্লাস নেয়া।
    উৎপল দত্ত একবার প্রসেনিয়াম থিয়েটারের পক্ষে দাঁড়িয়ে বাদলবাবুর থার্ড থিয়েটারকে খিস্তি করেছিলেন।
    -হ্যাঁ, স্টেজ নেই, প্রপস্‌ নেই, মেক আপ নেই, তাই আলো ও নেই। আলো ফেলবে কার ওপর?তাই প্রোডাকশন কস্ট কম। আসলে আম্রিকা থেকে ধার করা এইসব তথাকথিত বিপ্লবী আইডিয়া গোপনে নাট্যাঅন্দোলনকে স্যাবোটাজ করছে।
    ব্রেখটের ককেশিয়ান চক সার্কেলের যে কটি প্রযোজনা দেখেছি তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে বাদল সরকারের গন্ডী।
    গত জানুয়ারিতে কোলকাতায় গিয়ে শেয়ালদা লরেটো তে একটি ক্লাস ঘরের মধ্যে সন্ধে বেলায় ওঁদের রিহার্সাল দেখছিলাম---পুরনো নাটক- হট্টমালার দেশে। ওনার মেয়ে, সামনের চুলে সামান্য রুপোলী, বেঞ্চিতে চড়ে দেখছিলেন।
    আমি গেছলাম ওনার ""মণিকাঞ্চন'' নাটকের ছ'পাতার স্ক্রিপ্টের জেরক্স আনতে।
    মনটা খারাপ হয়ে গেছলো। উনি নেই, নতুন নাটক নেই। শত পরিশ্রম, নিষ্ঠা সঙ্কেÄও সেই জৌলুষ নেই।
    হাবিব তনবীরের দলটারও এমনি দশা।
    ২০০৯ এ আমাদের বন্ধু দুটো নাটকের অভিনয়ের জন্যে ওনাদের টিমকে আমন্ত্রিত করে রায়পুরে আনলো। কালিবাড়ীতে থাকা-খাওয়া আর নাটক। ৬০০০/- এ কথা হয়েছিল।
    ফেরার সময় আমার বন্ধু বোধিসঙ্কÄ বললো-- আমার মনে হয় এদুটো নাটকের জন্যে ছ'হাজার টাকা উচিৎ পারিশ্রমিক নয়।
    -- তাই? তাহলে আপনাদের যা উচিৎ মনে হয় দিন। অন্ততঃ পাঁচহাজার?
    -- না, আমি যা দিচ্ছি নিয়ে নিন।আপত্তি করবেন না।
    বোধি দিল দশহাজার। ওনারা অবাক হলেন।
    আমার মতে ওনারা নিজেদের সন্মনরাশি কম করছেন কেন? এখনো ওনাদের দর্শক আছে।
  • r.h | ১৪ মে ২০১১ ০০:২৮ | 198.175.62.19
  • উল্লাস উল্লাস

    হ্যাঁ, বড় পাপ ঃ০ ঃ) ঃP
  • Tim | ১৪ মে ২০১১ ০০:২৬ | 198.82.21.111
  • ইকিরে! কবির কল্পনার কোনো দামই নেই। ফ্যাক্টস চাইলে গুগল কল্লেই তো হয়। তাছাড়া কবি বলেছেন মানেই প্রতীকি, লেয়ারে লেয়ারে মিনিং।

    সান্দা যে পাপী সেটা অর্ধেক পিথিবির লোক জানে। (এখন বাজারে খুব রেজ্জাক মোল্লা চলছে)
  • SS | ১৪ মে ২০১১ ০০:২২ | 131.193.196.214
  • বাপরে, ক্লোয়ির এত ডিটেলস আমিও জানতাম না!
  • sayan | ১৪ মে ২০১১ ০০:২০ | 115.241.126.206
  • লাস্ট বাট ওয়ান লাইনটাকে এমন পড়লাম। মনে ঘোর পাপ!
  • Tim | ১৪ মে ২০১১ ০০:২০ | 198.82.21.111
  • নাও, ক্লোয়িকে নিয়ে যারা ঘ্যানঘ্যান কচ্ছিলে, তাদের জন্য লিখে দিলেম। আজ বচ্ছরকার দিনে কাউকে ফেরাচ্ছিনা। ( ডিডিদা থাকলে বলতেন এ আমার দৃঢ় অঙ্গীকার, তাই আর সেকথা বল্লাম না)
  • Tim | ১৪ মে ২০১১ ০০:১৮ | 198.82.21.111
  • ক্লোয়ি কারদাশিয়ান
    ঘরে অ্যালসেশিয়ান
    ন্যাজে পটকার ছাই
    ক্লোয়ি অতি শুচিবাই

    ক্লোয়ি কারদাশিয়ান
    তার সাজ পোষাকে
    পোষা ফোটোগ্রাফের
    বেল খাচ্ছে কাকে

    ক্লোয়ি কার্দাশিয়ান
    তিনে নেত্র, ফোকাস
    খুল বেবের ছবি
    সেই কভার পেজে

    যেথা সোভিয়েত বাম
    চৌতিরিশ বছর
    যত হিজিবিজি খাম
    মরে যাচ্ছে হেজে

    সেথা ক্লোয়ি মারমার
    আর কাটকাট কিম
    কাঁচা যুগের গ্ল্যামার
    বসি আঁকিলেন টিম।
  • kd | ১৪ মে ২০১১ ০০:১৬ | 99.38.123.8
  • হুতো স্যান্ডো জানে - এর অর্থ কী?

    মানে স্যান্ডো তো বডিবিল্ডার ছিলো আর বডিবিল্ডাররা খুব ঠান্ডা প্রকৃতির মানুষ হয় (হুতোর মতোই) - মারপিট একদম পছন্দ করে না (সিনেমার বাইরে) - যদি মাস্‌ল ড্যামেজ হয়!
  • sayan | ১৪ মে ২০১১ ০০:১৫ | 115.241.126.206
  • কেউ জানে না। নিশ্চিন্ত হওয়া গেল।
  • sayan | ১৪ মে ২০১১ ০০:১০ | 115.241.126.206
  • যাক, লিস্টিতে স্যান্ডো নেই। কিন্তু গুপিযন্ত্র মানে কোনটা? যেটা তুলো ঝাড়ার মেশিন? বং বং করে আওয়াজ তোলে আর তুলোগুলো লাফায়?
  • Nina | ১৪ মে ২০১১ ০০:০৯ | 12.149.39.84
  • তাইলে পিথিবীর যন্তর গুলো বাজাস কেনো---
  • r.h | ১৪ মে ২০১১ ০০:০৬ | 198.175.62.19
  • শুধু বাঁশি কেন, গুপিযন্ত্র তারসানাই সেতার গিটার বেউলো গটুবাদ্যম চেলো ভায়োলা পিয়ানো জগঝম্প সব বাজাতে পারি। তবে নিজের সুরে নিজের মত। পিথিবীর নিয়ম আমি মানিনে।
  • sayan | ১৪ মে ২০১১ ০০:০৩ | 115.241.126.206
  • স্যান্ডো জানলেই সেটা আমার উপর প্রয়োগ করবে, বলিস্কি!
  • Tim | ১৩ মে ২০১১ ২৩:৫৯ | 198.82.21.111
  • হুতোদারে তুইতোকারি করিস? ক্ষি সাহস! হুতোদা স্যান্ডো জানে, জানিস্কি?
  • sayan | ১৩ মে ২০১১ ২৩:৫৮ | 115.241.126.206
  • হুতোর খোমাখাতায় ওর প্রোফাইলের লং শটটা দেখলে কেমন যেন মনে হয় হুতো বাঁশী বাজাতে পারে। পারিস্কি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত