ক্ষী আশ্চয্যি! আমার আর কুমুর কি মিল কি মিল! আমিও তো নিজের জন্য নয়, পুত্রবধূর জন্য গয়না কিনবো বলে কবে থেকে কোনো একটা শনিরবিবার বিভীষণকে তানিশ্ক য়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ব্যাটা খালি পিছলে পিছলে যাচ্ছে।
de | ১৮ মে ২০১১ ১১:২৬ | 223.191.86.63
বাপরে এ য্যানো দুখের বিশ্বরূপ-দর্শন!
kumudini | ১৮ মে ২০১১ ১১:২৬ | 122.160.159.184
ব্যাংও কল্কেতা যাচ্ছো? (দীর্ঘনিঃশ্বাস),
আচ্ছা, ঘুরে এসো খুব ভালো করে,ভালো ভালো বই কিনো।
দে,নিজের পয়সায় গয়না কিনলে কারো কিচু কওনের থাকতে পারেনা।আমি কল্কেতা গেলে ভাবী পুত্রবধূদের জন্য এট্টুআধটু কিনবো ভাবছি।
Paramita | ১৮ মে ২০১১ ১১:২৬ | 202.3.120.9
ডিডিদাদা, লিখতে লিখতেই বুঝছিলাম যে কাটা ঘায়ে.. কিন্তু গত দেড় বছরে ভালো সাউথ ইন্ডিয়ান থালি খাই নি খোদ লুরুতে বসে, ভাবা যায়? এদিকে আম্রিকায় কোয়ার্টারে অন্ততঃ একবার..
de | ১৮ মে ২০১১ ১১:২৫ | 223.191.86.63
বিবিকিউর স্টার্টারগুলো অসম্ভব ভালো! কালকে ব্যাপক ভাট হয়েছে!
Bratin | ১৮ মে ২০১১ ১১:২৪ | 122.248.183.1
মমতা ক্ষীরের না হওয়াই ভালো। হলে সি পি এম লোকজন জাস্ট কামড়ে খেয়ে ফেলবে ঃ-(((
Paramita | ১৮ মে ২০১১ ১১:২৩ | 202.3.120.9
কি আশ্চোজ্জো, আমি নেতাজীকে দেখেছির মতো আমি বলতে পারি "আমি দুখেকে দেখেছি"! অবশ্য দুখের স্বরূপ খুব রিসেন্টলি আমার কাছে উন্মোচিত হয়েছে। এদিকে আমার ঘরের লোকটি নাকি অল অ্যালং জানতেন।
Bratin | ১৮ মে ২০১১ ১১:২১ | 122.248.183.1
অজস্র কাবাব। মাটন বিরিয়ানী, মাটনের আরেকটা প্রিপ, ভেজ ঝাল ফ্রেজি, আর অনেক কিছু ছিল।
ডেসার্টে আইসক্রীম, ফল মূল,গরম গরম কিন্তু ছোটো ছোটো গুলাব জামুন আর বেশ কিছু জিনিস ছিল আমি খাই নি তাই মনে নেই।
dd | ১৮ মে ২০১১ ১১:২১ | 124.247.203.12
ভাগ্গি পার্মিতা আমারে ভাটপাতায় কইলো"এম টি আরে" খেতে যাবেন? কেনো? কোন দুঃখে?
একে নিরামিষ তায় ঠা ঠা করা দক্ষিনী এবং আদ্দোপান্ত নিখুঁত শুকনো। সামনাসাম্নি অমন কথা কইলে খুনোখুনি হয়ে যেতো।
byaang | ১৮ মে ২০১১ ১১:২১ | 122.178.240.138
ষষ্ঠীঠাকরুন অবিশ্যি তিনি নন, পুং।
byaang | ১৮ মে ২০১১ ১১:১৫ | 122.178.240.138
ষষ্ঠীঠাকরুণটি নাকি জেইউয়ের অ্যালামনি।
আমি অবিশ্যি মা আর শাশুড়ি দুজনকেই বলে রেখেছি ফুলছাপ কড়াপাক আমার জন্য এনে রাখতে।
byaang | ১৮ মে ২০১১ ১১:১৩ | 122.178.240.138
অ্যাই ব্যাটা ব্রতীন, কী কী খেলি বললি না তো? অপ্পনেরই বা আজ দেখা নেই কেন?
Bratin | ১৮ মে ২০১১ ১১:১০ | 122.248.183.1
দুখে কে অনেক দিন ধরে দেখার ইচ্ছে ওর অসাধারণ ওয়ান লাইনের জন্যে। ও সৈকতের বন্ধু। কালকে যখন দুখে কে কল করা হল তখন ও বাড়ি চলে গেছে। নাহলে কালকে ই ব্যাটে বলে হয়ে যেত।
de | ১৮ মে ২০১১ ১১:০৮ | 223.191.86.63
ক্ষীরের মমতা? ষষ্ঠী-ঠাকুরুণ টি কে?
de | ১৮ মে ২০১১ ১১:০৬ | 223.191.86.63
কিম্বা প্লাটিনাম?
স্বামীর জীবন দুর্বিসহ না করে যদি কেউ নিজে গয়্না কেনে তাইলেও কি রাবণে ধর্ব্বে?
Bratin | ১৮ মে ২০১১ ১১:০৬ | 122.248.183.1
আজকের ET তে দেখলাম ২২,৮৫৬ @ ১০ গ্রাম ঃ ১৬ ই মে র দাম
১। প্রচন্ড গরমে খাতা মলাট দিতে দিতে ব্যাঙ পেগলে গেছে।
২। রামায়ণ থেকে একটা শিক্ষা লাভ করার আছে।
সীতা আমার 'সোনার হরিন চাই, আমার সোনার হরিন চাই' করে গান না গাইলে রাবন দা সীতা কে ইলোপ করতে পারতো না। আর শেষে মারা যেত না।
লেসন লার্ন্ট ঃ সোনার গয়না কিনবো কিনবো করে নিরীহ স্বামীদের জীবন দুর্বিষহ না করা
Paramita | ১৮ মে ২০১১ ১০:৫৫ | 202.3.120.9
ব্যাং, অপ্পন, ভুতো, দীপু, সায়ন্তন, ডিডিদাদা ও বাকিসব লুরুর জনতা কি এম টি আরের প্ল্যান রিভাইভ করতে উৎসাহী? ভ মার বাইরেও যে একটা জগৎ আছে..
de | ১৮ মে ২০১১ ১০:৫৪ | 223.191.86.63
মুম্বইতে আমাদের পাইপ-লাইনের গ্যাস -- মহানগর গ্যাস লিমিটেড
byaang | ১৮ মে ২০১১ ১০:৫৩ | 122.178.240.138
হুঁ, করবো। সক্কাল সক্কাল একটা টাটকা ঝগড়া হয়েছে তো, এখন ফোন করে শুধোলে আমি একটু ডাউন খেয়ে যাব। ঃ-) তবে হঠাৎ মনে পড়লো ওনার তো সেই সময়ে পাসপোর্ট চুরি হয়ে গেছিলো দিল্লিতে, আর ভোটার আইডিকার্ডও খুব সম্ভবত কোলকাতায় ছিল, তো ড্রাইভিং লাইসেন্স দিয়েই কাজ চালিয়েছিল হয়তো।
Paramita | ১৮ মে ২০১১ ১০:৪৬ | 202.3.120.9
জিগেস কোরো তো। ভোটার আইডির বদলে যদি ড্রাইভিং লাইসেন্সে কাজ চলে তো এক্ষুনি হত্যে দি। অ্যাড্রেস প্রুফ কি ফোন বিল টিল আছে।
byaang | ১৮ মে ২০১১ ১০:৪৪ | 122.178.240.138
কি কান্ড! ঐ প্রাইভেট গ্যাসের দাম তো অসম্ভব বেশি নেয়। আমাদের তো ইন্ডেনের কানেকশন, আমি আজ শুধিয়ে নেব সমস্ত নিয়মকানুন।
Paramita | ১৮ মে ২০১১ ১০:৪৩ | 202.3.120.9
দুখে কি আমার মত আজ ডাব্লু এফ হেচ?
prateek | ১৮ মে ২০১১ ১০:৪২ | 24.162.193.229
কোলকাতা থেকে কাজের লোক নিয়ে আসা কতটা wise?
Paramita | ১৮ মে ২০১১ ১০:৪০ | 202.3.120.9
ব্যাং, না, পাইপে গ্যাস নয় তো। ডিদিদাদা, জ্যোথিতেই তো চালালাম এক বছর। কিন্তু ডবলের বেশী দাম আর দু কেজি কম। তাই ইন্ডেন কি হেচপি সবসময়েই বেটার অপশান। কিন্তু সবাই ভয় দেখালো রেশন কার্ড কি ভোটার আইডি দিতে হবে।
byaang | ১৮ মে ২০১১ ১০:৩৮ | 122.178.240.138
প্রতীক, আমার যদ্দুর মনে পড়ছে, অ্যাড্রেস প্রুফ হিসেবে নিজেদের নামে ফোনের কানেকশনের কাগজ, বাড়িভাড়া নেওয়ার ডকুর জেরক্স, আর ভোটার আই কার্ড লেগেছিলো। পরে কনফার্ম করবো।
dukhe | ১৮ মে ২০১১ ১০:৩১ | 122.160.114.85
গ্যাসের দাম যখন ৬০ টাকা ছিল, ভর্তুকি ছিল ৬০ টাকা । ১৪০ এ ভর্তুকি ১৪০ । এখন ৩৫০, ভর্তুকি ৩৫০ । দাম না কমালে ভর্তুকি কমানোর উপায় নাই ।
prateek | ১৮ মে ২০১১ ১০:৩১ | 24.162.193.229
ভোটার আইডি হ্যাস।।silk board এর আশ্পাশে থাকব ভাবছি
byaang | ১৮ মে ২০১১ ১০:২৪ | 122.178.240.138
পারামিতা, তোমাদের শোভায় পাইপলাইনের গ্যাস না? আমি তো জানতাম যে কোনো শোভার পাড়ায় ফ্ল্যাট নেওয়ার ঐ একটা বড় সুবিধে।
dd | ১৮ মে ২০১১ ১০:১৭ | 124.247.203.12
ফটো আই ডি আর অ্যাড্রেস প্রুফ তো চাইবেই। রান্নার গ্যাস এক অতীব সাবসিডাইজড প্রডাক্ট।
সে গুনো দিয়ে অ্যাপ্লাই কল্লে খুব দেরী হয় না, এ ছাড়া প্রাইভেট গ্যাস কোং আছে। যেমতি শক্তি বা জ্যোথি গ্যাস। প্রায় দু গুন দাম। একটা ডিপোজিট দিয়ে তক্ষুনি তুলে আনা যায়।
ছোটো ফেমিলি হলে সব ডিপার্টমেন্টাল স্টোরেই এক থেকে দুই কেজির সিলিন্ডার পাওয়া যায়,সেগুলো দিয়ে দিব্বি কাজ চলে যায়। তবে খরচা অনেক বেশী।
byaang | ১৮ মে ২০১১ ১০:০০ | 122.178.240.138
বিভীষণকে জিগাতে হবে। রেশন কার্ড তো আমাদের আজ অব্দি নেই। ভোটার কার্ড চেয়েছিলো কিনা জিগাবো।
Paramita | ১৮ মে ২০১১ ০৯:৫৫ | 202.3.120.9
ব্যাং, রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড টাইপের কিছু চেয়েছিল? আমিও শুনেছি খুব ঝামেলার।
byaang | ১৮ মে ২০১১ ০৯:৩০ | 122.178.240.138
আমার তো ওটা নিয়ে কোনো চাপ হয় নি। বাড়ি থেকে কিছু দূরে একটা ইন্ডেন গ্যাসের দোকান ছিল সেখানে গিয়ে ফর্ম ভরে টাকা জমা দেওয়ার এক হপ্তার মধ্যে এসে গেছিলো। তুমি কোন জায়গায় থাকছ, তার উপরেও কিছুটা নির্ভর করে।
prateek | ১৮ মে ২০১১ ০৯:২৫ | 24.162.193.229
byaang-দি।।লুরু গ্যাস কানেক্সান নিয়ে ফান্ডা দেন দেহি।।সবাই জা ভয় দেখাল
prateek | ১৮ মে ২০১১ ০৯:২৩ | 24.162.193.229
খাবার মন্দ না।।কি তার অঙ্গসজ্জা কি তার উপস্থাপনা।।
byaang | ১৮ মে ২০১১ ০৯:২০ | 122.178.240.138
হ্যাঁ, ওটা দেখতে বেশ ঘ্যামা করেছে।
prateek | ১৮ মে ২০১১ ০৯:২০ | 24.162.193.229
লুরু গিয়ে manchester united pub এ খেলাম।।বেশ
byaang | ১৮ মে ২০১১ ০৯:১৮ | 122.178.240.138
আইকার্ডের টাকাফাকা অ্যানুয়াল ফীর মধ্যে ধরা থাকে না? এদের অবিশ্যি মাইনের টাকা আর অ্যানুয়াল ফীর বাইরে আর কিছু লাগে না, মানে ডায়েরিতে যা লেখা থাকে, তার বাইরে আর কোনো টাকা দিতে হয় না।
siki | ১৮ মে ২০১১ ০৯:১০ | 123.242.248.130
এত্থেকে আমাদের নয়ডার ইশ্কুল অনেক ভালো। না হয় বইখাতা মিলিয়ে কুড়ি পিস, না-হয় সাড়ে ষোলশো টাকা নিয়েছে, না হয় দু সপ্তাহ ক্লাস চলতে না চলতেই ঝুরঝুর করে অংকবইয়ের পাতা খুলে পড়তে শুরু করেছে, যার দাম একশো নব্বই টাকা। তবু ভালো।
কাল পিটিএম আছে। পিটিএম মানেই, পয়সা চাইবার জন্য মিটিন। মাইনের বাইরে পয়সা। কালকের পিটিএমে নিয়ে যেতে হবে চারশো টাকা। আই কার্ড বাবদ আড়াইশো, আর একশো টাকা কীসের একটা জন্য যেন, আর পঞ্চাশ টাকা সিলেবাস বুকলেটের জন্য (দশ পাতা)। ও হ্যাঁ, আই কার্ডের জন্য তিন কপি ফটোও নিয়ে যেতে হবে।
byaang | ১৮ মে ২০১১ ০৮:৫৬ | 122.178.240.138
ইসে, আমার অলরেডি ঘাড়ব্যথা আর পিঠব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখন ঘর পরিষ্কার করছি, আর মাঝে মাঝে এসে ভাটিয়ে যাচ্ছি। বলাই বাহুল্য আমার ব্যথারা নিম্নগামী। আর ঘন্টাদেড়েক বাদে আর নড়ার ক্ষমতাও থাকবে না। যাই, আগেভাগেই দুখান কম্বিফ্ল্যাম গিলে আসি।
byaang | ১৮ মে ২০১১ ০৮:৫৪ | 122.178.240.138
আমি আগেই জানতাম। উত্তমকুমারকে কেউ বেঁধে মারছে এ আর কে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে! সাধে কি আর সুচিত্রা সেন নিজের বাড়িতে এনে তুলেছিল!!
r.h | ১৮ মে ২০১১ ০৮:৫৪ | 67.96.80.214
না না, সে সব গপ্পো আর মনে নাই। প্রায় আগের জন্মের কথা সব ঃ
r.h | ১৮ মে ২০১১ ০৮:৫২ | 67.96.80.214
না না, সে পদ্য লিখতে শিখেই গেছিল ঃ) ড্রাগ অ্যাডিকশনের জন্যে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন