এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৪ মে ২০১১ ২২:৫৩ | 168.26.215.13
  • ন্যান ন্যান গান শোনেন।

  • aka | ২৪ মে ২০১১ ২২:৫০ | 168.26.215.13
  • তবে আমি কাউকে গালি দেই নাই আজ অবধি।
  • Tim | ২৪ মে ২০১১ ২২:৫০ | 198.82.21.44
  • ঃ-))
  • r.h | ২৪ মে ২০১১ ২২:৪৮ | 198.175.62.19
  • বললে হবে? একটাই সাইট একসঙ্গে পাঁচটা সাইটের মত। তো গুরুতে না এসে কি পাঁচাটা পৃথক সাইটে ঘুর্বেন নাকি? আপনার সময়ের দাম নাই?
  • aka | ২৪ মে ২০১১ ২২:৪৭ | 168.26.215.13
  • এমন পরিবত্তোনের সময়। তা আজ নুচি না নুটি।
  • I | ২৪ মে ২০১১ ২২:৪৪ | 14.99.119.77
  • ভাল্লাগে না। গুরুতে বড্ড রাজনীতি নিয়ে ক্যাঁচর-ম্যাচর। মনে হয় একসাথে আজকাল-প্রতিদিন-বর্তমান-গণশক্তি খুলে বসেছি। যে যাকে পারছে গাল দিয়ে যাচ্ছে। আর পাঁচটা সাইটের মত হয়ে যাচ্ছে।
    আসতে ইচ্ছে করে না। তা-ও অভ্যাসে খুলি।
  • r.h | ২৪ মে ২০১১ ২২:০১ | 198.175.62.19
  • তার আগে থেকেই তো হওয়ার কথা, মানে আমার বন্ধু যখন, সেও তো নেহাৎ এই যুগের লোক নয় ঃ) তবে ঠিক শিওর নই।
    এমনিতেও ঐসব অঞ্চলে (টালিগঞ্জ - কুদঘাট - নাকতলা) আমার বন্ধুজন ছিল কিছু কিছু, যাওয়া আসা ছিল।
  • Tim | ২৪ মে ২০১১ ২১:৫৮ | 198.82.21.44
  • মেইল কোরো বরং। চেনা চেনা লাগছে নামটা। ঃ-)
  • Tim | ২৪ মে ২০১১ ২১:৫৬ | 198.82.21.44
  • কতদিন আগের? আমি ২০০৫ এ বেরিয়ে এসেছি।
  • r.h | ২৪ মে ২০১১ ২১:৫৪ | 198.175.62.19
  • আমার এক বন্ধু ঐ ইস্কুলে পড়ায় তো ঃ)
    চঞ্চল মৈত্র - চেনো নাকি?
  • Tim | ২৪ মে ২০১১ ২১:৫৩ | 198.82.21.44
  • হুতোদা, হ্যাঁ। কিকরে চিনলে?
    আমি জানি আরো জনা কয়েক চেনে। যেমন তানিয়াদি, অজ্জিতদা বা কল্লোলদা।
  • Tim | ২৪ মে ২০১১ ২১:৫২ | 198.82.21.44
  • হতেই পারে। সব কিছুই ভুলভাল হচ্ছিলো। এখন থেকে যদি সবাই এক তারিখে মাইনে পান, তো খুবি ভালো হবে সেটা।
  • r.h | ২৪ মে ২০১১ ২১:৫২ | 198.175.62.19
  • টিম, বাই এনি চান্স স্যর নৃপেন্দ্রনাথ ইন্সটিটিউশন কি টালিগঞ্জ অঞ্চলে?
  • Bratin | ২৪ মে ২০১১ ২১:৫১ | 117.194.101.102
  • ধুর বাবা!! জ্বালিয়ে দিলে!! ঃ-)))
  • Tim | ২৪ মে ২০১১ ২১:৪৯ | 198.82.21.44
  • আরে ক্ষি মুশকিল, ওটাই কাবলিদার ইশকুল তো। তবে কাবলিদাও ঐ ইশকুলের ছাত্রই ছিলেন, পড়ান্নি। ঃ-)
  • Tim | ২৪ মে ২০১১ ২১:৪৮ | 198.82.21.44
  • ন্যাড়াদা,
    ভবানীপুর।
  • Bratin | ২৪ মে ২০১১ ২১:৪৮ | 117.194.101.102
  • আচ্ছা। কাজু, র 5 things I can not live without এ আমি পেয়েছি writings । অতএব আমরা আরেক জন কবি টিম বা সায়ন পাবার পথে। শুধু দরকার একটু উৎসাহ!!
  • Abhyu | ২৪ মে ২০১১ ২১:৪৮ | 80.221.56.158
  • না হে, আমি স্যারেদের মাইনের খবর রাখতাম না, আমার মা চাঁদমারি নগেন্দ্রবালা বালিকা বিদ্যালয় বলে একটা সরকারি স্কুলে চাকরি করত।
    আর গত ডিসেম্বরে নরেন্দ্রপুরের একজন নিজের মাইনে পাওয়ার অভিজ্ঞতা বলছিলেন। এই আর কি।
    মোটে দূটো স্কুল।
  • Bratin | ২৪ মে ২০১১ ২১:৪৫ | 117.194.101.102
  • ও হো!! কাবলি দার স্কুল কে টিমের বলে চালিয়ে দিচ্ছিলুম!!
  • Kaju | ২৪ মে ২০১১ ২১:৪৩ | 59.93.247.86
  • ফাঁদ পেতে ঠায় চোখ গেল রে
    কখন দিদি ক্যাচটা দেবে
    লোপ্পা হাতের মুঠোয়?
    কানটি খাড়া চ্যানেল ঘোরাই
    বেফাঁস কিছু দেখলে পরে
    গপ্পো ফাঁদি সুতোয়

    জ্ঞানের পোকা মগজ জুড়ে
    রাজনীতিতে থিসিস লিখে
    পাকল মাথার চুল,
    ফান্ডা মজুত হাতের কাছে
    তথ্য সবই নখের ডগায়
    ভাবছ নাকি গুল?

    সত্যি না হোক মিথ্যে তো নয়
    তর্ক জমুক ব্লগের পাতায়
    ধুল ওড়ানো কিক,
    কথার প্যাঁচে খেই হারিয়ে
    মানবে ভায়া ক্ষান্ত হয়ে
    ভুলটাই তো ঠিক !
  • nyara | ২৪ মে ২০১১ ২১:৪১ | 122.172.31.240
  • কোন মিত্র - মেন না ভবানীপুর। আমার বাবা-কাকারা মিত্র মেন। তাই কেউ মিত্রর ছাত্র জানলেই প্রথম প্রশ্ন হত - মেন না ভবানীপুর।
  • Tim | ২৪ মে ২০১১ ২১:৪১ | 198.82.21.44
  • নো স্যার। মিত্র নয়। আমার কাজ করার ইশকুলের কথা কইসিলাম। ছাত্রাবস্থায় কেইবা স্যারেদের মাইনে নিয়ে খোঁজ রাখে (অভ্যুর মত দুয়েকজন ক্ষণজন্মা বাদে ;-))। যাই হোক, ইশকুলের নাম স্যার নৃপেন্দ্রনাথ ইন্সটিটিউশন। নাম শোনেন্নি, জানি। ঃ-)
  • Bratin | ২৪ মে ২০১১ ২১:৩৫ | 117.194.101.102
  • জানি । মিত্র ইনস্টিটিউট। ঃ-))
  • Bratin | ২৪ মে ২০১১ ২১:৩৪ | 117.194.101.102
  • আহা রেগে যাও কেন? তুমি প্রবাসী মানুষ নাও জানতে পারো তাই বললাম। ঃ-))

    আমি কথা বলেছি আমর কলেজ এবং ইউনি র ব্যাচমেট র সাথে। ও এখন বেলুড় হাই স্কুলে পড়ায় ।ওদের মাইতে পেতে পেতে কখন কখনও পরের মাসের শেষ ও হয়ে যেত।
  • Abhyu | ২৪ মে ২০১১ ২১:৩৩ | 80.221.56.158
  • তিমি খুবই ভালো স্কুলে পড়াশুনো করেছে। ঃ)
  • Tim | ২৪ মে ২০১১ ২১:২৮ | 198.82.21.44
  • এইটা তুমি কিকরে ধরে নিলে যে কাউকে চিনিনা? বললামই তো আমি নিজেই করেছি এক সময়ে, প্লাস বন্ধুবান্ধব ও তাঁদের আত্মীয়স্বজন আছেন এখন বিভিন্ন স্কুলে।
    সমস্যা ছিলোনাটা আমার স্কুল স্পেসিফিক বলেছি।
  • Bratin | ২৪ মে ২০১১ ২১:২৫ | 117.194.101.102
  • না এটা শুধু ৩ লক্ষ স্কুল শিক্ষক দের।

    টিম, স্কুল যদি কেউ কাজ করেন একটু খোঁজ নিয়ে দেখো। ডেফিনিটলি সমস্যা আছে। আমি জানি। ব্যক্তিগত ভাবে কয়েক জনের সাথে কথা বলেই বলছি।
  • Bratin | ২৪ মে ২০১১ ২১:২২ | 117.194.101.102
  • বাংলাতেই।

    ভাবছি গুরুর সেই পাঠকের কাজের লোক কে সরাসরি যোগযোগ করবো। যদি অবসর সময়ে মমতা কে বাংলা টা ঠিকঠাক শিখিয়ে দেন......
  • Tim | ২৪ মে ২০১১ ২১:২০ | 198.82.21.44
  • ব্রতীনদা কি সমস্ত শিক্ষকদের মাইনের কথা বললো, না স্পেসিফিক কিছু এলাকার কথা? আমাদের ইশকুলে মাইনে নিয়ে কোনো অসুবিধে পাইনি।
  • M | ২৪ মে ২০১১ ২১:০৮ | 59.93.201.162
  • ওহ! সংস্কৃত তে অ আ ক খ কিভাবে উচ্চারন হয়, এই নিয়ে কোনো লিং থাকলে জানালে ভালো হয়, আমি খুঁজে পেলাম না।বা কেউ জানলে একটু উচ্চারন গুলো রেকর্ড করে তুলে দিলেও হয়। আগাম থ্যাঙ্কু।
  • nyara | ২৪ মে ২০১১ ২১:০৭ | 122.172.31.240
  • ঠিক কী ভাষায় বলেছেন?
  • Bratin | ২৪ মে ২০১১ ২১:০৬ | 117.194.101.102
  • দিদি আজকে বলেছেন জুলাই মাস থেকে মাসে এক তারিখে শিক্ষক দের বেতন হবে। এই খবর টা চোখে পড়েছে আপনাদের ? ঃ-))

    প্রবাসী জনগন যারা জানেন না তাদের উদ্দেশ্য বলি এত দিন মাইনে হতে হতে মাসের মাঝমাঝি কখনো কখনো পরের মসের শেষ ও হয়ে যেত।
  • M | ২৪ মে ২০১১ ২০:৫৮ | 59.93.201.162
  • মুগাম্বো খুশ হুয়া।পাগলকে সাঁকো নাড়ানোর কাজ দিলে, এবার ঠ্যালা বুঝবে।ঃ)

    গুন্নাইট।
  • Tim | ২৪ মে ২০১১ ২০:৩৯ | 198.82.21.44
  • দুদিকে ডিট্টো। দুটো কঠিন কঠিন কথা লিখলেই যদি সেটা ভালো লেখা হতো তাইলে সুনন্দা শিকদারের লেখা নিয়ে লোকে হইচই করতো না। বম্মা লেখা চালিয়ে যেও।
  • Du | ২৪ মে ২০১১ ২০:১২ | 216.110.92.7
  • বরং
  • Du | ২৪ মে ২০১১ ২০:১১ | 216.110.92.7
  • বিগেম খুশি থাকো। খামোখা চিন্তা করো না, তোমার লেখা নিয়ে একটু অহংকারী হয়ে উঠতে পারো বং নজ্জা তো নয়ই। তোমার লেখা নিয়ে কথা হয় না।
  • M | ২৪ মে ২০১১ ২০:০২ | 59.93.201.162
  • তবে আমার লেখা পড়তে বরাবর ভয়ঙ্কর সহানুভুতি লাগে, কিন্তু তাও লিখতাম। বিলকুল লজ্জা না পেয়ে। তবে আজকাল লজ্জা পাচ্ছি, তার মানে কি সত্যি সময় হয়ে এলো?নাকি আমার মন্ত্রী হওয়া আর হলো না? ক্ষে বলবে?
  • M | ২৪ মে ২০১১ ১৯:৪৯ | 59.93.201.162
  • বুঝলাম নাঃ(((((
  • santanu | ২৪ মে ২০১১ ১৯:৪৬ | 95.141.130.90
  • "যদি টইতে লিখে মনে হয়, ঐ লেখা পড়তে প্রচুর সহানুভুতি লাগবে, তাহলে লজ্জা পাবেন না, স্রিফ টই টাকে ডুবিয়ে দিন," - পরিবর্তনের বাজারে এ কি নতুন রুল?
  • M | ২৪ মে ২০১১ ১৯:১০ | 59.93.201.162
  • আকাকে,
    নিজের টই, আবার ক্ষী,পোবোল লেখা পেলো, লিখে ফেল্লাম ঘুমন্ত, জেগে উঠে মনে পড়লো আর জঘন্ন লেখা লিখবোনা প্রতিজ্ঞে করেচিলুম, নজ্জায় তাকে ডুবিয়ে দে এলুম।
  • quark | ২৪ মে ২০১১ ১৮:৪৫ | 202.141.148.99
  • "মা-মাটি-মানুষের" মন্ত্রী ব'লে তাঁদের বুঝি শখ-আহ্লাদ থাকতে নেই?
  • aka | ২৪ মে ২০১১ ১৮:৪২ | 168.26.215.13
  • ওদিকে মহাকরণ সারাতে নাকি দেড় কোটি টাকা খরচ হবে।
  • aka | ২৪ মে ২০১১ ১৮:৩৯ | 168.26.215.13
  • আরে না দুই তিন ফসলি জমি কিনতে হবে। ইয়েলোস্টোনে কি আর ফলন হবে?
  • nyara | ২৪ মে ২০১১ ১৮:১২ | 203.83.248.37
  • ধুর এসেমেস করার কী দরকার! ইয়েলোস্টোন বেড়াতে যাও। ওয়াওমিং আর মন্টানা পেরোবার পথে দেখবে কার্ডবোর্ডে বিজ্ঞাপন টাঙানো আছে $500 an Acre. Call xxx-xxx-xxxx। তবে সৃষ্টির আদি থেকে সে জমির দাম বোধহয় ঐ একই আছে।
  • aka | ২৪ মে ২০১১ ১৭:৫৯ | 168.26.215.13
  • ফাটকা কোথায়? তিনগুন মানে এক লাফে বড়লোক।
  • Netai | ২৪ মে ২০১১ ১৭:৫৭ | 121.241.98.225
  • শেয়ার মার্কেট ছেড়ে লোকে কৃষিজমিতে ফাটকা খেলছে? এরপর একদিন সোনা ও রূপার সাথে কৃষিজমিরও রেট পাবো পেপারে প্রত্যেকদিন।
  • aka | ২৪ মে ২০১১ ১৭:৪৯ | 168.26.215.13
  • আর বিগেম কোন টই ডোবালো?
  • aka | ২৪ মে ২০১১ ১৭:৪৮ | 168.26.215.13
  • ন্যাড়াদার জন্য তথ্য দিই, আম্রিগায় কৃষিজমির দাম হুহা বাড়ছে। কে একজন দুবছর আগে কৃষিজমি কিনেছিল এখন সেই জমির দাম হয়েছে তিনগুন। আজই এনপিআরে বলল। শুধু লুরু, কলকাতা দেখে লাভ নেই। এদিকে কাউকে কি এসেমেস করা যায়?
  • M | ২৪ মে ২০১১ ১৫:৫৮ | 59.93.246.151
  • এতক্ষনে হতচ্ছাড়া টইটাকে ডুবিয়ে এলুম।

    ছেলে থোড় /থোর ভালো খেলো যে........
  • M | ২৪ মে ২০১১ ১৫:৫৭ | 59.93.246.151
  • ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত