এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ০১ জুন ২০১১ ১৬:০৩ | 124.247.203.12
  • যাক।

    অ্যাদ্দিনে মান্দ্রাজে বৃষ্টি নামলো। ত্যামন ষন্ডাগুন্ডার মতন নয়, একগাদা কালোকুলো মেঘ করে শেষটায় কেমনতরো একটা লাজুক ছ্যড়ছ্যাড়ে ভাব।

    তাও , বলা যায় হাড় জুড়োলো। (আচ্ছা ,এই এক্ষপ্রেসনটার মানে কেউ জানে? এটাতে অর্থোপেডিক ডাক্তারদের কথাই বলা হোলো কি?)
  • de | ০১ জুন ২০১১ ১৫:৫২ | 59.163.30.6
  • অ্যাতো হাই উটচে কুমু? ঘুমুচ্ছো নাকি? :))
  • kumu | ০১ জুন ২০১১ ১৫:২৯ | 122.160.159.184
  • হাই মঃ) হাই দেঃ)
  • de | ০১ জুন ২০১১ ১৫:১৬ | 59.163.30.4
  • কুমুর নাম কি ক্যানোকুমারী দেবো না কুমুক্যান তাই ভাবছি :))

    তবে অপ্পন একসাথে বাত,দোসা আর দই-ভাত খেলো কি করে?
  • m | ০১ জুন ২০১১ ১৫:১০ | 117.194.38.150
  • হাই কুমিঃ)
  • kumudini | ০১ জুন ২০১১ ১৫:০৮ | 122.160.159.184
  • ছুটি হলে এইসব অখাদ্য ক্যানো খেলে?
    আপিসে থাকলে ক্যানো ঘুমোলে?

    ইয়ং জেনকে বোঝা যায় না।
  • kumudini | ০১ জুন ২০১১ ১৫:০৫ | 122.160.159.184
  • অর্পণ,আজ কিসের ছুটি?
  • Arpan | ০১ জুন ২০১১ ১৪:০১ | 204.138.240.254
  • বিসি বেলে বাত, চানাচুর, শুকনো লঙ্কা ভাজা, মশলা দোসা আর কার্ড রাইস উইথ পিকল।

    ঘুম এল বলে।
  • siki | ০১ জুন ২০১১ ১৩:৫০ | 123.242.248.130
  • সুকন্যা/সুতো,

    মিনুদের বস্তির ঘটনাগুলোকে কি এখানে একটু ডিটেলে লিখে দেওয়া সম্ভব হবে? আমার মনে হয় অনেক বেশি লোকের জানা দরকার, না হলে চাকা গড়াবে না।

    আমি অন্যদিক থেকে কোনও সাড়াশব্দ পাই নি, সেইজন্যে তোমায় আর ফোন করি নি।
  • siki | ০১ জুন ২০১১ ১৩:১৬ | 123.242.248.130
  • এটাও কি কেন্দ্রের বঞ্চনা? আমাদের কি দিকে দিকে গর্জে ওঠা উচিত নয়?
  • lcm | ০১ জুন ২০১১ ১২:৫৫ | 69.236.175.29
  • সিকি, তাইকে বাংলা ফন্ট সাপোর্ট নাই। খুবই আশ্চর্যের কথা যদিও - গুজরাতি আছে, অথচ...
  • lcm | ০১ জুন ২০১১ ১২:৪৯ | 69.236.175.29
  • অপেরা-য় গুরু পড়া নিয়ে d-এর একটা পোস্ট ছিল।
  • siki | ০১ জুন ২০১১ ১২:৪৭ | 123.242.248.130
  • লসাগুদা,

    আছে। নোকিয়ার সিম্বিয়ানে ইউনিকোড সাপোর্ট হুলিয়ে আছে। এই হিন্দি নিউজপেপার সাইটটা দ্যাখোঃ http://in.jagran.yahoo.com/। দিব্যি হিন্দিতে আসছে। পুরোটাই ইউনিকোডের হিন্দি। সম্ভবত গুজরাতিরও আছে।

    কেবল বাংলার সাপোর্ট নেই।
  • Arpan | ০১ জুন ২০১১ ১২:৪২ | 204.138.240.254
  • না, ভুল বললাম। আছে। কিন্তু আ-কার ই-কার এইসব স্থানচ্যুত হয়ে থাকে। আন্দাজে পড়তে হয়।
  • Arpan | ০১ জুন ২০১১ ১২:৪১ | 204.138.240.254
  • স্যামসুঙেও নেই।

    ফোনে অপেরা কী করে ডাউনলোড করব? আর সেইটাকে কী করে ডিফল্ট ব্রাউজার সেট করব? কেউ দেবে একটি ডামিজ গাইড লিখে?
  • lcm | ০১ জুন ২০১১ ১২:৩৮ | 69.236.175.29
  • আহা! অপ্পোন। আগের পোস্টে তো ঠিক লিখেছি। একটু টাইপো-র জন্য ছাড় দেবে তো! বয়েস হচ্ছে।

    সিকি,
    নোকিয়া, ব্ল্যাকবেরি... এদের ডিফল্ট ব্রাউজারে ইউনিকোড সাপোর্ট বোধহয় নেই।
  • siki | ০১ জুন ২০১১ ১২:২৫ | 123.242.248.130
  • সিম্বিয়ানে অপেরাতে আসছে। আগেও আসত। কিন্তু সিম্বিয়ানের নিজের ব্রাউজারে চৌকো বাকসো। ওখানে বাংলা আসে না।
  • Arpan | ০১ জুন ২০১১ ১২:১১ | 204.138.240.254
  • ল্যাদোষদা খালি উইনিকোড বলে যাচ্ছে কেন? কথাটা ইউনিকোড, তাই তো নাকি?
  • lcm | ০১ জুন ২০১১ ১১:৩৮ | 69.236.175.29
  • সাফারিতে চমৎকার আসছে।
    ক্রোমে আসছে, কিন্তু ক্রোমে উইনিকোড সাপোর্টটা একটু নড়বড়ে। ক্রোমে ক্রমে ক্রমে চৌকো চৌকো বাক্স আসে।
  • lcm | ০১ জুন ২০১১ ১১:২৯ | 69.236.175.29
  • সিম্বিয়ান-এ অপেরা-তে?
    অবশ্য সিম্বিয়ান কোনোদিন ইউস করি নি।

    আই-ফোনে, আই-প্যাডে দেখলাম চমৎকার আসছে আনন্দবাজার। ব্ল্যাকবেরিতে দেখছি আসছে না, মানে ডিফল্ট ব্ল্যাকবেরি ব্রাউজারে, অবশ্য ওতে আমি কোনো ইউনিকোড সাইট-ই কাজ করতে দেখি নি। অপেরা ডাউনলোড করলে, ওতে আসা উচিত।

    অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ ফোনে আসা উচিত। অনেক আগে উইন্ডোজ মোবাইল ফোনে অপেরা ডাউনলোড করে উইনিকোড সাইট দেখতে পেতাম।
  • siki | ০১ জুন ২০১১ ১১:১৫ | 123.242.248.130
  • সিম্বিয়ান বাদে।

    কেসটা হল, সিম্বিয়ানে হিন্দি ফন্ট কিন্তু দিব্যি আসে। বাংলা কেন আসে না কে জানে!
  • lcm | ০১ জুন ২০১১ ১১:০৫ | 69.236.175.29
  • পয়লা জুন থেকে আনন্দবাজার উইনিকোড হবার কথা। সব ব্রাউজার। কাজ করেছে।
  • Bratin | ০১ জুন ২০১১ ১০:৪৬ | 117.194.97.77
  • আমি আজকে বাড়ি তে। ল্যাদ খাবার জন্যে ছুটি। ঃ-))
  • Netai | ০১ জুন ২০১১ ১০:১৩ | 121.241.98.225
  • আমার বানানে ভুল ধরার উপর আমি নিষেধাজ্ঞা জারি করলাম।
  • Arpan | ০১ জুন ২০১১ ১০:০৫ | 112.133.206.22
  • বোঝো! ব্যাবাক পোরিবত্তনের পরেও লোকে খুশি নয়। প্রত্যাশার শ্যাষ নাই! ;-)
  • siki | ০১ জুন ২০১১ ১০:০০ | 123.242.248.130
  • ব্যাবাক পরিবত্তোন।

    আনন্দবাজার ইউনিকোড এখন কীসব ছড়া দেখাচ্ছে ইংরেজিতে। তার বদলে এসে উন্নততর আনন্দবাজার ডট ইন।

    কিন্তু হায়, নোকিয়ার সিম্বিয়ান ওএসে তো পড়া যায় না। সেই অপেরা মিনি-ই লাগবে।
  • Arpan | ০১ জুন ২০১১ ০৯:১৬ | 112.133.206.22
  • পরিবত্তনের ঠেলায় কি আনন্দবাজার ইউনিকোড ইমপ্লিমেন্ট করল?!

    http://www.anandabazar.in/
  • dd | ০১ জুন ২০১১ ০৯:০৪ | 124.247.203.12
  • ভুতেরা একাকী নিঃঝুম গান শোনে ,নিরালা ক্ষোক্ষস নাক খুঁটে যায়। মুলোর ঘন্টে নুন বেশী থাকায় হু হু করে কাঁদে খেঁকশ্যাল।"আমার কেনো কনুই নেই" বলে বিলাপ করে চীনাহাঁস।

    পশ্চিমা পরীরা বাসন মেঝে যায়, ঘুঘু রা রাষ্ট্রভাষায় গেয়ে ওঠে পরি বর্ত্তন,পরি বর্ত্তন।

    কেউ হাসে না।
  • pi | ০১ জুন ২০১১ ০৬:৫১ | 128.231.22.150
  • পিদিমের আগুন তো রুটি সেঁকতেই ব্যস্ত, লোকে আর কীকরে ওতে পোকার মত মরবে ?
  • pi | ০১ জুন ২০১১ ০৬:৪৮ | 128.231.22.150
  • অন্য পরিবর্তনের প্রস্তুতি হিসেবে সানস্কিন লোশনের পরিবর্তে বোরোলীন মাখেন কমরেড ঃ)
  • Tim | ০১ জুন ২০১১ ০৬:৪৮ | 198.82.23.81
  • যুযুধান কাদাখোঁচা আর হাঁড়িচাচার দেশ, আর পিদিমের আগুনে রুটি সেঁকবে বলে বসেছে ফকির। দিন যায়, লাল গানে সবুজ সুর বসে, লোক মরে, পোকার মতন। গুলিতে কিংবা অসুখে। এইই রাজনীতি। সানগ্লাসে নতুন টেকনোলজি আসে, হেলিপ্যাডে ধুলোর ঝড়, লাইটওয়েট মেশিনগান কেনা হয়, একঝাঁক। মৃত্যু ক্রমাগত সুখের হয়। হত্যা হয় আগের চেয়ে আরামদায়ক। কম ক্লান্তিকর।
  • Tim | ০১ জুন ২০১১ ০৬:৪২ | 198.82.23.81
  • এইত্তো। লিঃ লিঃ
  • aka | ০১ জুন ২০১১ ০৬:০৩ | 24.42.203.194
  • পরিবর্তনের নামের আশেপাশে এক দুকুচি বালুকণা ছড়িয়ে আছে, স্বপ্নে যারে সমুদ্র মনে হয়, নীল রঙের অসীমে আসলে তা হয়ত মরুভূমির দিকচক্রবাল, তাই তো চোখে রোদ চশমা, পিঠে সানস্কিন লোশন। আজ দিকে দিকে পরিবর্তনের ফাঁকে একটু অবসর খুঁজে নিজেকেই আরশিতে দেখি, ভাবি, আবার দেখি, প্রস্তুত হতে হবে তো অন্য পরিবর্তনের, লোকে বলে শুঁয়োপোকা আসলে এই হল রাজনীতি। ঃ)
  • Tim | ০১ জুন ২০১১ ০৫:৪৫ | 198.82.23.81
  • পরিবত্তনের মত একটা শব্দ, মিষ্টি টাইপের, সামনে পরিওলা, তাকেও শেষে পলিটিসে খেলে। এরপর আর কেউ পরিবত্তন নিয়ে কবিতা লিখবে?
  • Tim | ০১ জুন ২০১১ ০৫:৪৩ | 198.82.23.81
  • আর রিজাইন করে কি হবে। বরং চাট্টি সিমুলেশন চালাও।
  • aka | ০১ জুন ২০১১ ০৫:২১ | 24.42.203.194
  • এই দুঃখে আমি রিজাইন করলাম।
  • P | ০১ জুন ২০১১ ০৪:১৭ | 78.16.197.42
  • টইগুলোতে জাস্ট ঢোকা যাচ্চে না। সেই একরৈখিক আলু আর চোনা ! হয় মমতা নয় সিপিএম ..... মাজামাজি কেউ নাই !
  • nk | ৩১ মে ২০১১ ২৩:২৩ | 151.141.84.194
  • আচ্ছা রবাহুতোর বাড়ীর সেই পরিচারিকা আর সেই পরিচারিকার অনেক প্রতিবেশী, তাদের কী হলো?
  • nk | ৩১ মে ২০১১ ২২:৩৯ | 151.141.84.194
  • টইপত্তরে দেখি তুর্কিনাচন লাগিয়ে নতুন নতুন থ্রেড খুলে যাচ্ছেন জনৈক পাল। এর সাথে মিল দিয়ে এক্টা শব্দ মনে আসে, সেটা না বলাই ভালো। ;-)
  • nk | ৩১ মে ২০১১ ২২:৩৬ | 151.141.84.194
  • তবে এতো জটিল জ্ঞান হলে কী হবে বলা যায় না। ঃ-)
  • nk | ৩১ মে ২০১১ ২২:৩২ | 151.141.84.194
  • জ্ঞানে য ফলা নাই নিতাই। ঃ-)
  • Netai | ৩১ মে ২০১১ ২০:৫৫ | 121.241.98.225
  • পুরাতন সমাজ ও আধুনিকতার সাথে তাল মিলিয়ে সময়াপোযোগী ছড়া।মন দিয়ে পড়লে মনে প্রফুল্লতার ভাবের আমদানী ছাড়াও টিকা, টিকি, স্পনসর ও অন্যান্য অনেক বিষয়ে জ্ঞ্যানবৃদ্ধির সমূহ সম্ভাবনা।
  • Netai | ৩১ মে ২০১১ ২০:৫০ | 121.241.98.225
  • মিলিয়ে দেখে কে স্পনসর
    স্টিকার লাগায় টিকেশ্বর

    এটা ছোটদের জন্যে দু লাইনের ছড়া
  • aka | ৩১ মে ২০১১ ২০:৪৫ | 168.26.215.13
  • এই তো জীবন রিয়ালিস্টিক
    বাম্বু হয়েছে হকির স্টিক
    জানল কিন্তু বুঝল নাতো কেউ
  • Netai | ৩১ মে ২০১১ ২০:৪১ | 121.241.98.225
  • ঢেউ আর ঘেউ বাকি রয়ে গেছে। বোতিনদার মৌলিককবিতাটা গুঁজে দিলে হয়।
    ঃ-)
  • madhyapadalopee karmadhaaray | ৩১ মে ২০১১ ২০:৩৮ | 14.96.128.15
  • বরং তোমার কুলোয় দিল ছাই।
    তলায় বুরিডানের গাধা
    পিছন থেকে আসছে ছুটে ফেউ।
  • aka | ৩১ মে ২০১১ ২০:৩৭ | 168.26.215.13
  • আমি ঠেকনো দিলাম
    (-8 -/
  • aka | ৩১ মে ২০১১ ২০:৩৬ | 168.26.215.13
  • ঠিক তখনই ভাঙল চটক
    মেঘলা আকাশ মেঘের পালক
    দুরে কোথাও ডাকছে একটা ফেউ।
  • Netai | ৩১ মে ২০১১ ২০:৩৬ | 121.241.98.225
  • (8-/ --------- এইটা চশমাওলা ইমোটিকন
  • Netai | ৩১ মে ২০১১ ২০:৩৪ | 121.241.98.225
  • একটু কবি সাজার চেষ্টা করছি।

    (8-/
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত