হুচি, ঘড়ি নিয়ে জাস্ট লিখতে যাচ্ছিলাম। আমাদের , যদ্দুর মনে পড়ছে , প্রথম অ্যালাউ করে টেনে, প্রিটেস্টে।
byaang | ০৮ জুন ২০১১ ২৩:০৬ | 122.172.243.173
হুচি, ভাবতে পারবি না, সোমবার ছেলেকে স্কুলে নামাতে গিয়ে মনটা এত খারাপ হয়ে আছে। সেদিন আবার ওদের অ্যাসেম্বলিতে পরিবেশ দিবস পালন হচ্ছিল। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ছেলেগুলোকে ঠায় দেড় ঘন্টা দাঁড় করিয়ে রেখে বক্তৃতা আর গাছ পোঁতা চললো। এমন নয় যে ছেলেরা পুঁতলো, পৃন্সিপাল, চিফ গেস্ট এরা সব পুঁতলেন। এদিকে দেখছি ছেলেঅগুলো একটানা দেড় ঘন্টা অ্যাটেনশনে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট পাচ্ছে। তো সেইসব তো হল, তারপর প্রিন্সিপাল মাইকে ঘোষণা করলেন, যারা রিবক না পরে এমনি জুতো পরে এসেছে, তাদেরকে লাইন থেকে টেনে বার করে আলাদা দাঁড় করিয়ে রাখতে। সবার সামনে অ্যাসেম্বলি লাইনে এইভাবে আলাদা করে দেখে খুব কষ্ট হচ্ছিল।
Arpan | ০৮ জুন ২০১১ ২৩:০৫ | 122.252.231.10
বিশপ কটনের কাণ্ড পড়ে, কাষ্ঠস্পর্শ,মনে হচ্ছে রায়ান অনেক কুল।
nk | ০৮ জুন ২০১১ ২৩:০৫ | 151.141.84.194
টিপিন খেয়ে এসে গুরু খুলে দেখি এই কান্ড! নাঃ, কৃষ্ণকান্ত হওয়া আর বুঝি হোলোনা, উইল ও করতে হবে না, নিশিকান্ত হয়েই থেকে যাই। ঃ-)
আকাদা, ব্র্যাণ্ডের জিনিসের কোয়ালিটু হয়ত ভাল হয় ( যদিও আমার মনে হয় অনেকটাই মনের শান্তি), কিন্তু নন-ব্র্যাণ্ডেডের ভাল হবেনা, এমনটাও নয় ঃ)
nk | ০৮ জুন ২০১১ ২৩:০৪ | 151.141.84.194
এর চেয়ে যে জতুগৃহ ভালো ছিলো! ঃ-)
nk | ০৮ জুন ২০১১ ২৩:০২ | 151.141.84.194
ওরে বাবা, কীযেন ডট কমে গিয়ে বাড়ীর দাম দেখে দেয়???? কমদামের বাড়ী হলে নেমন্তন্নে যায় না?
hu | ০৮ জুন ২০১১ ২৩:০১ | 12.34.246.72
পাই, আমাদের ক্লাস নাইনের আগে ঘড়ি পরে এলে শাস্তি হত। পরীক্ষা দেওয়ার সময় বাবার ঘড়ি নিয়ে যেতাম। পাশে রেখে দিতাম ঃ-)
aka | ০৮ জুন ২০১১ ২৩:০১ | 168.26.215.13
সেইজন্যই সৌরভ স্কুলের ব্যবসা খুলছে।
pi | ০৮ জুন ২০১১ ২৩:০১ | 128.231.22.150
নো টেক্সট বুক পলিসি তে শেষমেশ শেখা কেমন হয় ? আর পলিসিটা ঠিক কীরকম ? টীচাররা ক্লাসে এসে ইচ্ছেমতন কিছু পড়ান, লেখান, আঁকান ?
hu | ০৮ জুন ২০১১ ২৩:০০ | 12.34.246.72
স্কুলের ব্যবসাই দেখছি সব চেয়ে ভালো ব্যবসা আজকাল। যেহেতু বাচ্চারা জড়িত, বাবা-মা আপত্তিও করতে পারবে না বেশি।
aka | ০৮ জুন ২০১১ ২৩:০০ | 168.26.215.13
তবে চুপিচুপি একটা কথা বলি ব্র্যাণ্ডের জিনিষ আমার দিব্য লাগে, কোয়ালিটি বেশ ভালো। ঃ)
byaang | ০৮ জুন ২০১১ ২২:৫৯ | 122.172.243.173
আমার আবার লুরুতে স্কুল চেঞ্জ করা ব্যথা আছে, সেকন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা নিয়েছিলাম, তাই এখন পাল্টাতে হলে কোলকাতা ফিরতে হবে। সেক্ষেত্রে ছেলে আর তার বাবার রোজ দেখা হবে না।
pi | ০৮ জুন ২০১১ ২২:৫৮ | 128.231.22.150
তবে স্কুলে এসব কিনতে বাধ্য করা জাস্ট টু মাচ ! কীরকম বিপরীত সব ব্যাপার। আমাদের ছোটোবেলার স্কুলে টুলে এসব ব্র্যাণ্ডেড কি নামিদামি জিনিস কেউ শখ করে পড়ে এলে ই শাস্তি পেত !!
Paramita | ০৮ জুন ২০১১ ২২:৫৮ | 122.172.17.25
ব্র্যান্ডের হুজুগ ও দেশেও বিলক্ষণ আছে দেখেছি - তবে মিডল স্কুলের আগে অতটা প্রকাশ পায় না। এখানে স্কুল নিজেই দায়িত্ব নিয়ে বাবামাদের বাধ্য করছে।
aka | ০৮ জুন ২০১১ ২২:৫৭ | 168.26.215.13
এখানে দেশী কথাটা ইম্পর্ট্যান্ট। আম্রিগানরা ভালো জিনিষ অবশ্যই পরে, কিন্তু দেশীদের মধ্যে যেমন শো-অফ প্রবণতা সেটা আমার অন্তত আম্রিগানদের মধ্যে চোখে পড়ে নি। বরং বেশ হিসেবি, পয়সা কড়ির অবস্থা খুব ভালো বোঝে। অবিশ্যি আমার সেট খুব বায়াসড।
hu | ০৮ জুন ২০১১ ২২:৫৭ | 12.34.246.72
দেশী লোকজনের মধ্যেই বেশি আছে। লজ্জা হয় দেখে।
byaang | ০৮ জুন ২০১১ ২২:৫৬ | 122.172.243.173
টিমির এই কথাটা আমারও মনে হয়।
সরকারিস্কুলের কথা জানি না। আমার চেনাজানা কেউ এখানে সরকারি স্কুলে পড়ে বলে শুনি নি।
আমি একদিন পামিতাকে ফোন করে IGSCE স্কুলের ফান্ডা নেব।
pi | ০৮ জুন ২০১১ ২২:৫৫ | 128.231.22.150
এদেশে স্কুলে হয়ত নেই। কিন্তু এমনিতে ব্র্যাণ্ডের হুজুগ, গাড়ি বাড়ি দাম দস্তুর শো-অফ , সে তো এদেশেও বিলক্ষণ আছে। অন্ততঃ দেশী লোকজনের মধ্যে তো আছেই।
Tim | ০৮ জুন ২০১১ ২২:৫৩ | 198.82.17.3
কিসব বাজে ব্যাপার। এর চেয়ে ভাঙা পাখা আর খিটখিটে মাষ্টারমশাইদেরো ভালো মনে হয় এখন ভাবলে। অন্তত বাড়িশুদ্ধু লোককে এত নাজেহাল তো হতে হয়নি।
Paramita | ০৮ জুন ২০১১ ২২:৫৩ | 122.172.17.25
আশা করছি পড়াবে। এই ক্লাসেও "নো টেক্টবুক" পলিসি থাকতে পারে। টিচারকে জিগেস করতে হবে।
pi | ০৮ জুন ২০১১ ২২:৫২ | 128.231.22.150
লুরুর সরকারী স্কুলের অবস্থা ব্যবস্থা কেমন ?
aka | ০৮ জুন ২০১১ ২২:৫২ | 168.26.215.13
রিবকের জুতো কিনতে বাধ্য করেছে। এরা পড়াশুনো শেখাচ্ছে না ব্র্যাণ্ড ইমেজ তৈরি করছে। যাদের দেখে এত নকল, তাদের দেশে এসব নাই। আছে সেই দেশে ভারতীয়দের মধ্যে আছে, কে কোন ব্র্যাণ্ড পরল, কোন গাড়ি চ্ড়ল, এমনকি বাড়িতে নেন্তন্ন করলে জিলো.কমে গিয়ে বাড়ির দাম কত দেখে নেওয়া। উফ।
Paramita | ০৮ জুন ২০১১ ২২:৪৯ | 122.172.17.25
আমাকেও নাইকি কিনতে হোলো। তবে স্কুল চত্বরে জুতোর মেলা নিয়ে বসেছিল। দোকানে ছুটতে হয় নি। নাইকির দেশে থাকতে জম্মে নাইকি পরে নি এই বয়সে।
pi | ০৮ জুন ২০১১ ২২:৪৭ | 128.231.22.150
পামিতাদি, বিজ্ঞান বা অন্য কোন ল্যাংগুয়েজ পড়তে হয় না ?
pi | ০৮ জুন ২০১১ ২২:৪৫ | 128.231.22.150
কী সাঙ্ঘাতিক !
byaang | ০৮ জুন ২০১১ ২২:৪১ | 122.172.243.173
পামিতা, আমি আজকের পরে সিরিয়াসলি ভাবছি চেঞ্জ করার কথা। এবছর আমাদের সবাইকে রিবকের জুতো কিনতে বাধ্য করা হয়েছে। তাও যেকোনো রিবকের দোকান থেকে কেনা যাবে না, নির্দিষ্ট ডিলারের থেকে নির্দিষ্ট মডেলের জুতৈ কিনতে হবে, যেটা অন্য কোনো দোকানে সহজে পাওয়া যাবে না। উইদাউট এনি নোটিস ছুটির মধ্যে ইউনিফর্ম পাল্টে দিয়েছে। যারা ছুটিতে বাইরে গেছিলো, তারা জানতেও পারে নি, কিনতেও পারে নি, এখন ছুটির পরে যেদিন প্রথম স্কুল শুরু হয়েছে, ছেলেরা পুরনো ইউনিফর্মে এসে দ্যাখে এই কান্ড। এখন মা-বাবাদের দৌড়াদৌড়ি করে প্রাণান্ত। বইখাতর কথা তো আগেই বলেছিলাম, ডাঁই হয়ে আছে ঐ অত অত খাতা। রাখার জায়্গা শুদ্ধু পাচ্ছি না।
Paramita | ০৮ জুন ২০১১ ২২:৪১ | 122.172.17.25
বড় আনন্দমেলাটা অংক বই। ছোটো আনন্দমেলাগুলোর একটা কম্পিউটার, একটা ইংরেজী গ্রামার, একটা ক্রিয়েটিভ রাইটিং টাইপের বই।
Paramita | ০৮ জুন ২০১১ ২২:৩৯ | 202.3.120.9
তারপর আবার প্রথম পনেরোদিন ধরে ইউনিফর্ম নেই, ডায়রি নেই, বই খাতা নেবার দরকার নেই, খালি পাপেট বানাচ্ছে আর হপ্তার শেষে নাকি নিজেদের একটা পাপেট শো করে দেখাতে হবে। এসবের ফল ভালো হবে কিনা বুঝতে পারছি না।
Tim | ০৮ জুন ২০১১ ২২:৩৮ | 198.82.17.3
কী কী সাবজেক্ট?
Paramita | ০৮ জুন ২০১১ ২২:৩৬ | 202.3.120.9
আজ মেয়ের ইশকুল থেকে বইখাতা দিলো। ক্লাস টু-তে মাত্র তিনটে ছোটো আনন্দমেলার মত পাতলা, একটা বড় আনন্দমেলার সাইজের বই। একটু চিন্তাই লাগছে।
Paramita | ০৮ জুন ২০১১ ২২:৩৬ | 202.3.120.9
আজ মেয়ের ইশকুল থেকে বইখাতা দিলো। ক্লাস টু-তে মাত্র তিনটে ছোটো আনন্দমেলার মত পাতলা, একটা বড় আনন্দমেলার সাইজের বই। একটু চিন্তাই লাগছে।
hu | ০৮ জুন ২০১১ ২২:৩৫ | 12.34.246.72
প্যাংলাপাই ভারী ভালো নাম ঃ-))
hu | ০৮ জুন ২০১১ ২২:৩৪ | 12.34.246.72
আপিস থেকে ফ্রি লাঞ্চ কুপন দিয়েছিল। অনেক খেটেখুটেও ছ'টাকা নব্বই-এর বেশি খসাতে পারলাম না ঃ-((
অর্পণ, নলেন গুড়ের রসগোল্লা তো অনেক খেয়েছি। নলেন গুড়ের আইসক্রীমটা পরের বার বাড়ী গিয়ে খাবোই খাবো।
pi | ০৮ জুন ২০১১ ২২:২৭ | 128.231.22.150
যাঃ!! কোনো মানে হয় ! মনের দুঃখে মশা মারতে গেলুম।
pi | ০৮ জুন ২০১১ ২২:২৪ | 128.231.22.150
ঐসব আজেবাজে নাম নিয়ে বাজে ভাট না মেরে বিজিনেস প্রোপোসালটা নিয়ে সিরিয়াসলি ভাবো দিকিনি। ভেবে দেখো, উতরে গেলে ন্যাড়াদার ঐ ব্যাঙ্গালুরুর ম্যাপে রসগোল্লার বদলে মাল-সন্দেশ দেখাবে।
জাগো বাঙালী।
নাঃ। খসড়াতেও এটা অ্যাড করতে হবে।
M | ০৮ জুন ২০১১ ২২:২২ | 59.93.197.55
দিদিয়া খোঁড়া পা নিয়ে বেশি লাফাঝাপি করোনা বাপু।
কুমু কেমন আছো?
এদিকে কুঁচো ঋভুর কথা শুনে বড় ঋভুর বই গুনে দেখি মাত্রর এগারোটা, সেও তো এখন আই সি এস ই তে।
আর সে তার আগের ইস্কুলে বেশীরভাগ পরীক্ষাই পেপারে হতো, সেগুলো কিনা স্টেপলার দিয়ে খাতায় সেঁটে নিতো ওরা, আর না হলে, কেউ খাতা ভুলে গেলেও পেজে দিতো , যেটা ফাইলে রাখতো বা খাতায় আটকে নিতো।মারতো না কখনো। এত ভালো ছিলো টিচাররা যে ওরা টিচারদের বন্ধু মনে করতে পারতো।
তবে নতুন স্কুলেও এখনো চাপ নেই। আর হলিডে হোম ওয়ার্ক গুলো ও ভালো লাগলো,খুব কম,আর যেমন ইতিহাসে প্রফেট মোহম্মদের আগের সময়ে আরবের বাসিন্দা তুমি, এমন ভাবে একটা গল্প লেখো। এরকম। ইংরাজিতেও তাই, ভাবনার উপর গুরুত্ব দিচ্ছে।
হ্যাংলা ক্যানো হবো শুনি ? আমার ই বিয়ে তো। মানে, সব মূলত আমারি জন্য। নইলে অমনি মাছ খেকো শ্বশুরবাড়িতে মাছের বদলেই বা সন্দেশের মাছ ই বা পাঠানো ক্যানো ?
Tim | ০৮ জুন ২০১১ ২২:১০ | 198.82.18.156
হ্যাংলাপাই? ভালোই লাগছে শুনতে
byaang | ০৮ জুন ২০১১ ২২:০৯ | 122.172.243.173
ক্যামোন একমুখী মন!! চালের গুঁড়ো দিয়ে তৈরি সন্দেশ, ধোঁকা দেওয়ার জন্য।
Arpan | ০৮ জুন ২০১১ ২২:০৫ | 122.252.231.10
মাল?
byaang | ০৮ জুন ২০১১ ২২:০৪ | 122.172.243.173
অ্যাঁ! এ কি হ্যাংলা রে ভাই!! নিজের বিয়ের তঙ্কেÄর সন্দেশ আর কেউ খাওয়ার আগেই নিজেই খেয়ে নিল!!
byaang | ০৮ জুন ২০১১ ২২:০২ | 122.172.243.173
না, ক্ষীরের বদনাম করত না। বলতো, পটলটা নাকি পচা পটল!
pi | ০৮ জুন ২০১১ ২২:০২ | 128.231.22.150
মানে, ইলিশ মাছের পেটির তঙ্কÄ না, তঙ্কেÄর পুরো কাতলাটাই ছিল সন্দেশ ঃ)
আর সত্যিকারের সন্দেশের মত দেখতে যেগুলো পাঠানো হয়েছিল, সেগুলো আসলে ছিল চালের গুঁড়োতে তৈরি মাল। আমার বৌদি , ছোটোকাকি , মামাতো দিদির বদবুদ্ধি। আমাকে ফোনে বলে সাবধান করে দিতে গেছিল, কিন্তু তার আগেই আমি মুখে তুলে ... , এঃ, মুলোর চেয়েও বাজে ধোঁকা ঃ(
byaang | ০৮ জুন ২০১১ ২২:০১ | 122.172.243.173
আম সন্দেশ বললেই আমার আবার কালিকার আমের চপের কথা মনে পড়ে যায়। এবার গিয়ে দেখলাম আমের চপ বানানো ই বন্ধ করে দিয়েছে। ঃ-((
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন