এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r2h | ১১ জুন ২০১১ ০০:১০ | 198.175.62.19
  • এই যাহ, মেল করেছো নাকি? দেখছি দাঁড়াও।
  • Arpan | ১১ জুন ২০১১ ০০:১০ | 122.252.231.10
  • যাবা তো গাড়ি কইর‌্যা? রাস্তার দিকে চক্ষু ঠেকাইয়া বসনের কী আসে?
  • r2h | ১১ জুন ২০১১ ০০:০৯ | 198.175.62.19
  • কী? বিভীষণদার চাদর মুড়ি দেওয়া তো? হ্যাঁ, আমিও তো তাই বলছি।
  • nk | ১১ জুন ২০১১ ০০:০৯ | 151.141.84.194
  • একজন সংস্কৃত জানা খুবি ভারতীয় সংস্কৃতিমুগ্‌ধ সাহেব ইংরেজীতে তাঁর গাড়ির নাম রেখেছিলো Garuda।(তখন গাড়ি খুব একটা ইসে ব্যাপার ছিলো সাহেবের দেশেও, নাম পর্যন্ত রাখা হয় নইলে? ) আমরা তো সাত পাঁচ ভেবে পাই না, গরুদা কেন? শেষে একজন ধরে ফেললো গরুড়। সাহেবের গরুড়ে চড়ার শখ হয়েছিলো। ঃ-)
    ভাগ্যিস চড়েন নাই, পইড়া গেলে কেলেংকারি হইতো। ঃ-)
  • achintyarup | ১১ জুন ২০১১ ০০:০৯ | 121.241.214.38
  • আমি যে কাল হুতোকে মেল করলাম, তার কি হল?
  • achintayrup | ১১ জুন ২০১১ ০০:০৮ | 121.241.214.38
  • *খুবই
  • kk | ১১ জুন ২০১১ ০০:০৮ | 71.236.36.122
  • সঙ্ঘটা ঠিক যুৎসই হচ্ছে না। মনে করো একটা দেশে অনেক গুলো রাজ্য, এবার সেই অনেক রাজ্যের সমষ্টি বলে দেশটাকে একটা ফেডারেশন বলছে। তাহলে সেটা এক কথায় কি হবে? যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য নামগুলো তো সায়েবরা নিয়ে বসে আছে ঃ(।
  • byaang | ১১ জুন ২০১১ ০০:০৭ | 122.167.64.212
  • মোটেই আমি বাজে বকছি না অপ্পন। শোন, তিমি নর্দমা ওভারফ্লো মানে নর্মাল ওভারফ্লো না, এমন ওভারফ্লো যে রাস্তা একেবারে হলুদ হয়ে থাকে। এটা যদি অপ্পন আর সায়ন অস্বীকার করে আমি কাল ঐদুটোকে নিয়ে গিয়ে ওখানে ওদের মুন্ডু ঠুসে দেব।
  • dd | ১১ জুন ২০১১ ০০:০৭ | 122.167.24.129
  • পাইদি তো দেখছি কিসুই জানে না, বড্ডো ছেলেমানুষ।
    কবচ আর কবচে গুলিয়ে ফ্যালে।

    আরে একটা হচ্ছে কবচ, অন্যটাও তাই। কিন্তু কবচ আর কবচে খুব তফাৎ।
    এটাও জানে না।
  • achintyarup | ১১ জুন ২০১১ ০০:০৭ | 121.241.214.38
  • খুববই চিন্তার ব্যাপার
  • Tim | ১১ জুন ২০১১ ০০:০৬ | 198.82.21.136
  • ইন্টারেস্টিং পয়েন।
    সঙ্ঘম শরণম্‌ গচ্ছামি.... ইংরেজিতে ক্ষি হবে?
  • Arpan | ১১ জুন ২০১১ ০০:০৫ | 112.133.206.18
  • সঙ্ঘ।
  • kk | ১১ জুন ২০১১ ০০:০৫ | 71.236.36.122
  • ফেডারেশন এর বাংলা কি?
  • Tim | ১১ জুন ২০১১ ০০:০৫ | 198.82.21.136
  • অত বড়ো ইংরেজি নাম না রেখে গোবর শপিং কমপ্লেক্স রাখলেই হতো।
  • byaang | ১১ জুন ২০১১ ০০:০৫ | 122.167.64.212
  • কেয়া তাজ্জব! বিভীষণদার জন্য সিম্প্যাথি কীসের, তাই বুঝছি না!
  • Arpan | ১১ জুন ২০১১ ০০:০৪ | 122.252.231.10
  • বাজে বোকো না। কাল রেডি থেকো। মৌলিদা না গেলে মানে কাজে আটকে গেলে আমি নিয়ে যাবো।

    গারুডা মলের দিকে তাকাতে কে বলেছে!
  • pi | ১১ জুন ২০১১ ০০:০৪ | 128.231.22.150
  • বগলামুখী কবচ , করালবদনা কুণ্ডল পরিহিতা ব্যাঙদির বিবিএমপিবিনাশিনী ছবি চাই।
  • Tim | ১১ জুন ২০১১ ০০:০৩ | 198.82.21.136
  • হ্যাঁ বিভীষণদার জন্যেও সিম্প্যাথি। ওঁকেও একটা কবচ দেয়া হোক।
  • nk | ১১ জুন ২০১১ ০০:০৩ | 151.141.84.194
  • টাইপো একটা আছে। কালি কার না কালো কার ঃ-)
  • byaang | ১১ জুন ২০১১ ০০:০৩ | 122.167.64.212
  • ওটা বাংলায় গরুড়
  • Tim | ১১ জুন ২০১১ ০০:০১ | 198.82.21.136
  • গরুডা বেশ সিম্পল নাম। সহজেই বোঝা যায়।
  • r2h | ১১ জুন ২০১১ ০০:০১ | 198.175.62.19
  • বিভীষণদা কি যাতনায় চাদর্মুড়ি দিয়ে শুয়ে আছে ভেবে আমি বড়ই ব্যাকুল।
  • byaang | ১১ জুন ২০১১ ০০:০১ | 122.167.64.212
  • তিমি ঃ-X
  • nk | ১১ জুন ২০১১ ০০:০১ | 151.141.84.194
  • কবচ তো সিলিন্ড্রিকাল শেপের মেটালিক জিনিস, ভেতরের ফাঁকা অংশে কাগজে নানা মন্ত্র লিখে পাকিয়ে পাকিয়ে খুব ছোট্টো করে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে মোম দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। সিলিন্ড্রিকাল শেপের বাইরের দিকে একটি হোল্ডার, সেই হোল্ডারে সুতো বা কালি কার দিয়ে গলায় ঝোলানো হয়।

    একবার একজন মোম খুঁটে ভেতরের কাগজ বের করে পেয়েছিলো ওঁ হ্রীঁ হ্রীঁ, বারে বারে এই জিনিস লেখা। তখন সে সেই কাগজ ডিস্কার্ড করে আরেক কাগজে E=mc[2 অনেকবার লিখে কাগজ পাকিয়ে পাকিয়ে ছোট্টো করে কবচের ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার নতুন মোম দিয়ে মুখ এঁটে দিলো। ঃ-)
  • Tim | ১১ জুন ২০১১ ০০:০০ | 198.82.21.136
  • তোমাকে দেখে নর্দমাও উচ্ছ্বসিত হয়? ধন্য!
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:৫৯ | 122.167.64.212
  • অর্পণ আছিস? শোন, আমার হোসম্যাটে যেতে ইচ্ছে করে না। ঐখানে যেতে গেলে আমাকে গরুডা মলের সামনের রাস্তাটা দিয়ে যেতে হায় আর ওখানে সবসময় নর্দমা ওভারফ্লো করে আর ভয়ানক দুর্গন্ধ। ওটার থেকে মণিপাল ভালো, বেরিয়েই উল্টোদিকে লীলা হোটেল।
  • Arpan | ১০ জুন ২০১১ ২৩:৫৮ | 122.252.231.10
  • হ্যাঁ, ঐ প্রবলেমটা আছে। তাও L420-এ অনেক সারিয়েছে।
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:৫৮ | 198.82.21.136
  • ঝগড়ার সময় এমন সুন্দর পরিশীলিত অভিশাপ, ভাবা যায়না। এতো সাহিত্য!
  • pi | ১০ জুন ২০১১ ২৩:৫৮ | 128.231.22.150
  • এখুনি কয়েকজন সশব্দে হিরণ্ময় নীরবতা পালন করবে বলে মালুম হচ্ছে।
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:৫৬ | 122.167.64.212
  • ও ডিডিদা, তুমি ঠিক বলেছ। হতেও পারে। তার মানে আমার অভিশাপের জোর আছে। এই তো গত মঙ্গলবার দাম্পত্য কলহের সময় ভয়ানক খচে গিয়ে বলেছিলাম ""তোমার মহাসর্বনাশ হোক। ধনেপ্রাণে বিনাশ হোক।'' তারপর তেরাত্তিরও কাটে নি।
    ঃ-)))
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:৫৫ | 198.82.21.136
  • হায় হায়, এ কবচ সে কবচ নয় রে পাই। এ কবচ সিলিড্রিকাল, একটা দিক গালা বা মোম দিয়ে আটকানো।
  • pi | ১০ জুন ২০১১ ২৩:৫৫ | 128.231.22.150
  • হ্যাঁ, পাই কে পিকু আর কুমুদি কে মুদি করে দেবার চক্রান্তকারী কিবোর্ড বাদে লেনোভো ভাল ই।
    তবে আমারটি মাস ছয়েকের মাথায় ফার্নেস হতে শুরু করেছেন। কিন্তু সে আমার অসংখ্য জানলার অত্যাচারে রেগে আগুন হয়ে যাচ্ছেন কিনা জানিনা। কিন্তু খুব রেগে গেলে নিজে নিজেই চুপচাপ চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন।
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:৫২ | 198.82.21.136
  • কবচে কি থাকবে? সিঁদুরমাখা শিকড়? শুকনো ""ঝুরঝুরে হয়ে যেতে পারি কিন্তু ক্যানো যাবো"" ফুল?
  • pi | ১০ জুন ২০১১ ২৩:৫১ | 128.231.22.150
  • কবচ , বর্ম সব দরকার।

    ভালো কথা, এই কবচ, কুণ্ডল যেন ঠিক কেমন দেখতে হয় ? মনে পড়ছে না একদম।
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:৫১ | 122.167.64.212
  • শোন পাই, মেলা বকিস নি, আমার ডাক্তারের কাছে যাওয়ার অভিজ্ঞতা খুব খারাপ।

    বছর খানেক আগে একটা আক্কেল দাঁতের আধখানা বেরিয়ে বাকি আধখানা বেরোতে জায়গা পাচ্ছিল না। তা আমার গাল ফোলা, কান ফোলা দেখে লোকে এমন শিউরে উঠছিল যে শুধু তাদের শান্তি দিতেই দাঁতের ডাক্তারের কছে গেলাম। তা তিনি দেখেটেখে বললেন, তুলতে হবে, তবে তিনি তুলবেন না, অন্য এক ডাক্তার তুলবে। যেদিন তুলতে গেলাম, গিয়ে দেখি এক ছোট্ট কুচো বাঙালী ডাক্তার। বয়সের কথা বলছি না, সাইজের কথা বলছি।
    আমাকে তো ঐ হাফবিছানামার্কা বিশাল চেয়ারটায় শুইয়ে দিয়ে ইঞ্জেকশন দিতে এল, বললাম "মাড়িতে ইঞ্জেকশন দেবেন না, বরং ফুল অ্যানাস্থেশিয়া করে দিন"। গোয়াঁর ডাক্তার বলে কিনা, "আমি কী করবো, সেটা আমি ঠিক করব''। মরীয়া হয়ে থ্রেট দিলাম, ""আমার ব্যথা লাগলে কিন্তু আমি খুব জোরে চেঁচাব''। পাত্তা না দিয়ে প্যাঁট করে মাড়িতে ইঞ্জেক্‌শন দিয়ে দিলেন। তারপর শুরু হল দাঁত তোলা। আমি তো আমার এই বিশাল সাইজ নিয়ে ঐ হাফবিছনায় ভালো করে আঁটছি না, অনেকটাই বেরিয়ে আছি, আর ডাক্তার ছোটখাতো হওয়ায় সে ক্রমে ক্রমে আমার উপর চড়ে বসেছে। বেশ অনেকক্ষণ বাদে সে থামল। আমাকে বলে কিনা "রিল্যাক্স''। আমি বললাম ""আঁমাঁড় কোঁল ঠেকে ণাঁমুঁণ'' (আমি সিওর আমি যদি বলতাম আমার কোল থেকে নামুন, সে কিছুতেই বুঝতে পারতেন না)। । কিন্তু এভাবে বলায় খুব লজ্জা পেয়ে বললো "সরি'' বলে খচমচ করে নেমে এল। তারপর দেখি ঘাম মুছছে, তারপর বললো "খুব কষ্ট করতে হল''। আমি হেঁ হেঁ করে হেসে বললাম "না না তেমন কিছু কষ্ট হয় নি আমার, আপনার হাত খুব ভালো''। ব্যাটা বলে কী "আপনার না, আমার কষ্ট গেল, কিছুতেই তোলা যাচ্ছিল না আপনার দাঁত টা''।

    ডক্তারদের এমনি বদরসিকতা করার স্বভাব বলে আমি সহজে তাদের চৌকাঠ মাড়াতে চাই না।
  • nk | ১০ জুন ২০১১ ২৩:৫১ | 151.141.84.194
  • হুচি গো হুচি-
    মনে করালে অম্বুবাচী। ঃ-)

    আগুনের ছোঁয়াহীন খাওয়াদাওয়ার নিয়ম অম্বুবাচীতে। তাই তখন সাবু কলা নারকোল আরো নানারকম ফল আর সন্দেশ দুধ চিনি গুড় মধু এসব দিয়ে মিক্স করে খাওয়ার নিয়ম। ছোটোবেলা ঠাকুমার সাথে অম্বুবাচী করতাম ওসব খাওয়ার লোভে। রোজ রোজ রান্না খাবার খেতে খেতে বৈচিত্র কমে যায় কিনা! আর ছোটোবেলার খাবারে বৈচিত্রের প্রয়োজন কে না জানে। ঃ-)
  • Arpan | ১০ জুন ২০১১ ২৩:৪৯ | 112.133.206.18
  • লেনোভো তো ভালোই।
  • dd | ১০ জুন ২০১১ ২৩:৪৮ | 122.167.24.129
  • ব্যাপারটা লাইটলি নেবেন্না, প্লীজ।

    গলায় কাঁটা,হাতে কাঁচ,পিঠে ব্যাথা, ঘাড়ে লাঠি। ডাক্তার তাক্তার দ্যাখাও যতো খুসী কিন্তু একটা শান্তি স্বস্ত্যয়ণ ও কোরো।

    নবগ্রহ বা বৃহৎ বগলামুখী কবচ(ইস্পেশাল) ধারনেও আশু ফল দেয়।
  • Arpan | ১০ জুন ২০১১ ২৩:৪৭ | 122.252.231.10
  • যা গোঁয়ার শুনলে তো! ঃ(
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:৪৫ | 198.82.21.136
  • না বুঝেছি। শুধু যদি একবার গেলেই হতো তাই বললাম। একই জায়গায় সব থাকলে আর অসুবিধে কিসের। অবিলম্বে যাওয়া উচিত ছিলো।
  • Arpan | ১০ জুন ২০১১ ২৩:৪৫ | 112.133.206.18
  • খাওয়াদাওয়ার পরে এই আমরাও চাদরমুড়ি দিয়ে লম্বা হব।
  • Arpan | ১০ জুন ২০১১ ২৩:৪৩ | 122.252.231.10
  • আগে থেকে এক্ষরে করলে হবে নাকি। ডাক্তার তো লিখে দেয় কোথায় কীভাবে এক্ষরে করতে হবে।
  • pi | ১০ জুন ২০১১ ২৩:৪২ | 128.231.22.150
  • পুলিশের লাঠিচার্জের ছবি তোলেনি কেউ ? আর ভিডিও তুলেছে কিনা খোঁজ পেলে ? তালে সেটা ইঊটিউবে তুলে দাও। তোমরা একটা ব্লগ পাতা খুলেও বিল্ডার-বিবিএম্পি-পুলিশের এসব কুকীর্তি ফাঁস করে দিতে পারো তো।
  • nk | ১০ জুন ২০১১ ২৩:৪২ | 151.141.84.194
  • যাক ব্যাঙ লিখছে!!! দ্রুতো একেবারে ঝেড়ে সুস্থ হয়ে যাও। বড়রা যা বলছেন করো, ডাক্তারের কাছে যাও।
    কিন্তু এরকম চাদরমুড়ি দিয়ে শুতে হয় জুন মাসের কর্ণাটকে?????
  • Arpan | ১০ জুন ২০১১ ২৩:৪১ | 112.133.206.18
  • আবার আসবেন কী! বলছি তো হোসমাটে যেতে। একই জায়গায় সব আছে।
  • Tim | ১০ জুন ২০১১ ২৩:৩৮ | 198.82.21.136
  • আগে থেকেই এক্সরে করিয়ে যাওয়া যায়না?
  • byaang | ১০ জুন ২০১১ ২৩:৩৬ | 122.167.64.212
  • ডাক্তার আবার কী বলবে! যা বলবে, সে আমি বেশ জানি। প্রথমে খানিকক্ষণ ব্যথার জায়গাটায় হাতের সুখ করে নানারকাম মুদ্রায় মেরে নেবে। দেখবে কেমন করে কোথায় মারলে কঁকিয়ে উঠছি। তারপর খসখস করে কয়েকটা পেইন কিলার লিখবে, বলবে ""সাথে অ্যান্টাসিড খেতে ভুলবেন না। আর একটা এক্স রে করিয়ে নিয়ে রিপোর্ট নিয়ে আবার আসবেন।''
  • sayan | ১০ জুন ২০১১ ২৩:৩৫ | 115.242.140.45
  • বলা যায় না ব্যাঙদি' হয়ত রাতে ঘুমিয়ে বিল্ডার আর বিবিএমপি'র সঙ্গে ট্রিপল্যাকশান থ্রীলার দেখে যা-তা করে ফেলে কাল বেঁকে বসল। সুতরাং, আগে কাল দেখিয়ে এসো তারপর বাকি কথা। HOSMAT সত্যিই ভালো। ভালো জায়গা দেখে যেখানে হোক দেখাও তো আগে। আর এখন ঘুমিয়ে পড়ো নইলে সবাই মিলে মৌলিদাকে ডেকে আনা হবে। ঃ-)
  • pi | ১০ জুন ২০১১ ২৩:৩৫ | 128.231.22.150
  • সেই হাতে তোমাকে টাইপাতে কে বলেছে !

    সারা গায়ে ব্যাণ্ডেজ আর ব্যাণ্ডেড মুড়ি দিয়ে শুয়ে পড়ো।

    আর ডাক্তারকে ভয় কীসের ? গলায় যখন কাঁটা ঢুকেছিল তখন কি গলা টিপে ধরেছিলো?
  • hu | ১০ জুন ২০১১ ২৩:৩৪ | 12.34.246.72
  • কি করে বানায় তা তো জানি না। খেজুর গুড়ের পাটালীর মতই তালের রস দিয়ে যে পাটালী তাকে তাল পাটালী বলে। সাদা রঙের হয়। অ্যাকচুয়ালি অফ হোয়াইট।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত