এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ১৪ জুন ২০১১ ১৬:১৪ | 122.160.159.184
  • আহা,মেয়েটা কবে থেকে সামান্য এট্টা ডেউয়া ফলের জন্য আকুলি বিকুলি কচ্চে।মামু এত ভাল গাড়ী চালায়,দরকার হলে সব কাজ ছেড়ে(যদি থাকে), কোন্নগর বা মণিকান্তপুর গিয়ে ডেউয়া কিনে আনুক।

    একটা বহুপুরাতন কোশ্নো-
    বেথে মানে কী?
    বেথের নাম বেথে কেন?
  • siki | ১৪ জুন ২০১১ ১৬:১২ | 123.242.248.130
  • সে-মামী তুমি যাই বলো আর তাই বলো, দুখে লাখ কথার এক কথা বলে দিয়েছে। ঃ)
  • m | ১৪ জুন ২০১১ ১৬:১১ | 117.194.38.6
  • দুখেবাবুকে 'জ্ঞাবেল' দেওয়া হোক।
  • siki | ১৪ জুন ২০১১ ১৬:১০ | 123.242.248.130
  • দুখে, একঘর ঃ)
  • m | ১৪ জুন ২০১১ ১৬:০৯ | 117.194.38.6
  • বাঁচালে- নইলে সাহসিকতায় তোমাকে 'সাবেল' দিতে হতোঃ)
  • dukhe | ১৪ জুন ২০১১ ১৬:০৮ | 122.160.114.85
  • বাঙালের পরোটাও লাগে না, ঘুগনিও না । একধামা কাঁচালঙ্কা হলেই হল ।
  • g | ১৪ জুন ২০১১ ১৬:০৭ | 61.12.12.83
  • আমায় কেউ নেমন্ত করে খাওয়ায় না ঃ(
  • m | ১৪ জুন ২০১১ ১৬:০৭ | 117.194.38.6
  • না আপাতত তোমার সবুজ নীল ডোরা বাড়ির বহিরঙ্গে মনোনিবেশ করেছিঃ)
  • Bratin | ১৪ জুন ২০১১ ১৬:০৬ | 122.248.183.1
  • আহা। বাড়ির নয় জামার।

    বাড়ি র ওপালাইন গ্রীন র সাথে হালকা বিস্কুট রং
    ঃ-))
  • Bratin | ১৪ জুন ২০১১ ১৬:০৫ | 122.248.183.1
  • সেই অবধারিত ভাবে যে কোন আলোচনার পরিনতি ঘটি-বাঙাল বা সিপিএম- তৃণমূল ঃ-))
  • m | ১৪ জুন ২০১১ ১৬:০৪ | 117.194.38.6
  • না তুমি বেথেঃ))
  • m | ১৪ জুন ২০১১ ১৬:০৩ | 117.194.38.6
  • ব্রতীন, বাড়ির এখখান ছবি দেখিও- সবুজে নীল স্ট্রাইপ- খুব সাহসী কম্বিনেশানঃ)
  • siki | ১৪ জুন ২০১১ ১৬:০৩ | 123.242.248.130
  • তবে কি ধোসা খেলে বাঙাল হওয়া যেত? ঃ)

    আমি ঘটিও নই, বাঙালও নই।
  • m | ১৪ জুন ২০১১ ১৬:০২ | 117.194.38.6
  • কোথায় এদের রাখবো মা!!! কোথা পরোটা আর কোথা ডেউয়া!!

    ( অবশ্য ঘটি, নইলে পরোটা আর ঘুগনি খায়!)
  • Bratin | ১৪ জুন ২০১১ ১৫:৫৯ | 122.248.183.1
  • না শান্তনু দা, আইনের ফাঁক আছে। তাতে হালকা নীলের স্ট্রাইপ ও আছে ঃ-))
  • siki | ১৪ জুন ২০১১ ১৫:৫৮ | 123.242.248.130
  • আজ দুকুরে পরোটা আর মাখা মাখা ঘুগনি খেলাম। ডেউয়া/ডাউয়া/ডে-ফল কি তার চেয়েও ভালো খেতে?
  • m | ১৪ জুন ২০১১ ১৫:৫৭ | 117.194.38.6
  • কুমু শুধু তুমিই আমার পেকিত বন্ধু।ভেবেই চোখে জল এসে যাচ্ছে গা।
  • Bratin | ১৪ জুন ২০১১ ১৫:৫৬ | 122.248.183.1
  • এত দিনে বুঝনু 'মন্দার বোস' নাম টা কোথা থেকে নিয়েছে। ঃ-))
  • santanu | ১৪ জুন ২০১১ ১৫:৫৬ | 82.112.6.2
  • দিদি না হয় জিতেছে, তাই বলে ব্রতীন, নিজের বাড়ির রং থেকে জামার রং, সব সবুজ করে দেবে!! এটা বড়ো বাড়াবাড়ি।
  • m | ১৪ জুন ২০১১ ১৫:৫৫ | 117.194.38.6
  • দীপ্তেন্দা, লাল বালতির বেদনা বারবার লেখাতে ফিরে আসে,অথচ রক্তমাংসের একখানা বাড়ি,তার কথা মনেও পড়ে না!!!
  • kumudini | ১৪ জুন ২০১১ ১৫:৫৪ | 122.160.159.184
  • আমার যদি এট্টু জমি থাকতো,

    যদি কেউ মাদার/ডেউয়ার চারা/বীজ দিতো,

    গাছের যত্ন কীভাবে নিতে হবে,কেউ যদি বলে দিতো,

    আর আল্টিমেটলি সেই গাছে যদি ডেউয়া ধরতো ও পাকতো,

    তবে আমি অবশ্যই কলি গিয়ে মিঠুকে সব ফল দিয়ে আসতাম,এতে কোনোই ভুল নাই।

    ডিডিদা,এতবড় একজন এগজিকিউটিভ,কলি যাওয়ার এট্টা চান্স ক্রিয়েটাতে পারছেন না?
  • m | ১৪ জুন ২০১১ ১৫:৫১ | 117.194.38.6
  • নিরাপত্তার খাতিরে ডেউয়া বলতে পারো বা ডেও ফলঃ)
  • m | ১৪ জুন ২০১১ ১৫:৫০ | 117.194.38.6
  • আর একটা মন্দার ওরফে মান্দার ওরফে মাদার গাছ আছে। লাল লাল ফুল হয়,গাছ ভর্তি। পোড়া বসন্তে- কোকিল ও বসে তবে কিনা খুব কাঁটা।ফল হয় কিনা মনে পড়ছে না, যদি হয় ও তবে শিমের মত।
  • Bratin | ১৪ জুন ২০১১ ১৫:৫০ | 122.248.183.1
  • আচ্ছা।

    কিন্তু ফলওয়ালা কামড়ে দেবে না তো ঃ-))
  • m | ১৪ জুন ২০১১ ১৫:৪৬ | 117.194.38.6
  • রোসো বাছা, এখনো কাউকেই ডাকি নি, সবাইকেই ডাকবো-
    কবে,৫০টা বাক্স বাকি,খোলা হলেই।
    আশা করছি এই বছরেই হবেঃ)

    ঐ মাদার ফল ই হলো। বাজারে গেলেই ফলওলাকে শুধিও।
  • dd | ১৪ জুন ২০১১ ১৫:৪৫ | 124.247.203.12
  • আমার কলকেতার যাওয়ার চান্স দূর দূর তক দেখা যাচ্ছে না,না পার্সোন্যাল কারনে না আপিশিয়াল কারনে। লাস' গেছি আট বছর আগে।
    এ নিয়ে একটি চমৎকার শোকগাথা লেখা যেতেই পারে।
  • siki | ১৪ জুন ২০১১ ১৫:৪৪ | 123.242.248.130
  • ইউনিকোডে টাইপালাম।

    < >
  • siki | ১৪ জুন ২০১১ ১৫:৪৩ | 123.242.248.130
  • ইন ফ্যাক্ট, মাদার গাছের ঐ একটা রেফারেন্সই পেয়েছি। গাছটাও কখনও চোখে দেখি নি।
  • siki | ১৪ জুন ২০১১ ১৫:৪৩ | 123.242.248.130
  • মাদার গাছের নিচেই কি মাদারির খেলা দেখানো হয়?
  • Bratin | ১৪ জুন ২০১১ ১৫:৪২ | 122.248.183.1
  • মিঠু, কত কত রেসিপি দেয়, বাংলায় যাকে বলে মাউথ-ওয়াটারিং । কিন্তু আমাকে এক দিন ও খেতে ডাকলো না । ঃ-((
  • Bratin | ১৪ জুন ২০১১ ১৫:৪০ | 122.248.183.1
  • ধুর সেই জিনিশ টাকে আমি এখনও পাপ চোখে দেখি নাই!! উহা কি মাদার ফল? তবে কবির লেখায় পেয়েছিঃ

    সেই যেঃ

    'আঁধার হল মাদার গাছের তলা
    কালি করে এল দীঘির জল
    হাটের থেকে সবাই এল ফিরে
    মাঠের(?!) থেকে এল চাষীর দল'

    মানসী র আবার কী হলো? যীশু কে নিয়ে চাপ নামলো নাকি? ঃ-))
  • m | ১৪ জুন ২০১১ ১৫:৪০ | 117.194.38.6
  • এম, ডেউয়া বাজারে দেখলেই খবর দিও।বেহালাতে তুমি কোন বাজারে যাওঃ)
  • siki | ১৪ জুন ২০১১ ১৫:৩৮ | 123.242.248.130
  • <

    এল কি?
  • m | ১৪ জুন ২০১১ ১৫:৩৮ | 117.194.38.6
  • দীপ্তেন্দা তুমি কবে কোলকাতা আসবে এ এ
  • siki | ১৪ জুন ২০১১ ১৫:৩৭ | 123.242.248.130


  • টেস্টিং
  • siki | ১৪ জুন ২০১১ ১৫:৩৭ | 123.242.248.130
  • ও সরি। ইউনিকোডে।

    গুড গুড। এই একটা বাগ পেইচি। ধর্বো আর মার্বো।
  • m | ১৪ জুন ২০১১ ১৫:৩৬ | 117.194.38.6
  • ব্রতীন, ডেউয়া না পাওয়া অব্দি চক্রবৃদ্ধি হারে ছিছিক্কার পাওনা হলো।বেলুড় এখানে অপ্রাসঙ্গিকঃ)
  • siki | ১৪ জুন ২০১১ ১৫:৩৫ | 123.242.248.130
  • দে,

    অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লেখোঃ
    &gt; &lt;&le;&ge;

    লেখা পড়বে ><≤≥
  • M | ১৪ জুন ২০১১ ১৫:৩৩ | 59.93.216.10
  • নেটে, বিশেষ করে গুচতে এত সময় কাটাচ্ছি যে মুশকিল হচ্ছে সব কাজে, তাই কম আসবো এই ভেবে, আর না আসার জন্য একটা গ্যাদগ্যাদে সেন্টু সিন কল্পনা করে ঐ গান। হুঁঃ
  • Bratin | ১৪ জুন ২০১১ ১৫:৩৩ | 122.248.183.1
  • যা বাব্বা!! কালকে কলকাতার সব জনতা কে SMS করলাম যে কাবলি দা ফিরলে বেলুড় ভাট হবে।
  • M | ১৪ জুন ২০১১ ১৫:৩১ | 59.93.216.10
  • আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দেবোনা ভুলিতে............... ভ্যাঁক, ফোঁচ!!!
  • dd | ১৪ জুন ২০১১ ১৫:৩১ | 124.247.203.12
  • সিকির সাথে আমার মুলাকাত হয় নি, যদ্যপি উনি মান্দ্রাজে অবস্থান করছিলেন,কিন্তু যেইন্না আমি হপ্তান্তে লুরুতে পৌঁছেছি অম্নি সিকির সাথে হোথায় দ্যাখা হয়ে গ্যালো সংগে অপ্পন ফাউ।।

    ঠাকুরের ক্ষি বিচিত্র লীলা।
  • m | ১৪ জুন ২০১১ ১৫:৩১ | 117.194.38.6
  • ছিঃ সবুজ শার্ট আর নীল জামাকে ধিক্কার। আমাকে ডাকে নিঃ((
  • de | ১৪ জুন ২০১১ ১৫:২৭ | 59.163.30.6
  • এই যে আমি হগ্গলডিরে মুম্বইতে নেমন্ত করি, কেউ কি আসে? ক্ষেউ না! :(((
  • siki | ১৪ জুন ২০১১ ১৫:২৩ | 123.242.248.130
  • কূট প্রশ্ন।

    "নিজের হাতে কেটেকুটে তোমায় মাছ-মাংস খাওয়াবো' মানে কী? কাকে কাটবি? আমাকে, না মাছ-মাংসকে? আমি কিন্তু তোকে র‌্যাগিং করি নি কখনো।

    আমার সাথে লোকজনের দেখা হওয়া-না-হওয়ার খেলাটা বেশ মজার। হুতো দীর্ঘদিন আমার পাড়ায় ছিল, কিন্তু হুতোর সাথে দেখা হয় নাই। শৌভ এখনও আমার পাড়াতেই থাকে, তাও ওকে দর্শন করার সৌভাগ্য অদ্যাবধি হয় নাই। ব্রতীন কয়েক ঘন্টার জন্য দিল্লি এল, আমি ড্যাংডেঙিয়ে ওর ঘাড় ভেঙে খেয়ে এলাম। অরিজিৎ এল, ওর সাথে দেখাই হল না। রাজদীপের বাড়ির একদম পাশেই আমার আপিস, কিন্তু আমি যখন আপিসে থাকি রাজদীপ তখন বাড়িতে থাকে না, এই অছিলায় আজ পর্যন্ত দেখা হল না। হুমেরুর সাথে প্রথম যখন দেখা হল, হুমেরু আমায় খালি ওর গদ্য শোনাল, আর ছবি দ্যাখালো। তারপরে যখন ইলিশ মাছ খাবার নেমন্তন্ন করল তখন আমার আর যাওয়া হল না কী যেন কারণে।

    নেতাইয়ের কাটাকুটি করা মাছ মাংস আমি আদৌ খেয়ে উঠতে পারব কিনা সন্দ আছে।
  • de | ১৪ জুন ২০১১ ১৫:২৩ | 59.163.30.6
  • লিখতে চাইলাম,

    খায়,

    লেস দ্যান, খাওয়ায়

    = ?

    এলো না ঃ((

    মামুর বাগকে বাঘে খাক!
  • e | ১৪ জুন ২০১১ ১৫:২২ | 61.12.12.83
  • Arpan | ১৪ জুন ২০১১ ১৫:২০ | 202.91.136.71
  • না:! আসে না। মামুর টুলের বাগ?
  • Arpan | ১৪ জুন ২০১১ ১৫:১৯ | 202.91.136.71
  • ইউনিকোডে

  • de | ১৪ জুন ২০১১ ১৫:১৭ | 59.163.30.6
  • ধুৎ! আদ্দেক ক্যারেকটার আসছে না !

    গ্রেটার দ্যান আর লেস দ্যান কি করে আসে ইউনিকোডে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত