আমার পোস্টগুলো আসছে? একটা পোস্টও দেখাচ্ছে না আমার কম্পুতে।
nk | ০৮ জুন ২০১১ ২৩:৩৮ | 151.141.84.194
কীসের টেস্ট টিম?
Arpan | ০৮ জুন ২০১১ ২৩:৩৮ | 112.133.206.18
সেই সুদিন গিয়াছে। ওবামা বলেছেন ভারত আর চীন পড়াশোনায় এগিয়ে যাচ্ছে।
ওদেশে "বিপ্লব' এল বলে! ঃ)
pi | ০৮ জুন ২০১১ ২৩:৩৮ | 128.231.22.150
ব্যাঙদি, এই ব্র্যাণ্ডেড জুতো আগের বছর ছিল না ?
pi | ০৮ জুন ২০১১ ২৩:৩৭ | 128.231.22.150
শ্মশান রিলেটেড ব্যবসা নিয়ে একটা দারুণ গলো ছিল না ? নবারুণের মনে হয়।
Tim | ০৮ জুন ২০১১ ২৩:৩৭ | 198.82.17.3
টেস্ট
Tim | ০৮ জুন ২০১১ ২৩:৩৬ | 198.82.17.3
সাউথ পয়েন্ট কবে আবার মধ্যবিত্তদের ইশকুল ছিলো? অবশ্য মধ্যবিত্ত কারে কয় জানিনা ঠিক।
Paramita | ০৮ জুন ২০১১ ২৩:৩৫ | 122.172.17.25
আমার মনে হয় না আজকাল সাউথ পয়েন্টে নাইকি পরা বাধ্যতা মূলক। খোঁজ নিয়ে জানাবো। রবাউ বলেছিলেন গার্ডেন হাইতে ক্লাস টেনের আগে ঘড়ি পরা অ্যালাওড নয়।
ও হ্যাঁ, সাউথ পয়েন্টের সঙ্গে স্ট্র্যাটফোর্ডের সিলেবাস বেশ মিলে যায়। পড়ানোর মেথড যদিও সম্পূর্ণ আলাদা। সাউথ পয়েন্টে সেই এক পুরোনো নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ খাতায় কষা। সাউথ পয়েন্টের ছাত্রদের হাতেরলেখা দেখবে এক রকম হয়। লাইনের একটুও বাইরে যাবে না। গোটা গোটা হবে। এখানে এনপিএস যেমন। একই জিনিস বারবার প্র্যাক্টিস করাতে করাতে করাতে করাতে মগজে ঢুকিয়ে দেয়। অসম্ভব চাপ সাউথ পয়েন্ট ও এনপিএস দুটো স্কুলেই।
অথচ একই সিলেবাস কিন্তু ছাত্রছাত্রীরা কত ভালো কোপ আপ করে বিদেশে। বাপ মাদের কিচ্ছুটি দেখতে হয় না এত ছোটো বয়সে। শেখাও দিব্যি হয়ে যায়। সব ফিরতি বাবা-মাদের মুখেই এই হাহুতাশ শুনি। এই ডিফারেন্সটা কেন হয় আজও বুঝতে পারি না। টিচার ছাড়া আর কি বলব?
siki | ০৮ জুন ২০১১ ২৩:৩৩ | 122.162.75.85
দিল্লিওয়ালারা ইনভেরিয়েবলি ক্রেশকে বলে ক্রেচ্!
দেখে দেখে আমার বউও শিখেছে ক্রেচ্ বলা।
dukhe | ০৮ জুন ২০১১ ২৩:৩৩ | 117.194.237.123
রিসেশন ফ্রি আরেকটা ব্যবসা আমার বহুদিন ধরে নামানোর ইচ্ছে । শ্মশান । এসি লাউঞ্জ, ঝক্কাস টিভি, ক্যান্টিন, বার, ইনস্যুরেন্স কাউন্টার, কনসালট্যান্ট লইয়ার সমেত । কিছু হাসপাতালের সঙ্গে মাসকাবারি চুক্তি থাকবে । কর্পোরেট বা প্রাইভেট গোল্ড প্লাটিনাম মেম্বারশিপ । হাসপাতাল ইস্কুলের পর এইটা । আমি না করলে অন্য কেউ করবে । তবে হবেই । নির্ঘাত ।
Tim | ০৮ জুন ২০১১ ২৩:৩২ | 198.82.17.3
বিরিয়ানি শুনলে তো হাঁ করবেই। এতে আশ্চর্য্য হবার কি আছে।
Arpan | ০৮ জুন ২০১১ ২৩:৩১ | 122.252.231.10
সত্যি লুরু হল এই মিলেনিয়ামের এল ডোরাডো। হাওয়ায় টাকা ওড়ে এখানে।
prateek | ০৮ জুন ২০১১ ২৩:৩১ | 128.138.65.254
কলকাতা তেও একি গল্প।।heritage এ বন্ধুর মেয়ে পরে।।নাইকি কিনতে হয়েছে croney capitalism
Arpan | ০৮ জুন ২০১১ ২৩:৩০ | 122.252.231.10
আব্বে, রেয়ান দিল্লিওলাদের বিকৃত উরুচ্চারন। যেমন ওরা প্যারিসকে বলে পেরিস! ঃ)
ইশকুল আর হাসপাতাল, অ্যাকেবারে রিসেশন ফ্রি বিজনেস। দুনিয়ার ইকোনমি রসাতলে গেলেও এদের ব্যবসায় কোনওদিন রিসেশন আসবে না। অত্যন্ত লাভজনক ব্যবসা স্কুল আর হাসপাতাল। অত্যন্দ ফায়দেমন্দ্।
siki | ০৮ জুন ২০১১ ২৩:২৫ | 122.162.75.85
রেয়ান (অপ্পন বলে রায়ানঃ-))-ও তো ইন্টারন্যাশনাল স্কুল। সেখানে এসবের কিছুই নাই।
হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্কুল আছে বটে কিছু গুরগাঁওতে আর দক্ষিণ দিল্লির ভসন্ত কুঞ্জে। টেগোর ইন্টারন্যাশনাল স্কুল। এঁয়ার প্রিন্সির সঙ্গে প্রেসের গুচ্ছ খাতির। স্কুল সংক্রান্ত কিছু হোক, শীতের প্রকোপের জন্য জানুয়ারিতে শীতের ছুটি এক সপ্তাহ বর্ধিত করা হোক, অন্য কোনও স্কুলে গরমে কোনও ছাত্র অসুস্থ হয়ে হসপিটালাইজ্ড হোক, হোয়াটেভার বি দা রিজন, স্কুল সম্বন্ধে জেনেরিক কিছু রিপোট বেরোলেই টিওআই এই টেগোর ইন্টারন্যাশনালের প্রিন্সিকে কোট করে। তিনি সব বিষয়ে তাঁর বাণী দেবেনই।
সেই কবে যেন শুনেছিলাম গরমের ছুটিতে "সিলেক্টেড' কিছু ছাত্রকে এরা সুইটজারল্যান্ডে সামার এক্সকার্শনে নিয়ে গেছিল।
প্রসঙ্গত, আমার কন্যের তথাকথিত "বেস্ট ফ্রেন্ড', একই বাসে যায়, একই সেকশনে পড়ে, একই টিফিন শেয়ার করে নষ্ট করে, তারা এই গরমের ছুটিতে সপরিবারে সুইটজারল্যান্ডে গেছে। ঃ-) বেস্ট ফ্রেন্ডের বাবার কীসের যেন ব্যবসা, বিশাল পাহাড়ের মত চেহারা।
Paramita | ০৮ জুন ২০১১ ২৩:২৪ | 122.172.17.25
গত তিন মাসে বাড়ির দুশো মিটারের মধ্যে আরো তিনটে প্রি ইশকুল। গত একবছরে দশটা তো হবেই এই চত্বরে। লুরুতে লোক হু হু করে আসছে আর হাওয়ায় টাকা উড়ছে। ইশকুল, রিয়াল এস্টেট আর মল একটার পর একটা খুলে যাচ্ছে।
পাই, আম্রিকায় যেখানে মেঘ পড়তো সেখানকার কারিকুলাম আর একই ক্লাসে এখানকার কালিকুলামের তুলনা করছি কারণ গুঞ্জা এখন একজ্যাক্টলি ঐ স্টেজে আছে। মেথড অফ টিচিং অনেকটাই এক। তবে ফাইনালি টিচারের ওপর সব কিছু নির্ভর করে।
dukhe | ০৮ জুন ২০১১ ২৩:২৩ | 117.194.237.123
বন্ধুদের আমলে তাই ছিল, এটা হাল আমলের কথা । বন্ধুদের বাচ্চাদের সময় ।
hu | ০৮ জুন ২০১১ ২৩:২১ | 12.34.246.72
তাই নাকি? আমি তো শুনেছিলাম সাউথ পয়েন্ট নাকি মধ্যবিত্তদের স্কুল। মানে যেসব বন্ধুরা পড়েছিল তারা বলত আর কি!
সাউথ পয়েন্টে শুনেছি নাইকি বাধ্যতামূলক । এখনো চালু আছে কিনা জানি না ।
byaang | ০৮ জুন ২০১১ ২৩:১৯ | 122.172.243.173
নারে সিকি, আগের প্রিন্সিপাল থাকার সময়ে বিশপের টাকা খাওয়ার সুবিধে হচ্ছিল না বলে, তাকে যখন সরাল, তখন কিছু গার্জেনরা প্রতিবাদ করে একটা ফোরাম করে কোর্টে যায়। বিশপের হয়ে কেস লড়তে আসেন নলিনী চিদাম্বরম, বিশপের পক্ষে রায় দিয়ে দেয় কোর্ট। আগের প্রিন্সিপালকে চলে যেতে হয়। তারপরে গার্জেনেদের সেই ফোরামও নেতিয়ে পড়ে।
pi | ০৮ জুন ২০১১ ২৩:১৯ | 128.231.22.150
জুতোর মালাটা ভালো আইডিয়া ঃ)
ব্যাংদি, অন্য অভিভাবকদের সাথে কথা বলে দেখেছ ? তাঁরা কি মনে করেন এটা স্বাভাবিক ?
আর , পামিতাদিদের ইন্টারন্যাশানাল স্কুলেও তো বলছিলে এরকম ব্র্যাণ্ডেড জুতো বাধ্যতামূলক। কোলকাতা বা দিল্লির ইন্টারন্যাশানাল স্কুলেও কি তাই ?
Arpan | ০৮ জুন ২০১১ ২৩:১৯ | 112.133.206.18
এদিকে বই খাতা মিলিয়ে আমার মেয়ের ১৯টি আইটেম। এবার হিন্দি শুরু হচ্ছে। এই মোটা হিন্দি বই থেকে সব আলফাবেট এ বছরেই শিখে ফেলতে হবে। ঃ(
dukhe | ০৮ জুন ২০১১ ২৩:১৭ | 117.194.237.123
লুরুতে কি মিডডে মিলে বিরিয়ানি দেওয়া হয় ?
Paramita | ০৮ জুন ২০১১ ২৩:১৭ | 122.172.17.25
সদ্য সব পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে - রেজাল্টের জন্যই এসব করেও পার পেয়ে যায়।
পামিতাদি, হুম। ৬ মাস- এক বছর পিছিয়ে, কার তুলনায় ? লুরুর অন্যান্য স্কুল ? আম্রিগার হিসেবে ? এমনিতে এদেশ আর দেশের সিলেবাসের তুলনা করলে কতটা মেলে ? ছোটো ক্লাসগুলোতে ?
বিকল্পে হাওয়াই চটি পরা মুখ্যমন্ত্রীকে নিয়ে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে মোলাকাত করিয়ে দিন ।
byaang | ০৮ জুন ২০১১ ২৩:১৫ | 122.172.243.173
কিন্তু আমার যেটা অবাক লাগে, লুরুতে কেউ এসবের প্রতিবাদ করে না। কোলকাতায় এসব হলে বাবা-মা-রা একসাথে হয়ে ঘেরাও টেরাও করত, কিন্তু এখানে সবাই সবকিছু চুপচাপ মেনে নেয়।
কোটা আবার কী? এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ছি বলার কপিরাইট দময়ন্তীর। আমি তো দমুর থেকেই তুলেছি ব্যাপারটা ঃ-))
Paramita | ০৮ জুন ২০১১ ২৩:১৩ | 122.172.17.25
ব্যাঙ, এ তো সাংঘাতিক! বিশপ কটনেই আমার বন্ধুর কিন্ডারগার্টেনে পড়া বাচ্চা প্যান্টে হিসু করেছিল বলে একদিন সারাদিন ভিজে প্যান্টে রেখে দেয়। আরেকদিন বাড়িতে ফেরার পর মা দেখে যে বাচ্চার কোন আন্ডারগার্মেন্ট নেই। হিসুর পর একটা চেঞ্জও দেয় নি। তারপরই ছাড়িয়ে এনে অন্য ইশকুলে ভর্তি করে দেয়।
dukhe | ০৮ জুন ২০১১ ২৩:১৩ | 117.194.237.123
জাস্ট একটা জুতোর মালা উপহার দিন । ব্র্যান্ডেড না নন-ব্র্যান্ডেড কী চাইছেন জেনে নিন । আম্মো ব্র্যান্ডেডের পক্ষে । মিউজিক সিস্টেম মানেই সন্তোষ ।
byaang | ০৮ জুন ২০১১ ২৩:১৩ | 122.172.243.173
আগের প্রিন্সিপাল অনেক বেশি ছাত্রদরদী ছিলেন। বাবা-মাদের অভিযোগকেও গুরুত্ব দিতেন।
pi | ০৮ জুন ২০১১ ২৩:১২ | 128.231.22.150
সিকির আজকের ছিঃ এর কোটা সত্যি এই ঘটনার জন্য সত্যি প্রাপ্য।
byaang | ০৮ জুন ২০১১ ২৩:১০ | 122.172.243.173
না রে সিকি, এসবের শুরুয়াত এবছর থেকে, আগের বছর তো অ্যাকাডেমিক ইয়ার শুরু হয়ে যাওয়ার পরে আগের প্রিন্সিপালকে সরিয়ে এই প্রিন্সিপালকে নিয়ে এল। তারপর থেকেই এসবের শুরু। আগের প্রিন্সিপালের আবার উল্টো নির্দেশ ছিল, দামি-ব্র্যান্ডেড এসব জিনিসের ব্যবহার স্কুলে চলবে না।
siki | ০৮ জুন ২০১১ ২৩:১০ | 122.162.75.85
মিডিয়াকে খপর দাও। কষে একটা রিপোট বের করুক! নাম ঠিকানা গুহ্য উহ্য রেখে।
pi | ০৮ জুন ২০১১ ২৩:০৯ | 128.231.22.150
ব্র্যাণ্ডেড জুতো পরা বাধ্যতামূলক, নইলে এই ধরণের শাস্তি, এটা জাস্ট আইডিয়ার বাইরে ছিল। ও ব্যাংদি, এ স্কুলে যেমন ই ভাল রেজাল্ট হোক না কেন, এ স্কুল অতি পচা।
Paramita | ০৮ জুন ২০১১ ২৩:০৯ | 122.172.17.25
পাই, স্কুল অনেক কিছু করাতে চায় কিন্তু ছড়িয়ে ফেলে। শুরু করে ঠিকই, কারিকুলামও ভালো কিন্তু ম্যানেজ করে উঠতে পারে না। কারিকুলামে ৬ মাস - ১ বছর পিছিয়ে আছে বলবো। কিন্তু তাহলেও যদি একজিকিউশনটা ভালো হোতো, বাচ্চারা সলিড শিখতো। তাই চান্স না নিয়ে একটু আধটু বাড়িতে পড়াতে শুরু করেছি। তবে স্কুল খুললে আর সেটা সম্ভব হবে না - এত ক্লান্ত থাকবে এমনিতেই।
nk | ০৮ জুন ২০১১ ২৩:০৯ | 151.141.84.194
কী ভয়ানক স্কুল! কী ভয়ানক প্রিন্সিপাল!!!
hu | ০৮ জুন ২০১১ ২৩:০৮ | 12.34.246.72
এইসব প্রিন্সিপালের শাস্তি হওয়া উচিত তো! এরা নাকি শিক্ষক!!
nk | ০৮ জুন ২০১১ ২৩:০৮ | 151.141.84.194
কোয়ালিটি ই বলো আর ব্র্যান্ড ই বলো, আমার এই মহিষাসুরী চেহারায় যাই পরি সবই সমান! সেই সাম্যদৃষ্টির সামনে নাইকি পাইকি রিবক পরম্বক সব সমান। ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন