পাই বুঝছে না। প্রশ্ন আটকে যাওয়াটা সমস্যা নয়। হোমওয়ার্ক বসিয়ে করাবে কে? করাবে মানে আমি সামনে বসে কাগজ পড়ব, কিন্তু বলা আছে দু ঘন্টা পরে সব চেক করব। অথবা টেস্টের আগে রিভিশন কে দেওয়াবে? বর বউ দুজনে কর্পো চাকরি করলে গল্প শেষ।
byaang | ০৯ জুন ২০১১ ০২:৫২ | 122.172.243.173
টুথ্রি তে অঙ্কসায়েন্সের কথা তো বলছি না। বলছি একটা অন্য ভাষার কথা। যেই ভাষায় তার বাড়িতে কথা বলা হয় না, সে আশপাশে বেশি লোককে সেই ভাষাতে কথা বলতে শোনেও না। তাকে এবারে ক্লাস থ্রিতে যখন দুই-তিন পাতার রচনা, বা শর্টনোট লিখতে হবে, তখন টিউশন ছাড়া উপায় নেই।
pi | ০৯ জুন ২০১১ ০২:৫২ | 128.231.22.150
প্রতীকদা, এখন রেসাল্ট কেমন হয় ?
pi | ০৯ জুন ২০১১ ০২:৫১ | 128.231.22.150
এরকম আরেকটা আছে না ? শিনচন না কি .. আমার মা র অনেক দিনের বক্তব্য ছিল ও ঐ দেখে যত রাজ্যের দুষ্টুমি শিখছে। এবার তো ভাইঝি নিজেই স্বীকার করলো। তোমার ছেলের মতো ঃ)
prateek | ০৯ জুন ২০১১ ০২:৫০ | 128.138.65.254
পাই,বিডি র দশা যদি বলে্ত হয় আমার ফিডব্যাক বলি।।Arpan might disagree আমার সময় CPM এর ad-hoc quota তে টিচার আস্তেন।।তাদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভাল।।ভালো রেসাল্ট হত কারন admission test দিয়ে screen করে নিত আর বাড়িতে বাবা মা র vigilance।।।
বরঙ্গ এবার দেখ্লাম অনেক ভালো টিচার এসেছেন কিন্তু lottery system এর জন্য ছাত্র আর আগের মত আসেনা
pi | ০৯ জুন ২০১১ ০২:৫০ | 128.231.22.150
* সেই বিষয়ের প্রশ্নের জন্য
byaang | ০৯ জুন ২০১১ ০২:৫০ | 122.172.243.173
ডোরেমনটা প্লিজ দেখতে দিস না। আমার ছেলে নিজেই স্বীকার করেছিল, ""আমি ডোরেইমন দেখে অসভ্যতা করতে শিখেছি''।
pi | ০৯ জুন ২০১১ ০২:৪৯ | 128.231.22.150
সেগুলো তো অনেক উঁচু ক্লাসে লাগে। ক্লাস টু থ্রি তে কি অঙ্ক বা জীবনবিজ্ঞানে অনার্স করা লোকের কাছে সেই প্রশ্নের জন্য ছুটতে হয় ?
তালে , তোমার মতে, ওরা এখন টিভিতে অনেক বেশি সময় দ্যায়, সেটা একটা বড় সমস্যা ?
Arpan | ০৯ জুন ২০১১ ০২:৪৭ | 112.133.206.22
আর বোলো না। এখন আবার ডোরেমন অ্যাড হয়েছে। ঃ(
byaang | ০৯ জুন ২০১১ ০২:৪৫ | 122.172.243.173
মিতাদি, আলাদা।
Arpan | ০৯ জুন ২০১১ ০২:৪৫ | 112.133.206.22
ক্লাসে ঠিকঠাক পড়াতেন বেশির ভাগই।
byaang | ০৯ জুন ২০১১ ০২:৪৪ | 122.172.243.173
পাই, আমাদের ছোটবেলার সঙ্গে এদের ছোটবেলার তুলনাটাই ভুল। আমাদের ছোটবেলায়, খেলে এসে হাত্পা ধুতে ধুতে দুধ খেতে খেতে দিব্যি চিচিং ফাঁক বা হরেকরকম্বা দেখেটেখে পড়তে বসতাম। এখন অর্পণের মেয়ে, আমার ছেলে এরা দেখে ছোটা ভীম, বেন টেন, এগুলো একটানা দুই-তিন ঘন্টা ধরে হয়, গল্পের মধ্যেখানে তাদের টেনে তুলে দিলে তাদেরও যতখানি কষ্ট হয়, আমারও সেই মুখগুলো দেখলে ততখানিই কষ্ট হয়। আমদের ছোটবেলায় অঙ্কটা আটকাচ্ছে, আচ্ছা সোমাদি অংক অনার্স পড়ে, ওর কাছে থেকে দেখে আসি। ছোটমাসী জীবনবিজ্ঞানের এই আঁকাটা একটু দেখিয়ে দেবে? এইসব ব্যপরগুলৈ আর নেই। তাও তো আমি তেমন কিছু করি না বলে সন্ধ্যেটা অন্তত ছেলের সঙ্গে থাকতে পারি। ছেলের বাবা বাড়ি ফেরেন রাত এগারোটার পরে, বিভিন্ন দেশের বিভিন্ন ঘড়ি মিলিয়ে গুচ্ছের ভিডিওকন সেরে। এবার ছেলের পড়া আটকালে কার কাছে যাবে?
pi | ০৯ জুন ২০১১ ০২:৪৩ | 128.231.22.150
কিন্তু ক্লাসে ঠিকঠাক পড়াতেন ? উত্তরপাড়া গভ ঃ তে তো শুনেছি অর্ধেক ক্লাস ই হত না । সে অনেক কাল থেকেই। হিন্দু -হেয়ার ও তাই। তবে অনেক কাল আগে এরাই দিব্বি ভালো ছিল। আমার দাদাদের আমলের কথা জানি। তখন ও টিচাররা চুটিয়ে টিউশন করতেন ঠিক ই , কিন্তু ক্লাসেও ব্যাপক পড়াতেন।
Arpan | ০৯ জুন ২০১১ ০২:৪১ | 112.133.206.22
জানি না। তবে আমাদের সময়েও টিচারেরা ক্লাসে যেমন পড়াতেন, তেমনি চুটিয়ে টিউশনও করতেন।
mita | ০৯ জুন ২০১১ ০২:৪১ | 71.191.42.195
ব্যাঙ, যে মহিলা বিরিয়ানি চেয়েছিল, আর যে আজ ঋভু কে আজ মেরেছে দুজনে কি এক লোক ? না অন্য টীচার ?
pi | ০৯ জুন ২০১১ ০২:৩৯ | 128.231.22.150
অপ্পন, প্রতীকদা, বিডি র এখন কেমন দশা জানো ? আমাদের সময় অব্দি তো বেশ ভাল ছিল বলে জানতাম। স্কুলে অনেক বিষয়েই বেশ ভালো পড়ানো হত বলে শুনতাম।
Arpan | ০৯ জুন ২০১১ ০২:৩৮ | 112.133.206.22
হুঁ।
pi | ০৯ জুন ২০১১ ০২:৩৮ | 128.231.22.150
না, সেতো জটিল ব্যাপার , বুঝছি ই। এই আর্থসামাজিক পরিকাঠামোয় হাত পা বাঁধা থাকে তাও মানছি। সেটা কোথায় , কীভাবে সেটা জানতে চাইছি।
byaang | ০৯ জুন ২০১১ ০২:৩৭ | 122.172.243.173
বিদ্যাভারতী?
byaang | ০৯ জুন ২০১১ ০২:৩৫ | 122.172.243.173
খেয়েসে, মালিক নাও হতে পারে। আমার কেন জানি না ধারণা ছিল ও আর রাজ্দীপ মালিক। ভুলও হতে পারে।
prateek | ০৯ জুন ২০১১ ০২:৩৫ | 128.138.65.254
সাগরিকা ঘোষ এর মত এরকম নির্লজ্জ কর্পোরেট স্টুজ আমি আর এক্টা ও দেখিনি
mita | ০৯ জুন ২০১১ ০২:৩৫ | 71.191.42.195
ও, আচ্ছা।
pi | ০৯ জুন ২০১১ ০২:৩৫ | 128.231.22.150
এমনিতে এত ভাল স্কুলে যেখানে পড়ানোটা ভাল হয় , সেখানেও এত ছোট ক্লাশে টিউশন দিতেই হবে ? আমাদের ছোটোবেলায় কি এমনি ছিল ? তোমার ?
অবশ্য, এবার আমি কোলকাতায় যা দেখে এলাম। আত্মীয়ের মধ্যেই। নার্সারিতেও টিউশন ঃ( কারণ কী, না প্রবল চাপ। বাবা মা আপিস থেকে যখন ফেরেন তখন ছেলেকে নিয়ে বসার বা তখন ছেলের বসার মত অবস্থা থাকে না। আর সে ছেলেও তেমনি দস্যি। তাকে বসানোই এক দায়। টিচার হিসেবে বাইরের কেউ এলে তাও একটু ভয় পায়।
Arpan | ০৯ জুন ২০১১ ০২:৩৫ | 112.133.206.22
এদিকে আমার বউয়ের স্কুলে (বউ প্রাক্তনী) এইসব ঘটেছে। ঃ)
পাই বড্ড বেশি সরলীকরণ করছিস , মনে হয়। ব্যাপারটা অত সহজে সাদাকালোয় ভাগ করে বেছে নেওয়ার মতন নয়। আমি তোকে ঠিক বোঝাতে পারছি না, তুই এখানে থাকলে হয়তো বুঝতে পারতিস। এই মুহুর্তে ভারতের অধিকাংশ মেট্রো শহরগুলোয় আমাদের মত আর্থসামাজিক পরিকাঠামোয় যারা বাস করে তাদের হাত-পা কতটা বাঁধা বিভিন্ন দিক থেকে সেটা বলে বোঝাতে পারবো না। এর উপরে অ্যাডিশনাল ঝামেলা আর কেউ নিতে চায় না রে। এই তো আমারই বিরক্ত লাগছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। কারণ আমি এগুলোর কিচ্ছু প্রমাণ করতে পারব না। স্কুল ছাড়িয়ে পালিয়ে যাব কোথায়?
সাগরিকা ঘোষ সাংবাদিক। সিএনেন আইবিএনের মালিক। দূরদর্শনের ডিরেক্টর ছিলেন ভাস্কর ঘোষ, তাঁর মেয়ে।
pi | ০৯ জুন ২০১১ ০২:২৯ | 128.231.22.150
ব্যাংদি, আর গার্জেনরা কী বলেছিলেন ? ঃ)
আমার ধারণা, এই সব হলে গার্জেনদের ও একাংশের অসুবিধা হবে, আর তাঁদের জন্য এই সব স্কুল, এরকম প্রিন্সিপল নিয়ে চলা প্রিন্সিপাল, ঠিক ই আছে।
কিন্তু, যাঁদের তা নয়, তাঁরা কি এইধরণের মনোভাব পোষণ করা প্রিন্সিপালের স্কুলে, কি আজ তোমার বিশপেই যা হল, সেইরকম মানসিকতার প্রিন্সিপাল বা টিচারের স্কুলে পড়ানো প্রেফার করবেন ? শুধু রেজাল্টটা ভালো হয় বলে ? এইরকম অর্থনীতির নিরিখে ওপেনলি ডিস্ক্রিমিনেট করা লোকজন শিক্ষক হিসেবে পদে পদে তো এগুলৈ প্রোপাগেট করে চলবেন।
ছেলেপুলেদের কেরিয়ারের ব্যাপারে কম্প্রোমাইজ করতে অসুবিধা হয়, বুঝি, কিন্তু এগুলোতে ?
byaang | ০৯ জুন ২০১১ ০২:২৭ | 122.172.243.173
মিতাদি রাইট টু এডুকেশন দিয়ে সার্চ কর, পেয়ে যাবে।
mita | ০৯ জুন ২০১১ ০২:২৬ | 71.191.42.195
কপিল সিব্বালের RTE টা কি ব্যাপার? সাগরিকা ঘোষ কে ?
byaang | ০৯ জুন ২০১১ ০২:২২ | 122.172.243.173
দ্বিতীয় ভাষার কারণেই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কারণ দ্বিতীয় ভাষা হিন্দি হলেই আমাকে তাকে টিউশনে পড়তে পাঠাতে হবে, যেটা আমি কিছুতেই চাই না।
Arpan | ০৯ জুন ২০১১ ০২:১৬ | 112.133.206.22
দ্বিতীয় ভাষা হলেও। যে কারণে ইচ্ছে না থাকলেও দ্বিতীয় ভাষা হিন্দি নিতে হল।
Arpan | ০৯ জুন ২০১১ ০২:১১ | 112.133.206.22
শুধু প্রথম ল্যাঙ্গুয়েজ কেন। শিক্ষার মাধ্যম স্থানীয় ভাষায় হলেও অসম্ভব।
pi | ০৯ জুন ২০১১ ০২:০৯ | 128.231.22.150
হ্যাঁ, প্রথম ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষা না করতে চাইলে সরকারি স্কুল অসুবিধার। সে বিনোদিনী হোক কি হিন্দু।
aka | ০৯ জুন ২০১১ ০২:০৪ | 168.26.215.13
এই যে এখানের এলিমেন্টারি স্কুলে ছেলেপুলেরা কি করে।
হ্যাঁ, প্রতীক ঠিকই বলেছে। লুরুর এক মোটামুটি বিখ্যাত স্কুল ইনিসফ্রি, তার প্রিন্সিপাল আবার গার্জেনদের বলেছিলেন কপিল সিব্বালের RTEতে আপত্তি জানাতে। কারণ ওটা হলে যেসব ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসবে, তাদের সঙ্গে আপনাদের ছেলেমেয়েদের মিশতে দেবেন কি? এই ছিল ওনার চিঠির বক্তব্য।
prateek | ০৯ জুন ২০১১ ০১:৫৮ | 128.138.65.254
press doesn't care! বছর খানেক আগে সিবাল যখন বলেছিলো ৩০% রাখতে হবে economically underpriveleged দের জন্য তখন সাগরিকা ঘোষ talk show করে।।।পেরাইভেট ইসকুল এর প্রিনসিপাল দের ডেকে সে কি দরদ!
r2h | ০৯ জুন ২০১১ ০১:৫২ | 198.175.62.19
রীতিমত আতঙ্ক হয় এসব শুনে ঃ(
byaang | ০৯ জুন ২০১১ ০১:৪৯ | 122.172.243.173
আর পাই, আরেকটা কথা। সরকারি স্কুলগুলোয় আমাদের মত যারা অন্য রাজ্য থেকে এসেছে, তাদের পক্ষে পাঠানোটা ডিফিকাল্ট, ভাষাসমস্যার জন্য। যেভাবে কোলকাতায় বিনোদিনী স্কুলে সদ্য কোচি থেকে আসা কোনো বাচ্চা পড়তে যাবে না। সেই একই ব্যাপার।
Arpan | ০৯ জুন ২০১১ ০১:৪৪ | 122.252.231.10
কে জানে! কোন সরকারী স্কুলের নামই জানি না। এটা কি পঃবঙ্গ নাকি?
Arpan | ০৯ জুন ২০১১ ০১:৪৩ | 112.133.206.18
৪।
লুরুর স্ট্যাট।
pi | ০৯ জুন ২০১১ ০১:৪৩ | 128.231.22.150
যায় তো জানি, আছে কিনা জিগাচ্ছি।
কারণ কদিন আগে ন্যাড়াদার থেকে সরকারী হাসপাতাল গুলোর অবস্থা শুনে মনে হল সরকারী স্কুলগুলো ও ভাল হতে পারে।
pi | ০৯ জুন ২০১১ ০১:৪২ | 128.231.22.150
হাজার ৬-৭ ?
Arpan | ০৯ জুন ২০১১ ০১:৪২ | 122.252.231.10
মাউথশাটে যেকোন জিনিস নিয়ে রিভিউ লেখা যায়। গোতম দেব থেকে শুরু করে চাঁদের জমির উর্বরতা।
Nina | ০৯ জুন ২০১১ ০১:৪১ | 12.149.39.84
মিডিয়া কে লেলিয়ে দেয়াই হয়ত একটু কাজের হবে
Arpan | ০৯ জুন ২০১১ ০১:৪০ | 122.252.231.10
পাই, একটা অনুমান কর। এই ধর এত কেতের সব প্লে স্কুল সব দেশে খুলছে। মন্তেসরি লেভেলে ট্রেনিং নিয়ে ধরো কেউ ঢুকছে। কত মাইনে হতে পারে গেস কর।
ধর, হপ্তায় পাঁচ দিন আসতে হয়। গোটা তিরিশেক বাচ্চা তিন ঘন্টা সামলানো আর এক ঘন্টা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। হপ্তায় ধরো ওই সব মিলে কুড়ি, বড়জোর পঁচিশ ঘন্টার কাজ।
pi | ০৯ জুন ২০১১ ০১:৩৯ | 128.231.22.150
মাউথশাটে সরকারি ইস্কুল নিয়ে লেখা থাকেনা ?
byaang | ০৯ জুন ২০১১ ০১:৩৯ | 122.172.243.173
তিমি ঠিক আমার মুখের কথাটা কেড়ে নিয়ে লিখে দিল।
pi | ০৯ জুন ২০১১ ০১:৩৮ | 128.231.22.150
সেইজন্য ই তো বলছি, কেউ একজন আলাদা করে না। ফোরাম হলে, অনেকে মিলে একসাথে ডিসাইড করে মুভ করা যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন