আমদের সময় ষোড়শ মহজনপদ চাদ্দিকে গিজগিজ কর্ত্তো। কোথাও পা ফেলার উপায় ছিল না। এদিকে সেদিকে শুদু মহাজনদের পদ
nk | ২৩ মে ২০১১ ০১:০৩ | 151.141.84.194
পরিবত্তনের আগখানে বড়াই যে স্বপ্ন দেখেছেন, আমি তো পড়ে থ, চক্ষু চড়কগাছ!
pinaki | ২৩ মে ২০১১ ০০:৫৭ | 122.164.144.138
হতে পারে। আপনারা হলেন মুঘল আমলের লোক। আমি নেহাৎ বিটিশ আমলের। ;-)
achintyarup | ২৩ মে ২০১১ ০০:৫৫ | 121.241.214.38
আমি তারও কিছুদিন আগের কথা বলছি, যখন আমি ওঁর ছাত্র ছিলাম। বোতিনও এ ব্যাপারে হয়ত দু পয়সা দিতে পারবে
pinaki | ২৩ মে ২০১১ ০০:৫০ | 122.164.144.138
সুনন্দ সান্যাল আগে এস ইউ সির ঘনিষ্ঠ ছিলেন। একসময় আমাদের (PDSF) বহু প্রোগ্রামে এসেছেন। উনি, পরমেশ আচার্য, শুভেন্দু দাশগুপ্ত আর সলিল বিশ্বাস - তৃতীয় শিবিরের প্রোগ্রামে শিক্ষাবিদ হিসেবে এনারা ছাড়া আর কে-ই বা আসতেন! আর যদুপুরে ত্রাতা ছিলেন বিজি (ভাস্কর গুপ্ত)। আজ তাঁরাই সরকারের নীতি নির্ধারণ করবেন - আর আমরা ভালো করে আনন্দও করতে পারছি না। কি জ্বালা মাইরি। ঃ-)) নাঃ, এসব পলিটিকাল বিশুদ্ধতা ঝেড়ে ফেলে পরিবর্তনের মহোৎসবে সামিল হতে হবে দেখছি। ;-)
pinaki | ২৩ মে ২০১১ ০০:৪৩ | 122.164.144.138
শিক্ষাবিদদের মধ্যে এমন বিপুল পোলারাইজেশন হয়েছে যে এখন অ-সিপিএম অ-তিনোমূল শিক্ষাবিদ পাওয়া খুবই দুর্লভ। তবে ভাস্কর গুপ্ত মানুষ খুব ভালো - এ নিয়ে কোনো সন্দেহ নেই। বামপন্থী। কিন্তু সিপিএম কে হঠানোর জন্য তিনোমূলকে ভোট দিতে অ্যাপীল করেছিলেন। সুজাত ভদ্রর কাগজে কলমে অবস্থানটাও তাই। কিন্তু তিনি অতটা বিশ্বাসযোগ্য নন বলে শোনা যায়। আর লাস্ট দু বছরে সুজাতবাবুকে তিনোমূলের থেকে খুব আলাদা করে দেখা যায় নি। কল্যান রুদ্র নামকরা নদী বিশেষজ্ঞ। নিজের কাজের জায়গায় পায়োনীয়ার। কিন্তু সাম্প্রতিক কালে রাজনৈতিক অবস্থান জানি না। সুনন্দ সান্যালের শিক্ষাবিদ হিসেবে একটা নাম আছে বহুদিন ধরেই। অন্য সময় হলে এই টীম নিয়ে আপত্তির কিছু থাকত না। কিন্তু সুনন্দবাবু আর সুজাত বাবু লাস্ট দুবছর এত পার্টিজান বিহেভ করেছেন তিনোমূলের হয়ে - যে মন থেকে একটা অস্বস্তি হয় আজকাল এনাদের কার্যকলাপ নিয়ে।
achintyarup | ২৩ মে ২০১১ ০০:৩৬ | 121.241.214.38
হুঁ। সুনন্দবাবুও এক সময় সিপিয়েমের বেশ কাছের মানুষ ছিলেন।
pi | ২২ মে ২০১১ ২৩:৫২ | 72.83.97.171
ভাস্কর গুপ্ত JUTA র। ছাত্রজীবনে শুনেছি dsf করতেন।
prateek | ২২ মে ২০১১ ২৩:২৩ | 24.162.193.229
nyara-দা TA duty ধরা হয়্না দেশে।।আমার কেমোন সন্দ bb ব্রাত্য বসু ঃ)
aka | ২২ মে ২০১১ ২৩:১৬ | 24.42.203.194
বাই চান্স এনারা সবাই তিনোমুলি।
nyara | ২২ মে ২০১১ ২৩:১৩ | 122.172.43.176
মন্ত্রী বলেছেন এনারা কোন দলের সমর্থক সেটা কথা নয়, কথা হল এনারা কম্পিটেন্ট কিনা।
ভাল কথা। তবে মুশকিল হল, সতেরো বছর আগে চার্লিও ঠিক তাই বলেছিলেন।
aka | ২২ মে ২০১১ ২৩:০৩ | 24.42.203.194
এরা সবাই তো তিনোমুলি না? চৈতালি দত্ত, ভাস্কর গুপ্ত, কল্যান রুদ্র এঁদের অবিশ্যি চিনি না।
achintyarup | ২২ মে ২০১১ ২৩:০২ | 121.241.214.38
শিক্ষায় রাজনীতি যাতে না ঢোকে তার জন্য যে কমিটি হচ্ছে তার দায়িত্বে থাকবেন সুনন্দ স্যান্যাল। কমিটিতে থাকবেন দেবব্রত বন্দ্যোপাধ্যায় (সুনন্দবাবুর সাজেশন), সুজাত ভদ্র, অভিরূপ সরকার, চৈতালি দত্ত, ভাস্কর গুপ্ত, কল্যাণ রুদ্র
nyara | ২২ মে ২০১১ ২২:৪৭ | 122.172.5.86
এইসব কমিটিতে থাকলে কীরকম প্রাপ্তিযোগ হয়? জীবনে ট্যুইশন করে থাকলে আর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ করে থাকলে নিজেকে শিক্ষাব্রতী হিসেবে প্রতিষ্ঠা করা যায়?
aka | ২২ মে ২০১১ ২২:৩৬ | 24.42.203.194
এক প্রেসিডেন্সির জন্যই এত কিছু? ব্রাত্য বসুকে সেই প্রশ্নটা জিজ্ঞেস করা হোক প্রেসিডেন্সি তিনটে 'প" এর জন্য বিখ্যাত। সেগুলো কি কি?
achintyarup | ২২ মে ২০১১ ২২:২৬ | 121.241.214.38
ব্রাত্য বসু নানা রকম কমিটি তৈরি করছেন। যাতে প্রেসিডেন্সির উন্নতি হয়, যাতে শিক্ষায় রাজনীতি না ঢুকে পড়ে
achintyarup | ২২ মে ২০১১ ২২:১৯ | 121.241.214.38
টাকা সব গরমেন পাবে, বলেছে না?
aka | ২২ মে ২০১১ ২১:৫৮ | 24.42.203.194
কুমুদি কি কোটি টাকার কিছুটা পেল? আমিও ছবি টাইপ করব, মোদ্দা কথা টাকা চাইই চাই।
achintyarup | ২২ মে ২০১১ ২১:৫৬ | 121.241.214.38
মমতার ছবি কুমুদিদি টাইপ করে দিচ্ছে? কি আশ্চর্য! দু-একজনকে টাইপরাইটারে ছবি আঁকতে দেখেছি বটে, কিন্তু..
pi | ২২ মে ২০১১ ২১:২৬ | 72.83.97.171
ঃ)
kumu | ২২ মে ২০১১ ২১:১৬ | 122.162.235.197
পাই,এটাও পয়েন যে আমি কিন্তু পোথম দেড় পাতা টাইপ করিচি।
pi | ২২ মে ২০১১ ২১:০৫ | 72.83.97.171
পয়েন।
saikat | ২২ মে ২০১১ ২০:৫৭ | 116.202.139.232
মমতা তো আবার ছবি বিক্রীর এক কোটি রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে। তাহলে পার্টি কী পেল?
kumudini | ২২ মে ২০১১ ২০:৪৮ | 122.162.235.197
সে ক্ষী?এই না বঢ়াইএর পেটখারাপ?তার ওপর নুচি খাচ্চে?
আনট্যাপড জায়্গা হল সিপিএমের হয়ে ভোটে দাঁড়ানো। তখন আমার জেতাটাই লোকে পরিবত্তোন বলবে। আমার ছবিও বিক্রি হবে। আহা কি আনন্দ। এমনিতে সিপিএমের জনগণের যা অবস্থা তঙ্কÄ আর তথ্যে এমনই সুসমৃদ্ধ তারা সিপিএম জয়েন করলে তাত্বিক নেতা হিসেবে পলিটব্যুরো তে চান্স পাওয়া যাস্ট সময়ের অপেক্ষা।
I | ২২ মে ২০১১ ২০:৩৭ | 14.96.57.184
দুটো লুচির জন্য এত লাঞ্ছনা?
I | ২২ মে ২০১১ ২০:৩৫ | 14.96.57.184
নইলে লুচি খেতে দেবেন্না?
r.h | ২২ মে ২০১১ ২০:৩৫ | 67.96.80.214
এতো সোজা না। পোচুর কম্পিটিশন আছে। আগে ভোটে জিতে এসো।
I | ২২ মে ২০১১ ২০:৩৩ | 14.96.57.184
তার চেয়ে লুচিভাজা খান আলুর দম দিয়ে। দাঁড়ে দাঁড়ে দ্রুম। আমি এখন খাচ্ছি।
aka | ২২ মে ২০১১ ২০:২৯ | 24.42.203.194
আঃ কোটি কোটি টাকার হিসেব নিকেশ চলছে এখন। ভাবছি ছবি আঁকব এবার থেকে। পঞ্চাশ হাজারে বিক্রি হলেও চলবে। বছরে গোটা দশেক বিক্রিও কি হবে না?
I | ২২ মে ২০১১ ২০:২৮ | 14.96.57.184
কি হল? সব কোথায় গেলো?
nyara | ২২ মে ২০১১ ১৫:৪৬ | 122.167.169.170
ম্যাগাজিন সাবস্ক্রাইব করতে গিয়ে দেখেছিলাম যা পয়সা দাম বলছে, চেক আউটের সময়ে তার থেকে অনেক বেশি পয়সা দেখাচ্ছে। কাটিয়ে দিয়েছি।
til | ২২ মে ২০১১ ১৪:৪৫ | 114.198.37.241
my.anandabazar তো? সাইটটা খুলতেই অনন্তকাল অপেক্ষা করতে হচ্ছে, যেজন্যে সাবস্ক্রাইব করা তো দূরের কথা!
Jay | ২২ মে ২০১১ ১৪:১৫ | 90.200.14.204
কেউ আনন্দ'র TV/ম্যাগাজিনগুলোর অন-লাইন সাবস্ক্রিপসন করেছেন? আমার বিস্তর ঝামেলা হচ্ছে? ফোন কর্লে বলে হচ্ছে হবে, মেল কর্লে উত্তর দেয় না!!
achintyarup | ২২ মে ২০১১ ০০:৪৭ | 121.241.214.38
তেনার বিষয়ে ফাঁস করার মত কিছু জানা নাই যে। নিশ্চয়ই খুব ভাল লোক হবেন।
aka | ২১ মে ২০১১ ২৩:১১ | 24.42.203.194
হ্যাঁ ইন্সাইডার্স ইনফো না পেলে আর অমন পত্তরকার হয়ে কি লাভ।
I | ২১ মে ২০১১ ২২:৫৬ | 14.99.74.187
চিন্টুবাবু, আমনি ব্রাত্য বিষয়ে সব কিছু ফাঁস করে দিচ্ছেন্না কেন? তাইলে আর আমনার পত্তরকার হয়ে লাভ কী হল?
I | ২১ মে ২০১১ ২২:৫৪ | 14.99.74.187
সোহাগের চক্ষুদুইখানা সুকন্যার মতন।
achintyarup | ২১ মে ২০১১ ২২:৪৭ | 121.241.214.38
এক টাকা কম দিলেন দেখছি
Bratin | ২১ মে ২০১১ ২২:৩৫ | 117.194.100.42
মমতা নিজের ছবি বিক্রি র ১ কোটি টাকা রাজ্য সরকার কে দান করেছেন।
siki | ২১ মে ২০১১ ২২:০৯ | 117.194.9.93
পরিবত্তোনের বাজারে আমি এসে পৌঁছলাম ব্যাংডেলে। এসেই শুনি উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন ব্রাত্য বসু।
ভাবা যায় না মশয়!!!
achintyarup | ২১ মে ২০১১ ১৮:৫৯ | 121.241.214.38
*ছুটিয়ে
achintyarup | ২১ মে ২০১১ ১৮:৫৮ | 121.241.214.38
কুমুদিদি, পরিবত্তোনের একশেষ। মহিল আমাদের ঘাম ছিটিয়ে ছাড়চে। শনিবার্দিন পয্যন্ত আপিসে যাচ্চে, মাঝরাত পয্যন্ত রাইটার্স থেকে বেরুচ্ছে না। আমাদের এদিকে নাভিশ্বাস।
প্রথম দিনেই এত চাপ সামলাতে পারেননি নতুন অর্থমন্ত্রী অমিত মিত্র। মাঝরাত্তিরে পোচোণ্ড পেটে ব্যথা নিয়ে বেল ভিউতে ভত্তি
Bratin | ২১ মে ২০১১ ১৮:৪৯ | 117.194.99.158
সরি সরি। ঃ-((
kumudini | ২১ মে ২০১১ ১৮:৪৮ | 122.160.159.184
ব্রতীন,আমি এখনো আপিসে,আর তুমি তিন ঘন্টা ঘুমের কথা শোনাচ্ছো,তাও আমি ভগবানকে ডাকব না?আমি কি পাষাণ?
Bratin | ২১ মে ২০১১ ১৮:৪৪ | 117.194.99.158
এ কী অনাসৃষ্টি কথা কুমু দি? ৬ দিন? এদিকে আমরা মাঝের বুধ বার টা ছুটির দাবি তে শিগ্রির ই আন্দোলন শুরু করবো।
kumudinii | ২১ মে ২০১১ ১৮:৪০ | 122.160.159.184
হে ভগবান,কবে সকলের আপিসে ছদিনে সপ্তাহ হবে?
kumudini | ২১ মে ২০১১ ১৮:৩৮ | 122.160.159.184
ভোটযুদ্ধের পর এই চিন্টুবাবুর সাথে প্রথম মোলাকাত।পরিবত্তন এনে ফেল্লে তালে?সকালে কার যেন শরীর খারাপ বললে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন