এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ২৭ মে ২০১১ ১৩:৩৯ | 121.244.209.245
  • বোতিন্দা, ওটা হত্যাপুরী নয়, এবার কান্ড কেদারনাথে তে অছে।

    আর, লাইনটা বৈকুন্ঠ মল্লিকের নয়, আরেন্টিদাদুর 'নদী' থেকে।

    ওরে তোরা জানিস কি কেউ
    জলে কেন এত ওঠে ঢেউ
  • siki | ২৭ মে ২০১১ ১২:৫৩ | 122.162.75.220
  • বাঙুরের কেসটা কাল টিভিতে কেবল শুনেছি। আজ আনন্দবাজারের প্রতিবেদন পড়ে আমি জাস্ট শক্‌ড। অত্যন্ত ইতরের মত ব্যবহার করেছেন কাল মমতা। আনন্দবাজারের রিপোর্টিং যদি সত্যি হয়, শ্যামাপদবাবুর ব্যবহারে আমি কোথাও, কোথাও কোনও অভদ্রতা দেখতে পাই নি। আগাপাস্তলা অভদ্রতা করেছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী হয়ে তিনি কাল তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন।

    মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমি আমার একরাশ ঘেন্না নিবেদন করলাম। ছিঃ।
  • de | ২৭ মে ২০১১ ১২:৫২ | 59.163.30.2
  • কিন্তু ফাফতে বাংলাপ্লেন দেখা যাচ্ছে, যদিও ডানকানা! মামুকে এক হাঁড়ি রাবড়ি!
  • de | ২৭ মে ২০১১ ১২:৫০ | 59.163.30.2
  • সিকি, মেল কোরেছি তোমায়!
  • siki | ২৭ মে ২০১১ ১২:৪১ | 122.162.75.220
  • আমাকে পারলে একটা স্ক্রিনশট পাঠাবে?
  • siki | ২৭ মে ২০১১ ১২:৪১ | 122.162.75.220
  • দে, তোমার ফাফ ভার্সন কত? আমার 4.0.1, জাস্ট কোনও প্রবলেম হচ্ছে না, গত মাসখানেক ধরে ইউজ করছি।
  • de | ২৭ মে ২০১১ ১২:৩৪ | 203.197.42.100
  • টেস্ট
  • Bratin | ২৭ মে ২০১১ ১২:৩২ | 122.248.183.1
  • তাই? পুরীর সমুদ্র হলে 'হত্যাপুরী' হবে। তবে অমি এমনি ই লিখেছিলাম ওট মনে ছিল না । এখন দেখতে হবে।
  • lcm | ২৭ মে ২০১১ ১২:৩২ | 69.236.175.29
  • তার মানে মোটামুটি মাসে হাজার সাতেকের মতন। বেশ। থ্যাংকু।
  • siki | ২৭ মে ২০১১ ১২:২৩ | 122.162.75.220
  • ব্রতীন,

    টুকলিটা অ্যাকচুয়েলি বৈকুণ্ঠ মল্লিকের থেকে। লালমোহনবাবু আওড়াচ্ছিলেন পুরীর সমুদ্রের ধারে, তাই দেখে ফেলুদার টন্ট ছিলঃ ওরে তোরা জানিস কি কেউ / সমুদ্রে কেন ওঠে এত ঢেউ / কুকুর ডাকে ঘেউ ঘেউ / ইত্যাদি।

    এবার তুমি বলো, কোন বই ঃ-)

    ল্যাদোশদা,

    দিল্লিতে তো অনেক ডিপিএস। বছরের গোড়ায় কিছু ফি নেওয়া হয়, আবার কোয়ার্টারলি অন্যান্য ফি নেওয়া হয়। সব যোগ করে ১২ দিয়ে ভাগ করলে মাসে দাঁড়াচ্ছে (নয়ডা ডিপিএস) মোটামুটি পাঁচ হাজার টাকা।

    এটা ট্র্যান্সপোর্ট ফি বাদে। বাসের টাকা দিতে হয় মাসে বারোশো করে কোয়ার্টারলি ছত্তিরিশশো। কোয়ার্টারে একবার করে পিটিএম হয়, সেটা আসলে আবার টাকা চাইবার মিটিং, কিছু না কিছু বাহানা থাকে, এই যেমন এইবারে নিল ৪০০ টাকা, তার মধ্যে আই কার্ডের জন্য ২০০ টাকা, আর খেয়াল করে দেখলাম একটা দশ পাতার সিলেবাস বুকলেট দিয়েছে (ক্লাস ওয়ান) , তার দাম ধার্য করেছে ১০০ টাকা।

    সেভেন এইটে এর ওপরে ল্যাব ফি কম্পু রুম ফি ইত্যাদি থাকে, তা সেসব আমার মেয়ের বিলবইতে ছাপানো নেই। হবে আরও হাজার পাঁচেক বছরে।
  • lcm | ২৭ মে ২০১১ ১২:০৩ | 69.236.175.29
  • সিকি,
    দিল্লীর কী খবর?
    দিল্লী নিয়ে একটা পোশ্নো ছিল - দিল্লীতে ডিপিএসে সেভেন্থ ক্লাস এইটে কত খরচ (টিউশন ফি... এসেট্রা) - কোনো আইডিয়া আছে?
  • Bratin | ২৭ মে ২০১১ ১২:০২ | 122.248.183.1
  • এই যে সিকি, ও টা ফেলুদা র কোন গল্পে বলো?
  • lcm | ২৭ মে ২০১১ ১২:০১ | 69.236.175.29
  • হ্যাঁ। মনে পড়ে সেই সব দিন.....
    থ্যাংকু
  • siki | ২৭ মে ২০১১ ১১:৫৭ | 122.162.75.220
  • ডিডিদা, বিপ্পালকে করে খেতে দিন। কিছু কইতে গেলেই আপনি গুরুচন্ডালির ক্লাস মনিটর হয়ে যাবেন। ঃ)
  • quark | ২৭ মে ২০১১ ১১:৫৩ | 202.141.148.99
  • মনে পড়ে সেই সব দিন
  • lcm | ২৭ মে ২০১১ ১১:৪৭ | 69.236.175.29
  • এই গানটার বাংলা ভার্সানটা কারো মনে আছে? পেটে আসছে কিন্তু, কিছুতেই...
    কিশোর-সলিল
  • Bratin | ২৭ মে ২০১১ ১১:২২ | 122.248.183.1
  • হমম!! ঃ-))
  • pi | ২৭ মে ২০১১ ১১:১১ | 72.83.97.171
  • হিট বেশি হলে পোকা চাড়া দিয়ে ওঠে। ঃ)
  • r2h | ২৭ মে ২০১১ ১০:৩৭ | 67.96.80.214
  • টই আপডেট হচ্ছেনা
  • pi | ২৭ মে ২০১১ ১০:১৬ | 72.83.97.171
  • না।
  • dd | ২৭ মে ২০১১ ১০:১৪ | 124.247.203.12
  • কিন্তু টইপাড়ার ফরম্যাট এখন বেশ স্ট্রাকচার্ড।

    পোতিদিন মমতা একটা "নাটক" করবেন।
    সেই নিয়ে বিপ্পাল একটি টই খুলবেন।
    এবং বাকীরা একই কথা সেই খানে কয়ে আসবেন।

    টইতে XEROX হয় না?
  • Netai | ২৭ মে ২০১১ ১০:০৬ | 121.241.98.225
  • এক্সেলেন্টো ঃ)
  • pi | ২৭ মে ২০১১ ১০:০৬ | 72.83.97.171
  • ও ডিডিদাদা, কটাক্ষ করলেন আপুনি, আর সাসপেন হব আমরা ? এ কি দিদির বাড়ির আবদার নাকি ? ঃ)
  • dd | ২৭ মে ২০১১ ১০:০৫ | 124.247.203.12
  • হা হা করে হাসছে দ্যাখো হতস্মি
    হাসছে দেখে বালবাচ্ছার বায়না
    হাসছে দেখে ফানুষ এবং আয়না
    কইছে "ইয়েস,আই কীপ লাফিং,দিস ইস মি"

    মিলেছে না? মিলেছে না ? তব্বে।
  • dd | ২৭ মে ২০১১ ০৯:৩৯ | 124.247.203.12
  • দুপুরেতে ভাতঘুম, চাইপানি হতে হতে বৈকাল
    কুমীর এসেছে ঘরে ,হেঁকে বলে,"কাটোনি তো। কই খাল?
    সাঁতারেতে খুব পটু আমরা
    বুকে হেঁটে ছড়ে গ্যাছে চামড়া
    বড়ো ব্যাথা। কিভাবে রিপ্লেস করি ঐ ছাল ?

    বেশ মিলেছে। না মানলে আমি নাচার। আর এই পদ্দোটিতে ভেটেরেনারি প্লাস্টিক সার্জনদের উপর একটা কটাক্ষ করা হয়েছে টের পেলেন? এবার সাস্পেন' হয়ে যাবেন সবাই।
  • aka | ২৭ মে ২০১১ ০১:৫৫ | 168.26.215.13
  • ওয়েজ লস, থাকা-খাওয়ার খরচ ইত্যাদি নিয়ে কোন ডেটা আছে? মানে ঠিক কতটা এই খাতে ব্যয় হয় ইত্যাদি।
  • I | ২৭ মে ২০১১ ০১:৩২ | 14.96.18.81
  • পঃ বঙ্গের তিনটে জেলায় (মালদা, বাঁকুড়া, উঃ ২৪ পরগণা) একটা সার্ভে হয়েছিল। তাতে দেখা গেছে ক্যাটাস্ট্রফিক ইমপ্যাক্ট (নন ফুড এক্সপেন্ডিচারের ৪০ % -এর বেশী খরচ) সরকারী হাসপাতালের ক্ষেত্রে ১৫%, বেসরকারী হাসপাতালের ক্ষেত্রে ৪৮%

    শুধু তো ওষুধ-ইনভেস্টিগেশনের খরচা ভাবলে চলবে না মামা। যাতায়ত খরচা আছে, থাকা-খাওয়ার খরচা আছে, ওয়েজ লস আছে।
  • I | ২৭ মে ২০১১ ০১:২৪ | 14.96.18.81
  • সরকারী-বেসরকারী মিলিয়ে।
  • aka | ২৭ মে ২০১১ ০০:৫৫ | 168.26.215.13
  • মানে সরকারী পরিষেবা?
  • I | ২৭ মে ২০১১ ০০:৫৩ | 14.96.18.81
  • একটা ইন্টারেস্টিং তথ্য পেলাম। ভারতবর্ষে হাসপাতালে ভর্তি রোগীর পরিবারগুলির মধ্যে অন্ততঃ ২৫% প্রতিবছর দারিদ্রসীমার নীচে চলে যায় চিকিৎসার খরচা চালাতে গিয়ে।
  • nk | ২৭ মে ২০১১ ০০:৪৫ | 151.141.84.194
  • জয়।
  • Tim | ২৭ মে ২০১১ ০০:৪৫ | 198.82.20.164
  • ললিতা কে? পাওয়ার?
  • nk | ২৭ মে ২০১১ ০০:৪২ | 151.141.84.194
  • কোনো ডাক্তারকে কি বিনা কারণে সাসপেন্ড করা যায়?
  • nk | ২৭ মে ২০১১ ০০:৪১ | 151.141.84.194
  • আমি কেবল লক্ষ করছি মমতা মায়াবতী ললিতা সব কিছুর মধ্যে কেমন মায়া মায়া ভাব! সবই মহামায়ার লীলা। ঃ-)
  • aka | ২৭ মে ২০১১ ০০:৪১ | 168.26.215.13
  • সাসপেনশনের ভয়ে।
  • Tim | ২৭ মে ২০১১ ০০:৩৯ | 198.82.20.164
  • মমতার ভয়ে।
  • nk | ২৭ মে ২০১১ ০০:৩৯ | 151.141.84.194
  • আচ্ছা বড়াই চলে গেলেন কেন?
  • nk | ২৭ মে ২০১১ ০০:৩৮ | 151.141.84.194
  • ব্যাপাট্টা সোজা না হে নাতিরা, ব্যাপাট্টা সোজা না।
  • Tim | ২৭ মে ২০১১ ০০:৩৭ | 198.82.20.164
  • ঠাকুমা বড়ো হচ্চে। ঃ-)
  • Tim | ২৭ মে ২০১১ ০০:৩৬ | 198.82.20.164
  • কিরম ছবি চাই?
  • nk | ২৭ মে ২০১১ ০০:৩৬ | 151.141.84.194
  • ঝরণা ঝরণা সুন্দরী ঝরণা র ঝ গুলোর জায়গায় ধ বসিয়ে দিলে আর ণ গুলোকে ন করে দিলে তো কেলেংকারি। ঃ-)
  • Tim | ২৭ মে ২০১১ ০০:৩৫ | 198.82.20.164
  • ডর না । মানা হ্যায়।
  • achintyarup | ২৭ মে ২০১১ ০০:৩৩ | 121.241.214.38
  • তার সঙ্গে সর না
  • aka | ২৭ মে ২০১১ ০০:৩৩ | 168.26.215.13
  • শুধু কবিতা লিখলে হবে না, ছবি আঁকতেও জানতে হবে। নইলে ম্যাড়ম্যাড়ে ধর্ণা কেউ দেখবে না।
  • Tim | ২৭ মে ২০১১ ০০:৩২ | 198.82.20.164
  • ধর্ণার সাথে ঝর্ণা মেলে। আমার ধারণা ধর্নার সময় কবিতা লিখলে বেশ ভালো সময় কাটবে। পরে সেই বই বিক্কিরি করে ফেল্লেই ইকনমি।
  • nk | ২৭ মে ২০১১ ০০:২৫ | 151.141.84.194
  • এই তো সেদিন মাত্রো বছর ছয় আগে, বুদ্ধদেবকে দুপুরে বাড়ী গিয়ে কুচোমাছের ঝোল আর ভাত খেতে বারণ করে এ এক্‌জন বল্লো আপিসের পিছনে এক্টা খট আর মাইক্রো রাখতে। মাইক্রোতে গরম করে মাছভাত খেয়ে খাটে শুয়ে কবিতা পড়তে।
    এখন তো মুখ্যমন্ত্রীকে রীতিমতো কবিতা লিখতেই বলা যায়। উনি কুচোমাছ আর ভাত খান কিনা জানা নেই তবে কবিতা তো লেখেন। তবু দ্যাখো লোকে হায় হায় করে কবিতা নিয়ে।
  • nk | ২৭ মে ২০১১ ০০:২১ | 151.141.84.194
  • আর যেন একটা কে ছিলো! হ্যাঁ, রবাহুতো। কহিপ্তাশা। খাসা। সবার্তাবা। বা বা বা। কুজ্ঝটিকা। ঝাঁকা ঝাঁকা কলার ঝাঁকা। কুরুকুরু স্বাহা বাহা বাহা। ( কঠিন কঠিন নাম টেস্ট করছি)
  • aka | ২৭ মে ২০১১ ০০:২০ | 168.26.215.13
  • কবিতা লিখে কে আর কবে বড় হয়েছে, বরং ধর্ণায় বসবে তো এসো।
  • nk | ২৭ মে ২০১১ ০০:১৮ | 151.141.84.194
  • সায়ন আর টিম, কবিতা লিখতে যাও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত