এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৮ মে ২০১১ ১৭:৩১ | 122.167.65.192
  • কুমু, ঃ-))
  • Bratin | ১৮ মে ২০১১ ১৭:২৯ | 122.248.183.1
  • কালকে ফিরতে ফিরতে ১০ঃ৪০। আজকে ফটো তুলে দেব ।
  • quark | ১৮ মে ২০১১ ১৭:১৯ | 202.141.148.99
  • তুমি যা "জিনিস" গুরু (নাকি কুমু?) .....
  • kumu | ১৮ মে ২০১১ ১৭:১৪ | 122.160.159.184
  • পোলাপান!!!!
    কুমুদি প্রেসির জিনিস,সে যখন এর থেকে অনেক তীক্ষ্ণ জিনিস শিকে ফেলেচে,তকোন তোমরা জন্মাওনি।
  • til | ১৮ মে ২০১১ ১৭:০৭ | 114.198.34.82
  • ব্রতীন, কলি ভাটের ছবি কই, বন্ননাও মিসিং!
  • kc | ১৮ মে ২০১১ ১৬:৪২ | 194.126.37.78
  • কুমুদি গুরুতে এসে কেমন এইসব "ভাট, "জনতা', "আওয়াজ দেওয়া' এইসব কতা শিখে গেল। এককথায় দায়িত্বনিয়ে উচ্ছন্নে গেল।
  • kumu | ১৮ মে ২০১১ ১৬:৩২ | 122.160.159.184
  • একে আজকাল ভাটে আসতেই পারি না,যেটুকু লিখি তাতেও জনতা আওয়াজ দেয়।
  • til | ১৮ মে ২০১১ ১৬:৩১ | 114.198.34.82
  • সোনা এখন ১৪০০ পার আউন্স, ভেতরের খবর inside info. এই বছরের শেষাশেষি বা তার কাছাকাছি ২০০০ হয়ে যাবে। একই ব্যক্তি, গোল্ড কর্পোরেশনের সি ই ও যখন ৪০০ থেকে ১০০০ হবে বলেছিলেন রেডিও ইন্টারভিউতে তখন উড়িয়ে দিয়েছিলাম, এখন পস্তাচ্ছি।
    ইউ এস ডলার যত নামবে তত সোনার চাকচিক্য!
  • byaang | ১৮ মে ২০১১ ১৬:২০ | 122.172.243.233
  • কেউ ভয় দেখাতে চাইলে, ভদ্রতা করে হলেও তাকে ভয় পেতে হয়। ঃ-)
  • Bratin | ১৮ মে ২০১১ ১৬:১৬ | 122.248.183.1
  • তার মানে ব্যাঙ ও কাউকে ভয় পায়!! আচ্ছা জানা রইলো ঃ-))
  • byaang | ১৮ মে ২০১১ ১৬:১৫ | 122.172.243.233
  • আমি এবার পালাই। টইয়ে আকা এসে পড়েছে।
  • byaang | ১৮ মে ২০১১ ১৬:০৭ | 122.172.243.233
  • পাই-পামিতা দুজনেই কি এতক্ষণে ঘুমোতে গেল?
  • Bratin | ১৮ মে ২০১১ ১৫:৫৪ | 122.248.183.1
  • একদম কুমু দি। যাকে বাংলায় বলে স্পট ওন। ঃ-))
  • kumu | ১৮ মে ২০১১ ১৫:৫০ | 122.160.159.184
  • এই পারমিতা ন্যাড়ার বেটার হাফ,লুরু বাসিনী,মেঘ-গুঞ্জার মা তো?
    যদি হ্যাঁ হয় তবে-
    শিলং যাওয়ার আগেদ্দিন আলমারীতে কী/কে/কারা ছিল?
  • h | ১৮ মে ২০১১ ১৫:৩৫ | 203.99.212.54
  • আরে কবে কি বলেছি মনে নেই। তাছাড়া মেয়ে বড় হচ্ছেঃ-))
  • h | ১৮ মে ২০১১ ১৫:৩২ | 203.99.212.54
  • ট্রাজিক কেন হবে, একেবারে ই কমিক। বিদায়ী মন্ত্রীসভার মত খানিকটা। এই ফেজটার পরে আমি দীর্ঘদিন মূলতঃ অ্যালকোহলে মনোনিবেশ করি, তার পর থেকে সবটাই বিকল্পহীন এবং দুরন্ত;-)
  • Bratin | ১৮ মে ২০১১ ১৫:২৪ | 122.248.183.1
  • সাধে কি কবি বলেছেন ' love is blind' ঃ-))
  • siki | ১৮ মে ২০১১ ১৫:২৩ | 123.242.248.130
  • দ,

    এই উইকেন্ডে যাচ্ছো না তো? রোব্বারে থাকবে তো?
  • siki | ১৮ মে ২০১১ ১৫:১৮ | 123.242.248.130
  • হ্যাঁ, হনুর সেই পুণে ভ্রমণটা কোথায় যেন আছে?
  • Paramita | ১৮ মে ২০১১ ১৫:১৮ | 202.3.120.9
  • অজন্তাটা হেবি ছিল। অন্যটা জানি না।
  • Paramita | ১৮ মে ২০১১ ১৫:১৭ | 202.3.120.9
  • কবে, কোথায়?
  • Paramita | ১৮ মে ২০১১ ১৫:১৬ | 202.3.120.9
  • সিকি, দেখছো না ছেলের মা-রা কি প্রোঅ্যাকটিভ? তুমি চুপটি করে বসে থাকো।
  • d | ১৮ মে ২০১১ ১৫:১৬ | 14.96.4.104
  • এঃ আমাকে মনে হয় ১ দিনের জন্য ব্যাঙ্গালোর যেতে হবে। ঃ( কি বাজে ব্যপার!

    আহা হনুর স-ভা-যা-শে-ভা তো সেই অজন্তা বেড়াতে যাওয়ার গপ্পো, কিম্বা সেই ভোর ৩টে না চাট্টেয় ভাবী শ্বশুরবাড়ী গিয়ে শাশুড়ীকে 'কেমন আছেন' জিগ্যেস করায় শাশুড়ীর প্রবল হাসির গল্পো।
  • Paramita | ১৮ মে ২০১১ ১৫:০৮ | 202.3.120.9
  • ছেলেদের হস্টেলের ইকুয়েশন আলাদা হয়।
  • siki | ১৮ মে ২০১১ ১৫:০৮ | 123.242.248.130
  • হনু বেশ কয়েক বছর বাদে আবার পুরনো ফর্মে।

    আমি আবার মামীর অভয় না পেলে গয়নার ব্যাপারে চিন্তাভাবনাও শুরু করতে পার্ছি না। দেখি, তদ্দিনে যদি অ্যাগ্‌টা দুটো এক্ষট্রা প্রপার্টি হয়ে যায়, তাতেই চালিয়ে নেব 'নে। সোনা ধুয়ে কি মেয়ে জল খাবে?

    ইয়ে, দিল্লিতে আসলি সোনার গয়নাগাঁটি ভাড়া পাওয়া যায় বিয়ের জন্য।
  • Paramita | ১৮ মে ২০১১ ১৫:০৭ | 202.3.120.9
  • (@02:57 PM)
    তবু ট্র্যাজিক নায়ক ট্র্যাজিক নায়ক লাগছে না। তোমার নেটওয়ার্কে আমার সোর্স আছে, ঠিক বের করে ফেলবো কিন্তু। বরম সব ভালো যার শেষ ভালোর গপ্পোটা হোক্‌।
  • kc | ১৮ মে ২০১১ ১৫:০১ | 194.126.37.78
  • পামিদি, আপনাদের ডিপার্টমেন্টের বিশেষতঃ আপনাদের ইয়ারের বেশীর ভাগ জনতাই ছিল এক্কেবারে মক্ষীচুস। কেউ কেউ, চারবছরেও মাত্র একবারই টুথপেস্ট কিনেছিলেন। তাও সেটি তাঁর পিতাঠকুর কিনে দিয়েছিলেন বলে। আর এক মহাপুরুষ চারটি বছর, দুটি ইনারওয়্যার দিয়ে কাটিয়ে দিয়েছিলেন।
  • stoic | ১৮ মে ২০১১ ১৫:০১ | 160.103.2.224
  • ঃ-)))
  • byaang | ১৮ মে ২০১১ ১৫:০০ | 122.172.243.233
  • সন্দেহে তিতিবিরক্ত হয়ে একদিন বলেই ফেল্লুম ""আমার কাছে পয়সা চাইবে না তো কি তোর কছে চাইবে? ও তো জানেই তোর বাড়ি ফেরার বাসভাড়াটাও আমার থেকে চাস, এরপরে আর কোন লজ্জায় আমাকে ছেড়ে তোর থেকে পয়সা চাইবে বল?''
  • Paramita | ১৮ মে ২০১১ ১৪:৫৮ | 202.3.120.9
  • হে হে হে হে (@ 2:55 PM)
  • h | ১৮ মে ২০১১ ১৪:৫৭ | 203.132.214.11
  • আমার একটা ইউ-এস-পি ঘটিত সমস্যা ছিল। যারা আমাকে গোলা-গাল-নাদুস সেফ-নিরুপদ্রব-বদ্যি-প্রইবারে-গ্রহণযোগ্য-সান-ইন-ল মেটেরিয়াল ভাবতো তারা দুবার গল্প করলে ভাববো আমি বড্ড পোলিটিকাল, আর যারা নিজেরা পোলিটিকাল বা কোন কোন ক্ষেত্রে জে-এন-ইউ-বা-টি-আই-এফ-আর-বা-নেটে্‌গট-বা-কেম্ব্রিজ-আম্রিগা মেটেরিয়াল ছিল তারা আমাকে -সিপিএম-মধ্যমেধা বলে ভাবতো। কোনটাই অসত্য না হওয়ায় আমার হৃদয় মূলত খাঁ-খাঁ সহযোগে বিপ্লবের আরাধনা ছাড়া আর বিশেষ কিসু করতে পারে নি। একবার একটি দু-তিনবার ফিরে তাকিয়েছিল, অব্যেস না থাকায় সে টেনসনে আমি ভাগলপুর-বারহারোয়া তে আমি অ্যান্টি দিপ্রেসেন্ট বিক্রি করতে চলে যাই ঃ-) এর পরে গ্লোবালাইজেশন আসায় ইউ-এস-পি ফ্রেমওয়ার্কে পোচোন্ডো বদল ঘটে যায়। আমর প্রয়োজন ও বই পত্তর, নাট্য আন্দোলন আর সমাজতন্ত্র থেকে কিঞ্চিত নেমে আসে। দেন তো, ওয়ান থিং লেড তু অ্যানাদার, ইন দ্য পপুলার ডিরেকশন ঃ-))
  • pi | ১৮ মে ২০১১ ১৪:৫৫ | 72.83.97.171
  • আর তুমি, তুমি কিনা এ নিয়ে কোন কথা শোনাতে না !!!
    নাকি সে ব্যাং এ ব্যাং ছিলো না !
    তুমি আর নাই সেই তুমি ?
  • byaang | ১৮ মে ২০১১ ১৪:৪৯ | 122.172.243.233
  • সে যতই প্রতিবাদের ঝড় উঠুক, আমি নিজের অবস্থান এবং বক্তব্যর থেকে একটুও সরছি না, নড়ছি না। ঃ-)
  • stoic | ১৮ মে ২০১১ ১৪:৪০ | 160.103.2.224
  • আর ইয়ে, কলেজে সব ছেলেরা মেয়েদের ঘাড় ভেঙে খায়, এই বক্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়ে গেলাম। ঃ)
  • stoic | ১৮ মে ২০১১ ১৪:৩৩ | 160.103.2.224
  • হনুর মহিলাকুলে জনপ্রিয়তা, ইশে, ইত্যাদি বিষয়ে জানতে আম্মো আগ্রহী। হনু থেমে যেও না, আরো কিছু গপ্পো হোক।
    ঃ-)
  • pi | ১৮ মে ২০১১ ১৪:৩১ | 72.83.97.171
  • পিনাকীদা গেল কই ?
  • Bratin | ১৮ মে ২০১১ ১৪:৩০ | 122.248.183.1
  • ৬ বালিগঞ্জ প্লেস টা গোলা। ভাত,লুচি,মুঘের ডাল,ছানার ডালনা, পেঁয়াজী,পাঁপড়,শাক ভাজা,আলুর দম, দই মাছ ( পোনা),মুরগীর ঝোল,মাটন , আমের চাটনি,দই, নলেন গুড়ের মিষ্টি । মাত্র ৩০০ টঙ্কা।

    এর সাথে আমপোড়ার সরবত আর নলেন গুড়ের আইসক্রীম।
  • byaang | ১৮ মে ২০১১ ১৪:২৯ | 122.172.243.233
  • আর শুধু কম্পু সায়েন্স! সিভিল, ইলেক্ট্রিক্যাল প্রত্যেকটায় এমন সব নমুনা ছিল। আর তাও তো ভালো যে আমার প্রেমিক আমার থেকে চাবিড়ি খাওয়ার পয়সা চাইতো। আর আমার এক বাল্যবন্ধু! সেও যদুপুর ইঞ্জিনিয়ারিঙ। তার ব্যাভারের কথাটা একবার শোনেন। আমি আমার প্রেমিকের সঙ্গে বসে প্রেম করছি, ওমা তিনি কোথা থেকে উদয় হয়ে বললেন, ""পাঁচটা টাকা দে তো, বিড়ি খাবো''। এক-আধদিন না, তিনি প্রায়ই এই ঘটনাটা ঘটিয়ে থাকতেন। আর আমার প্রেমিকের সে কি কঠিন সন্দেহ - "ও কেন তোর থেকে পয়সা চায়''! বাপ রে বাপ!
  • Paramita | ১৮ মে ২০১১ ১৪:২৬ | 202.3.120.9
  • আমার ধারণা হনু নিজেকে যতটা রিসিভিং এন্ডে দেখায় ততটা মোটেই ছিল না। উল্টে বেশ জনপ্রিয় এলিজিবল ইশে ছিল মহিলাকূলে।
  • Paramita | ১৮ মে ২০১১ ১৪:২২ | 202.3.120.9
  • কেসি, কি বলতে চান নির্ভয়ে বলুন।
  • Bratin | ১৮ মে ২০১১ ১৪:২১ | 122.248.183.1
  • ছেলে রা মেয়ে দের ঘাড় ভেঙে খেত? এটা জাস্ট হজম হলো না।

    তুই ভালোমানুষ বোকা সোকা ছিলিস বলেই হয়েছে। আমাদের সঙ্গে কলেজ, ইউনি,ISI যে কজন পড়তো সব এক সে বড়কর এক। এক পয়সা মা বাপ!!
  • kc | ১৮ মে ২০১১ ১৪:১৯ | 194.126.37.78
  • যদুপুর কম্পু সায়েন্স নিয়ে কিন্তু ব্যাংএর কথাটায় সত্যতা একটু আছে। কিন্তু সেম ডিপার্টমেন্টের গুরুজনেরা আজ ভাটপাতায় আছেন, তাই একটু চেপেই গেলাম।
  • h | ১৮ মে ২০১১ ১৪:১৮ | 203.132.214.11
  • আমি টিউশন করতাম , আর মাঝে মাঝে এক স্নেহশীলা মাসির কাছে বলে আমার সেকেন্ড ইয়ারের শেষ দিক থেকে টাকা থাকতো। মা সিগারেটের পয়হা দিতো না। কিন্তু যে কটা মেয়েকে খাওয়ালাম সবাই বিশ্বাসঘাতকতা করে , দার্শনিক বা আর্থ সামাজিক বিষয় গুলো তে আদৌ ইন্টারেস্ট না দেখিয়ে ড্যাং ড্যাং ইত্যাদি পদ্ধতিতে অন্যদের সঙ্গে প্রেম করতে চলে যেত। এক্টাকে এক পিস আফ্রিকার গল্পমালা দিয়েছিলাম, হপ্তা দুয়েক পরে দেখি সাধন খুব সিরিয়াসলি ঐ বৈটা পরছে। বল্লো 'দিয়েছে'। এবং প্রথম পাতায় দু লাইন কাটাকুটি ইত্যাদি। সেই দুঃখে ইত্যাদি।
  • Paramita | ১৮ মে ২০১১ ১৪:১৭ | 202.3.120.9
  • আমারও মেয়ে বড় হচ্ছে। তায় আবার দুই মেয়ে। তায় আবার সোনার মুকুট টুকুট কিছুই বানানো নেই, বাজেটও নেই। মেয়ের কলেজের পর মেয়েদের খাতে আর কিছু প্ল্যান করতে কত্তার প্রবন আপত্তি। ছেলেবন্ধুদের খাওয়ানো কি বিয়ের জন্যও না। এই নিয়ে আজকাল টেনশান হয়। ব্যাঙের মত এক পিস দূরদর্শী শাশুড়ি জুটলে ভালো যে সাতলহরী হার বানিয়ে রেখেছে। তবে কোন ইঙ্গিত করছি মনে কোরো না।
  • byaang | ১৮ মে ২০১১ ১৪:১৭ | 122.172.243.233
  • এইও কেসি, আমার প্রথম প্রেমিক যদুপুর কম্পু সায়েন্স। দিনের পর দিন আমার ঘাড় ভেঙ্গে খেত। মায় এক এক দিন বাড়ি ফেরার সময় বাসভাড়াটা শুদ্ধু আমার থেকে চাইতো।
  • pi | ১৮ মে ২০১১ ১৪:১৬ | 72.83.97.171
  • হ্যাঁ, আমার দেখা লোকজনের সাথে ব্যাংদির সেট মোটেও মিল্লো না।
  • kc | ১৮ মে ২০১১ ১৪:১৪ | 194.126.37.78
  • ব্যাঙ, ঐ কাঁটাকলের দিকের ছেলেরা ওরমই হয়। আমাগো যদুপুরের দিকে ওরকম হতনা। হয়ওনা।
  • h | ১৮ মে ২০১১ ১৪:১১ | 203.132.214.11
  • এই খাওয়ানোর পুরো তালিকা টার দিকে না এগোনৈ ভালো। আমার আবার মেয়ে বড় হচ্চে।

    সেদিন আমাকে খেলাচ্ছলে বলেছে হুইস্কি টা 'ওশুধ' নয়, 'অন্যকিছু'।
  • byaang | ১৮ মে ২০১১ ১৪:১০ | 122.172.243.233
  • আমি সত্যি বলছি কলেজ লাইফে একটাও ছেলে দেখি নি যে প্রেম করে অথচ নিজের পয়সায় খায়, নিজের পয়সায় নেশা করে এবং কখনোসখনো নিজের পয়সায় প্রেমিকাকে খাওয়ায়। সব কটা ছেলে কলেজ-সাবজেক্ট-প্রেমিক-ননপ্রেমিক স্ট্যাটাস নির্বিশেষে মেয়েদের পয়সায় খেত।
  • byaang | ১৮ মে ২০১১ ১৪:০৭ | 122.172.243.233
  • সে তো কলেজে পড়ার সময়ে একটা প্রেম না করলে নিজেকে খুব খাপছাড়া মনে হত। আর বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভাব, কোনো একজনের থেকে একটু বিশেষ অ্যাটেনশন এসবের আশাতেই করতো আর কি। তবে ছেলেগুলো সেসব বুঝলে তো! তারা প্রেমে পড়ার পরই হঠাৎ করে স্মার্ট হয়ে যেতেন, প্রেমিকাকে বসিয়ে রেখে অনন্ত ক্যারম আর টিটি খেলে যাওয়া, বন্ধুদের দেখানো - ঐ দ্যাখ আমার জন্য কেউ অপেক্ষা করে আছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত