এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ২০ মে ২০১১ ০৭:৪০ | 223.191.74.109
  • উফ! কি ভালো ওয়েদার হয়েছে -- সক্কালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে -- আমার ছুটি ফুরালো বলে :(((
  • hu | ২০ মে ২০১১ ০৭:৩৭ | 98.226.193.54
  • যাই বল বাপু, কাজী সব্যসাচীর আনন্দ ভৈরবী ঠিক পোষালো না। কবিতা জিনিসটা নিজের মনে পড়ে যে ছবি তৈরী হয়, অন্য কারোর পড়াতে সেটা বেশ আলাদা হয়ে যায়। যদি এমন হয় যে প্রথম বার কবিতাটা শোনাই হল তার কাছে তাহলে আবার আবৃত্তিকার যেমন করে শোনান তেমনটাই মনে থেকে যায়।
  • hu | ২০ মে ২০১১ ০৭:৩০ | 98.226.193.54
  • অভ্যু, থ্যাঙ্কস। আরে আমিও তো নিশিকান্তর কথা শুনে ভাবলাম আনন্দ ভৈরবী কেউ গানও গেয়েছেন বুঝি। সেটাই জানতে চাইছিলাম। তবে কবিতার জন্যও ধন্যবাদ ঃ-)
  • kallol | ২০ মে ২০১১ ০৬:০৪ | 115.184.100.218
  • আদি তেলাপিয়া (যা প্রথম কলকাতার বাজারে আসে) আমেরিকান কৈ বলে খ্যাত ছিলো। পরে জানা যায় এটি ম্যাডাগাস্কারের মিষ্টি জলের ফসল। এর রং কুচকুচে কালো। প্রথম কলকাতার বাজারে আসে ১৯৬৫ সালে। তখন দাম ছিলো ৫০ পয়সা/কেজি। বাঙ্গালী প্রাথমিক দ্বিধা কাটিয়ে মাছটিকে রসনায় মান্যতা দেয়। তার একটা বড় কারন সেই সময়ে ভোজ্য পণ্যের দাম ভীষন বেড়ে যায়। তখন পোনা মাছ ৫ টাকা/কেজি হয়ে গেছিলো।
    পরে অন্য এক জাতের তেলাপিয়া বাজারে আসে। সেটি নীল নদের - নাইলনটিকা।
    একই সময়ে পোনা মাছের বিকল্পও বাজারে চলে আসে - সিলভার কার্প বা আমেরিকান রুই। এটি সম্ভবতঃ হাইব্রিড।
  • achintyarup | ২০ মে ২০১১ ০৫:৩৮ | 59.93.245.132
  • নীলনদের তেলাপিয়া মাছে তো বাংলার বাজার ছেয়ে গেছে এখন। নাইলোটিকা হয়ে গেছে নাইলনটিকা/লাইলনটিকা
  • achintyarup | ২০ মে ২০১১ ০৫:৩৬ | 59.93.245.132
  • টিলাপিয়া ঠিক দিশি মাছও বোধ হয় নয়। যাগ্গে, এখন ঘুমুতে যাই।
  • aka | ২০ মে ২০১১ ০৫:১৩ | 24.42.203.194
  • কালি বিল্লি একটা মিঁউ কম দিয়েছে। ছন্দ মিলছে না।
  • aka | ২০ মে ২০১১ ০৫:১২ | 24.42.203.194
  • কি জানি ক্লজ টা আছে? যেখানে জন্মায় সেখানের সিটিজেন হয়। সেইভাবে। প্লেনে জন্মালেই এই মাছ বিশ্ব নাগরিক হত।
  • Abhyu | ২০ মে ২০১১ ০৫:০২ | 80.221.63.206
  • তেলাপিয়া কবে থেকে বিলিতি মাছ হল?
  • aka | ২০ মে ২০১১ ০৪:৫৮ | 24.42.203.194
  • ভেজাল না ভেজাল না, বিলিতি মাছ তো অচেনা লাগছে।
  • kaali billi | ২০ মে ২০১১ ০৪:৫৭ | 72.83.97.171
  • মিঁউ মিঁউ মিঁউ
    মাছের গন্ধে ভেজাল কিঁউ ? x-(
  • bhoot | ২০ মে ২০১১ ০৪:৫৩ | 80.221.63.206
  • নঁয়তো কিঁ আঁমি দিঁনের বেঁলা আঁসব? রাঁতে দুঁঃস্বপ্ন দেঁখা তোঁর কেঁউ আঁটকাঁতে পাঁরবে নাঁ
  • aka | ২০ মে ২০১১ ০৪:৫১ | 24.42.203.194
  • নিশিকান্ত, ছাঁকা তেলে মাছ ভাজতে সবাই পারে, কিন্তু এক ড্রপ তেলে মাছ কি করে ভাজতে হয় সে শুধু দু একজনই জানে।
  • aka | ২০ মে ২০১১ ০৪:৫১ | 24.42.203.194
  • ভুতবাউর কি আশা। এহানে রাত হয় রাত দশটায় ততক্ষণে চেটেপুটে সব সাফ।
  • kallu | ২০ মে ২০১১ ০৪:৪৮ | 80.221.63.206
  • ঘৌ ঘৌ
  • billi | ২০ মে ২০১১ ০৪:৪৭ | 72.83.97.171
  • মিঁয়াও !
  • bhoot | ২০ মে ২০১১ ০৪:৪২ | 80.221.63.206
  • ব্যাঁলকঁনিতে রেঁখে দিঁয়ে চঁলে যাঁ - আঁলো জ্বাঁলাস নাঁ - রাঁত হঁলেই নিঁয়ে যাঁবো।
  • nishikanto | ২০ মে ২০১১ ০৪:৪১ | 151.141.84.114
  • আহা আকা কেন এত কিন্তু কিন্তু ! মাছভাজা খুব সোজা কাজ। ছাঁকা তেলে মাছ ছাড়া, হাতা দিয়ে নাড়া, মুচমুচে করে ভেজে ভেজে তুলে খেয়ে খেয়ে দ্যাখা। খেতে খেতে গিন্নিকে কন, গিন্নি, মাছ খুব ভালো ভেজেছি।
  • Abhyu | ২০ মে ২০১১ ০৪:৪১ | 80.221.63.206
  • পাইলুম - পুরোনো বন্ধু ঃ)
  • nishikanto | ২০ মে ২০১১ ০৪:৩৭ | 151.141.84.114
  • অভ্যু, খুবই তৃপ্ত হইলাম গান শুনিয়া। ধইনবাদ বুঝিয়া পাইও। :-)
  • aka | ২০ মে ২০১১ ০৪:৩৬ | 24.42.203.194
  • তেলাপিয়া চলবে? একটু খেটে এসে নিয়ে যেতে হবে। তাইলে ভাজা থেকে রেহাই পাই, ভুতে নিয়ে গেছে বললে সাতখুন মাপ। দেহেন না ভুত ভাই একটু কষ্ট করে যদি আসেন।
  • nk | ২০ মে ২০১১ ০৪:৩৪ | 151.141.84.114
  • সোয়াপিং হয়ে গেল তো! :-)
  • bhoot | ২০ মে ২০১১ ০৪:৩৪ | 80.221.63.206
  • এঁই এঁই মাঁছ দেঁ নাঁ
  • aka | ২০ মে ২০১১ ০৪:৩২ | 24.42.203.194
  • ব্রাত্য বসু।
  • achintyarup | ২০ মে ২০১১ ০৪:৩১ | 59.93.245.132
  • আর মনোজ বাজপেয়ীর ভূমিকায়?
  • aka | ২০ মে ২০১১ ০৪:৩১ | 24.42.203.194
  • এখন মাছ না ভাজলে রাতে খাওয়া জুটবে না।
  • aka | ২০ মে ২০১১ ০৪:২৭ | 24.42.203.194
  • আমাদের ক্ষমা চাওয়ার একটা নিয়ম আছে। ওরম বললেই টইতে ক্ষমা চাওয়া যায় না।

    একটা জিনিষ মনে হল ব্রাত্য বসুর ভূমিকায় মনোজ বাজপেয়ীকে বেশ মানাবে।
  • Abhyu | ২০ মে ২০১১ ০৪:২৫ | 80.221.63.206
  • ওনার ক্ষমতা তো জানো না, শুধু ভূতই না, রাত্রে দুঃস্বপ্নও দেখবে। এখনই টইতে লিখে ক্ষমা চাও।
  • aka | ২০ মে ২০১১ ০৪:১৬ | 24.42.203.194
  • আমি ব্রাত্য বসুর ভুত দেখছি। ব্রাত্য রাইসু দেখে আমি বহুক্ষণ ধরে পড়লাম ব্রাত্য বসু।

    আর ওদিকে অয়ন আমার ভুত দেখছে। ব্রাত্য যদি অয়নের ভুত দেখে তাহলেই সার্কেল কমপ্লিট। ভুত দেখা যদি একটা নিত্য ঘটনা হয় তাহলে কখনো না কখনো এই সার্কেল কমপ্লিট হবেই।
  • Abhyu | ২০ মে ২০১১ ০২:২৮ | 80.221.63.206
  • বাই দ্য ওয়ে, তোমরা কী আনন্দ ভৈরবী গান হিসেবে শুনেছ?
  • nk | ২০ মে ২০১১ ০২:১৩ | 151.141.84.194
  • :-)
    aami 2nd line diyechhilaam. :-)
  • Abhyu | ২০ মে ২০১১ ০১:৫৭ | 80.221.63.206
  • আছে। দেখি পাই কিনা
  • hu | ২০ মে ২০১১ ০১:৫৩ | 12.34.246.72
  • 'এমন ছিল না আষাঢ় শেষের বেলা' গান আছে?

    'আজ এই ঘরে এলায়ে পড়েছে ছবি
    এমন ছিল না আষাঢ় শেষের বেলা
    উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল
    আনন্দ ভৈরবী!'
  • nk | ২০ মে ২০১১ ০১:৩৬ | 151.141.84.194
  • আমার কেমন যেন ছায়া ছায়া মনে পড়ে, আবার পড়েও না, "ডার্কনেস অব থাউজ্যান্ড সানস" বলে কোনো সিনেমা কি ছিলো?
  • nk | ২০ মে ২০১১ ০১:৩২ | 151.141.84.194
  • বৃষ্টির গান, সেই "এমন ছিলো না আষাঢ় শেষের বেলা" তারপরে "আষাঢ় শ্রাবণ মানে না তো মন" তারপরে "বৃষ্টি বৃষ্টি বৃষ্টি/ এ কোন অপরূপ সৃষ্টি" আরো "আজি ঝরঝর মুখর বাদল দিনে" তারপরে "এমনই বরষা ছিলো সেদিন" আরো যা যা আছে। :-)
  • Soomnath | ২০ মে ২০১১ ০১:২৮ | 117.194.194.120
  • এ সব ডিডি দেখেছেন বা দেখতে চান?

    World War II Documentary Films

    1940s

    1. Bitva za nashu Sovetskuyu Ukrainu AKA Ukraine in Flames (1943)
    2. Le Retour (1945)
    3. Nazi Concentration Camps (1945)
    4. San Pietro AKA The Battle of San Pietro (1945)
    5. Majdanek - cmentarzysko Europy AKA Majdanek - Europe's Cemetary (1945)
    6. Danmark i Lænker (1945)
    7. Let There Be Light (1946)
    8. Nuremberg Trials (1947)
    ________________________________________

    1950s

    1. Victory at Sea (1952)
    2. Nuit et brouillard AKA Night and Fog (1955) -DVD Rip -DVD R
    -Nuit et brouillard [Commentary]
    ________________________________________

    1960s

    1. Obyknovennyy Fashizm AKA A Night of Thoughts (1965)
    2. Memorandum (1965)
    3. The Rise and Fall of the Third Reich (1968)
    4. The Sorrow and the Pity (1969) -DVD Rip -DVD R
    ________________________________________

    1970s

    1. The World at War (1973)
    -The World at War [Extras]
    2. The 81st Blow (1974)
    3. All This and World War II (1976)
    4. The Memory of Justice (1976)
    5. Stolarz AKA A Joiner (1976)
    6. The Unknown War (1978)
    7. Hitler - ein Film aus Deutschland AKA Hitler: A Film from Germany (1978) -DVD Rip -DVD R
    ________________________________________

    1980s

    1. The Yellow Star - The Persecution of the Jews in Europe 1933-45(1980)
    2. The Life and Times of Rosie the Riveter (1981)
    3. Genocide (1982) -DVD Rip -DVD R
    4. The Story of Chaim Rumkowski and the Jews of Lodz (1982)
    5. Who Shall Live and Who Shall Die (1982)
    6. La guerre d'un seul homme AKA One Man's War (1982)
    6. Shoah (1985)
    7. Unfinished Business (1985)
    8. The Emperor's Naked Army Marches On (1987) -DVD Rip -DVD R
    9. Hôtel Terminus: The Life and Times of Klaus Barbie (1988) -DVD Rip -DVD R
    10. Fascist Legacy (1989)
    11. The Architecture of Doom (1989)
    12. Sonata dlya Gitlera AKA Sonata for Hitler (1989)
    ________________________________________

    1990s

    1. Days of Waiting: The Life & Art of Estelle Ishigo (1990)
    2. Mein Krieg AKA My Private War (1990)
    3. The Valour and the Horror (1992)
    4. L'?il de Vichy (1993) -DVD Rip -DVD R
    5. Battlefield (1994)
    6. The Jewess and the Captain (1994)
    7. Memory of Water (1994)
    8. Anne Frank Remembered (1995)
    9. One Survivor Remembers (1995)
    10. Fire on the Mountain (1996)
    11. The Long Way Home (1997) -DVD Rip -DVD R
    12. The Nazis: A Warning from History (1997)
    13. We Lived for Estonia (1997)
    14. Russia's War: Blood Upon the Snow (1997) -DVD Rip -DVD R
    15. Nazis: The Occult Conspiracy (1998)
    16. Pola's March (1998)
    17. The Last Days (1998)
    18. The Saved (1998)
    19. Voices of the Children (1998)
    20. Unwanted Soldiers (1998)
    21. Unit 731: Nightmare in Manchuria (1998)
    22. Fotoamator AKA Photographer (1998)
    23. Schwarze Sonne AKA Black Sun (1998)
    24. The Second World War in Colour (1999)
    25. War of the Century (1999)
    ________________________________________

    2000s

    2000
    1. A Story about a Bad Dream (2000)
    2. From Swastika to Jim Crow (2000)
    3. Into the Arms of Strangers: Stories of the Kindertransport (2000)
    4. Paragraph 175 (2000)
    5. Shadows of Memory (2000)
    6. Sisters in Resistance (2000)
    7. The Children Who Cheated the Nazis (2000)
    8. Das Himmler Projekt AKA The Himmler Project (2000)

    2001
    1. Secrets of World War II : Adolf Hitler's Last Days (2001)
    2. Horror in the East (2001)
    3. Japanese Devils(2001)
    4. Sobibor, Oct. 14, 1943, 4 p.m.(2001)

    2002
    1. A Yiddish World Remembered (2002)
    2. Blind Spot: Hitler's Secretary (2002) -DVD Rip -DVD R
    3. Secret Lives: Hidden Children and Their Rescuers During WWII (2002)
    4. The Boys of Buchenwald (2002)
    5. Shanghai Ghetto (2002)
    6. Dead Men's Secrets (2002)

    2003
    1. Marion's Triumph (2003)
    2. Prisoner of Paradise (2003)
    3. The Holocaust Experience (2003)
    4. Sotalapset AKA War Children (2003)

    2004
    1. Dunkirk (2004)
    2. Goodbye Holland (2004)
    3. Hidden Fuhrer: Debating the Enigma of Hitler's Sexuality (2004)
    4. Hiding and Seeking (2004)
    5. Auschwitz: The Forgotten Evidence (2004)
    6. Between Hitler and Stalin: Ukraine in World War II (2004)
    7. Warsaw Rising: The Forgotten Soldiers of WWII (2004)

    2005
    1. 2 or 3 Things I Know About Him (2005)
    2. A Note of Triumph: The Golden Age of Norman Corwin (2005)
    3. Auschwitz: The Nazis and the 'Final Solution' (2005)
    4. Hiroshima (2005)
    5. The 11th Day: Crete 1941 (2005)
    6. The Mushroom Club (2005)
    7. The Portraitist (2005)
    8. Unwanted Cinema (2005)

    2006
    1. Blokada (2006) -DVD Rip -DVD R
    2. Forgiving Dr. Mengele (2006)
    3. The Rape of Europa (2006)
    4. The Blue Hills (2006)
    5. Hitler's Museum: The Secret History of Art Theft During World War II (2006)

    2007
    1. A Distant Shore: African Americans of D-Day (2007)
    2. My Opposition: The Diaries of Friedrich Kellner (2007)
    3. Nanking (2007)
    4. Order Castles of the Third Reich (2007)
    5. Ruins of the Reich (2007)
    6. Stalags (2007)
    7. The War(2007)
    8. White Light/Black Rain: The Destruction of Hiroshima and Nagasaki (2007)
    9. Wings of Defeat (2007)
    10. Yasukuni (2007) -DVD Rip -DVD R

    2008
    1. Battle 360° (2008)
    2. Tulip Time: The Rise and Fall of the Trio Lescano (2008)
    3. The Soviet Story (2008)
    4. World War II Behind Closed Doors: Stalin, the Nazis and the West (2008)
    5. Apocalypse: The Second World War (2008)

    2009
    1. The Inheritance of War (2009)
    2. Patton 360°(2009)
    3. Sisters Across the Gulf of Finland (2009)
    4. The Week We Went to War (2009)
    5. WWII in HD (2009)

    2010
    1. Nazi Collaborators (2010)
  • Abhyu | ২০ মে ২০১১ ০১:১৭ | 80.221.63.206
  • কী গান?
  • nk | ২০ মে ২০১১ ০১:০৮ | 151.141.84.194
  • ভালো ভালো গান দাও তো, ভালো ভালো গান দাও।
    মরমী রবীন্দ্র, মরমিয়া লোক বা বাউল, ভীষণরকম ভালো শ্যামাসঙ্গীত, রাগান্বিত হিন্দি, ফুরফুরে ইংরেজি--বর্ষায় বাদলে যেসব গান ভালো লাগে। হেমন্তের গাওয়া গান দিলেও হবে।
    তারপরে ভালোভালো আলোচনা ঠনা দাও তো, কোথায় কী হচ্ছে, ব্ল্যাক হোলে কী পাওয়া গেল, বড় বড় বস্তু কোয়ান্টাম স্টেটে রইলো কিনা, বার্ড ফীডারে কী রাখতে হয়, পাখিরা কোর্টশিপে নাচে কিনা, গয়নাপরার প্রচলন কখন হোলো, মানুষের ভাষা কখন এলো, তা আসার আগে বিরোধীনেতারা কী করতো, তারপরে গান বাজনা এসব কখন শুরু হোলো, কারা প্রথম দইটোমেটো রেঁধেছিলো, সাহেবেরা পটল চেনে কিনা এইসব। :-)
  • sayan | ২০ মে ২০১১ ০০:২৮ | 115.241.127.118
  • কোলকাতায় বৃষ্টিতে সব ভেসে গেছে, যাঃ!
    এদিকে এখানেও বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি! আজ যে কতো গাছ উপড়ে পড়বে!
  • sayan | ১৯ মে ২০১১ ২৩:৩৭ | 115.241.127.118
  • ছিঃ! জাতির্জনক গালি দিচ্ছেন!
  • M K Gandhi | ১৯ মে ২০১১ ২৩:৩৫ | 14.96.201.136
  • আমি এসেছি রে ! তোদের বাবা !! হারাম...!
  • sayan | ১৯ মে ২০১১ ২৩:৩৩ | 115.241.127.118
  • কী নৈঃশব্দ! কেউ কি এসেছে!
  • sayan | ১৯ মে ২০১১ ২২:৩৮ | 115.241.127.118
  • আবদুল্লার আইডিয়াটাই ঠিক ছিলো। রাস্তাঘাটে চুরুটপায়ী এই সবেদের ইসেতে (চুরুটে) পটকা গুঁজে দিতে হয়!
  • SS | ১৯ মে ২০১১ ২২:২১ | 131.193.196.214
  • সেই! সব বদের হাড্ডি।
  • sayan | ১৯ মে ২০১১ ২২:১৬ | 115.241.127.118
  • সে আর করিনি! তবে এক ঝটকায় উতরে গেছি ঃ-)
    সে আবার ফোটো কোয়ালিটির রেজাল্ট দেখায়!
    এবং ডিএস-১৬০ অনলাইন ভরতে বসলে হাতের কাছে দুনিয়ার সব কিছু মজুত রেখে বসাই ভালো। ওটি একটি মহা ঝাম বিশেষ।
  • sayan | ১৯ মে ২০১১ ২২:১৩ | 115.241.127.118
  • ইশে, ২৬ ২৭ ২৮'এর কোনওদিন সন্ধ্যের দিকে, মানে সাতটার পর কারুর সাথে ব্যাটে বলে হতে পারে কি?
  • SS | ১৯ মে ২০১১ ২২:১২ | 131.193.196.214
  • আচ্ছা, বুঝলাম। তাহলে হায়দ্রাবাদ নিচ্ছোনা কেন? সাহস করে অ্যাপ্লাই তো করে দাও। তারপর কিছু বললে বলবে পুল ডাউন মেনুতে দেখাচ্ছিল বলেই ওটা সিলেক্ট করেছো। আর ডি-এস-১৬০ র জন্য জেপেগ ফাইলে ফোটো লাগে যার রেজোল্যুশন ১৪০ না ২৪০ kB র মধ্যে হতে হয় সেটা তৈরি করে রেখেছো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত