এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ১২ মে ২০১১ ০৪:৪৪ | 59.93.244.250
  • আম্মো এক্টা গান রাখলুম। সিফোঁর জন্যে। শর্মিলা রায়। যখন এসেছিলে অন্ধকারে
  • achintyarup | ১২ মে ২০১১ ০৪:৩৭ | 59.93.244.250
  • অভ্যুর জন্যে রবীন্দ্রসঙ্গীতসাগর উপাধি রেখে গেলুম
  • Abhyu | ১২ মে ২০১১ ০৩:১২ | 67.91.97.130
  • পাই উইনিকোডে টাইপ করার জন্যে সাহায্য চাইছিল। প্রথমে বঙ্গলিপি.কম-এ গিয়ে বঙ্গলিপি ইনস্টল করো। তারপর রাইট ক্লিক করে ওটা অ্যাক্টিভেট করো আর তরতর করে টাইপ করে যাও।

    আরো সাহায্য লাগলে বোলো।
  • Abhyu | ১২ মে ২০১১ ০৩:০৮ | 67.91.97.130
  • থাকল

  • achintyarup | ১২ মে ২০১১ ০১:৫৭ | 121.241.214.38
  • আর অভ্যু, থ্যাঙ্কু, গানের লিঙ্কের জন্যে।

    রইল বলে রাখলে কারে আছে নাকি?
  • achintyarup | ১২ মে ২০১১ ০১:০৯ | 121.241.214.38
  • আপ্নিরা সব ভাল আছেন? অনেকদিন দেখা-সাক্ষাৎ নাই
  • I | ১২ মে ২০১১ ০০:৫২ | 14.99.1.216
  • কেসি কিসুই খ্যাল করেন্না। কেসিরে আমি কনসিস্টেন্টলি আম্নি বলে ডাকি, সাঁই অর নো সাঁই।
  • kc | ১২ মে ২০১১ ০০:৪৯ | 89.203.49.18
  • ইন্দোর মনে সাঁইভাব জেগে উঠলেই কি "আপ্নি' মোডে শিফট করে যায় নাকি?
  • kc | ১২ মে ২০১১ ০০:৪৭ | 89.203.49.18
  • আমারে অরিজিৎ সোজ্জা কয়ে দিছে যে ১৩ তারিখের আগে কিচ্ছু ভাবতেই পারছেনা। ঃ-((
  • I | ১২ মে ২০১১ ০০:৪৫ | 14.99.1.216
  • আর কেসিরে এই আমি আল্টিমেটাম দিচ্ছি। চব্বিশ ঘন্টার মধ্যে যদি পারমাদান ইস্যুর কোনো ফয়সালা না হয়, তাইলে আপ্নের একদিন কি আমারি একদিন।
  • kc | ১২ মে ২০১১ ০০:৪১ | 89.203.49.18
  • কী করবা সেটা ভেবে ঠিক কর। পরে বললেও চলবে। ঃ-)
  • pi | ১২ মে ২০১১ ০০:৩৯ | 128.231.22.150
  • কেসিদা, কী জেনেই বা আর কী করব ?

    তদন্ত কেন হয়নি জেনেই বা কী করবো ? সেই জন্য ই সেই প্রশ্নের ও উত্তর দিচ্ছেন না ? ঃ)
  • kc | ১২ মে ২০১১ ০০:৩৭ | 89.203.49.18
  • পাই আবার জিগাচ্ছি, পার্টি পলিসি জেনে তুমি কী করবা?
  • pi | ১২ মে ২০১১ ০০:৩৬ | 128.231.22.150
  • ইন্দোদা, পড়ে দেখো। ব্যক্তিগত জীবন নিয়ে কোন প্রশ্ন করা হয়নি। পার্টি পলিসি নিয়ে করা হয়েছে।
  • pi | ১২ মে ২০১১ ০০:৩৪ | 128.231.22.150
  • উনি কী খান, কী পরেন, সৎ , অস্‌ৎ , তাই নিয়ে তো কিছু প্রশ্ন তুলিনি। এ নিয়ে কোন অশোভন ইঙ্গিত ও করিনি।
    আমার খালি প্রশ্ন ছিল, হোলটাইমারদের যাতায়াত, চিকিৎসা, যোগাযোগ এগুলোর দায়িত্ব ও পার্টি ন্যায় কিনা। এই প্রশ্নটা ওনার দেওয়া ইন্টারভিউ তে ওনার বলা কথা শুনে জেগেছে। এর সাথে ওনাকে কোনোরকম ব্যক্তি আক্রমণের কোন সম্পর্ক নেই।
  • I | ১২ মে ২০১১ ০০:৩৩ | 14.99.1.216
  • আরে কী মুশকিল, কেউ সোনাগাছি বললে তা নিয়ে আমাকেও আমড়াগাছি করতে হবে? ও বলেছে এই যুক্তিতে সেটা শোভন হয়ে যাবে?
  • Rajdeep | ১২ মে ২০১১ ০০:৩১ | 121.245.79.169
  • ক্ষে ক্ষেপেছে ? তুমি নয় তো ? আগে তো হেলিকপ্টারের হিসেব দাও ... তাহার পর না হয় ১৬০০ টাকার হিসেব হবে !

    আরে পার্টির লোকের দেখা বা শোনা কথা তোমায় বলে কি হবে ? চাট্টি লিংক জুগিয়ে বলবে ক্ষি হল? আলিমুদ্দিন মেসে গিয়ে দেখেই এস না বিমান কিভাবে চলে বা থাকে ...
  • pi | ১২ মে ২০১১ ০০:৩১ | 128.231.22.150
  • পাবলিক ইন্টারভিউয়ে মাসোহারার অঙ্ক বলা গেলে তার মধ্যে কী কী ইনক্লুডেড তাই নিয়ে প্রশ্ন তোলা অশোভন কেন ?
  • I | ১২ মে ২০১১ ০০:৩০ | 14.99.1.216
  • বিলো দ্য বেল্ট মনে হচ্ছে বলে। বড় বেশী ব্যক্তিগত প্রশ্ন বলে। এর সঙ্গে রাজনীতির কী সম্পর্ক?
    এই প্রশ্নগুলো বেশ সিপিএম সিপিএম শোনাচ্ছে।
  • kc | ১২ মে ২০১১ ০০:৩০ | 89.203.49.18
  • পাই, পার্টির পলিসি জেনে তুমি কী করবা সেটা আগে কও।
  • pi | ১২ মে ২০১১ ০০:২৮ | 128.231.22.150
  • ইন্দোদা, কেন ?
  • pi | ১২ মে ২০১১ ০০:২৭ | 128.231.22.150
  • কিন্তু কেসিদা, এটা কি ঠিক হইলো ? এত আশা ছিল, উত্তরগুলো আজ দেবেন । ঃ(
    অন্ততঃ ঐ ৭২-৭৭ এ সিপিএম এর উপর অত্যাচারের বিচারের তদন্ত কেন ৩৪ বছরে হল না, সেটা .....
  • I | ১২ মে ২০১১ ০০:২৬ | 14.99.1.216
  • পাইকে,
    এই প্রশ্নগুলো ভালো লাগছে না। শোভন লাগছে না।
  • Rajdeep | ১২ মে ২০১১ ০০:২৫ | 121.245.79.169
  • ক্ষেন ? ক্ষার ভয়ে !
  • pi | ১২ মে ২০১১ ০০:২৫ | 128.231.22.150
  • খেপে যাচ্ছো কেন রাজদীপ ? ঃ)
    এনিয়ে পার্টি পলিসি টা জানতে চাইছি তো। যোগাযোগ , যাতায়াত, চিকিৎসা এগুলো কি মাসোহারার মধ্যে ই ধরা হয় ? নাকি, ওগুলোর দায়িত্ব আলাদা করে পার্টি থেকে নেওয়া হয় ?
  • kc | ১২ মে ২০১১ ০০:২৩ | 89.203.49.18
  • রাজদীপ, শ্‌শ্‌শ্‌শ্‌শ....
  • Rajdeep | ১২ মে ২০১১ ০০:২২ | 121.245.79.169
  • পুরো যেন তারানন্দের সুমন - এদিকের কাঁটাছেড়ায় পাইপয়সার হিসেব ! আর ওদিকের হাওয়াই থেকে হেলিকপ্টারের হিসেব চাইলেই নানা আঙ্গিক আসবে যেমন নারীবিদ্বেষী থেকে ম্যাচিস্মো থেকে অবলা মহিলাকে ব্যক্তিগত আক্রমণ বা বাম এলিটিস্ট ইত্যাদি ইত্যাদি
  • Du | ১২ মে ২০১১ ০০:১৪ | 216.110.92.7
  • অবিবাহিত বলে - সেটা ঐ লিঙ্কেই আছে
  • pi | ১২ মে ২০১১ ০০:১০ | 128.231.22.150
  • বাংলায় টাইপ ( ইউনিকোড বা বাংলাপ্লেন) করতে কারুর সাহায্য পাওয়া যাবে ?
  • Rajdeep | ১২ মে ২০১১ ০০:১০ | 121.245.79.169
  • তবে বঙ্গমিডিয়ায় পুলুশের গুলি বোধহয় আর ইন থিং নয় ... এখন চলছে ব্যাংকরাপ্ট - এরা কি করে সব করবে - অবলা জীব এইসব আর কি !
  • Rajdeep | ১২ মে ২০১১ ০০:০৪ | 121.245.79.169
  • ওদিকে আবার ওর দলেরই সরকারের পুলুশ মহারাস্ট্রের জয়িটাপুরে গুলি চালিয়ে বেশ কিছু চাষিকে মেরেছে ! তবে ও মহা তে না গিয়ে ভালই করেছে .... দিকে দিকে সব যেভাবে কং কং করে সাধনা করছে তাতে গিয়েই বা কি করত ?
  • pi | ১১ মে ২০১১ ২৩:৫৯ | 128.231.22.150
  • এই দুই আড়াই চিকিৎসা , ফোন ধরে ?

    আর স্বপাক টা ও জরুরি পয়েন্ট।

    ৫০০০, আন্ডারস্ট্যান্ডেবল। উনি তাহলে অন্যদের থেকে কম পান ? কেন ?
  • Arpan | ১১ মে ২০১১ ২৩:৫২ | 112.133.206.18
  • ও, আচ্ছা, জানতাম না। (পাই ও ন্যাড়াদাকে)
  • Arpan | ১১ মে ২০১১ ২৩:৫১ | 122.252.231.10
  • মানে, উত্তরপ্রদেশে।
  • Arpan | ১১ মে ২০১১ ২৩:৫১ | 122.252.231.10
  • রাজপুত্তুর না তো, বসন্তের কোকিল। ;-)

    সে আর সিঙ্গুর-নন্দীগ্রামে মাছ ধরতে পারেনি, বহিনজির উঠোনে ছেড়ে দেবে? তার উপরে লোকসভা নির্বাচনে দল সিঙ্গল লার্জেস্ট পার্টি ছিল।
  • Arpan | ১১ মে ২০১১ ২৩:৪৮ | 112.133.206.18
  • যদি স্বপাক খান তাহলে দুই থেকে আড়াই। কোন নেশা নেই ধরে নিচ্ছি।
  • Rajdeep | ১১ মে ২০১১ ২৩:৪৮ | 121.245.79.169
  • অর্পণ - তোমাদের রাজপুত্তুর অ্যারেস্ট হয়েছে সে খবর রাখো?
  • nyara | ১১ মে ২০১১ ২৩:৪৫ | 203.83.248.37
  • ধর পৈতৃক বাড়ি আছে। বাস-ট্রাম-ট্যাক্সিতে চড়েন-টড়েন না। তারাপদ সাঁতরার মতন। কলকাতায় জীবনযাপন করতে মিনিমাম কত পয়সা লাগবে?
  • Fevi | ১১ মে ২০১১ ২৩:৪৪ | 217.162.218.160
  • এখন হোলটাইমার দের ওয়েজ বোধহয় ৫০০০ টাকা।
  • nyara | ১১ মে ২০১১ ২৩:৪৩ | 203.83.248.37
  • কোন একটা ইন্টারভিউতে নিজেই বলেছেন।

    বিমানবাবু প্লেসহোল্ডার। ধর কোন পিছটানহীন বাঙালী রুচিবান মধ্যবিত্ত ভদ্রলোক।
  • Arpan | ১১ মে ২০১১ ২৩:৪২ | 122.252.231.10
  • আর ফুটিয়ে দিলই বা বলছে কেন? চিয়ার আপ, কমরেড। ২৪ ঘন্টা এখনো কোমর বেঁধে লড়ে যাচ্ছে। ঃ)
  • pi | ১১ মে ২০১১ ২৩:৪১ | 128.231.22.150
  • আরে কেসিদা, বল্লাম তো হোলটাইমার সংক্রান্ত পার্টির পলিসি নিয়ে প্রশ্ন করছি। এর সাথে জনতার ফুটিয়ে দেওয়া না দেওয়ার কী সম্পর্ক ? :o
  • Arpan | ১১ মে ২০১১ ২৩:৩৮ | 112.133.206.18
  • বিমানবাবু কেন কারুরই জীবনচর্যা নিয়ে কাঁটাছেঁড়া করা উচিত না, যদি না প্রবলভাবে কেউ দ্বিচারী হন। কিন্তু এই ১৬০০ টাকার ব্যপারটা জানা গেল কী করে?

    মানে বলতে চাইছি অর্কুট-ফেসবুকে সিপিয়েম সমর্থকেরা এই ডেটা দিয়ে ঘ্যাম নিতে চাইলে লোকে কূটকচালি করবেই। যদি না হয়, তাহলে এই বিষয় নিয়ে অহেতুক কাঁটাছেঁড়া না হয় থাক।
  • nyara | ১১ মে ২০১১ ২৩:৩২ | 203.83.248.37
  • বিমানবাবুর প্রতি আমার এই ব্যাপারে কোন ক্রিটিসিজম নেই, আছে পার্টির পলিসির প্রতি প্রশ্ন। ব্যক্তিগতভাবে সিপিয়েমের ওপরতলার লোকেরা খুবই সৎ বলে আমার বিশ্বাস - হয়তো এক-দুজনকে বাদ দিয়ে। বিমান, বুদ্ধ, গৌতম, অসীম (সে সল্টলেকের বাড়ির দাম যাই দেখান না কেন) - এনারা কেউ জালি নন। সিপিয়েমের দুগ্গি মাল সব মাঝের তলায়।
  • r.h | ১১ মে ২০১১ ২৩:৩১ | 198.175.62.19
  • গুরুচণ্ডা৯'র নেওয়া বিমান বসুর ইন্টারভিউ আমিও পড়তে চাই। বিমান বসু এবং বিবিধ রঙের রাজনীতিকদের গুচ স্পেশাল।
    হোক হোক
  • kc | ১১ মে ২০১১ ২৩:২৯ | 89.203.49.18
  • পাই, অত প্রশ্নের কী আছে? মানুষের যতদিন পছন্দ হয়েছে লোকে ভোট দিয়েছে। যখন পোষায়নি, ফুটিয়ে দিয়েছে। এখন কেন ফুটিয়ে দিল সেসব নিয়ে কালেক্কিকে টানতে পার, পল সুইজিকে টানতে পার, ঋগ্বেদ অথবা গীতা থেকে ভাট কত্তে পার। কিন্তু দিনের শেষে কিন্তু এটাই সত্যি কথা যে মানুষের পছন্দ না হলে ফুটিয়েই দেবে।
  • pi | ১১ মে ২০১১ ২৩:২৭ | 128.231.22.150
  • আর আমি তো হোলটাইমার নিয়ে পার্টির পলিসি জানতে চাইছি। সিরিয়াসলি।
  • nyara | ১১ মে ২০১১ ২৩:২৭ | 203.83.248.37
  • সৎ-অসতের কথা আসছে কোত্থেকে! ১৬০০ টাকায় মাস কী করে চালান সম্ভব একজন মধ্যবিত্ত ভদ্রলোকের পক্ষে - সে তিনি যতই ব্যাচেলর হোন আর পার্টির দেওয়া অ্যাকোমোডেশনে থাকুন।

    জিনিসের দাম দেখ এখানে - http://fcainfoweb.nic.in/pms/Reportdaily1.aspx
  • pi | ১১ মে ২০১১ ২৩:২৬ | 128.231.22.150
  • *আরে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত