আকাদা, সে তো আছেই। সেগুলো তো জানা ই । কিন্তু এগুলো বাড়ছে। শাইনিং পপুলেশন বাড়ার সাথে সাথে। নট শো শাইনিং দের পপুলেশনের কাছেও এগুলোর পপুলারিটি বাড়ছে।
aka | ২২ জুন ২০১১ ০১:৩৫ | 168.26.215.13
পাই দেশে আর কটা কেএফসি আর কটাই বা ম্যাকডি, এমনকি জনসংখ্যার তুলনায় মনজিনিষও কম। আসল সমস্যা কিন্তু এগুলো নয়। ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন। শহুরে রোগ কিন্তু শাইনিং ইন্ডিয়ার রোগ। তার আড়ালে পড়ে থাকে এক ভারত যাদের রোগের কথা জানতেও কেউ পারে না।
byaang | ২২ জুন ২০১১ ০১:৩৩ | 122.167.226.225
হ্যাঁ আমিও কেফসির কেসটা না শুনে ঘুমোতে যেতে পারছি না।
দেশে চাইল্ড ওবেসিটি ও ডায়াবেটিস নাকি এপিডেমিক আকারে আসতে চলেছে। এবং তার অন্যতম মূল হোতা এই ম্যাক ও কে এফ সির খাদ্য। রিসার্চ ফান্ড তো এখন সব ওদিকেই ঘোরানোর চেষ্টা চলছে।
চীনে ও এই এক ই সমস্যা । পিবিএস এর একটা ইন্টারেস্টিং ডকু দেখালো।
rimi | ২২ জুন ২০১১ ০১:৩১ | 168.26.215.135
পাই কনফারেন্সে কি শুনেছো কেফসি নিয়ে? শিগিগিরি বলো।
টিজিআইএফের খাবার ভাল লাগে ? আর এই যে ব্যাংদি, কেফসিতেও খবদ্দার না। এই কনফারেন্সে এইসব দোকানের খাবার দাবার নিয়ে যা সব শুনে এলাম। বিশেষ করে কুচোকাচাদের খাওয়া নিয়ে।
byaang | ২২ জুন ২০১১ ০১:২৫ | 122.167.226.225
আর তারপর যদি আমার ছেলে নিজের চোখে অশ্রুবিন্দু নিয়ে বাড়ি ফেরে তখন উঁচু কলার তোলা তোকে কুমুর বিভূতিবাবুর বাথরুমের আংটার থেকে ঝুলিয়ে দেব।
pi | ২২ জুন ২০১১ ০১:২২ | 128.231.22.142
সে যাই ছবি পাঠিয়ে থাকোনা ক্যানো, আমার প্রস্তাবমত আরেক পিস কবিতাসহ ছবি পাঠিয়ে দিও খন। ব্যাংদি, ঐ অশ্রুবিন্দু সহ ছবি ও পাঠাতে ভুলো না। তাপ্পর দিদিমণি যখন কাল এই ছবিগুলোর জন্য ১১০% মার্ক্স দেবেন , তখন আমার কলার তোলা ইমো দেবার দিন আসবে। হুঁ ঃ !
byaang | ২২ জুন ২০১১ ০১:২২ | 122.167.226.225
একদম নীচের তলায় হাইপারসিটি আর একদম উপরের তলায় সিনেপোলিস মাল্টিপ্লেক্স।
byaang | ২২ জুন ২০১১ ০১:২০ | 122.167.226.225
ওটায় আবার এক খানা টিজিআইএফ আর একখানা ওয়ে অমৃতসর খুলেছে। কখনো ভেবেছিলি হুলিমাভুর মোড়ে বসে টিজিআইএফে খাবি?
pi | ২২ জুন ২০১১ ০১:১৯ | 128.231.22.142
আমি আর খিল্লি ? কভি নেহি।
sayan | ২২ জুন ২০১১ ০১:১৯ | 115.184.17.26
শোনো হে পাই, শোনো। (কলার তোলা ইমো) ঃ-)
byaang | ২২ জুন ২০১১ ০১:১৭ | 122.167.226.225
সান্দাকে নিয়ে খিল্লি না। সান্দা বহুত ভালো ছেলে। আমাকে অলরেডি ঐ ছবি মেল করে দিয়েছে।
pi | ২২ জুন ২০১১ ০১:১৭ | 128.231.22.142
ওহে টিম, ওসব এখন পাস্ট। এখন আর ইঁদুর মেরে আমাকে হাত গন্ধ করতে হয় না। বদলে অবশ্য মশা মারা কেরানীগিরি কত্তে হয় ঃ(
P | ২২ জুন ২০১১ ০১:১৭ | 109.78.254.209
উরেত্তারা , ব্যাং ডাহলিং , দিল খুশ করে দিলি তো। এতো আমি জান্তুম না একদম।
গেলবার আধাতৈরী ও বিল্ডিং দেখে আমার কেমন সন্দ হয়েছিল কিন্তু পরের ব্যাটাকে সে কথা বলেছি কি বলি নাই ,মুখ ভেটকিয়ে "উইশফুল থিংকিং" টাইপের কিসম কমেন্ট শুনেছিলুম। কিন্তু কালে কালে সেই গরীবের কথাই বাসি ইত্যাদি। দিলুম এক পীস ঝাঁঝালো ইমেল ঠুকে।
pi | ২২ জুন ২০১১ ০১:১৪ | 128.231.22.142
তালে তো হয়েই গেলো। ঐ পিনবিদ্ধ ব্যাং এর পাশে সান্দার লেখা একখান উষ্ণ প্রতিবাদী কবিতা সেঁটে দাও বরম।
byaang | ২২ জুন ২০১১ ০১:১১ | 122.167.226.225
ও পাল্লিন, ভুলেও ও বাড়ি বেচিস নি। খোদ বানেরঘাটা রোডের উপরে আর এক চুলও জমি খালি নাই। তাই না হিরানন্দানি আর ডিএলেফ অত ভিতরে বাড়ি বানাতে গেছে! তার উপরে মীনাক্ষী মন্দিরের উল্টোদিকে এক বিশাল মীনাক্ষী মল এসে গেছে, সে দেখলে তো তুই খাবি খাবি। সেখানে ঢোকার গাড়ির লাইন জঙ্গল ছাড়িয়ে জিগনি চলে যায় উইকেন্ডে।
sayan | ২২ জুন ২০১১ ০১:১১ | 115.184.17.26
কিন্তু ব্যাঙেরা উৎপীড়িত হলে তাদের প্রতিবাদের ভাষাটি বড়ো কাব্যিক, উষ্ণ।
P | ২২ জুন ২০১১ ০১:১০ | 109.78.254.209
সেসব সফিস্টিকেশান আমি "পাস আউট" (মাইরি !) পরে হয়েচে। আমার সময়ে শুধু থাকতো মহান্তিসারের গোটা গোটা বেগনে কালির নম্বর লেখা। যা আমার সোনার ছেলেবেলা কালি কালি করে দেছে সিঙ্গলহ্যান্ডেডি্ল।
pi | ২২ জুন ২০১১ ০১:০৯ | 128.231.22.142
সাবধানে খেতে হবে। ব্যাংদির হাড় মাস ভাজা ভাজা পা তো আবার পিন বিদ্ধ। ডেকরেশনের জন্য ভালো ই লাগছে দেখতে। কিন্তু খাওয়ার সময় সাবধানে ওগুলো ফেলে খেতে হবে।
ডিশটার নাম কী হবে ?
pinned fried frog legs ?
নাঃ, নামটা জুতের হল না।
sayan | ২২ জুন ২০১১ ০১:০৮ | 115.184.17.26
* দগ্ধে দগ্ধে
byaang | ২২ জুন ২০১১ ০১:০৭ | 122.167.226.225
আমাদের বাংলা ইস্কুলই ছিল, কিন্তু গার্জেন খেপাতে এরম কড়া করে ইংরেজিতে রিপোর্ট কার্ডে লিখে রাখত।
sayan | ২২ জুন ২০১১ ০১:০৬ | 115.184.17.26
আনন্দ পেতে! তুমি ভাগ্যবান, তোমাকে কখনও দেখতে হয়নি এক কন্যা ব্যাঙকে "পীথ' করতে গিয়ে দগে্ধ দগে্ধ মেরেছিল! ঃ-((
Tim | ২২ জুন ২০১১ ০১:০৬ | 173.163.204.9
কর্মফল
আমি তখন শান্ত হয়ে ব্যাঙ কেটেছিলুম বলে এখন রক্তটক্ত ঘাঁটতে হয়না।
pi | ২২ জুন ২০১১ ০১:০৫ | 128.231.22.142
ব্যাংদি, ছেলের সাথে পায়ের পাতা মিলিয়ে নাও ঃ)
aka | ২২ জুন ২০১১ ০১:০৫ | 168.26.215.13
পাল্লিনের কি ক, খ, গ, ঘ, ঙ ছিল?
P | ২২ জুন ২০১১ ০১:০৫ | 109.78.254.209
হায় আমাগো পাঠশালায় না ছিল রিপোর্ট কার্ড না ছিল এমন সব ইংরিজি শব্দবন্ধ। তোলোনা করার কোনো মাপদন্ডই রইল না হাতে। ঃ(
byaang | ২২ জুন ২০১১ ০১:০৫ | 122.167.226.225
সান্দা, রিপ্লাই দিয়েছি। তোর খাওয়া পাওনা রইলো।
Tim | ২২ জুন ২০১১ ০১:০৪ | 173.163.204.9
সবকিছুরই সংরক্ষণ সূত্র হয়। ঃ-)
pi | ২২ জুন ২০১১ ০১:০৪ | 128.231.22.142
আর আমাদের কেলাস এইটে একবার ব্যাং কাটা , না ব্যাং কাটা ও না, কাটা ব্যাং দেখিয়েছিল। কিন্তু তার খুল্লমখুল্লা হৃদয় তখন ও ধকধকাচ্ছিলো। সেই দেখেই বায়ো কেলাসে বায়ো নেবোনা পিতিজ্ঞে করেছিলুম। রেখেওছিলুম। হায়, তখন কি আর জানি, ক' বছর পরেই রোজ ধরে ধরে ইঁদুরের উপর কাঁচি চালাতে হবে আর তার ঐ ধকধকানো হৃদয় খুঁড়ে প্যারাসাইট ও অ্যান্টিবডিবাহী শোণিত সংগ্রহ করে বেড়াতে হবে !
aka | ২২ জুন ২০১১ ০১:০৪ | 168.26.215.13
ব্যাং ভাজা চীনেরাই সবথেকে ভালো করে।
P | ২২ জুন ২০১১ ০১:০৩ | 109.78.254.209
হুঁ , ব্যাং খেলে সেই ঠ্যাং ভাজা খাওয়াই বেটার। দিব্য খেতে। কেরালাতে খেছিলুম। ফ্রেন্চরা ( কিসুতেই ঠিক লিখতে পাল্লুম না) দেকেচি গাদাগুচ্ছের চীজ দিয়ে একটা ভ্যাদভ্যাদে ব্যাপার করে দেয় ঃ(
Tim | ২২ জুন ২০১১ ০১:০২ | 173.163.204.9
সত্যরক্ষার তাগিদে না জানিয়ে পারছিনা। ব্যাঙ কাটতেই সব থেকে বেশি আনন্দ পেতুম বায়োলজি ক্লাসে।
byaang | ২২ জুন ২০১১ ০১:০১ | 122.167.226.225
তবে আমার আজকাল ঘোরতর সন্দ জাগছে, ইনি নার্সিং হোমে বদল হয়ে যান নি তো! নয়তো আমার ছেলে কেমন করে এরম হয়! আজ স্কুল থেকে এসে বললো, আজ নাকি টিচার আসেন নি, অন্য দুই টিচার এসে ওদের নামতা লিখতে দিয়ে চলে গেছিলেন। সারাদিন আর কোনো টিচার আসেন নি। আমি শুধালুম - তাহলে তো আজ খুব মজা হল ক্লাসে। খুব গল্প করলি আর চেঁচামেচি করলি নিশ্চয়ই? ওমা, ছেলে বলল - আমার ক্লাসে কথা বলতে ভালো লাগে না, আমি হেড ডাউন করে শুয়েছিলাম। আমি বললাম - অ্যাঁ সারা দিন ঘুমিয়ে কাটালি? লজ্জা পেয়ে বললো - না, ইংরাজি টেক্সট বই টা বার করে গল্পগুলো ও পড়েছি কিছুক্ষণ। অথচ আমার কেজি ওয়ান থেকে ক্লাস টেন অব্দি বারোবছর রিপোর্ট কার্ডে লেখা থাকত - টকেটিভ, রেস্টলেস, ইন অ্যাটেন্টিভ।
Tim | ২২ জুন ২০১১ ০১:০০ | 173.163.204.9
ব্যাং কেনার সময় ডিম না থাকলেই ভালো। ভালো রেসিপি জানা নাই।
sayan | ২২ জুন ২০১১ ০১:০০ | 115.184.17.26
ব্যাঙদি মেইল চেকাও।
pi | ২২ জুন ২০১১ ০০:৫৮ | 128.231.22.142
ব্যাং দি তো পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখছি। তাইলে ফ্রায়েড ফ্রগের ডিশ টাই ইন্সেন্টিভ ধরা যেতে পারে।
P | ২২ জুন ২০১১ ০০:৫৭ | 109.78.254.209
আমি একবার একখান নাদুস ব্যাং পেয়ে খুশি হয়ে কাটতে গে ভাবলুম ঘ্যাঁচঘ্যঁচ করে কেটে সবকিচু বেশ ইজিলি লোকেট করে দেবো । কাটার পরে দেখলুম সে এক এক্ষপেক্টিং মাদার। তাপ্পর গোটা মোমট্রে ভরে গেল সেই কালোকালো গ্যাদগেদে ডিমে ........... বহুকাল তাপ্পর মাছের ডিমে আমার কেমন যেন অরুচি মতন হয়েছিল।
এখন আবার বেশ চেটেপুটে খাই।
nk | ২২ জুন ২০১১ ০০:৫৭ | 151.141.84.114
ভীষণ ব্যাপার!
Tim | ২২ জুন ২০১১ ০০:৫৬ | 173.163.204.9
লুরুভজনার জন্য কিচুমিচু ইন্সেনটিভ আছে? তাইলে কত্তে পারি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন