এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ২৪ জুন ২০১১ ১৭:৩৫ | 121.244.209.245
  • উট কি ছদে উঠতে পারে নাকি? সিঁড়ি ভাঙাটাই তো বিশাল চাপের ব্যাপার উহার জন্যে। তাছাড়া মরুভূমির জীব, বর্ষা পছন্দ হবে না মোটেও।
  • kumudini | ২৪ জুন ২০১১ ১৭:৩০ | 122.160.159.184
  • ডাঁড়াও,ছাদে উটে বেশ ভাব দিয়ে-
  • pi | ২৪ জুন ২০১১ ১৭:২৪ | 72.83.103.17
  • লাঞ্চে না ডিনারে ?
  • Netai | ২৪ জুন ২০১১ ১৭:২০ | 121.241.98.225
  • এক সিকি মেঘে কি হবে? চাই ফুল প্লেট বরষা।
  • sinfaut | ২৪ জুন ২০১১ ১৭:১৮ | 121.241.218.132
  • মাগো, কত কাজ!!
  • kumudini | ২৪ জুন ২০১১ ১৭:১৩ | 122.160.159.184
  • সিকি,কলকাতা থেকে মেঘ আনতে ভুলে গেলে?
  • Arpan | ২৪ জুন ২০১১ ১৭:০৩ | 202.91.136.3
  • চ্যালেঞ্জ দেখি। তবে মীরের প্রোগ্রামটা ওই সময় থাকলে সেটাই দেখা হয়।
  • Kaju | ২৪ জুন ২০১১ ১৭:০১ | 59.163.201.173
  • সাগর ছেলেটা মাঝখান থেকে খিল্লায়িত হয়ে গেল, কি দরকার ছিল 'স্বস্তিকাদি, আমি আপুনার পাখা' এসব বলার, ও নিজে জানে না ও কেমন পার্ট করে, উল্টে সাগরকেই ট্যারাব্যাঁকা কতা শুনিয়ে দিলে।
  • Ishan | ২৪ জুন ২০১১ ১৬:৫৯ | 122.248.183.1
  • সিপিএম জানিনা নাকি? টিভিতে কত্তো দেখলাম। সিনেমার নায়কদের চেয়ে বেশি চিনি। ঃ)
  • Ishan | ২৪ জুন ২০১১ ১৬:৫৮ | 122.248.183.1
  • মুখে বলল অ্যালার্জি হয়েছে।

    স্বস্তিকাকে দেখলাম। কিন্তু রাস্তায় দেখলে তো চিনতেই পারবনা। ঃ)
  • kc | ২৪ জুন ২০১১ ১৬:৫৮ | 89.203.49.18
  • অরিন্দম শীল কিন্তু সিপিএম।
  • Ishan | ২৪ জুন ২০১১ ১৬:৫৫ | 122.248.183.1
  • আরে জ্জিও তো। অনেকেই দেখেছে। স্বস্তিকাকে কিচুতেই আউট করলনা। ছ জনই ওকে আউট করতে ভোট দিল। জাজরা বলল ঠিক করেছেন, ও যাক। তার পরে প্রোডিউসার স্বয়ং মাঠে নেমে পড়লেন। টিভির ইতিহাসে এই প্রথম। বল্লেন স্বস্তিকা যাবেনা। সব দোষ আমাদের। আর অরিন্দম শীলকে চাট্টি খিস্তি কল্লেন।

    আমি তো দেখে হাঁ। এবার থেকে আমি অরিন্দম শীলের সাপোট্টার।
  • Kaju | ২৪ জুন ২০১১ ১৬:৫০ | 121.244.209.245
  • স্বস্তিকা শেষ অব্দি কি আউট হল? আর ওরম মুখ ঢেকে ঢেকেই বা কতা কইচিল কেন?
  • kc | ২৪ জুন ২০১১ ১৬:৪৮ | 89.203.49.18
  • অসহ্য।
  • Ishan | ২৪ জুন ২০১১ ১৬:৪৫ | 122.248.183.1
  • কালকে চ্যালেঞ্জ নিবিনা বলে একটা রিয়েলিটি শো দেখলাম। আর স্বস্তিকা মুখো কে দেখলাম। অন্য কি কেউ দেখেছে?
  • til | ২৪ জুন ২০১১ ১৬:০৯ | 124.169.20.209
  • ঘুষ দেবার ব্যাপারে এক ঘটনা মনে পড়ছে। ক্লার্ক বাবু ঘুষ চেয়েছিল আমার প্রাপ্য TA বিল পাস করতে, বিহারে! সে কি বাহানা।
    তিনি LIC অজেন্ট, করলাম, বলতে নেই তিনটে ins ফ্রী। যেই বিল পাস অমনি LIC ক্যানসেল।
  • Kaju | ২৪ জুন ২০১১ ১৬:০৭ | 59.163.201.173
  • কালকে হেব্বি সোসন ছিল, সারাদিন, তাই আর মুড়ো মাড়াই নি, আজ সকালে সব সল্টে দিয়ে এখন এট্টু ফিরি, তাই এসিচি। তাছাড়া অন্য আরেকটা ভয়ও আছে, ফাঁকা থাকলেও আসতে পারি কই? ঃ-)
  • Netai | ২৪ জুন ২০১১ ১৬:০৬ | 121.241.98.225
  • আলেকজান্ডারের বিস্কুট খাওয়া ওনার রুট ক্যানালের খাওয়ার আগেকার গল্প। এজন্যই কবি পরের দুলাইন লিখেছেন-

    বিস্কুট খেয়ে দাঁত গেলো ছিরকুটে।
    না মানলে দেখে নিন ইতিহাস ঘেঁটে।
  • siki | ২৪ জুন ২০১১ ১৬:০৪ | 123.242.248.130
  • কাজুর কি খুব সোসন চলছে? দেখা যায় না কেন?
  • Kaju | ২৪ জুন ২০১১ ১৬:০২ | 59.163.201.173
  • এদের টাইট দেবার জন্যে পোত্যেকের কাছে এট্টা করে স্নাফগান থাকা খুব দরকার ছিল, টেবিলের তলায় হাত বাড়ালেই নাকের নিচে তাগ করে একবার, ৩৩ ঘন্টা হাঁচুক। এই তো তিলুবাবু এখানেই আছেন।
  • siki | ২৪ জুন ২০১১ ১৬:০১ | 123.242.248.130
  • তা এমটিএনেল ছেড়ে এয়ারটেল নাও না ক্যানে? আজকের দিনে কেউ ঐসব এমটিএনেল ফেনেল ন্যায় নাকি?
  • de | ২৪ জুন ২০১১ ১৫:৫৩ | 59.163.30.2
  • ল্যান্ডলাইনের পোচ্চুর গপ্পো -- ফ্ল্যাট নিয়ে ল্যান্ডলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে শুনলাম -সব লাইন স্যাচুরেটেড, কেউ সারেন্ডার না করলে ঐ লাইনে আর নতুন কানেকশান হবে না। আমরাও সরলমতিতে তাই বিশ্বাস করে মাঝে মাঝেই গিয়ে খবর নিতাম আর একই গান শুনতাম! পরে বোঝা গেলো, টেবিলের তলা দিয়ে কিছু দক্ষিণালাভের আশ তেনাদের, যেটা তো আমি কক্ষনো দেবো না, আর তাই কানেকশানও পাবো না! সিম্পিল!

    সুতরাং ঐ বাইনারী লাস্ট ডিজিট -- ০ অর ১ --
  • til | ২৪ জুন ২০১১ ১৫:৩৭ | 124.169.20.209
  • ফোন তো বেজেই গেল। ইমেলে যদি ল্যান্ডলাইন নং দেন তো ভাল হয়।
    btw বধাই হো, নব নব ফ্ল্যাট, নায়েবের চাকরীর জন্যে বলে রাখলাম!
  • de | ২৪ জুন ২০১১ ১৫:০৩ | 59.163.30.6
  • তিলুবাবু, শেষ ডিজিটটা জিরো দিয়ে একবার করবেন, আমার ফোনটা মাঝে-মাঝে গড়বড় করে! সরি!
  • til | ২৪ জুন ২০১১ ১৪:৫৭ | 124.169.20.209
  • আজ আঅরও একবার ছেষ্টা করলাম বিদুষী দিদিকে ফোনাতে অ্যাট ৭।৩০ IST; কপালেই নেই আপনা বৈজ্ঞানিকের সঙ্গে কথা বলার। সেই কবে কোন কালে এক নোবেলওয়ালা Peter Doherty র সঙ্গে দ্রাক্ষারস পিয়েছিলাম!
  • Kaju | ২৪ জুন ২০১১ ১৪:৫৬ | 121.244.209.245
  • কে হেঁটে হেঁটে যাচ্ছে, তাই তাকে গাল দিতে হবে? ইকি !
  • siki | ২৪ জুন ২০১১ ১৪:৪২ | 123.242.248.130
  • যচ্ছেতাই ঃ-)))
  • de | ২৪ জুন ২০১১ ১৪:৪২ | 203.199.33.2
  • নাকি টইয়ের বকলমে?
  • de | ২৪ জুন ২০১১ ১৪:৪০ | 59.163.30.4
  • সিকি বেসিক্যালি কাকে গালি দিলো?
  • siki | ২৪ জুন ২০১১ ১৪:৩৭ | 123.242.248.130
  • ঃ)

    ওটা আসলে "বেসিক্যালি অসৎ ফালতু টেকো অলপ্পেয়ে।'
  • de | ২৪ জুন ২০১১ ১৪:৩৬ | 59.163.30.4
  • লামা লেখার পর পুরো ছবির মতো মনে পড়ে গেলো -- আমিও পড়েছিলাম গল্পোটা খালি নাম মনে নেই :((

    মেমারী তো বদ্দোমানে, সেখেনে আবার কি গন্ডগোল?
  • dd | ২৪ জুন ২০১১ ১৪:২২ | 124.247.203.12
  • আর আমি বেসিক্যালি গুগুল না করেই লিখেছি।
  • dd | ২৪ জুন ২০১১ ১৪:২১ | 124.247.203.12
  • BAFTA =Bald athelets for transgenic air ,

    হেয়ারের H টা ইনভিজিবল
  • Lama | ২৪ জুন ২০১১ ১৪:১৯ | 203.132.214.11
  • সেরেং, মানে গান
  • Lama | ২৪ জুন ২০১১ ১৪:১৮ | 203.132.214.11
  • ন্যাড়াদা, সেই আনন্দমেলাটা আর আমার কাছে নেই, কিন্তু দুএকটা লাইন আবছা মনে পড়ছে - "ওই দেখ, কাওয়াসাকি বম্বার যাচ্ছে'..."মাফলার জড়ানো বাজ পড়ার শব্দ...'...

    যার উত্তম পুরুষে ঘটনাটা বলা হয়েছে, সে সাইরেন বাজার পর বোমারু প্লেন দেখবে বলে সেই কয়লার ঘর কাম বাংকার থেকে বেরিয়ে এসে ছদে উঠে পড়ে। পাশের বাড়ির ছাদে প্রতিবেশী জড়বুদ্ধি ছেলের সঙ্গে দেখা হয়

    -এটই তো?
  • Bratin | ২৪ জুন ২০১১ ১৪:১৮ | 117.194.101.49
  • কিন্তু নেতাই, ইতিহাস বলছে আলেকজান্ডারের তিনটে দাঁতে নাকি র‌্যুট ক্যানাল করা ছেল। ওমন দাঁত নিয়ে কী করে কুড়মুড়িয়ে ব্রিটানিয়া বিস্কুট খাবে, অ্যাঁ??
  • siki | ২৪ জুন ২০১১ ১৪:১৩ | 123.242.248.130
  • গুগুল না করে কে বলতে পারবে BAFTA মানে কী?
  • Bratin | ২৪ জুন ২০১১ ১৩:৫২ | 117.194.101.49
  • ওফ!! লোকজন তেড়ে ভাটিয়েছে। এতক্ষন ধরে গাঁথিয়ে তবে আপডেটিত হলুম।
  • dd | ২৪ জুন ২০১১ ১৩:৫২ | 124.247.203.12
  • আলেকজান্ডার মেরেছে গন্ডার,নিজেও ষন্ডা গুন্ডা
    লন্ডভন্ড বংগো পুন্ড্র, ছিন্ন শতেক মুন্ড
    হে মহাদেব, সেভ আওয়ার সোল, ঢেলে দ্যাও তব কালকুট
    ব্রেকফাস্টের পাতে তারে ধরে স্রেফ করে দেও বিসকুট
  • jayanta | ২৪ জুন ২০১১ ১৩:৪২ | 122.248.183.1
  • হি থেরে
  • Netai | ২৪ জুন ২০১১ ১৩:৩৯ | 121.241.98.225
  • কিন্তু বিস্কুট ও আলেকজান্ডার পদ্যের কি হল?
    অনেক ভেবে ভেবে আমি দু ছত্র লিখলাম। কেমন হল দেখুন তো-
    আলেকজান্ডার ছিলেন ম্যাসিডনের রাজা
    ব্রিটানিয়া চিবুতেন মুচমুচে তাজা।
  • dd | ২৪ জুন ২০১১ ১৩:২৬ | 124.247.203.12
  • বহু যুগ আগে কিশোর কুমারের একটা ইন্টারভ্যু পড়েছিলাম তাতে কয়েছিলেন অনেক পুরষ্কার টুরষ্কার(স্পেশালী রিজিওন্যাল লেভেলে) নাকি সরাসরি কিনতে পাওয়া যায়। লবিইং টবিইং নয়, স্রেফ ফ্যালো কড়ি নাও সাট্টিফিকেট। এম্নি ব্যাপার।

    লিং নেই, তা ছাড়া আমার স্মৃতি শক্তি যদিও খুব জোরদার তাও মেমারীতে গন্ডোগোল আছে রীতিমতন।

    হয়তো অন্য কেউ বলেছিলেন অন্য কিছু ব্যাপার নিয়ে, সেরম ও হতে পারে।
  • saikat | ২৪ জুন ২০১১ ১৩:২২ | 202.54.74.119
  • সেরেঁ।
  • de | ২৪ জুন ২০১১ ১৩:২১ | 203.197.30.2
  • সেরে ইয়ঁ বলা যায় না? :))
    মানেটাই বা কি?
  • Ishan | ২৪ জুন ২০১১ ১৩:২০ | 122.248.183.1
  • কিন্তু একটা জিনিস জেনুইন জানিনা।

    মহুলবনীর সেরেঞ এর প্রকৃত উচ্চারণ কি। বহু গুণীজন সেরেইঁ, সেরেং, সেরেঙি ইত্যাদি উচ্চারণ শুনিয়েছেন। সবকটাই নাকি অথেন্টিক।

    আমার জ্ঞান তৃষ্ণা মেটাতে কেউ সক্ষম হলে বাধিত হব।
  • de | ২৪ জুন ২০১১ ১৩:১৭ | 59.163.30.4
  • এই পুরুস্কাট্টি বিএফজে-এর বকলমে অন্য কেউ দেয় না তো?
  • Ishan | ২৪ জুন ২০১১ ১৩:১১ | 122.248.183.1
  • Bengal Film Journalists' Association Awards

    গুগলিয়ে বললাম। কিন্তু এইটা আমি আগেই জানতাম। মাক্কালী। ঃ)
  • saikat | ২৪ জুন ২০১১ ১৩:১০ | 202.54.74.119
  • এরা কিছু জানে না নাকি?
    (নাকি ব্যভার করলাম কিন্তু)

    ওটা bengal film journalist assocition-থেকে দেওয়া পুরস্কার।

    বছর বছর একটা ঘ্যামচ্যাক অনুষ্ঠান হয় তো।
  • M | ২৪ জুন ২০১১ ১৩:০৬ | 59.93.212.169
  • ঃ)
  • Ishan | ২৪ জুন ২০১১ ১৩:০৫ | 122.248.183.1
  • উফ বড়ম গুগল টাও আমার হয়ে করে দেবেনা। ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত