এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ৩০ জুন ২০১১ ০০:৩৮ | 14.96.162.222
  • ইএন্টির লোকেরা মনে হয় ক্ষুদ্র লইয়াই থাকেন। নাকের পোঁটা কি কানের খোল ধরে টানাটানি করেন। কেন , তারা কী অকাট্য?
  • pi | ৩০ জুন ২০১১ ০০:৩৬ | 72.83.81.130
  • আমারো সেরকম ই মনে হচ্ছিল। তবে শিওর হওয়া যাচ্ছে না।

    এদিকে ক্লারিফাই কে আমি দু'বার পড়লাম, কাব্লিফাই।
  • Paramita | ৩০ জুন ২০১১ ০০:১৩ | 202.3.120.9
  • কাবলিদা মনে হয় আমি নাতি বা নাতনীর ঠাকুদ্দা হতে যাচ্ছি লিখতে গিয়ে ঠকুদ্দা বা ঠাকুমা হতে যাচ্ছি লিখে ফেলেছেন। এখন এসে ক্লারিফাই না করা পজ্জন্ত কেউ জানতে পারবো না কবি কি বলতে চেয়েছিলেন।
  • Paramita | ৩০ জুন ২০১১ ০০:১৩ | 202.3.120.9
  • কাবলিদা মনে হয় আমি নাতি বা নাতনীর ঠাকুদ্দা হতে যাচ্ছি লিখতে গিয়ে ঠকুদ্দা বা ঠাকুমা হতে যাচ্ছি লিখে ফেলেছেন। এখন এসে ক্লারিফাই না করা পজ্জন্ত কেউ জানতে পারবো না কবি কি বলতে চেয়েছিলেন।
  • kc | ২৯ জুন ২০১১ ২৩:১৮ | 89.203.49.18
  • কান আমিও নাড়াতাম।
  • Bratin | ২৯ জুন ২০১১ ২৩:১৫ | 117.194.101.239
  • আমিও পারি কান নাড়াতে। তবে নিজের নয়....
  • nyara | ২৯ জুন ২০১১ ২২:৫৯ | 122.167.172.147
  • আশংকা যে হয়নি তা নয়, কিন্তু ভাবিনি সিনফট এত zঘন্য জোক মারবে। দুটো হুশ দিলাম।
  • sinfaut | ২৯ জুন ২০১১ ২২:৫৪ | 117.194.224.24
  • তাহলে আবার পরে দেখতে হয় ...
  • nyara | ২৯ জুন ২০১১ ২২:৪৭ | 122.167.172.147
  • কেন, কঠিন কিসের?
  • sinfaut | ২৯ জুন ২০১১ ২২:৩৯ | 117.194.224.24
  • চাড্ডি ফিডব্যাক দেওয়া বেশ কঠিন।
  • nk | ২৯ জুন ২০১১ ২২:২০ | 151.141.84.114
  • আমার একখান কোশ্নো ছিলো। ডাক্তারির আমি কিছুই জানি না। তাই সরলমনে নিতান্ত জানার জন্য প্রশ্ন ছিলো ই এন টি তো কান-নাক-গলা, এর কি সার্জেন হয়? মানে হলে তাঁরা কি করেন? এতো হার্ট লাংস বা কিডনির মতন বড়োসড়ো ইজি জিনিস না, যে ঝটঝট কেটে দেবে! ই এন টি সার্জেন কী করেন?
  • nk | ২৯ জুন ২০১১ ২২:১৪ | 151.141.84.114
  • আরে কী কান্ড!
  • Tim | ২৯ জুন ২০১১ ২২:০৭ | 128.173.185.64
  • কাব্লিদা কি ঠাকুমা হতে পারবে? জানতে হলে সঙ্গে থাকুন! এখন বিজ্ঞাপণের বিরতি।
  • nyara | ২৯ জুন ২০১১ ২১:৪৬ | 203.83.248.37
  • বাজারে কেউ Asus Transformer ব্যবহার করছেন? চাড্ডি ফীডব্যাক চাইতাম।
  • Nina | ২৯ জুন ২০১১ ২১:৩৫ | 12.149.39.84
  • টই খাচ্ছে কিন্তু গিলছেনা
  • aka | ২৯ জুন ২০১১ ২১:৩৪ | 168.26.215.13
  • ওদিকে বুলবুলভাজা পড়া যায় না।
  • pi | ২৯ জুন ২০১১ ২১:৩৩ | 72.83.81.130
  • আমি তো একটা মাত্তর টই দেখতে পাচ্ছি ! বাকিগুলো কি সত্যি ই ভূত ? আমাকে দেখা দিলো না ?
  • r2h | ২৯ জুন ২০১১ ২১:৩১ | 198.175.62.19
  • টইভুত
  • aka | ২৯ জুন ২০১১ ২১:২২ | 168.26.215.13
  • ওরে বাব্বা কতগুলো কবিতার টই। লিস্টি দেখেই মাথা ঝিমঝিম করে। এর থেকে অভ্যুর অংকও ভালো।
  • Kaju | ২৯ জুন ২০১১ ২১:১৮ | 59.93.213.200
  • ব্রেকিং নিউজ হত -

    "বাগবাজারে গঙ্গার ধারে আচমকা শার্লক হোমসের আগমন"
  • Kaju | ২৯ জুন ২০১১ ২১:১৬ | 59.93.213.200
  • গঙ্গার ধারে ম্যাকিন্টশ পরিহিত পাইপাধর কেডিদাকে দেখে লোকজন নিশ্চয়ই বেজায় ভয়টয় পেয়েছিল। স্টারানন্দের লোক ছিল না ধারেকাছে? তাইলে ঘন্টায় ঘন্টায় আমরাও সে রূপ দেখিতে পাইতাম। ঃ-)

    ওদিকে প-প-ক-২ টইতে কে যেন হোসেন সায়েব ক্ষী দুর্বোধ্য এট্টা দী-ঈ-ঈ-র্ঘ কবতে লিখে দিয়ে গেছেন সাংকেতিক ভাষায়, মাথা ঝিমঝিম কচ্চে দেখে, পালানোর পথ পাইনে। তোমরা দেখো তো কে কী বোঝো ! বাপরে বাপ !
  • pi | ২৯ জুন ২০১১ ২১:১১ | 72.83.81.130
  • ঠাকুমা ?
  • kd | ২৯ জুন ২০১১ ২১:১০ | 59.93.214.227
  • এলেম নতুন দেশে!
    মানে বুদ্ধবাবুর দেশ থেকে গিয়েছিলুম, ফিরলুম দিদির দেশে - অ্যাকদিন ম্যাকিন্টশ চাপিয়ে ছাতা হাতে মুখে পাইপ নিয়ে থেম্‌স, থুড়ি, গঙ্গার ধারে ঘুরেও এলুম - পরিবর্তনের খোঁজে।

    এতক্ষণ লাগলো ভাটিয়ালি ক্যাচাপ করতে ১৫৬০০ পাতা থেকে। সৌভাগ্যক্রমে কোনো টই পড়ার দর্কার হয়নি - তাহ'লে আরও অনেক সময় লাগতো। মানে টই এখন এত উচ্চস্তরের হয়ে গ্যাছে, আমার মতো চুনোপুঁটি (আইকিউ ৫৯) দাঁত ফোটাতে গেলেই হয়েছে আরকি! মানে এককালের সেই ভীতিকর 'ধাঁধা' টইটা এখন সবচে' সোজা মনে হয় (যদিও এখনও কোনোটাই পারিনা, এমনকি বেশির ভাগ সময়ই উত্তরও বুঝতে পারিনা)।

    একটা দুষ্টুবুদ্ধি মাথায় এসেছিলো কিন্তু মাস ক্যালানির ভয়ে এগোলুম না। ঃ)

    ও হ্যাঁ, একটা পার্সোনাল খবর। কয়েক মাস বাদে আমি ঠাকুর্দা বা ঠাকুমা হ'তে চলেছি।
  • siki | ২৯ জুন ২০১১ ২০:৩৬ | 122.162.75.163
  • এসো কল্লোলদা, কান মেলাই ...
  • siki | ২৯ জুন ২০১১ ২০:৩৫ | 122.162.75.163
  • বিনা নেমন্তন্নে সে-সব কথা বলতে নেই।
  • Kaju | ২৯ জুন ২০১১ ২০:১১ | 59.93.196.181
  • বোলো বোলো তুমহারা ব্যাঁকা নাক কা রাজ ক্যা হৈ?
  • kallol | ২৯ জুন ২০১১ ১৯:৫১ | 115.241.32.218
  • আম্মো পারি। কান নাড়াতে পারি।
  • siki | ২৯ জুন ২০১১ ১৯:৪৩ | 80.239.242.58
  • কিংবা আমি সত্যি সত্যি কান নাড়াতে পারি।
  • siki | ২৯ জুন ২০১১ ১৯:৪১ | 80.239.242.58
  • তাও তো আমি বলিই নি আমার নাকটা কেন স্লাইটলি ব্যাঁকা
  • de | ২৯ জুন ২০১১ ১৮:০৫ | 59.163.30.2
  • কাজু :)))
  • Bratin | ২৯ জুন ২০১১ ১৭:৪০ | 122.248.183.1
  • কিছু প্রতিভাবান লোকজন তো!! ঃ-))
  • Kaju | ২৯ জুন ২০১১ ১৭:৩১ | 121.244.209.245
  • সে তো আমিও পাঁচ বচ্ছর বয়েসে সেই পিক পিঁক জুতোর কুচি বোতাম নাকে পুরে দিয়েছিলাম। সারারাত বাঁশি বাজত নাকের গহীন গহ্বর থেকে আগামী কোন অস্পষ্ট ভবিষ্যতের দূরাগত প্রতিধ্বনি শুনিয়ে, শেষে ডাগদার সাঁড়াশি দিয়ে অনেক টানাহ্যাঁচড়া করে তারে বার করে। সেসব নিয়ে বরং পরে দে-দি যদি 'নাসিকাবিভ্রাট' নামে টই খোলে তো সবিস্তারে লিখব'খন। অবশ্য আমার কথা আর কেই-বা মন দিয়ে শুনবে?
  • de | ২৯ জুন ২০১১ ১৭:২৩ | 59.163.30.2
  • ভ্যা-ক্লি শুধু খাটেত্তলা পরিষ্কার কত্তে লাগে!

    আমি ছোটবেলা একবার নাকে তেঁতুলবিচি ঢুকিয়ে দিয়েছিলাম -- তারপর হসপিটালে গিয়ে অনেক কান্ড করে তাকে বের কত্তে হয়েছিলো --
  • pi | ২৯ জুন ২০১১ ১৭:১৬ | 72.83.81.130
  • ঐ লেখার মতামত দিন এ ক্লিক করলে এই লিংক টা আসছে না ?
  • byaang | ২৯ জুন ২০১১ ১৭:১২ | 122.167.113.42
  • হ্যাঁ, সেটাও পড়লাম, কিন্তু কাবেরী গায়েনের লেখাটাই বেশি মন ছুঁয়ে গেল।
  • pi | ২৯ জুন ২০১১ ১৭:১১ | 72.83.81.130
  • এ নিয়ে আরেকটা লেখাও আছে।
  • byaang | ২৯ জুন ২০১১ ১৭:০৭ | 122.167.113.42
  • কে এখন টই খুঁজবে! এমনিতেও আমি এক্ষুনি পালাব। খুব ঘুম্পাচ্ছে, বাড়ি গিয়ে ঘুমোব।
    তবে যাওয়ার আগে বলে যাই, (সোমবারের বুলবুলভাজার টইটা খুঁজে পাচ্ছি না, তাই এখানেই বলে যাই) কাবেরী গায়েনের লেখাটা পড়ে শিউরে উঠলাম, অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম।
  • pi | ২৯ জুন ২০১১ ১৭:০৩ | 72.83.81.130
  • নতুন সিনেনার টই তে লিখে দাও না ক্যান ?
  • pi | ২৯ জুন ২০১১ ১৭:০৩ | 72.83.81.130
  • দেখেহে্‌ছা, ঠিক জানতুম, এই যুক্তি আসবে ! ঃ)

    তাই, যিক্তির এক্সট্রাপোলেশন বলে ঐটি বলেছিলুম তো। নিজে ধরতে পেরেছি বলি নাই, বলি নাই ! অতএব আমাকে অসইব্য বল্লে হবে নাই , হবে নাই ! ঃ)
  • byaang | ২৯ জুন ২০১১ ১৭:০১ | 122.167.113.42
  • আমি এই উইকে দুটো সিন্মা দেখে এলুম - ভেজা ফ্রাই ২ আর কারস ২।
  • byaang | ২৯ জুন ২০১১ ১৬:৫৯ | 122.167.113.42
  • পাই যখন যুক্তিটাই একস্ট্রাপোলেট করতে পেরেছে, তার মানে পাইও অসইব্য।
  • Netai | ২৯ জুন ২০১১ ১৬:৫৬ | 121.241.98.225
  • আর কারা কারা অসইব্য? মানে ঠিকঠাক আন্দাজ করতে পেরেছে?
  • siki | ২৯ জুন ২০১১ ১৬:৫৪ | 123.242.242.16
  • আম্মো দাঁত ক্যালাই, অতএব ঃ-D
  • byaang | ২৯ জুন ২০১১ ১৬:৫০ | 122.167.113.42
  • পাই, ঃ-D
  • pi | ২৯ জুন ২০১১ ১৬:৫০ | 72.83.81.130
  • যুক্তির এক্সট্রাপোলেশনঃ সিকিও যদি ঠিকঠাক উত্তর আন্দাজ করে থাকে তো বলতেই হয়, সিকিও খুব অসইব্য ! ;-)
  • til | ২৯ জুন ২০১১ ১৬:৪৭ | 124.169.21.247
  • সব ঠিকানায় চিঠি যায়, ব্রতীনের বেলুড় অবধি। কেবল L&T সাউথ সিটি আউট অফ বাউন্ডস!
  • til | ২৯ জুন ২০১১ ১৬:৪৫ | 124.169.21.247
  • আচ্ছা সেই পা ভাঙ্গার টই টা কোথায় গেল? তিনি কি সুষ্‌থ হয়েছেন, আই মীন ব্যাক টু নর্ম্যাল?
    ভাঙ্গা নিয়ে অত হই হই, অথচ জোড়ার কোন খবর ই নেই।
  • byaang | ২৯ জুন ২০১১ ১৬:৪৪ | 122.167.113.42
  • সিকি, ঃ-D
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত