এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০৩ জুলাই ২০১১ ১৯:৩০ | 122.167.168.7
  • বাগমানেতে কে আসছে? সান্ত্বনুদা নাকি? সেথায় তো আমার কর্মক্ষেত্র।
  • Bratin | ০৩ জুলাই ২০১১ ১৮:৩১ | 117.194.97.37
  • ইয়ে, তাড়াহুড়ো তে একটা ঈশ বেশী হয়ে গেছে। আসল নাম 'ত্রিদিব'। আমদের স্কুলের ই ছাত্র।তবে A সেকশান বলে ব্যাটেবলে হয়নি কখনো!!
  • hno | ০৩ জুলাই ২০১১ ১৭:৩০ | 59.164.98.117
  • বাগমানে টেক পার্ক হেঁটে মিনিট দশেক +/- আরও পাঁচ মিনিট মত লাগা উচিৎ।
  • santanu | ০৩ জুলাই ২০১১ ১৭:২৪ | 95.141.130.90
  • thank U hno
    এই G M Paliya থেকে অফিস যেতে কতো সময় লাগবে বা কতো দুর?
  • i | ০৩ জুলাই ২০১১ ১৬:৫৯ | 124.168.140.149
  • দেরি হয়ে গেল।
    পাইদিদি আর মশামেসোকে বিলম্বিত শুভেচ্ছা। খুব ভালো থাকো।
  • hno | ০৩ জুলাই ২০১১ ১৬:২০ | 59.164.98.117
  • মাসে 7k বা তার বেশী খচ্চা করলে বেশ ভালো ঘর পাবেন। G M Palya তে থাকতে পারেন, পরিচ্ছন্ন এলাকা।
  • santanu | ০৩ জুলাই ২০১১ ১৫:৫৩ | 91.226.168.2
  • এই ও অর্পন, বলো দেখি, এর ধারে কাছে কোথায় থাকা যায় আর 1 BHK র ভাড়া কতো?
    Bagmane Techpark, C V Raman Nagar,Byrasandra
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৫:১৯ | 122.252.231.10
  • চার্চ স্ট্রিট? ফাগোল? তার থেকে হাতের কাছে ফোরাম ভ্যালু মলই ভালো। সারাদিন বাচ্চাদের কিছু না কিছু অ্যাক্টিভিটি লেগেই থাকে।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৫:১৫ | 115.242.168.104
  • ওটাকে বগলদাবা করে চার্চ স্ট্রীট যাও একবার, একটা নতুন দোকান খুলেছে, "ব্রাউন ট্রী'। এই যে --> http://www.browntree.in/product-chocolates.html, মন ভালো হয়ে যাবে, ছোটো বড়ো নির্বিশেষে সব্বার ঃ-)
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৫:০৮ | 115.242.168.104
  • আরও একটি নতুন জ্বালাতন -

    ফাফে ফ্ল্যাশ টেন প্লাগ-ইন লাগানো। ফ্ল্যাশ-ব্লক স্ক্রীপ্ট এনেবল করা। এবার কোনও ফ্ল্যাশ ভিডিও যেমন ইউটিউব খুললে সাধারন বাফারিং শুরু হল। কিন্তু যদি ওই পেজ এক্সিট করে যাই অথবা প্লেয়ার অফ করে দিই, তাও ব্যাকগ্রাউন্ডে স্ট্রীমিং চলতেই থাকছে। এটা দেখলাম বিটডিফেন্ডার দিয়ে। পুরো কন্টেন্ট স্ট্রীম না-হওয়া পর্যন্ত এটা চলছে। ফাফের সব ইনস্ট্যান্স বন্ধ করে দেখেছি তাও ডাউনলোড চলছে। এটা কি একটার বেশী কানেকশন পোর্ট খুলছে? মানে ব্রাউজার কিল করলেও অন্যটা চলবে। এ তো মহা বাগ। আর কারুর হচ্ছে এমন?
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৫:০৩ | 112.133.206.18
  • জ্বর সেরেছে। তবে রোজ সকালে নতুন করে ভাঙ্গা গলা আর দিনভার ফ্যাঁচ ফ্যাঁচ।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:৫৯ | 115.242.168.104
  • ** ফাফ পাঁচ
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:৫৯ | 115.242.168.104
  • আচ্ছা আমি পাঁচ চালাচ্ছি, বাংলাপ্লেন, ইউনিকোড, আবাপ, বাংলা লেখার নতুন কল - সবই ঠিকঠাক চলছে কিন্তু টই'তে "সর্বশেষ আপডেট হওয়া বিষয়গুলি', অথবা নৃত্যরত বালক-বালিকাদের পাশের "গুরুচন্ডা৯' দুটি হিব্রু হয়ে গেছে কেন??
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:৪৯ | 115.242.168.104
  • হুম্‌। আচ্ছা। ছোটোটার জ্বর সেরেছে?
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:৪৮ | 112.133.206.18
  • বোঝো! আমি কি প্রপার্টি মাফিয়া না দালাল? ঃ(
  • til | ০৩ জুলাই ২০১১ ১৪:৪৭ | 124.169.30.142
  • অর্পণ দেকছি সম্পত্তি বাড়ী জমিতে এক্ষপার্ট। তা ভাই রাচীতে কোন ঠেক আছে? জেনুইন ইন্টারেষ্ট। গেমস ভিলেজ তো খসে গলে পড়ছে, ওখানে খোঁজ নিয়েছিলাম।
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:৪৭ | 112.133.206.18
  • শান্তিনিকেতনের দিকে জ্যাম হবার কোন সিনই নেই। তুই তো অফিস টাইমে উল্টোদিকে যাবি।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:৪৭ | 115.242.168.104
  • গ্রেট! এসেপি ল্যাবের সামনে এখন প্রতিদিন সন্ধ্যেয় এক কিমি লম্বা জ্যাম ঠেলে বেরোতে পাক্কা পঁয়তাল্লিশ মিনিট লাগে। ওটা যদি কাটানো যায়।
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:৪৬ | 112.133.206.18
  • ক্ষী বলিস! পুরো ভুল ইনফো পেয়েছিস। ভুলেও কুন্দনাহাল্লি গেটের জ্যামে ফাঁসিস না।

    ফোং করিস। ডিটেলসে কথা হবে।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:৪২ | 115.242.168.104
  • শান্তিনিকেতনে খোঁজ করেছিলাম, ওইরকমই। কিন্তু ওদিকটায় মাত্রাছাড়া জ্যাম। কিন্তু মারাথাল্লি ব্রীজের দিকটা এখন একটু ভদ্রগোছের। তাই পূর্বা রিভিয়েরা বা ফাঃস্কোঃ হলে মন্দ হত না, কিন্তু বাইশ বিয়ন্ড আমার বাজেট। বিইএমল বা এইসিএস হলে আপিসের খুব কাছে হয়। সোম্বার সরেজমিনে দেখি আগে।
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:৪০ | 122.252.231.10
  • * আছে
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:৩৯ | 122.252.231.10
  • আছ তো। বোরওয়েল রোড। অ্যাক্ষেনচুরের পাশ দিয়ে। আমরা ঐ রাস্তা দিয়ে রাজধানীতে মাঝে মাঝে লাঞ্চে যাই।
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:৩৮ | 122.252.231.10
  • চুনো পুঁটি ডেভেলপররাও এখন প্রি লঞ্চ অফার সাড়ে তিনের কমে দিচ্ছে না এখন হোয়াইটফিল্ডের কোথাও। খুব ইন্টিরিয়ার হলে ছাব্বিশশো। তবে সে বাড়ি আর লোকেশন দেখলে ভক্তি হবে না।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:৩৮ | 115.242.168.104
  • অর্পন্দা একটা ইনফো দাও, তোমাদের দোকান থেকে বেরিয়ে ইপিআইপি মানে জিঞ্জারের দিকে না এসে উল্টোদিক দিয়ে বেরোনো যায়? ওখান থেকে ভার্তুর রোডের কোনও কানেক্টিভিটি আছে কি?
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:৩৬ | 122.252.231.10
  • বিএমএল লেআউট ওকে। তবে এইসিএস লেআউট বেটার।
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:৩৫ | 122.252.231.10
  • আমরা আর এইইসিএসে থাকি না এখন। তবে ওয়ান অব দ্য বেস্ট রেসিডেন্সিয়াল এরিয়া এই তল্লাটে।

    প্রেস্টিজ শান্তিনিকেতন টু বিহেইচকে বাইশ যাচ্ছে।
  • til | ০৩ জুলাই ২০১১ ১৪:৩৪ | 124.169.30.142
  • ভার্চ্যুহাল হাঁড়ি? বিঃবা নতুন নতুন থাকলে কত কত হাঁড়ি মেলে, পুরোনো হলে ফক্কা? ও ব্রতীন একটা আধটা হাঁড়ি আমাদের দিকে, প্লীজ!
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:৩৪ | 115.242.168.104
  • বিইএমল লে'আউট, মানে বলল হাইপার সিটির পিছনে না কোথায়, যদি জায়গাটা যেখানে ভাবছি সেটাই হয় তাহলে বেটার হবে। ওখান থেকে আপিস দু কিমি। দৈনিক একশ কিমি আসা-যাওয়ার থেকে রেহাই পাবো।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:৩০ | 115.242.168.104
  • সামথিং রেড্ডি একটা ব্রোকার ফোং করেছিল, মানে সুলেখা'য় তার অ্যাড দেখে রেসপন্ড করেছিলাম, ওয়ান বিহেইচকে, পূর্বা ফাউন্টেনস্কোয়্যার, বাইশহাজার প্লাস মেইন্টেন্যান্স।
    আরেকটা টু-বিহেইচকে তোমাদের পাড়ায় মানে এইসিএস লে'আউটে, ষোলো।

    সোম্বার আপিস করে যাবো, কয়েকটা দেখাবে বলেছে।
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:২৬ | 112.133.206.18
  • বাড়ি পেলি?
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:২৩ | 115.242.168.104
  • যথারীতি রান্নাঘরের বাঙ্কে কাঠবিড়ালি আর বিড়ালিনী'র গোটা পাঁচেক ছানা হয়েছে। প্রতিদিন সকালে তাদের সমবেত স্কুইক্যুএল চলে। কিছু একটা সন্দেহ হওয়ায় গিয়ে দেখি মা এক ছানাকে নিয়ে সিঙ্কে নেমেছে জল খেতে। আগে বাঙ্কের মাথায় জল যা রাখতাম তাতে দু'জনের চলে গেলেও এখন সাতজনের তাতে থোড়াই হবে। এখন একটা স্যসপ্যান ভর্তি করে রেখে এলাম। এবার ওতে চান করুক, হাবুডুবু খাক - আর দেখতে যাবো না।
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৪:২১ | 122.252.231.10
  • হ্যাঁ, মেয়েগুলোকে সুইট করে "মাই ডিয়ার শাকচুন্নি' কীভাবে বলতে হয় ঋভুকে বরম শিখিয়ে দিও। ঃ)
  • til | ০৩ জুলাই ২০১১ ১৪:১৯ | 124.169.30.142
  • পাইদি ও মশামেশোর বিবার্ষিকীতে অভিনন্দন। ঠিকানা পাওয়া যাবে, বাঙলা ঠিকানা? জিমেলে দিলেই হবে।
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১৪:১৪ | 115.242.168.104
  • ঋভু'র সামনে নতুন পালটে যাওয়া দিন এসে পড়বে এবার। ব্যাঙদি হ্যা হ্যা করে না হেসে ওর মাথার চুলগুলো ঘেঁটে একটু আদর করে দিও, যদি এখনও না করে থাকো। ঃ-)
  • byaang | ০৩ জুলাই ২০১১ ১৩:৪১ | 122.167.247.103
  • লিসেনিং কম্প্রিহেনশন স্কিল মানে?!!
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৩:৩৬ | 122.252.231.10
  • আমি তো ব্যাঙের লিসেনিং কম্প্রিহেনশন স্কিল দেখেও হাঁ!
  • siki | ০৩ জুলাই ২০১১ ১৩:৩২ | 80.239.243.78
  • mobile theke likhchi. Banaambhul maarjoniyo ...

    Idike aaj i aabaar rath jatra. Er sathe ki pi er bibahobarshikir kono sampakko achhe?
  • siki | ০৩ জুলাই ২০১১ ১৩:৩০ | 80.239.243.78
  • পাই আর মশামেসোর ম্যাঅয়া?? ক্ষী কাণ্ড, ক্ষী কাণ্ড, শুভ বিবাহবার্ষিকী।

    ব্যাঙের ছেলে এমন ফটাফট ইংলিশ বলে দেখে আমি উত্তাল, তাল তাল রাস্টু খেলাম।

    আর কী যেন? ও হ্যাঁ, আমি ঘটি না বাঙাল সেটা আজ পজ্জন্ত জানা হল না। আমায় তাই ক্ষেউ ক্ষেলতে নিল না!
  • Arpan | ০৩ জুলাই ২০১১ ১৩:১০ | 122.252.231.10
  • ক্ষী কাণ্ডো! মশামেসোর নাম ত্রিদিবেশ?

    পাই আর মশামেসোকে শুবিবা। ঃ)
  • Bratin | ০৩ জুলাই ২০১১ ১২:৫৯ | 117.194.102.113
  • /হাঁড়ি ।
  • Bratin | ০৩ জুলাই ২০১১ ১২:৫৭ | 117.194.102.113
  • পাই আর ত্রিদিবেশ কে বিবাহ বার্ষিকী কে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সাথে এক হাড়ি রাবড়ি।
  • Bratin | ০৩ জুলাই ২০১১ ১২:৫৬ | 117.194.102.113
  • গ্রেট গ্রেট। জন্মসূত্রে ঘটি মানেই ঘটি। ঐ সব পোস্ত আর শুঁটকি কাটিয়ে দেওয়া যায়। এই যে বাঙাল সকল, বিশেষ করে বাইনারী দা, অর্পন আর মিঠু আমদের দল আরো স্ট্রং হল। ঃ-))
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১১:২০ | 115.242.168.104
  • কুমুদি', প্রায় ঠিক। জ্বর কম। গলায় ইনফেকশন ইত্যাদি। ঃ-)
  • santanu | ০৩ জুলাই ২০১১ ১১:১৩ | 91.226.168.2
  • পর পর দু দিন কটা অদ্ভুত কেস এসেছে আমার বউ এর কাছে (ওকে জিগেস করেই এখানে লিখছি)

    ১। ৫২ বছরের মা, ২৫ বছরের ম্যানেজমেন্ট পাস মেয়েকে নিয়ে এসেছেন। মা এর বক্তব্য, "দেখুন, আমি একটু ভালো করে শান্তিতে সেজে গুজে থাকতে চাই, আর এই মেয়ে হয়েছে, চাকরি বাকরি কিছু করেনা, সারাদিন বাড়িতে বসে থাকে, এক বিহারী ছেলের সাথে প্রেম করে আর সারাদিন ফোনে ঝগড়া করে। বলছি বিয়ে করে নে, তাও করবে না। নাকি নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করবে। সারাদিন কি অশান্তি বলুন দেখি? ম্যাডাম একটু দেখুন।"

    ২। ভীষন রোগা একটি ৩০ বছরের ছেলে, একা এসেছে। তার সমস্যা, "দাদু, বাবা আর আমায় নিয়ে পরিবার। বাড়িতে মা ঠাকুমা সবাই মারা গেছেন। পারিবারিক ব্যবসা দেখি। সবাই আমায় গাধা বলে। কি করি বলুন তো?"

    ৩। ছোট্ট খুকি, ১০ বছর বয়স, বাবার সাথে এসেছে, উত্তর কলকাতায় বাড়ি। বাবার বক্তব্য, "মেয়ে Natural Calamity মানে এই আয়লা, সুনামী তে ভয় পায় আর মাঝে মাঝেই ওর কানের কাছে কেউ বলে, এই বার সুনামী আসবে আর তুই মরে যাবি। ম্যাডাম বাড়িতে সব রকম বোঝানোর চেষ্টা করেছি, কিছুতেই এটা কমছে না"। কথোবকথনে মেয়ের বক্তব্য, "স্কুলে আমার কথা শুনে সবাই পাগলী বলে আর জানো আন্টি, ২০ তে ক্লাস টেস্টে অংকে ১৯ পেয়েছি আর ইংলিশে ১৭, তাও বাবা বলে পড়তে, ভালো লাগে?"
  • kumudini | ০৩ জুলাই ২০১১ ১১:১২ | 14.99.179.178
  • সায়ন,শরীর ঠিক?
  • sayan | ০৩ জুলাই ২০১১ ১১:০৯ | 115.242.168.104
  • পাঁচটা করে শুক্র, শনি আর রবিবার এই জুলাই'এ। তারুপ্রে আম্রিগানদের লং উইকেন্ড। হেসে নিন খেলে নিন - জীবন চারদিন বই তো নয়! ঃ-)

    হ্যাঃ ম্যাঃ অ্যাঃ পাই। তোমাদের ভাঁড়ার আরও আরও ম্যাগীতে ও সুখে ফুলে ফেঁপে উঠুক!
  • kumudini | ০৩ জুলাই ২০১১ ১১:০৭ | 14.99.179.178
  • পাই,বিবাহ বার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা,একটা এই অ্যাত্তো বড় লাল গোলাপের তোড়া,চিকেন বিরিয়ানী।

    সময় করে মেল দ্যাখো।
  • pi | ০৩ জুলাই ২০১১ ১০:২৫ | 72.83.81.130
  • ঘুম্পায় ঃ(

    কিন্তু বোতীনদাকে আজ উত্তর না দিলে মনে হয় হেব্বি রেগে যাবে। আর সিংহ রেগে গেলে ... উরি বাবা !

    হ্যাঁ, আমি জন্মসূত্রে নিটোল ঘটি বটেক। আর তোমার চাহিদামত তেড়ে ঝগড়াও করতে পারি বটেক। কিন্তু এই ঝগড়ায় তেমন কোন উৎসাহ নেই। প্রায় নেই বল্লেই চলে , এমনকি কিছুটা বিকর্ষণ আছেও বলতে পারো।
    এক তো আমার ঘোরতর শুঁটকিপ্রেমী ঘটি মা আর মাসি, আর আরো ঘোরতর পোস্তপাগল বাঙাল শাশুড়ি ও বরকে দেখে ইস্তক এইসব বিভাজন নিয়ে খুব ঘেঁটে।

    তাছাড়া এগুলো এত রিয়েল ও এত ভাচ্চুয়াল ফোরামে এতবার এত্ত এত্ত শুনেছি যে কিছুটা হেজে ই গেছি বলতে পারো। কিঞ্চিত বোরিং ও।
    অনেক সময় এও দেখেছি, আর কিছু ইয়ে কিছু না করার থাকলে এগুলো, মানে এই ঘটি বনাম বাংগাল, নারী বনাম পুরুষ কি উত্তম বনাম সৌমিত্র ইত্যাদি ইত্যাদি শুরু করে দেওয়াটা বেশ নিশ্চিত মুভ ও বটে। গড়গড়িয়ে পোস্ট পড়বেই। গ্রান্টি। কেমন যেন নেই কাজ তো খই ভাজ মার্কা লাগে। কখনো কখনো।

    মাঝে মধ্যে মুখ বদল কি টাইম পাস হিসেবে এট্টু আধটু ভাট মন্দ লাগে না, কিন্তু প্রায় সব কথা থেকেই খুঁচিয়ে খুঁচিয়ে জোর করে করে টেনে টেনে এই স্টিরিওটিপিক্যাল ঘটি বনাম বাঙাল কি সবেতেই নারী বনাম পুরুষের তফাতের ভীষণরকম জেনেরালাইজড কিছু এলিমেন্ট বের করে পায়ে পা দিয়ে ঝগড়া ( এবং কখনো কখনো রীতিমতন সিরিয়াস হয়ে গিয়েমন-প্রাণ দিয়ে তর্ক, জান লড়িয়ে ঝগড়া !) ঠিক পোষায় না। সে আমি অন্য নানা বিষয় নিয়ে যতই ঝগড়ুটে হই না ক্যানো ঃ)

    তাই আমাকে ঐ ঘটিবাহিনীর হয়ে গলাফাটানোর লিডিং টিম থেকে মোটামুটি খচ্চার খাতায়ই ধরতে পারো। ঃ)
    সে ধরাই ভাল। কারণ নইলে গুচ্ছ সেমসাইড করে তোমার টিমকে ডুবাইতে পারি ঃ)
  • Bratin | ০৩ জুলাই ২০১১ ০৯:৪২ | 117.194.97.52
  • পাই, ঘটি কিনা আজো জানা হল না।ঃ-((
  • pi | ০৩ জুলাই ২০১১ ০৯:২৭ | 72.83.81.130
  • চাপ কথাটা সাবজেক্টিভ ঃ)

    ডিডিদা, একটু মেইল দেখবেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত