এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১৪:৫২ | 121.241.98.225
  • নয়ডায় এখোনো কই বৃষ্টি নামেনি। আকাশের শুধু মুখ ভার। বৃষ্টিগুলো চেপে না রেখে বের করে দিলেই পারে। ভারমুক্তি।
  • de | ০৫ জুলাই ২০১১ ১৪:৪৭ | 59.163.30.2
  • ইলিশমাছগুলো? নেতাই কি ইলিশমাছের ব্যাবসা কচ্চে আজকাল?
  • siki | ০৫ জুলাই ২০১১ ১৪:৪৩ | 123.242.248.130
  • হুলিয়ে বিষ্টি হচ্ছে। নেতাই, একটু ভিজে এসো বাবা।
  • siki | ০৫ জুলাই ২০১১ ১৪:৩৭ | 123.242.248.130
  • নেতাইকে অ্যান্টি র‌্যাবিস দাও। ওর কাছ থেকে ইলিশমাছগুলো কেউ কেড়ে নাও।
  • de | ০৫ জুলাই ২০১১ ১৪:৩৬ | 59.163.30.6
  • ও মা, নেতাই সত্যি পেগলে গ্যাছে!!
  • twenty20 | ০৫ জুলাই ২০১১ ১৩:৪৬ | 121.241.98.225
  • রুরু
  • One Day | ০৫ জুলাই ২০১১ ১৩:৪৫ | 121.241.98.225
  • রি রি
  • test | ০৫ জুলাই ২০১১ ১৩:৩০ | 123.242.248.130
  • র‌্যা
  • siki | ০৫ জুলাই ২০১১ ১৩:২৬ | 123.242.248.130
  • নেতাই পাগলে গ্যাসে ...
  • abastab | ০৫ জুলাই ২০১১ ১৩:২৫ | 61.95.189.252
  • তিল ফায়ারফক্সে noscript addon ইন্সটল করুন।
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১৩:২৫ | 121.241.98.225
  • দিল্লীর আকাশে কালো মেঘের ঘনঘটা। বৃষ্টি কি সত্যিই নামবে? কবির কাতর আহ্বান ঝরেপড়ে বারিধারা হয়ে-
    হে বারিষ, রণজিশ হি সহি, দিল হি দুখানে কে লিয়ে আ। আ ফির সে মুঝে ছোড় কে যানে কে লিয়ে আ।
  • abastab | ০৫ জুলাই ২০১১ ১৩:১৮ | 61.95.189.252
  • টই খুলে দেখলেই কি সই মারতে হবে? আমিতো গুগুলদাকে জিগ্গাসা করে দেখলুম। এক পক্ষে ভালই গ্লোবাল ওয়ার্মিং কে ব্যালান্স করবে।
  • til | ০৫ জুলাই ২০১১ ১২:৫১ | 165.12.252.211
  • ঢেঁকি স্বর্গে গিয়েও....। আবাপ আগে ছপাতা কাগজের মধ্যে নীট খবর থাকতো এক পাতাও নয়।পুরোনো অভ্যেস বলে কথা।
  • Kaju | ০৫ জুলাই ২০১১ ১২:৪৮ | 121.244.209.245
  • কবিতা কবিতা তো বলছ নেতাইবাউ, সত্যি অমন হলে কিন্তু পিথিবির পক্ষে খুব খারাব। গুরুরা এ ব্যাপারে এত উদাসীন দেখে বড়ই বিস্মিত আমি। যাহা রটে কিছুটা তো ঘটেই।

    তবে হ্যাঁ ১২ঃ২৭ কিন্তু কবিতার লাইন হতেই পারে, কোনো সন্দ নাই। ঃ-)
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১২:৩৩ | 121.241.98.225
  • তবে কাজু, আমার কথাটা ভেবে দেখতে পারো। যেকোনো আধুনিক কবিতায় শেষ লাইনে টইয়ের নামটা যোগ করে দিয়ে দেখো। 'শীতঘুমে যাবার দিন এলো সূর্যের'। আহাহা

    সুঠাম বিজ্ঞান মনস্কতার পরিচয় পেয়ে লোকে ধন্য ধন্য করতে পারে।
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১২:২৭ | 121.241.98.225
  • ঐ পপ আপ আমকেও জ্বালায়। কেটে দিলেও আবার ভেসে ওঠে ফুস করে। রক্তবীজের মত। মৃত্যুহীন।
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১২:২৫ | 121.241.98.225
  • আমি ঢুকেছিলাম। সবার অজ্ঞাতসারে। কবিতার টই ভেবে। ঢুকে দেখি বিজ্ঞান। আমার জ্ঞানে কুলোয়নি।
  • til | ০৫ জুলাই ২০১১ ১২:১৯ | 165.12.252.211
  • আনন্দবাজার, TT খুললেই এত সব পপ আপ, ফুর ফুর করে ওপরে বেয়ে ওঠে, কোন উপায়?
  • Kaju | ০৫ জুলাই ২০১১ ১২:১৪ | 121.244.209.245
  • আচ্ছা এটা কি ঠিক হচ্চে? আমি অত চমৎকার একটা মহাজাগতিক বিষয়ের ওপর গুরুদের গুরুগম্ভীর আলোচনার জন্যে তই খুল্লাম, কেউ ঢুকেও দেখলে না? কেন, আমি খুলিচি বলে? ঠিকাছে। এক মাঘে ইত্যাদি। সারক্ষণ সিপিয়েম-তিনোমুল কল্লে কি আর এসবে মন থাকে?
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১১:০৮ | 121.241.98.225
  • কিন্তু চোপ্তা? বলছে যে হৃশিকেষ থেকে কেদারনাথ প্রয় ২৪ ঘন্টার রাস্তা। বাপ্পোলো বাপ্পো। এতো রাস্তা চলতে চলতে আখেরি রাস্তায় না হয়ে যায়।
  • Bratin | ০৫ জুলাই ২০১১ ১০:৪১ | 117.194.96.83
  • এই ছেলে গুলো কে নিয়ে আর পার গেল না। এতো ল্যাদ খোর। শোনো হে ১৯৯৫ সালে MSc পড়ি তখন। আমরা তিন বন্ধু উত্তরকাশী,হরিদ্বার,ঋষিকেষ,গঙ্গোত্রী,কেদার ইত্যাদি ঘুরে এসেছিলাম। গঙ্গোত্রী থেকে গোমুখ ১৮ কিমি। একদিনে গিয়ে ফিরে এসেছিলাম। ৩৬ কিমি রাস্তা। ভোর ৪ টের সময় বেড়িয়ে।কেদার থেকে মন্দির ছিল ১৪ কিমি।কিন্তু ১/১.৫ উঠতে গিয়ে হাঁফ ধরে গেল । এত চড়াই রাস্তা। তখন একট দোকানে বসে আলু-পরোটা আর গরম গরম চা খেয়ে আবার চলতে থাকলাম।এই ২৮ কিমি অবশ্য এক দিনে পারি নি। আমরা মন্দির দর্শন করে মন্দিরের ৪ কিমি আগে কালী(নাকি কমলি??!!) বাবার আশ্রমে ছিলাম।
  • Netai | ০৫ জুলাই ২০১১ ১০:৩৩ | 121.241.98.225
  • চোপ্তা শুনে বেশ উৎসাহিত হয়ে পড়েছিলাম। খুঁজে দেখি সেতো বহুত দুর।
    আমার আর চোপ্তা যাওয়া হল না।
  • Arpan | ০৫ জুলাই ২০১১ ১০:২৩ | 202.91.136.71
  • সুতোকে হ্যাবাড্ডে। ঃ)
  • pi | ০৫ জুলাই ২০১১ ১০:১৫ | 72.83.103.132
  • আরো অনেককে থ্যাঙ্কু ঃ)
  • Bratin | ০৫ জুলাই ২০১১ ০৯:৫৩ | 117.194.98.28
  • সুতো কে জন্মদিকে অনেক শুভেচ্ছা।
  • pharida | ০৫ জুলাই ২০১১ ০৯:২২ | 220.227.148.193
  • @ nk, এখোনো সে বাইরে আসেনি যে। তিন মাস আরো....ঃ)
  • i | ০৫ জুলাই ২০১১ ০৮:১১ | 137.157.8.253
  • সুতোকে জন্মদিনের অশেষ শুভেচ্ছা।
  • r2h | ০৫ জুলাই ২০১১ ০৪:৩৮ | 67.96.80.214
  • D
  • achintyarup | ০৫ জুলাই ২০১১ ০৪:২৬ | 59.93.243.238
  • এই সুযোগে জানিয়ে রাখি, সুতো আমারে পুলিশের লোক ভেবেছিল। কেন কে জানে ঃ-(
  • achintyarup | ০৫ জুলাই ২০১১ ০৪:২৫ | 59.93.243.238
  • হুঁ, আম্মো। শুভ জন্মদিন, সুকন্যা
  • Tim | ০৫ জুলাই ২০১১ ০২:৩৯ | 173.163.204.9
  • অনেক পিছিয়ে পড়লাম...
    সুতোদিকে হ্যাপি বাড্ডে ।
    ইপিস্তাকে বিঃ হ্যা বি বা। ঃ-)
  • Du | ০৫ জুলাই ২০১১ ০১:৩৭ | 71.252.212.99
  • আম্রিগার রজ্‌নী ( যদি অয়াট অল হতে পারে ঃ)) হল চাক নরিস
    http://www.thechucknorrisfacts.com/
  • prateek | ০৫ জুলাই ২০১১ ০০:৩৫ | 67.9.224.157
  • আমার দুই পরিচিত Usha Martin School এয় পড়ে।।ভীষন খুশী
  • Paramita | ০৪ জুলাই ২০১১ ২৩:৫৯ | 202.3.120.9
  • কিন্তু CIS-এ দেখলে না কেন? সে তো অনেকদিনের ইশকুল, প্রচুর ব্যাচ বেরিয়েছে। এত পরে বোর্ড চেঞ্জ করা প্রভূত চাপের ব্যাপার না?
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ২২:৩৮ | 117.194.103.201
  • শিক্ষা টাকে তে পাতি ব্যবসা করে ফেলেছে সবাই। এই সমস্যা চলতেই থাকবে। ঃ-((
  • M | ০৪ জুলাই ২০১১ ২২:৩৮ | 59.93.209.223
  • কিম্বা চাহিদাটাই বেশী হয়ে যাচ্ছে।ঐ যা পাচ্ছি তাতেই ধন্য মনোভাবটাই ঠিক।

    যাই ঘুমাই।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ২২:৩৭ | 117.194.103.201
  • ইয়ে, আমি বলি নি দুই সুপার স্টার বলেছেন!!
  • M | ০৪ জুলাই ২০১১ ২২:৩৬ | 59.93.209.223
  • ব্রতীন,
    নবরত্নে গ্যারান্টি হ্যায় কেয়া? সত্যি মাথা ঠান্ডা রাখা অসম্ভব হয়ে যাচ্ছে।
  • M | ০৪ জুলাই ২০১১ ২২:৩৩ | 59.93.209.223
  • পৈলানে ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলো মাগাপ করবে না, আর আই সি এস ই তে মাগাপ মাষ্ট। ছেলেটার যাচ্ছেতাই দুঃসময় যাচ্ছে।এদিকে সিক্স পর্যন্ত্য কোনো থার্ড ল্যাঙ্গুয়েজ ছিলো না, সেভেনে সেটা জুটেছে, বাকিরা ফাইব থেকে থার্ড ল্যাঙ্গুয়েজ পড়ে এসেছে।

    এদিকে কলকাতার কালচারে ছেলে পিলের মাথায় ইঁট চাপিয়ে না রাখলে বাপ মায়ের চাপ হয়। কাজেই পড়াশুনা নিয়ে ভাবনা করা লোকজন সব দলে দলে পৈলান থেকে পালিয়ে গেলো। সব প্রচন্ড পয়সা ওলা বাপ মায়ের বয়ে যাওয়া ছেলেপুলে গুলো রয়ে গেলো।ভালো টিচার রাও চলে যেতে লাগলেন।সে এক মারাত্মক পরিস্থিতি।তুলে নিতেই হলো। এ আর ভাল্লাগে না।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ২২:৩১ | 117.194.103.201
  • মানসী, র মাথা টা আজকাল চট করে গরম হয়ে যাচ্ছে। বস ভালো করে নবরত্ন তেল মাখো দেখি!! ( বিগ বি আর শাহরুখ দুজনে অ্যাড করেছেন। বললে হবে!!)
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ২২:২৭ | 117.194.103.201
  • দু দুটো শ্রী। চাপ তো হবেই বস!! ঃ-))
  • M | ০৪ জুলাই ২০১১ ২২:২৬ | 59.93.209.223
  • শ্রী শ্রী অ্যাকাডেমি
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ২২:২৩ | 117.194.103.201
  • আমি পড়লাম। এবারে বিশ্বকাপ ভারত জিতবে এটা রজনীকান্ত আগেই রাতে স্বপ্নে দেখে রেখেছিল চাপ নিয়ে। আসল ম্যাচ টা নাকি হাই-লাইটস ঃ-))
  • Paramita | ০৪ জুলাই ২০১১ ২২:২১ | 122.167.168.7
  • বড়ম, কোন্‌ ইশকুল?
  • kc | ০৪ জুলাই ২০১১ ২২:১৯ | 89.203.49.18
  • গ্রাহাম বেল নাকি টেলিফোন বানাবার পর দ্যাখেন যে তাতে রজনীকান্তের দুটো মিস্‌ড কল আছে।
    এই জোকটা অমিতাভ বচ্চন নাকি টুইট করে মার্কেটে ছেড়েছেন।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ২২:১৮ | 117.194.103.201
  • ওসব জানি না শ্রীলঙ্কা র অশান্ত ডিমেল বলে এক পিস অখাদ্য টাইপের বোলার ছিলো। বছরে প্রায় ই ২/৩ করে উইকেট পেত।
  • Bratin | ০৪ জুলাই ২০১১ ২২:০৯ | 117.194.103.201
  • রজনীকান্ত কে নিয়ে কোন কথা হবে না। অনেক জোকস পড়ি তবে এইটা জাস্ট গোলা লেগেছে!!

    রজনীকান্ত ঃ একজন শান্ত ভদ্রমহিলা কে বললো 'হে' তুমি একটু কথাবাত্রা বলো'

    (গেস করো সেই মহিলা পরে কী হলেন। গেস করার জন্যে কোন পুরষ্কার নেই।)

    মমতা ব্যানার্জী ঃ-))
  • nk | ০৪ জুলাই ২০১১ ২১:৪১ | 151.141.84.194
  • ডিমেলো শুনেই খিদে পেয়ে গেল, বেলাও কম হয় নি, যাই একটু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে আসি। ঃ-)
  • byaang | ০৪ জুলাই ২০১১ ২১:৩৮ | 122.167.74.170
  • আকাকে একখানা কুইজ কোশ্নো দিয়ে আমি ভাত রাঁধতে যাই।
    তিরিশের দশকে অ্যান্টনি ডিমেলো নামে এক ভদ্রলোক এক কেউকেটা ইংরেজ সাহেবের সঙ্গে দেখা করতে যান। নিজের বক্তব্য পেশ করার পরে ডিমেলো বাবু সেই সাহেবকে শুধোন, "বলুন দিকি নি স্যার, আপনি খেলোয়াড়দের থেকে কী চান? আপনার সরকার চালানোর জন্য পয়সা? নাকি অমর হতে চান?''। বলাই বাহুল্য, সাহেব অমরত্বের লোভ সামলাতে না পেরে ডিমেলো সাহেবের ফাঁদে পা দিয়ে ফেলেন। সাহেবটি কে? এবং কীভাবে অমর হয়ে আছেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত