এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ০২ জুলাই ২০১১ ২২:২৭ | 151.141.84.194
  • বড়াই এসব খুব জানতো, সে আজকাল কোথায়?
  • nk | ০২ জুলাই ২০১১ ২২:২৩ | 151.141.84.194
  • রাণাপ্রতাপের নিজের ওজনও নাকি জব্বর ছিলো। একমাত্র চৈতকই তাকে বইতে পারতো। সঠিক কী কেউ জানেন? লিংক দিতে পারেন?
  • nk | ০২ জুলাই ২০১১ ২২:২০ | 151.141.84.194
  • অস্ত্রশস্ত্র-মিউজিয়ামে ওজন করে দেখেছে হয়তো। ঃ-)
  • Sibu | ০২ জুলাই ২০১১ ২২:১৭ | 184.214.194.208
  • ৫৬ কেজি কি করে জানা গেল? লিং কই?
  • nk | ০২ জুলাই ২০১১ ২২:১৬ | 151.141.84.194
  • শিবাজী র কথাটা ভাবো, ঐ তলোয়ার বর্শা সব নিয়ে তীরের মতন পাহাড়ী ঢাল বেয়ে ঘোড়ায় চড়ে নামছেন! ঘোড়াগুলো ও বাপরে খুবই চৌখোশ।
  • Bratin | ০২ জুলাই ২০১১ ২২:১১ | 117.194.99.98
  • আমর ঐতিহসিক বীর দের প্রতি খুব দুর্বলতা। মেবারের রাণাপ্রতাপ মাত্র ৫৬ কেজি জিনিসপত্র( বর্ম,তলোয়ার,বল্লম ইত্যাদি) নিয়ে যুদ্ধ করতো। বুইলে!!
  • Bratin | ০২ জুলাই ২০১১ ২২:০৯ | 117.194.99.98
  • আমার পোস্ট 'ভার্চুয়াল থেকে রিয়ালে' চলে গেল। নিশি আর অর্পন পড়ে দ্যাখো।
  • nk | ০২ জুলাই ২০১১ ২২:০৭ | 151.141.84.194
  • বুঝলে ব্রতীন, সেখানে সেনাপতির নাম ছিলো দুন্দুভিনিনাদ। নামটা নোট কোরো, পরে কাজে লাগতে পারে। ঃ-)
  • Arpan | ০২ জুলাই ২০১১ ২২:০৩ | 112.133.206.18
  • বোতিন পুরুষসিংহ। চ্যানেলে নিজের পছন্দের জিনিস সে দেখবে না তো আর কে দেখবে! ঃ(
  • nk | ০২ জুলাই ২০১১ ২২:০০ | 151.141.84.194
  • ব্রতীন, আমার পৌরাণিক ভালো লাগে। আরে প্রহ্লাদের গল্প হতো টিভিতে, সে রাত এগারোটায় বহুকাল আগে, সেটা দেখতে গিয়ে প্রায় বাড়ীতেই পেল্লাদ কান্ড হয় আরকি! মা কোনোরকমে সামাল দিলো। ঃ-)
  • Bratin | ০২ জুলাই ২০১১ ২১:৫৮ | 117.194.99.98
  • এখন আইডিয়া চ্যানেলে 'চন্দ্রগুপ্ত মৌর্য্য ' হচ্ছে। দেখো? আমি মাঝে মাঝে সময় পেলে দেখি। পৌরাণিক এবং ঐতিহাসিক সিরিয়াল বা সিনেমা আমার খুব ভালো লাগে।
  • Sibu | ০২ জুলাই ২০১১ ২১:৫৬ | 184.214.194.208
  • পাপী মন। আবাপর সরকারেরা শাদি ডট কমের শেয়ার কিনেছে কিনা কউ জান?

    কুমু, তুই এরকম কতা কইতে পাল্লি? তোর পদ্য লেখায় আমি পোতিবাদ করব!!
  • Arpan | ০২ জুলাই ২০১১ ২১:৫১ | 112.133.206.18
  • আজকের ঝগড়াটা এখনো পেন্ডিং আছে। শনিবারের রাত। ঘুমুতে যেতে এখনো ঢের বাকি। ঃ(
  • siki | ০২ জুলাই ২০১১ ২১:৪১ | 122.162.75.163
  • ফাগোল। বৌ হাসলে আমি আরো আতংকিত হয়ে যাই আজকাল। বরং যতক্ষণ ঝগড়া করে থাকে, ততক্ষণ মনের মাজারে অকূল শান্তির সন্ধান পাই।

    আক্কবাঁঃ ...
  • nk | ০২ জুলাই ২০১১ ২১:৩৮ | 151.141.84.194
  • কে বলে আমি নাই? হায় ব্রতীন, হায় ভারতবর্ষ। বিম্বির সাথে, বিম্বির ছেলে অজুর সাথে, চাঁদুর মানে চন্দ্রগুপ্তের সাথে ছিলাম। চান্দুর আগে নন্দুদের আমলে আবার এক ব্যাটা মাকেদোনিয়ান একদল ঘোড়সওয়ার দস্যু লইয়া আসতেছিলো, পথিমধ্যে কিজানি সংবাদ পাইয়া ঝড়ের মত ফিরিয়া গেল। তারপরে সুখেদুখে কাটিলো কতকাল। রাগী পোলাপান অশৈক্যার সাথেও ছিলাম। তারপরে গভীর নিদ্রায় কাটিলো কতকাল। উঠিয়া গম্ভীর অরো মানে অরবিন্দের সাথে দেখা। সে তখন "ব্যাপার পুঁদিচ্চেরী" বলিয়া কোথায় চলিয়া যাইতেছে। তারপর দেখা হইলো ছটফটে সুভাষের সাথে, তারপরে "খন্ড ভারতে আর আসিবো না" বলিয়া সুভাষ চলিয়া গেল। আমি ঘুরিয়া বাড়াইতে লাগিলাম মায়াপাতায়। আজ এতকাল পরে ব্রতীনের সাথে দেখা। ঃ-)
  • amit | ০২ জুলাই ২০১১ ২০:৫৭ | 128.103.93.210
  • কয়েকদিন আগে সুনীল গাঙ্গুলী পাত্র পাত্রী বিজ্ঞাপনে জাতি, বর্ণ উল্লেখ করা ইত্যাদি নিয়ে লিখেছিলেন আবাপ তে। আর গতকালের আবাপ তে (ইন্টারনেট সংস্করণে দেখলাম) পাত্র পাত্রী বিজ্ঞাপন আর প্রকাশিত হবে না বলে জানানো হয়েছে। ব্যাপার টা কি হল!
  • Bratin | ০২ জুলাই ২০১১ ২০:৪২ | 117.194.98.8
  • আহা সিকি, এই হাসি মুখে আরো হাসি দেখার জন্যেই না তোমার এত পরিশ্রম!!
  • siki | ০২ জুলাই ২০১১ ২০:৩৮ | 122.162.75.163
  • সরোজিনী নগর থেকে ফিরলাম। বউ পোচ্চুর খসালো। লাস্টে চারপিস মোমো খাওয়ালো।
  • Bratin | ০২ জুলাই ২০১১ ২০:০৯ | 117.194.98.8
  • ২৬৯/৬ ডিক্লেয়ার্ড।
  • Bratin | ০২ জুলাই ২০১১ ১৯:৫১ | 117.194.98.8
  • বলতে বলতে ধোনীর প্রস্থান!!
  • Bratin | ০২ জুলাই ২০১১ ১৯:৪৮ | 117.194.98.8
  • বেটার ছেলে লক্ষণ দু দুটো শতরান ফস্কালো!! ওয়েল ডিসার্ভাড!! ঃ-((
  • Bratin | ০২ জুলাই ২০১১ ১৯:৪৩ | 117.194.98.8
  • আমদের এদিকে প্রবল বৃষ্টি হচ্ছে আর ভারতবর্ষের একের পর এক উইকেটের পতন হচ্ছে( আশা করি আশে পাশে নিশিকান্ত নেই!!)
  • kumudini | ০২ জুলাই ২০১১ ১৮:৫০ | 122.160.159.184
  • এক্ষুনি শিবু টই থেকে এসে হাজির হবে,আর ব্রতীনের এই সব ভাল ভাল কথার পোতিবাদ কত্তে লাগবে।
    তার আগেই পালাই।
    ব্রতীন,থাংকু।
  • Bratin | ০২ জুলাই ২০১১ ১৮:০৯ | 117.194.100.197
  • তবেই বুঝে দেখো গদ্য যাঁর লেখর গুণে পাঠক দের কবিতা বলে মনে হয়, তাঁর মহত্ব নিয়ে কোন সন্দেহের অবকাশ আছে? ঃ-))
  • kumudini | ০২ জুলাই ২০১১ ১৮:০৪ | 122.160.159.184
  • হেঁ,হেঁ।
    ব্রতীনের মত মানুষ হয় না।
    তবে এইটা পদ্য ছিল না,তাই তো মনে হয়।
  • Bratin | ০২ জুলাই ২০১১ ১৮:০০ | 117.194.100.197
  • কুমু দি, জাস্ট গোলা। যদি ছোটো কবিতা লেখার জন্যে নোবেল থাকতো তাহলে কেউ তোমাকে ঠেকাতে পারতো না!! ঃ-))
  • kumudini | ০২ জুলাই ২০১১ ১৭:৪৭ | 122.160.159.184
  • ফ্যা ফ্যা কর্তে কর্তে কর্তে-

    তারা পৌঁছে গেল চোপ্তা।

    গিয়ে দেখে এক ভয়ংকর ছাগল এক উদাস মহাকবির পাঞ্জাবীর ঝুলন্ত অংশ চিবোচ্ছে।
  • Netai | ০২ জুলাই ২০১১ ১৭:৪৬ | 182.64.70.208
  • দিল্লী যাই। কিছু ভালোমন্দ গিলে আসি।
  • Netai | ০২ জুলাই ২০১১ ১৭:১১ | 182.64.70.208
  • হ্যাঁ হ্যাঁ। তারাই। কিন্তু তারা তো শেষমেশ আম্রিগায় যায়নি। লেটার কুটিকুটি করে ছিঁড়ে ফেলে তারা আজও ফ্যা ফ্যা করে ঘুরছে।
  • kummudini | ০২ জুলাই ২০১১ ১৬:২৬ | 122.160.159.184
  • ভৃত্যহরি নাম হয় কারো???
    ওর নাম ছিল ধরোহরি।
    নীল শার্ট,সবুজ জামা-তারাই তো?হটাৎ দুজনে চাগ্রি পেয়ে গেল আম্রিগায়।
  • Netai | ০২ জুলাই ২০১১ ১৫:৩৮ | 182.64.70.208
  • ফ্যা ফ্যা ছিল নরহরি আর ভৃত্যহরি। দুই অরিহর আত্মা। বলিহারি বন্ধুত্ব ছিল দুজনের।গুরু করতো না। পড়তোও না। ঘরের খেয়ে ফ্যা ফ্যা করে ঘুরতো। ঘুরঘুর করতো। পাড়া থেকে পাড়ায়। পেছনে লেগে থেকেও পারা যেতনা। যাতনা সইত বাপ মায়ে। নিদেন পরের ছাগল তাড়ালেও হয়। তাতেও না।
  • Netai | ০২ জুলাই ২০১১ ১৫:২৫ | 182.64.70.208
  • দুর মশাই। আপনারা কেউই ফ্যা ফ্যা না।
  • kumudini | ০২ জুলাই ২০১১ ১৪:২৭ | 122.160.159.184
  • পেচডিরা যে ফ্যাফ্যা বিদ্যাতে টপ স্কোরার,এ কথা সব পেচডি জানে।

    ডিডিদার লিস্টিতে পেচডি আছে?তব্বে?
  • til | ০২ জুলাই ২০১১ ১৪:১৮ | 124.149.121.217
  • আচ্ছা সে পা ভাঙ্গা টইটা কোথায় গেল? ভাঙ্গা নিয়ে হুলস্থুল কিন্তু জোড়ার খবর কই? সব কুশল তো?
  • Arpan | ০২ জুলাই ২০১১ ১৩:৪০ | 112.133.206.18
  • তব্বে? পিহেইচডি মানেই তো ডাক্তার। তাঁরা আবার ফ্যাফ্যা হলেন কবে?
  • kumudini | ০২ জুলাই ২০১১ ১২:৫৮ | 122.160.159.184
  • না,না,তা ক্যনো।পেচডিরাও dr লেখে তো,মানে সবাই লেকে,তাই আম্মো লিকি।
    মেল আইডি আপিসের এক ক্ষণজন্মা ছোকরা বানিয়েছিল,সকলের এক ধাঁচে।
  • Arpan | ০২ জুলাই ২০১১ ১২:৪৬ | 122.252.231.10
  • দেকেচো, নিজের মেল আইডিটা অব্দি গাপ করে দিল। ঃ(
  • kumudini | ০২ জুলাই ২০১১ ১২:৪৫ | 122.160.159.184
  • না ভাই,বরম ডাক্তার্দের আমি পোবোল ভক্তি করি।
  • Arpan | ০২ জুলাই ২০১১ ১২:৩৮ | 122.252.231.10
  • কুমুদি ডাক্তার নয়?! নামের আগেই তো ডাক্তার আছে। ঃ)
  • kumudini | ০২ জুলাই ২০১১ ১১:৫৯ | 122.160.159.184
  • পাই,অজ সকালের মেল দেখো।
  • kumudini | ০২ জুলাই ২০১১ ১১:৫০ | 122.160.159.184
  • যদিও দেরী হল,তাও বলে যাই,

    ডিডিদার ফ্যা ফ্যা ক্যাম্পের জন্য কুমুদিনী হল একনম্বর।
    ডাক্তার,এঞ্জিনীয়র,কম্পু ওলা,ইত্যাদি,ইত্যাদি,কোনটই আমি নই।ঃ-))))
  • m | ০২ জুলাই ২০১১ ১১:২৭ | 14.96.51.199
  • বোধি, কাবাব!!!! গলা গলা সাবুর খিচুড়ির বেশি আর কিছু নাঃ)))
  • siki | ০২ জুলাই ২০১১ ০৯:২৩ | 80.239.243.147
  • টোটাল লস যাকে বলে। একে দোসরা অক্টোবর, তায় রোব্বার, তায় ষষ্ঠী। সব চৌপাট। দুদ্দুর!
  • hno | ০২ জুলাই ২০১১ ০৯:০৩ | 59.164.99.184
  • এবারেও উদ্‌গান্ধীর জন্মদিন ছুটির দিনে! দুদ্দুর
  • siki | ০২ জুলাই ২০১১ ০৮:৫৯ | 122.162.75.163
  • পুজোর আর ঠিক তিন মাস। দোসরা অক্টোবর ষষ্ঠী।
  • siki | ০২ জুলাই ২০১১ ০৮:৫৫ | 122.162.75.163
  • দু, দুস্কু পেও নি। আম্মো বুঝি নি।
  • siki | ০২ জুলাই ২০১১ ০৮:৫৪ | 122.162.75.163
  • ফেবু-তে জনৈক ডহর মুর্মু জন্মগ্রহণ করিয়াছেন। আমাকে বন্দুক রিকো-ও পাঠিয়েছেন।
  • Du | ০২ জুলাই ২০১১ ০১:৫৯ | 72.64.112.168
  • সবাই কি করে এভি কে বুঝে যাচ্ছে? আন্দাজে কি? আমি তো বুখলাম না, যদিও সুইডেনে থাকেন এরকম এক্টা কিছু মেনশন করেছিলেন
  • Tim | ০২ জুলাই ২০১১ ০১:৪২ | 198.82.19.14
  • রাইটো, ট্যান। যাচ্ছেতাইরকম ধ্রুব আর কি। (লেখার সময় কেমন সন্দ হচ্চিলো অবশ্য আমারো)। আপাতত চল্লুম । ঃ-)
  • Tim | ০২ জুলাই ২০১১ ০১:৪০ | 198.82.19.14
  • ফ্যা ফ্যা কত্তে যাই। সবাইকে হ্যাপি উইকেন্ড। আম্রিকানদের হ্যাপি লং উইকেন্ড। ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত