উত্তরটা যদি সঠিক আন্দাজ করে থাকি, তবে বলতেই হয়, ব্যাং খুব অসইব্য ঃ)
pi | ২৯ জুন ২০১১ ১৬:৪১ | 72.83.81.130
ব্যাঙদি, কানে-কানে বলে দাও ! ;-)
kumudini | ২৯ জুন ২০১১ ১৬:৩০ | 122.160.159.184
ব্রতীন,৩-৫৩ পিএম,থাংকু,থাংকু।
til | ২৯ জুন ২০১১ ১৬:২৯ | 124.169.21.247
আজ সাত সকালে বিদুষী দিদিমণির সঙ্গে ফোনালাপ হলো। উরিব্বাস, এক্কেরে জেনারাল পেট্রেয়াস, C-n-C অফ NATO কোয়ালিশান ফোর্স ইন whereever!
siki | ২৯ জুন ২০১১ ১৬:২৭ | 123.242.242.16
কাজুকে সাপোট।
সানন্দার স্টাইলে "কানে-কানে'-ও রাখা যেতে পারে।
byaang | ২৯ জুন ২০১১ ১৬:১৭ | 122.167.113.42
পাইয়ের প্রশ্নের একটা যুক্তিগ্রাহ্য উত্তর মুখে এসে গেছিল, কিন্তু শেষ মুহুর্তে সামলে নিলাম নিজেকে।
pi | ২৯ জুন ২০১১ ১৬:১০ | 72.83.81.130
ভ্যাকুয়াম দিয়ে একটা জলজ্যান্ত ছানা অব্দি বেরিয়ে এল, আর একখান সামান্য তুলো বেরোলো না ?
Kaju | ২৯ জুন ২০১১ ১৬:০৮ | 121.244.209.245
আচ্ছা এই স-অ-ব কানসংক্রান্ত রোমহর্ষক এক্ষপেরিএন্সগুলো একটা নতুন টইতে কপি করানো যায় না? নাম হবে "কানকাহিনী"।
byaang | ২৯ জুন ২০১১ ১৫:৫৮ | 122.167.113.42
আমি একবার একটা আড়াই বছরের বাচ্চার কান থেকে পাঁচটা থার্মোকলের বল বেরোতে দেখেছিলাম। এক ঝকঝকে রোব্বারের সকালে দেখা গেল বাচ্চাটার কানের মধ্যে সাদা মতন একটা কিছু। যথারীতি জনসন বাডস দিয়ে খোঁচানোর চেষ্টা করায় সাদা জিনিসটা আরো খানিকটা ভিতরে ঢুকে গেল। তখন বাচ্চাটাকে নিয়ে কান-নাক-গলার ডাক্তারের খোঁজে বেরনো হল, রোব্বারের সকালে তাঁদের কাউকেই পাওয়া গেল না। অগত্যা সাগর অ্যাপোলো হসপিটালের ওপিডি। ডাক্তার অনেকক্ষণ ধরে টর্চ মেরেও বুঝে উঠতে পারলেন না, জিনিসটা কী? একটা সরু টুইজার নিয়ে বাচ্চাটার দিকে এগোতে যেতেই বাচ্চাটা ডাক্তারের হাতে থাবড়া মেরে হাত-পা ছুঁড়ে গড়াগড়ি দিয়ে বিতিকিচ্ছিরি অবস্থার সৃষ্টি করল। তখন ডাক্তার বাচ্চাটাকে একটা হাই চেয়ারে বসিয়ে হাতে অ্যাত্তো অ্যাত্তো এক্লেয়ার্স ধরিয়ে সেগুলো একটা একটা করে খেতে বললেন। যেই সরল গোলগাল বাচ্চাটা ডাক্তারকে বিশ্বাস করে এক্লেয়ার্সের মোড়ক খুলতে লেগেছে অম্নি ডাক্তার বাচ্চাটার কানের ভিতরে ওয়াটার জেট ঢুকিয়ে কান ধুতে শুরু করে দিয়েছেন। আর কানে জল ঢোকায় বাচ্চাটার সে কী খিলখিলে হাসি! যাই হোক, জলের তোড়ে কান থেকে দুটো সাদা রঙের থার্মোকলের বল বেরিয়ে এল। নিঃশ্বাস ফেলে বাঁচা গেল। নাঃ, তখনও অবাক হওয়ার বাকি ছিল। ডাক্তার বাচ্চাটার কানে আবার টর্চ মেরে বলে উঠলেন - এখনো আরো রয়ে গেছে। আর বাচ্চাটা এদিকে তখনও হাততালি দিয়ে বলে চলেছে - ""আবার , আবার''। আবার কান ধোয়া হল, এবারে জলের ফোয়ারার সঙ্গে তিনটে সাদা বল বেরিয়ে এল। কিন্তু ভীতু ডাক্তারের মন থেকে ভয় যায় না কিছুতেই তিনি আবার কানের এক্সরে করে দেখে, তবে নিশ্চিন্তি হলেন, কানের ভিতরে আর কিছু নেই। বার বার করে বিস্ময় প্রকাশ করতে থাকলেন - ঐটুকু কানের গলিতে পাঁচটা বল ঢুকলো কী করে!! বাচ্চাটার মাকে খুব ধমক লাগলেন বাচ্চার হাতে কেন থার্মোকালের বল দেওয়া হয়েছিল বলে। মা তো হাঁ, কস্মিনকালেও তিনি বাড়িতে থার্মোকলের বল ঘুরে-উড়ে বেড়াতে দেখেন নি। পরের দিন বাচ্চাটির প্লেস্কুলে গিয়ে বাচ্চাটির দিদিমণিদের জিজ্ঞাসা করে জানা গেল আগের মঙ্গলবার স্কুলে কোনো একটি বাচ্চার জন্মদিন পালন হয়েছিল তখন ডেকোরেশনের জন্য কিছু থার্মোকল কাটাকাটি হয়েছিল বটে, তবে সেইদিনই ওনারা সব কিছু বাচ্চাদের নাগাল থেকে সরিয়ে সব ধুয়েমুছে পরিষ্কার করে ফেলেছিলেন। বাচ্চাটার মায়ের হাঁ আর বন্ধ হয় না - মানে মঙ্গল থেকে রবি অতদিন বলগুলো বাচ্চাটার কানে ছিল!! আর সেই বাচ্চাও কানে শুনতে না পাওয়া, কানে ব্যথা হওয়া এসব কিছুর লক্ষণ দেখায় নি। এদিকে দিদিমণিরা ততক্ষণে সেই বাচ্চাকে ধমকধামক শুরু করে দিয়েছেন, ""কোথা থেকে পেয়েছ? কানে ঢুকিয়েছ কেন?'' অনেক জেরার পর সে জানাল - বন্ধু আয়ুষ্মান ঐ বলগুলো ওর হাতে দিয়ে বলেছে ""নোবডি শুড নো অ্যাবাউট দিজ''। তাই তিনি যত্ন করে গুপ্তস্থানে ওগুলো রাখার ব্যবস্থা করেছিলেন।
kumudini | ২৯ জুন ২০১১ ১৫:৫৬ | 122.160.159.184
তবে পাল্লিন,কমরেডদের আমরা বহু পেছনে ফেলে এসেচি,এখন বেশীগ্রীনদের সময়।
Bratin | ২৯ জুন ২০১১ ১৫:৫৩ | 122.248.183.1
নেতাই, যেদিন সিকি কে খেতে ডাকবে সেদিন কুমু দি, শ্রাবণী দি আর রাজদীপ কেউ ডাকবে। সব্বাই গুরু র জনতা।
Bratin | ২৯ জুন ২০১১ ১৫:৫২ | 122.248.183.1
আজকে আমার সাঙ্কিÄক আহার ২ পিস ইডলি আর ২ পিস বড়া। আর এক গ্লাস আখের রস।
Netai | ২৯ জুন ২০১১ ১৫:৫০ | 121.241.98.225
আকাশে মেঘের বিস্তার দেখে মনে হয় নিস্তার নেই আর। বৃষ্টির হাত থেকে। সৃষ্টিছাড়া চরম গরমের দিন নির্বাসিত এবার হবেই হবে। কিন্তুক হায়। বৃষ্টি কোথায়। আপেক্ষাই সার। কোলকাতার বরষন মুখর দিনগুলো দিল্লী আসবে কবে?
kumudini | ২৯ জুন ২০১১ ১৫:৪৩ | 122.160.159.184
গুড,গুড,পাল্লিন,গ্রেট লেডিজ ফিল অ্যালাইক।
আমারো এইরকমটিই হয়েচিল,এমনকি যে কানে তুলো ঢোকে নি,তাতে এট্টু ঢুকিয়ে নিলে বেশ ব্যালান্স পেতুম,এই চিন্তাও মাথায় এসেছিল।
til | ২৯ জুন ২০১১ ১৫:৩৭ | 124.169.21.247
আছ্চাউ কিছুদিন আগে এখানে গানের ওপারের কথা হতো খুব। কেউ কি Z টিভির ছোটি বহু দেখেন? এটা আম্মো বাড়িতে আফিং, everything comes to a standstill at 7.30 PM!
Bratin | ২৯ জুন ২০১১ ১৫:৩৬ | 122.248.183.1
কি সাঙ্ঘাতিক!! উপমান আর উপমিত কর্মধারয় তো জানে। এর পরে হয়তো বলবে 'অলুক বহুব্রীহি' সমাস ও জানে।
Bratin | ২৯ জুন ২০১১ ১৫:৩৪ | 122.248.183.1
পারমিতা ,পরের বার থেকে সাবধানে।
আচ্ছা, বোধি যে আমাকে বললো খেতে যাবে। সেটা কবে অ্যাঁ?
Kaju | ২৯ জুন ২০১১ ১৫:৩৩ | 121.244.209.245
অহো অহো ! উপমান ও উপমেয়-র মধ্যে কী নির্মেদ কাব্যময় হাদ্ধরাধরি !
P | ২৯ জুন ২০১১ ১৫:২৯ | 193.28.178.61
কুমু , আপনার এই এনডিটিভিসুলভ আপকো-ফির-ক্যায়সা-ম্যাহসুস-হুয়া কোচ্চেন জবাব আমি দোবো, নেতাইবাবু যা ই ভাবুন না কেন। কানের মধ্যে তুলো কি করে যেন চড়াইপাখি সম নাপানাপি করে। ঘুত্তে ফিত্তে খরখর , ফরফর! ব্যথা-বেদ্না কিচু নাই শুধু এক নিরন্তর প্রেমপাওয়া কিশোরীর মতন ফরফরানি। মনের মধ্য এক তারল্য এনে দেয় এমন ফরফরানি । তুলোহীনা আমি পরে সেটুকু বেশ মিস মতনও করেছিলাম।
কমরেড বোধি , হাত মেলান !
h | ২৯ জুন ২০১১ ১৫:১০ | 203.99.212.54
আমার ও একবার হয়েছিল। তবে লাকিলি তখন আমার সর্দি ও হয়েছিল। মিঠে সর্ধি, হোম ওয়েদারে যেটুকু না থাকলে বন্ড স্ট্রীটীয় অটাম জ্যাকেট মানায় না। প্রথমে হালকা বৃষ্টির মধ্যে কিছুক্ষন হাঁটলাম, হাঁচি এলো না। তার পরে 'হাই স্টেক বুক শপ' এ গিয়ে একটু বই টই নেড়ে পুনরায় বৃষ্টি তে পদচারাণা করলাম। তাতেও হাঁচি এলো না। দুপুর বেলা, মানে দেশে সন্ধে। ঐ সময়ে যক্ষিনী দেশে বিবিসি ওয়েদার চেক করতেন। ওয়েদার এবং আমার সম্ভাব্য ব্যভিচার তখন এসেমেস দ্বারা নিয়ন্ত্রিত হত। টেক্সট মেসেজ এলো, 'হেঁটে বেরিয়ে ঠান্ডা লাগিয়ো না।' এর মিনিট তিনেকের মধ্যেই, 'ফ্রেন্ডস অ্যাট হ্যান্ড' বলে একটা ঈষোদোষ্ণ অতি-শোভন পাবের মধ্যেই পরিত্রাতা হাঁচিটি এলো, তুলোর পুঁটুলি কান থেকে গলায় ট্রান্সফার নিতে বাধ্য হল। কারণ ঈশ্বর ও মেয়েদের বেশি ঘাঁটান না। এর পরে একটা এলিগ্যান্ট, মানে টিসু-চাপা-হাঁচি-মিশ্রিত-কাশি দিয়ে ভিজে ভিজে গুটুলিটি মুখনিশ্রিত হল, দ্য অ্যাডি্মসিবল একি্জত রুট। ব্রঃমার হাঁচিতে বিশ্ব সৃষ্টি হয়েছিল বলে এতটুকু হীনমন্যতায় ভুগিনি। একটা প্রশান্তি এলো, এইবারে আমার এলিগ্যান্ট কেসি পালের ফোল্ডিং ছাতাটি মাথায় খুলে মিনিট দশেক দূরের পাবের দিকে পা বাড়ালাম, তার নাম 'হাফ ওয়ে টু হেভেন।' চ্যারিং ক্রস এর সেন্ট মার্টিন্স এর উল্টো ফুটে;-)
সাম্রায্যবাদী ঋটেলার বুট্স থেকে আর কখনো কন খোঁচানি কিনি নি। এর পরে প্রকৃত লেবার সাপোর্টার এক গুজরাটি মুসলমান বন্ধুর 'লোকাল' স্টোরকেই আমি এর পর থেকে আমার এক্সক্লুসিভ কানে্খাঁচানি-নাকফ্যাঁচানি এবং অন্যান্য প্রোটেটিভ অ্যাকসেসরিজ সাপ্লাই এর বরাত দেই।
dd বুঝেছি, ইউরেকা ফোরে্ব্সর শিকার আপনরা। এর একটা সরল উপায় আছে, একখান দামী কর্পেট ক্রয় করুন, ভ্যাঃ ক্লীঃ রোজ ব্যবহার হবেক! এই দেশেও ইউ ফোরে্ব্সর আদলে roof restorer কোম্পানী আছে। সবই তো সিমেন্ট টালির ছাদ। বোঝাবে কত কি। তারপর ছাদে উঠে কিছু টালি নিজেরাই ভাঙ্গবে, আপনি থোড়ি টের পাবেন। ব্যস, মুরগা হয়ে গেলেন, ঐ টালি পালটাবে আর ছদে অহেতুক পেন্ট করবে, আপনার পার্স তোমধ্যে কিছু হালকা, ভালমতোনই। --- P ম্যাডাম, আরে আপনি দুঃখ করেন না। এই শর্মা গলায় মাছের কাঁটা ফুটিয়ে GA নিয়ে OT অবধি ঘুরে এসেছে। কোন একটা টইতে সে ইতিহাস লিপিবদ্ধ আছে।
Netai | ২৯ জুন ২০১১ ১৪:৫৩ | 121.241.98.225
কুমুদি সিরিয়াসলি খিল্লি করছে
kumudini | ২৯ জুন ২০১১ ১৪:৩৯ | 122.160.159.184
না,না,আমি তো ব্যাপার্টা অত্যন্ত সিরিয়াসলি নিইচি।
আমি অবশ্য চুলের কিলিপ দিয়ে কান খোঁচাই,তবু-কানের মদ্যে যখন তুলোটুকু আটকে ছিল,তখন তোমার কী রকম বোধ হচ্চিল?
Kaju | ২৯ জুন ২০১১ ১৪:৩৭ | 121.244.209.245
'প্রথমে কান্নার স্রোত বয়ে যাবে, বুজেচিস তো লালু, আর শেষে আছে হ্যাপি এন্ডিং' - পুলক ঘোষাল ইন বো বো।
যে কোনো বাডেই এ জিনিসটা হবার চান্স পোবোল, আমার বাড়িতে যে কয়েক গুচ্ছ আছে, টেপের হেড ক্লিন করতেই লাগিয়ে দি। কানে দিয়ে একবার আম্মো অমন ফেঁসিচিলুম।
siki | ২৯ জুন ২০১১ ১৪:৩৪ | 123.242.242.16
আয়ে- হা-য়ে!!
এভাবেও ফিরে আসা যায়!
P | ২৯ জুন ২০১১ ১৪:২৯ | 193.28.178.61
মন্দলোকে বল্বেন না যেন পাল্লিনবুড়ি তুশ্চু ভ্যাকামের কথা বলতে গে হুঁদো হুঁদো গপ্প ফাঁদে। এই এক প্যারার সারাদিনের গপ্পের মধ্যে নুকিয়ে আছে অনেক ব্যথা , বেদনা , তু-তু-ম্যয়-ম্যায় ,ছলো ছলো চোখ , এবং সবের শেষ এক লেবানীজ দোকানে ঢুকে পেটপুরে খাওন এবং সন্দেবেলায় একটি সিনিমা। তখন জীবন ছিল অন্যরকম !
** সশব্দে দীর্ঘশ্বাস এবং যবনিকা পতন !
P | ২৯ জুন ২০১১ ১৪:২৩ | 193.28.178.61
একবার পোড়া ডুবলিনে সক্কালবেলায় তুলোজড়ানো কাটি(যাকে শউরেরা বাড না কি বলে) দে কান পোস্কার কত্তে গে এমন আরামবোধ হতে লাগলা যে আমি কানের মধ্যে কাটি ঘোরাতেই থাকলুম, চোখ ক্যালেন্ডারের শিবের মতন আধবোজা, মুখটা স্লাইট খোলা , গা-পা কেমন আলগা আলগা ! এমন করে খানিক সময় কাটিয়ে যখন কার না কার(পড়ুন পরের ব্যাটার!) খেঁকানি খেয়ে কাটি কান থেকে বের কল্লুম তখন শুদু কাটি ই বেরিয়ে এলো। তুলোটুকু রয়ে গেল কানের কোন্দরে। তাপ্পর টুইজার-ফুইজার হেরে ভুত , শেষকালে পরের ব্যাটার মাথায় দুর্বুদ্ধি এল ভ্যাকাম ই হবে এর একমাত্র দাওয়াই !হে পাঠক , কল্পনা করুন তাপ্পর কী হল। ভ্যাকামের সরু নল আমার কানের কাচে চেপে ধরি আর ছাড়ি ..... বেশিক্ষণ নয় , কানের পর্দা ফেটে যেতে পারে ! কিন্তু হায় , তুলো যে গ্যাঁট তো সে গ্যাঁট! অতঃপর বসকে ফোন , সিক লীভ , প্রথমে ডাকতারখান , আবার টুইজার নে কারিকুরি , আবার ফেলিওর , A&E তে রেফারাল , গাড্ডি চালিয়ে হা সেই ইয়ার অ্যান্ড আই হাসপাতাল , ইমার্জেন্সির লোকের আমার কেস দেখে তাচ্ছিল্য , তিনঘন্টা পরে ডাক এবং এক সারক্যাস্টিক দিশি কানস্পেশালিস্ট ডাকতার , আবার সেই টুইজার এবং মাচ-অ্যাওয়েটেড সাকসেস !!
dd | ২৯ জুন ২০১১ ১৪:১৪ | 124.247.203.12
ল্যাপটপের দুই ডালায় ধারালো ছুরি বসিয়ে নিয়ে যৎসামান্য প্রচেষ্টাতেই পুদিনা পাতা থেকে সুপুরী সবই কাটা যায়। আর উল্টো বাগে চেপে ধরে ভেজিটেবিল কাটিং প্লেট হিসাবেও কাজ চলে।
dukhe | ২৯ জুন ২০১১ ১৪:০০ | 122.160.114.85
মন দিয়ে একঘণ্টা গুরু করুন । এবার কেচে শুকোনো জামা ঠিকঠাক ভাঁজ করে তার ওপর গরম ল্যাপটপ চাপা দিন । কিছুক্ষণ রাখুন । দিব্বি ইস্ত্রি হয় ।
dd | ২৯ জুন ২০১১ ১৩:৫৫ | 124.247.203.12
বাড়ীতে ছানা পোনা কিছু নেই, সবাই ধেড়ে। বাড়ীতে কোনো শিশু অতিথি এঅসেছে? তো চিন্তা কিসের। ভ্যা ক্লী'র সব কটা অ্যাটাচমেন্ট শিশুটির হাতে তুলে দিন, দিব্বি আমোদে তার সময় কেটে যাবে।
আমার ভ্যাক্লী তো চলে,চালালেই চলে। তালে আমি সরল/গোলগাল নই!
dd | ২৯ জুন ২০১১ ১২:৫৭ | 124.247.203.12
এগারো খানা টই থাকে লেটেস্ট টইএর লিস্টিতে।দেখে খুব খুসী হলাম যে তার মধ্যে প্রায় গোটা সাতেক পদ্য নিয়ে।
আর তিল স্যারকে,আমার ভ্যাকাম ক্লীনারটিও নিতে পারেন, চাইলে না হয় আমি ই কিছু খাইয়ে দেবো।
বাঙালী গেরস্থর ঘরে ঘরে একটি করে ভ্যা ক্লী। কেউ,কেউ ই ইউজ করেন্না। কিন্তু সকলের ই আছে। ডেফিনিটলি একটা গোদা কনস্পিরেসি থিওরীর ব্যাপার,একটি চতুর এম এন সি ও তার শিকার সরল গোলগাল শহুরে বাবুরা।
ভালো কথা দ্রি অনেকদিন আসেন্না, এলিয়েন রা ধরে নিলো নাতো?
একটা Dell ডেস্কটপ কিনে কি বিপত্তি। রিফান্ড দেবে বলে এখন বেঁকে বসছে। আচ্ছা ওরা যে রেকর্ড করে কনভার্সেশান, ওটা কি tamper করতে পারে? ফোনে কমিট করেছিল, পাক্কা। আমি ওদেরকে Fair trading (কন্জুমার অ্যাফেয়ার্সে) তুলবো। প্রমাণ বলতে case no. দিয়েছিল call centre এর ছেলেটি।
til | ২৯ জুন ২০১১ ১২:৪৯ | 165.12.252.211
সিকি, ভ্যাক্যুয়াম ক্লীনার এখানে। তবে ব্রাহ্মন্সন্তানকে এমিন্তেই খাওয়ানো যাবে। কিছুটা পাপ কমবে অন্তত। আপনাকে ধন্যবাদ, আজকাল ফ্রীতে কেউ এক বোতল হাওয়াও দিতে চায় না দেখি!
dukhe | ২৯ জুন ২০১১ ১২:৩৯ | 122.160.114.85
সেদিন ডেউয়া দেখলাম । কেনার আগে খেয়ে দেখি সাংঘাতিক টক । কাটিয়ে দিলাম । মালটা কি অমনই হয় ?
আর কুমু কে তো সত্যি ক্ষী সুন্দর দেখতে ছিলো, ক্ষী লম্বা বেনী, শার্প মুখ।যাগ্গে, আমার্তো দিব্বি লেগেছে।
siki | ২৯ জুন ২০১১ ১২:২৬ | 123.242.242.16
সবার দ্বারা কী সব হয়? আমার সামসুংয়ের ওয়াশিং মেশিন। ঢাকনাটা খানিকটা ভেঙে গেছে, কিন্তু জিনিসটা চলে অসাধারণ। আমার বন্ধুর সামসুংয়ের টিভি, কেনার মাসখানেক পর থেকেই স্ক্রিনে একটা বড় কালো প্যাচ, সে আর যায় না, সামসুং থেকেও কেউ আসে না দেখতে। গালাগাল দিয়ে, বাবা-বাছা করেও লাভ হয় নি। এখন তারা ঐ প্যাচি টিভিই দ্যাখে।
আর তিলবাবু, ভ্যাকুয়াম ক্লিনার কেনার আগে আমায় কইলেন্না? আমি একটা ভ্যাকুয়াম ক্লিনার কিনেছিলাম ছ-সাত বছর আগে। দু একবার ব্যবহারের চেষ্টা করে রণে ভঙ্গ দিয়েছি। সেটা সযত্নে তুলে রাখা আছে সবরকম চোঙাসমেত। ইউরেকা ফোর্বস। ফিরিতে দিয়ে দিতাম। একবেলা খাইয়ে দিলেই হত।
dukhe | ২৯ জুন ২০১১ ১২:১৯ | 122.160.114.85
আম্মো ওটা মন দিয়ে পড়ি । কন্যা মায়ের কাছে ধমকধামক খেয়ে মাঝেমধ্যেই এসে বলে - বাবা, তুমি আরেকটা বিয়ে কর । দেখি ।
til | ২৯ জুন ২০১১ ১২:১৮ | 165.12.252.211
কুমুবেন, সেরেছে। আমি যে সামসুঙ ফ্রীজ কিনে বসেছি (কলকাতায়)। কারণ শুনলে লোকে হাসবে, রঙ্গীণ ফ্রীজ পছন্দ নয় আর কেবল এদেরই সাদা ছিল!
সিকি ও নেতাইকে ধন্যবাদ। আমি এলজিই কিনবো তাহলে। (তবে হ্যাঁ, একখান ওয়াশিং মেশিন কিনেছি বটেক, Mielle, একেবারে নিশব্দ। সঙ্গে একটা ফ্রী ভ্যাক্যুআম ক্লীনার ফ্রী। আগের Hoover ১৭ সাল চলেছিল; শেষে বেল্ট যায় ছিঁড়ে, তাও পরে জানতে পারলাম নতুবা চলতো) আবার thank u).
dukhe | ২৯ জুন ২০১১ ১২:১৭ | 122.160.114.85
না না অজ্ঞানতায় আবার অহংকার কিসের ? সিভি লিখতে গেলেই টের পাবেন ।
siki | ২৯ জুন ২০১১ ১২:১৬ | 123.242.242.16
এদিকে ছুটির্দিনে আমার ম্যাট্রিমোনিটাই পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। কত কিছু জানা যায়, শেখা যায়, বিনা সফটোয়্যারেই নিজের ডাউরি ক্যালকুলেট করে ফেলা যায়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন