পরের জিনিস ঝেঁপে দিয়ে বাঙালির গর্বের জিনিস বলে চালানোর আরেকটা উদাহরণ হল ছৌ নাচ। রাস্তায় যে কাউকে ধরে জিজ্ঞেস করো, বলবে ছৌ নাচ বাংলার গর্বের জিনিস। পুরুলিয়াতে বানানো হয়। ঃ)
Kaju | ০১ জুলাই ২০১১ ১৬:৩৩ | 121.244.209.245
ক্ষ-দা, নাটস্ নামটা আমার ভারি পচন্দ হইচে। আচ্ছা বাই এনি চান্স আপনিই কি সেই মধ্যবাবু? ঃ-)
Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:৩৩ | 122.248.183.1
বোধির খালি শক্ত শক্ত বই। কেন তুমি প্রভাংশু মাইতি, কিরণ চৌধুরী বা কল্যাণ চৌধুরী র বই পড়ো নাই?
lcm | ০১ জুলাই ২০১১ ১৬:৩২ | 69.236.183.118
ধীরেন বাস্কে - কে?
x | ০১ জুলাই ২০১১ ১৬:৩২ | 193.200.150.82
ধের মশয় আপনারে কে কইল।
siki | ০১ জুলাই ২০১১ ১৬:৩২ | 123.242.248.130
আর সব ছেড়ে বাপ মা বাচ্চাদের ইতিহাস পড়াতেই বা যাবে কেন, য়্যাঁ? দেশে কি সাবজেক্টের অভাব পড়েছে, না রসগোল্লার টেস্ কমে গেছে? ইতিহাস বইতে ছিল, তাও সিধোকানহুর নাম শোনে নি বলে খিল্লি ওড়াচ্ছো, বলো দেখি সাজাহানের সময়ে কোন পর্যটক ভারতে এসেছিলেন? জয়পরমেশ্বরবর্মদেব কোন ডাইন্যাস্টির রাজা ছিলেন, চোল, চালুক্য না বাহমনী? গুগুল না করে বলো তো চৌরিচৌরার ঘটনা কত সালে হয়? জালিয়ানওয়ালাবাগ কত সালে হয়?
সবই তো ইতিহাসে পড়েছো। সব কি মনে রাখা যায়? কলকাতা বা তার আশেপাশে থাকা লোকজন ছাড়া বাকি বাঙালি কিন্তু সিধো কানহু ডহরের নাম না-ও শুনে থাকতে পারে। অনেকেই তো সিধু-কানু বলে।
Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:৩০ | 122.248.183.1
হমম, lcm দা, নেতৃত্ব বলে একটা ব্যাপার থাকবে তো? না হলে তো টিম মেম্বার দিয়েই সব কাজ নেমে যেত নাকি?
lcm | ০১ জুলাই ২০১১ ১৬:৩০ | 69.236.183.118
অ্যাই! আমি এখন অন্তত ঠাকুরঘরে কলা... নই। এখন কাজে নয়, এখন ঘুমে ফাঁকি মেরে আড্ডা দিচ্ছি।
h | ০১ জুলাই ২০১১ ১৬:৩০ | 203.99.212.54
বেসিক ইতিহাস প্রচন্ড বাজে পড়ানো হয়। ধীরেন বাস্কে র যে বই সেটা অত্যন্ত সোজা এবং ভালো বই। সেইটা আমি রাজনীতি করার আগে পড়ি নি। এটা ইজিলি স্কুলে র্যাপিড রিডার হিসেবে পড়ানো যেত। সাহিত্যে র্যাপিড রিডার থাকতে পারে, সোশাল সায়েন্সে কেন থাকে না জানি না।
আমি রাগতে যাব কেন? বাঙালী হিসাবে আমি গর্বিত। কাজেই কোন বাঙালী কে কাঠি করতে দেখলে ( তাও বাঙালীর গর্বের জিনিস নিয়ে) একটু অভিমান হয়। এই অবধি ই। আমি যাকে বলে 'খুল অ্যাস কিউক্যাম্বার'!!
x | ০১ জুলাই ২০১১ ১৬:২৮ | 193.200.150.82
বাঃ ক্লাসিক "ঠাকুরঘরে..." ইত্যাদি!
lcm | ০১ জুলাই ২০১১ ১৬:২৭ | 69.236.183.118
আড্ডা ব্যাপারটা - সব জাতেই আছে। তবে কাজে ফাঁকি মেরে আড্ডা সব জায়গায় দেওয়া যায় না।
Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:২৬ | 122.248.183.1
x , আপনাকে কি আমি চিনি? না চিনলে ব্রতীন নামটাই আমার পছন্দ।
lcm | ০১ জুলাই ২০১১ ১৬:২৫ | 69.236.183.118
বোতিন - বলি ব্যাপারটা কি? জ্যোতি, বুদ্ধ, মমতা - এরা সব করে দেবে? মানুষ নিজে কুছু করবে না। শুধু ওরা করে দেয় নি বলে গাল পারবে! এ ভালো কথা নয় বাপু। ..
siki | ০১ জুলাই ২০১১ ১৬:২৫ | 123.242.248.130
ব্রতীন রেগে গ্যাচে। আমার উদ্দেশ্য সার্থক ঃ-)
ব্রতীন, আমি রসগোল্লা খেতে পেলেই খুশি। আরও খুশি হই পান্তুয়া লেডিকেনি খেতে পেলে। ওড়িশায় জন্মালো কি কলকাতায়, তাই দিয়ে আমার কিসুই এসে যায় না। ওড়িশাও আমার জায়গা নয়, কলকাতাও নয়।
Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:২৪ | 122.248.183.1
lcm দা, বাঙালীর আড্ডা। এটাও ইউনিক। আর কোন জাতি এত সময় নষ্ট করে প্রাণের আদান -প্রদান করে না। আর সময় সুযোগ পেলেই বেড়াতে যাওয়া!! সেটাও!!
x | ০১ জুলাই ২০১১ ১৬:২৩ | 193.200.150.82
নামে যাঁর নাট্স তিনিই নাট্স বাবু।
আর সিংহমশাইও দেখছি স্পোর্টিংলি নিচ্ছেন না।
siki | ০১ জুলাই ২০১১ ১৬:২৩ | 123.242.248.130
নাট্সবাবু,
ডিঃ মঃ হল ডিসক্লেইমারঃ মস্করা।
বোzলা?
siki | ০১ জুলাই ২০১১ ১৬:২২ | 123.242.248.130
নাটসবাবু বড়ই নাট্স ঃ-)
Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:২১ | 122.248.183.1
তবে আমাদের এই 'তেমন শিক্ষিত নন' মুখ্যমন্ত্রী 'বিদেশে শিক্ষিত' সেই প্রয়াত মুখ্যমুন্ত্রী র থেকে শতগুণে ভালো। কারন তিনি রাজ্যের সাধারণ লোকের জন্যে কিছু করছেন। আন লাইক অ্যাদার!!
Kaju | ০১ জুলাই ২০১১ ১৬:২০ | 121.244.209.245
সিকি, ইয়ে ডিঃ মঃ আখির হৈ ক্যা?
lcm | ০১ জুলাই ২০১১ ১৬:২০ | 69.236.183.118
এইই নাট্স বাবু কে?
x | ০১ জুলাই ২০১১ ১৬:১৯ | 193.200.150.82
নাট্স বাবু - "খিল্লি সবাই চাই, স্পোর্টিংলি নিতে হবে'।
lcm | ০১ জুলাই ২০১১ ১৬:১৭ | 69.236.183.118
বাঙালীদের কয়েকটা জিনিস সারা ভারতের পরিপ্রেক্ষিতে ইউনিক। যেমন, বাংলা বই, অন্য কোনো আঞ্চলিক ভাষায় এত বই পাওয়া যায় কি না জানি না। এত লেখক, এত বিষয়, এত বই । হিন্দী-কে ঠিক আঞ্চলিক ভাষার মধ্যে ধরছি না।
Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:১৭ | 122.248.183.1
সিকি, আমি ও ই বই টা থেকে লাইন বাই লাইন লিখেছি । তার পর যা ভাববে সেটা তোমার ব্যাপার!! ঃ-))
কাজু, আসল ব্যাপার টা বুঝলে না, ২৩০ টা আসন পাওয়া, রাজ্য থেকে ধুয়ে মুছে যাওয়া, তারপরে মমতার সুন্দর রাজ্য চালানো, পাহাড় সমস্যার সমাধানের দিকে এক ধাপ ( যেটি বাম সরকার করতে পারেন নি n সংখ্যক কারণে), সিঙ্গুর সমস্যা সমাধানের দিকে।
তাহলে এই কোনঠাসা লোক গুলো কী নিয়ে বলবে? কাম অন!!
siki | ০১ জুলাই ২০১১ ১৬:১৩ | 123.242.248.130
হ্যাঁ কমরেড, ইতিহাসকে অবহেলা করবেন না। দরকার হলে নিজের পছন্দমত ইতিহাস পড়বেন, যাতে নিজের বাংলা গৌরবান্বিত হয়। অন্য বইতে যদি লেখাও থাকে রসগোল্লা ওড়িশাতে তৈরি, তা হলেও সেই ইতিহাস বইই রেফার করবেন যেখানে লেখা আছে রসগোল্লা কলকাতায় তৈরি। ঃ-)))
ডিঃ, মঃ
lcm | ০১ জুলাই ২০১১ ১৬:১২ | 69.236.183.118
হে হে, ন্যাড়া, না মানে, সন্ধেবেলা একচোট ঘুমিয়ে নিয়ে এখন মুশকিল হয়েছে। ঘুম ছুটেছে। নাহ, এবার না ঘুমোলে। কাল অবশ্য লং উইকেন্ডের আগের শুক্কুরবার, আপিস ৩টেয় ছুটি।
lcm | ০১ জুলাই ২০১১ ১৬:১০ | 69.236.183.118
গণশক্তি তো খবর ছেপেছে, একটু সমালোচনা করেছে। আনন্দবাজার এটা খবর করে নি।
দু পক্ষই যা মনে হয়েছে তাই করেছে। বেশ করেছে। অ্যালাইনমেন্টটা ওদেরকে ঠিক রাখতে হবে - কাগজ ছাপানোর পয়সা, রিপোর্টারদের মাস মাইনে আমরা দিই না।
x | ০১ জুলাই ২০১১ ১৬:০৮ | 193.200.150.82
খিল্লির ব্যাপার নিয়ে খিল্লি হবে সেটাই এখানকার দস্তুর না? নাকি গায়ে "হুল' ফুটছে?
দে-দি, মাঝামাঝি আছে তো। উনি রাষ্ট্রবিজ্ঞান জানেন, সমাজনীতি জানেন, আবার অন্য দিকে অ্যাটোমিক থিওরি জানেন না, অর্গ্যানিক কেমিস্ট্রির রিয়্যাকশনের মেকানিজম জানেন না, লিবনিজ ফরমুলা জানেন না, সি প্লাস প্লাস জাভা জেটুইই কোড লিখতে জানেন না, ওয়াটারফল মডেল বা স্পাইরাল মডেল-ও জানেন না। ঃ-)
লসাগুদা, ঠিক তাই। এটাও যদি অনবধানবশতঃ ভুল হয়, ভালো কথা। তাহলে মেহনতী মানুষের কাগজেরই বা তা নিয়ে এত খিল্লি ওড়ানোর কি আছে? মিটে গেল।
Bratin | ০১ জুলাই ২০১১ ১৬:০২ | 122.248.183.1
হে কমরেড এবং কমগ্রীন বন্ধুগন , ইতিহাস কে অবহেলা করেই আজ আমাদের এই অবস্থা। প্রত্যেক ছেলে মেয়ে র সবার আগে নিজেদের ইতিহাস পড়া উচিত।
lcm | ০১ জুলাই ২০১১ ১৫:৫৫ | 69.236.183.118
মাধ্যমিকের সিলেবাসে তো কত কিছু থাকে। লোকের মনে থাকে নাকি। ওরকম ভুলভাল হয়।
lcm | ০১ জুলাই ২০১১ ১৫:৫৩ | 69.236.183.118
এগজ্যাক্টলি কাজু, প্রমাণ হয় যে জনতা অনেক ভুলভাল জিনিস বলে/জেনে থাকেন।
de | ০১ জুলাই ২০১১ ১৫:৫১ | 59.163.30.4
কাজু, সেই পুরানো বুলিয়ান -- হয় ভগবান, নয় শয়তান -- হয় তিনো নয় সিপিয়েম -- হয় সব জানেন নয় কিছু জানেন না -- মাঝামাঝি কিছু নাই নাকি?
Netai | ০১ জুলাই ২০১১ ১৫:৪৯ | 121.241.98.225
আমার এক বাঙালী কলিগকে (কলি তে নিজস্ব গৃহ) কেসটা শোনাচ্ছিলাম। আমার খানিক জুনিয়র। তো আমাকে পুরোটা শোনানোর পর আবার এক্ষপ্লেন করে দিতে হল। -সিধো আর কানহো সাঁওতাল বিদ্রোহের দুই নেতা। -ডহর মানে রাস্তা। এইরকম করে। কি মুস্কিল। সব শোনার পর কি হাসি। ইচ্ছে করছিল মাথায় চাঁটি মারি।
lcm | ০১ জুলাই ২০১১ ১৫:৪৮ | 69.236.183.118
এটা h ঠিক বলেছো। মমতা অজ্ঞানতাবশত ভুল বলেছেন, অনেকেই বলেন - এর থেকে বিগ ডিল হল পলিটিক্যাল কারেক্টনেস্। অ্যাকচুয়ালি কারেক্টনেস্ নয় - অ্যালাইনমেন্ট - সবাই কোনো দিকে ঝুঁকে আছে, স্লাইটলি হেলে, বেঁকে আছে।
Kaju | ০১ জুলাই ২০১১ ১৫:৪৭ | 121.244.209.245
এই তো বোতিন্দা বলেছে ঠিক। নাইনের বইতে তো পড়েছিলাম না? আমি তো ইতিহাস বইয়েই জেনেছিলাম। বেলেঘাটারটা তো যাতা ভুল যদি বলে থাকেন, ওটা জানি না দাদা। এইটার ব্যাপারেই বলছি। ঃ-)
আর লসাগুদা, ঐ স্যাম্পেলের ব্যাপারটা? ও লোককে তো জবাফুলের রং কি জিগেস করলেও ভুল বলে দেখেছি, সঙ্গীত বাংলায় ওরম টাইপের কি একটা হয় পোগ্রাম, তাতে। তাহাতে কি আর প্রমাণ হয়?
Bratin | ০১ জুলাই ২০১১ ১৫:৪২ | 122.248.183.1
আমাদের সময় মাধ্যমিকে প্রশ্ন আসতোঃ সাঁওতাল বিদ্রোহের দুই নেতার নাম লেখো।
h | ০১ জুলাই ২০১১ ১৫:৩৮ | 203.99.212.53
এলি্সএম, সমস্যাটা হল, এখন ব্যাপারটা এমন জায়্গায় চলে গেছে যে মমতা কিছু জানতে নাই পারেন, এটা মমতা জানেন এবং আর সকলেও জানে। কিন্তু কেউ বলছেনা, যে আগে বলছে সে গাল খাবার ভয়। এই যেমন এখন হচ্ছে। রাজনৈতিক-সাংবাদিকতা এখন একটি বিচিত্র পোকার গেম। সকলেই অপেক্ষা করে আছে অন্যের উপর কখন আক্রমণ আনা যাবে, বেসিক ইনে্ফা মারো গুলি। 'অপিনিয়ন' আর হার্ড ফ্যাক্ট আলাদা করা কঠিন হয়েছে বলেই উইকিলিক্স পপুলার হয়েছে। just as a contrast.
h | ০১ জুলাই ২০১১ ১৫:৩৩ | 203.99.212.53
তাতো বটেই। 'কান্ডজ্ঞান' জিনিসটা আমরা জানি এই সব মিডিয়ার পরিচালকে্দর প্রিয় এবং ঘনিষ্ঠ। কেবল 'বিশ্বস্ত সূত্র' আর 'নাম প্রকাশে অনিচ্ছুক সিপিএম রাজ্য কমিটির সদস্য' আর 'রাজনৈতিক মহল' এর থাকে।
lcm | ০১ জুলাই ২০১১ ১৫:৩২ | 69.236.183.118
*বেলেঘাটা অনশন
lcm | ০১ জুলাই ২০১১ ১৫:৩১ | 69.236.183.118
ঠিক আছে স্যাম্পেল নাও। ধর্মতলায় দুপুরে দাঁড়াও - ১০০ জনের স্যাম্পেল। ধরে ধরে জিগ্গেস করো তিনটে প্রশ্ন, রবীন্দ্রনাথ কত সালে মারা যান। গান্ধীজি কত সালে অনশনে বসেন। সিধু-কানু কে?
দেখবে , দেখবে...
lcm | ০১ জুলাই ২০১১ ১৫:২৮ | 69.236.183.118
এই কাজুবাদাম যে কি বলে। বারো বছরের খোকা সিধু-কানু জানে, ইতিহাসে পড়েছে। ধুস্।
x | ০১ জুলাই ২০১১ ১৫:২৮ | 193.200.150.82
বা এই যে একটা ছবি গণশক্তি ছেপেছে - একটু আগে লিংক আছে...সান্ত্বনা দেওয়ার ছবি?
x | ০১ জুলাই ২০১১ ১৫:২৭ | 193.200.150.82
নাট্স বাবু - রবিঠাকুর যে ৪১ সালে ফৌত হয়েছিলেন সেটাও বারো বছরের খোকা যে ইতিহাস পড়ে সে জানে। উনি জানতেন না সেটা আপনার আবাপ-তেই ডকুমেন্টেড!
Kaju | ০১ জুলাই ২০১১ ১৫:২৫ | 59.163.201.173
এঃ দে-দি পুরো ভুল বুঝলো!
উনি জানেন কি জানেন না, সেটাই তো কোশ্নো। উনি জানেন না এটা মানা বড় কটিন। এট্টা বছর বারোর খোকা ইতিহাস বই পড়ে যা জানে, উনি জানবেন না এটা হয়? ভুলটা যে কে বলেছে সেটা জানা নেই বলেই তো এত সমস্যা। কনফিউসান ইজ ক্রিয়েটেড মেনলি থ্রু মিসকমিউনিকেশান। আর হ্যাটা? ওনাকে? ঘাড়ে মাথা কারো একটি বই দুটি নাই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন