এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ০৭ জুলাই ২০১১ ১০:১৪ | 121.241.98.225
  • বিশ্বাস বাবুর অভিধান আগেই পেয়েছিলাম। অনেক শব্দ খুঁজে পাইনি ওখানে।
  • Netai | ০৭ জুলাই ২০১১ ১০:০৭ | 121.241.98.225
  • কিন্তু যুক্তাক্ষর গুলো কি বাজে ভাবে লেখা। শব্দ জানা না থাকেলে খুঁজে পাওয়া মুশকিল।
  • Du | ০৭ জুলাই ২০১১ ১০:০৭ | 71.97.75.107
  • দিল্লী এয়ারপোর্ট দেখে সুপার ইমপ্রেসড। আর কিংফিশারের গ্রাউন্ড স্টাফও খুব ভালো।
  • Sibu | ০৭ জুলাই ২০১১ ১০:০১ | 107.25.229.29
  • ধুস্‌স্‌স্‌, আমার দেখা সবচেয়ে বাজে অ্যারপোর্ট হল গে অ ক্লেয়ার। সেখেনে হ্যান্ড সিগন্যাল দিয়ে প্লেন নামাত।
  • byaang | ০৭ জুলাই ২০১১ ০৯:৫৭ | 122.172.245.22
  • কোলকাতার এয়ারপোর্টটাও ইকুয়ালি বাজে। কোলকাতা এয়ারপোর্টের স্টাফগুলো আরো বাজে এবং অসভ্য।
  • Sibu | ০৭ জুলাই ২০১১ ০৯:৫৭ | 107.25.229.29
  • আজকে বোতীন নেই কেন? টই জমছে না তো।
  • siki | ০৭ জুলাই ২০১১ ০৯:৫২ | 123.242.248.130
  • ক্ষী যে বলে!
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ০৯:৫১ | 112.133.206.18
  • মৃদঙ্গম বা ঘটম
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ০৯:৫০ | 112.133.206.18
  • চেন্নাইয়ের অ্যারপোর্টটা তো বেশ। কলকাতার মতই ঘরোয়া। রাপ্‌চাক ব্যপার স্যাপার নেই। লো ভলিউমে মৃদঙ্গম বাজে সারাক্ষণ। আর হিগিনসবথামের একটা আউটলেট আছে। দিব্যি সময় কেটে যায়।
  • byaang | ০৭ জুলাই ২০১১ ০৯:৪৭ | 122.172.245.22
  • হ্যাঁ কলম্বোর ডাইরেক্ট ফ্লাইট ছিল তো বছর দুয়েক আগেও ছিল, এখনো সেটা চালু আছে কিনা, জানি না।
  • byaang | ০৭ জুলাই ২০১১ ০৯:৪৬ | 122.172.245.22
  • অ্যাই না না এখন দিল্লি কিছুতেই না। দিল্লি যাব দিওয়ালির সময়, আমি আর ছানা। তখন বানিয়ে দিস। তখনও পাঁচদিনের ছুটি। বেসিক্যালি আগ্রা যাব। তবে দিল্লিতেও দিন দুয়েক থাকার ইচ্ছে আছে, ছেলেকে দিওয়ালিমেলা দেখাতে চাই, সে ছোটবেলায় দেখেছে কিন্তু তখন তার কয়েক মাস বয়স ছিল। আর সে এখন বিরিয়ানির ভক্ত হয়ে উঠেছে, তাই দিল্লিতে তখন থাকতেই হবে।
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ০৯:৪৪ | 112.133.206.18
  • লুরু থেকে কলম্বো আর মালদ্বীপ ডাইরেক্ট ফ্লাইট আছে না?
  • byaang | ০৭ জুলাই ২০১১ ০৯:৪২ | 122.172.245.22
  • থ্যাংকু থ্যাংকু।
    বাবাগো, মাগো, আন্দামান দেখে ফেরার পথে আবার সেই চেন্নাই যেতে হবে শুনেই ঃ-((
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ০৯:৪১ | 112.133.206.18
  • সিকিকে আইটিনারারি বানাতে দিলে ছ'দিনের মধ্যে তিনদিন দিল্লি ঘোরাবে। পাক্কা। ;-)
  • siki | ০৭ জুলাই ২০১১ ০৯:৩৯ | 123.242.248.130
  • ইটিরিনারি বানিয়ে দেব।

    তোমায় কিন্তু চেন্নাই থেকে প্লেন ধরতে হবে। কেবল চেন্নাই আর কলকাতা অ্যারপোর্ট থেকে পোর্ট ব্লেয়ারের প্লেন ছাড়ে।

    আন্দামানে ল্যান্ড করা থেকে ফেরত যাবার আগের রাত্তির পর্যন্ত ছদিন ধরে বানিয়ে দেব।
  • byaang | ০৭ জুলাই ২০১১ ০৯:৩৩ | 122.172.245.22
  • আমায় একটা মাপমতন আইটিনারি বানিয়ে দিবি? তোর টইটা পড়তে বসলেই এমন বুঁদ হয়ে যাচ্ছি যে কোনটা ছাড়া উচিৎ আর কোনটা দেখা উচিৎ, বুঝতে পারছি না। আর হ্যাঁ, যাত্রা শুরু ও শেষ দুইই লুরু, ছোট্ট করেও কোলকাতায় একবেলা মাছের ঝোলভাত খেয়ে আসার চান্স নেই বললেই চলে। কারণ অত ছুটি নেই।
  • siki | ০৭ জুলাই ২০১১ ০৯:২৪ | 123.242.248.130
  • বৃষ্টি পাবেই। বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে হবে। নভেম্বর পর্যন্ত ওখানে বৃষ্টি চলে। সেইজন্যেই কেবল ডিসেম্বর জানুয়ারি ওখানে পিক সিজন।

    তবে আন্দামান সত্যিকারের দূষণমুক্ত জায়গা, ওখানে ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজলেও ঠাণ্ডা লাগে না। কোনও প্রবলেম হয় না। স্পেয়ার জামাকাপড় নিয়ে যাও।

    ছদিন কেন, পনেরোদিনও কম সময়, যদি আন্দামান এক্সপ্লোর করতে চাও। তবে চাইলে ছদিনেও যা হয়ে যাবে তা কোনও অংশে কম নয়।
  • byaang | ০৭ জুলাই ২০১১ ০৯:০৬ | 122.172.245.22
  • খুব বেশি বিষ্টি পাব না তো এখন গেলে? আর ছয়দিন কি যথেষ্ট সময় আন্দামান দেখার জন্য?
  • byaang | ০৭ জুলাই ২০১১ ০৯:০৫ | 122.172.245.22
  • আর অচিন্টিকে হাতের কাছে পাই একবার, ওকে ভাঙা কাঁচের টুকরোর উপর শরশয্যায় যদি না শুইয়ে রেখেছি!! আমাকে না নিয়ে যাওয়ার ফল! আর কাচ য়ের মাথায় ( ঁ ) বসালে তবে সেটা কাঁচ হয়, তবে লোকে বোঝে যে কীসের কথা বলা হচ্ছে।
  • byaang | ০৭ জুলাই ২০১১ ০৯:০১ | 122.172.245.22
  • সায়নের সেলাইয়ের ব্যাপারে ফান্ডা এত ভুলভাল, যে শাস্তিস্বরূপ সায়নকে একটি বারো হাতের শাড়িতে একটি ফল হেম সেলাই দিয়ে লাগাতে দেওয়া হল। হেম নাকি লক্ষ্মী স্টিচ!! আমি যে কত কত গাঁট্টা খেয়েছি মায়ের হাতে, শুধুমাত্র উল্টো হেম দেওয়ার জন্য। আর হ্যাঁ, গাঁট্টাতেও চন্দ্রবিন্দু আছে।
    সিকি এয়েচিস কি? এয়ে থাকলে আমাকে বল দিকি নি, জুলাই তিরিশ থেকে আগস্ট মাসের পাঁচ অব্দি আন্দামান ঘুরে আসার পক্ষে ভালো সময় কী? আর তোর আন্দমানের টই টা এট্টু কষ্ট করে খুঁজে দিবি? অন্যরাও এ ব্যাপারে মতামত জানাতে পার/পারেন।
  • siki | ০৭ জুলাই ২০১১ ০৮:৪৭ | 123.242.248.130
  • ঃ-)

    অচিন্ত্য তাহলে চ-কে-গ চলেই গেল? ব্রতীনকে নিল না? ঃ-)
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ০৮:৪২ | 122.252.231.10
  • এ কী রে বাবা, উচ্চারণ অনুযায়ী তো বানাম করলাম। নালে বলতে উচ্চারণটাও জানি না। ঃ)
  • siki | ০৭ জুলাই ২০১১ ০৮:৩২ | 123.242.248.130
  • অচিন্ত্যকে থ্যাংকু। কাচ বানান কনফার্ম করবার জন্যে।

    অপ্পন বানাম এবং ডায়ালেক্ট সম্বন্ধে ইয়ে। সোঁড়ি আবার কী? কথাটা সোনি। জাঠ-পঞ্জাবি অ্যাকসেন্টে সকল "ন'-ই "ণ' হিসেবে উচ্চারিত হয়, আর স্পষ্ট "ণ', অনেকটা ড়ঁ টাইপের। গণতন্ত্র যেমন গড়ঁতন্ত্র। এরা এমনকি পানি-কেও বলে পাড়িঁ / পাণি।

    লোকে কুড়ি ছেড়ে গাড়ি নিয়ে পড়েছে। হুম্‌ম্‌। যার যেথা মজে মন।

    টিমের ফ্রেশ প্ল্যান এল না।
  • Sibu | ০৭ জুলাই ২০১১ ০৮:০০ | 173.117.212.180
  • ঃ)) হ্যাঁ, অনেকবার যাইবার প্রয়োজন ঘটিবে মনে হইতেছে।
  • achintyarup | ০৭ জুলাই ২০১১ ০৬:২৩ | 59.93.246.133
  • শেষ পর্যন্ত গড় চন্দ্রকেতু যাইতেছি আগামীকল্য প্রাতে। এক সহকর্মিনীর সহিত। তবে ভবিষ্যতে আরও কয়েকবার যাইতে হইবে আশা রাখি।
  • nk | ০৭ জুলাই ২০১১ ০৩:১৩ | 151.141.84.194
  • ফাড়া-ফাঁড়া
    বাক-বাঁক
    কাক রোল--কাঁকরোল
    চাপা-চাঁপা
    বাদর-বাঁদর
  • Du | ০৭ জুলাই ২০১১ ০৩:০৮ | 216.110.92.7
  • গান্ডুর গল্পটা শুনে এমিনেমের 8 mile মনে এলোনা এক্টু?
  • nk | ০৭ জুলাই ২০১১ ০৩:০৬ | 151.141.84.194
  • ঝাপ-ঝাঁপ
    পাক-পাঁক
    প্যাচ-প্যাঁচ
    কাপ-কাঁপ
    আট-আঁট
    আটা-আঁটা
    বাচাল ও - বাঁচালো
  • sayan | ০৭ জুলাই ২০১১ ০২:২৭ | 115.241.0.19
  • এটা লাস্ট। প্রতীক, সিটি পেট্রোল আর এসেক্স ফোর ডিজেল - সিমপ্লি পার্থক্য থাকবে। সিটি সেমি-এটি এসেক্সফোর এটি'র চাইতে প্রায় ৩ বেশী অন রোড। আরও কী কী সব যেন। ফিলহাল, বাই গাইজ! ঃ-)
  • prateek | ০৭ জুলাই ২০১১ ০২:২২ | 129.108.242.140
  • সিটি ইন ফ্যাক্ট ৮ থেকে শুরু
  • sayan | ০৭ জুলাই ২০১১ ০২:২১ | 115.241.0.19
  • ধুত, যা বলছো সেগুলো সব এক্স-শোরুম। অনরোড আরও বেশী। আর এসেক্স ফোর বেসিক সাড়ে সাত। কাকুরে জিগাও।

    এবার ঘুমুতে গেলাম নইলে কাল চাপ। গুন্নাইট!
  • aka | ০৭ জুলাই ২০১১ ০২:১৮ | 168.26.215.13
  • আরে আমিও তাই জানতাম। করলো, সিভিক ১৩-১৫, ক্যামরি-অ্যাকর্ড ১৮-২২। তাই তো এসএক্সফোর ১২ দেখে জিগ্যেস করলাম। সান্দাটা কোনই খবর রাখে না।
  • prateek | ০৭ জুলাই ২০১১ ০২:১২ | 129.108.242.140
  • volvoর দাম টা যদি একটু কমত!
  • Tim | ০৭ জুলাই ২০১১ ০২:১০ | 128.173.185.64
  • একটা নতুন নাম দেখলাম। মহা কমল। এরেও কুড়ি বলা যায়। ঃ-)
  • sayan | ০৭ জুলাই ২০১১ ০১:৫৬ | 115.241.0.19
  • টয়োটা জানি না তবে হন্ডার দাম অনেক কমেছে। এটা দ্যাখো http://www.hondacarindia.com/ownahonda/pricelist.aspx

    ঘুমুতে গেলাম। গুঃ নাঃ
  • aka | ০৭ জুলাই ২০১১ ০১:৫৪ | 168.26.215.13
  • সেকি আমাদের কালে ক্যামরি বেসিক ছিল ১৭-১৮।
  • sayan | ০৭ জুলাই ২০১১ ০১:৫২ | 115.241.0.19
  • ডিপেন্ডস। তবে সিভিক বেসিক অন্ততঃ সতেরো।
  • aka | ০৭ জুলাই ২০১১ ০১:৫০ | 168.26.215.13
  • টয়োটা করোলা বা হণ্ডা সিভিক কত?
  • sayan | ০৭ জুলাই ২০১১ ০১:৪৯ | 115.241.0.19
  • এইত্তো আমার ফাইন্যান্সিয়ার পেয়ে গেছি। আকাদা, বেশী নয়। টপ-এন্ড'টা অন রোড বোধহয় সাড়ে বারো।
  • aka | ০৭ জুলাই ২০১১ ০১:৪৬ | 168.26.215.13
  • কত দাম করেছে এই পিসের?
  • Sibu | ০৭ জুলাই ২০১১ ০১:৪৩ | 66.102.14.1
  • সবাইকে গাড়ি দিচ্ছে, আমারটা কই?
  • sayan | ০৭ জুলাই ২০১১ ০১:৪০ | 115.241.0.19
  • একবার চালিয়ে দ্যাখো, পহা এসে যাবে। 21.5 kmpl। এটার কাছে ভেন্টো 1.6 পাত্তা পাবে না। অসা জিনিস। ঃ-)
  • aka | ০৭ জুলাই ২০১১ ০১:৩৯ | 168.26.215.13
  • এটা কোন কোম্পানির গাড়ি?
  • Arpan | ০৭ জুলাই ২০১১ ০১:৩৯ | 122.252.231.10
  • গুন্নাইট।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত