এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ১২ জুলাই ২০১১ ১২:৪২ | 59.93.207.167
  • যাওয়ার আগে বলে যাই আজ খাজা কাঁঠাল দিয়ে লাঞ্চো,কাল সেই কাঁঠাল বীজ দিয়ে দমুর রেসিপি টেরাই করবো।
  • Kaju | ১২ জুলাই ২০১১ ১২:৪২ | 121.244.209.245
  • একজন কেন, আমিও তো অছি।
  • M | ১২ জুলাই ২০১১ ১২:৪০ | 59.93.207.167
  • ব্যাস, আর কি ভারী ভারী কতায় গুরু গম্ভীর হয়ে উটলো, আমারো পাত্তারি গোটাতে হবে।ওয়ান বারসেন্ট, মানে আর কি বিলিয়নে একজন হয়ে তো আর থাকা যায় না,এমঙ্কি ফ্যা ফ্যা জায়গা গুলো ও ক্যামন অন্যায় ভাবে অযোগ্য লোকজন দখল করে নিলো।

    চলরে মন নিজ নিকেতনে............
  • quark | ১২ জুলাই ২০১১ ১২:২৮ | 14.139.199.1
  • http://tinyurl.com/6yznhtb

    নিন্দুকে দেশ ভ'রে গেল, মানুষের ভালো এরা মোটে দেখতে পারে না
  • Netai | ১২ জুলাই ২০১১ ১২:২৬ | 121.241.98.225
  • আমার ঘুম পাচ্চে। ঘুম চাই। নোবেল নিয়ে কি করবো।
    খেয়ে দেয়ে এসে একটা ধাঁধা কষতে দেবো।
  • Kaju | ১২ জুলাই ২০১১ ১২:২৩ | 121.244.209.245
  • সব্বোনাশ ! নেতাইয়ের নাম খুব শিগ্গিরি নোবেল প্রাপক হিসেবে দেখতে পাব মনে হচ্ছে।
  • Netai | ১২ জুলাই ২০১১ ১২:২১ | 121.241.98.225
  • আমার কিউব কাটাকুটি বন্ধ হয়ে গেছে। মাথায় এখন মেসি ঘুরছে। মেসি জ্বরে আক্রান্ত। কেমন ঘোরের মতন। ঘুম পাচ্ছে এখোনো।
  • Netai | ১২ জুলাই ২০১১ ১২:১১ | 121.241.98.225
  • দেদি,

    স্ট্রাকচারের লিন্‌ক-
    https://picasaweb.google.com/112913006743868868344/Jul122011#5628350863108333426

    অর ইনপুট
    bond length : 2.315(3), 2.257(2), 2.256(2), 2.265(2) eirokom bhabe pratita ektu ektu aaldaa bond lengths. eki bhabe angles o eirokom: 73.277(3), 73.218(3) ityadi.
  • til | ১২ জুলাই ২০১১ ১১:৪৭ | 165.12.252.211
  • আমার কাছে চৌকো এক পয়সা, পাঁচ, দশ আছে, বেশ কিছু গোলাপ ফুল ওয়ালা ২০ পয়সা ছিল, কোথায় যে গেল!
    ব্রাডমান মার্কা জেনেরাল সার্কুলেশন ২০ সেন্ত একটাই বেঁচে আছে, ফার্ষ্ট কাম বেষ্ট ড্রেসড উইল গেট ইট ফর ফ্রী।
    (Cu-Ni স্পেশাল রিলিজ গুছিয়ে রেখেছি, সেটা অবশ্য পরে নীলামে!)
  • til | ১২ জুলাই ২০১১ ১১:৩৮ | 165.12.252.211
  • আই,
    ফ্রেন্ডস এগেইন! পুজোর সময় এক ঝুড়ি অলিভের ডাল নিয়ে যাবো, মম বৃক্ষস্য অলিভ বআঞ্চাণি। আপনার সঙ্গে ঝগড়া করা দুরূহ ব্যাপার, এত ভারী ভারী শব্দ লেখেন তার মানেই বোধগম্য হয় না, তায় আমার না আছে অভিধান, না ইউনিকোড!
  • siki | ১২ জুলাই ২০১১ ১১:২৯ | 123.242.248.130
  • কিন্তু সিকি রয়ে গেল।
  • kallol | ১২ জুলাই ২০১১ ১১:১৩ | 220.226.209.2
  • এক, দুই, তিন, পাঁচ, দশ পয়সারা তো আগেই গেছিলো, এবার চার আনাও (পঁচিশ পয়সা) গেলো।
  • Bratin | ১২ জুলাই ২০১১ ১০:৩৮ | 117.194.99.152
  • সদা বাবা বলতে মনে পড়লো আমার আগের এক প্রজেক্টে নটরাজ দা ছিল। আমাদের একটু ফচকে টাইপের BRM তার ছেলে কে শেখাতো ঃ ' বলো বলও!! নটি বাবা' ঃ-))
  • siki | ১২ জুলাই ২০১১ ১০:৩৭ | 123.242.248.130
  • গুগুল প্লাসটা নিয়ে কাল খানিক ঘাঁটাঘাঁটি করে দেখলাম। বিশেষ কিছু উন্নত জিনিস বলে তো মনে হল না!
  • siki | ১২ জুলাই ২০১১ ১০:২১ | 123.242.248.130
  • কেমিস্ট্রি বল্লেই আমার সবার আগে অর্গ্যানিক কেমিস্ট্রি আর সাথে সাথেই দ্রৌপদী মনে পড়ে যায় ঃ-))

    সদা বাবা, তোমায় কাল খানদুই মেল করেছি। সময় করিয়া একটু দেখো, আর একটা প্রাপ্তি সম্বাদ দিও।
  • de | ১২ জুলাই ২০১১ ১০:১৬ | 203.199.33.2
  • আরেকটা মোড অব সলুশন হলো, অ্যাটমিক পোজিশন গুলো জানা থাকলে আমায় পাঠান, আমার কোডে চালিয়ে ভলুম বার করে দিচ্ছি!
  • de | ১২ জুলাই ২০১১ ১০:১২ | 203.199.33.2
  • আমার লিং টা আকাও দ্যাখে নি, আমি C_8H_8 এর কত ভালো ছবি, মায় থ্রীডি অব্দি পাঠালাম! পছুনা নাই, খালি ঝগড়া ছেলেপিলেদের!
  • de | ১২ জুলাই ২০১১ ১০:১০ | 203.199.33.2
  • অমিত,

    আপনার মেলটা কি কোন কমন পার্সনের থ্রুতে পেতে পারি, স্ট্রাকচারটা বুঝলে একটু চেষ্টা করতাম। যদ্দুর মনে হয় আপনিও কন্ডেসড ম্যাটারের লোক, ম্যাথএর নন -- আমারি মতো!
  • Arpan | ১২ জুলাই ২০১১ ০৯:৫১ | 112.133.206.18
  • তবে লামার সলুশনটা আমার মনে ধরেছে। সেই কত্তদিন আগে টকাসের ল্যবে অটোক্যাডে কাজ কত্তুম।
  • abastab | ১২ জুলাই ২০১১ ০৯:৪৯ | 61.95.189.252
  • না না ওগুলো তো নির্মল আনন্দ। আহা হা অমন চমৎকার সব র‌্যান্ডম ভেক্টর তারা কত কি বানাচ্ছে, ঘর সাজিয়ে রাখা যায়।
  • Arpan | ১২ জুলাই ২০১১ ০৯:৪৯ | 112.133.206.18
  • যাহ, দ্রৌপদীর সমাস মনে পড়ে গেল! ঃ)
  • siki | ১২ জুলাই ২০১১ ০৯:৩০ | 123.242.248.130
  • অন্তত ঐ কী সব ... কিউবেন পলিডেকামেগাহেড্রন টেট্রাপেট্রন ঐসবের থেকে তো প্রচণ্ড সোজা।
  • siki | ১২ জুলাই ২০১১ ০৯:২৯ | 123.242.248.130
  • পোচোন্ডো সহজ। আমি ডেলি কতবার করে যে সমাধান করি!

    কিন্তু মুশকিল হচ্ছে সোর্সকোডটাই হারিয়ে গেছে। তাই আর সাইটে আপডেট করা যাচ্ছে না ঃ-))
  • abastab | ১২ জুলাই ২০১১ ০৯:২৭ | 61.95.189.252
  • না না পরখ করে দেখলাম সত্যিই সমস্যা আছে কিনা। কিন্তু ওটা তো সমস্যা মুক্ত করা আরো সহজ হওয়ার কথা।
  • Netai | ১২ জুলাই ২০১১ ০৯:১৩ | 121.241.98.225
  • আজ লক্ষীছানার মত সকাল ৬ টা তেই উঠে পড়েছি। আর্জেন্টিনার খেলা পুরোটা দেখলাম। তৈরী হয়ে এখন এই দোকানে। শুধু কেমন ঘুম ঘুম পাচ্ছে।
  • siki | ১২ জুলাই ২০১১ ০৯:১২ | 123.242.248.130
  • আরে এতো বল্লেও শোনে না!
  • abastab | ১২ জুলাই ২০১১ ০৯:০৫ | 61.95.189.252
  • siki | ১২ জুলাই ২০১১ ০৮:৪৭ | 123.242.248.130
  • ভোর হল, দোর খোলো।

    সায়ন, অন্তস্থ্য য়-তে প্রবলেম আছে ইউনিকোডের কলে। ওটা ছাপা হয় না। দয়া মায়া ছায়া সব দ মা ছা হয়ে যায়।
  • indraaNee | ১২ জুলাই ২০১১ ০৪:১১ | 220.235.96.200
  • তিল,
    আপনি বড়ই রেগে আছে এই মুহূর্তে। আমার শুধু র ড় জ্ঞান লোপ পেয়েছিল। আপনার দেখছি আরই বেশি। পোস্ট দুটি ভালো করে পড়ে উঠতেই পারেন নি। এই নিয়ে তাই আর কথা নয়।
    পুজোর সময় বেঙ্গলি অ্যাসোসিয়েশনে এলে দেখা হবে। না, মুখ ঘুরিয়ে চলে যাবো না। খিচুড়ি খেতে খেতে এই 'ঝগড়া'টাই হবে। বোঠান আম্পায়ার হবেন।
    খাওয়ার পরে হাত ধুয়ে পেছনের মাঠে চাইলে ডুয়েলও লড়া যেতে পারে।

    ঐ সুতোয় আর গেলাম না। একেই হাইজ্যাকিত, ডুয়েলের চাপ নিতে পারবে না। ছিঁড়ে পড়বে।

    শুভেচ্ছা নেবেন। ভালো থাকবেন।
  • sayan | ১২ জুলাই ২০১১ ০০:৩১ | 115.184.31.134
  • বেশ বেশ!
  • sayan | ১২ জুলাই ২০১১ ০০:৩০ | 115.184.31.134
  • d`Ya - দ
  • sayan | ১২ জুলাই ২০১১ ০০:২৯ | 115.184.31.134
  • dayA - দ
  • Arpan | ১১ জুলাই ২০১১ ২৩:৫৭ | 122.252.231.10
  • ঃ)
  • siki | ১১ জুলাই ২০১১ ২৩:৪৭ | 122.162.75.31
  • ফেসবুকে এইটা ঘুরছেঃ

    The government should change its emblem from the ashoka pillar to a condom because it more accurately reflects the government's political stance... A condom allows for inflation, halts production, destroys the next generation, protects a bunch of dicks, and gives you a sense of security while you're actually being screwed.

    ঃ-)
  • Tim | ১১ জুলাই ২০১১ ২২:৫৮ | 198.82.21.225
  • ঃ-)
  • Arpan | ১১ জুলাই ২০১১ ২২:১৪ | 112.133.206.18
  • মীরাক্কেল সিজন ৬-এর নমুনা।

    শাহরুখ আর দাদার জয়েন্ট প্রেস কনফারেন্স।

    শাহরুখ (সৌরভকে দেখিয়ে)ঃ এই একটা হাতি পুষেছি টিমে।

    দাদাঃ হুঃ! একটা বাঁহাতিই পুষতে পারে না, উনি আবার হাতি পুষবেন!

    ঃ)
  • nk | ১১ জুলাই ২০১১ ২২:০২ | 151.141.84.194
  • বলেছে। সেখানে বলেছে, "কাশ ফোটে? তাই বলো, ভাবি কালিপটকা।" ঃ-)
    তবে কিনা কালির কথা এসে পড়ায় বেচারা কবিটিকে বৈষ্ণব থেকে শাক্ত করে দেওয়া হলো। ঃ-)
  • Lama | ১১ জুলাই ২০১১ ২২:০১ | 117.194.232.126
  • একটা কেমন সহজ উপায় বলে দিলুম, লোকজন তাহে কর্ণপাত না করে মুন্ডুতে ম্যাগনেট ফেলে বাঁশ দিয়ে রিফ্লেক্ট করে ইঁট দিয়ে ভেলোসিটি কষে দেখতে নেগেচে মাথা ঘোরে কি না ঘোরে।
  • Tim | ১১ জুলাই ২০১১ ২১:৫৯ | 198.82.21.225
  • আর পটাকাশ? যেখানে কাশফুল ফোটে ও কালিপটকা, সেই পটাকাশ সম্পর্কে বৈষ্ণবসাহিত্যে কিসু ল্যাখে নাই?
  • nk | ১১ জুলাই ২০১১ ২১:২০ | 151.141.84.194
  • এইজন্যেই বলি বাপু বৈষ্ণব সাহিত্য পড়ো, তাতে এই সব অংক ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি খুব ভালো করে বলা আছে।
    সেখানে বলা আছেঃ ঘটাকাশ ও মহাকাশ। ঘটাকাশের আয়তন বের করা যায়, কিন্তু মহাকাশের ব্যাপারে ছেড়ে দিতে হয়। ঃ-)
    ঘটাকাশ মানে? ঘটের ভিতরে যে আকাশ, মানে স্পেসটুকু। সেটুকুর ভলুম বের করা যায় ঘটের আকার জানলে। সেইটেকেই ঘটের ভলুম ধরতে হয়। ঃ-)
  • nk | ১১ জুলাই ২০১১ ২১:১৬ | 151.141.84.194
  • আরে! একটা ফাঁপা গোলক, তার ভিতরে কিস্‌সু নাই, অথচ আয়তন তো বার করি! সেইটা তো ফাঁকা জায়্‌গাই। ঃ-)
  • aka | ১১ জুলাই ২০১১ ২১:১৩ | 168.26.215.13
  • নিশিকান্তর যেমন কথা, ফাঁকা জায়গার আবার আয়তন কি? ফাঁকা জায়গায় আমি থাকলে আর ফাঁকা জায়গায় তিমি থাকলে কি একই আয়তন পাওয়া যাবে? শুনি?
  • nk | ১১ জুলাই ২০১১ ২১:০৮ | 151.141.84.194
  • মাঝখানের ফাঁকা জায়গাগুলোর কী হবে?
    সেগুলো ও ধরতে হবে তো! আর শক্ত শক্ত থামের মত তো না, এইগুলো তো প্রোব্যাবিলিটি ক্লাউড!
  • M | ১১ জুলাই ২০১১ ২১:০৬ | 59.93.210.159
  • হুঁ, জলের টাবে ঝপাং করে পড়ে।

    তারপর সেটাকে নেতাই কি এক অখেদ্য ধরনের আকৃতিতে সেই জলকে বরফ বানিয়ে আঁক কষতে লাগলো, এদিকে বরফ যে নিজেকে জলের থেকে কিছু মোটা করে ফেলে সেটা সবাই ভুলে গ্যালো।ব্যাস!!! এরপর এ নিয়ে আমায় আর কোনো কোশ্ন নয়।হুম্ম
  • aka | ১১ জুলাই ২০১১ ২১:০১ | 168.26.215.13
  • এ তো একটা কিউব, আটটা সিলিণ্ডার আর ষোলখানা স্ফিয়ার। আলাদা আলাদা মেপে যোগ করে দিলে হবে না?
  • aka | ১১ জুলাই ২০১১ ২০:৫২ | 168.26.215.13
  • সেকি তার আয়তন মাপছিল?
  • nk | ১১ জুলাই ২০১১ ২০:৫২ | 151.141.84.194
  • আকা, এইখানে আছে কিঊবেন, সিএইটহেইচেইট (c_8 H_8)
    http://en.wikipedia.org/wiki/Cubane
  • M | ১১ জুলাই ২০১১ ২০:৪৭ | 59.93.210.159
  • কিউ নামক মহিলাকে মারাঠি না গুজরাটিতে.......
  • nk | ১১ জুলাই ২০১১ ২০:৪৭ | 151.141.84.194
  • যদ্দূর মনে হয়, একটা কিউবের কোণাগুলো থেকে শুঁড়ের মতন দাড়িগোফের মতন নানাকিছু বেরিয়ে থাকলে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত