এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ১৪ জুলাই ২০১১ ১০:১১ | 203.99.212.53
  • ব্যাং, আরে ধুর আমি রাগিনি। তবে আমার গভীর মননশীল কথা গুলো কে নিয়ে যদি ফের খ্যা খ্যা করোচো, দেবো ছাতার বাড়ি ;-)
  • byaang | ১৪ জুলাই ২০১১ ১০:১১ | 122.178.193.161
  • দেখেছো কান্ড! এই সিকি আর কেসি এখন হনুর লেখা নিয়ে ""আমরা-ওরা'' করার চেষ্টা করছে! আমি কি বলেছি যে আমি ওর লেখা বুঝি না, তার মানে পাখা নই! কালকের ঐ বাঃ-মাঃর পর থেকে আমিও হনুর ডাইহার্ড পাখা।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১০:০৯ | 117.194.99.240
  • kc এই ট একটা যাতা দিলে। শুনচো লোকে বাংলা ই বুঝতে পারছে না। তার ইংরেজী অনুবাদ ক্যামনে হবে শুনি? ঃ-))
  • pi | ১৪ জুলাই ২০১১ ১০:০৮ | 72.83.103.132
  • আবার একটা না বলা কথা কোটেশন মার্কে বসালে !
    এটা আমি কোথায় বলেছি !! :o :o

    এই ছিল আমার পোস্ট ঃ

    তবে ভাটে তোমার একটা পুরানো পোস্ট পড়ে ফেলেছি বলে উত্তর না দিয়ে পারছিনা।
    বলেছ, সামনাসামনি যুদ্ধ করে দেশটার বারোটা বাজিয়ে দেওয়া উচিত ?
    দেশ মানে কী বোঝ ?
    দেশের মানুষকেও দেশ মনে করো তো ?
    তা, ওদেশের কজন সাধারণ মানুষ এগুলো সমর্থ করেন , জানো কি ? বরং উল্টো কথাগুলো ও তো অনেক শোনা যায়, সেগুলো শুনে কী মনে হয় ?
    গুরুতে ওয়াক্কাস মীরের লেখা বেরোচ্ছে, পড়েছ কখনো ?

    আর পারলে অনন্ত পটবর্ধনের war and peace টা একটু দেখতে বলব। চিন্তা করো না।
    খুব ভারি কিছু না।
    যেরকম ফুরেফুরে মেজাজ নিয়ে এখন এগুলো লিখছো, সেই মেজাজেই দেখতে পারবে।
    শুনতে পারবে, ওদেশের সাধারণ মানুষ কী বলেন ?
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১০:০৮ | 117.194.99.240
  • হুতো, আমার পোস্ট এ কারোর বাজে লাগলে আমি ক্ষমাপ্রার্থী। হয়তো রাগের মাথায় পলিটিক্যালি কারেক্ট শব্দ প্রয়োগ করা হয় নি!!
  • kc | ১৪ জুলাই ২০১১ ১০:০৭ | 194.126.37.78
  • আম্মো হনুর ডাইহার্ড পাখা। যবে থেকে জেনেছি হনু বড় হয়েছে কলকাতার ছত্রছায়ার বাইরে, তবে থেকে ডবল ডাইহার্ড পাখা। হনুর লেখা বোঝার একটা সহজ টিপস আছে, লেখাটাকে আগে ইংরেজীতে ট্রানশ্লেশন করে নিলে সঙ্গে সঙ্গে বুঝতে পারা যায়। আমিও একটা লম্বা স্মাইলি দিলাম। ঃ)))))))
  • r2h | ১৪ জুলাই ২০১১ ১০:০৩ | 67.96.80.214
  • ব্রতীনদা, কনক্লুশনে জাম্প করেছি মনে হয়ে থাকলে দুঃখিত, আমি নিশ্চয় বোঝাতে পারিনি। অথবা বুঝতে পারিনি।
    "দরকার হলে মোল্লা মেরেও' শব্দবন্ধ আমার আপত্তিকর লেগেছে, জাতিবিদ্বেষমূলক মনে হয়েছে। "মোল্লা' শব্দটিও ধর্মপরিচয় বোঝাতে প্রায়ই ডেরোগেটরী অর্থে ব্যাবহার করা হয়। সেগুলো আমার আপত্তিকর লেগেছে। তুমি হয়তো আরো গূঢ়তর কোন অর্থে বলেছো, আমি বুঝতে পারিনি। ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া জনিত ইম্পালসকে প্রশ্রয় দেওয়া তিনটি প্রতিবেশী দেশের মানুষের চরম দুর্ভাগ্য ডেকে এনেছে। তো আতঙ্ক হয়। ধর্মপরিচয়ের বদলে রাষ্ট্রপরিচয় থাকলে হয়তো আমার কিছুই মনে হতো না, তবে সে তো আমার সমস্যা।

    আর "মোল্লা মেরে ধর্মপ্রতিষ্ঠা' শব্দবন্ধ খুঁজে পেলাম না, তুমি হয়তো বক্তব্যটা রিফ্রেজ করেছো, আমি কোটেশন মার্ক দেখে ঘেঁটে গেছিলাম আরকি।

    মোদ্দা কথা, আমি কিছু কনক্লুড করতে চাইনি। সেরকম মনে হলে দুঃখিত। তোমার পোস্ট আমার আপত্তিকর লেগেছে, এইটুকুই।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১০:০২ | 117.194.99.240
  • আমি এখন আলুর চপ আর ভেজিটেবল চপ দিয়ে মুড়ি সাঁটাচ্ছি। আমার প্রিয় খাবার।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ১০:০০ | 117.194.99.240
  • তোমার সাথে আমি কথা বলতে চাই না এ ব্যাপারে । তুমি তোমার মত নিয়ে থাকো। আমি আমার।

    শুধু একটা ক্লারিফিকেশন 'লেখাটা সহজ ভাষায় লেখা আছে, তোমার বুঝতে অসুবিধা হবে না' এই প্রসঙ্গে সুপিয়োরিটি কমপ্লেক্স কথা টা বলা!!
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ০৯:৫৬ | 117.194.99.240
  • দেখো হনু, রেগে যেয়ো না একেবারে হনেস্ট মতামত দিচ্ছি। তোমার লেখার সাথে সাথে যদি টীকা থাকতো ( যেমন ছোটোবেলার সংস্কৃত মানে বই তে থাকতো) একেবারে জমে যেত। নাহলে লেখা টা বুঝেছি কি বুঝিনি সেই কনফিশ্যন টা থেকেই যায়। ঃ-))
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৯:৫৬ | 72.83.103.132
  • আর সত্যি কিছু বলার নেই ঃ(

    তোমার ফুরফুরে মেজাজ ক®¾ট্রালের কথাই বা কখন বল্লাম ঃ(

    উফ। নিজেই বল্লে এই মেজাজে ঐসব আলোচনা পড়তে ভালো লাগছে না। এর উত্তরে অনন্ত পটবর্ধনের ডকুটা দেখতে বলে বলেছিলাম,য় এমন কিছু ভারি জিনিস না যে এই মেজাজে পড়তে/দেখতে অসুবিধে হবে ! এর মানে হল আমি বলেছি, তুমি ভারি লেখা বুঝবে না !
    কাল ও লিখেছিলে । আমি কাটিয়ে দিয়েছিলাম।
    আজ পাকিস্তানে গত কয়েক মাসে ব্লাস্টেঅনেক লোক মারা যাবার দুটো খবর পড়তে বলতেই আবার সেই একি কথা বল্লে ! এবং আমি সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগিয়াদি ইত্যাদি। ঃ)

    আন্না ঃ)
  • siki | ১৪ জুলাই ২০১১ ০৯:৫৫ | 123.242.248.130
  • না ব্রতীন, আমার অত সাহস নেই। ঃ(
  • siki | ১৪ জুলাই ২০১১ ০৯:৫২ | 123.242.248.130
  • হনু যাবে রেগে? তা হলেই হয়েছে ঃ-))

    হনু দাদাভাই আমার, তুমি প্লিজ আরেকটু নজর দাও বাংলা সাহিত্যের প্রতি। নিছক পোবোন্ধো না লিখে সাহিত্য লেখো। তোমার স্যাটায়ারধর্মী লেখার আমি ডাই হার্ড পাখা। ঃ-)) নেহাত মাঃ টাঃ খাই না, তাইবলে আমাদের মত অভাজনদের দিকে কি একটুও তাকাতে নেই? তিরছি নজর না হয় না-ই হল, বেঁকা নজরেও কি তাকাতে নেই? :P
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ০৯:৫২ | 117.194.99.240
  • আজকে এক কাপ কফি খাবার প্রস্তাব দিয়ে দেখো না। মাঝে মাঝে হাসছে যখন।ঃ-))
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৯:৪৯ | 72.83.103.132
  • আমি তো জিগেশ করেছিলাম,তুমি দেশের ব্লাস্টে মৃত মোল্লা নিয়ে কী মত।
    উত্তরে বল্লে নিজের দেশের লোক হলে মোল্লা নয় , ভারতবাসী। তোমার সেই পোস্টের প্রেক্ষিতে জানতে চেয়েছিলাম, অন্য দেশের লোক হলে তখন তারা মোল্লা হবে আর তাদের যুদ্ধে মারাটা ন্যায়সঙ্গত ?
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ০৯:৪৬ | 117.194.99.240
  • হনুর লেখা অনেক দিন থেকে পড়ি, আমার ও ব্যাঙের মতোন ফিলিংস অনেক টাই বুঝতে পারি না। কিতু ওর লেখা পড়েই ওর সাথে আলাপ করর ইচ্ছে।কিন্তু সেদিন আলাপ করে খুব ভালো লাগলো।সরল,সাদাসিদে,অমায়িক টাইপের। বোধি শিগ্গির আমরা CCD তে বসবো। এবারে কিন্তু DLF এ।
  • siki | ১৪ জুলাই ২০১১ ০৯:৪৫ | 123.242.248.130
  • যাবে কী? গ্যাছে! অ্যাকেবারে গোলাপফুলের মত সুন্দরী লাগছে।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ০৯:৪৩ | 117.194.99.240
  • সিকি, গোলাপী স্ট্রাইপের সাথে কাল প্যান্ট জমে যাবে তো!! ঃ-))
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ০৯:৪২ | 117.194.99.240
  • পড়ে দেখো তোমার পোস্টঃ

    IP Address ঃ ১২৮.২৩১.২২.১৪২ Date :13 Jul 2011 -- 11:49 PM

    আর আমর মেজাজ কেমন থাকবে সেটা একদম আমার ব্যক্তিগত ব্যাপার তাই না। সেটাও কি তুমি ক®¾ট্রাল করবে?
  • byaang | ১৪ জুলাই ২০১১ ০৯:৪২ | 122.178.193.161
  • হনু, একটা সত্যি কথা বলি? রেগে যেও না প্লিজ। আলাপ নেই যদিও, তাও তুমি করেই বললাম। এক এক সময় আমার তোমার লেখা বিষ্ণু দে, সুধীন্দ্রনাথের বাংলার মত লাগে। প্রথমবারে কিস্যু বুঝি না। আর বোঝার চেষ্টা করলে, এতবার এতরকম বুঝি, যে চাপ বেড়ে যায়। ওর থেকে কমলকুমারও সোজা লাগে। যাতে না রেগে যাও তাই আচ্ছা করে কষে লম্বা এক স্মাইলি লাগলাম। ঃ-)))))
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৯:৩৯ | 72.83.103.132
  • নিজের Date :13 Jul 2011 -- 11:41 PM র পোস্ট টা পড়ে নিও। নিজেই লিখেছো পড়বে না , ফুরফুরে মেজাজ বলে।
    এর পরিপ্রেক্ষিতে আমার পোস্টের মানে যা বের করলে তাকে তো আমার তালে ইনফিরিয়রিটি কমপ্লেক্স বলতে হয় ঃ)

    যাহোক, আমার ঐ কোটটা আমি কোথায় করেছি জানার জন্য অপেক্ষায় রইলাম কিন্তু ঃ)
  • h | ১৪ জুলাই ২০১১ ০৯:৩৮ | 203.99.212.53
  • আমার দীর্ঘ দিনের দুঃখ হল আমায় কেউ সিরিয়াসলি নেয় না। গভীর চিন্তাপ্রসূত প্রবন্ধ লিখলে লোকে খ্য খ্যা করে। কি আর বলি। এতে করে বাংলা সাহিত্যের যে কি ক্ষতি হয়ে যাচ্ছে, সেটা যদি কেউ বুঝতো, হায়, ধিক ইত্যাদি ঃ-(
  • siki | ১৪ জুলাই ২০১১ ০৯:৩৬ | 123.242.248.130
  • পাই, ব্রতীন, প্লিজ থেমে যাও এবার। ঃ-))

    সব কথার কি উত্তর দিয়েই প্রতিবাদ করতে হয়? চুপ থেকেও তো অসহমত জানানো যায়, নাকি?
  • byaang | ১৪ জুলাই ২০১১ ০৯:৩৬ | 122.178.193.161
  • উফ্‌ফ, হনুর 9:27AMএর পোস্টটা কী কঠিন!! প্রথম প্যারাটা বিশেষ করে। যতবার পড়ছি, এক এক বার এক এক রকম মানে মনে হচ্ছে। হাতের কাছে ছাত্রবন্ধুও নেই, যে খুলে দেখে নেব। ঃ-))
  • siki | ১৪ জুলাই ২০১১ ০৯:৩৫ | 123.242.248.130
  • হনুর কথায় আমার সুকুমার রায় মনে এল।

    সেই কথাটা আজকে তোকে বোঝাবোই বোঝাবো
    না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো।

    ...
    বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে
    অর্থাৎ কিনা, লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। ঃ-)))
  • santanu | ১৪ জুলাই ২০১১ ০৯:৩৪ | 91.226.168.2
  • সবাই এমন উঠে পড়ে লেগেছে ক্যানো মুসলমানেরাই সব কিছুর জন্য দায়ী প্রমাণ করতে, দেশি মিডিয়া, পশ্চিমি দুনিয়া, এমনকি ব্রতীন অব্দি!

    কনস্পিরেসি থিয়োরি টা কি?
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৯:৩২ | 72.83.103.132
  • আর , ইয়ে , 'মোল্লা মেরে ধর্মপ্রতিষ্ঠা' র কথাটা পাই কোন পোস্টে বলেছে ?
    কোটেশন মার্ক দিয়ে কোট যখন করেছ, পোস্ট থেকে পেস্ট ও করতে পারবে নিশ্চয় ঃ)

    আর তোমার সাথে তো তর্ক করে লাভ নেই। তোমার অপছন্দের কোন কিছু হতে পারে ভাবলেই তুমি পড়বে না ঃ)

    'ঐ ব্যাটার ছেলে'দের যে দেশের 'বারোটা বাজানো' র দাবি তুলেছ, সেই দেশে এই একই রকম ব্লাস্টের খবর হলেও নয় ঃ)
  • h | ১৪ জুলাই ২০১১ ০৯:৩১ | 203.99.212.53
  • বতিন তুমি রাগ কোরো না, রাগ হলেই আরো ফপা হবে। তুমি বরং আমাকে মাল খাওয়ানোর একটা ডিটেল প্ল্যান করো। আমি তখন তোমায় গভীর জ্ঞান দিয়ে এতো বোর করে দেবো, যে বোম ব্লাস্ট হলে, আমার কথা মনে পড়বে এবং রাগ হবে না, প্রচন্ড ভয় হবে, আবার জ্ঞান দিতে পারি বলে ঃ-))

    স্বগতোক্তিঃ নিজেকে কিরকম রঘুপতি রঘুপতি লাগছে। 'এসো বৎস্য আরেক শিক্ষা দি' ইত্যাদি।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ০৯:৩০ | 117.194.99.240
  • আমার কিন্তু মনে হয় তোমার সুপিয়োরিটি কমপ্লেক্স র সমস্যা । যাই হোক। আমরা সবাই নিজেকে বেশী বুদ্ধিমান ভাবি ,এতে দোষের কিছু নেই!! ঃ-))
  • byaang | ১৪ জুলাই ২০১১ ০৯:২৯ | 122.178.193.161
  • সিকির কথায় সত্যিই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল। তখন উগ্রপন্থী মানেই পাগড়িপড়া দাঁড়ি-গোঁফ্‌ধারী মানুষগুলো। আমার এক ভাই ছিল, তার তখন চার বছর বয়স, সে রাস্তায় শিখ দেখলেই জিজ্ঞেস করতো, "এই লোকটা গ্যানী জৈল সিং নাকি উগ্গোপন্থী?''
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৯:২৭ | 72.83.103.132
  • সেটা তাহলে তোমার বয়সের সমস্যা।
  • h | ১৪ জুলাই ২০১১ ০৯:২৭ | 203.99.212.53
  • নিষ্পৃহ হওয়ার শিক্ষা এবং ব্যবস্থা এত প্রবল যে মানুষ তার মধ্যে মনের কথা বলার জন্য ইন্টারনেট কে খুজে নিয়েছে। এখ্‌কন মনে কি আর শুধু ভালো কথা থাকে কু ও থাকে। ক্রোধ ঘৃণা বা গভীর মানবতা সব ই থাকে।

    চাপ হল, শয়তান মিডিয়া গুলো যখন যাকে শত্রু মনে করবে, তখন এমন হাইপারবোলিক প্রচার করবে যে অনেক ভালো লোকেও রেগে গিয়ে যুদ্ধু যুদ্ধু করে একটা আজব হিস্টিরিয়ায় সাবস্ক্রাইব করবে।
  • byaang | ১৪ জুলাই ২০১১ ০৯:২৫ | 122.178.193.161
  • সিকির সঙ্গে একমত আমি। আমাদের লড়ার জন্য সবসময় কিছু না কিছু চাই, কখনো শিখরা বদমাইশ, তো কখনো মুসলমানরা। আর ঐ যে কে একটা লিখলো না, দিনের পর দিন প্রচার চলছে পশ্চিমি দুনিয়ায় কীভাবে মুসলমানেরাই দায়ী সব কিছুর জন্য!
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ০৯:২৩ | 117.194.99.240
  • বয়েস হলো তো তাই কোনটা কী ভাবে বলা সেটা বুঝতে খানিক টা পারি । ঃ-))
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৯:২২ | 72.83.103.132
  • ব্রতীনদা, কাল থেকেই একটু উত্তেজিত হয়ে আছো। পোস্টগুলো ভাল করে পড়ো।
    নিজেই জানিয়েছিলে ফুরফুরে মেজাজে কোন কিচু সিরিয়াস পড়তে চাইছো না , তাইই বলা হয়েছিল, ভারি কিছু নেই। ফুরফুরে মেজাজ নিয়েও দেখতে পারো।
    সেটার মানে তুমি ভারি কিছু বা সরল না হলে বোঝো না, কখনোই নয়।
  • byaang | ১৪ জুলাই ২০১১ ০৯:১৭ | 122.178.193.161
  • পাকিস্তান আর মোল্লা সমার্থক কিনা আমি জানি না হুতো। আমি ব্রতীনকে কোনোভাবে সমর্থনও করছি না। কিন্তু ""আমিও তাহলে মোল্লার মতনই বলি'' এটা পড়ে আমারও মনে হয়েছিল, মোল্লা নাসিরুদ্দিন। যেটা পড়ে আকা বা সায়ন কেউ একটা বলেছে।
  • Bratin | ১৪ জুলাই ২০১১ ০৯:১৭ | 117.194.99.240
  • আমাকে যে যা ভাবছে ভাবুক । আমার তা নিয়ে কোন চাপ নেই।

    পাই তোমার ঐ নাতিদীর্ঘ লিঙ্ক পড়ার সময় বা ধৈর্য্য কোনটাই আমার নেই। আবার সরল ভাষায় লেখা আছে কিনা তাও তো দেখতে হবে; কারণ তোমার মতে তা না হলে আমি বুঝতে পারবো না।

    শুধু ২ টো ক্লারিফিকেশন হুতো কে।

    ১। প্রথম ক্ষেত্রে মোল্লা শব্দ টি ব্যবহার করা হয়েছে
    মোল্লা নাসিরুদ্দিনের একট গল্প প্রসঙ্গে। বহু পুরোনো!!
    ২। দ্বিতীয় বার ব্যবহার করা হয়েছে পাই র পোস্ট র পরে যেখানে কিনা ও 'মোল্লা মেরে ধর্ম প্রতিষ্ঠা করার কথা' বলেছিল।

    কমেন্ট করার আগে পুরো প্রেক্ষিত টা পড়া/জানা ভালো । নাহলে বাংলায় তাকে 'জাম্পিং টু দ্য কনক্লুশান বলে' ঃ-)))

    ইন্দ্রানী দিদি র ঘৃণা গ্রহণ করলাম।
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৯:১৫ | 72.83.103.132
  • এই লড়াই লড়াই লড়াই চাই , এ অনেকটাই মিডিয়ার উসকানো।

    সিসিটিভির ফুটেজটা দেখলাম। কিছু বলার নেই।
  • byaang | ১৪ জুলাই ২০১১ ০৯:১৫ | 122.178.193.161
  • আমরা-ওরার লড়াই তো সব জায়গাতেই। এমনকি এই গুরুর পাতাতেই কি নেই? তিমি বললো এরকম মানসিকতা নাকি এর আগে ও গুরুতে দেখে নি। অথচ আমি রোজ প্রতি ঘন্টায় দেখি কীভাবে আমরাই রোজ একে অপরের প্রতি নখ-দাঁত শানিয়ে চলি। হাত ধুয়ে পড়ে থাকি অপরকে টেনে নীচে নামানোর। আমাদেরই একটা দল অনবরত খুঁজে বেড়াই তৃণমুলের ভন্ডামী-ব্যর্থতা, আবার আমাদেরই আরেকটা দল রোজ খুঁজে চলি সিপিএমের ভুলচুক-অপরাধ। এগুলো খুঁজতে গিয়ে আমরা একে অপরকে টেনে আনি খোলা হাটে, খুঁজে বেড়াই তাদের ব্যক্তিগত জীবনের ফাঁকফোকর, এমনকি দৈহিক আকৃতির খামতিটুকুও আমাদের কড়া নজর এড়ায় না। এগুলো ও আমাদের ঘৃণার জারণ, প্রতিনিয়ত আমরা করে চলেছি, আমরা চিন্তাশীল আলোকপ্রাপ্ত মানুষরা। এই ঘৃণারই আরেকটা দিক হিন্দু-মুসলমান। এই ঘৃণা আমাদের ভিতরে আছে আজন্ম, একে মুছে ফেলা এতই সহজ নাকি! একা ব্রতীনকে দোষ দিয়ে কী লাভ!
  • siki | ১৪ জুলাই ২০১১ ০৯:১৫ | 123.242.248.130
  • আমি বকি নি। ব্রতীন যা বলেছে, সেটা "পলিটিক্যালি ইনকারেক্ট'। ঃ-) আর এখেনে পলিটিক্যালি ইনকারেক্ট কথাবার্তা বললে সব্বাই ক্যামন হাঁ-হাঁ করে তেড়ে আসে।

    ব্রতীন, আশা করি চাপ নাও নি। আদারওয়াইজ যা লিখেছো, সেগুলো খুব আনকমন কিছু নয়। আমাদের মধ্যেই অনেকে এরকম ভাবে, বললাম তো।

    *** একটা সংশোধন, আগের পোস্টে অয়নের নাম নিয়েছিলাম। ওটা ঋজু হবে। অয়ন, সরি ভাই। ***

    ছোটো ছিলাম যখন, তখন খালিস্তান আন্দোলন চলছিল। আমরা থাকতাম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ইন্দিরা গান্ধি খুন হলেন। দেশ জুড়ে পাঞ্জাবী নিধন হল। মানে, শিখ নিধন। ব্যান্ডেলেও জিটিরোডের মোড়ে পাঞ্জাবীদের ধাবা, পেট্রোল পাম্প সব জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হল। জ্বলন্ত টায়ার গলায় পরিয়ে রাস্তায় ফেলে জ্বালিয়ে মারাও হল।

    তখন মিডিয়া আজকের মত ছিল না। মুর্শিদাবাদের ইন্টিরিয়রে খবরাখবর আসত অনেক দেরিতে। কিন্তু যেটুকু এল, তাতে করে আমরা বুঝে গেলাম শিখ মানেই "উগ্রপন্থী'। উগ্রপন্থী বললেই চোখের সামনে ভেসে উঠত পাগড়ি পরা দাড়িওলা একটা শিখ-মুখ। ... মুর্শিদাবাদে শিখ খুব একটা দেখাও যেত না। কখনো ক্কচিৎ দেখা গেলে আমরা ভয়ে সিঁটিয়ে যেতাম।

    অনেকদিন সময় লেগেছিল এই হ্যালু থেকে বেরিয়ে আসতে।
  • r2h | ১৪ জুলাই ২০১১ ০৯:১২ | 67.96.80.214
  • তো, 'পাকিস্তান" এবং 'মোল্লা" সমার্থক?
  • byaang | ১৪ জুলাই ২০১১ ০৯:০৬ | 122.178.193.161
  • ব্রতীনকে সব্বাই এত বকছে কেন আমি বুঝছি না। আমরা সবাই কি একইভাবে ভাবি না? পাকিস্তানেও দিনের পর দিন একই ধরণের সন্ত্রাস চলছে, সেখানের মানুষগুলো ও মরছে একইভাবে কষ্ট পেয়ে, এ কথা আমারা কজন মাথায় রাখি। তখন তো আমরা ভাবি এ পাকিস্তানের ব্যাপার, ওরা কীভাবে সামলাবে সামলাক। কোয়েম্বাত্তুরের রাস্তায় যখন ঐ ছেলেটিকে মারা হচ্ছিল, তখনও তো আমরা ভেবেছিলাম এটা ওদের নিজেদের বাওয়াল, আমি কে মাঝখানে পড়ার! এই নিস্পৃহতা আমরা সবাই দিনের পর দিন জারণ করে যাই নিজেদের মধ্যে।
  • siki | ১৪ জুলাই ২০১১ ০৯:০৩ | 123.242.248.130
  • কুড়ি কালকের অনুপস্থিতির পরে আজ আবার এসেছে। গোলাপী স্ট্রাইপড শার্ট, ব্ল্যাক প্যান্টে। ঃ)
  • siki | ১৪ জুলাই ২০১১ ০৯:০২ | 123.242.248.130
  • না ঠিক আছে। নিন্দেমন্দ বা ছিছিক্কার কোনওটাই যুক্তিযুক্ত নয়। কোনও ঘটনার অভিঘাত মানুষকে কীভাবে ভাবায়, সেটা মানুষ টু মানুষ ভ্যারি করে। ব্রতীন যা ভেবেছে, সেটা যেমন ব্রতীনের একার ভাবনা নয়, অবচেতনে বা অচেতনে অনেক মানুষই ভেবে থাকে, সুতরাং তোপ একা ব্রতীনের জন্য দাগা উচিত নয়। ব্রতীন কেবলমাত্র কালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওর রিয়্যাকশন জানিয়ে বলেছে, এর পেছনে পাকিস্তানের হাত আছে।

    হাত কার আছে না আছে সে তদন্তের শেষে প্রমাণিত হবে, তবে সন্দেহ উড়িয়েও দেওয়া যায় না, এবং উড়িয়ে না দিলেও পুরোপুরি মেনেও নেওয়া যায় না। "পাকিস্তানের হাত' কথাটার অনেকরকম মানে হয়। পাকিস্তানের কিছু লোকের হাত, কিংবা পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের হাত, কিংবা পাকিস্তানের মিলিটারির হাত, কিংবা পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হাত? পাকিস্তানের অনেকগুলো মুখ। কোনও একটা মুখের প্রতিনিধি এই মাণ্ড ঘটালেই যদি সেটার দায় সম্পূর্ণ পাকিস্তান বা সম্পূর্ণ মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়া যায়, তাহলে নরেন্দ্র মোদী গুজরাতে যে নরমেধ, আরও সূক্ষ্ম করে বলতে গেলে যে মুসলমানমেধ যজ্ঞ চালিয়েছিল, তার জন্য আমরা, যারা ধর্মচিহ্নে মুসলমান নই, তারা সবাই দোষী, সব্বাই শালা খচ্চর হিন্দুর জাত।

    কিন্তু আমরা এভাবে ভাবতে অভ্যস্ত নই। আমরা, এন্ড অফ দা ডে, সেই "আমরা' আর "ওরা' হয়ে থাকতেই কম্ফর্টেবল ফীল করি, এবং প্রয়োজনমতো "ওদের' দিকে আঙুল তুলে বলি, শালা মোল্লার দল। আর ভারতের মত ধর্মনিরপেক্ষ দেশে, ঐ "শালা মোল্লার দল'কে প্রতিনিয়ত, প্রতিমুহূর্তে প্রমাণ করে যেতে হয় যে তারাও ভারতীয়, তারা সবাই সন্ত্রাসবাদী নয়, তারাও দরকারে দেশপ্রেমিক হতে পারে, দেশের জন্য তারাও জীবন দিতে পারে। বাড়িভাড়া পাওয়া, চাকরি পাওয়া, সমস্ত ব্যাপারে "ওদের' এই প্রমাণ দিয়ে চলতে হয় সারাজীবন। ভারতে। "আমরা' ভাট মারতে মারতে কথাচ্ছলে ভারত নামক দেশটির গুষ্টির তুষ্টি করে ফেলতে পারি যেকোনও মুহূর্তে, ভারতের হাজারটা দোষ পিনপয়েন্ট করে দেখিয়ে দিতে পারি, কিন্তু একটা "মোল্লার বাচ্চা' চাইলেই সেটা পাবলিকলি পারে না। ভারতের বিরুদ্ধে একটা কথা বললেই তাকে আল কায়েদা কি লস্কর জঙ্গী বলে সন্দেহ করা হয়। সে একজন নিরীহ মুসলমান হলেও। দেশের বিরুদ্ধে রাগ দেখানোর অধিকার তার নেই।

    ভারত একা নয়। মহম্মদ হানিফকেও জেল খাটতে হয় অস্ট্রেলিয়াতে, ঐ একই দোষে, মুসলমান হবার অপরাধে।

    মাইন্ডসেটটা একটা জায়গায় পাল্টানো দরকার। অন্যভাবে ভাবা দরকার। ২০০৮ নভেম্বরে যখন মুম্বইতে সন্ত্রাস হামলা হয়, কাসভের দল তছনছ করে মুম্বই, সেই সময়কার ভাটিয়ালির পোস্টগুলো একটু ফিরে পোড়ো। একই প্রশ্ন উঠেছিল তখনও, অয়ন তুলেছিল।

    আরেকটা কথা। বম্বেতে হামলা হলে আমরা তার রিয়্যাকশনটা একটু বেশি দেখাই, কারণ, বম্বে শহর এলাকা, ফিনান্সিয়াল ক্যাপিটাল, সর্বক্ষণ মিডিয়ার ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে এখানকার অলিতে গলিতে। দান্তেওয়াড়ায়, শালবনীতে, মাও অধ্যুষিত পূর্ব-মধ্য ভারতের বিভিন্ন জায়গায় মাওবাদীদের হাতে কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ব্লাস্টে মারা যাচ্ছে অনেক মানুষ, অনেক পুলিশ। কেবল সেগুলো "ইন্টিরিয়র' বলে দুদিনের বেশি খবরের কাগজের প্রথম পাতায় জায়গা পায় না। লোকে ভুলে যায়। সেগুলো কিন্তু মোল্লার বাচ্চারা করে না। করে মাও ঠাকুরের বাচ্চারা। নরেন্দ্র মোদী যা করেছিল গুজরাটে, সেটা সম্পূর্ণভাবে রামচন্দ্রের তথা হিন্দুর বাচ্চাদের করা একটা জেনোসাইড।
  • byaang | ১৪ জুলাই ২০১১ ০৮:৫৬ | 122.178.193.161
  • তিনটে বিস্ফোরণ, ২১জনের মৃত্যু, দেড়শো মানুষ আহত, একটি শহর নিয়মিত সন্ত্রাসের শিকার, একটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তেরো বা ছাব্বিশ তারিখের ভূমিকা, এই সবের মধ্যে একটা ছোট্ট খবর হারিয়ে গেল। কোয়েম্বাত্তুরে রাস্তার মাঝখানে একটি ছেলেকে সবার সামনে পিটিয়ে, পাথর দিয়ে থেঁতলে মারা হল একটি মানুষকে। পাশ দিয়ে চলে গেল অসংখ্য মানুষ, অসংখ্য যানবাহন। তাদের সবাইকেই তো ঠিক সময়ে পৌঁছাতে হবে নিজেদের গন্তব্যে, তাই সবাই দেখেও দেখলো না, ভাবলো ও না, ঐ মানুষটার সাহায্যের প্রয়োজন। কী অসম্ভব সংযমশীল, চিন্তাশীল আমরা!! নিজেদেরকে কীভাবে রক্ষা করতে হয় আমরা জানি, কীভাবে ফালতু ঝামেলায় জড়াতে নেই তাও আমরা জানি। সারাদিন ধরে সব টিভি চ্যানেল বার বার এই হত্যার সিসিটিভি ফুটেজ দেখাতে থাকলো, নেটে এই ভিডিও ক্লিপ বেরিয়ে গেল, আমরা কজান ভাবলাম এই মৃত্যুটাকে নিয়ে ! রাত্তিরে সবার চোখ মুম্বাইতে। কোথায় সংগঠিত সন্ত্রাস আর কোথায় উটকো বাওয়াল, দুটোর কোনো তুলনা হয়!!
  • kc | ১৪ জুলাই ২০১১ ০৮:৪৮ | 89.203.49.18
  • ব্রতীনকে যেটুকু চিনি, তাতে সে এরকম ইম্পালসিভ কথাবার্তাতো দূরের কথা, ভাবেওনা বোধ হয়। আমার মনে হয় ব্রতীন, এইসব ইম্পালসিভ ফান্ডাগুলো এখানে ছেড়ে আলোচনাটা কোথায় যায় সেটা দেখতে চাইছে।
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৭:০৮ | 128.231.22.142
  • অমিত, ধরা পড়ার পর শাস্তি ঘোষণা হতে বলতে কি মৃত্যুদণ্ডের কথা বলছিস ?
  • pi | ১৪ জুলাই ২০১১ ০৭:০৭ | 128.231.22.142
  • টিম, এই জায়গাটা আমার খুব গুলিয়ে যায়। তুমি যা বল্লে, চাওয়াটা আগে থেকেই ঠিক থাকে, ইনহেরেন্ট ব্যাপার, চাহিদা আছে, সাপ্লাই করা হচ্ছে এরকম ? নাকি একটা কন্ডিশনড প্রেসেস, চাহিদা তৈরি করে সাপ্লাই করা হচ্ছে, এরকম কিছু ? নাকি দুয়ে মিলে একটা সার্কুলার ব্যাপার ?
  • prateek | ১৪ জুলাই ২০১১ ০৬:১১ | 24.162.193.106
  • ব্রতীনের কথাগুলো আমারো ইম্পালসিভ বলেই মনে হয়।ওভাররিয়াক্ট করেছে ঘটনার আকস্মিকতায়।। He'll come around:)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত