সিকি অবশ্য এখন পাশের টেবিলেই পড়ে আছে। ওর কথা অন্য।
pi | ১৪ জুলাই ২০১১ ১৬:৫০ | 72.83.103.132
এই যে কাজু আমারে একটা শুকনো থ্যাঙ্কু অব্দি কইলো না, এতে যে আমি কী পরিমাণ অভিমানাহত হলাম.... দেখে নিলাম। অন্য সবাইকে বলা যায়, শুধু আমার বেলাতেই ...
siki | ১৪ জুলাই ২০১১ ১৬:৪৮ | 123.242.248.130
অবাস্তব,
সল্যুশন ক্রমে আসিতেছে। ধৈর্য্য ধরো।
siki | ১৪ জুলাই ২০১১ ১৬:৪৭ | 123.242.248.130
এই যে ...
name: abastab mail: country:
IP Address : 61.95.189.252 Date :14 Jul 2011 -- 04:44 PM
কাজু, অন্যের পোস্ট কাট পেস্ট করতে হলে ইউনিকোডে খুলে করলেই করা যায়। উদাহরণ name: Kaju mail: country:
IP Address : 121.244.209.245 Date :14 Jul 2011 -- 03:56 PM
গুরুর কোডে কিন্তু এটা একটা বড়সড় bug । কারুর বাংলায় লেখা পোস্তো as it is ক®¾ট্রাল সি ক®¾ট্রাল ভি করা যায় না। পুরো ল্যাখো চাপ লইয়া। এটার কোনো ব্যবস্থা করতে পারো না হে সিকি?
Kaju | ১৪ জুলাই ২০১১ ১৬:৪৫ | 121.244.209.245
হ্যাঁ ওটা বুয়েচি। করেও দেখেওচি। থাঙ্কু অবুদা। ঃ-)
abastab | ১৪ জুলাই ২০১১ ১৬:৪৫ | 61.95.189.252
না কাজ করছে না। শুধু ইউনিকোডেই দেখা যায়।
abastab | ১৪ জুলাই ২০১১ ১৬:৪৪ | 61.95.189.252
কাজু, অন্যের পোস্ট কাট পেস্ট করতে হলে ইউনিকোডে খুলে করলেই করা যায়। উদাহরণ name: Kaju mail: country:
IP Address : 121.244.209.245 Date :14 Jul 2011 -- 03:56 PM
নেহাত হুতো নির্বিকল্প সমাধিতে গেছে ( যাওয়াই উচিত, কালকের কিছু পোস্টের পর আমারো বোধহয় যাওয়া উচিত ছিল ঃ( ), নইলে সিকির চোখে এই বরফাশ্রুর একটা ছবি চাইতাম।
Arpan | ১৪ জুলাই ২০১১ ১৬:৪১ | 202.91.136.71
ঘেঁটে যাওয়াগুলো ছারপোকা। অবশ্যই।
sayan | ১৪ জুলাই ২০১১ ১৬:৪০ | 121.242.29.160
কুড়িব্যথী সিকির চোখ থেকে জমাট বাঁধা দুঃখ স্নোফ্লেক্স হয়ে ঝরছে!
Kaju | ১৪ জুলাই ২০১১ ১৬:৩৮ | 121.244.209.245
এটা তো গুঁপো, সেই দেড়েল তো নয়। তবে গোঁপ রাখলেই কাজ বেশি হবে মনে হয়। তবে লাইনে তো আসছে যা বলছ।
pi | ১৪ জুলাই ২০১১ ১৬:৩৭ | 72.83.103.132
ব্রতীনদা, 'কোট' টা পেস্ট করলে না যে ঃ)
pi | ১৪ জুলাই ২০১১ ১৬:৩৬ | 72.83.103.132
দাড়িতে বরম কিছু মুগ্ধতা রেখে আসো ।
Bratin | ১৪ জুলাই ২০১১ ১৬:৩৫ | 122.248.183.1
এছাড়া সিকি দাড়িও রাখতে শুরু করতে পারে। আশা করি মাস ছয়েক মধ্যেই লাইনে চলে আসবে!! ঃ-))
তবে এ গানের তো পুরো তানসেনীয় ক্যাপা। আরো বেশি। বৃষ্টি নামানোর সাথে সাথে কুঁড়িও ফুটিয়ে দিল !
Lama | ১৪ জুলাই ২০১১ ১৬:৩১ | 203.132.214.11
পাজির দাড়িতে চাট্টি ছারপোকা ছেড়ে দিয়ে নিজের সীমাবদ্ধতাকে জয় করো
pi | ১৪ জুলাই ২০১১ ১৬:৩১ | 72.83.103.132
গানটা লুপে রেখে দিলে পারতে।
Bratin | ১৪ জুলাই ২০১১ ১৬:৩০ | 122.248.183.1
আহারে!! সমবেদনা রইলো।
siki | ১৪ জুলাই ২০১১ ১৬:২৭ | 123.242.248.130
ইদিকে হয়েছে কি, বিরহব্যথায় কাতরাতে কাতরাতে আমি ক্লায়েন্ট মেশিনে ঢুকে গুচ্ছের বাজে কাজ করছিলাম। সাথে মোবাইলে হাল্কা করে গান টান চালিয়ে রেখেছিলাম, যাতে আমি ছাড়া আর কেউ না শুনতে পায়।
ইতিমধ্যে ঐ ভদ্রলোক গান ধরেছেন, আওগে জব তুম ও সজনা, আঙ্গনা ফুল খিলেঙ্গে, বরসেগা সাবন ইত্যাদি, বাইরে বিষ্টিটাও সবে পড়েছে, প্রথম লাইনটা গাওয়া হয়েছে কি হয় নি, গোলাপকুড়ি এসে হাজির।
চেয়ারটা উল্টোদিকে ঘুরিয়ে বসে পুরো গানটা শুনে আবার সেই গুঁপোর কাছে উঠে চলে গেল। ঃ*(
নিচে যে এরকম ঘেঁটে গেল, ইহাদের কী বলে? ছারপোকা না সীমাবদ্ধতা?
Kaju | ১৪ জুলাই ২০১১ ১৬:১২ | 121.244.209.245
টেস্টিং
উঙ্কÄল, মুগ্ধ, দগ্ধ, স্নিগ্ধ, বিদগ্ধ
pi | ১৪ জুলাই ২০১১ ১৬:১০ | 72.83.103.132
ইউনিকোডে মতামত দিন এ ইউনিকোডে না লিখলে তো ইনজিরি হবেই ঃ)
Arpan | ১৪ জুলাই ২০১১ ১৬:০৬ | 202.91.136.71
বাংলায় সীমাবদ্ধতা।
Arpan | ১৪ জুলাই ২০১১ ১৬:০৬ | 202.91.136.71
কাজু, এটাকে বাগ বলে না বাছা। বলে শর্টকামিং অথবা গ্যাপ। ঃ)
Kaju | ১৪ জুলাই ২০১১ ১৬:০৫ | 121.244.209.245
যাঃ, স্বীয় বাক্যগুলো ইঞ্জিরি হইয়া গেল। আর পারি না !
Kaju | ১৪ জুলাই ২০১১ ১৬:০৩ | 121.244.209.245
dekhi to...
botindaa ubaach.
শুধু কেউ (কুড়ি) নেই সিকির!!
Kaju | ১৪ জুলাই ২০১১ ১৬:০০ | 121.244.209.245
ও, দেখি নাই চেষ্টা করিয়া কহনো।
pi | ১৪ জুলাই ২০১১ ১৫:৫৮ | 72.83.103.132
কাজু, ইউনিকোডে করা যায়তো।
Kaju | ১৪ জুলাই ২০১১ ১৫:৫৬ | 121.244.209.245
গুরুর কোডে কিন্তু এটা একটা বড়সড় bug। কারুর বাংলায় লেখা পোস্তো as it is ক®¾ট্রাল সি ক®¾ট্রাল ভি করা যায় না। পুরো ল্যাখো চাপ লইয়া। এটার কোনো ব্যবস্থা করতে পারো না হে সিকি?
pi | ১৪ জুলাই ২০১১ ১৫:৩৭ | 72.83.103.132
name: Bratin mail: country:
IP Address : 117.194.99.240 Date :14 Jul 2011 -- 10:00 AM
শুধু একটা ক্লারিফিকেশন 'লেখাটা সহজ ভাষায় লেখা আছে, তোমার বুঝতে অসুবিধা হবে না' এই প্রসঙ্গে সুপিয়োরিটি কমপ্লেক্স কথা টা বলা!!
ব্রতীনদা, তাহলে 'লেখাটা সহজ ভাষায় লেখা আছে, তোমার বুঝতে অসুবিধা হবে না' এই কথাটা আমি কোথায় লিখেছি সেটা জানতে চাওয়াও আমার সাংবিধানিক অধিকার' ঃ)
আশা করছি 'কোট' করেছ য়খন তখন পোস্ট টা পেস্ট করতে পারবে।
Kaju | ১৪ জুলাই ২০১১ ১৫:৩৫ | 59.163.201.173
বা, বিস্ফোরক-ঢাকা টিপিনবাক্সো অথবা ছাতা ...
Netai | ১৪ জুলাই ২০১১ ১৫:৩২ | 121.241.98.225
মাছ ঢাকা শাকের মতন আগুন চাপা ছাইও জায়গায় জায়গায় দ্যাখা গেছে। বিস্তারিত বিবরন কিছু পাওয়া যায়নি আর।
Netai | ১৪ জুলাই ২০১১ ১৫:২৮ | 121.241.98.225
সঞ্জীববাবু যে দামি কথা বলেন ইটা সত্য। এ উনার বরাবরের অভ্যেস। সেই ছোটোবেলা থেকেই। উনি শ্যামলী মারফত পলাশ কে বললেন। পলাশ তুমি যেওনা। আমি তোমার সাথে আচি। আমরা তোমার সাথে আছি। আমরা একসাথে লড়বো। জয় আমাদের হবেই হবে। অবশ্যম্ভাবি। আমি মনে বললাম - আর আমি? আমিও তো চলে যাবো। এখানে আর থাকবে। অথচ এখানেই থাকতে যে মন চায়। কাউকে একাটা বলুন আমাকে থেকে যেতে বলতে। কিন্তু কবি কালজয়ী সন্ন্যাসী নন। আমার মনের কথা ধরতে পারলেন না। আমি চলে এলাম।
Arpan | ১৪ জুলাই ২০১১ ১৫:২১ | 202.91.136.71
এছাড়াও আরেকটা ক্যাটেগরি আছে। আগুন চাপা ছাই। তারা সত্যি ভয়ংকর।
Bratin | ১৪ জুলাই ২০১১ ১৫:১৭ | 122.248.183.1
হ্যাঁ সঞ্জীব বাবু ও তাই বলেছেন। দুটো জিনিশ লুকিয়ে রাখা শক্ত। প্রতিভা আর চুলকুনি!! ঃ-))
Netai | ১৪ জুলাই ২০১১ ১৫:১৫ | 121.241.98.225
শেষের ঐ অসাধারন মৌলিক লাইনটা? ওখানেই তো কবি তার জাত চিনিয়েছেন। সিকিদার মনের আকুতি যেরম প্রান্জল ভাষায় কলমের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছ ঐ একটি লাইনেই, জাস্ট অসা। প্রতিভা কি কখোনো লুকিয়ে রাখা যায়? সে তুমি যতই চেষ্টা করনা কেন।
Bratin | ১৪ জুলাই ২০১১ ১৫:০৭ | 122.248.183.1
নেতাই, উহা মান্না দের গান!! ঃ-))
Netai | ১৪ জুলাই ২০১১ ১৫:০১ | 121.241.98.225
এই দ্যাখো। এত্তো অশান্তির বাতাবরনের মধ্যে থেকেও ব্রতীনদার কাব্যপ্রতিভা ঝলসে উঠছে। ছাই চাপা আগুন।
sayan | ১৪ জুলাই ২০১১ ১৪:৪৭ | 121.242.29.160
সব থেমে গেছে! বেঙী আমাকে কী একটা বলে গেল। পরে আসুক, জেনে নেবো।
ব্রতীনদা'র কমেন্টগুলো ইম্পালসিভ আর সাডেন, আর "মোল্লা' একটা "রিজার্ভ-ওয়ার্ড', তাই প্রতিবাদের ভাষা একটু বেশীরকম জোরালো দেখলাম। মেইনস্ট্রীম মিডিয়ার ত্যাঁদড়ামি আর ডসিয়ারের ডিগবাজি আমরা সবাই দেখি, চোখ-সওয়া হয়ে গেছে। যেটা চাই না সেটা হল এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আর তৎসংক্রান্ত ইন্যাকশন। একটা ট্র্যাজিক ঘটনার আকস্মিকতায় প্রথম শকওয়েভটা কেটে গেলে আঙুল তোলার অভ্যেস আমাদের চিরকালীন। এখন সুপারপাওয়ার ভারতের পেশীপ্রদর্শন তাতে যোগ করেছে বদ্লে-কী-আগ, ঃ-) তো, এইধরণের প্রতিক্রিয়া আর মানসিকতায় সাবস্ক্রাইব করানো একটা অর্গানাইজড এথিক যেটা দিয়ে অ্যান্টি-ইসলাম জেনোসাইডগুলো এক্সপ্লেইন করতে সুবিধা হয়, কিন্তু জাস্টিফাই করা যায় না। হাতের বাইসেপের গুলি একটু ফুললে সবাই দু-একটা ঘুষি মারে এদিক সেদিক, অ্যান্ড দ্যাট'স জাস্ট দ্য বিগিনিং। শুধু এমনটাই আশা করি, সেঁকো-বিষের একমাত্র অ্যান্টিডোট চোখ-কান খোলা রাখা, যাতে চটপটা যা-কিছু যতোটা পরিমাণে চামচে করে খাইয়ে দেওয়া হচ্ছে তার বাইরের সুষম খাদ্য নাক টিপে হলেও একটু একটু খেতে শেখা, নিজের হাতে। ঃ-)
Bratin | ১৪ জুলাই ২০১১ ১৪:৩৭ | 122.248.183.1
দেয় দেয় সদা। নাহলে শমীক দা ঘুমোয় ক্যামনে!! তুমি জয়েন করে জানতে পারবে আরো ডিটেলসে!!ঃ-))
sda | ১৪ জুলাই ২০১১ ১৪:৩৪ | 117.194.203.223
শমীকদা , ক্যাপস এর অফিসে ঘুমোতে দেয় ? সত্যি ?
Bratin | ১৪ জুলাই ২০১১ ১৪:৩১ | 122.248.183.1
গোলাপের অলি আছে ফাগুনের আছে বাহার সকলের ই সাথী আছে শুধু কেউ (কুড়ি) নেই সিকির!!
siki | ১৪ জুলাই ২০১১ ১৪:২৭ | 123.242.248.130
লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম। এখনো হাই উঠছে।
গোলাপকুড়ি আবার ক্লায়েন্ট অফিস চলে গেছে। কখন ফিরবে ক্ষে জানে!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন