এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১৩ জুলাই ২০১১ ২২:৫২ | 168.26.215.13
  • ব্রতীন ইকোয়েশন অত সহজ নয়। একদেশের টেররিস্ট অন্য দেশের দেশপ্রেমী। ক্ষুদিরামও সাধারণ লোকজন মেরেছিল হে।
  • bb | ১৩ জুলাই ২০১১ ২২:৪১ | 115.241.14.24
  • মোল্লা নাসিরুদ্দিন
  • kc | ১৩ জুলাই ২০১১ ২২:৩৯ | 89.203.49.18
  • মোল্লা হলেন মর্মপীড়। পুরো নাম মোল্লা নাসিরুদ্দিন।
  • r2h | ১৩ জুলাই ২০১১ ২২:৩৬ | 198.175.62.19
  • 'মোল্লার মতন" মানে? মোল্লা কে?
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২২:৩৫ | 198.82.21.71
  • বিস্ফোরণের খবর দেখে আমার মিউনিখ সিনেমাটার কথা মনে পড়লো।

    আমি জানি এভাবে সাধারণ মানুষ মারলে রাগ হয়। আত্মীয়দের জন্য চিন্তায় মানুষ অস্থির হয়। আমার নিজের লোকই আছে ওখানে, এখনও খবর পাচ্ছিনা। কিন্তু কিছুই করার নেই।
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২২:৩২ | 198.82.21.71
  • ব্রতীনদার পোস্ট মনে হয় বিবাহিত পুরুষের টইতে চলে গ্যাছে পথ ভুলে। ঃ-)
  • bb | ১৩ জুলাই ২০১১ ২২:২৯ | 115.241.14.24
  • অদ্ভুত লাগল ব্রতীনের এই আমরা ওরা যুক্তি। এখনও জানাই গেল না এই ব্লাস্টের পিছনে কারা এবং কি উদ্দেশ্য, অথচ কি অনায়াসে একধর্ম এবং দেশের বিরুদ্ধে লিখে দিলেন। শিক্ষিত লোকেরাই যদি এরকম যুক্তিহীন হন তাহলে এই হানাহানি কোন দিন বন্ধ হবে না।
    ব্রতীনের জন্য জানাই পাকিস্থানে রোজ প্রচুর সাধারণ মানুষ সন্ত্রাসের স্বীকার হচ্ছেন আর তারাও মুসলমান। তাই সন্ত্রাসের জাত পাত দেখতে যাবেন না।
    আর বালুচিস্থানে বিদ্রোহের পিছনে কিন্তু ভারতের হাত আছে বলে সন্দেহ করা হয়।
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২২:২৮ | 198.82.21.71
  • এবং কেউ আরো খুঁজলে এও বেরোতে পারে যে, মুসলমান রাষ্ট্রটির মৌলবাদী সংগঠন, সরকার ছাড়াও ,যে দেশের লোক মারা গেছে, সেই দেশেরই রাজনৈতিক ব্যক্তিত্বরাও এতে জড়িত। অন্তত ক্ষমতার জন্য মানুষ মারতে ওদের কারো কুণ্ঠিত হবার নজির যখন নেই, তখন আশংকাটা থেকেই যায়।
  • kc | ১৩ জুলাই ২০১১ ২২:২৫ | 89.203.49.18
  • ব্রতীন, ঠিকই কথাতো। এত লোক, কে কোথা দিয়ে একটা বোম মেরে দিচ্ছে, কারা মারছে, কেন মারছে কিছুই জানা যাচ্ছেনা, শুধু ঘটনাটা ঘটার পাঁচ মিনিটের মধ্যেই আমরা সবাই জেনে গেছি এটা পাকিস্তানই করিয়েছে। হিয়ার দ্য বাক ডাজন্ট স্টপ অ্যাট মিঃ চিদাম্বরম। ইট স্টপ্স অ্যাট পাকিস্তান।
  • siki | ১৩ জুলাই ২০১১ ২২:২১ | 122.162.75.6
  • ব্রতীন, লেখার জন্যে শুধু লিখছি না। যারা মেরেছে, হয় তো খুঁজলে বেরোবে তারা ধর্মসূত্রে মুসলমান, আল্লার নামে এইসব করেছে। কিন্তু আরো বড় আতসকাচ নিয়ে যদি দ্যাখো, দেখতে পাবে সমস্ত ঘটনা আগে থেকে জানতে পারা সঙ্কেÄও কেউ তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে, কেউ তাদের আরডিএক্স জুগিয়ে দিয়েছে, যারা হয় তো ধর্মসূত্রে অ-মুসলমান।

    কোনও মৃত্যুর সঙ্গেই কোনও মৃত্যুর মিল নেই। খুনীর কোনও ধর্ম হয় না, কোনও নাগরিকতা হয় না। খুনীর একটাই পরিচয়, সে খুনী। একই মানসিকতার লোক ভারত পাকিস্তান ইংলণ্ড অস্ট্রেলিয়া আমেরিকা সর্বত্র আছে। হিন্দু আছে, শিখ আছে, মুসলমান আছে, ক্রিশ্চান আছে, নাস্তিক কমিউনিস্টও আছে।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২২:১৮ | 117.194.100.2
  • আমকে এবার তাহলে মোল্লার মতোন বলতে হয় 'তাহলে সব দোষ আমাদের পাকিস্তানে কোন দোষ নাই' ঃ-)))
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২২:১৫ | 198.82.21.71
  • ব্রতীনদা কে,
    ""এত লোক"" বলে যদি সুরক্ষা বিপর্যস্ত হয় তাহলে লোকসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত, তাইনা? সরকার যদি ভোটব্যাঙ্ক বলে সেসব না করে, তাহলে সেই মানুষগুলো মরার দায়ও সরকারেরই হয়। অন্তত আংশিক।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২২:১৩ | 117.194.100.2
  • সিকি জাস্ট লেখার জন্যে লিখো না আজকের মারা লোক গুলো সাথে জঙ্গল মহলের কোন সম্পর্ক নেই সেটা তুমি ভালো জানো!!
  • M | ১৩ জুলাই ২০১১ ২২:১২ | 59.93.194.196
  • এইরে , ব্রতীনকে লিখলাম আর শমীকের সাথেও.........:D
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২২:১১ | 198.82.21.71
  • কোনো সিচুয়েশনই এমনি এমনি আইডিয়াল হয়না। মানুষকে সেটা অর্জন করতে হয়। যারা নির্বিচারে মানুষ মারে তাদের ওপর রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু রাগটা ঠিকঠাক লোকের ওপর হচ্ছে কিনা সেটা বিবেচনা করার ক্ষমতা হারিয়ে ফেললে মুশকিল। এইরকম মনোভাবের কারণেই দাঙ্গা হয়েছে অতীতে। যেটা সমান দূর্ভাগ্যজনক।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২২:১১ | 117.194.100.2
  • kc এট একু গায়ের জোর হয়ে গেল না? এত বড় দেশ। এত লোক। তুমি কোথায় একটা বোম লাগিয়ে দিয়ে চলে গেল। দুর থেকে সেটা ফাটালে। পুলিশের পক্ষে সব সময় সম্ভব সেটা খুঁজে বার করা?
  • M | ১৩ জুলাই ২০১১ ২২:১১ | 59.93.194.196
  • হুম্ম, ঠিক।
  • siki | ১৩ জুলাই ২০১১ ২২:১১ | 122.162.75.6
  • হুঁ। জঙ্গলমহলে অন্ধ্রে ছত্তিশগড়ে বিহারে রোজ রোজ যারা মারছে, তারা সবাই ঐ মর্কটের দল। অথবা সেসব জায়গায় যারা মরছে, তারা ৯০% এর বাইরে। ঃ)

    অনেক বাক্যালাপ তো হয়েছে এই নিয়ে। নাগরিকতা বা ধর্মচিহ্ন দিয়ে সন্ত্রাসকে আইডেন্টিফাই করাটা আমরা লেখাপড়া-জানা মানুষরা যদি না থামাতে পারি, ... তা হলে তো সেই একই অন্য নাগরিকতা বা বিপরীত ধর্মচিহ্ন দিয়ে প্রত্যাঘাত করাটাও জাস্টিফায়েড হয়ে যায়।

    আমরা কি সেটাই চাই?
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২২:০৮ | 117.194.100.2
  • না না তা হবে কেন? আমার কলেজের খুব ঘনিষ্ঠ বন্ধু ইকবাল।

    তবে তুমি,নীনা দি ,আকা এরা মনে হয় খুব আইডিয়াল সিচ্যুয়েশন কথা বলছো। বাস্তবে তা হবে কিনা জানি না।
  • kc | ১৩ জুলাই ২০১১ ২২:০৬ | 89.203.49.18
  • আমাদের দেশের নিজের পেছন ঢাকার ক্যাপা নেই, আছে শুধু পাকিস্তান। ক্লিশে, ক্লিশে ...
  • M | ১৩ জুলাই ২০১১ ২২:০৫ | 59.93.194.196
  • দিদিয়া,
    আমারো বোধায় বয়স বড্ড হয়ে গেলো।আর কি জানো, মাঝে মাঝে মনে হয় সেই তো জঙ্গলরাজ ই রইলো, খামোকা এত সভ্য হবার কি দরকার ছিলো? এত জটিল জীবনের ই বা কি দরকার ছিলো।

    ব্রতীন,
    প্লিজ,এটা কোনো দেশ নয়, কিছু ধান্দাবাজ লোক তাদের ফায়দা লোটার জন্য কিছু মানুষের কষ্ট আর সেন্টিমেন্টকে কাজে লাগায়।তুমি সেই বাবারা যেমন কষ্ট পেয়েছিলো বলে মুসলিম দেখলেই খচে, সেই মনোভাবে থেকোনা,তুমি তো অনেক স্থিতিশীল অবস্থায় বড় হয়েছো, না? তবে? এভাবেই রাগ ছড়ায় কিন্তু। আমাদের সবার আগে এই ভাবনাটা বন্ধ করতে হবে যে।
  • Nina | ১৩ জুলাই ২০১১ ২২:০৩ | 12.149.39.84
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু , ব্রতীন! এবার যাই কাজ ও তো করতে হবে।
    সবাই ভাল থাক।
  • Nina | ১৩ জুলাই ২০১১ ২২:০২ | 12.149.39.84
  • ধ্যুস! ভাব ভালবাসা করব কেন--কিন্তু ওদের মতন খারাপ কাজও করবনা---খুব কঠিন ব্যাপার কি যে করি!
    সবাই কি খারাপ হয়---খারাপের একটাই জাত--খারাপ----সবের মধ্যেই--বেশি কম হয় হয়তো কিন্তু ---কে জানে মনটা খারাপ হয়ে গেল
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২২:০০ | 117.194.100.2
  • দেবযানী র সাথে কথা হল। ওরা ঠিকঠাক আছে।
  • nk | ১৩ জুলাই ২০১১ ২১:৫৮ | 151.141.84.194
  • সেইজন্যেই দ্রি এর কথা ভাবছিলাম। উনি হয়তো বিশ্লেষণ করে পাকিস্তান ছাড়াও আরো কিছু বার করতে পারতেন।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২১:৫৭ | 117.194.100.2
  • ঐ শ্লোগান টা জানি। এ ক্ষেত্রে আমাদের কী করণীয় বলো? ঐ মর্কট গুলোর জীবনের উদ্দেশ্য ই হল ভারতের ক্ষতি করা আর ভারতবাসী মারা। সরি এদের সাথে ভাব ভালোবাস করতে পারলাম না।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২১:৫৫ | 117.194.100.2
  • ৯০% র বেশী ঘটনা তারাই ঘটায় কিনা। তাই ক্লিশে হলেও অন্য নাম নিতে অপারগ। নিজ গুণে মার্জনা করবেন।
  • Nina | ১৩ জুলাই ২০১১ ২১:৫৪ | 12.149.39.84
  • ব্রতীন, জ্ঞানদাদিদি হবার শখ নেই --কিন্তু হিংসা যত বাড়াবে তত বাড়বে --eye for an eye will make the whole world go blind খুব অসহায় লাগে আমার--মনুষের সুবুদ্ধি গজাবার ওষুধ বেরোয়না কেন?
  • kc | ১৩ জুলাই ২০১১ ২১:৫৪ | 89.203.49.18
  • সব কিছুতেই পাকিস্তানের নাম নেওয়াটা এখন ক্লিশে হয়ে গেছে। খোদ পাকিস্তানেই প্রচুর লোক মারা যাচ্ছে প্রতিদিন।
  • siki | ১৩ জুলাই ২০১১ ২১:৫৩ | 122.162.75.6
  • দাদার লাইনে ভিখরোলি / দহিসার এলাকায় আমার বউয়ের মামা থাকে। ফোন এল, সবাই নিরাপদ। সন্ধ্যের পর থেকে মোবাইল নেটওয়ার্ক জ্যাম হয়ে গেছিল, তাই লাইন না পাওয়া যেতেও পারে।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২১:৫২ | 117.194.100.2
  • ইয়ে, দ্রি কে সন্দেহ - বাতিক না বললেই বরং রাগ করতে পারে!! ঃ-))
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২১:৫১ | 117.194.100.2
  • বেশীর ভাগ নাশকতার মূলে ঐ ব্যাটার ছেলে রা। সামনা সামনি যুদ্ধে আমাদের সাথে পারবে না তাই এই সব করে। আর আকা বাঁচতে গেলে আমরা মশা/পোকা -মাকড় এই সব মেরে থাকি। এগুলো তার বেশী কিছু নয়। ঠান্ডা মাথায় যারা মানুষ মারতে পারে তার আর যাই হোক মানুষের মর্যাদা পাওয়ার উপযুক্ত নয়।
  • Nina | ১৩ জুলাই ২০১১ ২১:৪৯ | 12.149.39.84
  • কিকিয়া বয়সের লক্ষণ! শরীর অস্থির করে যতক্ষণ না ভাল খবর পাই---ভাইঝি থাকে , দাদার সঙ্গে কথা হল সে ঠিক আছে তবে তার বর এখনও বাড়ী ফেরেনি, অফিসেই অপেক্ষা করছে ---ভল্লাগেনা, কেন যে মানুষ এমন করে
  • M | ১৩ জুলাই ২০১১ ২১:৪৯ | 59.93.194.196
  • আচ্ছা, দ্রি রাগ করেননি তো, আমি তো খালি তাকে সন্দেহবাতিক বলছিলাম, কিন্তু সেটা কোনো খারাপ অর্থে সত্যি ব্যবহার করিনি।
  • nk | ১৩ জুলাই ২০১১ ২১:৪৫ | 151.141.84.194
  • অদ্ভুত একটা ব্যাপার! বেশ কিছুকাল আপাত শান্ত সব, তারপরে ট্রেন দুর্ঘটনার চেইন শুরু হলো, তারপরেই বিস্ফোরণ! মাঝে মাঝে দ্রি য়ের বক্তব্য জানতে ইচ্ছে করে!
  • M | ১৩ জুলাই ২০১১ ২১:৪৫ | 59.93.194.196
  • হ্যাঁ , আমারো মনে হচ্ছে।ব্রতীন, দিদিয়া, চাপ নিয়োনা।
  • hu | ১৩ জুলাই ২০১১ ২১:৪৩ | 12.34.246.72
  • সন্ধ্যে সাতটা নাগাদ হয়েছে। অণুশক্তি নগরে আমার এক দিদি থাকেন। তাদের ফোন করে জানলাম ওদিকে কোন সমস্যা নেই। দেবযানী নিশ্চয়ই ভালো আছেন। এই সময় ফোন কানেকশন পেতে সমস্যা হতে পারে। ব্রতীনদা কোন খবর পেলে এখানে লিখে দিও।
  • Nina | ১৩ জুলাই ২০১১ ২১:৪২ | 12.149.39.84
  • নিশি, সন্ধ্যে সাতটায়--দাদর, অপেরা হাউস আর জাভেরি বাজারে তিনটে ব্লাস্ট
  • nk | ১৩ জুলাই ২০১১ ২১:৪০ | 151.141.84.194
  • মুম্বাইতে এগুলো কখন হয়েছে? কতক্ষণ আগে?
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২১:৩৮ | 117.194.100.2
  • ফোন ৩ বার বেজে গেল । ধরছে না। আচ্ছা।
  • Nina | ১৩ জুলাই ২০১১ ২১:৩৫ | 12.149.39.84
  • বাড়ী অনুশক্তি নগর এ। তুমি খবর পেলে প্লিজ অমকে এক্টু জানিও।
    neena_gangulee@horizonblue.com একটা এ-মেল করে দিও । আর নইলে অমকে ওর ফোন #টা মেল করে দেবে প্লি?
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২১:৩২ | 117.194.100.2
  • বার্কে আপিস। বাড়ি কোথায় জানি না।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২১:২৯ | 117.194.100.2
  • control f করে কারা টেরারিস্ট বেছে নিলেই ল্যাটা চুকে গেল!!
  • Nina | ১৩ জুলাই ২০১১ ২১:২৮ | 12.149.39.84
  • ব্রতীন, দেবু কোথায় থাকে মুম্বাইতে? অফিস কোন দিকে? জান কি?
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২১:২৬ | 117.194.100.2
  • দে = দেবযানী
  • Nina | ১৩ জুলাই ২০১১ ২১:২৬ | 12.149.39.84
  • @ De --dedjani-দেবু
  • Tim | ১৩ জুলাই ২০১১ ২১:২৪ | 198.82.21.71
  • দোষ যাদের তাদের মেরে ফেলা যাবেনা। তারা রক্তবীজ। সুতরাং মারলে আরো কটা নিরীহ মানুষই মরবে।

    দোষের কথায় শ্যামাসঙ্গীত মনে পড়লো। সবই স্বখাত সলিল।
  • Bratin | ১৩ জুলাই ২০১১ ২১:২৪ | 117.194.100.2
  • SMS করেছি। ফোনে পাচ্ছি না । চেষ্টা করে যাচ্ছি।
  • aka | ১৩ জুলাই ২০১১ ২১:২৪ | 168.26.215.13
  • দেবু কে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত